আমি আপনার সব গুলো পর্ব দেখেছি খুব ভালো লাগছে আমি নেপাল সাত বার গিয়েছি কিন্তু কখনও পাহাড়ের ট্রেকিং করা হয় নি সত্যি বলতে ট্রেকিং করার জন্য মনের মতো কোন সাহসী সংঙ্গি পাইনি। আপনার অনেক সাহস এবং এনার্জি আছে, আমি গত কয়েক মাস আগে থাইল্যান্ড এর কোহচাং দ্বীপ ঘুরে এসেছি। শুভকামনা আপনাদের জন্য, এগিয়ে যান আরো অনেক দূর।
Didi,I started watching your videos through this EBC series...I just love how u explain such little things with attached pictures & beautifully describe the whole thing....I adore you too much❤keep going....you deserve more..I am from Bangladesh(Chattogram)
you can check out my everest base camp video description.... Alpine ramble is a good one you may consider. Also, mellows life fans can get 5% discount at any booking
আপনি কোন মাসে গিয়েছিলেন যে এত খালি ছিল? আর বললেন যে সিজনে গেলে প্রচুর লোক পাব। সিজন টা আসলে কোন কোন মাস। আর আমি আমার বউ বাচ্চারা সবাই মিলে আপনার ইবিসি ট্রেকিং এর ভিডিও গুলো দেখেছি। অনেক ইনফরমেটিব ছিল । আপনি প্রচুর পড়াশুনা করেছেন এসব নিয়ে সমস্ত পিক গুলার নাম জানেন।
অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যিই আপ্লুত যে আপ্নারা সপরিবারে আমার ভিডিও দেখেছেন। আমি জুন মাসে গিয়েছিলাম তাই এত ফাকা ফাকা। এপ্রিল-মে আর নভেম্বর ডিসেম্বরের মাসে প্রচ্চুর ভিড় থাকে। তাই আমার ভিডিওতে সব ফাকা দেখেছেন। তবে এক দিক থেকে ভালই হয়েছে, লোক কম থাকায় আপ্নারা চারপাশের একটা ক্লিন ইমেজ দেখতে পেরেছেন!
Subscribe করে দিলাম। পরে সব গুলো দেখব। কারণ আমাদের প্ল্যান ২০২৫ এর অক্টোবরে। তবে, আমাদের বাজেট কলকাতা থেকে কলকাতা ৪০০০০ আইসি , ভায়া সালেরি যাবো, ফ্লাইট খরচ নেই।
একটু সার্চ করলেই পেয়ে যাবেন। আবার ভিডিওটা ভালো ভাবে খেয়াল করলেও পেতে পারেন। কারন আমি বেশ অনেক গুলা ওয়েবসাইটের স্ক্রলিং দেখিয়েছি। আমি স্পেসিফিক ভাবে নাম বলতে চাচ্ছি না।
আপু আমার wife শ্বাস কষ্ট আছে ইন হেলার ব্যবহার করেন। একসাথে এভারেস্ট বেস ক্যাম্প করতে চাই কোন অসুবিধা হবে কিনা জানালে উপকৃত হবো। জনপ্রতি কত টাকা খরচ হবে জানালে উপকৃত হবো।
In shaa allah jodi uni confident thaken tahole hobena. Noile risk near dokar nai. Budget ei video tei bole disi to. Aro affordable price e jete chaile description e deya link e click kore apline ramble er sathe jete paren. Mellows life er member der jonno discount o ache.
ইবিসি ট্রেক সব পর্ব দেখার পর এই পর্বটির অপেক্ষায় ছিলাম। যদিও এই ভিডিওটি দেখতে একটু দেরি হয়ে গেল। তবে দুটো জিনিস জানার আছে। আমরা কয়েকজন, ৪/৬/৮ জনের দল হিসেবে গেলে আমরা কোন ট্যুর অপারেটর এর সাহায্য নিবো কিনা? আবার আমরা নিজেরাই সেলফ গাইড হয়ে ঘুরে আসতেপারবো কিনা? আমরা গুগল ম্যাপ সহ আপনার এই ভিডিও সাহায্য নিয়ে নিজেরা এই আয়োজনটা করলে কেমন হয়? দ্বিতীয়ত, লোকাল গাইড এর জন্য তাদের থাকা খাওয়ার খরচ কি আমাদের বহন করতে হয়? এটা একটু জানাবেন। আপনি অন্নপূর্ণা বেস ক্যাম্পে কি যাবেন?
