বাসা বাড়িতে কোন লোডের জন্য কত RM তার ব্যবহার করতে হয়? Cable selection for House wiring

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ส.ค. 2023
  • ক্যাবল সাইজ যেভাবে নির্ধারণ করবেন…
    ক্যাবল সাইজ নির্ধারণ করা নিয়ে নানা মত আছে। কারো কারো মতে কোনও ক্যাবল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ক্যাটালগ দেখলেই চলে আবার কারো কারো সিলেকশন পদ্ধতি এতটাই জটিল যে সেটাও অনেক ক্ষেত্রে বাহুল্য হয়ে যায়।
    আজ আমি আপনাদের ক্যাবল সিলেকশনের যেই পদ্ধতিটা দেখাব সেটা কারো হুবহু অনুকরণ নয় বরং বেশ কয়েকটা উৎস থেকে পাওয়া তথ্য থেকে আমার বাছাইকৃত পদ্ধতি। আর হ্যাঁ, এটা শুধুমাত্র লো ভোল্টেজ লাইনের ক্যাবল সিলেকশনের পদ্ধতি।
    ক্যাবল সিলেকশন এ আমাদের কয়েকটা ধাপ অনুসরণ করতে হয়। তো, শুরু করা যাক প্রথম ধাপ।
    লোড কারেন্ট নির্ণয় ঃ এই ধাপটা সহজ। এই ধাপে আমাদের লোড কারেন্ট বের করতে হবে আর তার জন্য আমাদের সবগুলো লোডের সম্মিলিত পাওয়ার বের করতে হবে। ধরি, এটা একটা বিল্ডিং এর ওয়ারিং। সকল বাসার সকল যন্ত্রপাতির পাওয়ার যোগ করে আমরা পেলাম ৫৩০০ ওয়াট । এখন এটা তো আমরা সবাই অনুমান করতে পারি যে, বাসাবাড়িতে প্রতিনিয়ত লোডের পরিমান বাড়ছে কারন আমাদের বিভিন্ন যন্ত্রপাতি ব্যাবহারের প্রবণতা বাড়ছে এবং কোনও কিছু আমরা একবার ব্যাবহার করে অভ্যস্ত হয়ে গেলে ঐ যন্ত্রটি ছাড়া পরে আমাদের আর চলে না যার কারনে যন্ত্রপাতির পরিমান আর কমে না বরং দিন দিন বাড়ে। তাই বাসাবাড়ির ওয়ারিং এ ভবিষ্যৎ লোডের কথা মাথায় রেখে আমাদের ক্যাবল সিলেকশন করতে হবে।আমাদের এই ক্ষেত্রে বিল্ডিং এর মালিকই সবচেয়ে ভাল বলতে পারবেন যে ভবিষ্যতে তিনি কি করতে পারেন। হতে পারে তিনি তার ৪ তলা ভবনটিকে ১০ তলা করবেন অথবা কিছুই করবেন না। এই লোড বৃদ্ধির পরিমানের বিষয়ে নিশ্চিত হতে হবে আর যদি তা না হওয়া যায় তবে ২০% অতিরিক্ত লোড ধরে নিতে হবে এবং এই ২০% অতিরিক্ত লোড ধরে নিয়ে ক্যাবল সিলেকশন করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
    তো , এক্ষেত্রে আমাদের আমাদের উদাহরন অনুযায়ী সর্বমোট লোড হচ্ছে = {৫৩০০+(৫৩০০*২০/১০০)} = ৬৩৬০ ওয়াট; অতএব, মোট কারেন্ট = { ৬৩৬০/(২২০*০.৯)} = ৩২.১২ এম্পিয়ার( পাওয়ার ফ্যাক্টরকে ০.৯ ধরে); এবার পরের ধাপ।
    Please subscribe my channel ‪@banglatech023‬
    #viral #electricalwork #housewiring #stardelta #electricalengineering #motor #Banglatech
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 55

  • @shakilahammed6009
    @shakilahammed6009 11 หลายเดือนก่อน +1

    ভাই এগিয়ে যান সত্যি খুব ভালো ভিডিও দেওয়ার জন্য

    • @banglatech023
      @banglatech023  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ আপনাকে। সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকুন।

  • @Nextlove623
    @Nextlove623 23 วันที่ผ่านมา

    অসাধারণ ভিডিও আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনার এই ভিডিও দেখে এখন আমার ঘর ওয়ারিং করবো ইনশাআল্লাহ

    • @banglatech023
      @banglatech023  23 วันที่ผ่านมา +1

      আপনাকেউ ধন্যবাদ

  • @Maksuda-zj4jd
    @Maksuda-zj4jd 9 หลายเดือนก่อน +1

    Nice video

  • @monirelectronicsplumbing720
    @monirelectronicsplumbing720 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম ভাই আমি মোবাইলের ক্যালকুলেটর দিয়ে কি করে একটি বাসা বাড়ির লোড এম্পিয়ার ক্যালকুলেশন করে বাহির করবো এই নিয়ে একটি ভিডিও চাচ্ছিলাম ভাই জানাবেন

