আমেরিকান জীবন স্বপ্নের নয়, কারো কাছে দুঃস্বপ্নের॥ কী কারনে জানেন?॥ Cape May Beach, NJ, USA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 มิ.ย. 2024
  • আমেরিকান জীবন সবার স্বপ্নের নয়, কারো কাছে দুঃস্বপ্নের॥ Cape May Beach, New Jersey, USA
    অনেকে ভাবে যে আমেরিকার লাইফ তো শুধু টাকা আর টাকা। টাকার ছড়াছড়ি। কত আনন্দ। যারা এখানে থাকেন তাদের কোন কষ্ট নাই , তেমন দুঃখ ও নাই । চারিদিকে শুধু সুখ আর সুখ। হ্যা কিছুটা স্বাচ্ছন্দ্য তো আছেই কিন্তু আমার ভাই ও বোনেরা আমাদের এখানে কাজ আর কাজ ছাড়া কোন কথা নাই।অনেকটা মেশিনের মত জীবন। সবাই বেশির ভাগ মানুষই ৬ থেকে ৭ দিন কাজ করে।১ দিন ছুটি পায়।সেই দিনের জন্য আমরা সবাই অপেক্ষা করি ।শনি ও রবিবার ২ দিন ছুটি কাটানো বা বাইরে ঘুরতে যাওয়া অনেক কম লোকের পক্ষেই সম্ভব। যারা পারেন তারা ভাগ্যবান।পৃথিবীর নাম্বার দেশ হওয়ার কারনে এদেশে অবকাঠামো এমন ভাবে তৈরী আপনি কাজ না করে পারবেন না।কলুর বলদের মত খাটনি।বাসার বিল,গাড়ির বিল নিজেদের পরিবার এবং সংসার জীবনের নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়াও অন্যান্য কিছু এক্সট্রা খরচ আমরা সবাই করি। দেশে যেমন পেঁয়াজ আলু আর কাঁচা মরিচের দাম কত সেটা নিয়ে সবাই টেনশনে পরে যায় এখানে লেটেস্ট ফোন , কম্পিউটার, গাড়ি, বাড়ি, জামা কাপড় অন্যদের দেখাদেখি আপনি না কিনে পারবেন না অনেকটা কম্পিটিশনের মত।মানুষ কিনতে না পারলে টেনশনে পরে যায়।আর এইসব দামী জিনিসগুলোর পেমেন্ট দিতে গিয়ে কাজ করতে করতে জীবন শেষ।আবার অনেকে দেশে পরিবার বা আত্নীয় স্বজনদের টাকা পাঠান সেটা তো আছেই। আর এই কাজ করতে গিয়ে স্বামী স্ত্রী এবং পরিবারের সন্তানদের দেওয়ার মত পর্যাপ্ত সময় হাতে থাকে না কারোই। তাই দেশের মত এইখানে পারিবারিক বন্ধনটা অতটা মজবুত করা কঠিন হয়ে দাঁড়ায় ।বাবা মাকেও সন্তানরা সময় দিতে পারে না।সবাই চরকীর মত ঘুরছে একই চকরে।দেশেও মানুষ কাজ করে কিন্তু এখানে বহু গুন বেশি কাজ করতে হয়।অন্যকে দেওয়ার মত সময় সবারই খুবই কম থাকে। জীবনের সময় গুলো এভাবেই চলে যায় অতি দ্রুত। তাই বুঝলাম জীবনে সব কিছু পাওয়া যায় না ।একটা পেলে আরেকটা হারাতে হয়। এটাই মনে হয় পৃথিবীর নিয়ম ।মাঝে মাঝে মনে হয় সোনার হরিনের পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা সবাই ক্লান্ত ।দেশের মত একটি গাছের ছায়া দরকার যেখানে বসলে মনটা শীতল হয়ে যাবে সেখানে আর কিছু থাকুন বা না থাকুক মানুষের কথা বলার সময় আছে, বেঁচে আছি কি মরে গেছি খোঁজ খবর নেওয়ার সময় আছে ।সেই সময়টা এখানে কারো নেই ।
    #আমেরিকা #arifurrahman #নিউইয়র্ক #bangladeshi_vlogger #american_visa