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিজেরা যদি যান তাহলে বাজেট আমার এই ভিডিওতে যেভাবে বর্ননা করেছি সেভাবে পড়বে। তবে যদি এজেন্সির মাধমে যেতে চান তাহলে খরচ ডেফিনেটলি কম হবে। এবং সুবিধাও বেশি পাবেন। সবচেয়ে বড় কথা নিশ্চিন্তে ট্রেক এঞ্জয় করতে পারবেন। এই ভিডিওটা থেকে লিংকে ক্লিক করে Alpine Ramble এর প্যাকেজ গুলা দেখতে পারেন! ভালো লাগলে বুক করতে পারেন। ২০% দিয়ে বুক করবেন। নেপাল গিয়ে বাকিটা দিতে হবে। mellows life এর ভিউয়ারদের জন্য ৫% ছাড় ও আছে। ABC, EBC, langtang, madri himal যে কোন রুটে। প্যাকেজে কিকি ইনক্লুডেড থাকবে সেটা ওয়েবসাইটে পেয়ে যাবেন। কোন হিডেন চার্জ নাই। আর ওরা প্রথম সারির একটা কোম্পানি। th-cam.com/video/tC89ydlQVpA/w-d-xo.htmlsi=DgtMHMXTlW6VMxX4 তবে হ্যা, নিজেরা নিজেরা ঘুরতে পারবেন শুধুমাত্র এভারেস্ট বেজ ক্যাম্পে। আমার ভিডিও ফলো করলে কোন সমস্যাই হবেনা ইন শা আল্লাহ। কারন আমি ভিডিওতে মোটামুটি সব তথ্যই দিয়েছি। তবে অন্যান্য রুটে আমি যতদূর জানি গাইড ম্যান্ডেটরি। না, লোকাল গাইড কে শুধু দিন প্রতি চার্জ দিতে হয়। ওদের থাকা খাওয়ার ব্যবস্থা ওরাই করে। তবে Alpine Ramble এর সাথে গেলে গাইড পোর্টার সব খরচ অই এক প্যাকেজেই ইনক্লুডেড তাই ২০-৩০% এর মত খরচ রিডিউজ হয়ে যাচ্ছে আপনার। জী অন্নপূর্ণা যাবো, তবে আগে কিলিমাঞ্জারোর প্রস্তুতি চলছে। ধন্যবাদ।
উফফফ এতো দিন পরে আপনি খরচের হিসেব দিতে এলেন, এতো দিন ছিলেন কোথায়? আমি একজন ভারতীয় এবং আপনার পুরো সিরিজটা দেখেছি এবং ওই ভিডিও দেখেই মনোস্কামনা পুরন করেছি কারণ চাইলেও আমি বয়স টা একটু বেশী আর হাঁটু আর কোমরের সমস্যা। ধন্যবাদ
দু:খিত এত দেরী হবার জন্য। আমি একজন student, তাই সব কিছু ম্যানেজ করে ভিডিও আসতে একটু দেরী হয়ে যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমি সৃষ্টিকর্তার নিকট আপনার সুস্থ্যতা কামনা করছি, যেন খুব দ্রুতই আপনি আপনার সপ্নের যাত্রা শুরু করতে পারেন ❤️🇮🇳❤️🇧🇩
আমি আপনার সব গুলো পর্ব দেখেছি খুব ভালো লাগছে
আমি নেপাল সাত বার গিয়েছি কিন্তু কখনও পাহাড়ের ট্রেকিং করা হয় নি সত্যি বলতে ট্রেকিং করার জন্য মনের মতো কোন সাহসী সংঙ্গি পাইনি।
আপনার অনেক সাহস এবং এনার্জি আছে, আমি গত কয়েক মাস আগে থাইল্যান্ড এর কোহচাং দ্বীপ ঘুরে এসেছি।
শুভকামনা আপনাদের জন্য,
এগিয়ে যান আরো অনেক দূর।
পরিচিত হয়ে ভালো লাগল। সময় নিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ। কোহ চ্যাং এর ভিডিও দ্রুতই ফেসবুক পেইজে আসবে, দেখে জানাবেন কেমন লেগেছে।
Watched every video of this playlist. Video-Audio quality, Information, Presentation - Top Notch ❤
Thanks for watching. Please watch the other playlist too
খুবই চমৎকার ও প্রয়োজনীয় পরামর্শ। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
ধন্যবাদ, সময় থাকলে ৫ পর্বের সিরিজটি দেখতে পারেন।
এক বসায় সব পর্বগুলো দেখা হল। বাংলাদেশের কোন ট্রাভেলারের এত ভাল ভ্লগ দেখিনি।
ধন্যবাদ, কিছুক্ষনের মধ্যেই নতুন এক এডভেঞ্চার ভিডিও আপলোড হবে। সময় করে দেখে জানাবেন কেমন লাগল।
Your videos are so beautiful as a teacher who explains the students beautifully and your words are very useful for understanding...
