মাসে ১০০০ কিলোমিটার গাড়ি চালানোর খরচা ২১০০০ টাকা হলে, প্রতি কিলোমিটার ২১/- । একটা গাড়ি ভাড়া করলে ১৫/১৬ টাকা কিলোমিটার নেবে। এবং তাতে নিজের কোনও টেনশন থাকবে না। আর গাড়ি কিনলে গ্যারাজ ভাড়া, ট্রাফিক চালান, পার্কিংয়ের ঝামেলা ইত্যাদি তো আছেই। আমরা গাড়ি কিনি শখ মেটানোর জন্য, খরচের কথা ভাবলে গাড়ি কেনা বোকামি। তবে যাঁদের কর্মক্ষেত্রের জন্য রোজ গাড়ির দরকার হয় তাঁদের অবশ্যই নিজের গাড়ি থাকাটা জরুরি।
খুব সুন্দর করে বুঝিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে, একদম সঠিক বিশ্লেষন। তবে সাধারণত গাড়ি একটা আবেগ, একটা ভালোবাসার জায়গা থেকে মানুষ কিনে থাকেন, ঠিক investment হিসেবে নয়। আবার আজকাল ক্যাব এ 5km যেতে 600 টাকা লাগে, কলকাতা থেকে দিঘা এই Wagon-R এই ভাড়া করে যেতে 8000 - 10000 টাকা লাগবে, তাই খরচ অন্যভাবেও হয়। তাই গাড়ি বা বাড়ি কেনা মূলত আবেগ নির্ভর, logic based নয় 😊 কারণ logic based হলে তো বিয়ে করাও উচিত নয় বা pets রাখাও উচিত নয়, ওতেও তো অসম্ভব খরচ 😄
Sobar kotha sunle kono decision e nite parben na...porisrom kore upargon kore jodi family er jonno and more importantly nijer jonno ekta sokher jinis kenen tahole oto sobar kotha sunben na...
খুব সুন্দর কস্ট analysis করেছেন। আমার পনেরো বছর ধরে গাড়ি আছে।মাঝে দু তিন বার পাল্টেও ছি কিন্তু কোনো দিন এরকম ভাবে ভাবিনি গাড়ি রাখতে বছরে কত খরচ হচ্ছে। আপনার আলোচনা সত্যি খুব ভালো লাগলো।
@@ExplorerDeb দাদা একটা বাইক পুষতে বছরে কত টাকা খরচ হয়। আর আমার ৫০০০ টাকার মাসিক মাইনেতে কী একটি বাইক কেনা উচিত? এই টপিক এ একটি ভিডিও বানান please🙏🙏🙏🙏🙏
খুব ভালো cost effective ক্যালকুলেশন, আমাদের পরিবারেও একটা Hyundai i10 আছে, সুতরাং অনেকটাই relate করতে পারি এর সাথে। আরেকটা জিনিস এর সাথে যোগ করবেন সেটা হলো গাড়ির পার্কিং খরচ, যদি পার্সোনাল গ্যারেজ না থাকে তাহলে প্রতিমাসে ৪/৫ হাজার টাকা গ্যারেজ ভাড়া গুনতে হবে WagonR গাড়ির জন্য, আর গাড়ির size বাড়লে আরো বেশি খরচ। সোজা কথায় গাড়ি পোষা=হাতি পোষা😅😅😅
Daran gari na kenar khoroch ta dhorchi, (ami uber fare hisebe dhorchi jadi amr gari kenar khomota thke ami bus e kore to jabo na) jodi monthly 1000km jawa asa hoy thle daily 38km up down hoche, 1mnth e 26 days dhorchi sunday gulo bad dichi, thle 38 km jete minimum rs 700-750 lagbe cab e, thle monthly khoroch holo 750×26= 19500, thle 1yr e lgbe 19500×12= 234000 thle 5yrs e lagbe 234000×5= 1170000, acha ebr protimase offc jawa chara bajar ache marketing ache, ghurte jawa ache, onusthanbari ache tar jnno abr riksha, cab, rental car er pichone dhorun avg e proti mase oi 3000 kore avg korlm thle 1 yr e khoroch hoche 3000×12= 36000 tahole 5yrs e hoche 36000×5=180000, tahle total khoroch hoche 5yrse 1170000+180000= 1350000 ebr thole avg e per yr e khoroch hche 1350000÷5= 270000 and proti mase hche 270000÷12= 22500per month e khoroch hoche erpr dhorun proti masei ghurte jete nao paren, selhan thke kichu kom hote pare.
