20 Diesel locomotive for Bangladesh Railway @USER_BINANGSHU

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • অনেক প্রতীক্ষার পরে শেষমেষ প্রতিশ্রুতি অনুযায়ী আজকেই বেশ ঘটা করে গেদে তে হয়ে গেল ২০ ডিজেল লোকোমোটিভ এর বিদায়ী অনুষ্ঠান ।
    @মুঠো ফোনে বন্দী
    #কোলকাতা
    #বাংলাদেশ
    #বাংলাদেশের_খবর
    #railway
    #eastern
    #ministry
    #train
    #trainlover
    #sealdah
    #dji
    #gede
    #railwaylover

ความคิดเห็น • 38

  • @hasanfoyejul5500
    @hasanfoyejul5500 ปีที่แล้ว +9

    ঢাকা বাংলাদেশ থেকে ধন্যবাদ💚❤💚

  • @VromonOItihash
    @VromonOItihash 6 หลายเดือนก่อน +3

    Lets Go.......New Train In Bangladesh

  • @TravelIndiaWithArun
    @TravelIndiaWithArun ปีที่แล้ว +5

    Khub bhalo লাগলো ভিডিওটা, এরকম আরো নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম ❤

    • @USER_BINANGSHU
      @USER_BINANGSHU  ปีที่แล้ว +1

      চেষ্টা করবো,
      যতোটা তুলে ধরা যায়।

  • @rathinpaul1057
    @rathinpaul1057 7 หลายเดือนก่อน +1

    What a Beautiful Paintings of These Locomotives.

  • @dasguptasayan98
    @dasguptasayan98 ปีที่แล้ว +2

    Asadharon

  • @sayedyusuf5464
    @sayedyusuf5464 8 หลายเดือนก่อน +2

    এই সব টেনের গতি ঘন্টায় ১৪০ করার একান্ত দরকার বাংলা দেশের জন্য জরুরি দরকার

    • @USER_BINANGSHU
      @USER_BINANGSHU  8 หลายเดือนก่อน

      আমার জানামতে বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণে রেললাইনের পাশে দেওয়ার মতো পাথরের উৎস স্থল নেই । ৫২ কেজি রেল ট্রাকের পাশে পর্যাপ্ত পরিমাণে পাথর দিলে পাশাপাশি প্রপার ট্র্যাক মেইন্টেনেন্স করলে মেরে কেটে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা যদি করা যায় বাংলাদেশ রেলের জন্য সেটা একটা গর্বের বিষয় হবে বলে মনে হয় ।
      একজন রেল কর্মী হিসাবে আমি কখনোই অন্য রেলের মন্দটা বলবো না তবে বাংলাদেশ রেলওয়ের যতটা রুট বর্তমানে চালু আছে তাকে পুরোপুরি ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা করতেই অনেক পরিশ্রম ও অনেক বিনিয়োগ করতে হবে বাংলাদেশ সরকারকে ।
      ঘন্টা প্রতি ১৪০ কিলোমিটার ম্যাক্সিমাম পারমিশনবল স্পিড অনেক দূরের বিষয় ।
      বর্তমানে ভারতের যে তিনটি রুট দিয়ে বাংলাদেশে রেল সংযোগ বর্তমান রয়েছে তার প্রত্যেকটা সেকশনই ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা ।
      দু বছর আগে যখন পেট্রাপোল বর্ডারে কাজ করতে গেছিলাম তখন সৌভাগ্যক্রমে বাংলাদেশের মাটিতে পা দিয়েছিলাম রাতের বেলা যেটুকু দেখতে পেয়েছিলাম তাতে মনে হল বাংলাদেশ রেলওয়ে কে আরো অনেক বেশি পরিশ্রম প্ল্যানিং ও বিনিয়োগ করলে তবেই ভারতীয় রেলের মতো দ্রুতগতির গাড়ি চালানো সম্ভব হবে ।

    • @pkshome123
      @pkshome123 2 หลายเดือนก่อน

      @@USER_BINANGSHU Buz word now a days is to lay ballast less tracks and that is what India is doing. Then you canj increase speed to 160 KMPH easily. Also railway tracks must be upgraded, machinery to be deployed to straighten the railway tracks.

