ঘর অনুযায়ী পর্দা নির্বাচন করবেন কিভাবে? Bijoy TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • ঘরের জন্য অপরিহার্য একটি জিনিস হলো পর্দা। পর্দা এতই গুরুত্বপূর্ণ যে, এটি ব্যতীত কোনো ঘরের গোপনীয়তা রক্ষা থেকে শুরু করে ঘর সাজানোর পুরো আয়োজনই যেন অসম্পূর্ণই রয়ে যায়। আপনার সাজানো-গোছানো স্বপ্নের ঘরটিকে আরও আপন করে গড়ে তুলতে সঠিক রঙের পর্দার রয়েছে অনেক বড় ভূমিকা।
    বাজারে গেলে চোখে পড়ে বাহারি ডিজাইনের হরেক রঙের পর্দা। এত রঙের পর্দার ভিড়ে, কোনটি আপনার ঘরের দেয়ালের জন্য মানানসই তা নিয়ে দ্বিধা-দ্বন্দে পড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক বিষয়। তাই চলুন জেনে নেওয়া যাক, ঘর অনুযায়ী সঠিক রঙের পর্দা কিভাবে নির্বাচন করতে হয়।
    দেয়ালের জন্য পর্দা বাছাই করতে গিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে ঘরের রঙ। পর্দার রঙ ও দেয়ালের রঙ কখনোই এক হওয়া উচিত না।
    বসার ঘর হলো একটি বাসার অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান। মেহমান বাড়িতে এসে প্রথমে এই ঘরটিতেই বসেন। তাই বসার ঘরটির দেয়ালের জন্য দরকার এমন পর্দা যা আপনার ঘরকে রাখবে উজ্জ্বল ও আলোকিত। এজন্য বসার ঘরের জন্য নির্বাচন করুন হালকা রঙের পাতলা পর্দা। এক্ষেত্রে আপনি সাদা কিংবা অফ-হোয়াইট রঙের সিনথেটিক কাপড়ের পর্দার উপর ভরসা রাখতে পারেন।
    খাবার ঘরের পর্দা হওয়া উচিৎ উজ্জ্বল রঙের। তাই আপনার খাবার ঘরের দেয়ালের রঙের সাথে মিলিয়ে, লালচে কমলা, বাদামী, চকোলেট বা মেরুন রঙের পর্দা নির্বাচন করতে পারেন।
    একটি বাড়ির সবচেয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে শোবার ঘর। সারাদিনের ক্লান্তি শেষে বাড়ি ফিরে এই ঘরটিতেই নিশ্চিন্তে গা এলিয়ে দেয়া যায়। আর এজন্য শোবার ঘরের পর্দা হতে হবে সুতি কাপড়ের এবং কিছুটা ভারী। শোবার ঘরে যেমন গোপনীয়তা রক্ষা পাওয়া জরুরি, তেমনি বাতাসের আনা-গোনাও দরকার। তাই এ ঘরের পর্দা হওয়া চাই সবুজ, হালকা গোলাপি, পিচ কিংবা আকাশী রঙের।
    copyright © A BIJOY TV Production-2023
    সঙ্গে থাকুন বিজয় টিভির
    Website: bijoy.tv/
    Facebook: / bijoytvlimited
    TH-cam: / bijoytvofficial

ความคิดเห็น • 3

  • @bdsmallalanwalker.6305
    @bdsmallalanwalker.6305 11 หลายเดือนก่อน +1

    আমার বেডরুমের সম্পূর্ণ রং হচ্ছে সাদা এবং সিলিং ফ্যান লাগিয়েছি সাদা রঙের এবং আসবাবপত্রের রং হচ্ছে কালো এখন আমি কোন পর্দা লাগাবো ?

  • @ZahidaSultana-r7p
    @ZahidaSultana-r7p ปีที่แล้ว +1

    আমার।সাদা পরদা লাগবে

  • @AlamgirHossain-sj1ny
    @AlamgirHossain-sj1ny 6 หลายเดือนก่อน

    Dam koto