Neel Akasher Niche || Jayati Chakraborty || Hemanta Mukherjee || Unplugged Version

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 689

  • @anestofrythym6726
    @anestofrythym6726 3 ปีที่แล้ว +156

    ধীরতা, স্থিরতাও মানুষের চিত্ত দুলিয়ে দিতে পারে, অদ্ভুত এক প্রশান্তি বোধ হয়, এই গান, এই গায়কী শোনার পর পৃথিবীর অনেক শোনাই তুচ্ছ মনে হয়❤️

    • @subhashischowdhury8599
      @subhashischowdhury8599 3 ปีที่แล้ว +6

      কি সুন্দর শব্দচয়ন !!! 🙏🙏

    • @nitaidutta59
      @nitaidutta59 3 ปีที่แล้ว +3

      Vashaheen. Bedana

    • @bhaskarhazra2509
      @bhaskarhazra2509 3 ปีที่แล้ว +2

    • @nilufarrizwani1399
      @nilufarrizwani1399 3 ปีที่แล้ว +1

      Odbhut shundor. Mugdho hoe gelam.

    • @soumendranathghosh6447
      @soumendranathghosh6447 2 ปีที่แล้ว +1

      দিদি ঈশ্বর প্রাপ্তি হলো আপনার এই গানের মধ্যেই আমার সমস্ত আপনার সঙ্গীত ভক্তদের
      প্রনাম আপনাকে

  • @mdshuptosohanmolla5377
    @mdshuptosohanmolla5377 3 ปีที่แล้ว +14

    শ্রদ্ধা জ্ঞাপন করলাম বাংলাদেশ থেকে সুপ্ত সোহান মোল্লা। অাষাঢ়ের প্রথম দিন কি নিবেদন দিলে সত্যি সত্যি সত্যি সত্যি সত্যি সত্যি সত্যি সত্যি সত্যি সত্যি সত্যি সত্যি
    🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 হৃদয় ছুয়ে গেলো।
    শত বছর বেচে থাকো অাশির্বাদ রইল।

  • @চিলেকোঠা-শ৫স
    @চিলেকোঠা-শ৫স 3 ปีที่แล้ว +85

    পরশপাথরের কন্ঠ আপনার,স্পর্শেই সব সোনা...🙏

  • @debasishchandra904
    @debasishchandra904 3 ปีที่แล้ว +38

    প্রবাদপ্রতিম হেমন্ত মুখোপাধ্যায়ের অবিস্মরণীয় গান নতুন করে প্রাণ পেলো আপনার জাদুকন্ঠে। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

  • @dalapatipradip
    @dalapatipradip 3 ปีที่แล้ว +34

    ছোট ছোট মানুষের ছোট ছোট আশা,কে রাখে খবর তার....."
    বড়ো আশ্চর্য গায়কীয়ানা,দাবানল এ বুকে যেন শীতলতার পরশ....

  • @mdrahman2069
    @mdrahman2069 ปีที่แล้ว

    অপূর্ব। প্রান জুডি.য়ে গেল।

  • @ratnachakrabarty8830
    @ratnachakrabarty8830 ปีที่แล้ว

    Speechless hoye jai jokhon ei gaan ta suni. Eto bhalo lage .

  • @hritomroy2156
    @hritomroy2156 ปีที่แล้ว +9

    মন্ত্রমুগ্ধের মতো শোনা ছাড়া কিছু বলার নাই ! 💞

  • @prakashkumarhaldar2788
    @prakashkumarhaldar2788 3 ปีที่แล้ว +13

    আপনার গলার সুরের মাধুরীতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। অন্য আর সুর গুলো যেন কেমন লাগছিলো আর মনে হচ্ছিল কত অসহায় মানুষের বুক ভরা কান্না যেন এই গানের মধ্যে লুকিয়ে আছে।

  • @anwarchoudhury5597
    @anwarchoudhury5597 2 ปีที่แล้ว +6

    রবীন্দ্র সংগীতের প্রাণ ভুলানো এই শিল্পী *জয়তী*। মন মোহিনী শিল্পী। Hats off.