Thank you so much 💘💘💘
❤❤❤আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য।❤❤❤
Apnakeo ❤️
Very informative with good presentation, please carry on.
Please support my work, please share my channel 🙏
Outstanding information... Khub sohoj kore bollen,
thanks for watching
Didi,I started watching your videos through this EBC series...I just love how u explain such little things with attached pictures & beautifully describe the whole thing....I adore you too much❤keep going....you deserve more..I am from Bangladesh(Chattogram)
thank you so much didi.... Keep inspiring me. Amio Bangladesh er e meye. Sirajganj e basha.
খুব ভালো অভিজ্ঞতা তোমার..... আমার খুব ভালো লাগলো...... এভাবেই এগিয়ে চলো.......
পাশে থাকার জন্য ধন্যবাদ ❤️❤️❤️
@@mellowslife আছি থাকবো সব সময়....
Very helpful & informative
thanks for watching 😍✌️
Mamony onek din por dekha holo. Valo laglo. Valo theko anonder sathe thako.
Apnake peye amaro onek valo laglo uncle. Doa rakhben.
please tell me the travel agent of kathmandu where I can book flight ticket from kathmandu to lukla
you can check out my everest base camp video description.... Alpine ramble is a good one you may consider. Also, mellows life fans can get 5% discount at any booking
চোখের পলকেই তোমার ভিডিও শেষ হয়ে যায়।
হাহা, বড় ভিডিও গুলি দেখবেন।
অপেক্ষার অবসান❤
হাহাহা, অনেক ব্যস্ত ছিলাম দাদা।
Good information
Thanks for watching 😍
আমি সিরাজগঞ্জ শহর থাকি আপনি কেমন আছেন অনেক দিন পর ভিডিও পেলাম খুব ভালো লাগছে
Alhamdulillah valo, apni kemon achen?
I will watch your all videos
big fan apu ❤
my pleasure via ❤️ thanks for your support
আপনি কোন মাসে গিয়েছিলেন যে এত খালি ছিল? আর বললেন যে সিজনে গেলে প্রচুর লোক পাব। সিজন টা আসলে কোন কোন মাস। আর আমি আমার বউ বাচ্চারা সবাই মিলে আপনার ইবিসি ট্রেকিং এর ভিডিও গুলো দেখেছি। অনেক ইনফরমেটিব ছিল । আপনি প্রচুর পড়াশুনা করেছেন এসব নিয়ে সমস্ত পিক গুলার নাম জানেন।
অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যিই আপ্লুত যে আপ্নারা সপরিবারে আমার ভিডিও দেখেছেন। আমি জুন মাসে গিয়েছিলাম তাই এত ফাকা ফাকা। এপ্রিল-মে আর নভেম্বর ডিসেম্বরের মাসে প্রচ্চুর ভিড় থাকে। তাই আমার ভিডিওতে সব ফাকা দেখেছেন। তবে এক দিক থেকে ভালই হয়েছে, লোক কম থাকায় আপ্নারা চারপাশের একটা ক্লিন ইমেজ দেখতে পেরেছেন!
ধন্যবাদ
আপ্নাকেও ধন্যবাদ
আপনার সবকটা ভিডিও দেখেছি ebc নিয়ে
সময় নিয়ে দেখার জন্য ধন্যবাদ ❤️
Lovely
❤️🤟
Thank you. I am planning...
Wow, route plan and backpacking tips video will coming soon.
Beautiful video 🖤
Thanks
apna k osonkho dhonnobad ❤
আপ্নাকেও ❤️
আমিও যাবো!