ความคิดเห็น • 90

  • @biplob.mazumder
    @biplob.mazumder 29 วันที่ผ่านมา +21

    ভাই, বাস্তবতা তুলে ধরার জন্য ধন্যবাদ। আসলে, যদি মনে করেন মানুষ আমেরিকা বা বিদেশে যেতে চায়, শুধুই টাকার জন্য, তা সবক্ষেত্রে সঠিক নয়। এদেশের মানুষ যেতে চায় সামাজিক নিরাপত্তার জন্য। যদি দেশের সাথে যোগাযোগ থাকে তবে এদেশের সামাজিক রাজনৈতিক অবস্থা জানতে পারবেন। সচেতন মানুষ এদেশের কোন ভবিষ্যত খুঁজে পায় না। তাই ভবিষ্যত প্রজম্মের জন্য দেশ ছেড়ে পালিয়ে বাঁচতে চায়।

    • @drbhaskarbasu5312
      @drbhaskarbasu5312 22 วันที่ผ่านมา

      Duty dalbhat er jonyo bideshe Thakar dorkar hoyna. PTaka r taka .Tobe sobai takar mukh dekhte payna.

  • @MrBlue-mu1xr
    @MrBlue-mu1xr 28 วันที่ผ่านมา +11

    এই একটা মাত্র কারণে আমরা আপনাকে খুব ভালোবাসি ভাই।কারণ টা হচ্ছে আমেরিকার বাড়ি ঘর রাস্তা ঘাট ইত্যাদি ভিডিওর ভিতর আপনার মুল্যবান সুন্দর কথপোকথন। 🎉মানে ভিডিও চলে ওখানকার সুন্দর পরিবেশের। আর কথা চলে ব্যাগরাউন্ডে এটাই বেস্ট লাগে আমাদের কাছে 🎉

  • @mohammadyounus7067
    @mohammadyounus7067 13 วันที่ผ่านมา +2

    ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ভিডিও উপহার দেয়ার জন্য।

  • @mdabu63
    @mdabu63 22 ชั่วโมงที่ผ่านมา

    জনাব আরিফুর রহমান সাহেব, আসসালামু আলাইকুম।একটি ছোট্ট ভিডিওতে আপনি সবকিছু তুলে ধরলেন। চমৎকার বিশ্লেষণ । আপনাকে অশেষ ধন্যবাদ ।

  • @Sugondha5356
    @Sugondha5356 29 วันที่ผ่านมา +6

    যারা যানেনা তাদের কাছে একটা সপ্নো আর যারা অখানে আছে বা সমস্যাই ভুগছেন তাদের কাছে দুসপ্নো,,, অনেক শুভেচ্ছা রইলো ভাইয়া এত অভিজ্ঞতা মুল্যক একটা ভিডিও দেয়ার জন্য

  • @fatemanur4585
    @fatemanur4585 29 วันที่ผ่านมา +5

    এ যেন আমেরিকায় বসবাসকারি প্রতিটি বাংলাদেশীর জীবনের প্রতিচ্ছবি,সেটা হউক লেখা পড়া করতে যাওয়া ছাত্র অথবা কর্মজিবী,ধন্যবাদ ছোট ভাই, সুন্দর করে বাস্তবতা তুলে ধরার জন্য।

    • @DrMdArifurRahmanUSA
      @DrMdArifurRahmanUSA  29 วันที่ผ่านมา +1

      Thanks

    • @user-vv5js9xk1h
      @user-vv5js9xk1h 23 วันที่ผ่านมา

      কি এমন উৎসাহ জনক কথা বললেন যে বাহবা পেতে পারেন ? পরিশ্রম ছাড়া কোন গতি নাই । যেখান যত বেশি সম্ভাবনা সেখানেই কর্মঠ লোকেরা আকৃষ্ট হবে ।।।।।

    • @fatemanur4585
      @fatemanur4585 10 วันที่ผ่านมา

      এখানে,র্কমঠদের কথাই বলা হচ্ছে।

  • @lailyjahan338
    @lailyjahan338 11 วันที่ผ่านมา +3

    কথাগুলো ১০০% সঠিক । আর সোনার হরিন কয়জন পায় ? যারা পায় তারা হারায় এর থেকে অনেক মুল্যবান কিছু । তাই আমি এই ব্যাপারে একমত যে এই দেশ সবার জন্য না । যারা কঠোর পরিশ্রম করতে পারে ও ধর্মীয় আদর্শ মত থাকবে & দেশের প্রতি কর্তব্যে অটল থাকতে পারে তাদের জন্য এদেশ উপযুক্ত

    • @NasrinNahar-ed7ku
      @NasrinNahar-ed7ku 6 วันที่ผ่านมา

      Valo education er jonno America jete hoy

  • @jahangirmahmud2371
    @jahangirmahmud2371 23 วันที่ผ่านมา +2

    'এক দিকে গোছালেন অন্যদিকে হারালেন ' nice realization

  • @sujatahalder5713
    @sujatahalder5713 10 วันที่ผ่านมา +3

    জীবন কখনোই স্বপ্নের মতো হয়না ৷ চাঁদের আলোতে সবাই মুগ্ধ হলেও চাদেঁর পিছনের অন্ধকার গর্ত নিয়ে ভাবে ক'জন?

