আমায় যদি গো মনে পরে কভু ফুল দিও সমাধীতে🥀😥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @আলো-স২৮
    @আলো-স২৮ 2 ปีที่แล้ว +71

    গভীর রাতে একা একা এসব গান শুনতে শুনতে কত রাত যে কেটে গেছে,,, সত্যি আজও তার জন্য মনটা পুড়ে, প্রাক্তন কখনো মন থেকে মুছে যায় না, মনের কোথাও থেকে যায়। তাই এসব গান শুনলে মনে একটা ভালোবাসার টান অনুভব হয়

  • @salmanshah1583
    @salmanshah1583 ปีที่แล้ว +12

    গানটা শুনার সাথে সাথে অতীতের নিস্তব্ধ সমুদ্রে উত্তাল ঢেউ শুরু হয়ে গেছে। জাগ্রত হয়ে গেছে সকল স্মৃতির পাতা গুলো। অশ্রুসিক্ত নয়নে খোঁজে ফিরি তাকে।

  • @shuvokumar7430
    @shuvokumar7430 3 ปีที่แล้ว +44

    অব্যর্থ মনোহর গান........ আবেগের সর্বোচ্চ চূড়া অতিক্রম করে ফেলেছে। হৃদয়ের গভীরে দাগ রেখে গেল......

  • @tarunkumaranik6573
    @tarunkumaranik6573 3 ปีที่แล้ว +143

    নিরবে কাঁদার জন্য এই গানটি যথেষ্ঠ।ভালো থাকুক ভালোবাসার মানুষটি।

    • @talukdarwasim9959
      @talukdarwasim9959 3 ปีที่แล้ว +3

      Right brother amio dua kori valo takuk valobasar manusta

    • @mdakashmia9403
      @mdakashmia9403 3 ปีที่แล้ว +3

      Valobasar manus gulo besi kosto dey

    • @UmmeHabiba-eu7gy
      @UmmeHabiba-eu7gy 3 ปีที่แล้ว +2

      হ্যাঁ ভাইয়া সত্যি কথা

    • @UmmeHabiba-eu7gy
      @UmmeHabiba-eu7gy 3 ปีที่แล้ว +2

      কিছু মানুষ কে কস্ট বুকে রেখে সেরে দিতে হয়

    • @shsawonshsawon6146
      @shsawonshsawon6146 3 ปีที่แล้ว +1

      ভাইরে কি বলব ভাষা হারিয়ে গেছে 😩😩😩😩😩

  • @contatloverbd7853
    @contatloverbd7853 2 ปีที่แล้ว +35

    বিশ্বাস কর, সুমি আজ ১২ টা বছর অতীত হয়ে গেছে তোমার প্রতি আমার ভালোবাসা সেই আগের মতই আছে. এখনো প্রতি রাত তোমায় ভেবে বালিশ ভেজে. তুমি ভাল থেকো আর পারলে আমায় ক্ষমা করিও.

  • @ashrafahmedridoy7116
    @ashrafahmedridoy7116 2 ปีที่แล้ว +138

    তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হতো নাহ প্রিয়! 🤗
    সৃতি রেখে গেলাম,,,, বছরের পর বছর ধরে মানুষ যখন গানটা শুনতে আসবে তখন কেউ কেউ লাইক দিলে আমি আবার নোটিফিকেশন পেয়ে তোমায় ভেবে গানটা শুনতে আসবো!🥰

  • @tanvirnawshad4584
    @tanvirnawshad4584 ปีที่แล้ว +9

    নীলা খুব ভালোবাসি তোমাকে,,,কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তুৃমি শুধু সৃতি হয়ে রয়ে গেলা আমার জীবনের অংশে,,কখনও কল্পনা ও করিনাই তোমাকে হারিয়ে ফেলবো,,এই গানটি শুনবার পর চোখ দিয়ে পানি চলে আসলো,ধন্যবাদ লেখন গায়ক সুরকার ভাইদের,,দোয়া করি ভালো থেকো সুৃমাইয়া নীলা

