আমি একজন নবম শ্রেণীর ছাত্রী। বই এর গল্পটি অসম্পূর্ণ থাকায় সম্পূর্ণ গল্পটি শোনার আগ্ৰহ অনেকদিন থেকেই। তাই আজকে সময় পেতেই গল্পটি শুনে নিলাম। সত্যি অসাধারণ একটি গল্প। এক তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প তাছাড়া আপনার কণ্ঠস্বর গল্পটিকে অসাধারণ করে তুলেছে। আমার প্রণাম নিও। ❤
আপনার অপূর্ব বাচনভঙ্গী এই গল্পের সৌন্দর্য বৃদ্ধি করেছে।।।। এক কথায় অসাধারণ ।।।।।বাংলা সাহিত্যের ভান্ডার থেকে এরকম এক একটি অমূল্য রত্ন তুলে এনে আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।।।। আরও রত্নলাভের আশায় রইলাম।।।।। ভালো থাকবেন।
নীলদর্পণ নাটকটি করার অনুরোধ রাখলাম। রাধারাণী ছোটবেলায় পড়ে খুব ভালো লেগেছিল কিন্তু সম্পূর্ণ পড়ার সুযোগ হয়নি। আজ আপনার গলায় শুনে সে ইচ্ছাপূরণ হল। অনেক ধন্যবাদ আপনাকে।☺️☺️
অসাধারণ গল্প, আমার Student life থেকেই এই গল্পটার শেষটা জানার আগ্রহ ছিল যা এতদিন বাদে পূরণ হল যখন আমি দুটো বাচ্ছার মা হয়েগেছি । অনেক ধন্যবাদ। শারদীয়ার শুভেচ্ছা রইলো ।ভালো থাকুন ।
এত সুন্দর করে এই ধরণের গল্প বলেন ...বড্ড ভালো লাগে ..এই খোলা আকাশের নিচে বসে এত মিষ্টি গল্পটা শুনতে শুনতে বিভোর হয়ে গেলাম ... এমন সুন্দরভাবে মিল হয়ে গেলো😊খুশি হচ্ছি আবার চোখেও কেমন জল
অনেক দিন যাবৎ গল্পটা সোনার ইচ্ছে সিলো সময় হই নাই।। আজকে কিছু টা ইচ্ছা ও অনৈচ্ছা নিয়ে শুনলাম মনটা তৃপ্তিতে ভরিয়া উঠিল সত্যি কি সাধারণ একটা জিনিশ কে আসাধারণ করে তুলিয়া ধরিয়াছে আহারে কিসুন্দর প্রেমের পরিসমাপ্তি।। ধন্যবাদ দাদা এইরকম একটা গল্পঃ উপহার দেবার জন্য।।।
আমি ক্লাস নাইনের ছাত্রী।বই তে রাধারানী গল্পের নির্বাচিত অংশটি পড়ে একটু আলাদা অনুভূতি হলো ,আগেও অবশ্য কয়েক বার পড়েছি কিন্তু কৌতুহল ছাড়া আর কিছুই জানা হয়ে ওঠেনি। পুরো গল্পটা না জানলে আজ হয়তো আর ঘুম হতো না। খুব ভালো লাগছে এখন হালকা লাগছে অনেক। Thank you❤
কিছুদিন আগে এই গল্পটি অসম্পূর্ণ পড়ে মনে বাজলো যে না পুরোটা পড়তেই হবে তাই TH-cam a এসে রাধারাণী গল্পটির সার্চ করলাম এখনই পুরো গল্পটি শুনে আমার মনটা সম্পূর্ণ হয়ে উঠল ধন্যবাদ এই পুরো গল্পটি আমাদের সাথে Share করার জন্য 🙏🏻
রথের মেলায় ফুল বেচে ফেরা এক মেয়ের কাহিনী বড় ই মনে পরছে ,, কিন্তু লেখক কিংবা নাম , কিছুই মনে নাই ,,,, অনেক কষ্টে খুঁজে পাইলাম 😊 13বৎসর পর পুরো গল্পটা শুনে আনন্দিত হলাম
প্রথম দিন থেকেই গল্পঃ টা পুরো জানতে চাইতাম,, কিন্তু বই তে ছিল না কিন্তূ টিউটর দাদা গল্পঃ টা বলেছিলেন,,, কিন্তু মন ভরে নি,,, তাও আজ থেকে 5 বছর আগে,,, এখন গল্পঃ টি সম্পূর্ণ শুনে,,, আমার মন টা আজ শান্ত হলো,,, অনেক ধন্যবাদ দাদাভাই আপনাকে,,, আরও সুন্দর সুন্দর গল্পঃ শোনার অপেক্ষায় রইলাম ❤❤❤❤
9th e পড়েছিলাম গল্পটা. এখন class 11 আমার. বইতে শেষের পরিণতি টা দেওয়া ছিলনা (যতোটা মনে পড়ছে) এখানে পুরোটা শুনে মন টা ভরে গেলো. TH-cam e search করতে করতে ভাবছিলাম যদি অর্ণব দাদা না বলে গল্পটা, তাহলে শোনাই বৃথা. কিন্তু ভগবান এর দয়ায় প্রথমেই এই ভিডিও টা এসছে . দেখেই আর দেরি না করে চলে এলাম. সবে শুরু হল গল্প. এখন পুরোটা শুনব. রাত 1:28 বাজে (3 Oct 2024) শুনতে শুনতে ঘুমাব. (বলা ভালো আমি Radhakrishna খুব বিশ্বাস করি আর এই গল্পটাy দুটোরই ছোঁয়া আছে. Thank you Arnab Dadavai এত সুন্দর করে তোমার সব গল্প narrate করে আমাদের ব্যস্ত জীবন কে একটু হলেও শান্তি দেওয়ার জন্য. Bhogoban তোমার মঙ্গল করুন. ❤
অনেক বছর পর আবার শ্রী বঙ্কিম চন্দ্রের খুব সুন্দর একটি গল্প শুনলাম। তোমায় অনেক ধন্যবাদ । গল্প পাঠ খুবই ভাল লাগল। অনেক শুভেচ্ছা জানাই। । রাযপুর ছততীসগর থেকে ।