  • @pujasardar7741
    @pujasardar7741 3 ปีที่แล้ว +19

    কোনো শব্দ নেই এই গান, গায়িকার প্রতি মুগ্ধতা প্রকাশের.….উফফ জয়তী দি...অনেক অনেক ভালোবাসা ।

  • @MiraChaturbedi
    @MiraChaturbedi ปีที่แล้ว +7

    এই গান যে যুগে যুগে সুন্দর সুর, কথা নিয়ে বয়ে যাবে,,,,। যতো বার শুনি ততই যেন অনেক কিছু দেখতে পাই,,,।বার বার জলে ডুবে যায় চোখ,,,। দিদি তুমি অসাধারণ গাইলে গো,,,,।🙏❤️❤️❤️

  • @SumekaChatterjee
    @SumekaChatterjee 3 ปีที่แล้ว +46

    অজান্তেই চোখ দুটো জলে ভরে গেল...এত শান্তিপূর্ণ উপস্থাপন একমাত্র জয়তিদির পক্ষেই করা সম্ভব।সমগ্র গানসঙ্গ টিমকে আমার অন্তহীন শুভেচ্ছা।আরো এমন স্বর্গীয় অনুভূতির স্পর্শ পেতে মুখিয়ে আছি।

  • @NiranjanKRoy-ei8bn
    @NiranjanKRoy-ei8bn 11 หลายเดือนก่อน

    অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ...

  • @subratabiswas2995
    @subratabiswas2995 3 ปีที่แล้ว +23

    এখন ঠিক রাত্রি 12:04, এত মন ভাল করা এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে গেছে।শান্ত ও স্নিগ্ধ, সুরেলা গায়কি তে মুগ্ধ।

    • @ashokchakraborty3171
      @ashokchakraborty3171 ปีที่แล้ว

      হেমন্ত মুখোপাধ্যায় গান টি কে যে গভীরে নিয়ে গিয়েছিলেন,জয়তীদি ও সুন্দর পরিবেশ ন করে ছেন।

  • @kokonsenapati
    @kokonsenapati 2 ปีที่แล้ว +2

    Hemanto babur golai sei choto bela theke koto shunechi ....... Aaj ei bardhokyer surjo dobar dupoor shese e kii shonale !!! 🙏🙏🙏♥️

  • @sanchita2011
    @sanchita2011 23 ชั่วโมงที่ผ่านมา

    মনে হয়, কোথায় যেনো হারিয়ে যাই ✨🥹। অদ্ভুত এক প্রশান্তি😌। অপূর্ব।। ❤️ এ গান কোনোদিন পুরোনো হবে না।। ❤️

  • @md.najmulislamnayeem8939
    @md.najmulislamnayeem8939 3 ปีที่แล้ว +23

    জোছনার আলো ঝরছে আপনার কন্ঠে, হৃদয়ের নীলাদ্রি জ্বল বয়ে বয়ে যায় বেদনার তরী নিয়ে 💙

  • @anupbhattacharyya3800
    @anupbhattacharyya3800 ปีที่แล้ว +3

    খুব সুন্দর জয়তী দি।যতবার শুনি ততবারই আবেগ প্রবন হয়ে পরি।চোখে জল এসে যায়।

  • @shyamalbasu426
    @shyamalbasu426 ปีที่แล้ว +2

    Behalar gorbo Apni..joyoti chakroborty osadharan laglo ...Ekrash Mugdhota..khub khub bhalo.

  • @sagarpal8750
    @sagarpal8750 3 ปีที่แล้ว +3

    গানের প্রতি কতোটা সাধনালব্ধ প্রেম থাকলে এমন দরদ ভরা কণ্ঠে গান গাওয়া যায়!
    আমি ভীষণভাবে অকৃষ্ট আপনার সুরের মূর্ছনায়।

  • @sougatamondal5227
    @sougatamondal5227 2 ปีที่แล้ว +4

    সাহসী পদক্ষেপ....
    যথেষ্ট পারদর্শিতার সঙ্গে অতিক্রম করলেন জয়তী।
    আবেশ রয়ে গেল দীর্ঘক্ষণ। এভাবেই যুগযুগান্তর বেঁচে থাকুক এক অমর সৃষ্টি

  • @himadrisekharchakraborty260
    @himadrisekharchakraborty260 3 ปีที่แล้ว +13

    আমার দেখা তিন সরস্বতীর একজন। দেখলেই মন ভালো হয়ে যায়। আর গান শুনলে তো এক অদ্ভুত শান্তি আসে। প্রণাম জানাই ম্যাম💖🙏

    • @akhilpandey1197
      @akhilpandey1197 3 ปีที่แล้ว

      আপনার জাত-বোন বলেই কী ?

