Manusher Buke Eto Dirghoshash | Mahadev Saha | মহাদেব সাহার কবিতা | আবৃত্তি | Shamsuzzoha
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস- মহাদেব সাহার কবিতা, আবৃত্তি- শামসউজজোহা।
Mohadeb Saha Kobita - spoken word rendition by Shamsuzzoha.
মহাদেব সাহার কবিতা 'মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস', শামসউজজোহার আবৃত্তি।
© Kobita Concert Series
FOLLOW MY VOICE 👇
👉 Spotify: open.spotify.c...
👉 Facebook: / kobitaconcert
👉 Instagram: / kobitaconcert
👉 Profile: / withshamsuzzoha
👉 Facebook Group: / 187264348594895
Lyrics:
কেউ জানেনা একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায়-
কোনো বিষন্ন ক্যাসেটেও এতো বেদনার সংগ্রহ নেই আর,
এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস যেন একখানি অন্তহীন প্রগাঢ় এপিক!
পাতায় পাতায় চোখের জল সেখানে লিপিবদ্ধ
আর মনোবেদনা সেই এপিকের ট্রাজিক মলাট;
মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস, এতো দীর্ঘশ্বাস, কে জানতো!
দীর্ঘশ্বাসভরা এই বুকের চেয়ে শীতপ্রধান বিপন্ন অঞ্চল আর কোথাও নেই,
এমন হলুদ, ধূসর আর তুষারাবৃত!
একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায়, কেউ জানে না
হঠাৎ একসঙ্গে অসংখ্য দুঃখ যদি কখনো কেঁদে ওঠে কিংবা যদি
প্রাচীন শিলালিপি থেকে সব শোকের গান সশব্দে বেজে যায়,
তাহলে যেমন মধ্যাহ্নের আকাশ সহসা দুঃখে ম্লান হয়ে যাবে
গোলাপ হবে কৃষ্ণবর্ণ, তারচেয়েও বিষন্নতা নেমে আসবে
মানুষের বুক থেকে এই দীর্ঘশ্বাস যদি বৃষ্টির মতো ঝরে পড়ে।
তেমন সম্ভাবনা আছে বলেই মানুষ বুকের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রাখে
তার চোখে নিয়তই জল ঝরে তবু দেখা যায় না;
মানুষের ভেতর কতো যে দীর্ঘশ্বাস, জমাট বেঁধে আছে
কতো যে ক্রন্দন, পাতা ঝরার শব্দ, মৃত্যুসংবাদ
মানুষের বুকের মধ্যে ব্যথিত ব্যাকুল ইতিহাস আর আহত সভ্যতা
মেঘের মতো ঘনীভূত হতে হতে একেকটি মর্মান্তিক দীর্ঘশ্বাস হয়ে আছে
মানুষ তাকে বয়ে বয়ে দগ্ধ বেঁচে থাকে;
একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায়, কেউ জানে না
একেকটি মানুষ নিজের মধ্যে কীভাবে নিজেই মরে যায়, হায়, কেউ জানে না!
বাংলা কবিতা আবৃত্তি | Bengali Poetry
Please click the link to subscribe to Kobita Concert: bit.ly/3nQMe4c
Follow Us:
---------------
👉 Spotify: podcasters.spo...
👉 Facebook: / kobitaconcert
👉 Instagram: / kobitaconcert
👉 Twitter: / kobitaconcert
#kobita #abritti #recitation