আপনার কন্ঠ হইতে চির পুরানো গ্রাম বাংলার ও বাংলা সাহিত্যের অপরুপ সুন্দর মুখ উদ্ভাসিত হইল। সত্য আপনার কন্ঠ শুনে গল্প শুনে গল্প প্রমি মানুষ এর কান দুটি জুরিয়ে য়ায়। 😌😌🍁🍁🍂🍂
Apnar " Kinnor r dol " golpo ta 1st sunlam. Last r dike chokh e jol ase gelo. Ai 2nd time " Radha Rani " sun6i. Sotty khub sundor lag6e r apnar voice tao onak onak sundor ❤🥰
যখন নবম শ্রেণীতে পড়তাম তখন এই গল্পটা পড়েছিলাম, খুব ভালো লেগে ছিলো, কিন্তু শেষ পর্যন্ত কি হল তা জানার ইচ্ছা থাকলেও জানতে পারিনি। আজ আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রী এতদিন পর গল্পের শেষটা জানলাম তাও আবার আপনার সুমধুর কণ্ঠে। ধন্যবাদ আপনাকে ..
অসাধারণ, খুব সুন্দর ❤️❤️❤️❤️ এটা শুধু গল্প নয় এটা একটা অনুভূতি 😌😌 , শোনার সময় কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম ❤️❤️ ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, এটা আমি রোজ রাতে ঘুমানোর আগে শুনি ।❤️❤️❤️🥰
I read it as a young teenager. The author was one of my favorites. This story was pretty charming for a young girl’s imagination. Now at 71 and as a long term American citizen I went back to that time thru your wonderful voice, reading and storytelling style. I have been listening to your other readings as well. Keep up the good work. I have shared as well.
অতুলনীয়........অসাধারণ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর " পথের দাবি "কখনও শোনার আশা রাখতে পারি ?? সুস্থ শরীরে আনন্দের সহিত খুব ভালো থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা!🇮🇳🤍🇮🇳
খুব সুন্দর প্রচেষ্টা I আমরা অনেকেই আছি যারা গল্প উপন্যাস পড়তে ভালোবাসি কিন্তু সময় অভাবে পুরোটা পড়া হয়ে ওঠে না I এখন পুরো গল্প গুলি শুনতে পেরে খুব ভালো লাগছে I অনেক অনেক ধন্যবাদ আপনাকে I এইরকম আরো অনেক গল্প শুনতে চাই ❤🎉
প্রথমে করুন মর্মস্পশী ও পরে রাধারানী ও কুমার এর দারুন ও অসাধারণ মিলকরন একে অপরের বরণ করে নেয়ার ঘটনা সত্যিই পাঠককুলের মনে দোলা দিয়ে যাওয়া অভূতপূর্ব। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো 💕💞💕 ঢাকা থেকে।
গায়ে কাঁটা, চোখে জল আর মনে সংশয় নিয়ে শুনলাম পুরো গল্পটা। গল্পের পরিনতি নিয়ে সংশয়, টানটান উত্তেজনা আর অর্ণব তোমার সুমধুর আওয়াজ, আহা কি অপূর্ব। পুরুষ কন্ঠে নারীর ভাষণ যে এতো শ্রুতিমধুর হতে পারে তা আজকে জানলাম। সাধু সাধু।
এত সুন্দর এত মধুর লাগলো আপনার গলার স্বর কি বলবো আমি শব্দই খুঁজে পাচ্ছিনা অসাধারণ এরকম ভাবেই কঠোর পরিশ্রম করে যান.. আশাকরি আপনার চ্যানেল আরো উন্নতি করুক আরও বড় হোক 🙏 অনেক অনেক ভালোবাসা, দারুন লাগলো আজকের গল্পটি ❤️❤️❤️
নবম শ্রেনিতে গল্পটি পড়েছিলাম কিন্তু সম্পূর্ণ করতে পারি নাই। এখন আমি দশম শ্রেণীর ছাত্রী নিজের পড়ার বাইরে কোন সময় পায় না। আজ পূজার দিন তাই গল্পটি শুনলাম খুব ভালো লাগলো আর কন্ঠটিও খুব ভালো। 🥰🥰🥰🥰
আজ আপনার প্রথম পাঠ শুনলাম। আমি সাহিত্যের ছাত্রী। এই উপন্যাস টি বহুবার পড়েছি। কিন্তু আজ শ্রবণ করে মোহমুগ্ধ হলাম। মনে হল রাধারাণী আর রুক্মিণীকুমার বুঝি আমারই চোখের সামনে ভেসে উঠছে।
আমি বই পড়তে ভীষণ ভালোবাসি, তার সাথে অডিও বুক শুনতেও ভালো লাগে। হঠাৎ করে আপনার চ্যানেল টা দেখতে পেলাম। আপনার গল্প গুলো শুনলাম। তারপর মনে হল, ঠিক এইরকম একজনকেই খুঁজছিলাম গল্প শোনানোর জন্য। অনেক শুভকামনা রইলো আপনার জন্য। খুব ভালো থাকুন। এভাবেই এগিয়ে যান। পাশে আছি। ❤❤❤❤❤❤
