𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐏𝐨𝐝𝐜𝐚𝐬𝐭 𝐰𝐢𝐭𝐡 𝐒𝐨𝐦𝐨𝐧 𝐂𝐡𝐚𝐲𝐚 𝐊𝐡𝐚𝐧 𝐌𝐚𝐫𝐰𝐚 (𝟐𝐧𝐝 𝐓𝐢𝐦𝐞𝐫) (𝐌𝐀𝐓 𝟐𝟎𝟐𝟒-𝟐𝟓)
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- ✨ হাল না ছাড়ার গল্প: দ্বিতীয়বারে সাফল্যের ছোঁয়া ✨
প্রথমবার ব্যর্থ হলে অনেকেই ভেঙে পরে ও হাল ছেড়ে দেয়। যেন সে আর কখনোই এগোতে পারবে না। চারিদিক থেকে নানান কথা কানে ভেসে আসে। হতাশার সর্বোচ্চ পর্যায়ে অনেকেই পৌঁছে যায়। কিন্তু কিছু মানুষ হার মানে না। তারা জানে ব্যর্থতার পরেই আসে সফলতা। যারা সাহস রেখে এগিয়ে যায়; সাফল্য তাদের জন্য নিশ্চিত।
এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায়, ২০২৪-২৫ সেশনে, সেকেন্ড টাইমার ‘’সুমন ছায়া খান মারওয়া’’ ৩৩ তম স্থান অর্জন করে প্রমাণ করেছেন যে অধ্যবসায় এবং আত্মবিশ্বাস জীবনের দিক পরিবর্তন করতে পারে।
২০২৩-২৪ সেশনে মেডিকেল ভর্তি পরিক্ষায় সে সফল হয় নি কিন্তু হাল না ছেড়ে চেষ্টা করেছে এবং সাফল্যের ছোঁয়া পেয়েছে।
তার গল্প আমাদের শেখায়, ব্যর্থতা আসলে একটি নতুন সুযোগ। যদি আমরা সাহস না হারাই এবং চেষ্টা চালিয়ে যাই, তাহলে সাফল্য আমাদের পথেই আসবে। প্রতিটি ব্যর্থতা আমাদের পরবর্তী ধাপে যেতে শক্তিশালী করে তোলে। তাই জীবনের যেকোনো পরাজয়ই শেষ নয়; এটি কেবল নতুন শুরু করার একটি ধাপ।
এটাই করে দেখিয়েছে ‘’সুমন ছায়া খান মারওয়া’’। যার রেটিনার রোল ছিলো- ৪২১২২৮।
মেয়েটি তার অধ্যবসায়, পরিশ্রম এবং আত্মবিশ্বাস দিয়ে আমাদের দেখিয়েছে যে স্বপ্ন পূরণ সম্ভব, যদি আমরা লড়াই চালিয়ে যাই।
তার এই অনুপ্রেরণামূলক গল্প আমাদের জন্য উদাহরণ হয়ে থাকবে। তাই নিজের স্বপ্নকে নতুন করে জাগাও এবং সাহস নিয়ে সফল হওয়ার যাত্রা শুরু করো
#মেডিকেল ভর্তি যুদ্ধ #Medical_Preparation #মেডিকেল_এডমিশন_প্রস্তুতি #RetinaBd
Alhamdulillah,pride of moheshkhali❤️
Inshallah,sahos pailama apu,ami hsc 26 from ctg,and also from moheshkhali😶
In Sha Allah 😢
Retina te sudu exam deoyar system ache? April theke?
Masha Allah
আপু অনেক ভালো কথা বলছে
Life always give us a second chance 🤍
Apu apni porda koren mash Allah
Kintu retina ba medico / medical a abedon korar somoy j pic deya lge kan ber kore oita kivabe desen?
শুধু মুখ খোলা থাকলেই হয় । কান বের করতে হবে এমন শর্ত নেই ।
LMS e to QnA part ta avail kora jaina, ami Ctg retina branch e chilam
শাখায় যোগাযোগ করুন
was waiting for her video
Inshallah 26 year e Amio DMC te porbo💪❤️❤️
Same
Congratulations❤
Apu ki kothau vorti chilo second time medi admission dewar aage??
Nah
Rabb