  • @dips1901
    @dips1901 2 หลายเดือนก่อน

    Sob e thik ache Indian Railway engine gulo pathanor age India r flag gulo khule rakhte parto.

  • @NargisBegum-lf8ke
    @NargisBegum-lf8ke 2 หลายเดือนก่อน

    তহশডগ🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @DANDYGROOVESTAR
    @DANDYGROOVESTAR 2 หลายเดือนก่อน +1

    India r wdm series engine sob cheye domdar

  • @amitkumarchakraborty6036
    @amitkumarchakraborty6036 10 หลายเดือนก่อน +3

    First you modify your track then run this so called scrap locos, you haven't any idea regarding the performance of the locomotives. How much long you rly track, clearly how much kilometers you have ?

    • @USER_BINANGSHU
      @USER_BINANGSHU  10 หลายเดือนก่อน +1

      ১০০% শতাংশ সহমত

  • @AbdulHannan-ev5uc
    @AbdulHannan-ev5uc ปีที่แล้ว +2

    কেজি দরে বিক্রি করার চেয়ে বাংলাদেশের মূর্খ রেলমন্ত্রককে ভাড়া দিয়ে ইনকাম করা যাবে। এমনিতেই ভেঙে ফেলতে হতো ডিজেল লোকোমোটিভগুলো। সারা ভারতের রেললাইন একশো শতাংশ ইলেকট্রিফিকেশন করা হচ্ছে। ডিজেল ইঞ্জিনগুলো কেজি হিসেবে বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই। তার চেয়ে বরং এটাই ভালো হলো।

    • @JamesBond-mi7ts
      @JamesBond-mi7ts ปีที่แล้ว +1

      সমস্ত ভারতীয়দের জন্য এই নিবেদন। বাংলাদেশকে ছোট মনে করবেন না। "বাংলাদেশে ইলেকট্রিক নাই ?" কে বললো ? বাংলাদেশে এক দিনে যতটা ইলেক্ট্রিক খরচ হয়, আমেরিকা যুক্তরাষ্ট্রে এক মাসে অতটা ইলেকট্রিক উৎপাদন হয় না। বাংলাদেশে নিউক্লিয়ার বোমা পর্য্যন্ত আছে। পাকিস্তানের থাকতে পারে, আর এদের থাকবে না ?
      এদের বিরাট একটা অংশ ভারতের বন্ধু কোনও দিন হবে না। কারন, ১৯৭১ সালের পাকিস্তান মিলিটারিদের দ্বারা, গণ বলাৎকারের ফলে ওদের জন্ম হয়েছে তাই পাকিস্তানের প্রতি ওদের অত ভালোবাসা। এই ইঞ্জিন-গুলো এমনি এমনি দেওয়া হয় নি। দুই সরকারের পরস্পরের মধ্যে সমঝোতায় এসে এবং সম্মতিতেই পাঠানো হয়েছে। তোমাদের কাছে, পড়ে পড়ে নষ্ট কেন হবে, আমাদের দিয়ে দেন্ ।
      ওদের সাথে কথা বলে দেখুন, পৃথিবীর সব চেয়ে ধনী দেশ হচ্ছে বাংলাদেশ। ওদের প্রত্যেকের ২,০০০ বিঘা করে ধানী জমি, ২,০০০ বিঘা করে পুকুর। প্রত্যেকের কোটি কোটি টাকা Bank Balance. ওদের জমি ও পুকুর থেকে ২,০০০ মন করে ধান এবং মাছ উৎপাদন হয়।
      সবার জমি যোগ করুন, যোগফল এশিয়া মহাদেশের এলাকা থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে। পুকুরের যোগফল, Pacific Ocean-এর আয়তন থেকেও অনেক বড় হয়ে যাচ্ছে। আর জমি ও পুকুর থেকে উৎপাদিত ধান ও মাছের যোগফল, পৃথিবীর ভর (ওজনের) থেকেও বেশী হয়ে দাঁড়াচ্ছে। আর ওদের সম্মিলিত Bank-জমা টাকা US DOLLARS-এ Convert করলে দেখেছি, অত টাকা বিশ্ব Bank বা IMF-ও নাই।
      ওদের ভাষায়, আমরা তো কাফের, মালাউন। দুর্গাপূজায় হনুমানের পায়ে নিজেরাই কোরান রেখে "কোরানের অবমাননা হয়েছে" ধুয়া তুলে কিছু কাফের হত্যা করেছিল।

