এরে মেরে ফেল্লে কি বেশি ভালো হতো,ব্যাপারটা এমন না।তাকে যদি মেরেই ফেলে তাহলে কথা বের করবেন কার থেকে।আর সে যে এতবছর ধরে যে মিথ্যা রায়গুলো দিছে সেগুলোর কথা কিভাবে বের হবে
এখন যারা আছে তারা ভালো কাজ করলে হইছে আমার মনে হয় না তারা ভালো কাজ করবে এই দেশে শেখ মুজিবুর রহমান জীবন দিয়ে গেছে জিয়াউর রহমান জীবন দিয়ে গেছে এরশাদ জেল খেটেছে তারেক জিয়ার মাজা ভাঙছে খালেদা জেল খাচ্ছে শেখ হাসিনা জেল খাটছে মইনুদ্দিন দেশ ছেড়েছে ফখরুদ্দিন দের ছাড়ছে শেখ হাসিনা দেশ ছাড়ছে এখন দেখার পালা আমার মনে হয় এর ব্যতিক্রম হবে না
এই মূহূর্তে ভারতের বিরুদ্ধে আমরা যেসব একশন নিতে পারি? ১.ভারতীয় যেসব পণ্য রয়েছে সেগুলো চিহ্নিত করে সব পণ্য বয়কট করা। ২.ভারতের সাথে বাংলাদেশের যেসব দ্বিপাক্ষিক অসম চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলো বাতিল করা। (যেমন: সাম্প্রতিক রেল ট্রানজিট,রোড ট্রানজিট,মংলা বন্দরের মালিকানা দেওয়ার চুক্তি বাতিল করা ইত্যাদি) ৩. বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করা। ৪.তিস্তা চুক্তিতে ভারতকে বাদ দিয়ে চায়নার মাধ্যমে বাস্তবায়ন করা। ভারতের অন্যান্য সব বাধের বিপরীতে আমাদের বাধ দিতে হবে। ৫. আন্তর্জাতিক নদী ও পানি বন্টন বিষয়ক আইনে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা। ৬.ভারতের পর্যটন খাতের বিরাট বড় একটা অংশ আমরা বাংলাদেশীরা। সুতরাং পর্যটনের জন্য বিকল্প দেশ বাছাই করা ও ভারতকে বয়কট করা। ৭. চিকিৎসা খাতের বৃহৎ অংশটা আমাদের বাংলাদেশী চিকিৎসা প্রার্থীরা। সরকারের সদিচ্ছা থাকলে হয়তো ২/৩ বছরের মধ্যে বাংলাদেশে চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও অত্যাধুনিক চিকিৎসা সরজ্ঞাম, হাসপাতাল প্রতিষ্ঠা করা সম্ভব। ৮.শিল্প কারখানায় উৎপাদিত শিল্পপণ্যের যেসব কাঁচামাল ভারত থেকে আসে সেগুলোর সম্ভাব্য বিকল্প দেশ খুঁজে বের করা ও ভারতীয় কাঁচামাল আমদানি বন্ধ করা। ৯.ভারতীয় সব টিভি সিরিয়াল,চ্যানেলের সম্প্রচার আইন করে বন্ধ করা এবং গান,মিউজিক, এমনকি ইউটিউবার বয়কট করা। ১০.যেসব ভারতীয় নাগরিক এদেশে অবৈধ বা বৈধভাবে কাজ করছে তাদের তালিকা তৈরি করে চাকরিরচ্যুত করা। ১১.ভারতীয় কোম্পানি রবি ও এয়ারটেলের ব্যবসা বাংলাদেশে বন্ধ করা। ১২.বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব ভারতীয় প্রযুক্তিবিদ কর্মরত তাদের ছাটাই করা। ১৩.বাংলাদেশী বিভিন্ন গোয়েন্দা সংস্থায় ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ছদ্মবেশে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW এর এজেন্টদের চিহ্নিত করা। ১৪.বঙ্গোপসাগরের বাংলাদেশী ব্লক ঘেষা অংশ থেকে ভারতকে অবৈধভাবে গ্যাস উত্তোলন করতে দেওয়া যাবেনা। ১৫.বাংলাদেশী জলসীমা থেকে ভারতীয় জেলেদের অবৈধভাবে মৎস আহরণে বিজিবি ও কোস্টগার্ডকে আর শক্ত অবস্থানে যেতে হবে। ১৬.বিজিবি কে সীমান্তে দৃঢ় ও সাহসী ভূমিকায় অবতীর্ণ করণ। চোরাচালান ও অবৈধ সীমান্ত হত্যার পাল্টা দাঁতভাঙ্গা জবাব নিশ্চিতকরণ। ১৭.সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদ মর্যাদায় আসীন ভারতপ্রেমী এদেশের তথাকথিত সুশীল শাহবাগীদের চিহ্নিত করণ ও তাদের স্থলে প্রকৃত দেশপ্রেমী ও দায়িত্বশীল লোকদের স্থলাভিষিক্ত