    • @alikram2759
      @alikram2759 ปีที่แล้ว +1

      ছলনাময়ী সুমাইয়া নীলার জন্য দোয়া আমার, আরো ভালো থাকুক।

  • @imran8634
    @imran8634 3 ปีที่แล้ว +238

    ২০৩০ সালের জন্য কমেন্ট রেখে গেলাম যারা শুনবেন একটা করে লাইক করবেন🥰🥰

    • @mdjosim5795
      @mdjosim5795 3 ปีที่แล้ว +4

      এই সময়ের মধ্যে কত মানুষ চলে জাবে 😭😭

    • @JahidHassan-ig3vc
      @JahidHassan-ig3vc 3 ปีที่แล้ว +2

      ❤️❤️❤️❤️

    • @farukrakhi1602
      @farukrakhi1602 3 ปีที่แล้ว +1

      @@JahidHassan-ig3vc KKKKoiGbIURpkmmh

    • @YSBD11
      @YSBD11 6 หลายเดือนก่อน

      6/28/2024 সসলে,,,,, 😢😢😢😢😢

  • @rabiulhasanrh1986
    @rabiulhasanrh1986 3 ปีที่แล้ว +81

    কতোটা ব্যাথা নিয়েও মুখে হাশির অভিনয় করে বেঁচে আছি আমরা 😭

  • @jerinakter232
    @jerinakter232 3 หลายเดือนก่อน +1

    Nice

  • @সৌদিপ্রবাসিরুবেল
    @সৌদিপ্রবাসিরুবেল 3 ปีที่แล้ว +55

    সত্যিকারের ভালোবাসা পাওয়া বড়ই কঠিন
    💔T💔

    • @Shadin_Hashan
      @Shadin_Hashan  3 ปีที่แล้ว +1

      ঠিক বলেছেন ভাই♥♥

    • @alahamdosekh8245
      @alahamdosekh8245 3 ปีที่แล้ว

      🥲🤣😂😅

    • @mdsumonhasan813
      @mdsumonhasan813 3 ปีที่แล้ว +1

      ❤❤❤❤❤❤ onk valo lage song ta..

    • @mdhomaunkabir3762
      @mdhomaunkabir3762 8 หลายเดือนก่อน +2

      সহমত পোষণ করলাম ভাই।

    • @সৌদিপ্রবাসিরুবেল
      @সৌদিপ্রবাসিরুবেল 8 หลายเดือนก่อน +1

      আমি কমেন্ট টা করেছিলাম ৩ বছর আগে অনেক মানুষে আমার কমেন্ট এ লাইক কমেন্ট করেছেন ধন্যবাদ সবাই কে সব ভালোবাসা পুর্নতা পাক আমি না হয় তোমাকে হারালাম

  • @mdmamun-yw2cp
    @mdmamun-yw2cp 3 ปีที่แล้ว +17

    খুব খুব... প্রিয় একটি গান।।
    প্রিয় মানুষকে না পাওয়ার কষ্ট খুব বেদনাদায়ক।

  • @alamgirahmed7449
    @alamgirahmed7449 3 ปีที่แล้ว +54

    বোরহান উদ্দিন রানা এই একটি গান গেয়েই আপনি কিংবদন্তি হয়ে থাকবেন আমাদের মাঝে।

    • @Shadin_Hashan
      @Shadin_Hashan  2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ আপনাকে ভাই 😘😘🥰

  • @bornomondal1767
    @bornomondal1767 3 ปีที่แล้ว +64

    অনে ভালোলাগছে বলার কিছু বলার নেই ২০৪০ সালে য়েয়ে শুনতে আসবে আমার কমেন্টে একটা লাইক দিও লাবিউ

  • @sharifmia6193
    @sharifmia6193 3 ปีที่แล้ว +34

    জীবন্ত গান, এ ধরনের গানের কোন মৃত্যু নেই,,,,
    হাজার বছর বেঁচে থাকবে, যত দিন ভালোবাসা থাকবে পৃথিবীতে

  • @chadhalibd1534
    @chadhalibd1534 3 ปีที่แล้ว +31

    শেষমেশ চোখের কোনে পানি চলে আসলো। দোয়া রইলো আমাদের ভালোবাসার মানুষ ভালো থাকুক

  • @md.anagurmia4236
    @md.anagurmia4236 2 ปีที่แล้ว +9

    সেই মানুষটাকে নিজের অজান্তেই হারিয়ে ফেলেছি, আর হয়তো এ জীবনে পাবো না, কিযে দেখার ইচ্ছে করে জানিনা কোথায় আছে, সে যেখানেই থাকুক হয়তো ভালো আছে।

  • @nazmulhossain9052
    @nazmulhossain9052 2 ปีที่แล้ว +34

    গভীর রাতে বারান্দায় বসে আনমনে গানটি শুনতে শুনতে প্রিয় মানুষটির কথা মনে করে মনের অজান্তেই চোখের কোনে জল আসার মধ্যেও একটা অসম্ভব তৃপ্তি অনুভব করি, হোক সে অন্যের তবুও আমি তাকে দুর থেকেই নাহয় ভালোবেসে যাবো আজীবন, আর সবসময় দোয়া করবো তোমার জন্য, তুমি ভালো থেকো প্রিয় 💔😊 কারন তুমি আমার হৃদয়ের স্পন্দনে মিশে আছো, তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে দুষ্কর। 🥰🥀

    • @alikram2759
      @alikram2759 ปีที่แล้ว +2

      দোয়া রইলো এমন ভালোবাসার...

