সচীব স্যার আপনাকে ও মাননীয় ভূমি মন্ত্রী সাইফুজ্জান ভাইকে অসংখ্য ধন্যবাদ ভূমি সংস্কার আইন আগামী শীতকালীন অধিবেশনে আনবেন বলে আমরা ঐ দিনটির অপেক্ষায় আছি। এই আইনটি কার্যকারী হলে আমরা সকল নিরীহ ও দুর্বল জনসাধারণ যারপরনাই নেই উপকৃত হবে আপনাদের দুজনকে শুভকামনায় যশস্বী জীবন ও দীর্ঘায়ু কামনা করি।
জনাব সচিব মহোদয়, আসসালামু আলাইকুম। সত্যি জনকল্যাণমুখী পদক্ষেপ নেওয়া এবং জনগণের কাছে আসার জন্য। এতবড় মাপের সচিব মহোদয়কে খুব আপন মনে হলো। মাঠ পযার্য়ের সদস্যগন জনকল্যাণমুখী করার ও সততা ও নিষ্ঠাবান করার পদক্ষেপ নিলেই জনগণ সুফল পাইবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ধন্যবাদ সর্বশ্রেষ্ঠ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ধন্যবাদ ভূমি সচিব মোস্তাফিজুর রহমান পিএএ দলিল যার ভূমি তার আইনটি পাশ হলে সরকারের প্রতি মানুষের আস্থা ও ভালবাসা আরো বেশি বেড়ে যাবে।
এই দূর্নীতিগ্রস্থ ভূমি মন্ত্রণালয় বর্তমানে খুবই ভালো সংস্কার হয়েছে। এখন অনেক অনেক সেবা সহজেই মানুষ পাচ্ছে এবং হয়রানি মুক্ত সেবা পাচ্ছে আর এর অবদান ভূমি মন্ত্রী মহোদয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। -রাফি সরকার, ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম।
ধন্যবাদ মাননীয় ভূমি সচিবকে,যত তাড়াতাড়ি পারেন আইনটি পাস করেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ এবং লক্ষ লক্ষ প্রবাসীরা হয়রানি থেকে মুক্তি পাবে, প্রবাসীরা কি যে কষ্টে আছে, দেশে তারা জাগা জমিন নিয়ে ভূমি দস্যুদের হাতে জিম্মি, তাই দয়া করে এ অভিসাব থেকে মুক্তি দিন, ধন্যবাদ সরকারকে।
Please sir, continue such kind of live program so that we learn how to right way for proper use and its law to management. I would like to thanks to PM, Minister, you (secretary of land ministry) and your team.We are waiting many days for such kind of revolution for land development, sustainability, property on proper distribution of the people of Bangladesh, Finally many many thank to pioneer of Bangladesh Mr. saifuzzaman chowdhury ,MP ministry of land. I also expect, other ministry will stand on(ideal form) by the following of your ministry. --thanks & regards
স্যার আপনাকে শত কটি সালাম এই আইন পাশ হলে বিগত দিন আমরা যে অসংখ্য লোক অসহায় হয়ে এই আইনের অফেক্ষায় আছি দয়া করে এই গরিব অসহায় লোকের সহায় হবেন আমরা আশা বাদি এই আইন পাসহলে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে।আমরা সান্তি পেতাম ভবিষ্যৎ প্রোজম্ম সাক্ষী থাকবে এই সরকারের ইতিহাস ইতিহাসের পাতায় লেখা থাকবে। ধন্যবাদ স্যার আপনাকে।জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমার লাল সবুজে বাংলাদেশ।
অনিয়ম আর দুর্নীতির কারনে আমরা সাধারণ মানুষ খুব অসহায় স্যার,এর একটা ব্যাবস্থা করেন,না হলে সাধারন মানুষের অনেক বড় ক্ষতি হবে,বৈধ কাগজ পত্র থাকা সত্ত্বেও অনেক মানুষ জমি পাচ্ছে না স্যার, যার কোন কাগজ পত্র নেই 'বৈধ দলিল নেই সেই এখন বর্তমান জমির মালিক হচ্ছে, এটা কিভাবে সম্ভব?? এর প্রতিকার চাই আমরা সবাই স্যার??😢😢😢
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং মাননীয় মন্ত্রী মহোদয় কে আমরা অপেক্ষায় আছি কবে গেজেট আকারে বের হবে এবং ভূমি দস্যুদের কে আপনারা জেল জরিমানা শুরু করবেন ,,আমরা সাধারণ মানুষ তাদের সাথে সক্তি তে কুলিয়ে পারবনা,,,
ভুমি মন্ত্রী মহোদয় এর কাছে বিশেষ ভাবে onurud ভূমি দস্যু দের কে কটিন সাজা এর আওতায় আনার জোর হাত অনুরুদ রইলো,,এই অনুরুদ কোটি কোটি মানুষের,,প্রশাসন ছাড়া আমরা তাদের সাথে পারবনা ,,আমি নিজেই ভুক্ত ভুগী