ছোটো থেকেই গাড়ি কেনার শখ , বয়স বর্তমানে 24 কিন্তু এখনো তেমন জব পাই নি , কিন্তু জব পেয়েই প্রথম কাজ হবে 5 হাজার টাকা Sip করা, সেটা 10 বছর পর যা হবে ভালো ভাবে একটা 10-12 লাখ এর গাড়ি ক্যাশে এসে যাবে। মূল্যবৃদ্ধির কারণে 10 বছর পর এই ওয়াগেনোর e 10 লাখ থেকে বেস মডেল শুরু হবে
Amar o boyos 24 akhono job paini...kintu amar icche job peyei prothome akta gari kine baba maa er sathe gari te chorar sukh bhag kore newa...kintu video te ja expenses dekhalo tate kore dome gelam kichu ta
দারুণ analysis, দাদা! অনেককেই দেখছি ড্রাইভার রাখতে হয় আর তা ছাড়া পার্কিং গ্যারেজ rent করতে হয়। তাই ইফেক্টিভ এক্সপেন্স আরও বেশি পরে যাচ্ছে। তবে ৫ বছর এই গাড়ির লোন শোধ হয়ে গেলে অনেকটা খরচ কমে যাবে।
Car is a depreciating asset. So you can use your FD/MF to buy it. Don't take an auto loan. Service costs usually increase from 3rd year onwards irrespective of kilometres driven. Your service centre will always inflate the bill by 15-20%. You also have to pay 18-28% GST above service cost. Also, think about 7-8% inflation. You also have to replace the battery after 4 years and all tyres every 6-7 years and those are expensive. Don't forget to buy an extended warranty that will cost ~20k+ extra. You can buy insurance online. Don't buy it from showroom.
গাড়ি পুরনো হোক বা নতুন একবার কেনার পর না চললেও ট্যাক্স ইন্স্যুরেন্স দিতেই হবে সারা জীবন! এটা যতদিন থাকবে ততদিন গাড়ি কিনে মজা নেই। ভারত সরকারের একটা নিয়ম করা উচিত গাড়ির চললে তবেই ট্যাক্স দেওয়া প্রয়োজন, না হলে নয়।
খরচ কমানোর জন্য সপ্তাহে 1 দিন গাড়ী বার করতে হবে। ইঞ্জিন ঠিক রাখার জন্য মাঝে মাঝে এমনিতেই স্টার্ট দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। লোনে গাড়ী না কিনে, টাকা জমিয়ে একবারে কিনতে হবে।
ঠিক বলেছেন ব্যাংক আর ফাইন্যান্স কোম্পানির খপ্পরে পড়লে বিপদ , দরকার হলে জানাশোনা পুরনো গাড়ী কিনলে একটু লাভবান , এরপর গাড়ী চালান আর না চালান বছরে ইন্সুরেন্স , পলিউশন আর পাঁচ বছর পর মোটা রোড টেক্স দিতে হবে ,আবার গাড়ী বাড়িতে দাড়িয়ে থাকলে স্ক্র্যাপ হয়ে যাবে
Rectify.... Insurance is including Own Damage and add on policies for 1st Year and Third party upto 3rd year. Means from 2nd year need only renewal charges for 1st party/own damage.
1st year Insurance total 1 year comprehensive+3rd party rest 4 years, as because 3rd party insurance or act insurance compalsary for run the vehicle on road every year but 1st party or comprehensive insurance as per your choice after 1st year you may continue or not.that is why primium may differ every year
আপনার হিসেব টা সুন্দর। কিন্তু একটা কথা হলো, গাড়ি যারা কেন বাড়ির জন্য তারা সখ এ কেনে। প্রয়োজন এর থেকে বেশি সখ এর জন্য কেন। কেউ মাস এ ৫০/৬০০০০ টাকা ইনকাম করলে কলকাতা শহর এ না থাকলে গ্রাম এর দিকে থাকলে সখ এর কাছে খরচ টা কিছুই না।
কে বলেছে কেউ গাড়ি কিনবে না? সংসার ধর্মে নিত্য নৈমিত্তিক লড়াই করতে থাকা মানুষগুলো তাঁদের পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাবার জন্য, নিজে একটু ভালো থাকার জন্য নিশ্চ্য়ই গাড়ি কিনবে। আমরা সবাই তো এটাই চাই বলুন।
Ektu guide korun please. Kolkata theke bolpur jete darjeeling More theke je jongol ta pore bodh hoy panagarh jongol. Raate 7 tar dike oi rasta diye fera ta ki safe?
Based on my experience my lowest maintenance cost car was 99 model MARUTI 800 STD Carburettor Engine and costly maintenance in my TATA Vista TDI. On April 2023 I have exchanged my Maruti 800 with Alto 800 BS 6 top model just due to the confusion wether I will get CF till 2029 or not...as 2 time CF already done...I really miss my MARUTI 800.
Amar ekta prosno ache? Jodi keu prothombar gari kinte jai ebong se natun gari chalano sikheche, tahole ki take natun gari kena uchit, naa 2nd gari kena uchit? Jodi ata niya ekta video den tahole khub bhalo hoy. Apner video gulo dekhchi khub bhalo lagche r anek kichu jante parchi. Thank you so much Sir.
দাদা আমি 2024 মার্চ এ, প্রথম বারের জন্য family car নিতে চাই, ecco AC and CNG নেবার সিদ্ধান্ত নিয়েছি, Down Payment 500000 laks করলে, আপনি আমাকে বলুন, আমার কতো টাকা খরচ করতে হবে ????