    • @banglatech023
      @banglatech023  28 วันที่ผ่านมา

      ইনশা আল্লাহ

    • @ashifrahman4957
      @ashifrahman4957 23 วันที่ผ่านมา

      ভাই মোট w কে ১৭৬ দিয়ে ভাগ দিয়ে যে ফলাফল আসবে, তাকে ৩ দিয়ে গুন দিবেন। এবার যে ফলাফল আসবে তার উপর ভিত্তি করে তার নির্বাচন করবেন। যেমন ২০০০w ÷ 176= 11.36 x 3= 34.08 ( এখানে লাগবে 4.5 rm ক্যাবল দিলেই হবে।)

  • @monirelectronicsplumbing720
    @monirelectronicsplumbing720 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম ভাই আমি মোবাইলের ক্যালকুলেটর দিয়ে কি করে একটি বাসা বাড়ির লোড এম্পিয়ার ক্যালকুলেশন করে বাহির করবো এই নিয়ে একটি ভিডিও চাচ্ছিলাম ভাই জানাবেন❤

    • @banglatech023
      @banglatech023  28 วันที่ผ่านมา +1

      সব গুলো লোড যোগ করে তারপর ভোল্টেজ ২২০ দিয়ে ভাগ করবেন তাহলেই কারেন্ট বের হবে।

    • @monirelectronicsplumbing720
      @monirelectronicsplumbing720 27 วันที่ผ่านมา

      ভাই আপনি একটি ভিডিও দিলে খুবই ভালো হবে

  • @randomexplanation8686
    @randomexplanation8686 6 หลายเดือนก่อน

    Light r fan r jonno 1.5 rm use korle somossa hobe nki

    • @banglatech023
      @banglatech023  6 หลายเดือนก่อน

      না লাইট ফ্যানের জন্য 1.5 mm2 পারফেক্ট

  • @SourabBaulMedia
    @SourabBaulMedia หลายเดือนก่อน

    ভাই আমার গড়ে ১.৩ বিআরবি তার দিয়ে ওয়ানিং করছি ফীজ কি চলবে?

    • @banglatech023
      @banglatech023  หลายเดือนก่อน

      হ্যা চলবে কোন সমস্যা নাই তবে রুলস মেনে কাজ করা ভালো কারণ হঠাৎ করে সার্জ ভোল্টেজের কারণে বিদ্যুৎ দূর্ঘটনা ঘটনা ঘটে তার সার্কিট ব্রেকার এসব সঠিক মানের ব্যবহার না করার কারণে।

    • @SourabBaulMedia
      @SourabBaulMedia หลายเดือนก่อน

      @@banglatech023 সুপারস্টার এর

  • @tareqmd9322
    @tareqmd9322 4 หลายเดือนก่อน

    ভাই 60 ভোল্ট অটো ব্যাটারি চার্জ করতে কত আর এম তার লাগবে

    • @banglatech023
      @banglatech023  3 หลายเดือนก่อน

      চার্জার কত ভোল্টেজ আর কত ওয়াট?

    • @mdtaijulislam3393
      @mdtaijulislam3393 หลายเดือนก่อน

      2.5আর এমএ চলবে

  • @md.asifreza7866
    @md.asifreza7866 หลายเดือนก่อน

    বাংলাদেশ এর বিএনসিসি এর নিয়ম গুলা জানা আছে আপনার?

    • @banglatech023
      @banglatech023  หลายเดือนก่อน

      জ্বী মোটামুটি জানা আছে আর প্রয়োজনে মাঝে মধ্যে পড়িও বইটা।

    • @md.asifreza7866
      @md.asifreza7866 หลายเดือนก่อน

      ১.৫ mm² এর থেকে কম mm এর কোনো তার ব্যবহার করার নিয়ম নাই, এই লিখাটা অবশ্যয় দেখছেন। এইসব উল্টা পাল্টা ভিডিও না করে দেশের আইন অনুযায়ী কোথায় কোন তার ব্যবহার করা উচিত সেটা জেনে তারপর ভিডিও কইরেন।

  • @mdtitu5164
    @mdtitu5164 หลายเดือนก่อน

    (2 x 0.65 rm) কত ওয়ার্ড লোড দিতে পারবো

    • @banglatech023
      @banglatech023  28 วันที่ผ่านมา

      ডাবল কোর তার কি?