❤আস সালামু আলাইকুম ❤মাননীয় ভূমি সচিব মহোদয় স্যারের প্রতি সুবিনয় ভাবে সুদৃষ্টি কামনা করেছি ❤ কেউ যদি কোন ভাবে ভূমি দুর্নীতি করে, যেমন গোপনে কেউ ভুয়া খারিচ করা, কেউ গোপনে ভূয়া দলিল করে ❤ তা যেন কেউ জানতে পারলে, আপনারকে তারাতারি জানাতে পারি ❤ এমন কোন একটা পদ্ধতি বের করবেন ❤
স্যার ধন্য বাদ আপনাকে ও ভূমি মন্ত্রলাকে ধন্যবাদ, প্রত্যক খতিয়ানে খাজনা পুরাতন রেজিস্ট্রার খাতা দেকে ইউনিয়ন সহকারী কর্মকর্তাগন দেখে খাজনা হোল্ডিং তৈরি করলে জনগন সরাসরি বিকাশে বা রকেটে জমা দিতে পারলে উপকৃত হবে
স্যার একটা জিনিস জানার খুব ইচ্ছে ধরেন এক মালিকের জমি দুইটা একটা হচ্ছে sa তে ৫ আরেকটা হচ্ছে saতে ৬ দাগ কিন্তু আর এস এ এসে /এসের ৫ দাগটি হয়েছে ৭ আর /এসের ৬ দাগটি হয়েছে Rs ১০ কিন্তু তৎকালীন সময়ে তার নামে সিটি জরিপ হয়নি । তার শেয়ার জরিপ ছিল আর এস। Rs দিয়ে জায়গা বিক্রি করেছিল। আমার প্রশ্ন হল ৫ দাগের জায়গাটি কিছু অংশ ৪ জনের কাছে বিক্রি করল কিন্তু, সকলে রেজিস্ট্রি করার সময় sa ৫ rs ৭ লিখে রেস্ট্রি করল তাদের সকলের নামে আলাদা আলাদা সিটি জরিপ হয়ে গেলো কিন্ত ১ জন সে sa ৫ আর rs ৭ এর স্থলে rs ১০ দেখালো আর সিটি জরিপ ১০২ দেখিয়ে ওই ভদ্রলোক কিভাবে রেজিস্ট্রি করল , মূল যে মালিক জমি বিক্রির সময় সিটি জরিপ ছিলনা সে Sa আর Rs দিয়ে জায়গা বিক্রি করেছিল। জায়গা বিক্রি অনেক পরে তার সিটি জরিপ হয়ে ছিলো ১০২, মূল মালিকের মৃত্যু পরে এ কাজটি করেছে, এখন করণিয় কি। জানালে অনেক উপকৃত হবো......! --------------------------------------ধন্যবাদ
Onek thanks sir arokom uddog neyar jonno. . Amader land 37 bochor age kena, kintu developer ra shudhu mati uchu kore boshe ache. Bari Tular jonno plan pass er uddog niche na. Amadero bari tulte diche na Amra khub koste bari vara die jachi. Erokom bapare govt ain pass korle amra khub upokrito hobo. Jeno Kono developer perticular time er modhe land or bari nirman kore dite baddho thake .
Sir আামাদের সকল গ্রামে পারিবারিক যে রাস্তা আছে এই রাস্তায় অনেকের জায়াগা নেই সরকারি রাস্তায় উঠতে গেলে অনেক সময় বাদার সমুখিন হইতে হয় ? এই পারিবারিক ছোট রাস্তার উপর সরকার কোন আইন পাস করবেন ,
আমি ৫-৭ টি অভিযোগ দিয়েছি। কিছু কিছু অভিযোগ মনে হয় ৮-১২ মাসের বেশি সময় অতিবাহিত। একটিও সমাধান পাইনি। কয়েকটি ই-পর্চা ডাকযোগে দেওয়ার জন্য আবেদন করি একটাও পাইনি।
মাননীয় সচিব মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয় এবং আপনার বক্তব্য গুলো আমাদেরকে দারুনভাবে আশান্বিত করছে। নতুন ভূমিআইন পাশ হলে সেটা হবে স্বাধীনতার পর প্রথম কোন কৃষক বান্ধব পদক্ষেপ। ধন্যবাদ আপনাদের। আশা করবো সেবা মান নিম্নগামী হবেনা।
প্রতি টি লোকাল ভুমি অফিসে চলে সাধারণ মানুষ কে হয়রানি যা আমি বা আমার মত অগনিত গ্রাহক।এবংকি ভুমি আইনের আওতায় আদালতের কার্যক্রম দির গতিতে চলে এবং কি মামলা চালাতে মানুষের জীবন নির্বিস্বাশ হয়ে যায় দ্রুত নৃস্পত্তি করার জোর দাবী জানাচ্ছি
স্যার যার বসত বাড়ির সামনে খাস জমিআছে , বিলান জায়গার সামনে খাস জায়গা আছে, সে যেন ওই খাস জমিটা ভোগ দখল করতে পারে, সেজন্য একটা আইন পাস করলে ভালো হত।যখনই বাড়ির সামনে খাস জায়গার দোকান ঘর ভেঙে দেয় কয়দিন পর কিছু প্রভাবশালীরা এসেও এগুলো সব দখল করে নাই। এজন্য আমরা সাধারন মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হই। স্যার আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং পাশাপাশি খাস জমির বিষয়টা এই সাথে সাথে একটু নজর দিয়েন।