Sir, ami 2023 january te wagnor niyechhi... Coming 3rd january er age 1st party portion insurance ta renew korte hobe. Bujhte parchhina kirokom insurance nebo, bumper to bumper?? Naki r o kichhu add korte hobe?? Please reply as early as possible...
Dada, apni aro 2 to cost calculate koren ni, 2 toi non tangible cost 1) Opportunity cost, prothom a oi 2 lakhs je downpayment korchen tar 5 years er Bank FD interest @1 Lakhs 2) Depreciated cost, after 5 years 7 lakhs er car er hardly resale value hobe @3 lakhs, so @4 Lakhs cost Note : Amar o same model car ache, Apnar protek ta kothar sathe agree korchi
Better to buy Alto without loan headache. My 8 year old Alto shows value of only 110000 - by insurance co. Had spent only about 25-30000 on engine oil , battery, coolant in the last 8 years. Better buy 2nd hand alto or eon,kwid - with expert advice about - condition of engine and gearbox.
Dada, Ekta 7yrs old Alto kinbo vabchi, 6500kms choleche. Petrol khoroch baad diye insurance, service expenseesob niye yearly koto khoroch hote pare ektu idea deben
দাদা আমি প্রথম গাড়ি কিনবো use বা 2nd hand কিনবো। ২০২০ / ২০২১ এর vw polo tsi পেট্রল কিনলে সেটা কি সঠিক সিদ্ধান্ত হবে? আমি vw polo বা tiago নেয়ার plan করেছি দয়া করে replay দেবেন ধণ্যবাদ
Bhai eki price VENTO niyo , beshi boot space pbe ami 2011 er gaari 2018 e niyechi 2nd hand , khub smooth drive with ample mileage. 2.30-2.80 lakhs depending on the which variant you buy & the condition of the corresponding car
Suzuki Baleno বা Toyota Glanza কিনতে পারেন l Tata র কোনো প্যাসেঞ্জার car ভাল হয় না l আর VW র ওই মডেল না কেনাই উচিত কারণ কোম্পানিটা ভারতে বেশি দিন নাও থাকতে পারে l সিদ্ধান্ত আপনার l
@@soumyadeepbarik5711 vento khub valo jani... But amar hatchback chai daily city drive er jnno.. Polo 2020 comfort line 5.1 asking price 18k km done... Vbchi ar 1-1.5lkh dile tiago xe hye jbe new... Maintance kmn khoroch yearly vento jodi bolen.. Thank you.
@@pappuchak8605 na dada maruti nebo na because of poor build quality amr 4/5 star ncap gari chai... Vw thkabe india te akn vitrus taigun tigwan asche polo 2024 gti launched hote pare india te... Toyota glanza dekha hyni..tata tiago nahole polo used 5.1 pawa jacche tsi 2020..budget arround 8-8.5lakh... Wait korchi jodi polo gt tsi 2024 india te ase
আমি আমার alto বদলে Suzuki Baleno নিয়েছি l 8 লাখ বাজেটের মধ্যে best গাড়ি l আমি alto র জন্য দুলাখ পেয়েছি আর সব ডিসকাউন্ট দিয়ে ব্যালেনো তে পড়েছে 5 লাখের মত l পুরোটাই লোন l মাসে ৮০০০ টাকা emi আর ৬০০০ টাকার তেল l এই হল খরচ l গাড়ি আমার স্ত্রী নিজেই চালায় l 7 লাখ ই যদি খরচা করি তো Wagon R কিনতে যাব কেন?!
দাদা একটু রিপ্লাই দিবেন প্লিজ বলছি এক জায়গায় Wagner vxi মডেল সেকেন্ড হ্যান্ড এ বিক্রি হচ্ছে 2 লাখ 25 এ আমি যদি গাড়িটা কিনি আর গাড়িতে 5 /6 মাস পর অসুবিধা হয় খুব বেশি 50-60 হাজার টাকা খরচ হলো বা 1 লাখ তাহলে কি গাড়িটা কে না ঠিক হবে plzz reply
আপনি যদি বুঝতে পেরে গিয়ে থাকেন যে কয়েকদিন পরে 50 হাজার থেকে 1 লাখ খরচা হলেই গাড়িতে Major আর কোনো খরচা নেই আপাতত। তাহলে এই গাড়িটা নেওয়া অবশ্যই ঠিক হবে।
Hello Dada, Hope you are doing well. Need your help to buy a new car which I purely use for Highway with budget of 9.5 lakh max on road price. Please suggest some cars. Thank you.
মাসে ১০০০ কিলোমিটার গাড়ি চালানোর খরচা ২১০০০ টাকা হলে, প্রতি কিলোমিটার ২১/- । একটা গাড়ি ভাড়া করলে ১৫/১৬ টাকা কিলোমিটার নেবে। এবং তাতে নিজের কোনও টেনশন থাকবে না। আর গাড়ি কিনলে গ্যারাজ ভাড়া, ট্রাফিক চালান, পার্কিংয়ের ঝামেলা ইত্যাদি তো আছেই। আমরা গাড়ি কিনি শখ মেটানোর জন্য, খরচের কথা ভাবলে গাড়ি কেনা বোকামি। তবে যাঁদের কর্মক্ষেত্রের জন্য রোজ গাড়ির দরকার হয় তাঁদের অবশ্যই নিজের গাড়ি থাকাটা জরুরি।
খুব সুন্দর লিখেছেন
যাদের Garrge নেই তাদের Garrge ভাড়া @₹2000/-add করতে হবে মানে ₹22000/pm to become owner Maruti Suzuki Wagner Zx model.