    • @USER_BINANGSHU
      @USER_BINANGSHU  ปีที่แล้ว +1

      Dear James Bond -
      ভালো মন্দ সব জায়গাতেই বর্তমান এরা এঁকে অপরের পরিপূরক । সমাজে চোর যেমন না থাকলে পুলিশের চাকরিটা খোয়াতে হবে ঠিক তেমনি পুলিশ না থাকলেও চোর নিজেই সাম্রাজ্য বিস্তার করবে ।
      যে কোন যেকোনো ঘটনা মানুষ নিরিখে নির্ভর করে তা কোন দিকে মোড় নেবে ?
      তাই অহেতুক নিজের গায়ে গায়ে কুরুচিকর ভাষা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি ।
      ধন্যবাদ

    • @JamesBond-mi7ts
      @JamesBond-mi7ts ปีที่แล้ว

      @@USER_BINANGSHU, "কুরুচিকর মন্তব্য" কোথায় পেলেন ? কোনটা ? ইঙ্গিতেই হোক, জানালে বাধিত হবো।

    • @USER_BINANGSHU
      @USER_BINANGSHU  ปีที่แล้ว +1

      আমি সেই সব লোকেদের কথা বলেছি যারা কোনও কিছুর ভেতরে না গিয়ে ওপর ওপর দিয়েই একে অপরের বদনাম করতে সর্বদা সচেষ্ট ।

    • @JamesBond-mi7ts
      @JamesBond-mi7ts ปีที่แล้ว

      @@USER_BINANGSHU, আমাকে বাংলাদেশী চেনাবেন না। জাল সার্টিফিকেট দাখিল করে উদ্দেশ্য হাসিল করায় পৃথিবীতে বাংলাদেশ প্রথম এবং পাকিস্তান দ্বিতীয় স্থান অধিকার করে আছে। আর কী রকম "চাপা মারতে ও মারাতে" পারে, তার উদাহরণ আগেই দিয়েছি।

  • @hajratali4446
    @hajratali4446 ปีที่แล้ว +1

    ৫০ টি রেলে ইঞ্জিনের মধ্যে বাংলাদেশে পাঠাচ্ছে 20 টি রেল ইঞ্জিন আর বাকি ৩০ টি রেল ইঞ্জিন ওই ৩০ টি রেল ইঞ্জিন কবে ফাটাবে বাংলাদেশ ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে প্রচার করেন

    • @USER_BINANGSHU
      @USER_BINANGSHU  ปีที่แล้ว

      জনাব, আমি যদি আপনার দেওয়া তথ্যটি পাই তাহলে অবশ্যই জানাবো ।

    • @anindyabasu7758
      @anindyabasu7758 5 หลายเดือนก่อน

      ফাটানো হয়ে গেছে।

  • @omaerfarok3263
    @omaerfarok3263 ปีที่แล้ว +3

    পুরান জিনিস ভারা করা সব

    • @dss-ld7fm
      @dss-ld7fm 11 หลายเดือนก่อน

      😂😂😂 ha kanglu tora nijera notun jinjs bana tarpor gyaan dis

    • @akhildas2904
      @akhildas2904 11 หลายเดือนก่อน

      Vara noy. Bina poysay pelen ja ontoto 30 bochor cholbe. Chinar Engine kine 6 mas choleni seta Jana ache ki? Naki bolar sahos nai. Hingsa na kore porasuna korun. Khali kafer vable kichui paben na.😊

  • @julekhabegum8293
    @julekhabegum8293 ปีที่แล้ว +3

    they were going to scrap them and could cost 💲 instead they just gave them to bangladesh they think bangladesh is a scrap yard 😢