Thik je essence tar jonno golpo ta sunte cheyechilam exact oi flavor tai pelam. Amar school jiboner gorar dike (class 5, 2005) a pora prothom premer golpo, ata diye amar meybela suru, bhalobasa bujhte sekha r aj atokal por porasonar gondi periye basto kormojibone jkhon ai kothin prithibir nagpase bhalobasa jinis proti bissas aboluptir duyare thik tokhon abar ai golpota sunlam. Osonkho dhonnobad abar amake amar sathe porichoy koranor janno, abar rupkothar rajputturer swapno dekhte sekhanor jonno. Osadharon presentation. ❤️❤️❤️❤️
ভীষণ ভাল লাগল। আমার বয়স হয়েছ। বেশীক্ষন বই চোখে রাখতে পারিনা।এমনভাবে যদি শরতবাবুর ও রবিঠাকুরের ছোট গল্প উপস্থাপন করেন তবে বড়ই উপকৃত হব।এমন ভাবনাকে কুর্নিশ জানাই। ধন্যবাদ।
আমি আজ বইয়ে এই গল্পটা পড় লাম বইয়ে। সবটা লেখা নেই তাই এটা শুনলাম। ভালোবাসার এমন গল্প।সবার জীবন এমন রাধারাণী থাক যে তার রুকিণীকুমারের যনো সারা জীবন অপেক্ষা করবে। আর সবার জীবনে এমন রুকিণীকুমার থাক যে তার রাধারাণী গলা একবার শুনে তাকে সারা জীবন মনে থাক একেই হয় তো ভালোবাসা বলে।❤️
ক্লাস lX এ পড়ার সময় গল্পটি পড়েছিলাম......তাও বইতে পুরোটা ছিলো না.......আজ এতদিন পর পুরো গল্পটা এত সুন্দর গলায় শুনতে পেরে খুবই ভালো লাগছে...... অসাধারণ গলা আপনার....❤️❤️🙏🙏
নবম শ্রেণির সেই অসম্পূর্ণ রাধারাণী গল্পটি আজ সম্পূর্ণ শুনতে পারলাম এক অপূর্ব কন্ঠে। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 😀
ekdomiii tai
Amio akhane nobom class ar half story ta puron korte aslam
Thik
Amr text book e ache
Ekdom !!!! Otar sad ending chilo, ekhon valo laglo sune.
আমি একজন নবম শ্রেণীর ছাত্রী। বই এর গল্পটি অসম্পূর্ণ থাকায় সম্পূর্ণ গল্পটি শোনার আগ্ৰহ অনেকদিন থেকেই। তাই আজকে সময় পেতেই গল্পটি শুনে নিলাম। সত্যি অসাধারণ একটি গল্প। এক তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প তাছাড়া আপনার কণ্ঠস্বর গল্পটিকে অসাধারণ করে তুলেছে।
আমার প্রণাম নিও। ❤
একদম আমার মত মিলে গেছে ভাই ।
একটি অপূর্ব কন্ঠে, স্নিগ্ধ হয়ে , অসাধারণ গল্প শুনলাম। যেটার একটি অংশ শুধু পাঠ্য বইয়ে পড়েছিলাম ,সম্পূর্ণ শুনতে পেয়ে ধন্য হলাম।🙏🙏🙏🙏
🌼🤍
Ekdom thik ❤❤
গল্পটা ছোটবেলায় বাংলা বইয়ে কিছুটা পড়েছিলাম।।।আজ আবার তার পুনরাবৃত্তি হলো। গল্পটা শুনতে শুনতে যেনো এক সত্য বাস্তব কাল্পনিক দৃশ্য চকখের সামনে ফুটে উঠছিল।।।
সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অপূর্ব সুন্দর গল্পটি শুনে মুগ্ধ হলাম। এই সমস্ত classic গল্পই হলো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ।
আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। কবিতা ও গল্প পাঠ শোনার আন্তরিক অনুরোধ রইল । পাশে থাকবেন।
সত্যি সারাদিন আপনার পাঠ করা গল্প শুনতে শুনতে কখন যে সব কাজ সারা হয়ে যায় তা বুঝতেই পারিনা ।ধন্যবাদ 🙇
আপনার অপূর্ব বাচনভঙ্গী এই গল্পের সৌন্দর্য বৃদ্ধি করেছে।।।। এক কথায় অসাধারণ ।।।।।বাংলা সাহিত্যের ভান্ডার থেকে এরকম এক একটি অমূল্য রত্ন তুলে এনে আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।।।। আরও রত্নলাভের আশায় রইলাম।।।।। ভালো থাকবেন।
প্রাণ জুড়িয়ে গেল। যেন চিরন্তন সত্য এক কল্প কাহিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-কে মনে করানোর জন্য উদ্যোক্তা ও পাঠক-কে অসংখ্য ধন্যবাদ।
Pashe thakben 🌼
নীলদর্পণ নাটকটি করার অনুরোধ রাখলাম। রাধারাণী ছোটবেলায় পড়ে খুব ভালো লেগেছিল কিন্তু সম্পূর্ণ পড়ার সুযোগ হয়নি। আজ আপনার গলায় শুনে সে ইচ্ছাপূরণ হল। অনেক ধন্যবাদ আপনাকে।☺️☺️
Pashe thakben❤️
Thakbo@@BengaliClassicsByArnab
2024 সালে কে কে গল্প টি দেখছেন ❤😊
Ami
Na to,dekhini.achha kotha theke dekhbo?