    • @Rai12347
      @Rai12347 2 ปีที่แล้ว +2

      @@akhilpandey1197 গানের কি কোনো জাত আছে ...? এই গানের মর্মার্থ বুঝে কথাটা বলুন । উনার কণ্ঠের জাদুতে সব গানই সোনা হয়ে যায় । আমি উনার জাত বোন নই ... তবুও বললাম । দয়া করে এমন সুন্দর একটি উপস্থানায় এরকম একটি মন্তব্য করে পরিবেশ খারাপ করবেন না ।

  • @swapanbhattacharjya4980
    @swapanbhattacharjya4980 ปีที่แล้ว +1

    বেশ সুন্দর। জয়তী দিদিভাই এর সব গান ই ভালো লাগে। বনমালী তুমি, এ গানটি বোধ হয় পঁচিশ ত্রিশ বার শুনেছি। ধন্যবাদ দিদিভাই।

  • @suryadebghosh9470
    @suryadebghosh9470 ปีที่แล้ว +1

    উফফ, অসাধারণ গান আর গানের কথা, তুমি না আসলে এই নীল এতো ঘন হোতো না আর এই গান টাও মন ছুঁয়ে যেত না। হয়তো আমার ললিপপের জন্যই গান টা এতো প্রিয় হয়ে উঠেছে

  • @dolonbanerjee8924
    @dolonbanerjee8924 3 ปีที่แล้ว +6

    আমি আপনার একজন গুণমুগ্ধ। আপনার সব গানই আমার খুব প্রিয়। আজ সেই তালিকায় নতুন একটি গান সংযোজিত হল। অপূর্ব।

  • @kakalijana6555
    @kakalijana6555 3 ปีที่แล้ว +17

    অপূর্ব লাগলো দিদি, এই পরিস্থিতিতে ভারাক্রান্ত মনটা যেন একটু স্বস্তি পেল...অনেক ভালবাসা তোমায়

  • @anitadatta1303
    @anitadatta1303 3 ปีที่แล้ว +164

    হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এ গান শুনেছি কম করে হলেও তিন শত বার , তবু শোনার আকাঙ্খা কমেনি। --- হঠাৎ চোখে পড়ে গেলো জয়তী চক্রবর্তী গেয়েছেন । শুনে মনে হচ্ছে হেমন্ত বাবুর চেয়ে জয়তী -------- ----- এ মুগ্ধতার শুরু আছে শেষ নেই । এ গান চলবেই যুগ থেকে যুগান্তরে , অন্তরে অন্তরে , থামবেনা লোকান্তরে !

    • @k45y
      @k45y 2 ปีที่แล้ว +10

      শিল্পী সত্যিই অপূর্ব গেয়েছেন। রিমেক গান সাধারণত শুনতে ভালো লাগে না। কিন্তু জয়তি চক্রবর্তীর গানটি ব্যতিক্রমী।🙏🙏

    • @barnalichakraborty1182
      @barnalichakraborty1182 2 ปีที่แล้ว +3

      Apnar sathe ekdom ekmot Ami,

    • @mampimondal8889
      @mampimondal8889 2 ปีที่แล้ว +4

      Silpi osadharon onar Rabindra Sangeet sorgiyo..ai gan ti buk vora trishnai ak Bindu jol..kintu hemanto mukharjir gan ti somosto trisna mitiye dai...jar tulona kao korte parbena