আপনার বাধের বদলে বাঁধ নির্মাণ ছাড়া উপরিউক্ত সকল দাবির সাথে একমত পোষণ করছি,বাঁধ না বানিয়ে বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া উচিত হবে কারণ বাঁধ সমস্যার সমাধান করবে না কারণ আমরা নিচু অঞ্চলে বসবাস করি তাই বাঁধ দিলে অন্যপাশ দিয়ে পানি ঘুরে এসে আমাদের দেশে এসে পরবে।।
বিচার পতি মানিক,সুভাষ সিংহ, প্রেসসচিব মইনুল খান সহ বুদ্ধি জিবি মুরগী চোরা শাহরিয়ার কবির ওআরো পঁচিশ ত্রিশ জন আছে দেখলে চিনি নাম মনে হচ্ছে না তাদের ও একই পরিনতি অপেক্ষা করছে বলে মনে হচ্ছে। তাই এতোদিন ধরে যাঁরা নিজেদের কে সুধীজন হিসেবে টকশো করে বর্তমানে গাঢাকা দিয়ে আছেন তাদের কে ফিরোজ ভাইয়ের উপদেশ মেনে চলার পরামর্শ দিচ্ছি। সাধু সাবধান।
আমরা পাপকে ঘৃণা করতে পারি পাপিকে না। আমরা কেউ নিষ্পাপ নই। আমি উনার টকশো দেখে কি পরিমান বিরক্ত হতাম। কিন্তু আজ খুব খারাপ লাগছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
একজন চিকিৎসা বিজ্ঞানী হিসেবে আমার জ্ঞানে, এই ধরনের আঘাতের পরপরই মিনিটের মধ্যে তীব্র ব্যথা, ফোলা এবং রক্তপাত শুরু হবে, এবং সম্ভবত বমি বা বমি বমি ভাব হতে পারে। দ্রুত চিকিৎসা না পেলে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাবে।এমন আঘাতের পরে স্বাভাবিক থাকা প্রায় অসম্ভব। দ্রুত চিকিৎসা না পেলে ব্যথা এবং ফোলা দ্রুত কয়েক ঘন্টার মধ্যে গুরুতর ফোলা এবং রক্তপাত দেখা দিতে পারে। এটা কিছুক্ষণ আগের আঘাত (১ ঘণ্টা বা এর বেশির আগের আঘাত হতে পারে না)। এরকম একজন জ্ঞানী, গুণী, বয়স্ক মানুষের গায়ে হাত তোলা অত্যন্ত ঘৃণিত কাজ। এটা কখনোই ইসলামে সমর্থন করে না।
জারা তার থেকে টাকা ছিনিয়ে নিয়ে ছেন তারাই হয়তোবা তাকে আঘাত করেছন টাকাতো আর মানিক সাহেব এমনি এমনি দেননি পাচরা পাচরিত হয়েছে সেই সময়ে আঘাতটা পেয়ে থাকতে পারেন এটাই হচ্ছে আল্লাহর প্রাথমিক শাস্তি
পুলিশ কাস্টডিতে বা বিজেপির কাস্টডিতে কোন আসামী কেন আঘাতপ্রাপ্ত হবেন? এই বিষয়টা সরকারের খুব ভালোভাবে চিন্তা করা উচিত! আসামি যখন আইনের হাতে ধরা পড়ে তখন তাকে বিচারের মুখোমুখি করে আইন অনুসারে বিচার করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার বিচার সুক্ষ্ম ! মানুষের কষ্টের অভিশাপের ফল আর কিছু নয়। আল্লাহ ভালো কাজের জন্য সুযোগ দেন আর এইসব অসৎ লোক সেটা অসৎ কাজে লাগিয়ে দেয়
ফিরোজ ভাইয়ের ধারণার সাথে আমিও একমত।
bicite amni guta lagle dom bondho hoy jai...r akdin age bici fete gece ata kivebe, bujhlam na, onno kono bapar ace....