Ami
ami
Ami class 9 er bangla text er pora sunte esechi
আহা ! প্রাণ টা জুড়িয়ে গেল।
ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বাংলা সাহিত্যের কালজয়ী এই অপূর্ব কাহিনী উপস্থাপনের জন্য 🙏🙏🙏
অসাধারণ গল্প, আমার Student life থেকেই এই গল্পটার শেষটা জানার আগ্রহ ছিল যা এতদিন বাদে পূরণ হল যখন আমি দুটো বাচ্ছার মা হয়েগেছি । অনেক ধন্যবাদ। শারদীয়ার শুভেচ্ছা রইলো ।ভালো থাকুন ।
আজ কাল কের ব্যস্ত সময় বই কিনে আর পড়া হয় না।
তোমার কণ্ঠে মুগ্ধ হলাম দাদা ভাই❤️😊
সেই ক্লাস নাইনে পাঠ্য হিসাবে পড়েছিলাম। আজ সম্পূর্ণ গল্প জেনে খুব সুন্দর অনুভূতি এল। ❤
এত সুন্দর করে এই ধরণের গল্প বলেন ...বড্ড ভালো লাগে ..এই খোলা আকাশের নিচে বসে এত মিষ্টি গল্পটা শুনতে শুনতে বিভোর হয়ে গেলাম ... এমন সুন্দরভাবে মিল হয়ে গেলো😊খুশি হচ্ছি আবার চোখেও কেমন জল
সত্যই এই রকম অসাধারণ গল্প লিখন একমাত্র সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বারাই সম্ভব।।
এই গল্প টি পঞ্চম শ্রেণীতে আংশিক পাঠ করিয়া ছিলাম এখন সম্পূর্ণ টি শুনিতে পাইয়া জীবন ধন্য হলো পাঠক ধন্যবাদ আপনাকে 🙏🙏
অনেক দিন যাবৎ গল্পটা সোনার ইচ্ছে সিলো সময় হই নাই।। আজকে কিছু টা ইচ্ছা ও অনৈচ্ছা নিয়ে শুনলাম মনটা তৃপ্তিতে ভরিয়া উঠিল সত্যি কি সাধারণ একটা জিনিশ কে আসাধারণ করে তুলিয়া ধরিয়াছে আহারে কিসুন্দর প্রেমের পরিসমাপ্তি।। ধন্যবাদ দাদা এইরকম একটা গল্পঃ উপহার দেবার জন্য।।।
আমি ক্লাস নাইনের ছাত্রী।বই তে রাধারানী গল্পের নির্বাচিত অংশটি পড়ে একটু আলাদা অনুভূতি হলো ,আগেও অবশ্য কয়েক বার পড়েছি কিন্তু কৌতুহল ছাড়া আর কিছুই জানা হয়ে ওঠেনি।
পুরো গল্পটা না জানলে আজ হয়তো আর ঘুম হতো না।
খুব ভালো লাগছে এখন হালকা লাগছে অনেক।
Thank you❤
Ami o 😁🥰
@@sefali4361 Beautifulrendering
Me to
EXCELLENT LOVE STORY VERY HEART TEACHING.
Amio
কিছুদিন আগে এই গল্পটি অসম্পূর্ণ পড়ে মনে বাজলো যে না পুরোটা পড়তেই হবে তাই TH-cam a এসে রাধারাণী গল্পটির সার্চ করলাম এখনই পুরো গল্পটি শুনে আমার মনটা সম্পূর্ণ হয়ে উঠল
ধন্যবাদ এই পুরো গল্পটি আমাদের সাথে Share করার জন্য 🙏🏻
রথের মেলায় ফুল বেচে ফেরা এক মেয়ের কাহিনী বড় ই মনে পরছে ,, কিন্তু লেখক কিংবা নাম , কিছুই মনে নাই ,,,, অনেক কষ্টে খুঁজে পাইলাম 😊
13বৎসর পর পুরো গল্পটা শুনে আনন্দিত হলাম
প্রথম দিন থেকেই গল্পঃ টা পুরো জানতে চাইতাম,, কিন্তু বই তে ছিল না কিন্তূ টিউটর দাদা গল্পঃ টা বলেছিলেন,,, কিন্তু মন ভরে নি,,, তাও আজ থেকে 5 বছর আগে,,, এখন গল্পঃ টি সম্পূর্ণ শুনে,,, আমার মন টা আজ শান্ত হলো,,, অনেক ধন্যবাদ দাদাভাই আপনাকে,,, আরও সুন্দর সুন্দর গল্পঃ শোনার অপেক্ষায় রইলাম ❤❤❤❤
চিরকালীন গল্প , এ গল্প কখনো পুরনো হয় না আর তোমার কন্ঠে গল্প শোনার আমেজই আলাদা , নতুন করে আবার মন ছুঁয়ে গেল ❤️❤️🌹🌹
Sotti!ei golpo purono hoyna
9th e পড়েছিলাম গল্পটা. এখন class 11 আমার. বইতে শেষের পরিণতি টা দেওয়া ছিলনা (যতোটা মনে পড়ছে) এখানে পুরোটা শুনে মন টা ভরে গেলো.