অনলাইনে মিউটেশনের আবেদন করে সেই ইউনিয়ন ভূমি অফিস, এসিল্যান্ড অফিসে কাগজপত্র নিয়ে দৌড়াতেই হয়। পাশাপাশি উৎকোচ তো আছেই। চাহিদামত উৎকোচ না দিলে একটা না একটা সমস্যা বের করে ক্যান্সেল করে দেয়, আর উৎকোচ পেলে কাগজপত্রে ঘাপলা থাকলেও সব ঠিক। আমি নিজে ভুক্তভোগী।
আসসালামু আলাইকুম মাননীয় ভূমি মন্ত্রী মাননীয় ভূমি মন্ত্রণালয় স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার আমার কিছু কথা বলার ছিল স্যার আপনার আইনে বলেন যার কাগজ আছে তার জমি কিন্তু স্যার আমাদের কাগজ পএ ঠিক আছে কিন্তু আমরা এখনো ন্যায় বিচার পাইতাছি না আমাদের এখানকার এসি ল্যান্ড অফিসে অভিযোগ দেওয়ার পরে সে স্যার আমাদের কাগজ দেখে সব ঠিক কিন্তু আমাদের আজ পর্যন্ত নেই বিচারটা দিল না এখন আমরা কি করব আমাদের সঠিক ভূমিহীন কাগজপত্র থেকেও আমরা ন্যায় বিচার পাই না আমার মত হাজার হাজার মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু পাইতাছে না স্যার আমরা গরীব আমাদের টাকা পয়সা নাই তাই ন্যায় বিচার পাব না যদি একটু বলতেন কি করলে আমরা কোথায় গেলেন নেয় বিচার পাবো
আসসালামুয়ালাইকুম স্যার আমি সৌদি থেকে বলছি জমির দলিল নাই রেকর্ডের মধ্যে নাম অনুযায়ী বসবাস করছে আমার পরদাদা নাম 70 শতংশ জমি কিন্তু আমার দাদা দুই জন আসাম গিয়ে ছিলেন তখন জরিপ আসছে তখন অসাদু এক লোক তার নামে জমি 35 শতংশ নিয়ে গিয়েছে এখন ও দখল করে আছেন স্যার কি করা যায় স্যার?
স্যার আমি প্রভাসী মিসকেই করে এলাম গত সেপ্টেম্বরে। কয়েক সপ্তাহ পরে জানতে পাই আমার এপলিকেশন ফেলে দেওয়া হয়েছে। এসিল্যানড তিনবার লোক পাঠাতে বলে আমি আমার প্রতিনিধি পাঠাই। এখন নায়েব বলেন আবার এপলিকেশন দিতে। স্যার লন্ডন থেকে কিভাবে আবার যাই। দয়া করে ভুমি অফিস গুলুর দিকে করা নজর না দিলে কোন সমস্যাই সমাধান হবেনা। আমরা বিদেশীরা সয়সমপততি নিয়ে আপনাদের দেশে অনেক ভোগানদিতে আছি।
আমি ওয়ারিশ সূত্রে মালিক সিএস, এসএ, আর এস, খারিজ হইছে মালিকানা ঠিক আছে বি আর এস রেকর্ড হয়েছিল 2015 সালে হঠাৎ করে বাওয়াল স্ট্যাটাস চলে গেল আমি যে মামলা করে ফিরিয়ে আনব ওই টাকাটা নেই এখন কি বিটিএস ডিজিটাল রেকর্ড হইলে আমি কি এই জমিটা ফেরত পাব
আমার বাবার জমির রেকর্ড আছে এই মারুফ হতে আমাকে দানপত্র করে দিয়েছে হাসানা খারিজ কিভাবে দেবো দয়া করে জানাবেন আমার নাম মোঃ একরামুল হক থানা জেলা নীলফামারী কিভাবে খাজনা দেবো জানাবেন
ভূমি মন্ত্রণালয়ের সন্মানিত সচিব মহোদয়কে জানাই রক্তিম সালাম। BDS রেকর্ড এর ভূমি সংস্কারের কাজ হাতে নেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জানাব ছাইফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলকেও জানাই আন্তরিক অভিনন্দন। রক্তস্নাত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ। উল্লেখ্য যে, বর্তমান ভূমি আইন অনুযায়ী ভূমি মালিকের জমি নদী গর্ভে বিলিন হয়ে গেলে তা সরকারের ১ নম্বর খতিয়ান বা খাস খতিয়ানভূক্ত হয়ে যায়। প্রতি বছর নদী ভাঙ্গার কারণে বিপুল পরিমাণ ভূমির মালিকও ভূমিহীন হয়ে যায়। পরবর্তী সময়ে চর অঞ্চলের জমি জেগে ওঠার পর এক শ্রেণীর ভূমি দস্যুদের কবলে পতিত হয়। অথচ এসব জমির মালিকগণকে পথে বসতে হয়। ফলশ্রুতিতে তাদের জীবন যাপন দূর্বিসহ হয়ে ওঠে। তাই মাননীয় ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় ও সন্মানিত সচিব মহোদয়ের নিকট আমার আকুল আবেদন, চর অঞ্চলের ভূমি মালিকগণের জমি নদী ভাঙ্গার কারণে তারা যেন ঐ জমির মালিকানা না হারান সেজন্য ভূমি আইনের সাথে একটি ধারা সংযোজনের সদয় ব্যবস্থা গ্রহণ করবেন। বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।
অশেষ ধন্যবাদ! ভূমি মনতনালয় ! আপনাদের এ মহোত উদ্দোগ কে সাগত জানাই ! সাওারি ! আমেরিকা!
