সুস্মিতার গলা আর এই গানের কথা যেনো কোন গ্রহে আমায় নিয়ে যায় তা কেউ জানে না। অপূর্ব ।তোমরাই বাংলার গৌরব । তোমাদের এই উপস্থাপনাই আমাদের আরো ভালো হওয়ার অনুপ্রেরণা।
অজয় ভট্টাচার্য, নৈহাটি। আমি আপনার অন্ধ ভক্ত।সুখে দুঃখে আনন্দে মনোকষ্টে আপনার গান শুনে প্রাণ ভরাই।এই ৭৮ বয়েসে রবি ঠাকুরের গান আর আপনার সুকণ্ঠ যেন এক সার্থক মোহময় জুটি মনে হয়। ভালো থাকবেন । আমার প্রণাম নেবেন। স
তোমার আমার এই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে॥ তবু যে পরানমাঝে গোপনে বেদনা বাজে- এবার সেবার কাজে ডেকে লও সন্ধ্যাকালে॥ বিশ্ব হতে থাকি দূরে অন্তরের অন্ত:পুরে, চেতনা জড়ায়ে রহে ভাবনার স্বপ্নজালে। দুঃখ সুখ আপনারই সে বোঝা হয়েছে ভারী, যেন সে সঁপিতে পারি চরম পূজার থালে
ভাষায় বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব। এত স্নিগ্ধতা কারও কণ্ঠে একমাত্র ঈশ্বরই দান করতে পারেন। আপনার প্রতিটি গান অন্তরের গভীরে প্রবেশ করে। মন প্রাণ জুড়িয়ে দেয়। আপনাকে আমরা দীর্ঘদিন ধরে কবিগুরুর সঙ্গীতের জগতে উজ্জ্বল নক্ষত্রের মত দেখতে চাই। যারা একবার আপনার গান শুনবেন তারা আপনাকে মন্ত্রমুগ্ধের মত অনুসরণ করবেন। আরও মাইলফলক স্পর্শ করুন এই কামনা করি।
গানটা কাল ভোর ৪টে তে প্রথম শুনলাম, আজ অবধি এখনও শুনছি। আশ মেটেনি। কেন আগে শুনিনি? কণ্ঠ,গায়কী,পরিবেশন প্রতিটি নিখুঁত। অনেক ভালোবাসা, আপনার গাওয়া বাকি সব গান শুনলাম। অনবদ্য।
আপনার গান যত শুনি ততো শুনতে ইচ্ছে হয়। এতো মিষ্টি আর সুরেলা গলা এতো ভালো গায়কী, আর সব নোট perfectly লাগিয়ে গান করেন, তাই আরো এইধরণের গানের অনুরোধ রইলো আপনার কাছে।
তোমার আমার এই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে ।। তবু যে পরানমাঝে গোপনে বেদনা বাজে- এবার সেবার কাজে ডেকে লও সন্ধ্যাকালে ।। বিশ্ব হতে থাকি দূরে অন্তরের অন্তঃপুরে, চেতনা জড়ায়ে রহে ভাবনার স্বপ্নজালে । দুঃখ সুখ আপনারি সে বোঝা হয়েছে ভারী, যেন সে সঁপিতে পারি চরম পূজার থালে ।
What a sweet, melodious voice ! She has sung with all her heart ❤ 💙 💜.....naturally, perfectly..........doing full justice to the great composer Tagore.......She knows exactly where to pause, where not to pause..............where to stop, where not to stop, when to raise her voice n when to lower her voice......
এই গান টা শুধু আপনার গলাতেই আমার ভালো লাগে
সুস্মিতার গলা আর এই গানের কথা যেনো কোন গ্রহে আমায় নিয়ে যায় তা কেউ জানে না। অপূর্ব ।তোমরাই বাংলার গৌরব । তোমাদের এই উপস্থাপনাই আমাদের আরো ভালো হওয়ার অনুপ্রেরণা।
অজয় ভট্টাচার্য, নৈহাটি।
আমি আপনার অন্ধ ভক্ত।সুখে দুঃখে আনন্দে মনোকষ্টে আপনার গান শুনে প্রাণ ভরাই।এই ৭৮ বয়েসে রবি ঠাকুরের গান আর আপনার সুকণ্ঠ যেন এক সার্থক মোহময় জুটি মনে হয়। ভালো থাকবেন । আমার প্রণাম নেবেন।
স
তোমার আমার এই বিরহের অন্তরালে
কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে॥
তবু যে পরানমাঝে গোপনে বেদনা বাজে-
এবার সেবার কাজে ডেকে লও সন্ধ্যাকালে॥
বিশ্ব হতে থাকি দূরে অন্তরের অন্ত:পুরে,
চেতনা জড়ায়ে রহে ভাবনার স্বপ্নজালে।
দুঃখ সুখ আপনারই সে বোঝা হয়েছে ভারী,
যেন সে সঁপিতে পারি চরম পূজার থালে
অপূর্ব কণ্ঠে, মিষ্টি গলা, স্নিগ্ধ গায়কীর অপর নাম সুস্মিতা পাত্র l
বর্তমানে best female singer l undoubtedly.