    • @somjyotisengupta1820
      @somjyotisengupta1820 2 ปีที่แล้ว

      That's true

    • @dipankardebnath7551
      @dipankardebnath7551 2 ปีที่แล้ว

      Ekdom 👍👍👍

  • @hridisrota.mandal
    @hridisrota.mandal 3 ปีที่แล้ว +8

    তোমার গানেও সব কলরব, কোলাহল থেমে যায় ....
    এভাবেই সুরে সুরে ভরিয়ে রেখ আমাদের💕💕💕

  • @SUBRATASAHA-vj5pq
    @SUBRATASAHA-vj5pq 10 หลายเดือนก่อน

    ওহ্ অপূর্ব, কিচ্ছু বলার নেই। আমার দুই চোখ জলে ভরে গেল।

  • @maitreyeeganguly6541
    @maitreyeeganguly6541 ปีที่แล้ว +1

    অসাধারণ একটি গান সবলিলকনঠে গেয়েছে জয়ীতা। শতকোটি আশির্বাদ করি

  • @jayachatterjee7483
    @jayachatterjee7483 3 ปีที่แล้ว +12

    প্রাণ টা জুড়িয়ে যায় এই গান শুনে।কি অসাধারণ কণ্ঠ আপনার।।

  • @kazihadi7910
    @kazihadi7910 2 หลายเดือนก่อน

    গানটি শুনলে কোথায় যেন হারিয়ে যাই। অসাধারন গায়কী, অসাধারন।

  • @kunaldey5684
    @kunaldey5684 ปีที่แล้ว

    Didi tomar gan joto suni... Moner iche aro bere jai... Didi valo teko R evabei amader valo valo gan sunio..

  • @umaraychaudhury6759
    @umaraychaudhury6759 8 หลายเดือนก่อน

    Khub bhalo laglo

  • @anjanabhowmick4416
    @anjanabhowmick4416 3 ปีที่แล้ว +17

    অবিশ্মরণীয় এই গান .......সুরেলা গায়কীর কন্ঠে তা আরো প্রাণবন্ত হয়ে উঠেছে।💚💙

  • @asharoychowdhury8780
    @asharoychowdhury8780 3 ปีที่แล้ว +14

    অসাধারণ গান!! অসাধারণ গাইলেন । আমার অত্যন্ত প্রিয় শিল্পী।🙏🙏🙏

  • @saumabhattacharjee4549
    @saumabhattacharjee4549 8 หลายเดือนก่อน

    Asadharan
    Amar antorik pranam railo.

  • @notungaanerkhoje6979
    @notungaanerkhoje6979 3 ปีที่แล้ว +3

    দিদি কেঁদে ফেললাম।আহা অপূর্ব। প্রণাম নিও তুমি

  • @aparnagkolkata
    @aparnagkolkata 10 หลายเดือนก่อน

    অসাধারণ ❤

  • @mrinalinibiswas6394
    @mrinalinibiswas6394 7 หลายเดือนก่อน

    মন্ত্র মুগ্ধের মত শুনছি। সত্যি তুমি অনন্যা।

  • @jamalsmelodies8591
    @jamalsmelodies8591 4 หลายเดือนก่อน

    মেহনতি মানুষের অনুভূতি, সৃষ্টি অনবদ্য। জয়ন্তী দি অসাধারণ গাইলেন।

  • @szrsabnambd
    @szrsabnambd 2 ปีที่แล้ว +4

    এত দরদ আছে গানের কথায় এবং গায়কীতে,আহা! আহা! অতুলনীয় সুন্দর ।হৃদয় শীতল করা। ❤️❤️❤️❤️☘️🌱💕

  • @supriyorahaman8755
    @supriyorahaman8755 หลายเดือนก่อน

    যতবার শুনছি কলমের জোর বাড়ছে 🎉🎉

  • @bachchusamanta90
    @bachchusamanta90 3 ปีที่แล้ว +5

    আপনার গাওয়া রবীন্দ্রসঙ্গীত অনবদ্য, আবার হেমন্ত বাবুর গান আপনার কন্ঠে অসাধারণ অনুভূতি।