  • @mahedihasan4647
    @mahedihasan4647 3 ปีที่แล้ว +7

    ভালোবাসা সত্যিই খুব কঠিন জিনিস
    সবার ভাগ্যে এটা থাকে না

  • @mdnisho2938
    @mdnisho2938 3 ปีที่แล้ว +44

    (খারাপ সময় তুমি) আমি সেদিনও তাকে ভালোবাসতাম আর আজও বাসি জীবনের শেষ নিস্বাস থাকা পরজন্ত বাসবো তবে এই বুকের ভিতরে যে এখনো কষ্ট হয় সেটা কোন দিন শেষ হবার নয়, যেখানেই থাকুক সে যেনো ভালো থাকে আমি না হয় তার দেওয়া কষ্ট গুলো নিয়েই বেছে থাকবো

    • @Shadin_Hashan
      @Shadin_Hashan  3 ปีที่แล้ว +2

      হুম

    • @alahamdosekh8245
      @alahamdosekh8245 3 ปีที่แล้ว

      Hmm

    • @m.dsamratkhan860
      @m.dsamratkhan860 3 ปีที่แล้ว +1

      ভাই আপনাকে কি এত বেশিই কষ্ট দিয়েছে আপনার ভালোবাসার মানুষটি

  • @SunriseLifestyle-
    @SunriseLifestyle- 9 หลายเดือนก่อน +2

    তাঁকে পাবনা জেনে ও তাকে নিজের থেকে বেশি ভালবাসি।😢😢

  • @smalamin8752
    @smalamin8752 3 ปีที่แล้ว +20

    ভালো থেকো প্রিয়,, তোমাকে পেতে অনেক কিছু হারিয়েছিলাম কখনো কোন আফসোস ছিলোনা তবে সব থেকে বড় আফসোস তোমার জন্য বুকের মাঝে এখনো একটু পরিমানেও ভালোবাসা কমেনি,, তোমার চলে যাওয়াটা আজো মেনে নিতে বড্ড কষ্ট হয়,,, মন থেকে সব সময় দোয়া করি যেখানে থাকো সব সময় ভালো থেকো,,,
    (16-4-21)

  • @Khairul12684
    @Khairul12684 2 ปีที่แล้ว +17

    কি না করলাম তার জন্য, তবুও পেলাম না তারে! 😭 তাও ভালো থাকুক ভালোবাসার মানুষটি...! ভালো থাকো প্রিয়।

  • @mdnoyonkhan7978
    @mdnoyonkhan7978 3 ปีที่แล้ว +10

    ইচ্ছে না থাকা সত্বেও যদি ভালবাসা জন্ম নেয় , তাহলে সেই ভালবাসা ভুলা খুবই কঠিন। আমৃত্যু কষ্টের সাগরে চুবিয়ে মারবে, যন্ত্রণায় ছটফট করাবে।

  • @ronym4903
    @ronym4903 9 หลายเดือนก่อน +1

    না পাওয়াও যেন এক ধরনের প্রাপ্তি, তখন বোঝা যায় ভালোবাসাটা কত গভীর ছিল!'💔

  • @forhadreza6510
    @forhadreza6510 3 ปีที่แล้ว +92

    যদি আমার ছেলে মেয়ে এই গানের কমেন্ট বক্সে আমার কমেন্ট দেখে তাহলে ওরা বুঝবে ওদের বাবা প্রেমে ব্যার্থ ছিলো

  • @samirakhan1786
    @samirakhan1786 3 ปีที่แล้ว +18

    যাকে দেখলে তোমার ঘৃনা লাগে তাকেও কেউ না,, কেউ,, ভালোবাসে। কারণ দুনিয়াটা সবার তোমার একার নয়, জীবনে একবার যে ভালোবেসে ফেলেছে সেখান থেকে ফিরে আশা আর সম্ভব না।

  • @jiojio864
    @jiojio864 2 ปีที่แล้ว +3

    আমার যদি মনে পড়ে কভু এই গানটি আমার খুব প্রিয় একটা গান

  • @mdabdullahalmamun3857
    @mdabdullahalmamun3857 3 ปีที่แล้ว +18

    মনে দাগ কেটে যায় গানটি শুনলে ২০২১ কে শুনতে এসেছেন ?

    • @m.dsamrattalukdar1665
      @m.dsamrattalukdar1665 2 ปีที่แล้ว

      2021 এবং 2022 দুই সালেই আছি আমি সম্রাট

  • @mdjahidhossanjakir4348
    @mdjahidhossanjakir4348 2 ปีที่แล้ว +6

    গানটি যতবার শুনি ততো বেশি ভালোলাগে ধন্যবাদ শিল্পীকে এরকম একটা জীবন্ত গান উপহার দেওয়ার জন্য,,,,,,,,,,💔💔💔💔

    • @Shadin_Hashan
      @Shadin_Hashan  2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ আপনাকে ভাই

  • @JinnatAra-e5q
    @JinnatAra-e5q หลายเดือนก่อน +1

    এতো কষ্ট পাওয়ার পরে ও -----? তবু ও মান ভালো বাসা চাড়তে কেউ চা-তে পারছেন 💪 ? ভালো বাসা কষ্ট , তবুও মানুষ আশায় আশায় বসতি করে যায় ধন্যবাদ অভিনন্দন রহিলেন জয় করুন 🖐️