  • @MdAhad.ik80
    @MdAhad.ik80 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই, ৫ টি ফ্যান ১৮ টি লাইট ২ টি এসি একটি মোটর একটি ফ্রিজ একটি কেচিন একটি গিজার এর জন্য কত আর এম তার ও সার্কিন ব্যাকার ব্যাবহার করতে হবে প্লিজ জানাবেন ভাই❤❤

    • @banglatech023
      @banglatech023  28 วันที่ผ่านมา

      মোটর কত হর্স পাওয়ারের?

  • @sahabuddin2681
    @sahabuddin2681 9 หลายเดือนก่อน

    এসির জন্য অনেকে বলছে 4rm ব্যবহার করতে। আমার গ্রামের বাড়ি। সর্বোচ্চ দেড় টনের চলবে। আশা করি কত আরএম ব্যবহার করব পরামর্শ দিবেন।

    • @banglatech023
      @banglatech023  9 หลายเดือนก่อน

      জ্বী 4RM দিলেই চলবে।

    • @mdtaijulislam3393
      @mdtaijulislam3393 หลายเดือนก่อน

      2.5এসি চলবে

  • @Salmankhan-df7pg
    @Salmankhan-df7pg 2 หลายเดือนก่อน

    ভাই ১ফিজ ৪টা বাতি ৪টা ফ্যান ১টা মটর আইরন ১টা এর জন্য কত আর এম তার ব্যবহার করবো

    • @banglatech023
      @banglatech023  2 หลายเดือนก่อน

      মোটর কত হর্স পাওয়ারের ভাই?

  • @user-pz7hm7is9l
    @user-pz7hm7is9l 26 วันที่ผ่านมา

    টিভি,কম্পিউটার, ফ্রিজ,আর লাইট-5টি, ফ্যান:-3টি, ইন্ডাকশন ওভেন, এইগুলো চলবে তা মেন সুইস থেকে কোন তার ইউজ করবো একটু বলবেন

  • @MdAhad.ik80
    @MdAhad.ik80 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই, ৫ টি ফ্যান ১৮ টি লাইট ২ টি এসি একটি মোটর একটি ফ্রিজ একটি কেচিন একটি গিজার এর জন্য কত আর এম তার ব্যাবহার করতে হবে প্লিজ জানাবেন ভাই❤❤

    • @banglatech023
      @banglatech023  28 วันที่ผ่านมา

      মোটর কত হর্স পাওয়ারের?

  • @Robiul-awal32
    @Robiul-awal32 4 หลายเดือนก่อน +1

    ভাই ৭ বাতি ৫ ফ্যান ১ মটর ১ ফ্রিজ এর জন্য ১.৫ আর এম তার সার্কিট ব্রেকার থেকে বোর্ড পর্যন্ত।আর ফ্যান বাতির জন্য ১ আর এম তার দিলে হবে কি?

    • @banglatech023
      @banglatech023  4 หลายเดือนก่อน

      মেইন ক্যাবল ২.৫ আর এম এবং প্রতি লোডের জন্য ১.৫ আর এম দিতে হবে তবে চাইলে লাইট ফ্যানে ১ আর এম দিতে পারেন।

    • @Robiul-awal32
      @Robiul-awal32 4 หลายเดือนก่อน

      @@banglatech023 ভাই আমি যেভাবে বলছি সেভাবে কি লোডে সমস্যা হবে?

    • @banglatech023
      @banglatech023  4 หลายเดือนก่อน

      @@Robiul-awal32 জ্বী কোন কারণে ওভারলোড হলে তার গলে আগুণ লাগে এইসব কারণেই। তাই আপনার জন্য ভালো হবে মেইন তার ২.৫ আর এম লাগানো।

    • @jobayerhossain1026
      @jobayerhossain1026 หลายเดือนก่อน

      ​@@banglatech023 4mm den onk valo hobe. 2,5 rix

  • @md.saddamhossain5693
    @md.saddamhossain5693 20 วันที่ผ่านมา

    মেইন খাম্বা থেকে মিটার পর্যন্ত অ্যালমনিয়ামের তার ব্যবহার করতে চাই। আমার বাসায় দুইটা ফ্রিজ, দুইটি রাইস কুকার, পাঁচটি ফ্যান, পাঁচটি লাইট ইউজ করি।
    প্রশ্ন:
    ১) আর অ্যালমনিয়ামের তার ব্যবহারে কোন সমস্যা আছে কিনা?
    ২) কত rm অ্যালমনিয়ামের তার ব্যবহার করব?
    একটু জানাবেন প্লিজ

    • @banglatech023
      @banglatech023  20 วันที่ผ่านมา

      পোল থেকে আপনি মিটার পর্যন্ত তার লাগাবেন কেন? এই তার বিদ্যুৎ অফিস থেকেই তো দেয়।

  • @user-vs3qn2en8v
    @user-vs3qn2en8v 8 วันที่ผ่านมา

    ফ্যান ৪ টি, লাইট ৫ টি, টিভি ১ টি, ফ্রিজ ১ টি, সাবমারসিবল মটর ১ টি লোডের জন্য মিটার থেকে ডিবি বক্স পর্যন্ত কত আর এম এর ক্যাবল ব্যবহার করবো???