2 hazar takar garage pawa khubi mushkil
Bhul bhal kotha
খুব সুন্দর করে বুঝিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে, একদম সঠিক বিশ্লেষন।
তবে সাধারণত গাড়ি একটা আবেগ, একটা ভালোবাসার জায়গা থেকে মানুষ কিনে থাকেন, ঠিক investment হিসেবে নয়। আবার আজকাল ক্যাব এ 5km যেতে 600 টাকা লাগে, কলকাতা থেকে দিঘা এই Wagon-R এই ভাড়া করে যেতে 8000 - 10000 টাকা লাগবে, তাই খরচ অন্যভাবেও হয়। তাই গাড়ি বা বাড়ি কেনা মূলত আবেগ নির্ভর, logic based নয় 😊
কারণ logic based হলে তো বিয়ে করাও উচিত নয় বা pets রাখাও উচিত নয়, ওতেও তো অসম্ভব খরচ 😄
আপনার কথা শুনে আমার গাড়ি কেনা মাথায় উঠলো। বাঁচিয়ে দিলেন মশাই।অনেক ধন্যবাদ।
Sobar kotha sunle kono decision e nite parben na...porisrom kore upargon kore jodi family er jonno and more importantly nijer jonno ekta sokher jinis kenen tahole oto sobar kotha sunben na...
খুব সুন্দর কস্ট analysis করেছেন। আমার পনেরো বছর ধরে গাড়ি আছে।মাঝে দু তিন বার পাল্টেও ছি কিন্তু কোনো দিন এরকম ভাবে ভাবিনি গাড়ি রাখতে বছরে কত খরচ হচ্ছে। আপনার আলোচনা সত্যি খুব ভালো লাগলো।
গাড়ি কেনার ইচ্ছেটা কেমন যেন মিলিয়ে গেলো। ঝোকের বসে গাড়ি কেনাটা ভুল সেটা বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে । 🙏
ধন্যবাদ। ভাল থাকবেন । 🙏
বাংলা শব্দ ভুলে গেছেন?
ঝোঁকের বশ।
আমিও একটা গাড়ি নিতে চাইছি,,,Renault kwid,,,, যখন মেইনটেন্স খরচা মনে পড়ে তখন গাড়ি কেনার ইজছে টা নষ্ট হয়ে যায়😢😢
@@Sanwork acha apnar mase koto taka khoroch hoy office jatayat e ba marketing or ei bajar tajar korte jete?
@@ExplorerDeb দাদা একটা বাইক পুষতে বছরে কত টাকা খরচ হয়। আর আমার ৫০০০ টাকার মাসিক মাইনেতে কী একটি বাইক কেনা উচিত?
এই টপিক এ একটি ভিডিও বানান please🙏🙏🙏🙏🙏
খুব ভালো cost effective ক্যালকুলেশন, আমাদের পরিবারেও একটা Hyundai i10 আছে, সুতরাং অনেকটাই relate করতে পারি এর সাথে। আরেকটা জিনিস এর সাথে যোগ করবেন সেটা হলো গাড়ির পার্কিং খরচ, যদি পার্সোনাল গ্যারেজ না থাকে তাহলে প্রতিমাসে ৪/৫ হাজার টাকা গ্যারেজ ভাড়া গুনতে হবে WagonR গাড়ির জন্য, আর গাড়ির size বাড়লে আরো বেশি খরচ। সোজা কথায় গাড়ি পোষা=হাতি পোষা😅😅😅
Haan thik kothaaa
Amio toh onek khuje khaje ekta garage peyechi
2 hazar takar naye per month
Baki sob toh
2.5 3 hazar bolche
Mota taka jodi na aaye koren tahole gari kine newa maney fese jawa....
টাকা থাকলেও সবাই সব কৰতে পাৰে না। অনেক লোক আছে , টাকা থেকেও ভিক্ষাৰিৰ মতই থাকে।লাভ কি হৈলো।
ধোঁয়া পরীক্ষা, টোল ট্যাক্স ইত্যাদি গুলো ধরলে আরো বেড়ে যাবে। খুব ভালো বিশ্লেষণ। ধন্যবাদ।
Daran gari na kenar khoroch ta dhorchi, (ami uber fare hisebe dhorchi jadi amr gari kenar khomota thke ami bus e kore to jabo na) jodi monthly 1000km jawa asa hoy thle daily 38km up down hoche, 1mnth e 26 days dhorchi sunday gulo bad dichi, thle 38 km jete minimum rs 700-750 lagbe cab e, thle monthly khoroch holo 750×26= 19500, thle 1yr e lgbe 19500×12= 234000 thle 5yrs e lagbe 234000×5= 1170000, acha ebr protimase offc jawa chara bajar ache marketing ache, ghurte jawa ache, onusthanbari ache tar jnno abr riksha, cab, rental car er pichone dhorun avg e proti mase oi 3000 kore avg korlm thle 1 yr e khoroch hoche 3000×12= 36000 tahole 5yrs e hoche 36000×5=180000, tahle total khoroch hoche 5yrse 1170000+180000= 1350000 ebr thole avg e per yr e khoroch hche 1350000÷5= 270000 and proti mase hche 270000÷12= 22500per month e khoroch hoche erpr dhorun proti masei ghurte jete nao paren, selhan thke kichu kom hote pare.
