মায়ার খেলা || নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 90

  • @alaktalapatra7771
    @alaktalapatra7771 4 หลายเดือนก่อน

    অসাধারণ ❤

  • @Nani-959
    @Nani-959 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো এরকম আগে শুনিনি কারোর কাছে

  • @subhrojyotichatterjee3499
    @subhrojyotichatterjee3499 ปีที่แล้ว

    Sir, khub bhalo laglo ai Mayer khala nia khub sunder abong sahaj bhabe bakha korlen.
    Ases dhanyabad

  • @rajjyotish4299
    @rajjyotish4299 ปีที่แล้ว

    Avutoburbo🙏 khub valo laglo...

  • @tapaschakraborty6240
    @tapaschakraborty6240 ปีที่แล้ว +5

    চণ্ডী অনেক বার পড়েছি, বাংলা অর্থ সহও পড়েছি। অনেকের কাছেও শুনেছি। কিন্তু আপনার কাছে শোনা এক আলাদা অনুভূতি। প্রণাম 🙏

  • @ancvid
    @ancvid ปีที่แล้ว +1

    asadharon ! darun ananda pelam … ki adbhut bhabe chandi , upanishad, shankar, rabindranath ke enechhen … amulya srishti …

  • @pritamdas3120
    @pritamdas3120 ปีที่แล้ว

    Khub valo laglo... Excellent

  • @kiranmoydas8693
    @kiranmoydas8693 ปีที่แล้ว +2

    আমার প্রণাম নেবেন।
    কত সুন্দর বিশ্লেষণ যা এর আগে শুনি নাই ।

  • @gopinathsutradhar1694
    @gopinathsutradhar1694 ปีที่แล้ว +17

    মাষ্টারমশাই একদিন বৈষ্ণব, শাক্ত, রাধাকৃষ্ণ এই সমস্ত নিয়ে আলোচনা করবেন। এটা অনুরোধ রইলো। অনেকে অনেক রকম বোঝায় কিন্তু পরিষ্কার হয়ে ওঠে না।

  • @debangshukumarpaul4310
    @debangshukumarpaul4310 ปีที่แล้ว +2

    কি সহজ করে বোঝালেন, কি কঠিন কথা -যে কথা গুলো মনের মধ্যেই ঘুরে বেড়ায়। প্রনাম আপনাকে।

  • @malyasree_speaks
    @malyasree_speaks ปีที่แล้ว

    Apurbo bakhkha.khub bhalo luglo sune

  • @sanjuktamondal6511
    @sanjuktamondal6511 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো, আমরা মায়ায় আবৃত। মায়া ছাড়া থাকবো কি করে? সংসার মানে তো মায়া। খুব সুন্দর আলোচনা, মায়া তো কাটাতে হবে শেষ সময়ে। খুব ভালো থাকুন।

  • @chandranathchatterjee9029
    @chandranathchatterjee9029 ปีที่แล้ว +2

    মায়া মোহে আবিষ্ট হয়ে "মায়ার খেলা" আপনার অসাধারণ মহা ব্যাখ্যা শুনে যেমন সমৃদ্ধ হলাম তার চেয়ে বেশি অনন্ত মায়ায় জারিত হয়ে মুগ্ধ হলাম। আপনাকে সশ্রদ্ধ প্রনাম জানাই ।🙏🙏👌👌