মাননীয় ভূমি মন্ত্রী ও মাননীয় ভূমি সচিব স্যার অসংখ্য ধন্যবাদ আল্লাহ্ তাদেরকে নেক হায়াত দান করুন
সচীব স্যার আপনাকে ও মাননীয় ভূমি মন্ত্রী সাইফুজ্জান ভাইকে অসংখ্য ধন্যবাদ ভূমি সংস্কার আইন আগামী শীতকালীন অধিবেশনে আনবেন বলে আমরা ঐ দিনটির অপেক্ষায় আছি। এই আইনটি কার্যকারী হলে আমরা সকল নিরীহ ও দুর্বল জনসাধারণ যারপরনাই নেই উপকৃত হবে আপনাদের দুজনকে শুভকামনায় যশস্বী জীবন ও দীর্ঘায়ু কামনা করি।
জনাব সচিব মহোদয়,
আসসালামু আলাইকুম। সত্যি জনকল্যাণমুখী পদক্ষেপ নেওয়া এবং জনগণের কাছে আসার জন্য। এতবড় মাপের সচিব মহোদয়কে খুব আপন মনে হলো। মাঠ পযার্য়ের সদস্যগন জনকল্যাণমুখী করার ও সততা ও নিষ্ঠাবান করার পদক্ষেপ নিলেই জনগণ সুফল পাইবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
ধন্যবাদ সর্বশ্রেষ্ঠ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী
ধন্যবাদ ভূমি সচিব মোস্তাফিজুর রহমান পিএএ
দলিল যার ভূমি তার আইনটি পাশ হলে সরকারের প্রতি মানুষের আস্থা ও ভালবাসা আরো বেশি বেড়ে যাবে।
এই দূর্নীতিগ্রস্থ ভূমি মন্ত্রণালয় বর্তমানে খুবই ভালো সংস্কার হয়েছে। এখন অনেক অনেক সেবা সহজেই মানুষ পাচ্ছে এবং হয়রানি মুক্ত সেবা পাচ্ছে আর এর অবদান ভূমি মন্ত্রী মহোদয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
-রাফি সরকার,
ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম।
সুন্দর উদ্যোগ, ভালো কাজ । সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ।
ধন্যবাদ মাননীয় ভূমি সচিবকে,যত তাড়াতাড়ি পারেন আইনটি পাস করেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ এবং লক্ষ লক্ষ প্রবাসীরা হয়রানি থেকে মুক্তি পাবে, প্রবাসীরা কি যে কষ্টে আছে, দেশে তারা জাগা জমিন নিয়ে ভূমি দস্যুদের হাতে জিম্মি, তাই দয়া করে এ অভিসাব থেকে মুক্তি দিন, ধন্যবাদ সরকারকে।
স্যার দলিল যার জমি তার এই আইন দয়া করে তাড়তাড়ি করুন আমরা অসহায়রা একটু যেন সান্তি পাই,স্যালুট স্যার
আইন প্রস্তুত হলে আদালত নজর জারি দিতে হবে মিস কেইস দিলে কয়েকবছর লেগে যায় জমি পেতে
ভাই সঠিক বলছেন
অসহায় মানুষগুলো হৃদয়ের অন্তস্থল থেকে আপনাদের জন্য দোয়া করবে যদি সত্যিই আপনাদের উদ্যোগ বাস্তবায়িত হয়।
আপনার মা-বাবাকে হাজার বছর বাঁচিয়ে রাখুক আমিন
চমৎকার এই উদ্বেগের ধন্যবাদ, দেরিতে হলেও, সুন্দর সিস্টেম চালু হলো
ওয়ারিশের দাগে দাগে জমির ভাগ বাতিল সহ, দ্রুত আইনটি সংশোধন করা হোক স্যার।
মাননীয় ভূমি মন্তী মন্ত্রণালয়ের সমস্ত কর্ম কর্তাদের প্রতি অসংখ্য ভালো বাসা। অতি তাড়াতাড়ি ভূমি সংস্কার আইন পাশ করা হোক
ধন্যবাদ মননীয় সচিব,আমরা এই রকমই এক বাংলাদেশ চেয়েছিলাম
মাননীয়, সচিব মহোদয় আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি বাক্তি গত ভাবে দোয়া করি।
আপনার আলাপ আলোচনা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ স্যার।
Please sir, continue such kind of live program so that we learn how to right way for proper use and its law to management. I would like to thanks to PM, Minister, you (secretary of land ministry) and your team.We are waiting many days for such kind of revolution for land development, sustainability, property on proper distribution of the people of Bangladesh, Finally many many thank to pioneer of Bangladesh Mr. saifuzzaman chowdhury ,MP ministry of land. I also expect, other ministry will stand on(ideal form) by the following of your ministry. --thanks & regards