চলেন
@@mellowslife আপু আপনার কী আবার যাওয়ার ইচ্ছে আচ্ছে??
ইন শা আল্লাহ এভারেস্ট সামিটের সময় যাব আবার
from where i can get insurance ?
you can check my description links.
আপু নতুন ভিডিও কবে আসবে জানাবেন প্লিজ
থাইল্যান্ড থেকে নতুন দুইটা ভিডিও এসেছে ইতিমধ্যেই। সময় করে অবশ্যই দেখবেন এবং জানাবেন নতুন এডভেঞ্চার কেমন লেগেছে।
Subscribe করে দিলাম। পরে সব গুলো দেখব। কারণ আমাদের প্ল্যান ২০২৫ এর অক্টোবরে। তবে, আমাদের বাজেট কলকাতা থেকে কলকাতা ৪০০০০ আইসি , ভায়া সালেরি যাবো, ফ্লাইট খরচ নেই।
Salleri route er video ache amar channel e. Hope kaz e lagbe.
কাঠমান্ডু থেকে লুকলা ফ্লাইট কোন এজেন্সি থেকে বুক করেছিলেন....সেটা জানালে ভাল হয়।
আমার এ বছর এপ্রিলে যাওয়ার প্ল্যান আছে ।
honeyguide. But check properly before you book.
ট্রেকের শেষ দিন গুলো বেস ক্যাম্পে temperature মাইনাস কত থাকতে পারে আনুমানিক( নভেম্বর 1st week )
-১৫ এর আসে পাশে! এর নিচেও নামতে পারে।
ধন্যবাদ।
কাঞ্চনজঙ্ঘা নর্থবেস ক্যাম্প একবার ঘুরে আসুন
Api hapaly trak shas korta parsan onak kushei valo thkban 💚😊🤗 somrat sirajgong
Thank you so much for your wish 😍❤️
Which route is better gandruk or jhinu danda
Sorry i have no idea on that
রামেছাপ থেকে লুক্লা ফ্লাইট বুক করার জন্য কোনো এজেন্সী ডিটেলস থাকলে জানাবেন প্লিজ ।
একটু সার্চ করলেই পেয়ে যাবেন। আবার ভিডিওটা ভালো ভাবে খেয়াল করলেও পেতে পারেন। কারন আমি বেশ অনেক গুলা ওয়েবসাইটের স্ক্রলিং দেখিয়েছি। আমি স্পেসিফিক ভাবে নাম বলতে চাচ্ছি না।
thanks apu . Guide and POrter hire korle oder lunch , meal er cost kivabe ?
ওদের থাকা খাওয়া ফ্রি অথবা ওনেক কম দামে নিজেরাই কিনে খায়।
@@mellowslife আর আপু EBC ট্রেক এর বেষ্ট সময় কখন। যখন অনেক লোক।যায়
তুমি এত্তো এনার্যেটিক থাকো কি করে? তোমার খাদ্যাভ্যাস ও ব্যয়াম নিয়েও ভিডিও করতে পারো।
Hahaha, ok. But ami savabik vat dal e khai.
60000 ki nepali ruppee?
কোনটার কথা বলছেন একটু স্পেসিফাই করেন। অনেক আগের কথা আমিও ভুলে গেছি
@mellowslife cost Base camp er
আপু আমার wife শ্বাস কষ্ট আছে ইন হেলার ব্যবহার করেন। একসাথে এভারেস্ট বেস ক্যাম্প করতে চাই কোন অসুবিধা হবে কিনা জানালে উপকৃত হবো। জনপ্রতি কত টাকা খরচ হবে জানালে উপকৃত হবো।
In shaa allah jodi uni confident thaken tahole hobena. Noile risk near dokar nai.
Budget ei video tei bole disi to.
Aro affordable price e jete chaile description e deya link e click kore apline ramble er sathe jete paren.
Mellows life er member der jonno discount o ache.
Rupee na tk?
Indian rupee?