  • @uttamkumarroy7337
    @uttamkumarroy7337 ปีที่แล้ว

    Darun, darun, Excellent 👌

  • @ratnapravadas9172
    @ratnapravadas9172 ปีที่แล้ว

    শ্রদ্ধাস্পদেষু, মায়ার মনোমুগ্ধকর ব্যাখ্যায়
    মোহিত হলাম।দণ্ডবৎ প্রণাম রইলো।

  • @pratimasarkar1659
    @pratimasarkar1659 ปีที่แล้ว +1

    আমাদের হয়ে রবীন্দ্রনাথ সব উত্তর দিয়েছেন ।আমাদের এত ভাষা নেই । প্রণাম ।

  • @shikhahalder1293
    @shikhahalder1293 10 หลายเดือนก่อน +1

    এমন সুন্দর করে মায়া কথাটির অর্থ শুনিনি তো কখনও। নমস্কার পুন পুনঃ

  • @hiranmukherjee3358
    @hiranmukherjee3358 ปีที่แล้ว +1

    এই বিষয়ে বলার জন্য অনেক আগেই আপনাকে অনুরোধ করেছিলাম। খুব ভালো লাগলো, স্যার।

  • @nabanitamajumdar8848
    @nabanitamajumdar8848 ปีที่แล้ว

    খুব ভাল লাগল শুনতে। আপনি আমার প্রণাম নেবেন। ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে শুনে আমরাও সমৃদ্ধ হচ্ছি। 🙏🙏

  • @ashimkumarmukherjee7883
    @ashimkumarmukherjee7883 ปีที่แล้ว +1

    দারুন সুন্দর বেখ্যা আমি খুব আনন্দিত হচ্ছি.

  • @brewedmeditation2886
    @brewedmeditation2886 ปีที่แล้ว

    খুব ভালো

  • @manishadatta3648
    @manishadatta3648 ปีที่แล้ว

    সুপ্রভাত!

  • @chinmoyeemukherjee9306
    @chinmoyeemukherjee9306 ปีที่แล้ว

    অপূর্ব সুন্দর ব্যাখা আমার নমস্কার জানিয়ে অনুরোধ করছি আগামী দিনে আশা করছি এই রকম আরও আলোচনা দিয়ে আমাদের সমৃদ্ধ করুন, সুস্থতা কামনা করছি 😊

  • @gouridas2275
    @gouridas2275 ปีที่แล้ว

    মহাচার্য্যম্।
    প্রণমামি পুনঃপুনঃ
    হৃষ্যামি চ পুনঃপুনঃ।🙏🕉🙏

  • @sibaramchatterjee9500
    @sibaramchatterjee9500 ปีที่แล้ว

    পণ্ডিত জী আমার প্রণাম 🙏 নিবেন, ইতি sibaram

  • @Hawks-Oasis
    @Hawks-Oasis 11 หลายเดือนก่อน

    সবই মায়া, আমরা সবাই মায়ার জালে আবদ্ধ - এটাকে ছিন্ন করে বেরোবার ক্ষমতা ক'জনের আছে?
    মায়ার খেলায় মন্ত্রমুগ্ধ হয়ে, মায়া আবিষ্ট হয়ে মায়াময় কথাগুলো মমতাভরে শুনে গেলাম।

  • @manabendrakaran2353
    @manabendrakaran2353 ปีที่แล้ว +1

    Sir Apni ki fish khan ? Please inform. Pranam

  • @tusherbagchi9515
    @tusherbagchi9515 ปีที่แล้ว +2

    যেন প্রকৃত মায়ার আবেশে ১ টি ঘন্টা পার করলাম। ধন্যবাদ এবং প্রণাম নিবেন।

  • @ipsitadey2769
    @ipsitadey2769 10 หลายเดือนก่อน

    Sir Swetaswetar upanishader tika ki Shankaracharya krita?

  • @gourgopalbiswas874
    @gourgopalbiswas874 ปีที่แล้ว

    মাল , পয়মাল , ভূষিমাল !

  • @suklalahiry6008
    @suklalahiry6008 ปีที่แล้ว

    Sashraddha pronam neben

  • @suklalahiry6008
    @suklalahiry6008 ปีที่แล้ว +1

    Mudgar maane Mugur ki?

  • @pradipmohanta9321
    @pradipmohanta9321 ปีที่แล้ว +1

    আপনার কন্টাক্ট নাম্বার কি পাওয়া যাবে?