স্যার আপনাকে শত কটি সালাম এই আইন পাশ হলে বিগত দিন আমরা যে অসংখ্য লোক অসহায় হয়ে এই আইনের অফেক্ষায় আছি দয়া করে এই গরিব অসহায় লোকের সহায় হবেন আমরা আশা বাদি এই আইন পাসহলে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে।আমরা সান্তি পেতাম ভবিষ্যৎ প্রোজম্ম সাক্ষী থাকবে এই সরকারের ইতিহাস ইতিহাসের পাতায় লেখা থাকবে। ধন্যবাদ স্যার আপনাকে।জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমার লাল সবুজে বাংলাদেশ।
বাংলাদেশের ৫২ বছরে মন্ত্রণালয়গুলোর মধ্যে ভূমি মন্ত্রণালয়ের এই উন্নয়ন সবচেয়ে ভালো লাগছে
স্যার "ভুমি অপরাধ প্রতিরোধ আইন " যত তাড়াতাড়ি পাশ করুন, আমরা মুক্তি পাই,আমাদের মুক্তি দিন,বিশেষ করে বাতিল করতে হবে "তামাদি আইন "বাতিল করতে হবে
মাননীয় সচিব ধন্যবাদ আপনাকে সকল তথ্য জানানোর জন্য।এখন আর এলাকার রাঘববোয়ালদের সুযোগ রইলনা।
ঠিক আছে ধন্যবাদ স্যার শুভ সকাল বাংলাদেশ চিরজীবী জয় হোক জয় বঙ্গবন্ধু শেখ মুজি ইনশাআল্লাহ
দারুণ একটা প্রোগ্রাম ছিলো।চলমান থাকুক এমন প্রোগ্রাম।ধন্যবাদ স্যার।
অনিয়ম আর দুর্নীতির কারনে আমরা সাধারণ মানুষ খুব অসহায় স্যার,এর একটা ব্যাবস্থা করেন,না হলে সাধারন মানুষের অনেক বড় ক্ষতি হবে,বৈধ কাগজ পত্র থাকা সত্ত্বেও অনেক মানুষ জমি পাচ্ছে না স্যার, যার কোন কাগজ পত্র নেই 'বৈধ দলিল নেই সেই এখন বর্তমান জমির মালিক হচ্ছে, এটা কিভাবে সম্ভব?? এর প্রতিকার চাই আমরা সবাই স্যার??😢😢😢
আসসালামু আলাইকুম স্যার ঠিক আছে ধন্যবাদ আইনকে সন্দেহ করি
আসসালামু আলাইকুম স্যার দলিল যার জমি তার এই আইনটা দ্রুত কার্যকর করা হোক টিভি চ্যানেলে দেখানো হোক
অসাধারণ! ভূমি সচিব মহোদয়কে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ও ভূমি মন্ত্রী মহোদয় কে,জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু শেখ হাসিনা।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং মাননীয় মন্ত্রী মহোদয় কে আমরা অপেক্ষায় আছি কবে গেজেট আকারে বের হবে এবং ভূমি দস্যুদের কে আপনারা জেল জরিমানা শুরু করবেন ,,আমরা সাধারণ মানুষ তাদের সাথে সক্তি তে কুলিয়ে পারবনা,,,
ভুমি মন্ত্রী মহোদয় এর কাছে বিশেষ ভাবে onurud ভূমি দস্যু দের কে কটিন সাজা এর আওতায় আনার জোর হাত অনুরুদ রইলো,,এই অনুরুদ কোটি কোটি মানুষের,,প্রশাসন ছাড়া আমরা তাদের সাথে পারবনা ,,আমি নিজেই ভুক্ত ভুগী
ক
❤আস সালামু আলাইকুম ❤মাননীয় ভূমি সচিব মহোদয় স্যারের প্রতি সুবিনয় ভাবে সুদৃষ্টি কামনা করেছি ❤ কেউ যদি কোন ভাবে ভূমি দুর্নীতি করে, যেমন গোপনে কেউ ভুয়া খারিচ করা, কেউ গোপনে ভূয়া দলিল করে ❤ তা যেন কেউ জানতে পারলে, আপনারকে তারাতারি জানাতে পারি ❤ এমন কোন একটা পদ্ধতি বের করবেন ❤
Look live and allah bless you. Thanks
জয় বাংলা জয় ভাইয়ের অনেক সুন্দর উদ্যোগ
ধন্যবাদ স্যার শুভ সকাল 🇧🇩⛩️🛻🍏🍏🍏🍏👍
শুভ সকাল বাংলাদেশ সিরিজীবী জয় হোক মোহাম্মদ উজ্জল হোসেন সাথে আছি জয় বাংলা বঙ্গবন্ধু
ধন্যবাদ মাননীয় ভূমি সচিব স্যার
অশেষ ধন্যবাদ মাননীয় ভূমি সচিব
স্যার আপনার জন্য দোয়া করি।
ধন্য৷ বাদ আপনার জীবন সুখি হউক
স্যার ধন্য বাদ আপনাকে ও ভূমি মন্ত্রলাকে ধন্যবাদ, প্রত্যক খতিয়ানে খাজনা পুরাতন রেজিস্ট্রার খাতা দেকে ইউনিয়ন সহকারী কর্মকর্তাগন দেখে খাজনা হোল্ডিং তৈরি করলে জনগন সরাসরি বিকাশে বা রকেটে জমা দিতে পারলে উপকৃত হবে
শুভেচ্ছা ও অভিনন্দন এগিয়ে যান