    • @banglatech023
      @banglatech023  8 วันที่ผ่านมา

      মোটর কত হর্স পাওয়ার?

  • @Sotsongho
    @Sotsongho 6 หลายเดือนก่อน

    ল্যাপটপের জন্য কতো Rm তার ব্যবহার করতে হবে?

    • @banglatech023
      @banglatech023  6 หลายเดือนก่อน

      ল্যাপটপ সাধারণত ৩০-৭০ ওয়াটের মতো পাওয়ার কনজিওম করে। এই হিসেবে তার অনেক কম সাইজের লাগে। কিন্তু কম ক্ষমতা সম্পন্ন লোড যেমন: লাইট, ফ্যান, টিভি, ল্যাপটপ এসবের জন্য মিনিমাম তারের সাইজ হবে ১.৫ বর্ম মি.মি (RM)

    • @Sotsongho
      @Sotsongho 6 หลายเดือนก่อน

      @@banglatech023 ধন্যবাদ

    • @banglatech023
      @banglatech023  5 หลายเดือนก่อน

      @@Sotsonghoআপনাকেউ ধন্যবাদ

    • @Sotsongho
      @Sotsongho 5 หลายเดือนก่อน

      @@banglatech023 2×23‌\076 (2×23/0.76) (2×23/ 019mm) FT 300/500 V
      এই তার দিয়ে ল্যাপটপ চালালে কি সমস্যা হবে?
      প্লিজ রিপ্লে🙏

  • @user-fz2so5gs9j
    @user-fz2so5gs9j 2 หลายเดือนก่อน

    আমি একজন ইলেকট্রিক মিস্ত্রি এসি তে ২.৫ আর এম দিলে সুন্দর ভাবে চলে ৪.০ আর এম চুদাচ্ছে

    • @banglatech023
      @banglatech023  2 หลายเดือนก่อน +1

      ভাই সংযত ভাষা ব্যবহার করুন। আমি যেসব রেফারেন্স দিয়েছি সেগুলো BNBC তৈরি করেছে। এগুলো মন গড়া কথা না বুঝছেন? ১ টনে ১.৫ মি.মি তার দিলেও চলে কিন্তু এখানে অনেক ধরনের সেফটি ফ্যাক্টর থাকে যেগুলো বিবেচনা করতে হয়। আপনি ইলেকট্রিশিয়ান এসব বুঝেন না আন্দাজি কথা বার্তা বলেন
      আপনাদের মতো ইলেকট্রিশিয়ানদের জন্যেই তো বিদ্যুৎ দূর্ঘটনা ঘটে।

  • @mdhassibulhassansshanto9448
    @mdhassibulhassansshanto9448 3 หลายเดือนก่อน

    কি ভুলভাল হিসাব দিচ্ছেন আপনি? 🙄
    ৭০০ ওয়াটের একটা ইস্ত্রি মেশিনে কারেন্ট যাবে,
    I=P/0.9V=700/(0.9×220)=3.54
    অর্থাৎ প্রায় 4 Ap কারেন্ট যাবে।
    1kw এর ইস্ত্রি মেশিনের জন্য 5.1 Ap সর্বোচ্চ 6 Am কারেন্ট যাবে।
    এর জন্য 1 rm বা এর থেকে সামান্য কম rm তারই যথেষ্ট।
    তাহলে আপনি মিছেই কেন 1.5 rm তার ইউজ করতে বলবেন?
    প্রয়োজন এর তুলনায় অতিরিক্ত rm এর তার ব্যবহার করে মিছেই খরচ বাড়িয়ে লাভ কি?
    ভিডিও একটা বানাইলেই হয়ে গেলো?
    যত্তসব আজাইরা ভিডিও।

    • @banglatech023
      @banglatech023  3 หลายเดือนก่อน +1

      ভাইয়া আমরা সাধারনত হিসেব করি এগুলোর বাইরে অনেক কিছু থাকে সেফটি ফেক্টর, ভোল্টেজ ড্রপ এসব হিসেব করতে হয়। আর এইটা আমি বলিনি BNBC সম্পর্কে জানেন? BNBC এইটা করেছে বলেছে।

    • @user-fz2so5gs9j
      @user-fz2so5gs9j 2 หลายเดือนก่อน

      একদম সঠিক কথা বলেছেন আমি একজন ইলেকট্রিক মিস্ত্রি এসি তে ২.৫ আর এম দিলে সুন্দর ভাবে চলে ৪.০ আর এম চুদাচ্ছে