  • @ratnachakrabarty8830
    @ratnachakrabarty8830 ปีที่แล้ว

    Asadharon

  • @parntushdebnath1552
    @parntushdebnath1552 11 หลายเดือนก่อน

    যত শুনি ততই শুনতে মন চায়।

  • @sajalbanerjee3423
    @sajalbanerjee3423 2 หลายเดือนก่อน

    এত সুন্দর সুরারোপ, এত গভীর, জয়তীদির ও অপূর্ব পরিবেশন।

  • @kishoreroy009
    @kishoreroy009 3 ปีที่แล้ว +1

    জয়তি দি, আমি মনে করি এটি হেমন্ত বাবুর কাছে একটি দুর্দান্ত শ্রদ্ধা। তুমি ভাগ্যবান ... 🙏

  • @a.b.m.tousifzaman4528
    @a.b.m.tousifzaman4528 18 วันที่ผ่านมา

    আবার যদি হয় দেখা, তবুও কি একই রকম উত্তেজনা থাকবে? নাকি নিয়ম কিংবা সময়ের বহমানতায় একটু একটু করেই হালকা হয়ে যাবে, এবং ক্রমে ফ্যাকাসে ...এক পলক, কিংবা ‘হঠাৎ দেখা’ গুলো ঠিক এভাবেই উত্তেজনা উদ্দীপনার ঝলক হয়ে জমে থাকুক। হয়তো বা কোনো এক পড়ন্ত বিকেলের হিমেল বাতাস, পথে প্রান্তরে, স্টেশনে বন্দরে টাটকা স্মৃতি হয়ে ভেসে উঠবে। ভালো থাকুন স্যার ! অনেকদিন পরে এক ঝলক দেখতে পেয়ে খুব ভালো লাগলো। 🙏🏻
    এই লেখার উত্তরে, আমার একজন প্রিয় স্যার এই গান টা পাঠালেন, শুনলাম.. আরও একবার ভেসে গেলাম! অপূর্ব ...

  • @mahuadasgupta8231
    @mahuadasgupta8231 12 วันที่ผ่านมา

    Ahaaa ki Apurbo gailen... Ei golar nesha theke berote parchina ❤❤❤

  • @shyamsundarbanik7842
    @shyamsundarbanik7842 หลายเดือนก่อน +1

    বার বার শুনতে ইচ্ছে করে, মন ভরে যায়।

  • @amritapaul2496
    @amritapaul2496 ปีที่แล้ว +1

    এ শুধু গান নয় , মনের গভীর ক্ষতের মলম, অভূতপূর্ব🥰😘

  • @TrishaBhattacharya-w4h
    @TrishaBhattacharya-w4h หลายเดือนก่อน

    এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। অপূর্ব।

  • @pradipraychaudhuri7252
    @pradipraychaudhuri7252 ปีที่แล้ว

    এই গান চিরকাল অমর হয়ে থাকবে, কারণ এটা সর্ব হারার গান, মানুষের গান, হৃদয়স্প্শী।

  • @sushantasarkar2248
    @sushantasarkar2248 3 ปีที่แล้ว +5

    অদ্ভুত এক প্রশান্তি,মন ভরে যায় আপনার গানে।বর্তমানের প্রিয় শিল্পী আমার।🙏🙏

  • @rinadad1137
    @rinadad1137 3 ปีที่แล้ว +9

    খুব ভালো লাগে আপনার গান শুনতে,কোথাও যেন হারিয়ে যাই

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 ปีที่แล้ว

    ছোট ছোট মানুষের ছোট ছোট আশা ও আমরা পূর্ণ করতে পারিনি ৷ স্বাধীনতার ৭৫ বৎসর পরেও আমরা সকলের মাথার উপর ছাদের ব্যবস্থা করতে পারিনি এটা আমাদের জাতী. য জীবনের লজ্জা ৷ গানটি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে ৷

  • @ramprosadhaldar1619
    @ramprosadhaldar1619 2 ปีที่แล้ว

    হঠাৎ গানটা এসে গেল। অনেক বারের শোনা। ভালো লাগার গান । জয়তী চক্রবর্তীর গলায় শুনে সে ভালো লাগা আরো বাড়ল ।

  • @nandinideb994
    @nandinideb994 8 หลายเดือนก่อน

    অসাধারণ.... কি গায়কী আবেদন 🙏🙏

  • @sanjaysaha5740
    @sanjaysaha5740 3 ปีที่แล้ว +3

    অসাধারণ সুন্দর... ভয়ংকর সুন্দর.... অপুর্ব কন্ঠ...