  • @gouridas2275
    @gouridas2275 ปีที่แล้ว

    মহাচার্য্যম্।
    প্রণমামি পুনঃপুনঃ।
    হৃষ্যামি চ
    পুনঃপুনঃ।

  • @anjan371
    @anjan371 7 หลายเดือนก่อน +2

    মায়া মা‌নে প‌রিমা‌পিত, অর্থাৎ সময় এবং স্থান দ্বারা প‌রিমা‌পিত । অামরা সবাই মায়ার অ‌ধীন অর্থাৎ সময় ও কাল দ্বারা সংজ্ঞা‌য়িত । অ‌নেকটা মূর্ত , সাকার ।

  • @ashimbarua4001
    @ashimbarua4001 ปีที่แล้ว

    Sir, would you please make a time to talk on Droupadi, Kunti n Sita?
    Best regards🙏🙏🙏❤️❤️❤️

  • @sudipbanerjee3055
    @sudipbanerjee3055 ปีที่แล้ว

    Protibimbo tottoi swathik....Sankar shusko , Rabi adra !

  • @satyabratamaity5199
    @satyabratamaity5199 ปีที่แล้ว +1

    🙏

  • @harshabasak2658
    @harshabasak2658 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @greatindus
    @greatindus 9 หลายเดือนก่อน

    স্যার, আদি শঙ্করাচার্যকে "প্রচ্ছন্ন বৌদ্ধ" বলা হয় কেন? ধন্যবাদ।

  • @jayamajumdar823
    @jayamajumdar823 ปีที่แล้ว

    " তাই তোমার আনন্দ আমার 'পর
    তুমি তাই এসেছ নীচে।
    আমায় নইলে ত্রিভুবনেশ্বর,
    তোমার প্রেম হত যে মিছে।
    আমায় নিয়ে মেলেছ এই মেলা,
    আমার হিয়ায় চলছে রসের খেলা,
    মোর জীবনে বিচিত্ররূপ ধরে
    তোমার ইচ্ছা তরঙ্গিছে॥"

  • @cookroocook5127
    @cookroocook5127 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @gourkumar8992
    @gourkumar8992 ปีที่แล้ว

    প্রণাম 🙏🙏🙏

  • @ananyabanerjee2620
    @ananyabanerjee2620 ปีที่แล้ว +1

    আমি আপনার এক মুগ্ধ শ্রোতা
    একটা প্রার্থনা করার সাহস করছি
    যদি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয় এর Mahalaya পাঠের গুরুত্বপূর্ণ অংশগুলো বুঝিয়ে বলেন, অত্যন্ত বাধিত হব
    আমার প্রণাম নেবেন