ছোটো থেকেই গাড়ি কেনার শখ , বয়স বর্তমানে 24 কিন্তু এখনো তেমন জব পাই নি , কিন্তু জব পেয়েই প্রথম কাজ হবে 5 হাজার টাকা Sip করা, সেটা 10 বছর পর যা হবে ভালো ভাবে একটা 10-12 লাখ এর গাড়ি ক্যাশে এসে যাবে। মূল্যবৃদ্ধির কারণে 10 বছর পর এই ওয়াগেনোর e 10 লাখ থেকে বেস মডেল শুরু হবে
Valo bolecho.
Amar o boyos 24 akhono job paini...kintu amar icche job peyei prothome akta gari kine baba maa er sathe gari te chorar sukh bhag kore newa...kintu video te ja expenses dekhalo tate kore dome gelam kichu ta
@@SayanGhosh-j5u1b kono byapar na bhai amader jonno alto kwid esob gari ache.
@SayanGhosh-j5u1b সব হয়ে যাবে। লেগে থাকো।
Apnar information khub valo laglo
আপনার আলোচনা প্রথম শুনলাম। খুবই সুন্দর।
দারুণ analysis, দাদা! অনেককেই দেখছি ড্রাইভার রাখতে হয় আর তা ছাড়া পার্কিং গ্যারেজ rent করতে হয়। তাই ইফেক্টিভ এক্সপেন্স আরও বেশি পরে যাচ্ছে। তবে ৫ বছর এই গাড়ির লোন শোধ হয়ে গেলে অনেকটা খরচ কমে যাবে।
Maruti true value থেকে গাড়ি কেনা কতটা সঠিক, এই বিষয়ে আলোচনা করলে উপকৃত হব।
আমার কথা রাখলেন দাদা ,আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤ এই ভিডিওটি বানানোর জন্য ।
বাংলাদেশ থেকে দেখছি আপনার ভিডিওটি অনেক সুন্দর হয়েছে ভিডিও করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
গাড়ী মানে দ্বায়িত্ব কখনো সম্পত্তি নয় 😢
বিদেশে গাড়ি আর বৌ সমান মনে করে, আপনার বৌ কে যেমন কাওকে দিবেন না ওরা তেমনি ভাবে গাড়ি কাওকে দেবে না।
Realy very good analysis thanks for such a video.
Car is a depreciating asset. So you can use your FD/MF to buy it. Don't take an auto loan. Service costs usually increase from 3rd year onwards irrespective of kilometres driven. Your service centre will always inflate the bill by 15-20%. You also have to pay 18-28% GST above service cost. Also, think about 7-8% inflation. You also have to replace the battery after 4 years and all tyres every 6-7 years and those are expensive. Don't forget to buy an extended warranty that will cost ~20k+ extra. You can buy insurance online. Don't buy it from showroom.
দাদা আপনার এই ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ |আপনাকে আপনি এরকম মোটিভেশন ভিডিও ঢালবেন
ভালো আলোচনা। গ্যারেজ ভাড়া নিতে হলে তার খরচ এবং ড্রাইভার রাখতে গেলে তার খরচ ধরা হয় নি।
সবচেয়ে ভালো সাইকেল। খরচ না বরাবর। দামও কম এবং সাইকেল চালালে ব্যায়ামও হয় স্বাস্থ্য ভালো থাকবে।
তাহলে cycle ই final তো? 😃
Cycle final
Excellent Real life explanation..But need to check the insurance renewal part.1st yr 34k ,2nd year onwards 12k and decreasing..
Excellent explanation. Thanks gentleman. Please stay safe happy and joyful.
খুব সুন্দর গাইড করেছেন। ফেদার টাচ ড্রাইভিং বিষয়ে যদি একটু বলেন খুব ভালো হয়। অপেক্ষায় রইলাম।
আপনার ব্যাখ্যা অতীব সুন্দর।
গাড়ি পুরনো হোক বা নতুন একবার কেনার পর না চললেও ট্যাক্স ইন্স্যুরেন্স দিতেই হবে সারা জীবন! এটা যতদিন থাকবে ততদিন গাড়ি কিনে মজা নেই। ভারত সরকারের একটা নিয়ম করা উচিত গাড়ির চললে তবেই ট্যাক্স দেওয়া প্রয়োজন, না হলে নয়।
Khub sundor bhabe expenditure ta explain korechen specially for someone who wants to buy a new car. 😊
খুব ভালো লাগলো ভিডিওটা sir❤️
Khub sundor bojalen Sir...