  • @amaleshchandrashome9134
    @amaleshchandrashome9134 3 ปีที่แล้ว +4

    I am Amalesh Shome from Dhaka,
    One of my - the favourite song from the desk of great Hemamta Mukharji ...but Jayati Chakraborty proves her devotion on this song and purely respect to Hemamta Mukharji !!
    This works of Jayati Chakraborty reflects her own greatness to the music lovers!!
    Everyone on earth should hear and feel this song, and purify themselves by touching this purity thru this song..
    God bless you Jayati !!

  • @monidn-pdf
    @monidn-pdf ปีที่แล้ว

    অনেক ভালো লাগার একটা গান।এতো দিন হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে শুনেছি আজ জয়তী চক্রবর্তীর কন্ঠে শুনছি।মনে হচ্ছে গানটা ওনাদের দুজনের জন্যই সৃষ্টি😊

  • @RiyaPandit181
    @RiyaPandit181 ปีที่แล้ว +1

    দারুন দারুন ভাষায় প্রকাশ করা র নয় অনভূতি হয়ে যায়❤️❤️❤️

  • @nurenazneen1751
    @nurenazneen1751 ปีที่แล้ว +1

    জয়তী আপা, আপনি এত মায়া ভরা কন্ঠে গেয়েছেন,চোখে পানি চলে আসলো,এ মুগ্ধতা সীমা হীন।

  • @bhimsamanta6299
    @bhimsamanta6299 ปีที่แล้ว

    Eta khub e dhir o daradi ..khub..khub..Sundar ..asadharan..thanks..

  • @sumanapaulchoudhury276
    @sumanapaulchoudhury276 ปีที่แล้ว

    Eto keno mon chhuye Jay tor gaan... Amar sona shilpi.. Ei gaan ta etto bhalo ki r keu gaite parbe...
    Etto keno bhalobasi toke.. Amar sona shilpi... Sob somoy bolte ichhe hoy... Se to Amar jayati❤
    God bless

  • @anjalimukherjee3404
    @anjalimukherjee3404 2 ปีที่แล้ว

    Visan sundar gaan shonale.mon pran bhore gelo..Apurba konthya r gayaki

  • @madhuhalder6369
    @madhuhalder6369 2 ปีที่แล้ว

    রেডিও তে ছোটো বেলায় হেমন্ত বাবুর এই গান শুনেছি বহুবার,এক অদ্ভুত প্রশান্তি আসতো সেই ছোট্ট বয়সে,তার পরে অনেকের গলায় শুনেছি কিন্তু সেই প্রশান্তি,সেই আবেশ পাইনি,but জয়তী দির গলায় আজ শুনলাম,সত্যি আপ্লুত হয়ে গেলাম,সেই প্রশান্তি,সেই আবেশ,মোহিত হয়ে গেলাম,thank u দিদি !May God bless u!

  • @asiskumarchandra5074
    @asiskumarchandra5074 ปีที่แล้ว

    আমার খুব প্রিয় গানটি জয়তী চক্রবর্তীর কণ্ঠে শুনে এতটাই মুগ্ধ হলাম যে প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি।

  • @jibondey365
    @jibondey365 ปีที่แล้ว +1

    প্রান জুড়িয়ে যায়, তাই বার বার শত বার শুনি । 😢😢🌹🌹❤❤

  • @chitradipsen8600
    @chitradipsen8600 3 ปีที่แล้ว +1

    নিস্তব্ধতার, কষ্টের, হাহাকারেরও যে এত মধুর, শান্ত স্নিগ্ধ সুর ও বাণী থাকে এবং অনুভূতিগুলোকে যে রাতের নীরবতায় একাকী বসে এইভাবেও ভাবা যায়, এই কালজয়ী গানই তার বড়ো প্রমাণ❤🌼🙏।

  • @prabirbanerjee9994
    @prabirbanerjee9994 3 ปีที่แล้ว +3

    অসাধারণ উপহার দিয়েছেন।এই গায়কী আপনার কন্ঠ স্পর্শেই সব সোনা.