আমি বিজিবি সৈনিক আপনার ধারনা সঠিক এটা ভারতীয়রা করেছেন।
বিচারপতি মাণিকের *বিচি* কে ক্ষতিগ্ৰস্ত করেছে সেটা সুপ্ৰিম কোৰ্টের সদ্য প্ৰাক্তন প্ৰধান বিচারপতিকে দিয়ে তদন্ত করার দাবি জানাই ৷
এমন বিচারপতি থেকে আমার দেশের দিনমজুর গরিব ভাই গুলোকে আল্লাহ পাক অনেক ভালো রাখছে
আমিও গরিব দিনমজুরি করে খাই আল্লাহ ভালো রাখছে
He is criminal
সারা জীবন উনি ইন্ডিয়ার পক্ষে কথা বলেছেন আর শেষ পর্যন্ত ইন্ডিয়ানরা এই ভাবে উনাকে ঐখানে আঘাত করল😅😅😅😅
বিচারপতি মাণিকের *বিচি* কে ক্ষতিগ্ৰস্ত করেছে সেটা সুপ্ৰিম কোৰ্টের সদ্য প্ৰাক্তন প্ৰধান বিচারপতিকে দিয়ে তদন্ত করার দাবি জানাই ৷
❤
বিচার বিভাগ ধ্বংসকারী ভুয়া মুক্তিযোদ্ধা এই মানিককে সব অপরাধের বিচার করতে হবে।
tar oporadh ta ki?
😅😅😅😅ভালোই হয়েছে যে দিছে বুঝে শুনেই দিছে।😅😅🤓🤣
বিচারপতি মাণিকের *বিচি* কে ক্ষতিগ্ৰস্ত করেছে সেটা সুপ্ৰিম কোৰ্টের সদ্য প্ৰাক্তন প্ৰধান বিচারপতিকে দিয়ে তদন্ত করার দাবি জানাই ৷
,,আপনার এতো মায়া হচ্ছে কেন,, ফিরোজ ভাই,,আলেমসহ অসংখ্য অসহায় মানুষ কে ফাঁসিতে ঝুলিয়েছিলেন এই হত্যাকারী,,,
এরে মেরে ফেল্লে কি বেশি ভালো হতো,ব্যাপারটা এমন না।তাকে যদি মেরেই ফেলে তাহলে কথা বের করবেন কার থেকে।আর সে যে এতবছর ধরে যে মিথ্যা রায়গুলো দিছে সেগুলোর কথা কিভাবে বের হবে
নারে ভাই! সে আজীবন উল্টোপথে হেটেছে। এখন মাথায় আঘাত করলে বিচিতে ব্যথা পায় 😜
Extra rage mone hoy fete gese
Right 👍
বহুত হাসলাম😅
Bangladesh ke kemne Attangbadi desh ghoshna kora black list kora jai tar dike takiye puro World
❤
পিতার বয়োসী এমন একজন মানুষের উপর এই রকম নির্মম প্রহর করা কোন মানবিক কার্যের মধ্যে পড়ে না। This is very bad
আহারে জীবন। এমন জীবনের চেয়ে একজন রাস্তা পরিচন্ন কর্মির জীবন অনেক সম্মানের। সবাই শিক্ষা নেন
আমি আসলেও তাই মনে করি।
আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ, মাথার সাথে সাথে এখন থেকে অন্ডকোষে ও হেলমেট এর ব্যবস্থা করা হোক।
নীচের অংশে মনে হয় ডাকাত যখন তার কাছ থেকে টাকা নিয়েছে তখন হয়ত দিতে চায়নি তাই ডাকাতরা তাকে মেরেছে ।
ঝুনঝুনিতে ডাকাতে আঘাত করেছে। মানিক হুশে থাকলে তাকেই জীজ্ঞেস করুন।
আপনার কথা গুলি যুক্তি সম্পূর্ণ 👍👍
ক্ষমতা চিরকাল থাকে না। এ জন্য ক্ষমতায় থাকতে ভালো কাজ করে যান, মানুষের মনে ভালোবাসা তৈরি করে যান।
এখন যারা আছে তারা ভালো কাজ করলে হইছে আমার মনে হয় না তারা ভালো কাজ করবে এই দেশে শেখ মুজিবুর রহমান জীবন দিয়ে গেছে জিয়াউর রহমান জীবন দিয়ে গেছে এরশাদ জেল খেটেছে তারেক জিয়ার মাজা ভাঙছে খালেদা জেল খাচ্ছে শেখ হাসিনা জেল খাটছে মইনুদ্দিন দেশ ছেড়েছে ফখরুদ্দিন দের ছাড়ছে শেখ হাসিনা দেশ ছাড়ছে এখন দেখার পালা আমার মনে হয় এর ব্যতিক্রম হবে না