  • @جاهدهخاتون
    @جاهدهخاتون 3 ปีที่แล้ว +66

    ভুল করে তোমায় দিয়েছি মালা কে জানিত আগে এ মালার এত জালা

  • @mdjasimuddin4576
    @mdjasimuddin4576 9 หลายเดือนก่อน +1

    সব ভালোবাসা রেখে গেলাম সৃতির জন্য।

  • @rafiqislam3365
    @rafiqislam3365 3 ปีที่แล้ว +14

    এমন গান হাজার বার শুনলেও,,,, বার বার শুনতো ইচ্ছা করে

  • @AkashSarker-it8xs
    @AkashSarker-it8xs 11 หลายเดือนก่อน +1

    আমার বউদি এই গানটি গাইতেন। কিন্তু তিনি বেচে নেই আর এই পৃথিবীতে। গানটি যত বার শুনি বউদির কথা অনেক মনে পরে 😢😭

  • @sharminaktersharminakter5977
    @sharminaktersharminakter5977 3 ปีที่แล้ว +17

    হারানোর ব্যাথা কেবল সেই বুঝে যে হারিয়েছে
    অসাধারণ ভালো লাগার মতো একটা গান

  • @romzanali1529
    @romzanali1529 2 ปีที่แล้ว +4

    এই গানটি শোনলেই মনে হয়, ভালোবাসার কোনো Past Tanse হয় না। সব প্রেমিকের অন্তরেই বেঁচে থাক এই কালজয়ী গানের জীবন্ত কথাগুলো। প্রিয়জনকে না পাওয়ার মাঝেই ভালোবাসার স্মৃতিগুলো অমর হয়ে থাকে চিরকাল।
    অসংখ্য ধন্যবাদ সবাইকে গানগুলো তৈরি করার জন্য ,অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা |

  • @dolondas2237
    @dolondas2237 3 ปีที่แล้ว +32

    সত্যিকারের ভালোবাসা বোঝার মানুষের খুব অভাব এই জগতে

    • @Shadin_Hashan
      @Shadin_Hashan  3 ปีที่แล้ว +1

      ঠিক বলেছেন দাদা

    • @joyaislam3061
      @joyaislam3061 3 ปีที่แล้ว +2

      সহমত প্রকাশ করলাম আপনার সাথে।

  • @weedthebob1042
    @weedthebob1042 2 ปีที่แล้ว +38

    দীর্ঘ ৫ বছর পর বিচ্ছেদ 💔😭
    জানিনা সে এখন কেমন আছে,তবে যেখানেই থাকো তুমি,দোয়া করি ভালো থাকো,সুখে থাকো 😔🖤🥀

    • @mdmahedi1975
      @mdmahedi1975 2 ปีที่แล้ว

      same 2years

    • @mdforhad6985
      @mdforhad6985 2 ปีที่แล้ว +1

      খুব জানতে ইচ্ছে করে অনেক কিছু। তোমার সাথে আমার পাঁচ বছর সংসার। কতো কিছু ঘটেছে কতো আনন্দ কান্না হাসি তামাশা। আমার ঘুমানোর সময় ছারা বাকি সব সময় তোমার সৃতি নিয়ে বেচে আছি। জদিও বাচার তেমন কোন ইচ্ছে আমার নাই তার পরেও আমাকে বাজতে হবে কারণ তোমার আমার ছোট্ট মেয়েটা আমার কাছে।দুধের বাচ্চা আমাকে দিয়ে তুমি চলে গেলে কতো কষ্টে আমি মেয়েকে লালন পালন করছি তার কোন খবর তুৃমি নেওনি। আমার অনেক অভিমান করার কথা কিন্তু তোমার ভালবাসায় আমি তোমার প্রতি অভিমান করতে পারিনা। তোমাকে আমি এখনো অনেক ভালোবাসি।
      সিগারেট খেতে খেতে আমি অনেক অসুস্থ হয়ে গেছি জীবনের প্রতি কোন মায়া নেই আমি মরে গেলে মেয়েটাকে দেখে রেখ।জানি না কোন দিন গান শুনতে এসে এ কমেন্ট দেখবা কি না।দেখলে অবশ্যই চিনতে পারবা আমি কে।

    • @alikram2759
      @alikram2759 ปีที่แล้ว

      ভালোবাসা অবিরাম অন্তহীন রাস্তা...

  • @sagorikabormon89
    @sagorikabormon89 2 ปีที่แล้ว +6

    মনের কথাগুলো যখন গান হয়ে যায়
    অস্রু নয়নে এমনিতেই চলে আসে 😭
    অসংখ্য ধন্যবাদ সবাইকে গানগুলো তৈরি করার জন্য 🙏🙏🙏🙏অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা ❤️❤️❤️❤️❤️

    • @mahbubalom527
      @mahbubalom527 ปีที่แล้ว

      হৃদয়ের গহীন এর সুর

  • @shahmoniruzzaman5237
    @shahmoniruzzaman5237 2 ปีที่แล้ว +1

    amer onnak valo lage tai bar bar sone , onnak onnak donnobad gitikar ke .