স্যার একটা জিনিস জানার খুব ইচ্ছে ধরেন এক মালিকের জমি দুইটা একটা হচ্ছে sa তে ৫ আরেকটা হচ্ছে saতে ৬ দাগ কিন্তু আর এস এ এসে /এসের ৫ দাগটি হয়েছে ৭ আর /এসের ৬ দাগটি হয়েছে Rs ১০ কিন্তু তৎকালীন সময়ে তার নামে সিটি জরিপ হয়নি । তার শেয়ার জরিপ ছিল আর এস। Rs দিয়ে জায়গা বিক্রি করেছিল। আমার প্রশ্ন হল ৫ দাগের জায়গাটি কিছু অংশ ৪ জনের কাছে বিক্রি করল কিন্তু, সকলে রেজিস্ট্রি করার সময় sa ৫ rs ৭ লিখে রেস্ট্রি করল তাদের সকলের নামে আলাদা আলাদা সিটি জরিপ হয়ে গেলো কিন্ত ১ জন সে sa ৫ আর rs ৭ এর স্থলে rs ১০ দেখালো আর সিটি জরিপ ১০২ দেখিয়ে ওই ভদ্রলোক কিভাবে রেজিস্ট্রি করল , মূল যে মালিক জমি বিক্রির সময় সিটি জরিপ ছিলনা সে Sa আর Rs দিয়ে জায়গা বিক্রি করেছিল। জায়গা বিক্রি অনেক পরে তার সিটি জরিপ হয়ে ছিলো ১০২, মূল মালিকের মৃত্যু পরে এ কাজটি করেছে, এখন করণিয় কি।
জানালে অনেক উপকৃত হবো......!
--------------------------------------ধন্যবাদ
সকল নায়েব দের হাত থেকে সকল কৃষকদের বাঁচান । কৃষক বিন্ধু
মোহাম্মদ উজ্জল হোসেন সিরাজগঞ্জ জেলা থেকে দেখতাছি 🛻🛻🛻🛻🛻🇧🇩⛩এডভোকেট সার্ভারে অনেক ভালোবাসি
ধন্যবাদ মাননীয় ভূমি সচিব স্যারকে
অন লাইনে হোক আর তাই হোক অতিরিক্ত টাকা ছাড়া উপায় নেই। এ থেকে মুক্তি চায় কৃষক।
রেকর্ড সংশোধন মামলা দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা করুন, প্লিজ।
মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর করে বলার জন্য, কিন্তু ভুমি অফিস দিকে বিশেষ নজর দিবেন।
Onek thanks sir arokom uddog neyar jonno. . Amader land 37 bochor age kena, kintu developer ra shudhu mati uchu kore boshe ache. Bari Tular jonno plan pass er uddog niche na. Amadero bari tulte diche na Amra khub koste bari vara die jachi. Erokom bapare govt ain pass korle amra khub upokrito hobo. Jeno Kono developer perticular time er modhe land or bari nirman kore dite baddho thake .
স্যার,আপনাক,ধন্যবাদ দলিল যায জমি তার আইনের মাধ্যমে সমস্যার সমাধান হবে এবং মিথ্যা মামলায় যারা করবে তাদের শাস্তি আওতায় আনাহোক
শুভকামনা ও ভালোবাসা রইল মান নীয় ভুমি মন্রী কে,এবং ভুমি সচিব স্যার কে
মমমমমমমমণঞঙঙ
যারা মিথ্যার আশ্রয় নিয়ে থাকে তাদের বিচারের জন্য ব্যবস্থা নিন।
ধন্যবাদ স্যার ঈদ মোবারক 🛻🛻🛻🛻জয় বাংলা বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশ ২০০৮ সালে থেকেই ভালোবাসি 🇧🇩⛩️🛻👍
অলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ এডভোকেট স্যার
আসসালামু আলাইকুম স্যার বুঝানোর জন্য অনেক ধন্যবাদ সিরাজগঞ্জ জেলা
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ
Sir আামাদের সকল গ্রামে পারিবারিক যে রাস্তা আছে এই রাস্তায় অনেকের জায়াগা নেই সরকারি রাস্তায় উঠতে গেলে অনেক সময় বাদার সমুখিন হইতে হয় ? এই পারিবারিক ছোট রাস্তার উপর সরকার কোন আইন পাস করবেন ,
স্যার আমরা সবাই হয়রনি হচ্চি রের্কট দলিল সব তাকার পরে অ আমরা আপনাদের আইনি মানুষ দারা বিব্রান্ত হচ্চি।
স্যার দলিল যার ভুমি তার এই আইন পাশ করার জন্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ চিরজীবী জয় হোক
বাস্তব হলে খুশি হব
এবং সরকার কে ধন্যবাদ দেব
অনলাইনে দলিল সার্টিফাইড কপি আবেদন করার ও প্রাপ্তির ব্যবস্থা করুন
দলিল যার জমি তার’ এই আইন পাশ চাই।
আইন পাশ হলে হবেনা। আদালত নজর দারি তারাতাড়ি করতে হবে
ছার আপনার জন্য দোয়া করি আমরাও এমন জামেলায় আজ ৪ বসর দেয়ানি মামলাতে আছি জমিটাতে বাড়ি করেছি ওই জমিটার উপর
আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার
আসসালামু আলাইকুম অ্যাডভোকেট স্যার 🇧🇩🛻সিরাজগঞ্জ জেলা
আমি ৫-৭ টি অভিযোগ দিয়েছি। কিছু কিছু অভিযোগ মনে হয় ৮-১২ মাসের বেশি সময় অতিবাহিত। একটিও সমাধান পাইনি। কয়েকটি ই-পর্চা ডাকযোগে দেওয়ার জন্য আবেদন করি একটাও পাইনি।
Dear sir
You & your total team will change
The total system insallah. Wish your success.