আসলে তার পাপের ফিরিস্তি অনেক লম্বা, তাই আল্লাহ পাক তাকে বেইজ্জতি করার জন্য তার হিতাহিত জ্ঞান শূন্য করে দিয়েছেন।
Qq
যা মারছে তা ফেরেস্তা। এদের বিচার হবে একদিন।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেদায়েত দান করুন, ঈমান নিয়ে বাচার এবং মৃত্যুবরনের তৌফিক দান করুন
এই মূহূর্তে ভারতের বিরুদ্ধে আমরা যেসব একশন নিতে পারি?
১.ভারতীয় যেসব পণ্য রয়েছে সেগুলো চিহ্নিত করে সব পণ্য বয়কট করা।
২.ভারতের সাথে বাংলাদেশের যেসব দ্বিপাক্ষিক অসম চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলো বাতিল করা। (যেমন: সাম্প্রতিক রেল ট্রানজিট,রোড ট্রানজিট,মংলা বন্দরের মালিকানা দেওয়ার চুক্তি বাতিল করা ইত্যাদি)
৩. বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করা।
৪.তিস্তা চুক্তিতে ভারতকে বাদ দিয়ে চায়নার মাধ্যমে বাস্তবায়ন করা। ভারতের অন্যান্য সব বাধের বিপরীতে আমাদের বাধ দিতে হবে।
৫. আন্তর্জাতিক নদী ও পানি বন্টন বিষয়ক আইনে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা।
৬.ভারতের পর্যটন খাতের বিরাট বড় একটা অংশ আমরা বাংলাদেশীরা। সুতরাং পর্যটনের জন্য বিকল্প দেশ বাছাই করা ও ভারতকে বয়কট করা।
৭. চিকিৎসা খাতের বৃহৎ অংশটা আমাদের বাংলাদেশী চিকিৎসা প্রার্থীরা। সরকারের সদিচ্ছা থাকলে হয়তো ২/৩ বছরের মধ্যে বাংলাদেশে চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও অত্যাধুনিক চিকিৎসা সরজ্ঞাম, হাসপাতাল প্রতিষ্ঠা করা সম্ভব।
৮.শিল্প কারখানায় উৎপাদিত শিল্পপণ্যের যেসব কাঁচামাল ভারত থেকে আসে সেগুলোর সম্ভাব্য বিকল্প দেশ খুঁজে বের করা ও ভারতীয় কাঁচামাল আমদানি বন্ধ করা।
৯.ভারতীয় সব টিভি সিরিয়াল,চ্যানেলের সম্প্রচার আইন করে বন্ধ করা এবং গান,মিউজিক, এমনকি ইউটিউবার বয়কট করা।
১০.যেসব ভারতীয় নাগরিক এদেশে অবৈধ বা বৈধভাবে কাজ করছে তাদের তালিকা তৈরি করে চাকরিরচ্যুত করা।
১১.ভারতীয় কোম্পানি রবি ও এয়ারটেলের ব্যবসা বাংলাদেশে বন্ধ করা।
১২.বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব ভারতীয় প্রযুক্তিবিদ কর্মরত তাদের ছাটাই করা।
১৩.বাংলাদেশী বিভিন্ন গোয়েন্দা সংস্থায় ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ছদ্মবেশে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW এর এজেন্টদের চিহ্নিত করা।
১৪.বঙ্গোপসাগরের বাংলাদেশী ব্লক ঘেষা অংশ থেকে ভারতকে অবৈধভাবে গ্যাস উত্তোলন করতে দেওয়া যাবেনা।
১৫.বাংলাদেশী জলসীমা থেকে ভারতীয় জেলেদের অবৈধভাবে মৎস আহরণে বিজিবি ও কোস্টগার্ডকে আর শক্ত অবস্থানে যেতে হবে।