    • @USER_BINANGSHU
      @USER_BINANGSHU  ปีที่แล้ว +1

      ম্যাডাম আপনার ধারনাটা ঠিক কি ভুল সেসব কিছুই বলবো না , তবে আপনার দেওয়া তথ্যটি বাংলাদেশ রেলওয়ের কোনও কর্মকর্তার সাথে আলোচনার অনুরোধ জানাচ্ছি ।
      উত্তর পেলে অবশ্যই আমকে জানাবেন আশা রাখছি।
      আমার ফেসবুক আইডি -
      facebook.com/binangshu.sarkar?mibextid=ZbWKwL
      ধন্যবাদ আপু - প্রতিক্ষায় রইলাম।

    • @Cosmo_Abhi
      @Cosmo_Abhi ปีที่แล้ว

      @@USER_BINANGSHU 👍👍👍

    • @saptarshichaudhuri4424
      @saptarshichaudhuri4424 ปีที่แล้ว

      kichu bolar nei.

    • @USER_BINANGSHU
      @USER_BINANGSHU  ปีที่แล้ว

      একটু বলে যান ভালো মামা ,
      আমার অন্তত ভালো লাগবে।
      এভাবেই নাহয় সবার মতামত পেয়ে যাবো ধীরে ধীরে

    • @JamesBond-mi7ts
      @JamesBond-mi7ts ปีที่แล้ว +2

      সমস্ত ভারতীয়দের জন্য এই নিবেদন। বাংলাদেশকে ছোট মনে করবেন না। "বাংলাদেশে ইলেকট্রিক নাই ?" কে বললো ? বাংলাদেশে এক দিনে যতটা ইলেক্ট্রিক খরচ হয়, আমেরিকা যুক্তরাষ্ট্রে এক মাসে অতটা ইলেকট্রিক উৎপাদন হয় না। বাংলাদেশে নিউক্লিয়ার বোমা পর্য্যন্ত আছে। পাকিস্তানের থাকতে পারে, আর এদের থাকবে না ?
      এদের বিরাট একটা অংশ ভারতের বন্ধু কোনও দিন হবে না। কারন, ১৯৭১ সালের পাকিস্তান মিলিটারিদের দ্বারা, গণ বলাৎকারের ফলে ওদের জন্ম হয়েছে তাই পাকিস্তানের প্রতি ওদের অত ভালোবাসা। এই ইঞ্জিন-গুলো এমনি এমনি দেওয়া হয় নি। দুই সরকারের পরস্পরের মধ্যে সমঝোতায় এসে এবং সম্মতিতেই পাঠানো হয়েছে। তোমাদের কাছে, পড়ে পড়ে নষ্ট কেন হবে, আমাদের দিয়ে দেন্ ।
      ওদের সাথে কথা বলে দেখুন, পৃথিবীর সব চেয়ে ধনী দেশ হচ্ছে বাংলাদেশ। ওদের প্রত্যেকের ২,০০০ বিঘা করে ধানী জমি, ২,০০০ বিঘা করে পুকুর। প্রত্যেকের কোটি কোটি টাকা Bank Balance. ওদের জমি ও পুকুর থেকে ২,০০০ মন করে ধান এবং মাছ উৎপাদন হয়।
      সবার জমি যোগ করুন, যোগফল এশিয়া মহাদেশের এলাকা থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে। পুকুরের যোগফল, Pacific Ocean-এর আয়তন থেকেও অনেক বড় হয়ে যাচ্ছে। আর জমি ও পুকুর থেকে উৎপাদিত ধান ও মাছের যোগফল, পৃথিবীর ভর (ওজনের) থেকেও বেশী হয়ে দাঁড়াচ্ছে। আর ওদের সম্মিলিত Bank-জমা টাকা US DOLLARS-এ Convert করলে দেখেছি, অত টাকা বিশ্ব Bank বা IMF-ও নাই।
      ওদের ভাষায়, আমরা তো কাফের, মালাউন। দুর্গাপূজায় হনুমানের পায়ে নিজেরাই কোরান রেখে "কোরানের অবমাননা হয়েছে" ধুয়া তুলে কিছু কাফের হত্যা করেছিল।

  • @narayannayak3180
    @narayannayak3180 6 หลายเดือนก่อน +1

    Locos supplied
    without
    Any exchange only possible
    With Bharat 😂

  • @dipakmajumder9794
    @dipakmajumder9794 2 หลายเดือนก่อน

    Todar sobata gala