একদম ঠিক
সুস্মিতাকে অনেক অনেক ধন্যবাদ,এত সুন্দর করে কবি গুরর প্রতি শ্রদ্ধাঞ্জলী জানানোর জন্য। আমরা অভিভূত।
খুব২সুন্দর, নিখুঁত, আনন্দ শুধু আনন্দ আনলো,খুব ভালো লাগলো, ধন্য২আপনার স্বরগীয় গলা।
আপনার কণ্ঠে এই গান গুলি যতবার শুনি মুগ্ধ হয়ে যাই। 🙏
Vghb
Bar bar sunte mon chay....ki je apurbo
ভাষায় বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব। এত স্নিগ্ধতা কারও কণ্ঠে একমাত্র ঈশ্বরই দান করতে পারেন। আপনার প্রতিটি গান অন্তরের গভীরে প্রবেশ করে। মন প্রাণ জুড়িয়ে দেয়। আপনাকে আমরা দীর্ঘদিন ধরে কবিগুরুর সঙ্গীতের জগতে উজ্জ্বল নক্ষত্রের মত দেখতে চাই। যারা একবার আপনার গান শুনবেন তারা আপনাকে মন্ত্রমুগ্ধের মত অনুসরণ করবেন। আরও মাইলফলক স্পর্শ করুন এই কামনা করি।
একটা সুর, একটা গান .. মন মেজাজ যেন শান্ত স্নিগ্ধ করে চলে গেল 💙
💚💚
0⁰⁰0⁰00
P
মন ভরে গেল এমন মিষ্টি কন্ঠে... বিরহ ও মিলনের এক চমৎকার সেতুবন্ধন এ গানে।
গানটি শেষ হয়েও হলনা শেষ। একটা গভীর আবেশ, আলোড়িত করা আবেগ : রইল জুড়ে অন্তরের অন্তঃপুর খানি।
আমার পছন্দের অন্যতম রবীন্দ্রসঙ্গীত শিল্পী,, একরাশ মুগ্ধতায় মন ভরিয়ে দিলে তুমি, অপূর্ব গায়কী......শান্ত সমাহিত উপস্থাপনা, ....অনবদ্য, suvechha.... ভালোবাসা রইলো।
গানটা কাল ভোর ৪টে তে প্রথম শুনলাম, আজ অবধি এখনও শুনছি। আশ মেটেনি। কেন আগে শুনিনি? কণ্ঠ,গায়কী,পরিবেশন প্রতিটি নিখুঁত। অনেক ভালোবাসা, আপনার গাওয়া বাকি সব গান শুনলাম। অনবদ্য।
Sushmita is a perfect Rabindra sangeet singer. This particular song is one of her best performance.
May God bless you.
আপনার সঙ্গে আমি একমত. উনি perfectly রবীন্দ্র সঙ্গীত গান । সব নোট একদম ঠিক.
অসাধারণ!
এই গানটি শুনে সত্যিই অভিভূত হয়ে গেলাম এবং আমি কখন যে অশ্রু সিক্ত হলাম, সেটা বুঝতে পারলাম না!!!!!