  • @khooshboongoss595
    @khooshboongoss595 29 วันที่ผ่านมา +6

    আপনার এই ভিডিওটা প্রত্যেক বাঙালীর দেখা উচিত। থাঙ্কস, এতো ডিটেইল এ এতো ভালো এক্সপ্লেন করার জন্য। 👍👌

    • @DrMdArifurRahmanUSA
      @DrMdArifurRahmanUSA  29 วันที่ผ่านมา

      Thanks

    • @user-vv5js9xk1h
      @user-vv5js9xk1h 23 วันที่ผ่านมา

      এইটা একটা নিরুৎসাহিত করার মত ভিডিও।।

    • @rabeyabegum9894
      @rabeyabegum9894 15 วันที่ผ่านมา

      See in
      Look NJ😅​@@DrMdArifurRahmanUSA

  • @shyamdebnath8327
    @shyamdebnath8327 15 วันที่ผ่านมา +3

    Very nice video with valuable information and advise. Thanks Sir.

    • @DrMdArifurRahmanUSA
      @DrMdArifurRahmanUSA  13 วันที่ผ่านมา

      Thanks share my video with ur friends & family ❤️

  • @MdSelim-lv7wq
    @MdSelim-lv7wq 28 วันที่ผ่านมา +3

    মাশাল্লাহ অনেক সুন্দর ভিডিও

  • @NasrinJahanKeya
    @NasrinJahanKeya 15 วันที่ผ่านมา +2

    আপনার প্রতিটা ভিডিও ভালোলাগে কারণ আপনে তথ্য নির্ভর ভিডিও দেন।❤❤❤

    • @DrMdArifurRahmanUSA
      @DrMdArifurRahmanUSA  13 วันที่ผ่านมา +1

      Thanks share my video with ur friends & family ❤️

  • @jamesbond-nx2ns
    @jamesbond-nx2ns 29 วันที่ผ่านมา +3

    শতভাগ সত্যি কথা বলেছেন। অডজব করা বাঙালি জীবন পশ্চিমে এরকমই। শুধু ডেস্কজব করা বাঙালিরাই আরামে থাকে কিন্তু বিদেশি ডিগ্রি ছাড়া বিদেশে ডেস্কজব পাওয়া যায়না। এদের সংখ্যা অত্যন্ত কম।

    • @DrMdArifurRahmanUSA
      @DrMdArifurRahmanUSA  29 วันที่ผ่านมา

      এজন্য আমি সবসময় বলি একটা Foreign Degree নিতে…

    • @Can_Yaman.
      @Can_Yaman. 29 วันที่ผ่านมา +1

      মিয়া বিদেশে গিয়ে ডিগ্রি নেওয়া উত্তম।ইন্ডিয়ানরা অনেক মেধাবী,তারা বিদেশে গিয়ে ভালোভাবে পড়ালেখা করে ভালো ভালো চাকরি করে।আর বাংলাদেশীরা কামলা খাটে।

  • @sabbirahmad4096
    @sabbirahmad4096 21 วันที่ผ่านมา +3

    ভাই,উন্নত জীবনের আশায়,এই 🇧🇩দেশ, মাটি,আপনজন ছাড়ার চিন্তা করতেই আমার পায়ের নিচে আর মাটি থাকেনা। তাই ভেবেছি দেশেই কিছু একটা করবো, অত ভালো না থাকতে পারলেও, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবো। ওখানে গিয়ে যে পরিশ্রম করতে হয়,এতটুকু পরিশ্রম দেশেই করবো। ধন্যবাদ ভাই।

    • @lailyjahan338
      @lailyjahan338 11 วันที่ผ่านมา +1

      এদেশের সমপরিমান পরিশ্রম দেশে করলে সত্যিই এদেশের তুলনায় অনেক ধনী হওয়া যায় । যার প্রমান আমার এক ভাই । বিশ্বাস না হলে করেই দেখুন ।

  • @shoebahmed3512
    @shoebahmed3512 22 วันที่ผ่านมา +2

    ভাল কথা,, বলেছেন,,

  • @yusufharun7071
    @yusufharun7071 29 วันที่ผ่านมา +6

    Whatever the scenario, the first world is always the first world; everything is systematic! The third world is third world!