  • @masumhasan7646
    @masumhasan7646 ปีที่แล้ว +3

    আমি কে ? আমি কে ? আমি কে ?
    উত্তর :
    আপনি দেহ বা মন নয় , আপনি পরম শান্ত আনন্দময় আদমা বা চেতনা মাত্র।
    দড়ীকে সাপ ভাবার মতো আপনি নিজেকে যাহা ভাবছেন , আসলে আপনি তাহা নন। অর্থাৎ মায়া বা দৃষ্টি ভ্রমের কারনে নিজের আদমা পরিচয় ভূলে আপনি দেহকে আমি ভাবছেন এক দ্বৈত ভাবের জগতে । এই শক্তিশালী দেহরুপ আমি ভাবনার অপর নাম মানব প্রকৃতি বা আমিত্ব বা অহম। আত্ম পরিচয় বা আদমাকে খোঁজার নামে এই মানব প্রকৃতি বা আমিত্বের কোনরুপ পরিবর্তন গীতা সহ সকল ধর্ম গ্রন্হ কঠোরভাবে নিষেধ করেছেন। আদেশ করেছেন , ভগমানের হুকুম বা ধর্মের আদেশ নিষেধ মানতে , নিজেকে বা ভগমানকে খোঁজতে নয় । আত্ম সংশোধনের জন্য হাতে কর্মের হাতিয়ার নিতে , আত্মদর্শনের জন্য হাতে প্রেমের বাঁশরী নয়। তাই গীতা বলে : ধর্মং ততু সাক্ষাৎ ভগবান প্রণীতম ।
    কারন জন্মগত সহজাত মানব প্রকৃতি বা আমিত্বের পরিবর্তনে জড় বন্ধন ভেংগে যায় । নিষ্কাম কর্মের নামে কর্মের কর্তৃত্বের দাবী ছেড়ে দিলে বা অদ্বৈতবাদের নামে ভাল মন্দ দ্বৈতবাদের শৃংখল ভেংগে দুই নদীর মোহনা বা শুন্যধামে চলে গেলে জগতের সকল আপাত কারন নিষ্ক্রিয় হয়ে এক পরম কারনে মিশে যায়। ফলে মায়া বা দৃষ্টিভ্রম অপসারিত হয়ে সে বুঝে যায় এটা সাপ নয় বরং দড়ী অর্থাৎ সে নিজেকে যাহা ভাবে আসলে সে তাহা নয়। সে বুঝে যায় সে দেহ বা মন নয় , সে এক মহা চেতনার আবেশিত রুপ পরম শান্ত আনন্দময় আদমা বা চেতনা মাত্র।
    বেজে উঠে নিজের মাঝে এই গান : তোমার কর্ম তুমি কর মা লোকে বলে করি আমি ।
    মানুষ তখন আর স্বাভাবিক মানুষ থাকেনা , ক্রিয়া প্রতিক্রিয়ার পর্দা উঠে গিয়ে সে প্রতিক্রিয়া শুন্য এক নিষ্ক্রিয় সত্বা হয়ে পরে যাকে বেদ কর্ম সন্নাস বলেছে । আর আত্মদর্শীরা এর নাম দিয়েছে প্রেম , ব্রম্ম জ্ঞান বা মোক্ষলাভ। মহা মায়াকে অতক্রম করে বেদ বেদান্তের মূখ্য নির্দেশনা আমি কে বা আমার স্বরুপ উদঘাটনের এই সর্বনাশা ধর্ম বিরোধী স্তরে শত কোটিতে গুটিক যেতে পারে। বাকী সবাই মুখে মুখে বলা ইশ্বর তত্ত্বের আলোচক ও গেরুয়া পরা রসিক মাত্র।

  • @sujatadas7039
    @sujatadas7039 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @subratadebnath5930
    @subratadebnath5930 ปีที่แล้ว +1

    "কালাগ্নিরুদ্র উপনিষদ্" এই উপনিষদ টা কোথায় পাওয়া যাবে ?

  • @bedaduttanag3373
    @bedaduttanag3373 ปีที่แล้ว

    Rajar golpo ta sune Kantara cinemar kotha mone elo.. Mastarmosai kono din amader desher DemiGods niye ekta episode ba series korle kritartho hobo 🙏🏼

  • @naturesbestcareforyou6925
    @naturesbestcareforyou6925 ปีที่แล้ว

    স্যার আপনি প্লিজ একাদশী নিয়ে বলবেন। একাদশী করা কতটা যুক্তিসঙ্গত। আপনার মুখ থেকে শোনার একটা আলাদা অনুভূতি হয়। প্রণাম নেবেন স্যার। ভালো থাকুন, সুস্থ থাকুন।

  • @ancvid
    @ancvid ปีที่แล้ว +1

    ei gaan ta r katha mone pore gelo “tai tomar ananda amar por/tumi tai esechho niche, aamai noile trinhubesewar tomar prem hoto je michhe …”

  • @ashimbarua4001
    @ashimbarua4001 ปีที่แล้ว

    শংকরাচার্য্য বুদ্ধধর্মের অনেক ক্ষতি করেছিলেন বলে কথিত আছে! আসল ব্যাপার টা কী বা কতটা, একটু আলোচনা করবেন কি? প্রণাম।,🙏🙏😇

  • @totongoswami8424
    @totongoswami8424 ปีที่แล้ว +1

    মায়া কত প্রকার?