  • @jashimhossain8801
    @jashimhossain8801 3 ปีที่แล้ว +21

    আমায় তো মনে পরবেই কিন্তু অনেক দেরি হইয়ে যাবে সেই দিন হয়তো সমাধি খুযে পাবে না

    • @Shadin_Hashan
      @Shadin_Hashan  3 ปีที่แล้ว +1

      হুম,,, ঠিক বলেছেন ভাই

  • @RidoyKhan-nx9jg
    @RidoyKhan-nx9jg 3 ปีที่แล้ว +6

    আজ শুনছি রাত যখন ২:৩০ ভবিষৎ এও শুনে যাবো এভাবে,এই গান গুলোর আবেদন ফুরাবার নয়!♥

    • @Shadin_Hashan
      @Shadin_Hashan  3 ปีที่แล้ว

      ধন্যবাদ♥

    • @mahfuz8042
      @mahfuz8042 2 ปีที่แล้ว

      রাত ৩:৪৮ বাজে এখন শুনতেছি

  • @sktamimislam400
    @sktamimislam400 3 ปีที่แล้ว +4

    আতিত হয়ে যাব কোন একদিন এই পৃথিবীতে তখন যেন কমেন্ট টা আমার পরবর্তী প্রজন্ম দেখে বুঝতে পারে আমার ও একটা গল্প ছিল

  • @alombadsha7742
    @alombadsha7742 2 ปีที่แล้ว +1

    sudar ekti gun sune amar mon chhuye gelo

  • @mohammadsalamahmed5039
    @mohammadsalamahmed5039 3 ปีที่แล้ว +6

    কিছু প্রিয় মানুষের মুখ যত দেখই ততই দেখতে মনে চায় তেমই এই গানটা সুনতে মন চায় বার বার

  • @lipided4390
    @lipided4390 2 ปีที่แล้ว +2

    Kisu bolar nai just osadharon

  • @m.dsamratkhan860
    @m.dsamratkhan860 3 ปีที่แล้ว +27

    ভালোবাসা এমন এক অনুভোতি ভুলতে চাইলেও ভুলা যাই না,,,,,,ভালোবাসার জগত একটি কঠিন জগত প্রবেশ করা যায় বের হওয়া যায় না

  • @mdsohagahammedsohan8745
    @mdsohagahammedsohan8745 11 หลายเดือนก่อน +1

    যখন মনটা বেশি খারাপ থাকে তখন এসে গানটা কয়েকবার শুনে যাই!
    😢😢😢

  • @zakariajack6206
    @zakariajack6206 2 ปีที่แล้ว +6

    সত্যিই, এই জনমে বোঝাতে পারিনি আমার ভালোবাসা। তারপরও তো ভালোবাসি প্রিয় A2Z ❤️❤️💔
    যদিও তার ভালোবাসার মুল্যে আমি দিতে পারিনি।

  • @mominislam8597
    @mominislam8597 2 ปีที่แล้ว +1

    Ami sompakay ajo onk vlobashi...

  • @yeasinarafat3244
    @yeasinarafat3244 3 ปีที่แล้ว +20

    2050 সালের জন্য একটি কমেন্ট রেখে গেলাম।

  • @MdAman-qt1cf
    @MdAman-qt1cf 2 ปีที่แล้ว +5

    তাকে যখন ভালো বেসেছি তখন বুঝতে পারিনি, কতটা ভালো বেসেছি!যখন তাকে হারালাম, তখনও বুঝতে পারিনি কতটা ভালোবাসলে হৃদয় এতো ব্যথিত হয়

  • @mdbillalhossan2411
    @mdbillalhossan2411 2 ปีที่แล้ว +7

    ভালোবাসা কোন দিন হারায় না সুদু মানুষ টা হারিয়ে যাই,,,, ভালোবাসার মানুষ টাকে কোন দিন ভুলা সম্বব না!!!!ভালো থাকুক আমার না হওয়া ভালোবাসার মানুষ টা,,,,

  • @saifsima4326
    @saifsima4326 ปีที่แล้ว +1

    আজ 2 বছর ধরে এই গান টা শুনেই যাচ্ছি 😓হাউ মাউ কেঁদে রাত পার করছি 💔ভুল একটা মানুষের প্রেমে নিজের জীবন টা এলোমেলো করে ফেললাম এর দায় শুধুই আমার 😔আগে আমার আব্বু গান টা শুনতেন তখন গানের কথা বুঝতে পারি নাই.. এখন এই গানের প্রতিটি কথা সুর কলিজায় ব্যাথা লাগার মতো... কতটা ভালোসাবি আপনাকে আপনি হয়তো আজ বুঝতে পারবেন না.... যখন হারিয়ে যাবো তখন বুঝতে পারবেন আমি কি ছিলাম কতটা ছিলাম আপনার জীবনে 🥀

  • @mdbelalhossaien8243
    @mdbelalhossaien8243 3 ปีที่แล้ว +12

    আসাধারন, গানটা। প্রিয় মানুষটা কে আপন করে না পাওয়া যে কত কষ্ট কর ও বেদনাদায়ক গানটা তার পরিচয়।

