অদিতিদি এই যুগের একজন সেরা রবীন্দ্রনাথ সংগীত শিল্পী। আসাধারণ গলা। অদিতিদি দুই বাঙলার একজন সেরা গায়ক। আমি প্রায় ওনার গান কান পেতে শুনি। বাঙলা যদি ধর্মের ভিত্তিতে দেশ ভাগ না হতো সারা পৃথিবীতে রাজ করত। বাঙালির মতো সর্ব দিক দিয়ে এত প্রতিভাবান মানুষ আসেনি। কি বিজ্ঞান, কি সাহিত্য, কি শিল্প কলা, কি ডাক্তার, কি কবি, রাজনৈতিক নেতা,কি গায়ক গায়িকা,কি নাট্যকার কি সিনেমা পরিচালক , বিভিন্ন দিকে প্রতিভা বিকাশ হয়ে ছিল এখনো হচ্ছে। বাঙালি এক একজন হচ্ছে হিরে জহরত সোনা। কিছু রাজনৈতিক নেতা আমাদের ভাগ করে দিয়েছে। শুধু ভাগ করে দেয় নি আমাদের মধ্যে হিংসা ছড়িয়ে দিয়েছে ও দিচ্ছে।
এসময়ের সব চাইতে বড় শিল্পী অদিতি মহসিন এখন এক অনন্য উচ্চতায় অবস্থিত আগে শুধু রেজাওয়ানা চৌধুরীর গান শুনতাম। এখন অদিতির গান শোনা হয় সমভাবে। অসাধারণ সুন্দর উপস্থাপনা তোমার অদিতি মহসিন। ধন্যবাদ তারাব রুপগনজ নারায়ণগঞ্জ
আপনি আমার একজন প্রিয় শিল্পী।প্রতিটা note আপনি এত সুন্দর করে লাগান তাতে আপনার গায়কী আরও সুন্দর ও স্বকীয়তা লাভ করে।'কী ধ্বনি বাজে' গানটি অনবদ্য গেয়েছেন।ভাল থাকবেন। ❤❤❤❤
গানগুলিতে আপনার সুরেলা কণ্ঠ ও রাবেন্দ্রীক গায়কী মেজাজ, আমাদের পরিবারের সকলকে মুগ্ধ করেছে। আগামীদিনে অপ্রচলিত কবির অনেক গান আপনার কণ্ঠে শোনার আশায় রইলাম। ধন্যবাদ,
রবীন্দ্রনাথের গানগুলি যেন কথার সাথে কথা মিলিয়ে তৈরি সৌন্দর্যময় এক একটি ভেলা, সুরের প্রবাহে যারা ভেসে যেতে যায় অচিন অপূর্ব মনোময় দেশে দেশে, বিশেষ করে যখন সেই ভেলাকে পথ চেনায় অদিতির মত নিপুণ, দরদী ও মরমী কর্ণধার। অদিতি তুমি বইতে থাকো রবীন্দ্রনাথের গানের ভেলা আরও অনেক, অনেক দিন।
অসাধারণ , অনবদ্য । বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীত গায়িকা অদিতি মহসিনের সুরেলা কন্ঠের মাধূর্য্য আমার হৃদয় ছুঁয়ে যায় । সারাদিন ই যেন ওর গাওয়া গানগুলো শুণি । যেদিন থেকে অদিতির গাওয়া গানগুলি শুনতে শুরু করেছি , আজ পর্য্যন্ত , আর অন্য কারও কন্ঠে রবীন্দ্রসঙ্গীত এবং তিন কবির গানগুলি শুনতে মন চায় না । Just mesmerized by her divine renditions . An inexplicable feeling .