TH-cam e search করতে করতে ভাবছিলাম যদি অর্ণব দাদা না বলে গল্পটা, তাহলে শোনাই বৃথা. কিন্তু ভগবান এর দয়ায় প্রথমেই এই ভিডিও টা এসছে . দেখেই আর দেরি না করে চলে এলাম.
সবে শুরু হল গল্প. এখন পুরোটা শুনব. রাত 1:28 বাজে (3 Oct 2024) শুনতে শুনতে ঘুমাব.
(বলা ভালো আমি Radhakrishna খুব বিশ্বাস করি আর এই গল্পটাy দুটোরই ছোঁয়া আছে.
Thank you Arnab Dadavai এত সুন্দর করে তোমার সব গল্প narrate করে আমাদের ব্যস্ত জীবন কে একটু হলেও শান্তি দেওয়ার জন্য.
Bhogoban তোমার মঙ্গল করুন. ❤
40 বছর পর রাধারানীর গল গল্পটা পুনরায় শুনলাম শুনে খুবই ভালো লাগলো
অনেক বছর পর আবার শ্রী বঙ্কিম চন্দ্রের খুব সুন্দর একটি গল্প শুনলাম। তোমায় অনেক ধন্যবাদ । গল্প পাঠ খুবই ভাল লাগল। অনেক শুভেচ্ছা জানাই। । রাযপুর ছততীসগর থেকে ।
আপনার কন্ঠ হইতে চির পুরানো গ্রাম বাংলার ও
বাংলা সাহিত্যের অপরুপ সুন্দর মুখ উদ্ভাসিত হইল।
সত্য আপনার কন্ঠ শুনে গল্প শুনে গল্প প্রমি মানুষ এর
কান দুটি জুরিয়ে য়ায়। 😌😌🍁🍁🍂🍂
আজ ৮ই জুলাই ২০২৪ সোমবার রথের ঠিক পরের দিন, যথার্থ মনে হইল। নিভৃতে শ্রাবনের অশ্রু ধারা বহিয়াছিল। বঙ্কিম বাবুর অসাধারণ এক উপহার এই প্রজন্মকেও মুগ্ধ করিতেছে। পাঠককে অসংখ্য ধন্যবাদ।
Apnar " Kinnor r dol " golpo ta 1st sunlam. Last r dike chokh e jol ase gelo. Ai 2nd time " Radha Rani " sun6i. Sotty khub sundor lag6e r apnar voice tao onak onak sundor ❤🥰
ছেলেবেলায় গল্পটি পড়েছিলাম কিন্তু ঠিক মনে ছিল না। আজকে আপনার পাঠ শুনে খুব ভালো লাগলো।
নবম শ্রেণির ওই অসম্পূর্ণ উপন্যাসটি আপনার আপূর্ব কন্ঠে শুনে সত্যিই খুব খুশি হলাম । অসংখ্য ধন্যবাদ আপনাকে🙂🙂
Same to you ☺️
নবম শ্রেণিতে এই গল্পটা পড়েছিলাম। আজ গল্পটা সম্পূর্ণটা শুনলাম। খুব সুন্দর একটি গল্প 😊
এমন মধুর কন্ঠস্বর আমি আগে আর কখনো কোথাও শুনি নাই অসংখ্য ধন্যবাদ আপনেকে গল্পটা এতো সুন্দর ভাবে শোনাইবার জন্য ।
Class 9 er incomplete story ta full porar jonno onek din theke besto chilam...
puro story ta upload korar jonno onek dhonnobad👍
নবম শ্রেনীর রাধারানী গল্পটি আজ সম্পূর্ণ করলাম তাও এত সুন্দর কন্ঠে ধন্যবাদ এবং প্রার্থনা করব আপনার আরও উন্নতি হক😊😊
ছোট থেকেই এই গল্প টা খুব ভাল লাগতো আজ গল্প টা সম্পুর্ন শুনলাম ।খুব ভাল লগলো
আর একটা কথা যেটা না বললে নিজেকে
কনজুস মনে হয়।
আপনি খুবই সুন্দর বলেন, চরিত্র গুলো
যেন জীবন্ত হয়ে চোখের সামনে ভেসে
উঠছিল।
ধন্যবাদ।
পবিত্র ভালোবাসা এটাকেই বলে .. আহা মনটা জুড়িয়ে গেল ❤✨🥺
আজকে দিনে এটা শুনতে যেনো আরো ভালোলাগছে, অপূর্ব আপনার গলা। ভালো থাকবেন, আরো ভালো ভালো গল্প শোনার আশায় রইলাম।
যখন নবম শ্রেণীতে পড়তাম তখন এই গল্পটা পড়েছিলাম, খুব ভালো লেগে ছিলো, কিন্তু শেষ পর্যন্ত কি হল তা জানার ইচ্ছা থাকলেও জানতে পারিনি। আজ আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রী এতদিন পর গল্পের শেষটা জানলাম তাও আবার আপনার সুমধুর কণ্ঠে। ধন্যবাদ আপনাকে ..
অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা। খুব ভালো লাগলো। গল্পটা অসম্পূর্ণ জানতাম। আজ এত বছর পরে পুরো টা জানতে পেরে খুব ভালো লাগলো।
আপনার অনেক ধন্যবাদ। আপনার জন্যেই এই গল্পের পুরোটা জানতে পারলাম। আপনার কন্ঠস্বর অনেক সুন্দর ❤❤❤😊
অসাধারণ, খুব সুন্দর ❤️❤️❤️❤️ এটা শুধু গল্প নয় এটা একটা অনুভূতি 😌😌 , শোনার সময় কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম ❤️❤️ ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, এটা আমি রোজ রাতে ঘুমানোর আগে শুনি ।❤️❤️❤️🥰
Eto valo kore golpo gulo k ki kore pranbonto kore tolen apni!! Osombhob valo❤
আমি এখন নবম শ্রেনিতে পড়ি, আপনি খুবভালো গল্পবলেন। ধ্যন্যবাদ, 😊🙏
Mon ta khub bhalo hoye gelo... Suru te bhebechilam jey jemon thakur sri krishna ar radharanir charachari hoy gechilo kintu ora chilo ek atta omon hobe mone hoy golpo ta... Kintu sesh ta sune mon bhore gelo..❤️
আপনার কণ্ঠটি খুব ভালো ,, কি সুন্দর উচ্চারণ , নিশ্বাস এর প্রয়োগ ও অসাধারন । ❤️❤️
নবম শ্রেণীর রাধা রানীর গল্প আজ আমার জানা পূর্ন করে দিলেন। ধন্যবাদ আপনাকে। ❤❤❤
Radharani is clever, damn clever 🤭
Edit: this story is so so so heart touching 😭❤️
N the presentation is adorable, just perfect 💛
Made my day ✨
th-cam.com/video/3EWRladAbpI/w-d-xo.html
আমি এখন class ix এ পড়ি এই গল্পটা আমাদের বইতে আছে আর! এই গল্পটা আর বই থেকে মনে হয় না পড়তে হবে।।ধন্যবাদ আপনাকে❤❤❤
Paahe thakben 🌼
I read it as a young teenager. The author was one of my favorites. This story was pretty charming for a young girl’s imagination. Now at 71 and as a long term American citizen I went back to that time thru your wonderful voice, reading and storytelling style. I have been listening to your other readings as well. Keep up the good work. I have shared as well.
Pashe thakben🌼🌼
th-cam.com/video/3EWRladAbpI/w-d-xo.html
আপনি যে গল্পটা র ভাষা সহজ করেননি তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। স্কুল এ বাংলা সাহিত্যের সিলেবাস এ এই গল্পটা ছিল। সেই দিনগুলো র কথা মনে পরে গেলো। ❤️
Paashe thakben❤️
Hmmm akhono a6e class ix a
উপন্যাস শুনতে শুনতে বিভোর হয়ে গেছিলাম। খুব ভালো লাগলো।💗💗
সেই ক্লাস ৯ পড়েছিলাম তারপর থেকেই পুরো গল্প টা যানার ইচ্ছে ছিলো আজ তা হয়ে গেলো , আর তোমার গলায় শুনতে দারুন লাগলো ,
বহু দিন পর কেউ গল্প পড়ে শোনালো, তাও এত সুন্দর করে। অনেক ধন্যবাদ, ভাই।
Pashe thakben❤️
আহা, মন ভরে গেলো। কণ্ঠের প্রেমে পড়ে গেলাম। ভালো থাকুন সবসময়
অতুলনীয়........অসাধারণ,
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর " পথের দাবি "কখনও শোনার আশা রাখতে পারি ??
সুস্থ শরীরে আনন্দের সহিত খুব ভালো থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা!🇮🇳🤍🇮🇳
Nischoi paren!ami chesta korbo shonanor❤️
@@BengaliClassicsByArnab ha amaro pochonder 'pother dabi' golpo ta vishon iccha ei golpo ta sonar......
Please "Rajanii " Bankim chandra chattopadhyie: we like to see. . 👍👍👍🙏🙏
th-cam.com/video/3EWRladAbpI/w-d-xo.html
Ha plz eta amader 10 er boi te ache
খুব সুন্দর প্রচেষ্টা I আমরা অনেকেই আছি যারা গল্প উপন্যাস পড়তে ভালোবাসি কিন্তু সময় অভাবে পুরোটা পড়া হয়ে ওঠে না I এখন পুরো গল্প গুলি শুনতে পেরে খুব ভালো লাগছে I অনেক অনেক ধন্যবাদ আপনাকে I এইরকম আরো অনেক গল্প শুনতে চাই ❤🎉
খুব সুন্দর উপস্থাপনা। অনেক ধন্যবাদ ছোটবেলায় পড়া গল্প আবার শোনানোর জন্য🙂
আমি এখন ক্লাস নাইনে পড়ি, পুরো গল্পটা আপনার কন্ঠে জানার জন্য এখানে এলাম।।
ধন্যবাদ।।।
গল্পটি অনেক আগেই শুনেছিলাম আজ
আবারও শুনিলাম অনেক কিছু ভুলিয়া
ছিলাম আবার সব মনে পড়িল,
খুবই ভাল লাগিল নমস্কার
Padhe thakben🌼
অনেক অনেক শ্রদ্ধা #সাহিত্য সম্রাট কে
সাথে যিনি পাঠ করে শোনালেন তাকেও অনেক ধন্যবাদ
প্রথমে করুন মর্মস্পশী ও পরে রাধারানী ও কুমার এর দারুন ও অসাধারণ মিলকরন একে অপরের বরণ করে নেয়ার ঘটনা সত্যিই পাঠককুলের মনে দোলা দিয়ে যাওয়া অভূতপূর্ব।
অনেক অনেক শুভেচ্ছা ও
অভিনন্দন রইলো 💕💞💕
ঢাকা থেকে।
Pashe thakben❤️
খুব সুন্দর গল্প লেখকের কল্পনা আর আপনার কন্ঠ দুই দারুণ অনেক ধন্যবাদ এই ধরণের গল্প শোনাবার জন্য দাদা ভাই 🌹🌹
আহা জাস্ট মুগ্ধ হয়ে গেলাম শুনে ❤❤❤❤❤❤❤❤❤....... দাভাই আজ তোমার কন্ঠটা যেন অনেক বেশি স্নিগ্ধ লাগছিল ❤❤❤ মন ভরে গেলো একেবারে 😍❤💛😊।
Dhonnobad dhonnobad ❤️❤️
@@BengaliClassicsByArnab খু ব ভালো লেগেছে গল্প টা আর ভালো গল্প সুতেচাই।
Darun 💕
𝒟𝒶𝒽𝓊𝓃
Bankim Chottopadayay er golpo kono din pori ni . Apnar karon sona holo .khub sundor. Apnar paribeshan khub sundor .👌👌
Pore dekhun ekbar!ro bhalo lagbe❤️
@@BengaliClassicsByArnab nischoi porbo .dhonnobad .