খরচ কমানোর জন্য সপ্তাহে 1 দিন গাড়ী বার করতে হবে। ইঞ্জিন ঠিক রাখার জন্য মাঝে মাঝে এমনিতেই স্টার্ট দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। লোনে গাড়ী না কিনে, টাকা জমিয়ে একবারে কিনতে হবে।
ঠিক বলেছেন ব্যাংক আর ফাইন্যান্স কোম্পানির খপ্পরে পড়লে বিপদ , দরকার হলে জানাশোনা পুরনো গাড়ী কিনলে একটু লাভবান , এরপর গাড়ী চালান আর না চালান বছরে ইন্সুরেন্স , পলিউশন আর পাঁচ বছর পর মোটা রোড টেক্স দিতে হবে ,আবার গাড়ী বাড়িতে দাড়িয়ে থাকলে স্ক্র্যাপ হয়ে যাবে
তাহলে গাড়ি কিনে কি লাভ? ভাড়া নিলেই হল।
অত হিসাব করে আবার গাড়ি চালানো যায় নাকি?
@@dilipmurmu9253😢😢😢😢😢😢😢😢
Haan thik kothaaa
আট বছর হয়ে গেল, Hyundai eon গাড়ি আছে । এতো খরচ হলে আমি ভিক্ষাজীবী হয়ে যেতাম 😂
Khoroch apnar thiki hoyeche, apnar income er respect e seta affordable hoyeche bolei apnar seta mone hocchena. Kintu onar calculation ekdom thik. Cost of car ownership amra dekhina.
2nd hand car neoyar kmn hbe and kon company and kon model gulo r kto yr purono nile lavoban hobo plz jodi bolen
Sir so nice discussion I totally agreed,Thankhu.
Rectify.... Insurance is including Own Damage and add on policies for 1st Year and Third party upto 3rd year.
Means from 2nd year need only renewal charges for 1st party/own damage.
1st year Insurance total 1 year comprehensive+3rd party rest 4 years, as because 3rd party insurance or act insurance compalsary for run the vehicle on road every year but 1st party or comprehensive insurance as per your choice after 1st year you may continue or not.that is why primium
may differ every year
Khub valo laglo..sabai k Gari kenar age ei video ta dekha uchit
@@SubrataDas-me2tw thank you 🙏
Khub sundor bollen...❤❤❤
আপনার হিসেব টা সুন্দর।
কিন্তু একটা কথা হলো, গাড়ি যারা কেন বাড়ির জন্য তারা সখ এ কেনে। প্রয়োজন এর থেকে বেশি সখ এর জন্য কেন। কেউ মাস এ ৫০/৬০০০০ টাকা ইনকাম করলে কলকাতা শহর এ না থাকলে গ্রাম এর দিকে থাকলে সখ এর কাছে খরচ টা কিছুই না।
Nice video 👍🏻
Same একটা video করুণ EV nie
Super informative video..
একটা প্রশ্ন আছে। ধরুন যদি পুরো দাম দিয়ে কিনি। সেটা ভালো নাকি loan কম নিয়ে কেনা উচিৎ?
Kalke ami alto lxi 2010 model second hand kinlam 93000/- taka dia jani na sustain kortey parbo kina
আমার গাড়ি2021 DZIRE VXI model. এর মধ্যে কি হিল হোল্ড এসিস্ট অপশন টা আছে? আসলে হিলে এখনো গাড়িটা চলে নি। তাই এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই।
দুই থেকে তিন বছর অপেক্ষা করে আরও সঞ্চয় করে 50% এর বেশী ডাউন পেমেন্ট করে গাড়ি কিনলে EMI এর টাকা দিতে গায়ে লাগে না।
EV car ar costing, petrol car ar ai costing ar sathe compare kore video deben akta..
8yrs pare Ev ar battery,motor change karar approx cost dhore
Dada Apnar Anek Information Rang Ache. Apni Ja Bolchen Tahole R Kono Keou Gari Kinbe Na. Gari Company Gulo Sab Utthe Jabe.
কে বলেছে কেউ গাড়ি কিনবে না? সংসার ধর্মে নিত্য নৈমিত্তিক লড়াই করতে থাকা মানুষগুলো তাঁদের পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাবার জন্য, নিজে একটু ভালো থাকার জন্য নিশ্চ্য়ই গাড়ি কিনবে। আমরা সবাই তো এটাই চাই বলুন।
দাদা।খুব।ভালো।লাগলো।বুযজানোর।জনে।ভালোথেযকো
Well Explained and informative video
Ektu guide korun please. Kolkata theke bolpur jete darjeeling More theke je jongol ta pore bodh hoy panagarh jongol. Raate 7 tar dike oi rasta diye fera ta ki safe?
Based on my experience my lowest maintenance cost car was 99 model MARUTI 800 STD Carburettor Engine and costly maintenance in my TATA Vista TDI. On April 2023 I have exchanged my Maruti 800 with Alto 800 BS 6 top model just due to the confusion wether I will get CF till 2029 or not...as 2 time CF already done...I really miss my MARUTI 800.