  • @alakasanyal2624
    @alakasanyal2624 ปีที่แล้ว +1

    মায়াপুস্প- বিরচিত ভাবমাল্য খানি/ তবকণ্ঠে শোভা পায় মনে মনে জানি

  • @chandrapal2376
    @chandrapal2376 ปีที่แล้ว

    মঠান্মনা

  • @ashimkumarmukherjee7883
    @ashimkumarmukherjee7883 ปีที่แล้ว

    আমার প্রণাম নেবেন

  • @gouridas2275
    @gouridas2275 ปีที่แล้ว

    কাল ক্রীড়তি
    গচ্ছতি আয়ু।
    তদপি ন মুঞ্চতি
    আশা বায়ু।

  • @tapatisen5410
    @tapatisen5410 ปีที่แล้ว

    Siblingo sabder artho ki? Butpotti bhenge deben? Ling dhatu purbaak..... ?

  • @chakrabortybilas7015
    @chakrabortybilas7015 ปีที่แล้ว +1

    Kamon achen

  • @ShuddhabhaktiChatterjee
    @ShuddhabhaktiChatterjee ปีที่แล้ว

    তিনি খেলছেন, এটা বোধে বোধ করা ultimate realisation. তিনি ই সব হয়েছেন এটা যে বুঝলো তার মতো মহা সৌভাগ্যবান আর নেই।

  • @UmaChakraborty-fg8rb
    @UmaChakraborty-fg8rb ปีที่แล้ว

    Who is God please discuss

  • @chandanabanerjee6059
    @chandanabanerjee6059 ปีที่แล้ว

    মুদগর অর্থ গদা (club).

  • @minatikauri2012
    @minatikauri2012 ปีที่แล้ว

    আমার মনে হয় মুদগর মানে মুগুর,

  • @sudipbanerjee3055
    @sudipbanerjee3055 ปีที่แล้ว

    Mudgar mane mugur ...barsha noi.

  • @ShuddhabhaktiChatterjee
    @ShuddhabhaktiChatterjee ปีที่แล้ว

    শংকর যেটা বলছেন সেটা পারমার্থিক সত্য। ওটা অস্বীকার করার উপায় নেই।

  • @kamaldas1558
    @kamaldas1558 ปีที่แล้ว +1

    মুদ্গর হ‌চ্ছে সোজা বাংলায় মুগুর, বর্শা নয়, প‌ন্ডিত মশাই!

  • @ShuddhabhaktiChatterjee
    @ShuddhabhaktiChatterjee ปีที่แล้ว

    মায়ার ভেতর থেকে মায়া কে define করা যায় না। স্বামী বিবেকানন্দ তাঁর জ্ঞান যোগ বইতে বিভিন্ন উদাহরণ দিয়ে মায়া কে illustrate করেছেন। এছাড়া আর উপায় নি।

  • @kalyansarkar987
    @kalyansarkar987 ปีที่แล้ว +3

    মাস্টারমশাই আপনি বাংলা বানান শেখানোর একটা ক্লাস আরম্ভ করূন।

    • @ashimkumarmukherjee7883
      @ashimkumarmukherjee7883 ปีที่แล้ว +1

      এই কাজ টা আপনি করুন, আপনি পন্ডিত ব্যক্তি তো তাই না ???

  • @swastikdev8908
    @swastikdev8908 ปีที่แล้ว +1

    Rabindranath Thakur mukhe sonar chamoch niye jonmechen, tar 5 ti sontan, tini je shankaracharya ke sikar korben nah, o maya tyag korte ashikar korben tate aschorjo ki?
    Shankaracharjer Mudgar tenar opor kaaj nah korar e kotha!

  • @sarojchatterjee7336
    @sarojchatterjee7336 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sajalroychowdhurybaban8108
    @sajalroychowdhurybaban8108 ปีที่แล้ว

    🙏🙏