গায়ে কাঁটা, চোখে জল আর মনে সংশয় নিয়ে শুনলাম পুরো গল্পটা। গল্পের পরিনতি নিয়ে সংশয়, টানটান উত্তেজনা আর অর্ণব তোমার সুমধুর আওয়াজ, আহা কি অপূর্ব। পুরুষ কন্ঠে নারীর ভাষণ যে এতো শ্রুতিমধুর হতে পারে তা আজকে জানলাম। সাধু সাধু।
Prapti❤️❤️❤️
Sottie osadharon
বুঝি না dislike kon murkho gulo dislike কোরে jai. Amon sundor akta golpo ja mugdho kore mone koriya dei prothom prem ami Khub khushi hoilam
কখনো পড়িনি কিন্তু এখন বোধহচ্ছে এই সব চেয়ে ভালো হলো। শুনে মন প্রাণ আজ সার্থক হলো
অসাধারণ একটি কাহিনী 👍👍👍 আমার খুব ভালো লেগেছে 🙏❤️👍😘❤️👍😘❤️❤️❤️👍👍👍👍👍😘😘❤️❤️❤️❤️❤️🤟🤟🤟🤟🤟🤟👌👌👌👌😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍🥰😍😍😍😍
এত সুন্দর এত মধুর লাগলো আপনার গলার স্বর কি বলবো আমি শব্দই খুঁজে পাচ্ছিনা অসাধারণ এরকম ভাবেই কঠোর পরিশ্রম করে যান.. আশাকরি আপনার চ্যানেল আরো উন্নতি করুক আরও বড় হোক 🙏 অনেক অনেক ভালোবাসা, দারুন লাগলো আজকের গল্পটি ❤️❤️❤️
Pashe thakben ❤️
Apurbo
নবম শ্রেনিতে গল্পটি পড়েছিলাম কিন্তু সম্পূর্ণ করতে পারি নাই। এখন আমি দশম শ্রেণীর ছাত্রী নিজের পড়ার বাইরে কোন সময় পায় না। আজ পূজার দিন তাই গল্পটি শুনলাম খুব ভালো লাগলো আর কন্ঠটিও খুব ভালো। 🥰🥰🥰🥰
খুব খুব খুব ভাললাগলএমন সুনদর মধুময় গলায় সমপুণ্ গলপটি সুনে আমি ধন্য, আপনাকে ধন্যবাদ।
May everyone's love comes true like radha rani ...❤️❤️
Amra sobay tai chai🌼
প্রায় ৬টা বছর পর অসম্পূর্ণ গল্পটি শুনলাম ❤
অনেকখানি ভালোবাসা নেবেন 🌻
যে বঙ্কিচন্দ্রের লেখা নাকি বুঝতে পড়তে অনেক কষ্ট হয় বলে বলা হয় তাকে এমন ভাবে পড়িয়ে দিলেন যে...
❤️
Pashe thakben 🌼
আজ আপনার প্রথম পাঠ শুনলাম। আমি সাহিত্যের ছাত্রী। এই উপন্যাস টি বহুবার পড়েছি। কিন্তু আজ শ্রবণ করে মোহমুগ্ধ হলাম। মনে হল রাধারাণী আর রুক্মিণীকুমার বুঝি আমারই চোখের সামনে ভেসে উঠছে।
Pashe thakben❤️
Khub bhalo
6pppeppppppppwitq6ppeppee
Khub bhalo laglo 👌 👌
আমি বই পড়তে ভীষণ ভালোবাসি, তার সাথে অডিও বুক শুনতেও ভালো লাগে। হঠাৎ করে আপনার চ্যানেল টা দেখতে পেলাম। আপনার গল্প গুলো শুনলাম। তারপর মনে হল, ঠিক এইরকম একজনকেই খুঁজছিলাম গল্প শোনানোর জন্য।
অনেক শুভকামনা রইলো আপনার জন্য। খুব ভালো থাকুন। এভাবেই এগিয়ে যান। পাশে আছি।
❤❤❤❤❤❤
Onek dhonnobad 🌼
Khub vlo laglo ami class 9 e pori ei golpo ta sonar jonno khub agrohi hoyechilam sunte peye khub vlo laglo
খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার গলার স্বর খুব ভালো লাগে ❤
অসাধারণ উপন্যাস আমার খুব ভালো লেগেছে ❤❤❤🌻🌻🌻💐💐💐
Onek dhonnobad 🌼🌼
Thik je essence tar jonno golpo ta sunte cheyechilam exact oi flavor tai pelam. Amar school jiboner gorar dike (class 5, 2005) a pora prothom premer golpo, ata diye amar meybela suru, bhalobasa bujhte sekha r aj atokal por porasonar gondi periye basto kormojibone jkhon ai kothin prithibir nagpase bhalobasa jinis proti bissas aboluptir duyare thik tokhon abar ai golpota sunlam. Osonkho dhonnobad abar amake amar sathe porichoy koranor janno, abar rupkothar rajputturer swapno dekhte sekhanor jonno. Osadharon presentation. ❤️❤️❤️❤️
Baki golpo guloo shune dekhar onurodh roilo!