অদিতি মহসিনের গাওয়া রবীন্দ্র সংগীত গুলি শুনে ,আমার এই আলী বছরের বৃদ্ধ মনকে মে ভাবে ছুঁয়ে যায় তা ভাষায় ব্যক্ত করা যায়না। ওর প্রতি আমার অশেষ আশীর্বাদ রেল।
অদিতির কণ্ঠে গান মানে কথা আর সুরের মূর্ছনায় ভেসে যাওয়া। এই মুগ্ধতার কোনো ভাষা নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রায় প্রতিটি গানের পর ব্যবসায়ী এ্যাড গানের মুগ্ধতাকে খান খান করে তছনছ করে দেয়। এখানে বড়জোর একবার এ্যাড সহ্য করা যায়।এর বেশি নয়। এ্যাড স্কিপ করার সুযোগ থাকলেও গানের মুগ্ধতাকে আর ফিরে পাই না। এভাবে গান শুনতে ভালো লাগে না।আর শুনব না আমি। অদিতি তুমি আমার প্রিয় শিল্পী। খুব ভালো থেকো সুস্থ থেকো সবসময়।
Mash allah excellent abiswaraniya gan sunee mugdhaa holam surer bandhan hiriday takee bendhee rekhee jaii a kakea bojhai arr keai baa bujbea kamal basha kamal suri west bengal India
আহা!!! কি অসাধারণ সুন্দর গায়কী। প্রান জুড়িয়ে যায়। ❤💙💚💛💜 শিল্পীর জন্য অনেক শুভকামনা। Bengal Foundation এর জন্য অনেক শুভকামনা এই ধরনের Album সংরক্ষণ করার জন্য
আমি ভাষা হারিয়ে ফেলেছি।ছোটবেলা থেকেই রবীন্দ্র সংগীত শুনছি ।এখন কাজের মাঝে ব্যস্ত থাকি তবুও আপনার গানগুলো শুনে সত্যিই এত ভাষার মাঝে আমি ভাষা হারিয়ে ফেলেছি। অসাধারণ !অসাধারণ !ঈশ্বর প্রেমের গান। অসাধারণ ঈশ্বর বেদনার গান!অসাধারণ ,অতল আকাশের মত। এই গানগুলো সচরাচর সাধারণ শিল্পীরা গাইতে চান না। কারণ এই গানগুলো গেয়ে অধিকাংশ শ্রোতার মন জয় করা যায় না।আপনি অনবদ্য। আপনি ঈশ্বরের অত্যান্ত যত্নে সৃষ্টি। অদ্ভুত , কেউ আপনাকে বুঝতে পারবে না।আপনি আকাশের মতো অতল ।আমি নিজের জন্য, আমার সন্তানের জন্য কখনোপ্রার্থনা করিনি কিন্তু আপনার জন্য প্রার্থনা করি, ঈশ্বর যেন আপনার সমস্ত দুঃখ ভুলিয়ে দেন ।আপনি সুখে থাকুন, ভালো থাকুন। প্রণাম দিদি, অজস্র প্রণাম।
She with her voice on Tegor's song has reduced my age from 85 to 58. Wonderful voice!! A divine unison of head and heart. I pray for her long life for sake of society as a whole.
রবীন্দ্রসংগীতকে এভাবে পরিবেশন করলে মনে হয় ধ্যান করছি। কি যে ভাল লাগছে ।
অদিতিদি এই যুগের একজন সেরা রবীন্দ্রনাথ সংগীত শিল্পী। আসাধারণ গলা। অদিতিদি দুই বাঙলার একজন সেরা গায়ক। আমি প্রায় ওনার গান কান পেতে শুনি। বাঙলা যদি ধর্মের ভিত্তিতে দেশ ভাগ না হতো সারা পৃথিবীতে রাজ করত। বাঙালির মতো সর্ব দিক দিয়ে এত প্রতিভাবান মানুষ আসেনি। কি বিজ্ঞান, কি সাহিত্য, কি শিল্প কলা, কি ডাক্তার, কি কবি, রাজনৈতিক নেতা,কি গায়ক গায়িকা,কি নাট্যকার কি সিনেমা পরিচালক , বিভিন্ন দিকে প্রতিভা বিকাশ হয়ে ছিল এখনো হচ্ছে। বাঙালি এক একজন হচ্ছে হিরে জহরত সোনা। কিছু রাজনৈতিক নেতা আমাদের ভাগ করে দিয়েছে। শুধু ভাগ করে দেয় নি আমাদের মধ্যে হিংসা ছড়িয়ে দিয়েছে ও দিচ্ছে।
KIB sundar hoyeche gaan👍👍👍
Subcontinental ar ata barthota bad politics r politicians muktho hotay parlona ajonno amra Sobai Daeee
অদিতি দিদি আমাদের প্রাণের গায়িকা। নিরবচ্ছিন্ন ভাবে সঙগীত সাধনা করে যাচ্ছেন। তাঁর উন্নতি কামনা করছি। এভাবে আমাদের গান শুনিয়ে যাবেন।
আপনি নিজে ভাগ না করলেই তো হয়! ভাগের বিষয়টি মাথায় রাখবেন না , তার 40:07 পর এগিয়ে যেতে থাকুন .....