  • @AbdulKarim-hg4yg
    @AbdulKarim-hg4yg 6 วันที่ผ่านมา

    Excellant information about probashi, you are 100% rights, NEW York city, thanks ❤❤❤❤🎉

  • @Shahidlifestyle2019
    @Shahidlifestyle2019 29 วันที่ผ่านมา +2

    আসসালামু আলাইকুম ভাইয়া অনেক সুন্দর ভিডিও আপনার ভিডিও গুলো দেখতে অনেক ভালো লাগে দোয়া রইলো আপনার জন্য

  • @aslamgazi7349
    @aslamgazi7349 22 วันที่ผ่านมา +2

    ধন্যবাদ ভাই অনেক সুন্দর আলোচনার জন্য আপনার কথায় সহমত পোষণ করছি

  • @sujitdey1271
    @sujitdey1271 2 วันที่ผ่านมา

    Thanks for your nice and informative video.

  • @shagodosora
    @shagodosora 19 วันที่ผ่านมา +2

    💯 right
    Thanks
    From Australia

  • @lalchad8416
    @lalchad8416 25 วันที่ผ่านมา +2

    Friend u s a country is Very Very nice i mane mane like but i am Bangladesh

  • @manotoshdas7110
    @manotoshdas7110 13 วันที่ผ่านมา +2

    Alhamdulliah

  • @kamaluddin5287
    @kamaluddin5287 13 วันที่ผ่านมา

    আপনি সেখানকার জীবন- যাপনের কঠিন বাস্তবতাটা তুলে ধরেছেন,এই কথা গুলো আমরা বললে সেটাকে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা হয়।আমি একটা পার্থক্য বুঝি সেটা হলো কেউ অপরাধ করলে সাজা পেতে হয়,যা আমাদেরআএখানে অনেকেই প্রভাব প্রতিপত্তির জোরে পার পেয়ে যায়।নইলে মনে হয় আমাদের দেশটাতেই শান্তি ও স্বাচ্ছন্দে জীবন যাপন করা যায়।বন্ধু বান্ধব,আত্মীয় পরিজনের সাথে নিয়মিত সময় কাটানো যায়।

  • @kayeschowdhury5384
    @kayeschowdhury5384 25 วันที่ผ่านมา +5

    তবুও ব‍্যস্ত থাকা ভাল।কারন ভাই দেশে জবই নাই।।

  • @user-vv5js9xk1h
    @user-vv5js9xk1h 23 วันที่ผ่านมา +2

    যারা রেডিমেভ সুখের সন্ধানে থাকে তাদের জন্য কোন দেশই উপযুক্ত নয় । পরিশ্রম করলে সবাই প্রতিষ্ঠিত হতে পারে । যদিও সব কিছুর ব্যাতিক্রম ও আছে । শুধু দেখতে হবে কোন দেশে কতটা সম্ভাবনা আছে ।

  • @SatyajitNaskar-li1xn
    @SatyajitNaskar-li1xn 11 วันที่ผ่านมา

    Thank you, I am Indian, I live in kolkata, I am bissines man we are free in kolkata, we are rich man our country is Best for living

  • @Can_Yaman.
    @Can_Yaman. 29 วันที่ผ่านมา +6

    ভাই,দেশে কি সবাই রিটাইরমেন্ট করে ভাতা পায়?পায় না।শুধু যারা চাকরি করে তারা পায়।যারা ব্যবসা বা শ্রমজীবি তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পায় না জীবনের শেষ বয়সে।আমেরিকায় আমার নানী বৃদ্ধ ভাতা দিয়ে খুব ভালো ভাবেই জীবন চলে যায়।
    যা বলেন না কেনো উন্নত দেশের সুযোগ সুবিধা উন্নত মানের।

  • @obaidkarim7497
    @obaidkarim7497 27 วันที่ผ่านมา +2

    My love America

  • @arnabghosh4143
    @arnabghosh4143 14 วันที่ผ่านมา +1

    Nice

  • @user-cc8rr2yd4x
    @user-cc8rr2yd4x 12 วันที่ผ่านมา +1

    Thanks

  • @fashafasha2170
    @fashafasha2170 29 วันที่ผ่านมา +2

    Bai ekta kotha sotto worlder kothaw salary nai ei jonnoi manush sopner desh bole ba sobai jaite cai

  • @mehedihasanhowlader639
    @mehedihasanhowlader639 26 วันที่ผ่านมา +3

    ভাই মিডেলিস্টে ৭ দিনে ৭ দিন ই কাজ করতে হয়। দিনে ১২ ঘন্টার কাজ সবচাইতে বেশি।

  • @azadquadir5179
    @azadquadir5179 17 วันที่ผ่านมา +1

    Agree

  • @polashmia-dq8hl
    @polashmia-dq8hl 29 วันที่ผ่านมา +2

    Vai amar salam niben.❤

  • @yousufali-lg2zu
    @yousufali-lg2zu 12 วันที่ผ่านมา

    কষ্ট হলেও আমেরিকায় কাজ করা যায় সত্তর বয়সেও কিন্তু বাংলাদেশে তো সে সুযোগ নাই।

  • @dibyendusamajdar5127
    @dibyendusamajdar5127 23 วันที่ผ่านมา +1

    যান কীভাবে?