খালি গলায় অসাধারণ গেয়েছেন।খুব সুন্দর হয়েছে।বারে বারে শুনতে ইচ্ছে করছে।
সুস্মিতার গলায় বীনাপিনি বিরাজ করছেন,,,,,,
স্মরণে সত্য সুন্দরের অনুভূতি, মধুর সঙ্গীত মধুর কণ্ঠে, অনেক ধন্যবাদ আপনাকে
অপূর্ব, মন ভরে গেছে, তুমি আরো বড় হও, এই আশীর্বাদ করি।
সুরও কথার সাথে কন্ঠে র অপূর্ব
মূর্ছনা অন্য কোনো জগতে নিয়ে
যায়। শিল্পী র অসাধারণ কন্ঠ
মাধুর্য ও অনবদ্য গায়কী প্রশংসা
না করে পারা যায় না।
এই গানটি শুনলে বারবার মনটা একেবারে শান্ত হয়ে যায়, বাইরের সমস্ত কিছু থেকে দূরে যেন একটা আলাদা জগতে চলে যাই.........❤❤❤
Very good.
এই গানটির বানী হৃদয়ের অন্তরে গভীর ভাবে উপলব্ধির জন্য সুস্মিতার এই গান বড় সহায়ক।
সিমিত যন্ত্রানুসঙগে গানের এক অপূর্ব প্রকাশ, মনকে এক অন্য জগতে নিয়ে গেল
এ যেন মা সরস্বতীর প্রতিমূর্তি র কন্ঠে প্রাণের মূর্ছনা । মনকে আকুল করা এক প্রার্থনা সঙ্গীত। গানের পরিসমাপ্তির পরেও রেশ থেকে যায়।
শিল্পী কে আমার নমস্কার জানাই অপূর্ব সুন্দর লাগলো 🙏♥️❤️
তোমার আমার এই বিরহের অন্তরালে
কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে ॥
তবু যে পরানমাঝে গোপনে বেদনা বাজে--
এবার সেবার কাজে ডেকে লও সন্ধ্যাকালে ॥
বিশ্ব হতে থাকি দূরে অন্তরের অন্তঃপুরে,
চেতনা জড়ায়ে রহে ভাবনার স্বপ্নজালে।
দুঃখ সুখ আপনারই সে বোঝা হয়েছে ভা
যেন সে সঁপিতে পারি চরম পূজার থালে ॥
গুণী আর গুণমুগ্ধ শ্রোতার মাঝের সেতুবন্ধন এই গান ।❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
আমার প্রিয় শিল্পী আপনি
কি যে মায়া আপনার কন্ঠে!!
মধুর আকর্ষণীয় বিরহের সঙ্গীত মধুর কণ্ঠে, শিল্পীকে অনেক ধন্যবাদ!
বড় মধুর এই বিরহ কন্ঠ হতে যেন মধু ঝরে পড়ে অন্তরের অন্তরালে।।
আপনার গান শুনে আনন্দে সময় কাটানোর সুযোগ পাই।
আপনার গান যত শুনি ততো শুনতে ইচ্ছে হয়। এতো মিষ্টি আর সুরেলা গলা এতো ভালো গায়কী, আর সব নোট perfectly লাগিয়ে গান করেন, তাই আরো এইধরণের গানের অনুরোধ রইলো আপনার কাছে।
এই গানটির মাধুরী খুঁয়ে পাই আপনার এই স্নিগ্ধ কণ্ঠের মধ্য দিয়ে।
Aapner gayaki khub sundar,osadharan
অসাধারণ নিবেদন। যেমন মেজাজ তেমনই মানানসই কন্ঠ।
অসাধারণ! মন ছুুঁয়ে গেলো আপনার কণ্ঠে এই পূজা পর্বের গানটি শুনে। বিনম্র শ্রদ্ধা রইলো!🙏🙏
তোমার গলায় এই গানটি যতবার শুনি, অর্থটি যেন মূর্ত হয়ে ওঠে: আমার নয়ন সমুখে। ভালো থেকো সবসময় তুমি, মা আমার।
এককথায় অসাধারণ। খুব ভাল লাগল।
তোমার আমার এই বিরহের অন্তরালে
কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে ।।
তবু যে পরানমাঝে গোপনে বেদনা বাজে-
এবার সেবার কাজে ডেকে লও সন্ধ্যাকালে ।।
বিশ্ব হতে থাকি দূরে অন্তরের অন্তঃপুরে,
চেতনা জড়ায়ে রহে ভাবনার স্বপ্নজালে ।
দুঃখ সুখ আপনারি সে বোঝা হয়েছে ভারী,
যেন সে সঁপিতে পারি চরম পূজার থালে ।
হৃদয় ছুঁয়ে গেল।
খুব ভালো লাগল আপনার গান শুনে
মনের ভিতরের বেদনাগুলো আরও জেগে ওঠে গানটি শুনতে শুনতে.........