❤
অসাধারণ এবং অনবদ্য । কি অসাধারণ গাইলেন সব কয়টি রবীন্দ্র সংগীত ।
এসময়ের সব চাইতে বড় শিল্পী অদিতি মহসিন এখন এক অনন্য উচ্চতায় অবস্থিত আগে শুধু রেজাওয়ানা চৌধুরীর গান শুনতাম। এখন অদিতির গান শোনা হয় সমভাবে। অসাধারণ সুন্দর উপস্থাপনা তোমার অদিতি মহসিন। ধন্যবাদ তারাব রুপগনজ নারায়ণগঞ্জ
রাবিন্দ্রীক ভাব ও সুরের মূর্ছনা য় মন ভরে যায় শিল্পী কে ভালোবাসা জানাই
রবি গানের সার্থক রুপায়ন আপনার কণ্ঠ মাধুর্যে।।
আপনি আমার একজন প্রিয় শিল্পী।প্রতিটা note আপনি এত সুন্দর করে লাগান তাতে আপনার গায়কী আরও সুন্দর ও স্বকীয়তা লাভ করে।'কী ধ্বনি বাজে' গানটি অনবদ্য গেয়েছেন।ভাল থাকবেন। ❤❤❤❤
গানগুলিতে আপনার সুরেলা কণ্ঠ ও রাবেন্দ্রীক গায়কী মেজাজ, আমাদের পরিবারের সকলকে মুগ্ধ করেছে। আগামীদিনে অপ্রচলিত কবির অনেক গান আপনার কণ্ঠে শোনার আশায় রইলাম। ধন্যবাদ,
আনন্দ ধারা বহিছে ভুবনে। আমার খুবই প্রিয় এই ষষষষষ
আমার দৃষ্টিতে বর্তমান সময়ের সেরা রবীন্দ্র সংগীত শিল্পী। অনেক শুভকামনা দিদি। অনেক ভালো থাকবেন।
খুব সুন্দর গান। এই গান আজই প্রথম শুনলাম।
আজ ও রবীন্দ্রনাথের গানের সেরা রসটুকু এই চ্যানেলের এলবাম গুলিতে পাওয়া যায়। নিখুঁত পরিবেশন। অপূর্ব।।
Aamar Purna samarthan roilo.🙏
সকালবেলায় আপনার গান শুনলে মন ভাল হয়ে যায়।
আমি অভিভূত খুব সুন্দর গান শুনতে মন চায়
এই গানটি আর কেও কি এত অসাধারণ ভাবে গাইতে পেরেছেন?
মনের গহীনে চলে যায় এই অসাধরন কণ্ঠ
অসাধারণ। অপূর্ব। আমার অতিপ্রিয় শিল্পীদের একজন। নমস্কার।
নিঃসন্দেহে বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত শিল্পী আপনি। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অসম্ভব সুন্দর গান শুনলাম। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল
খুব সুন্দর, অসাধারণ, হৃদয় স্পর্শী গান। God bless you.