Yeaaaah
disel gari r khorcha ek2 besi seta dhorei bolchen to?
@@trueresources3847 Vista is one of the most expensive Diesel Car to maintain.
Fronox , ignis , Tiago nrg , punch , exter agulor moddhe kon ta 5 year er hisebe monthly cost kom porbe ???
Fule cost bad diye koto porbe ??
টায়ারের দাম কোথায়? নতুন টায়ার কিনতে হবে?
Amar ekta prosno ache? Jodi keu prothombar gari kinte jai ebong se natun gari chalano sikheche, tahole ki take natun gari kena uchit, naa 2nd gari kena uchit? Jodi ata niya ekta video den tahole khub bhalo hoy. Apner video gulo dekhchi khub bhalo lagche r anek kichu jante parchi. Thank you so much Sir.
Khub sundor, Khub informative.
Thanks dada
Dear sir, Alto k10 full cash diye kena ki labh janok hobe?
Policy bazaar or phonepay theke car insurance korale onek kom premium laage Dada.
প্রতি ১২-১৫ হাজার কিমি তে চারটে টায়ার চেঞ্জ হবে- দাম @৩৮০০/-.
এত ভাবলে গাড়ি কেনা আর হবে না।
Taxi তে এর থেকে অনেক বেশি খরচা হবে।
😂
Khub bhalo analysis ❤
Khub valo bojhalen dada. Tq😊
পেট্রোল এর বদলে CNG ব্যবহার করলে cost এফেক্টিভ হবে কী? পেট্রল ও CNG র merit দেমেরিট গুলি আলোচনা করলে ভালো হয়
Dada insurance amount onek tai besi inform kora holo compare to car value
কোন গাড়ির spare parts সব থেকে কমদাম আর কম metanance খরচ কম,দাদা এটানিয়ে একটা ভিডিও দেখতে চাই দাদা ❤
Maruti Suzuki
Nissan
দারুন আলোচনা
দাদা আমি 2024 মার্চ এ, প্রথম বারের জন্য family car নিতে চাই, ecco AC and CNG নেবার সিদ্ধান্ত নিয়েছি, Down Payment 500000 laks করলে,
আপনি আমাকে বলুন,
আমার কতো টাকা খরচ করতে হবে ????
Bhai 2nd hand nao , arr EECO , cherre MARRAZZO va ENJOY nao onek Kom khoroche family k safely move kirrate probe, milege o kharap noy gaari gulor.
তথ্যপূর্ণ এই প্রতিবেদন খুব ভালো লাগল ।
Durdanto
Sir, ami 2023 january te wagnor niyechhi...
Coming 3rd january er age 1st party portion insurance ta renew korte hobe. Bujhte parchhina kirokom insurance nebo, bumper to bumper?? Naki r o kichhu add korte hobe?? Please reply as early as possible...
2nd hand car koto budget e minimum khoros kora jete pare
Khub valo ami vabchilam kinbo kintu ar kinbo na
Fronx or punch which car is best please comment
Used Santro 2019-2020 model কিনলে তার মেইনটেনেন্স কেমন হবে।
নতুন গাড়ি না used car, কোনটা প্রেফারাবল
নতুন গাড়ি কেনাই তো ভালো হবে মনে হয়.. অবশ্যই budget এর মধ্যে
Dada amar running city base... budget almost 8lakhs...kon garita best hobe?
Dada, apni aro 2 to cost calculate koren ni, 2 toi non tangible cost
1) Opportunity cost, prothom a oi 2 lakhs je downpayment korchen tar 5 years er Bank FD interest @1 Lakhs
2) Depreciated cost, after 5 years 7 lakhs er car er hardly resale value hobe @3 lakhs, so @4 Lakhs cost
Note : Amar o same model car ache, Apnar protek ta kothar sathe agree korchi
Khub sundor analysis 👍
Thanks
Hyundai companyr family car gulor o ektu ei video hole valo hoy as i20,grand i10 nios,aura
Superb information দিয়েছেন দাদা ❤
দাদা বুলুরো দুটন পিকাপ বছরে রুট টেক্স,ইনসুরেস্ন কত খরচ হবে।
প্রথম গাড়ী কিনবো,tata tiago xt না Wogan r vxi .পরামর্শ দিলে খুব ভাল হয়।
Morning dada, 2nd hand car profitable or not pl. explain
Excellent explanation ❤
Better to buy Alto without loan headache. My 8 year old Alto shows value of only 110000 - by insurance co.
Had spent only about 25-30000 on engine oil , battery, coolant in the last 8 years. Better buy 2nd hand alto or eon,kwid - with expert advice about - condition of engine and gearbox.