  • @subhasray7598
    @subhasray7598 6 หลายเดือนก่อน

    Waw Jayoti wel played this song of Hemanta Mukherjee . Thank you.83 yrs old RTD Engineer from Bangalore /Bengal .

  • @shayantiray6971
    @shayantiray6971 ปีที่แล้ว

    Amader Jayati di r konthoswar o bhab er somonnoy priti gaan k onno aak roop madhurjje bhoriye tole...tai kaal joyee ei gaan ti aaj aakdom notun roop e amader mon chuye nilo... Didi ,you are the Queen of Xpression ..you are the Queen of my hearts

  • @joneykingshuk2114
    @joneykingshuk2114 ปีที่แล้ว

    সমতার পৃথিবী না আসা পর্যন্ত গৌরীপ্রসন্ন মজুমদারের এই কথা, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর ও গায়কী, মৃণাল সেনের নির্মাণের আবেদন অমলিন থাকবে। জয়শ্রী আপনার কণ্ঠে স্বর্ণযুগের গানও অনবদ্য ❤

  • @manash04
    @manash04 3 ปีที่แล้ว +10

    A legendary song of a legend sung again to the legendary level . Great God bless you Jayati.

    • @nitaidutta59
      @nitaidutta59 3 ปีที่แล้ว +1

      100% Right comments. Vaiti

  • @subhashprasannaghosh5639
    @subhashprasannaghosh5639 ปีที่แล้ว

    হেমন্ত মুখোপাধ্যায় এর গানটি শুনলে এখনো মনটা কেমন এক ব্যাথায় ভ'রে যায়। কি অসাধারণ সুর, অনন্য সুন্দর কন্ঠ।
    জয়তী দি আপনিও খুব খুব ভালো গেয়েছেন।

  • @debasisdas5780
    @debasisdas5780 6 หลายเดือนก่อน

    ছোট বেলা থেকে শুনে আসছি এই গান। তবুও একটা নতুনত্ব পেলাম তোমার কণ্ঠে।। 🙏♥️

  • @subhajitballav9922
    @subhajitballav9922 4 หลายเดือนก่อน

    যা ছুঁয়েছেন সবই সোনায় পরিনত করেছেন 🙏

  • @anirudhasenapati4864
    @anirudhasenapati4864 3 ปีที่แล้ว +9

    Mam ....i am from odisha ....trying to understand your songs ....and the depths of your songs are just overwhelmingly impressive. Huge Respect for you ...keep singing such marvelous creations ....

  • @aniketnayek6651
    @aniketnayek6651 ปีที่แล้ว

    এ পৃথিবীর নিস্তব্ধতা অনেক জটিল অনেক অনেক জটিল, তোমার নিরবতায় তো এক অপ্রকাশিত অভিমান লুকিয়ে থাকে, আর তার নিস্তব্ধতাতে এক অসহায় ভূখন্ড সেই নীল আকাশের নিচে বিলীন হয়ে যায়, এই শহরে তুমি আর সেই নীরবতা অনুভব করতে পারবে না প্রিয়🌼 তুমি এক ব্যক্তিত্বের নিরবতা যা তোমরা অধীনেই শ্রেয়✨

  • @keyabhattacharya6524
    @keyabhattacharya6524 3 ปีที่แล้ว

    আহাহাহা কি গেয়েছেন এই গানটা শুনে বুকের ভেতর থেকে কান্না বেরিয়ে আসছে আমার প্রিয় এই গানটা ভগবানের কাছে প্রার্থনা করি আপনার গলাটা যেন সারা জীবন এরকম থাকে

  • @kisormukherjee1203
    @kisormukherjee1203 2 ปีที่แล้ว

    Khub sundor. Jyoti valo thako.

  • @pinakiprasadsaha806
    @pinakiprasadsaha806 2 ปีที่แล้ว

    Kono kathaa hobe na. Ak kathaye AWESOME. 🙏🙏

  • @parthaaditya5225
    @parthaaditya5225 3 ปีที่แล้ว +3

    সত্যি, আপ্লুত হয়ে গেলাম। অসাধারণ উপহার দিয়েছেন। নতুন রূপে এই চিরকালের গান ফিরে পেলাম। ❤️🙏

  • @malaymondal8970
    @malaymondal8970 3 ปีที่แล้ว +7

    Soul floats to a celestial level. It's a audacity to remark on this artist.