@@BengaliClassicsByArnab sunechi kal, osadharon hoyeche.
মন ভালো হয়ে যায় এমন আওয়াজ শুনলে... বহুদিন আগে পড়া পুরোনো স্মৃতি সতেজ হয়ে উঠলো শুনতে শুনতে 💙💙
"ইন্দিরা" শোনানোর অনুরোধ রইল... 🍂🌻
Khob khob sundur. Aponar golay bonkim Chandra. Radha rani natun bhaba upalobdhye korlam. Apnaka dhnnobad
অনেক চেষ্টা করেছিলাম বইটি কেনার কিন্তু সেটা সম্ভব হয়নি... আপনাকে অসংখ্য ধন্যবাদ অসম্পূর্ণটিকে সম্পূর্ণ করার জন্য♥️
ভীষণ ভাল লাগল। আমার বয়স হয়েছ। বেশীক্ষন বই চোখে রাখতে পারিনা।এমনভাবে যদি শরতবাবুর ও রবিঠাকুরের ছোট গল্প উপস্থাপন করেন তবে বড়ই উপকৃত হব।এমন ভাবনাকে কুর্নিশ জানাই। ধন্যবাদ।
Proti soptahe emoni ekta kore rotno tule anbo,pashe thakben🌼
আমি আজ বইয়ে এই গল্পটা পড় লাম বইয়ে। সবটা লেখা নেই তাই এটা শুনলাম। ভালোবাসার এমন গল্প।সবার জীবন এমন রাধারাণী থাক যে তার রুকিণীকুমারের যনো সারা জীবন অপেক্ষা করবে। আর সবার জীবনে এমন রুকিণীকুমার থাক যে তার রাধারাণী গলা একবার শুনে তাকে সারা জীবন মনে থাক একেই হয় তো ভালোবাসা বলে।❤️
অসাধারন....ছোট বেলার কথা মনে পরে গেলো.....জানেন রোজ দুপুর এ আমার আমাদের বিভিন্ন গল্প উপন্যাস পরে শোনাতেন ....ধন্যবাদ খুব ভালোলাগলো ❤️
এক সপ্তাহের অপেক্ষা 😒😒😒😒😒
ধন্যবাদ
আপনার কণ্ঠস্বর এবং গল্প বলার ধরন বারবার মুগ্ধ করে ❤️❤️❤️
Pashe thakben❤️❤️
সব সময় আছি❤️
@@BengaliClassicsByArnab 🙂🙂🙂🙂🙂🙂🙂
Ami class 9 a pori amr kub lccha 6elo ai ta pora r kentu porta pari nai kentu suna amr kub valo laglo
Thank you ❤😊
That's an amezing story..
Thank you Bankim Chandra ❤
আহা কি শুনলাম..... মনটা আনন্দে ভরে গেলো দাদা.... ভালো থাকবেন আরা এভাবেই আনন্দ দিয়ে যাবেন আমাদের ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
💛 আমার প্রতিদিনের কাজের মধ্যে এটাও একটা কাজ হয়ে গেছে অনেক অনেক ধন্যবাদ 💛
Pashe thakben evabey🌼
yy5y666
গল্পটা শুনে মন ভরে গেল😇😇 কি অপূর্ব কন্ঠস্বর ❤❤
আপনার এই উপস্হাপন গল্পকে যেন আরও সুন্দর করে তোলে। এখন আমারও ইচ্ছে করে কবিতা, গল্প নিয়ে জীবনে কিছু করতে, এগিয়ে যেতে।
ধন্যবাদ দাদা।
গল্পটা এমনই যে শুনতে শুনতে গল্পের মধ্যে নিজেই প্রবেশ করে গিয়েছিলাম😌 🥰
🥰
ক্লাস lX এ পড়ার সময় গল্পটি পড়েছিলাম......তাও বইতে পুরোটা ছিলো না.......আজ এতদিন পর পুরো গল্পটা এত সুন্দর গলায় শুনতে পেরে খুবই ভালো লাগছে...... অসাধারণ গলা আপনার....❤️❤️🙏🙏
Onek dhonnobad ❤️❤️
মনটা ভরে গেলো । গর্ব আমি বাঙালি । গর্বিত আমি বঙ্কিম , বিভূতি , রবীন্দ্র এর বাংলায় জন্মে
রাধারানীর গল্পটি আমার খুব ভালো লাগে তাই পুরো গল্পটি শুনলাম❤
Golpo purota sonar khub icche chilo, vabte parini ebhabe ekdin peye jabo 🥰
Onek Onek Dhonnyobaad 😊❤
পাঠ্য বইয়ে পড়েছিলাম। আজ পুরো গল্প টা শুনলাম এক অসাধারণ কণ্ঠস্বরে । দারুন লাগলো ।অনেক ধন্যবাদ।
Pashe thakben ❤️