Hasib, pabna
স্যার শুধু ভুমি মন্ত্রনালয় না সব মন্ত্রনালয় এবং সরকারি সব ডিপার্টমেন্টে ডিজিটেলাইজ এবং দুর্নিতি মুক্ত করতে পারে তবে এই সরকার কে আর কেউ সরাতে পারবেনা
মাননীয় সচিব মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয় এবং আপনার বক্তব্য গুলো আমাদেরকে দারুনভাবে আশান্বিত করছে। নতুন ভূমিআইন পাশ হলে সেটা হবে স্বাধীনতার পর প্রথম কোন কৃষক বান্ধব পদক্ষেপ। ধন্যবাদ আপনাদের।
আশা করবো সেবা মান নিম্নগামী হবেনা।
প্রতি টি লোকাল ভুমি অফিসে চলে সাধারণ মানুষ কে হয়রানি যা আমি বা আমার মত অগনিত গ্রাহক।এবংকি ভুমি আইনের আওতায় আদালতের কার্যক্রম দির গতিতে চলে এবং কি মামলা চালাতে মানুষের জীবন নির্বিস্বাশ হয়ে যায় দ্রুত নৃস্পত্তি করার জোর দাবী জানাচ্ছি
স্যার যার বসত বাড়ির সামনে খাস জমিআছে , বিলান জায়গার সামনে খাস জায়গা আছে, সে যেন ওই খাস জমিটা ভোগ দখল করতে পারে, সেজন্য একটা আইন পাস করলে ভালো হত।যখনই বাড়ির সামনে খাস জায়গার দোকান ঘর ভেঙে দেয় কয়দিন পর কিছু প্রভাবশালীরা এসেও এগুলো সব দখল করে নাই। এজন্য আমরা সাধারন মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হই। স্যার আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং পাশাপাশি খাস জমির বিষয়টা এই সাথে সাথে একটু নজর দিয়েন।
অনলাইনে মিউটেশনের আবেদন করে সেই ইউনিয়ন ভূমি অফিস, এসিল্যান্ড অফিসে কাগজপত্র নিয়ে দৌড়াতেই হয়। পাশাপাশি উৎকোচ তো আছেই। চাহিদামত উৎকোচ না দিলে একটা না একটা সমস্যা বের করে ক্যান্সেল করে দেয়, আর উৎকোচ পেলে কাগজপত্রে ঘাপলা থাকলেও সব ঠিক। আমি নিজে ভুক্তভোগী।
আমি ও
ধন্যবাদ স্যার আপনার জিবন সূখি হউক
ধন্যবাদ অ্যাডভোকেট স্যার
প্রতি সপ্তাহে
টি নির্দিষ্ট সময়ে লাইভে আসলে
সবার অনেক উপকার হবে।
আমি সিইমমোঃচানমিয়া মোল্লা ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Surveyor md blayet Chowdhury.
Thanks FOR so much
আসসালামু আলাইকুম মাননীয় ভূমি মন্ত্রী মাননীয় ভূমি মন্ত্রণালয় স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ
স্যার আমার কিছু কথা বলার ছিল
স্যার আপনার আইনে বলেন যার কাগজ আছে তার জমি কিন্তু স্যার আমাদের কাগজ পএ ঠিক আছে কিন্তু আমরা এখনো ন্যায় বিচার পাইতাছি না আমাদের এখানকার এসি ল্যান্ড অফিসে অভিযোগ দেওয়ার পরে সে স্যার আমাদের কাগজ দেখে সব ঠিক কিন্তু আমাদের আজ পর্যন্ত নেই বিচারটা দিল না এখন আমরা কি করব আমাদের সঠিক ভূমিহীন কাগজপত্র থেকেও আমরা ন্যায় বিচার পাই না আমার মত হাজার হাজার মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু পাইতাছে না স্যার আমরা গরীব আমাদের টাকা পয়সা নাই তাই ন্যায় বিচার পাব না যদি একটু বলতেন কি করলে আমরা কোথায় গেলেন নেয় বিচার পাবো
জয় বাংলা বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক
অনেক সুন্দর কথা বলছেন স্যার আমাকে বলে পাতা সেরা
আসসালামুয়ালাইকুম স্যার আমি সৌদি থেকে বলছি জমির দলিল নাই রেকর্ডের মধ্যে নাম অনুযায়ী বসবাস করছে আমার পরদাদা নাম 70 শতংশ জমি কিন্তু আমার দাদা দুই জন আসাম গিয়ে ছিলেন তখন জরিপ আসছে তখন অসাদু এক লোক তার নামে জমি 35 শতংশ নিয়ে গিয়েছে এখন ও দখল করে আছেন স্যার কি করা যায় স্যার?