মন ভালো করা কণ্ঠ। অতি ভালো।
রবীন্দ্রনাথের গানগুলি যেন কথার সাথে কথা মিলিয়ে তৈরি সৌন্দর্যময় এক একটি ভেলা, সুরের প্রবাহে যারা ভেসে যেতে যায় অচিন অপূর্ব মনোময় দেশে দেশে, বিশেষ করে যখন সেই ভেলাকে পথ চেনায় অদিতির মত নিপুণ, দরদী ও মরমী কর্ণধার। অদিতি তুমি বইতে থাকো রবীন্দ্রনাথের গানের ভেলা আরও অনেক, অনেক দিন।
Monomoy Comment.🙏
মনের সকল গ্লানি দূর হয়ে গেল। আনন্দে ভরে উঠলো হৃদয়।
Aditi Mohsin is a best 👌 Singer of Rabindra Sangit that is recognized by all .
রবিঠাকুরের এই সুন্দর গানগুলি গায়িকা অদিতি অতি সুন্দরভাবে গেয়েছেন ।
অসাধারণ , অনবদ্য । বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীত গায়িকা অদিতি মহসিনের সুরেলা কন্ঠের মাধূর্য্য আমার হৃদয় ছুঁয়ে যায় । সারাদিন ই যেন ওর গাওয়া গানগুলো শুণি । যেদিন থেকে অদিতির গাওয়া গানগুলি শুনতে শুরু করেছি , আজ পর্য্যন্ত , আর অন্য কারও কন্ঠে রবীন্দ্রসঙ্গীত এবং তিন কবির গানগুলি শুনতে মন চায় না । Just mesmerized by her divine renditions . An inexplicable feeling .
Khub xuñdaŕ goĺà!!
Amar hriday sùyè jàye '
আল্লাহ আশা পূর্ন করেন এই কামনা করছি,আমিন।শুভকামনা
In my opinion you are the best Tagore singer. Live long & be happy by God's grace 🌹🌹🌹👌👌👌👍👍👍
মন ভরে গেলো,,,, সাক্ষাত মা সরস্বতী 🙏🙏
এত ভালো করে কেউ গান গাইতে পারে ? আহা কি মধুর উনার গান কোথায় যেন নিয়ে যায় |
আমার খুব পছন্দের একজন শিল্পী - ওনার গাওয়া গান অনেক ভালোলাগে
Ki ashadharon kanthoswar ,darad, o gayaki . aamar khoob priyo shiller.......
অদিতি মহসিনের গাওয়া রবীন্দ্র সংগীত গুলি শুনে ,আমার এই আলী
বছরের বৃদ্ধ মনকে মে ভাবে ছুঁয়ে যায়
তা ভাষায় ব্যক্ত করা যায়না। ওর প্রতি
আমার অশেষ আশীর্বাদ রেল।
Ki darun kantha. Very nice.
অদিতির কণ্ঠে গান মানে কথা আর সুরের মূর্ছনায় ভেসে যাওয়া। এই মুগ্ধতার কোনো ভাষা নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রায় প্রতিটি গানের পর ব্যবসায়ী এ্যাড গানের মুগ্ধতাকে খান খান করে তছনছ করে দেয়। এখানে বড়জোর একবার এ্যাড সহ্য করা যায়।এর বেশি নয়। এ্যাড স্কিপ করার সুযোগ থাকলেও গানের মুগ্ধতাকে আর ফিরে পাই না। এভাবে গান শুনতে ভালো লাগে না।আর শুনব না আমি। অদিতি তুমি আমার প্রিয় শিল্পী। খুব ভালো থেকো সুস্থ থেকো সবসময়।
অসাধারণ ।মন ভরে ওঠে ।
যতো শুনি ততো মুগ্ধ হই। কী কন্ঠমাধুর্য,কী অসাধারণ গায়কী নিয়ন্ত্রণ ! গীত সুধারসে তৃপ্ত হই।
Best Tagore Singer of age.
প্রতিটি গানই দরদ দিয়ে মন প্রাণ উজাড় করে গাওয়া , অপূর্ব ।
Mash allah excellent abiswaraniya gan sunee mugdhaa holam surer bandhan hiriday takee bendhee rekhee jaii a kakea bojhai arr keai baa bujbea kamal basha kamal suri west bengal India
এ কী অপূর্ব সুর! সুরের ইন্দ্রজাল। আমি বিমোহিত। মুগ্ধ।
অদিতি দির গান আমার ভীষণ প্রিয় ।অসাধারণ গায়কী ।
শিল্পীর গীত সব গানের মধ্যে বিশুদ্ধতার একটা সুন্দর সমতা আছে।এটা একটা দারুণ লক্ষ্য করার ব্যাপার।
গান গুলো প্রশংসা র দাবি রাখে ।অনবদ্য গায়কির শুভেচ্ছা জানাই ।👌💞
Khub Shundor!!! Momo ontor udashey....was the best!!! Onno kothao jeno niye geley!!