টাকা
Apnar total expense koto hoise?
explained already
কোন মাসে গেলে সবচেয়ে বেশি সুন্দর ভিউ পাওয়া যায়
May
*promo sm*
❤️
ইবিসি ট্রেক সব পর্ব দেখার পর এই পর্বটির অপেক্ষায় ছিলাম। যদিও এই ভিডিওটি দেখতে একটু দেরি হয়ে গেল। তবে দুটো জিনিস জানার আছে।
আমরা কয়েকজন, ৪/৬/৮ জনের দল হিসেবে গেলে আমরা কোন ট্যুর অপারেটর এর সাহায্য নিবো কিনা? আবার আমরা নিজেরাই সেলফ গাইড হয়ে ঘুরে আসতেপারবো কিনা? আমরা গুগল ম্যাপ সহ আপনার এই ভিডিও সাহায্য নিয়ে নিজেরা এই আয়োজনটা করলে কেমন হয়?
দ্বিতীয়ত, লোকাল গাইড এর জন্য তাদের থাকা খাওয়ার খরচ কি আমাদের বহন করতে হয়? এটা একটু জানাবেন।
আপনি অন্নপূর্ণা বেস ক্যাম্পে কি যাবেন?
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিজেরা যদি যান তাহলে বাজেট আমার এই ভিডিওতে যেভাবে বর্ননা করেছি সেভাবে পড়বে।
তবে যদি এজেন্সির মাধমে যেতে চান তাহলে খরচ ডেফিনেটলি কম হবে। এবং সুবিধাও বেশি পাবেন। সবচেয়ে বড় কথা নিশ্চিন্তে ট্রেক এঞ্জয় করতে পারবেন।
এই ভিডিওটা থেকে লিংকে ক্লিক করে Alpine Ramble এর প্যাকেজ গুলা দেখতে পারেন! ভালো লাগলে বুক করতে পারেন। ২০% দিয়ে বুক করবেন। নেপাল গিয়ে বাকিটা দিতে হবে।
mellows life এর ভিউয়ারদের জন্য ৫% ছাড় ও আছে। ABC, EBC, langtang, madri himal যে কোন রুটে।
প্যাকেজে কিকি ইনক্লুডেড থাকবে সেটা ওয়েবসাইটে পেয়ে যাবেন। কোন হিডেন চার্জ নাই। আর ওরা প্রথম সারির একটা কোম্পানি।
th-cam.com/video/tC89ydlQVpA/w-d-xo.htmlsi=DgtMHMXTlW6VMxX4
তবে হ্যা, নিজেরা নিজেরা ঘুরতে পারবেন শুধুমাত্র এভারেস্ট বেজ ক্যাম্পে। আমার ভিডিও ফলো করলে কোন সমস্যাই হবেনা ইন শা আল্লাহ। কারন আমি ভিডিওতে মোটামুটি সব তথ্যই দিয়েছি। তবে অন্যান্য রুটে আমি যতদূর জানি গাইড ম্যান্ডেটরি।
না, লোকাল গাইড কে শুধু দিন প্রতি চার্জ দিতে হয়। ওদের থাকা খাওয়ার ব্যবস্থা ওরাই করে। তবে Alpine Ramble এর সাথে গেলে গাইড পোর্টার সব খরচ অই এক প্যাকেজেই ইনক্লুডেড তাই ২০-৩০% এর মত খরচ রিডিউজ হয়ে যাচ্ছে আপনার।
জী অন্নপূর্ণা যাবো, তবে আগে কিলিমাঞ্জারোর প্রস্তুতি চলছে।
ধন্যবাদ।
উফফফ এতো দিন পরে আপনি খরচের হিসেব দিতে এলেন, এতো দিন ছিলেন কোথায়?
আমি একজন ভারতীয় এবং আপনার পুরো সিরিজটা দেখেছি এবং ওই ভিডিও দেখেই মনোস্কামনা পুরন করেছি কারণ চাইলেও আমি বয়স টা একটু বেশী আর হাঁটু আর কোমরের সমস্যা।
ধন্যবাদ
দু:খিত এত দেরী হবার জন্য। আমি একজন student, তাই সব কিছু ম্যানেজ করে ভিডিও আসতে একটু দেরী হয়ে যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমি সৃষ্টিকর্তার নিকট আপনার সুস্থ্যতা কামনা করছি, যেন খুব দ্রুতই আপনি আপনার সপ্নের যাত্রা শুরু করতে পারেন ❤️🇮🇳❤️🇧🇩
অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে সুস্থ রেখে আরো অনেক অনেক ভ্রমণ করান এবং আমার মতো অনেক দর্শক এর চক্ষু সার্থক হোক। আমিন
ইন শা আল্লাহ!