১৬.বিজিবি কে সীমান্তে দৃঢ় ও সাহসী ভূমিকায় অবতীর্ণ করণ। চোরাচালান ও অবৈধ সীমান্ত হত্যার পাল্টা দাঁতভাঙ্গা জবাব নিশ্চিতকরণ।
১৭.সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদ মর্যাদায় আসীন ভারতপ্রেমী এদেশের তথাকথিত সুশীল শাহবাগীদের চিহ্নিত করণ ও তাদের স্থলে প্রকৃত দেশপ্রেমী ও দায়িত্বশীল লোকদের স্থলাভিষিক্ত
যুক্তি সংগত কন্ডিশন। এগুলা বাস্তবায়ন করতে হবে খুব দ্রুত।
ঠিক ১০০%
He making stories to not go to remand
উপরোক্ত মতের সাথে সম্পূর্ণ একমত
আপনার বাধের বদলে বাঁধ নির্মাণ ছাড়া উপরিউক্ত সকল দাবির সাথে একমত পোষণ করছি,বাঁধ না বানিয়ে বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া উচিত হবে কারণ বাঁধ সমস্যার সমাধান করবে না কারণ আমরা নিচু অঞ্চলে বসবাস করি তাই বাঁধ দিলে অন্যপাশ দিয়ে পানি ঘুরে এসে আমাদের দেশে এসে পরবে।।
মানিক, শরীফ থেকে শরীফা পরিনত
মানুষের দুঃসময়ে হাসতে হয় না,তাও হাসি থামায় রাখতে পারলাম না।
Remember he is criminal
হুম
হাসার কারণ নাই।বৃদ্ধ মানুষ যদিও উনি অপরাধ করেছে।তবুও এভাবে মারধর যৌক্তিক নয়।আদালতে ওনার বিচার হবে।
আজ উনার কাল আপনার মনে রাখবেন।
@@udbasislam7987
He seriously injured in Board. Because of 6 million Money 🤑
সহমত আপনার সাথে
তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন ইন্ডিয়া ইন্ডিয়া বর্ডারে।
স্যার ঠিক বলেছেন, ওপারে ঘটেছে আমিও তাই মনে করি। প্রথম আলো সুন্দর একটা হেডলাইন করতে পারতো।
" বিচারপতির বিচিতে আঘাত "
বিচারপতি মাণিকের *বিচি* কে ক্ষতিগ্ৰস্ত করেছে সেটা সুপ্ৰিম কোৰ্টের সদ্য প্ৰাক্তন প্ৰধান বিচারপতিকে দিয়ে তদন্ত করার দাবি জানাই ৷
এসব পরিণতি দেখার পরও বেহায়াদের লজ্জা হয় না কেন?
বিচার পতি মানিক,সুভাষ সিংহ, প্রেসসচিব মইনুল খান সহ বুদ্ধি জিবি মুরগী চোরা শাহরিয়ার কবির ওআরো পঁচিশ ত্রিশ জন আছে দেখলে চিনি নাম মনে হচ্ছে না তাদের ও একই পরিনতি অপেক্ষা করছে বলে মনে হচ্ছে। তাই এতোদিন ধরে যাঁরা নিজেদের কে সুধীজন হিসেবে টকশো করে বর্তমানে গাঢাকা দিয়ে আছেন তাদের কে ফিরোজ ভাইয়ের উপদেশ মেনে চলার পরামর্শ দিচ্ছি। সাধু সাবধান।
সত্য কখনো চাপা থাকে না
একদিন প্রকাশ হবেই ইনশাআল্লাহ
ফিরোজ ভাই এর সাথে আমিও একমত 👍
আমার মনে হয় তিনি নিচে আঘাত পেয়েছেন বিদায় কলা পাতার উপরে শুয়ে ছিলেন
Yes as it was giving him so much pain.
"বিচারপতি তোমার বিচার করবে যারা,
আজ জেগেছে সেই জনতা "
Right 👍
Maybe its logical
O
ভাই আজকে কমেন্ট করতে পারলাম না। কালা মানিককে দেখে মায়া লাগছে। কিন্তু সরি ওনার পক্ষে কিছুই লিখতে পারলাম না।
Same.