আসসালামু আলাইকুম শুভ সকাল জাতির পিতা বঙ্গবন্ধুর নামে শপথ করি রেখে যাওয়া জমি উত্তর চাই ইমারত মোল্লা পিতা হাবিল মোল্লা বাবা
বঙ্গবন্ধুর মা🇧🇩প্রধানমন্ত্রী শেখ হাসিনা ⛩️নোকমাকে অনেক ভালোবাসি ২০০৮ সালের থেকে
আপনাদের কজগূলো খুব ভালো সেলুট
জয় বাংলা বঙ্গবন্ধু বাংলাদেশ চিরিজীবী জয় হোক
স্যার আমি প্রভাসী মিসকেই করে এলাম গত সেপ্টেম্বরে। কয়েক সপ্তাহ পরে জানতে পাই আমার এপলিকেশন ফেলে দেওয়া হয়েছে। এসিল্যানড তিনবার লোক পাঠাতে বলে আমি আমার প্রতিনিধি পাঠাই। এখন নায়েব বলেন আবার এপলিকেশন দিতে। স্যার লন্ডন থেকে কিভাবে আবার যাই। দয়া করে ভুমি অফিস গুলুর দিকে করা নজর না দিলে কোন সমস্যাই সমাধান হবেনা। আমরা বিদেশীরা সয়সমপততি নিয়ে আপনাদের দেশে অনেক ভোগানদিতে আছি।
আমি একজন পরবাসী সের দলিল যার জমি তার আইন টি কবে কারয কর হবে জানাবেন
ডিজিটাল বাংলাদেশ এর সবচেয়ে বড় সফলতা এই ভুমি সেবা।
Good initiative. Many thanks
আমি ওয়ারিশ সূত্রে মালিক সিএস, এসএ, আর এস, খারিজ হইছে মালিকানা ঠিক আছে বি আর এস রেকর্ড হয়েছিল 2015 সালে হঠাৎ করে বাওয়াল স্ট্যাটাস চলে গেল আমি যে মামলা করে ফিরিয়ে আনব ওই টাকাটা নেই এখন কি বিটিএস ডিজিটাল রেকর্ড হইলে আমি কি এই জমিটা ফেরত পাব
Good Work for public
আমার বাবার জমির রেকর্ড আছে এই মারুফ হতে আমাকে দানপত্র করে দিয়েছে হাসানা খারিজ কিভাবে দেবো দয়া করে জানাবেন আমার নাম মোঃ একরামুল হক থানা জেলা নীলফামারী কিভাবে খাজনা দেবো জানাবেন
ইনশাআল্লাহ স্যার ❤❤❤❤
good initiative taken by Land Ministry.
আসসালামু আলাইকুম শুভ সকাল স্যার ভালো আছেন
আসসালামু আলাইকুম স্যার ১দলিল অামরা দুই ভাই নাম আছে এই দলিলে জমি কি বাটরা দলিল করা লাগবে কি জানাবেন স্যার আমি কাতার থেকে বলছি।
কাগজ যার জমি তার এই আইন টি যত দ্রুত পাস করবে।
আমরা আওয়ামী লীগ সরকার ও মন্ত্রী সাহেব কে হাজার হাজার সালাম জানাব।
দখল সত্যে মালিকানা দাবি আইন বাতিল চাই স্যার আমার সাধারণ মানুষ খুব কষ্টে আছি
আপনাকে ধন্যবাদ
ভূমি মন্ত্রণালয়ের সন্মানিত সচিব মহোদয়কে জানাই রক্তিম সালাম। BDS রেকর্ড এর ভূমি সংস্কারের কাজ হাতে নেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জানাব ছাইফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলকেও জানাই আন্তরিক অভিনন্দন। রক্তস্নাত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ। উল্লেখ্য যে, বর্তমান ভূমি আইন অনুযায়ী ভূমি মালিকের জমি নদী গর্ভে বিলিন হয়ে গেলে তা সরকারের ১ নম্বর খতিয়ান বা খাস খতিয়ানভূক্ত হয়ে যায়। প্রতি বছর নদী ভাঙ্গার কারণে বিপুল পরিমাণ ভূমির মালিকও ভূমিহীন হয়ে যায়। পরবর্তী সময়ে চর অঞ্চলের জমি জেগে ওঠার পর এক শ্রেণীর ভূমি দস্যুদের কবলে পতিত হয়। অথচ এসব জমির মালিকগণকে পথে বসতে হয়। ফলশ্রুতিতে তাদের জীবন যাপন দূর্বিসহ হয়ে ওঠে। তাই মাননীয় ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় ও সন্মানিত সচিব মহোদয়ের নিকট আমার আকুল আবেদন, চর অঞ্চলের ভূমি মালিকগণের জমি নদী ভাঙ্গার কারণে তারা যেন ঐ জমির মালিকানা না হারান সেজন্য ভূমি আইনের সাথে একটি ধারা সংযোজনের সদয় ব্যবস্থা গ্রহণ করবেন।
বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।
আসসালামু আলাইকুম স্যার স্যার আমরা অনেক ছোট থাকার কালে আমাদের কিছু জমি অন্য মানুষের বগ্ধ হলে খায় জমিদার উদ্ধর করব কিভাবে সেই তথ্য দেন