কি অপূর্ব গাইলে ।মন ছুঁয়ে গেল ।মিষ্টি গলা।
অসাধারণ.....
আপনার সবগুলো ই আমার পছন্দের..
হৃদয় মন্থন করা গান
অপূর্ব, মুগ্ধতা একরাশ। 🙏
Excellent rendition by Sushmita Patra
Mind Blowing
Commendable
Very best Wishes.
প্রতিদিন প্রাতঃভ্রমণে আমি একবার হলেও শুনি এই গানটা। শুনে মন ভরে যায়।
Didi asadharon..tomar kantho
অসাধারণ গেয়েছ তুমি, কি যে ভাললেগেছে।
Sushmita Patra is following the path of her great predecessors in the field of Rabindra Sangeet - so heart touching and melodious is her voice .
😅2k⁹9❤
So sweet voice. God bless you.
ঈশ্বস আপনাকে কি অপূর্ব কণ্ঠ দিয়েছে l আপনার গান শুনে মনটা শান্ত ও স্নিগ্ধ হয়ে যায় l perfect singing style l
মন ভরে গেলো।কিছু অনুভব ব্যক্ত করা যায় না।শুধু শুনে যেতে মন চায়।
Kabigurur gaan ke emon marmasparshi kara khub Kam shilpi perechhen. Tumi sei kajta nipun bhabey korechho. Anek shubhokamana janai.
অসাধারণ সুরেলা ও মিষ্টি কন্ঠ।
So melodious is the song ... great .
Khub valo. Egiye cholo Safal hayo ei prarthona kori.
Reputation is surer test then attraction, sweet heart is singing sweet song with sweet tone congratulations !
অনেক প্রিয় গানের মধ্যে এটি একটি ❤
দিনে কতবার যে এই গান টা শুনি হিসাব করতে বসলে একটা অংক খাতা শেষ হয়ে যাবে
Apurbo poribeshon !!!
Kiii sundar gayaki.👌👌💖💖
Asadharan , apurbo feel .....
বারবার শুনে ও মেটে না আশ❤️
What a sweet, melodious voice ! She has sung with all her heart ❤ 💙 💜.....naturally, perfectly..........doing full justice to the great composer Tagore.......She knows exactly where to pause, where not to pause..............where to stop, where not to stop, when to raise her voice n when to lower her voice......
Beautiful.very sweet
Love is bridge to reach goal, sweetheart is singing sweet song, congratulations...
অপূর্ব সুন্দর লাগলো
খুব সুন্দর 👌👌👌
অসাধারণ কন্ঠ মুগ্ধ হয়ে গেলাম ❤❤
বোঝা যায়, আপনি'কঠিনেরে' সহজ করে নিতে জানেন। খুব ভালো লেগেছে।
Bhison bhalo lglo
Khub khub khub sunder
superb sentiment, innermost core is touched
বার বার শুনতে ইচ্ছে করে।
অপূর্ব.....
Indeed 💙
Asadharan...Mon bhore gelo
অনেকটা আন্তরিক ভালোবাসা জেনো, খুব ভালো থেকো ।
Excellent mam...
Too mesmerizing. I have to admit that I have become your fan
Khub sundor
অতি সুন্দৰ অন্তৰ ছুইয়ে যাওয়া ৰবীন্দ্ৰ সঙ্গীত। ধন্যবাদ
হৃদয় ছুঁয়ে হৃদয়ে পশিল 💓💓💓
You are ginious, no comments is sufficient for you. May God bless you.
অসাধারণ
বড় মায়া বড় আকুলতা এই গানে
How can someone unlike such a melody!!
Onobaddo.....sumadhur kanthe rabindrasangeet....bishon bhalo laglo.
আমার প্রিয় গান গাইলেন আমার প্রিয় গায়িকা ।
Wowwww
.what a rendition... wonderful.....touches soul... amazing stuffed
Asadharon 👍👍
Ki apurbo gayoki.....best wishes
Nice Voice, Nice Presentation
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Khub sundor hoeche
Uff. Ki Sundar gola. Vore sunte gie Mon ta vore galo..
Very emotion s0ng❤
Asadharon.
A hauntingly beautiful voice. A voice for the soul
Asadharon mon chue gelo ......💐💐💐
Apurbo apurbo!