আমরা পাপকে ঘৃণা করতে পারি পাপিকে না। আমরা কেউ নিষ্পাপ নই। আমি উনার টকশো দেখে কি পরিমান বিরক্ত হতাম। কিন্তু আজ খুব খারাপ লাগছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
সীমান্তের ওপরে বিচিতে আঘাত😢😂
বিচারপতি মাণিকের *বিচি* কে ক্ষতিগ্ৰস্ত করেছে সেটা সুপ্ৰিম কোৰ্টের সদ্য প্ৰাক্তন প্ৰধান বিচারপতিকে দিয়ে তদন্ত করার দাবি জানাই ৷
সত্য কথা বলুন। বাস্তবতা তুলে ধরুণ
সহমত প্রিয় সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাই
উনি ধরা খাওয়ার পর ভাল ভাবে কথা বলতে পারছিল না।
এটাতো চোরের বৈশিষ্ট্য
আপনার ধারণা সঠিক মনে হয়।
মাশা আল্লা হ্ আল হামদুলিললাহ্ অনেক ভালো লাগলো
আপনার ধারণাই সঠিক হবে। আমার ও তাই মনে হয়।
তার অণ্ডকোষে কেউ তাকে আঘাত করেনি, আঘাত হয়ে গেছে 😁😁😂😂🤣🤣😅😅🤪😝🤐😅😅🤣🤣😂😂
😁😁😁
বিচারপতি মাণিকের *বিচি* কে ক্ষতিগ্ৰস্ত করেছে সেটা সুপ্ৰিম কোৰ্টের সদ্য প্ৰাক্তন প্ৰধান বিচারপতিকে দিয়ে তদন্ত করার দাবি জানাই ৷
ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে: পলক
th-cam.com/video/M040Kbw3P5A/w-d-xo.html
এটা আমারও ধারণা, হয়তোবা ওই সময় এই দুর্ঘটনা ঘটেছে, যখন টাকা-পয়সার কাড়াকাড়ি হয়।
Good hope right thank you FOR CHILDRENFlying family
আর হাসাবেন না ভাই। বেচারার এমন করুন পরিণীতি বাকিদের জন্য শিক্ষা।
আল্লাহ যদি খুশি থাকে আঘাতকারীর উপর আমিও খুশি।
দাদারা অণ্ডকোষ ফাটিয়ে দিয়েছে।
একটা বয়স্ক লোক ব্যাপারটা দুঃখজনক
খুব ভালো হয়েছে
নিজের অংশেও একটা হেলমেট পড়ানোর দরকার ছিল 😀😀😀😀😀
😊😊😊😊😊
😅😂😂
😂😂😂😂
😅😅😅😅
নিচের অংশের যে হেলমেট বাজারে কিনতে পাওয়া যায় তা দিয়ে তার সম্পদের সুরক্ষা কতটুকু হতো তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে... 😂😂
আলহামদুলিল্লাহ
আপনি চমৎকার বিশ্লেষণ করেছেন।
এখন থেকে প্রতিটি আসামীদের মাথায় এবং অন্ডকোষে হেলমেট পড়ানোর জোড় দাবী জানাচ্ছি,, সাকিবাল হাসানের গার্ড গুলো ব্যবহার করা যেতে পারে।।
তার মার্বেল গুলো জয় বাংলা হয়ে গেছে
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
He is doubtful and criminal
🤣🤣🤣🤣
Could not but laugh. We all should take lesson from here. Allah can do everything. Tit for Tat.