অনেক কম বয়সেই রবীন্দ্র সংগীত শোনা শুরু করি।প্রিয় শিল্পী সময়ের সাথে সাথে বদলেছে।তবে অদিতীর মত দরদী শিল্পী খুব কমই আছে।
নমস্কার আমার এই গান গুলির ছেলেবেলার। ধন্যবাদ
Khub,khub Shrutee Madhur laglo shunte,Matured swar and Uchharan. Bhalo laglo.
অসাধারণ মন ছুঁয়ে গেল।
এতো সুন্দর গান আর শোনা যায় না।
আহা যেনো গানের রুপসাগরে অবগাহন করা হোল।
আমার গভীর শ্রদ্ধা।
অপুর্ব সুন্দর অ সামান্য অভিনন্দন
অনবদ্ধ,অতুলনীয়। আপনাকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে পেয়ে আমরা গর্বিত।ভগবান আপনাকে দীর্ঘজীবি করুন।
Apurbo Just Apurbo , God Bless You . Namasker Dede.
Asadharon ma'am... Khub valo laglo.... Anek din par erom gaan sunlam...
গান গুলো তো সত্যিই সুন্দর। গায়িকা কে শুভেচ্ছা জানাই।
DARUN LAGLO ADITI MAA TOMAR GAAN .GOD BLESS YOU. 👌
অদিতি মহসিন মানেই সুমধুর সুর
আহা!!! কি অসাধারণ সুন্দর গায়কী।
প্রান জুড়িয়ে যায়। ❤💙💚💛💜
শিল্পীর জন্য অনেক শুভকামনা।
Bengal Foundation এর জন্য অনেক শুভকামনা এই ধরনের Album সংরক্ষণ করার জন্য
.
Mon vore gelo
আমি ভাষা হারিয়ে ফেলেছি।ছোটবেলা থেকেই রবীন্দ্র সংগীত শুনছি ।এখন কাজের মাঝে ব্যস্ত থাকি তবুও আপনার গানগুলো শুনে সত্যিই এত ভাষার মাঝে আমি ভাষা হারিয়ে ফেলেছি। অসাধারণ !অসাধারণ !ঈশ্বর প্রেমের গান। অসাধারণ ঈশ্বর বেদনার গান!অসাধারণ ,অতল আকাশের মত। এই গানগুলো সচরাচর সাধারণ শিল্পীরা গাইতে চান না। কারণ এই গানগুলো গেয়ে অধিকাংশ শ্রোতার মন জয় করা যায় না।আপনি অনবদ্য। আপনি ঈশ্বরের অত্যান্ত যত্নে সৃষ্টি। অদ্ভুত , কেউ আপনাকে বুঝতে পারবে না।আপনি আকাশের মতো অতল ।আমি নিজের জন্য, আমার সন্তানের জন্য কখনোপ্রার্থনা করিনি কিন্তু আপনার জন্য প্রার্থনা করি, ঈশ্বর যেন আপনার সমস্ত দুঃখ ভুলিয়ে দেন ।আপনি সুখে থাকুন, ভালো থাকুন। প্রণাম দিদি, অজস্র প্রণাম।
You are greatest for Tagore song in Bangladesh in my screening and evaluation.