  • @eternalechoes112
    @eternalechoes112 3 ปีที่แล้ว +4

    শ্রবনে অন্তরদ্ধারে শব্দশৃঙ্খল আঘাতের অনুভুতি ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে ❤️

  • @kitchenofkakali
    @kitchenofkakali 3 ปีที่แล้ว

    Mon ta shanto hoi galo....ei muhurte gaan ta boroi prashongik👍👍👍👌👌👌❤❤❤

  • @ranjanadey4595
    @ranjanadey4595 3 ปีที่แล้ว +2

    অপূর্ব। বড়ো স্নিগ্ধ মধুর। মন ভরে গেল👌👌 ❤

  • @runarunkumar5173
    @runarunkumar5173 3 ปีที่แล้ว +3

    শুনতে ভালো লাগলো
    সাধা গলা, সুরের দ্যোতনা সুখশ্রাব্য।

  • @pousalipaulnrityanjali5215
    @pousalipaulnrityanjali5215 ปีที่แล้ว

    Ki j jadu galatar vitor bole bojhano jabena....❤❤❤❤❤

  • @mainakbiswas283
    @mainakbiswas283 3 ปีที่แล้ว +12

    আপনার কন্ঠে স্বর্ণযুগের শিল্পীদের গান আরও শুনতে চাই।

  • @sukhendubanerjee5658
    @sukhendubanerjee5658 2 ปีที่แล้ว

    অনবদ্য কণ্ঠের অনবদ্য দুটি গানের তুলনা করিনা। তবে পুরাতন মায়াবী কণ্ঠের সে উপস্থাপনা ভোলা যাবেনা।

  • @anitadatta1303
    @anitadatta1303 2 ปีที่แล้ว

    কালজয়ী , বেদনার অনিঃশেষ রোদন পরশ জাগানো এ গান যেন শুনে যাই জয়তী চক্রবর্তীর অতুলনীয় অনুভবি কন্ঠে !

  • @chandratapadas1046
    @chandratapadas1046 3 ปีที่แล้ว

    ঠাকুরের মহান সৃষ্টি এই গায়িকা
    যতই শুনি ততই মুগ্ধতায় সমৃদ্ধ হই, উনি যে মানুষ হিসেবেও খুব মহান তা ওনার গানেই প্রকাশমান , কোনো দিন সুযোগ , সৌভাগ্য মিলে গেলে একবার আপনাকে প্রণাম করবো 🙏 আরো এরম গান করে আমাদেকন প্রাণ জুড়িয়ে দিন জয়তী দি 🙏

  • @goutammukherjee3366
    @goutammukherjee3366 ปีที่แล้ว

    হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম তিনটি গানের মধ্যে এটি আমার একটি পছন্দের গান। একবার মনে আছে মাঝে রাতে প্লেন থেকে কলকাতায় নামছিলাম, আমার বাইরের দৃশ্য দেখে মনে হল গৌরীপ্রসন্ন মজুমদার এই রকম পরিস্থিতিতে এই গানটি লিখেছিলেন।

  • @asokechand3483
    @asokechand3483 2 ปีที่แล้ว

    এ সব কাল জয়ী হেমন্তর গান বহুবার শুনেছি। আপনিও গাইছেন খুব ভালো লাগছে।

  • @prasenjitgoswami1565
    @prasenjitgoswami1565 ปีที่แล้ว

    অসাধারণ। মন জুড়িয়ে গেল।

  • @papiyabarua7535
    @papiyabarua7535 3 ปีที่แล้ว

    Ek kothay Bolayibahullo ki opurbo ahaa opurbo... Excellent excellent excellent 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

    • @amalchandratapadar4782
      @amalchandratapadar4782 3 ปีที่แล้ว

      Tomsr gañe mugtha hoye jai. Bisheshķare bhràmar ķaya giýa r Banamaligo.r janame hayo Radha