@@sheikhmurshed1550
Well said ❤
আপনার ধারণার সাথে আমি একমত।
শিয়াল কামড় দিয়েছে ।
Maybe
আপনি সঠিক কথা বলেছেন ভাই।
স্যার, আপনারা সচেতন মানুষ।
এখন অন্দকোষের বুলেট প্রুফ জাঙ্গিয়া লাগবে রাজনীতিবিদদের জন্য। 😂😂😂
বিচারপতি মাণিকের *বিচি* কে ক্ষতিগ্ৰস্ত করেছে সেটা সুপ্ৰিম কোৰ্টের সদ্য প্ৰাক্তন প্ৰধান বিচারপতিকে দিয়ে তদন্ত করার দাবি জানাই ৷
আপনাকে অনেক ধন্যবাদ
আপনার ধারনা সঠিক ।
হাইকোর্ট এর একজন বিচারপতি এভাবে পালাবে কেন?ওনি এতো আনাড়িপনা কেন করলেন?প্রয়োজনে জেল হাজতে যেতেন।আইনিভাবে মোকাবিলা করতেন।এমন পরিণতি সত্যিই বিষ্ময়কর।
একেবারেই মোক্ষম আঘাত, এই নির্ভুল নিশানায় আঘাতের জন্য তাকে অনেক ধন্যবাদ।
ইনসাফের সাথে কামলাগিরি করাও অনেক সম্মানের। আল্লাহ মাফ করেন সবাইকে।
নিচের অংশে সমস্যা হলে পাঠাকে খাশী করে দেয়া হউক ,
ভাই ঠিকই বলেছেন হয়তো বা
ননু কেটে নিয়েছে। ইন্না-লিল্লাহ
কেন জানি আমার খুব মায়া লাগতেছে উনার এই অবস্থা দেখে |
Karon onar boyosh! Amra keu e chai na onar moto boyoshe keu erokom mardhorer shikar hok! Onar to defence korar khomota nei.
খুব সুন্দর আলোচনা করলেন ভাই।
ফারজানা রুম্পাকে দিয়ে চিকিৎসা করানো দরকার
এইডা মোট কি কও😂😂😂
এইডা মোট কি কও😂😂😂
Alhamdulillah MashAllah Ameen
আপনার ধারনার সাথে আমিও একমত।
একজন চিকিৎসা বিজ্ঞানী হিসেবে আমার জ্ঞানে, এই ধরনের আঘাতের পরপরই মিনিটের মধ্যে তীব্র ব্যথা, ফোলা এবং রক্তপাত শুরু হবে, এবং সম্ভবত বমি বা বমি বমি ভাব হতে পারে। দ্রুত চিকিৎসা না পেলে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাবে।এমন আঘাতের পরে স্বাভাবিক থাকা প্রায় অসম্ভব। দ্রুত চিকিৎসা না পেলে ব্যথা এবং ফোলা দ্রুত কয়েক ঘন্টার মধ্যে গুরুতর ফোলা এবং রক্তপাত দেখা দিতে পারে।
এটা কিছুক্ষণ আগের আঘাত (১ ঘণ্টা বা এর বেশির আগের আঘাত হতে পারে না)। এরকম একজন জ্ঞানী, গুণী, বয়স্ক মানুষের গায়ে হাত তোলা অত্যন্ত ঘৃণিত কাজ। এটা কখনোই ইসলামে সমর্থন করে না।
চমৎকার বিশ্লেষণ!
আসলে ওনার নীচের অংশেও হেলমেট পড়া উচিত ছিলো
ঠিক মনে হয়,, আল্লাহ জানে
পাপকে ঘৃণা কর, পাপীকে নয়। তার পূর্ণ চিকিৎসা দাবী করছি
আলহামদুলিল্লাহ আললাহ এই জানোয়ারের উচিত শিক্ষা দিছে।
জারা তার থেকে টাকা ছিনিয়ে নিয়ে ছেন তারাই হয়তোবা তাকে আঘাত করেছন টাকাতো আর মানিক সাহেব এমনি এমনি দেননি পাচরা পাচরিত হয়েছে সেই সময়ে আঘাতটা পেয়ে থাকতে পারেন এটাই হচ্ছে আল্লাহর প্রাথমিক শাস্তি
I thought so, you are absolutely right
তিনি একজন বিচারপতি, রাজনৈতিক কোন ব্যক্তি নন পালাবে কেন? সে কি মারাত্মক অপরাধী!!