  • @najmulhassan9967
    @najmulhassan9967 2 ปีที่แล้ว +3

    ভা‌লোবাসা হা‌রি‌য়ে যায়, স্মৃ‌তি হারায় না। প্রিয় মানুষ‌টি‌কে ম‌নে ক‌রে বির‌হের গান শু‌নে রাত কা‌টি‌য়ে দেওয়া আজ আমার বড় নেশায় প‌রিনত হ‌য়ে‌ছে।

  • @jnsikder7968
    @jnsikder7968 2 ปีที่แล้ว +3

    হৃদয় নিংড়ানো সর্বোচ্চ টুকু ভালোবাসা দেওয়ার পরে ও প্রিয় মানুষ টা যখন ভালোবাসার মূল্য দিতে না পারে 💔💔 যদি বলে তুমি মিথ্যাবাদী 💔💔 এর থেকে কষ্টের কিছু পৃথিবীতে আছে বলে আমার জানা নেই 💔💔 গানটা শুনে চোখের পানি ধরে রাখতে পারছি না আমি 😭😭

  • @jabedhaider
    @jabedhaider 2 ปีที่แล้ว +7

    হারানো যন্ত্রণা কত যে তীব্র!
    ব্যথিত জন ব্যতীত এই ব্যথার বেদনা বুঝিবে না কোন জনে....

    • @safitalukdar2932
      @safitalukdar2932 ปีที่แล้ว

      হারানোর যন্ত্রণা কত যে তীব্র!
      ব্যাথিতো জন ব্যাতিতো এই ব্যাথার বেদনা বুঝিবে না কোন জন.......

  • @saiful6760
    @saiful6760 2 ปีที่แล้ว +11

    সাত বছর অতিবাহিত হওয়ার পর যখন আমি বুঝতে পারলাম, আমি আসলে তাকে ভালবাসিনি, শুধুমাত্র সময় কাটিয়েছি। নিজের প্রতি ঘৃণা হয় তার জীবনটা নরক বানানোর জন্য। এখনো সে আমাকে মিস করে....
    সরি😪

    • @mdmahiuddingazi2155
      @mdmahiuddingazi2155 2 ปีที่แล้ว

      ক্ষমা চেয়ে নিও বন্ধু।

  • @sheikhmukul6053
    @sheikhmukul6053 3 ปีที่แล้ว +6

    দুই চোখের পাতা ভিজে গেল অনেক দিন পরে গানটা শুনে।

  • @israfilhossain7467
    @israfilhossain7467 2 ปีที่แล้ว +11

    জানো প্রিয় তোমার মায়া ভরা মুখটা আজও ভুলতে পারলাম না!
    অভিনয়ের জন্য অনেক কথাই দিয়েছো!
    হয়তো তোমার আজও একটুও মনে পরে না আমায়!
    ভালো থেকো বাবুই 🥰

  • @PartofviralArmySandip
    @PartofviralArmySandip 3 ปีที่แล้ว +10

    ভালবেসে বার বার আঘাত পেয়েছি ❤️❤️❤️ ভালবাসা শুধু দুঃখ দিয়ে থাকে 😇😇

  • @mdsaidurrahaman7719
    @mdsaidurrahaman7719 2 ปีที่แล้ว +1

    অসাধারণ

  • @জেএসটিকসমেটিকস
    @জেএসটিকসমেটিকস 3 ปีที่แล้ว +22

    কেয়ামত পর্যন্ত তার ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল আমি,তার ভালোবাসার মূল্য আমি দিতে পারিনি🙏🙏

  • @jahangiralam3328
    @jahangiralam3328 3 ปีที่แล้ว +10

    গানটা অনেক ভালো লাগে যত বার শুনি তত বার মনটা কে হালকা হয়ে যাই

  • @15-sr-pride-gouripurshahinahme
    @15-sr-pride-gouripurshahinahme 3 ปีที่แล้ว +34

    আজ এক যুগের বেশি সময় ধরে একটা মেয়েকে ভালবাসি আমি,এর মাঝে অনেক মেয়েই প্রপোজাল দিছে কিন্তু আমি এখনো আমার সেই মহারানী টা কেই ভালবাসি, শত আঘাতেও তাকে ভুলতে পারিনি,
    ভালো থাকুক সব সময় সে(বীনু)

  • @abdulrahimabdulhaq9346
    @abdulrahimabdulhaq9346 3 ปีที่แล้ว +7

    জানি না আমার জীবনে এত বড় ভুল হলো কেন।
    সারাটি জীবন ধরে এ মাসুল দিয়ে যাচ্ছি।

  • @AbuBakar-hz2tv
    @AbuBakar-hz2tv 2 ปีที่แล้ว +15

    প্রাক্তন সে তো এক মায়ার নাম যাকে সবসময় ভালোবাসা যায়😍
    হোক সে বিবাহিত বা অবিবাহিত 🙂 অসম্ভব ভালোবাসা বুকে নিয়ে দূরে থাকা ব্যক্তিটাই প্রাক্তন💔