  • @pinkyy12
    @pinkyy12 29 วันที่ผ่านมา +3

    Who is going to listen to you? Nobody . Do no t discourage people . Let them explore . Than k you .

    • @user-vv5js9xk1h
      @user-vv5js9xk1h 23 วันที่ผ่านมา

      Yes u r very very correct. Perhaps he is hankering after ready made happiness with no efforts. Really this video is very disgusting..

  • @Spirit_Vibes
    @Spirit_Vibes 28 วันที่ผ่านมา +1

    Insha..Allah Iam coming in the United States in 2025 to pursue my Bachor's studies and then I'll meet you sir..!

  • @pujabngn1095
    @pujabngn1095 12 วันที่ผ่านมา

    Family members need than huge money income

  • @JOBAYER944
    @JOBAYER944 29 วันที่ผ่านมา

    sir Phd or masters student ra poralekha ses korar por visa category change kore ata niye bistarito boilen

    • @DrMdArifurRahmanUSA
      @DrMdArifurRahmanUSA  29 วันที่ผ่านมา

      They can apply green card directly. I have a video on this topic….

  • @HelenaKamal-th8cx
    @HelenaKamal-th8cx 22 วันที่ผ่านมา

    Assalamoalaikum. Study visha scholarship niye wife niye jawa jabe, Please reply. Thank you so much Dr:Arifur Rahman. 🎉🎉🎉🎉

  • @salmanrabby7674
    @salmanrabby7674 28 วันที่ผ่านมา

    Phd , masters kore job korlei ki pr pawa jay?

  • @proudsm735
    @proudsm735 19 วันที่ผ่านมา

    এই দেশটাকে ইউরোপের মত কবে থেকে ঝামেলা শুরু করবেন।

  • @rahidmia328
    @rahidmia328 28 วันที่ผ่านมา

    আমার হাসব্যান্ড এর জন্য তার বড় ভাই ২০১০ সালে আবেদন করেছিল।২০১৩ সালে অ্যাপ্রুভ হয়।এরপর আর কোনো খোঁজ নাই।আমাদের আর কতদিন লাগতে পারে।😢যদি একটু ধারনা দিতেন।f4 তে এপ্লাই করা হইসিলো। আপনার উত্তর এর অপেক্ষাই রইলাম।

    • @DrMdArifurRahmanUSA
      @DrMdArifurRahmanUSA  28 วันที่ผ่านมา +2

      You can Check in USCIS website by receipt number…

    • @user-vv5js9xk1h
      @user-vv5js9xk1h 23 วันที่ผ่านมา

      Embassy তে গিয়ে খোঁজ নিন ।। এই ভিডিও মেকার তো বিনা পরিশ্রমেই readymade সুখ খুঁজছেন তো উনি আপনাকে হতাশ করবেন এটাই স্বাভাবিক।।

    • @mamungolder8942
      @mamungolder8942 6 วันที่ผ่านมา

      আপনার দলে লোক কম, সবাইতো ওনার কথাগুলোর ভাল কমেন্ট করেছে আপনি ব্যতিত, আপনাকে আমি আরও হতাশ করছি, বেশীরভাগ মানুষ টাকার পিছনে দৌড়ে শুধু তুচ্ছ জীবনই নষ্ট করছে না,অনন্ত জীবনেরও বারটা বাজাচ্ছে যা কখন ফিরে পাবার নয়,আর আশার আলো দেখিয়ে দেশের ব্রিলিয়ান্টরা দেশের বাইরে যাচ্ছে,যা দেশটির জন্য ভাল নয়,দেশটাকে উন্নত করতে হলে দেশে থেকেই চেষ্টা করতে হবে,যারা শুধু নিজের জন্য ভাবেন তাদের কথা আলাদা,ভিডিও ক্রিয়েটর তথ্য তুলে ধরেছেন আমি তাকে এপ্রিশিয়েট করি,

    • @skmortazaali3218
      @skmortazaali3218 วันที่ผ่านมา

      মনেহয় ২০০৮ সালের লোক এখন আসছে

  • @nilufarrahman4562
    @nilufarrahman4562 24 วันที่ผ่านมา

    Minimum u job 10 years than u will get benefit & age will be 67.