ওর অপরাধের শেষ নেই
আরে ভাই আপনি কি দেখেন নাই আমাদের কে আপনাকে রাজাকার বললো আপনি শুনেন না অথবা দেখেন না । কি অতভুত মানুষ আবার বলে কি অপরাধ ।
শুনেছি ভাই এই টা তোমার পক্ষে সম্ভব। খুবই শিঘ্রই দেশের মধ্যে এসে যান ভাই ধন্যবাদ
হায়রে পাপিষ্ট জীবন ۔۔মানুষকে কষ্ট দিলে যা হয়
পুলিশ কাস্টডিতে বা বিজেপির কাস্টডিতে কোন আসামী কেন আঘাতপ্রাপ্ত হবেন? এই বিষয়টা সরকারের খুব ভালোভাবে চিন্তা করা উচিত! আসামি যখন আইনের হাতে ধরা পড়ে তখন তাকে বিচারের মুখোমুখি করে আইন অনুসারে বিচার করতে হবে।
আল্লাহ তায়ালার লানোদ বেঁচে থাকা অবস্থায় এমন।
৭০লাখ টাকা যারা নিয়েছে তারা আঘাত করেছে।
বিচারপতি মাণিকের *বিচি* কে ক্ষতিগ্ৰস্ত করেছে সেটা সুপ্ৰিম কোৰ্টের সদ্য প্ৰাক্তন প্ৰধান বিচারপতিকে দিয়ে তদন্ত করার দাবি জানাই ৷
এমন অমানবিক কাজ করা উচিৎ হয়নি!
Apne to money hocce maneker moto manobek🤭🤭😁
ঠিক কথা
ওনাকে ধরিয়ে দেওয়ার আগে দুই ছেলে পিটিয়েছিল।তখন ই বিধ্বস্ত অবস্থায় ছিল।
আপনার আইডিয়া সঠিক আছে সে গেঞ্জি উপর দিকে উঠিয়ে দেখিয়েছিল তাকে আঘাত করছে দুর্বৃত্তরা।
দুর্বিত্ত বলছেন কাকে???মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ বলেন..........ভাদা
একে দেখে বাকি বিচারপতিদের শিক্ষা নেওয়া উচিত।
আহ বেচারা মানিক।
আল্লাহ্ বিচার শুরূ
বুঝতেসিনা হাসমু না কান্মু 🙄🤣🤣
Karo bipode haste nei se joto jalim hok, Allah naraj hoben
😅😅😅😅😅😅@@shimukona644
এখান থেকে শিক্ষা নেওয়া উচিত অন্যায় বেশিদিন টিকতে পারে না তার পরিণতি এটাই হয়
আরে ভাই বলেন বীচি তে কে আঘাত করলো
বিচারপতি মাণিকের *বিচি* কে ক্ষতিগ্ৰস্ত করেছে সেটা সুপ্ৰিম কোৰ্টের সদ্য প্ৰাক্তন প্ৰধান বিচারপতিকে দিয়ে তদন্ত করার দাবি জানাই ৷
আপনার ধারণা ঠিক।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার বিচার সুক্ষ্ম ! মানুষের কষ্টের অভিশাপের ফল আর কিছু নয়। আল্লাহ ভালো কাজের জন্য সুযোগ দেন আর এইসব অসৎ লোক সেটা অসৎ কাজে লাগিয়ে দেয়
ডিম্বকোষ ভেংগে ফেলা অন্যায়। ওনার লম্বকোষের কি অবস্থা?? 😂😂😂
😂😂😂
বিচারপতি মাণিকের *বিচি* কে ক্ষতিগ্ৰস্ত করেছে সেটা সুপ্ৰিম কোৰ্টের সদ্য প্ৰাক্তন প্ৰধান বিচারপতিকে দিয়ে তদন্ত করার দাবি জানাই ৷
ঠিকই হয়েছে। তবুও তাঁকে কারাগারে রাখা উচিৎ ছিল
এই অতি উৎসাহীদের কঠিন শাস্তির আওতায় আনা জরুরি।এই অতি উৎসাহীরা শিক্ষীত বা অশিক্ষীত উভয়ই মানুষ না পশুর চেয়েও অধম।
এটা যদি ভারতের লোকজন করে থাকে, তাহলে আইনের আওতায় আনা যাবেনা।
উত্তেজিত জনতা
সে যখন কাঁটাতারের বেটা পাড়ি দিতে অন্ডকোষে লাগতে পারে
সহমত পোষণ করছি
রাইট
ভাল চিকিৎসার দরকার। মানিক অমানুষ বলে আমরা অমানুষ না ।
ভাই খুব মজা পাইছি যেমন কর্ম তেমন ফল,,,,
এখন থেকে ওনার নাম অন্ডকোষ মানিক নামে ঘোষণা করা হোক।
Yes