  • @shajjadulnym27
    @shajjadulnym27 2 ปีที่แล้ว +1

    সে কি তখন আসবে ফুল দিতে মোর সমাধিতে

  • @hafsapathan1742
    @hafsapathan1742 ปีที่แล้ว +3

    বেইমান ® জানি মনে কেমন আছিস,,,দোয়া করি নতুন মানুষ নিয়ে ভালো থাক💔💔💔💔😭😭😭😭কেন? এমন টা করলি,, তকে যে ভূলতে পারিনা রে 💔💔😭😭😭

  • @MdRakib-rn6vo
    @MdRakib-rn6vo 3 ปีที่แล้ว +2

    Ani toke akono miss kori keno amon korli amar sate

  • @shimusarkar24
    @shimusarkar24 ปีที่แล้ว +2

    তোমাকে পেয়ে গেছি,,, তবুও আমি ব্যর্থ নই,, তবে ব্যর্থতা আমায় মুগ্ধ করে..... কত শত জীবন্ত লাশের চিতকার... সেটা তিন মাসের কঠিন দুরুত্বে বুঝেছি.....ভালো বাসি গো প্রিয়...

  • @JinnatAra-e5q
    @JinnatAra-e5q หลายเดือนก่อน +1

    ⭐⭐⭐⭐৷ ♥️♥️♥️♥️♥️💪💕🌹🌹💕🌹🌹 ধন্যবাদ 👍🏻

  • @harunorrashid5910
    @harunorrashid5910 3 ปีที่แล้ว +4

    অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ
    এই গান গুলোর তুলনা হয় না।
    যেন বারবার শুনি কিন্তু তার পর
    নিজেকে হারিয়ে যায় সেই আগের
    মাঝে।।।।।।,

  • @shakib8188
    @shakib8188 2 ปีที่แล้ว +2

    Valo thakuk amr sakiber valobasar manus gula

  • @mdsalimmia8190
    @mdsalimmia8190 3 ปีที่แล้ว +5

    জীবনে কোনদিন প্রেম আসেনি
    আর কোনদিন আসবে কিনা তাও জানিনা।
    তবে প্রেমের যদি এত জ্বালা হয়
    তাহলে প্রেম ছাড়াই ভাল।
    যন্ত্রণার প্রেম চাইনা।

    • @Shadin_Hashan
      @Shadin_Hashan  3 ปีที่แล้ว +1

      হুম এটাই ভালো ভাই
      Love You Bro

  • @dolondas2237
    @dolondas2237 ปีที่แล้ว +1

    আমার সমাধিতে ফুল দেবার মানুষ এত বড় পৃথিবীতে একজনও নাই আমি সবার প্রয়োজন কারও প্রিয়জন না

  • @onlinestudy3929
    @onlinestudy3929 3 ปีที่แล้ว +22

    ২০২১ এ কে কে শুনতে এসেছেন??

  • @frtimran360
    @frtimran360 2 หลายเดือนก่อน +1

    ১০.০৯.২০২৪ জীবন বীমা কর্পোরেশনের সামনে বসে আছি (রাত ৯ঃ২৮) 😢

  • @sabujmahamud2411
    @sabujmahamud2411 3 ปีที่แล้ว +3

    2100 সালের জন্য কমেন্ট করলাম। আমি জানি থাকবনা

  • @rahatmahmud381
    @rahatmahmud381 3 ปีที่แล้ว +1

    Prithibite ay rokom gaan onek kom manush e likte pare

  • @saruawarhossein1672
    @saruawarhossein1672 3 ปีที่แล้ว +20

    ২০৫০ সাল এর জন্য কমেন্ট করলাম, তখন কে কে শুনে এসব, তারা যেন কমেন্ট, জীবন সত্যি আজব?

  • @hazrotali6976
    @hazrotali6976 3 ปีที่แล้ว +2

    Koliza sire jay joto ber suni

  • @mullahmdshuhan7551
    @mullahmdshuhan7551 3 ปีที่แล้ว +8

    কোন কমেন্ট করি না শুধু শুনি

  • @mahmudliton37
    @mahmudliton37 11 หลายเดือนก่อน

    তুমি দেখবে কি করে, আমার চোখের জল ঢাবি'র বৃষ্টির জলে যে আমার চোখের জল দেখা যায় না....!!!