আপনার গলায় রবিঠাকুরের গান শুনলে অনুভব হয় আমি ঈশ্বরের চরণে নিজেকে হারিয়ে ফেলেছি
আমার অন্যতম প্রিয় শিল্পী কন্ঠ
Ak kothai ashadharan apurbo
অপূর্ব গেয়েছেন মন ভরে যায় বার বার শুনতে ইচ্ছে করে । অনেক ধন্যবাদ ।
দিদি ভাই আপনার রাবীন্দ্রিক অভিব্যক্তি অনবদ্য ও প্রশংসনীয়, আপনার কন্ঠ সত্যিই ভীষণ শুতিমধুর ও হৃদয় স্পর্শকাতর ,অসাধারণ উপস্থাপনা,
আহা, কী অসাধারণ গায়কি! প্রাণ ভরে যায়।
She with her voice on Tegor's song has reduced my age from 85 to 58. Wonderful voice!! A divine unison of head and heart. I pray for her long life for sake of society as a whole.
Adititume asadharon soroshoti ma toner konthe achen ame pagol neshae janobuth hour Thale Rog rate toner game nasunleghum ashena pp
Khorkuto
Khorkuto
J
Dada thiki bolechen. Amar boyos 83, tai dada bol-lam. Benche thako ma amar.
সাক্ষাৎ গীত-সরস্বতী অদিতির মত সঙ্গীত-শিল্পী বাঙালি অনেক ভাগ্যে নিজেদের মধ্যে পেয়েছে।অদিতি,তোমাকে আমার সশ্রদ্ধ নমস্কার ।
কথা ও সুর একান্তে শোনার গান। অনন্য অদিতি।
দিদি ভাই সত্যিই আপনার কন্ঠে একটা মাধূয্য আছে।
আপনার কন্ঠে একটা মাধূয্য রয়েছে ।
মন ভরে যায় আপনার গান শুনলে
অসাধরন গায়কি বার বার শুনতে ইচ্ছা করে
অদিতিদির গান যত শুনি তত ভাল লাগে।
Gan guli satyee khub sundor lagche.Tacharao apnar ja knowledgeable acha Bangla sahitya r itihas niya take ami sradha kari.may almighty bless you
অপূর্ব, অনবদ্য।
অদিতির গলায় অনেক অচেনা গান শুনলাম ।ভালো লাগল ।অদিতি খুব ভালো থেকো ।
আহাহা, সকাল থেকে তিনবার শুনলাম টানা
ওও এককথায় অসাধারণ ❤
Apnar kanthe rabindrasangeet sunle mohardir katha mane pore jay thank u
যারা অপছন্দ করেছেন তাদের বুদ্ধিমত্তা নিয়ে ঘোর সন্দেহ আমার।
সুন্দর। ভালো লাগলো। চরৈবতি।
অসাধারণ। আপনার গান শুনে সব হারিয়ে অন্য জগতে চলে যাই।সব সময় শুনে যাই মনে হয়। খুব খুব ভালো থাকবেন। ❤️
খুব ভাল লাগল।
Tomar gaan sune mon vore jae, U R perfectionist
Bedona Ki bhashay...aha... excellent rendition!!!
এক কথায় অসাধারণ ♥️
Khub sundar laglo
Beautiful presentation i know she is good singer.
A bunch i
of thanks.
রাত দেড়টা আমরা দুজন তোমার গান শুনছি। অনেক ধন্যবাদ তোমাকে তারাব রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে
Tarao maneta thhik bujhlamna.🙏
মন খারাপের মনে সবুজ বাতাসে ভরে গেল। অসাধারণ।
দারুণ গান আপনার
Amar অন্যতমো প্রিয় শিল্পী
অসাধারণ কন্ঠ । বেঁচে থাকুন চিরকাল ।
Very appealing, Ser dispensing hundredths memory of my dearest friend Sir Fazle Fassan Abed
Not only quality of voice, you are one among very few maintain the Rabindrik Dhang in singing. Thanks
অপূর্ব!অনবদ্য নিবেদন! মন ভরে যায় 🌺
অদিতি মহসিন আমার খুব প্রিয় শিল্পী। ওনার গায়কী ভীষন সুন্দর
Her gayaki compels to close the eyes and travel in the other world. May God bless her.
প্রতিটি গান আমার মন ছুঁয়ে গেল । অপূর্ব।
Fantastic, SALUTE Aditi
এই গান শোনার পর মনের ক্লান্তি দূর হোয়ে গেল।কি অপূর্ব গলা আর গায়কী।🙏🏻
অসাধারণ।