Yeaaah
New Alto K10 best❤
Dada, Ekta 7yrs old Alto kinbo vabchi, 6500kms choleche. Petrol khoroch baad diye insurance, service expenseesob niye yearly koto khoroch hote pare ektu idea deben
একটা খরচ আরো যোগ হবে, গাড়ির গেরেজ ভাড়া, প্রায় 3-4k প্রতি মাসে
নিজে কিনে ঝামেলা না বাড়িয়ে ওই টাকা fd করে এক বছর বাদে ভাড়া নিলে অনেক সুবিধা।
আরো ভালো উপায় জমি কিনে ফেলুন অথবা 10 বা 15 বছরের জন্যে মিউচুয়াল fund করেদিন 😮
আমি একটা সেলেরিও গাড়ী কিনতে চাইছি। গাড়ীটা কেমন হবে। ZXI Model...আপনার মতামত আমার কাছে ভীষন গুরুত্ব।❤❤
ভাল গাড়ি l
Haan valo gaari
Sir...scorpio classic r jonno erokm video banalo bes vlo hoy ❤
একজন সারা জীবন কত কিলো চালের ভাত খায়,এই হিসাব টা অনেকটা সেই রকম।
দাদা আমি প্রথম গাড়ি কিনবো use বা 2nd hand কিনবো। ২০২০ / ২০২১ এর vw polo tsi পেট্রল কিনলে সেটা কি সঠিক সিদ্ধান্ত হবে? আমি vw polo বা tiago নেয়ার plan করেছি দয়া করে replay দেবেন ধণ্যবাদ
Bhai eki price VENTO niyo , beshi boot space pbe ami 2011 er gaari 2018 e niyechi 2nd hand , khub smooth drive with ample mileage. 2.30-2.80 lakhs depending on the which variant you buy & the condition of the corresponding car
Suzuki Baleno বা Toyota Glanza কিনতে পারেন l Tata র কোনো প্যাসেঞ্জার car ভাল হয় না l আর VW র ওই মডেল না কেনাই উচিত কারণ কোম্পানিটা ভারতে বেশি দিন নাও থাকতে পারে l সিদ্ধান্ত আপনার l
@@soumyadeepbarik5711 vento khub valo jani... But amar hatchback chai daily city drive er jnno.. Polo 2020 comfort line 5.1 asking price 18k km done... Vbchi ar 1-1.5lkh dile tiago xe hye jbe new... Maintance kmn khoroch yearly vento jodi bolen.. Thank you.
@@pappuchak8605 na dada maruti nebo na because of poor build quality amr 4/5 star ncap gari chai... Vw thkabe india te akn vitrus taigun tigwan asche polo 2024 gti launched hote pare india te... Toyota glanza dekha hyni..tata tiago nahole polo used 5.1 pawa jacche tsi 2020..budget arround 8-8.5lakh... Wait korchi jodi polo gt tsi 2024 india te ase
@@surojitdas8 4SERVICES a yrs approx 22000-28000/- if major part requires then it goes upto 44,000/- max to max.
Tata Tiago nie acta video banan please
Tell me about Wagonr due with LPG.
SUSANTA LAHIRI
অতো কিছু ভাবলে বিয়ে করে। বাড়িতে বউ পুষেরাখা অসম্ভব হয়ে দাঁড়াবে।
Excellent
Well detailed.
Eta alto r khatre per month kato hbe kharoch?
আমি আমার alto বদলে Suzuki Baleno নিয়েছি l 8 লাখ বাজেটের মধ্যে best গাড়ি l আমি alto র জন্য দুলাখ পেয়েছি আর সব ডিসকাউন্ট দিয়ে ব্যালেনো তে পড়েছে 5 লাখের মত l পুরোটাই লোন l মাসে ৮০০০ টাকা emi আর ৬০০০ টাকার তেল l এই হল খরচ l গাড়ি আমার স্ত্রী নিজেই চালায় l 7 লাখ ই যদি খরচা করি তো Wagon R কিনতে যাব কেন?!
DADA TATA PUNCH BS6 PHASE 2 KMN HBE RELIABILITY FOR LONG TERM
insurance etto beshi! :O tiago wagon r er insurance renewal korle around 8k-10k porte pare hoyto. etto beshi insurance pointless
Haaan setai toh amio bhabchi
Eto toh insurance hoyena
দাদা একটু রিপ্লাই দিবেন প্লিজ
বলছি এক জায়গায় Wagner vxi মডেল সেকেন্ড হ্যান্ড এ বিক্রি হচ্ছে 2 লাখ 25 এ আমি যদি গাড়িটা কিনি আর গাড়িতে 5 /6 মাস পর অসুবিধা হয় খুব বেশি 50-60 হাজার টাকা খরচ হলো বা 1 লাখ তাহলে কি গাড়িটা কে না ঠিক হবে plzz reply
আপনি যদি বুঝতে পেরে গিয়ে থাকেন যে কয়েকদিন পরে 50 হাজার থেকে 1 লাখ খরচা হলেই গাড়িতে Major আর কোনো খরচা নেই আপাতত। তাহলে এই গাড়িটা নেওয়া অবশ্যই ঠিক হবে।
@ExplorerDeb ok Dada অনেক অনেক ধন্যবাদ
Hello Dada,
Hope you are doing well. Need your help to buy a new car which I purely use for Highway with budget of 9.5 lakh max on road price. Please suggest some cars. Thank you.
Garage expense include karun