  • @md.raihanuddin1023
    @md.raihanuddin1023 3 ปีที่แล้ว +6

    আমার প্রথম ভালবাসা আমার স্ত্রী, বিয়ের পরেই আমাদের প্রেম হয়,চার বছর আমাদের সংসার জ্বীবন, সে আমাকে খুব ভালবাসতো আমিও অসম্ভব ভালবাসতাম এখোনো বাসি সারা জ্বীবন বাসবো । কিন্তু তাদের ফ্যামিলির চাহিদা আমি পুরন করতে না পারায় তার মায়ের কুমন্ত্রনায় সে এখন আমার থেকে অনেক অনেক দুরে চলে গেছে। কিন্তু এই চার বছরে আমাদের দুজনের মধ্যে কোনো ঝগড়া হয়নি।

    • @Shadin_Hashan
      @Shadin_Hashan  3 ปีที่แล้ว +2

      খুব মরমান্তিক এবং দুঃখ জনক একটি বিষয়,,,,,ভাই আল্লাহর উপরে ভরসা রাখুন দেকবেন ওনি এক দিন না এক দিন সব কিছু ঠিক করে দিবেন ইনশাআল্লাহ
      ♥♥♥ Love You Bro♥♥♥

    • @mdbijoy6620
      @mdbijoy6620 3 ปีที่แล้ว

      অনেক সুন্দর কথা

  • @mdnahidrana
    @mdnahidrana 10 หลายเดือนก่อน

    জীবনে প্রেম করি নি তাই ছ‍্যাকাও খাইনি তবুও এই গানটা শুনতে খুব ভালো লাগলো তাই ডাউনলোড করে রাখলাম ❤

  • @vishajitkirtonia9859
    @vishajitkirtonia9859 3 ปีที่แล้ว +3

    হে প্নিয়া,তোমায় ভেবে কাঁদবো আর এই গানটি শুনবো।দেখি চোখে কত জল আর মন কত কষ্ট পেতে পারে।

  • @apsvlog3398
    @apsvlog3398 2 ปีที่แล้ว +1

    সত্যিই অসাধারণ একটা গান।

    • @SalmaAkter-hr2rl
      @SalmaAkter-hr2rl 2 ปีที่แล้ว +1

      গান টা শুনলে যতো মন ভালো থাকুক থাকতে পারবেন না একদম মনটা খারাপ করে দেয়

  • @MdRasel-km2pi
    @MdRasel-km2pi 2 ปีที่แล้ว +4

    আজও সেই মানুষটা ভুলতে পারিনি, শত সুখ দুঃখের মাঝে মানুষটার কথা মনে পড়ে, এখনও ভালোবাসি তোমাকে 💗💗💗💗💗

    • @Shadin_Hashan
      @Shadin_Hashan  2 ปีที่แล้ว +1

      🥰😘💝💝💔😍😍💝💝🥰🥰🥀😘

    • @adiray6734
      @adiray6734 2 ปีที่แล้ว

      শুধু এখন না যতদিন বাঁচবো ততদিন ভালোবেসে যাবো😓

  • @ভালোথেকোপ্রিয়-জ৯দ

    জীবনে ও পারবো না থাকে ভূলতে
    মৃত্যুর আগেও তার কথা মনে পড়বে।
    রেখে গেলাম এই কমেন্ট টা ২০২২ সালে হয় তো কেউ ২০২৯সালে দেখবে।

  • @RDreamgirl
    @RDreamgirl 3 ปีที่แล้ว +3

    jei din ami ei gun ta sunecilam khub valo laglo...tai akhon aka thaklei suni

  • @arnob521
    @arnob521 หลายเดือนก่อน

    গান টা শুনলেই পুরোনো স্মৃতির কথা মনে পরে যায়। হাজারো কষ্ট বুকে চেপে বেচে আছি এই পৃথীবিতে, ভালো থেকো প্রিয় ভালোবাসা...💔🥀

  • @islamshafiqul6410
    @islamshafiqul6410 3 ปีที่แล้ว +30

    জানিনা এখানে " প্রিয় " আসবে কি না....!!!
    তবুও সৃতি রেখে গেলাম তোর জন্য...!!!
    প্রিয়....!!!!!!

  • @gazishiraj2205
    @gazishiraj2205 ปีที่แล้ว

    সত্যিই মনোমুগ্ধকর এই গানটি শুনলে প্রিয় মানুষের কথা খুব মনে পরে।

  • @jaberahmed606
    @jaberahmed606 3 ปีที่แล้ว +9

    কেমনে বলিব আমি -?
    অন্তর পুরে কয়লা,
    আপন মানুষ দুঃখ দিলে
    যায়কি মুখে বলা💔

  • @cricketinsan6475
    @cricketinsan6475 3 ปีที่แล้ว +2

    সুন্দর একটি গান

  • @LightIslam2024
    @LightIslam2024 2 ปีที่แล้ว +3

    ভালোবাসার মানুষটিকে ভোলা এতোটা সহজ না। সবাই যেনো তার ভালোবাসার মানুষটিকে সারাজীবনের জন্য নিজের করে পায়।

  • @snnajim2779
    @snnajim2779 ปีที่แล้ว

    ভালো লাগার মতো একটা গান কারন যে আমিও একজনকে এখনো খুব ভালোবাসি। সে আমার হলো না তাতে কি সে তো ভালো আছে 😭যখনই তার কথা মনে আসে সব কিছু পানি হয়ে যায়। যে এই কমেন্ট টা পড়তেছেন প্লিজ একটা লাইক দিবেন যেন এই গানটা আবার শুনতে পাই 🙏