আম গাছ কোন অবস্থায় বা কখন কখন স্প্রে করতে হবে? ফুল আসার আগে, ফুল ফোঁটার আগে,ফল সরিষার মতো হলে,ফল মটর দানার মতো হলে এবং ফল সেট হবার পর। আরো বিস্তারিত জানাবেন।
আমের মুকুল বের হবার এক মাস আগে আপনাকে মিরাকুলান অর্থাৎ গাছের হরমোন স্প্রে করতে হবে। এই মিরাকুলান স্প্রে করার একদিন পর যেকোনো একটি কিটনাষক স্পে করতে হবে। গাছে মুকুল যখন বের হতে শুরু করবে তখন আবার দ্বিতীয়বারের মতো যে কোন কীটনাশক স্প্রে করতে হবে যেমন, হামলা, ওস্তাদ ইত্যাদি কিটনাশ। মুকুলগুলি যখন ফুটে যাবে তখন যে কোন একটি ছত্রাক নাশক স্প্রে করতে হবে। ফুল থেকে যখন ছোট ছোট আমে পরিণত হবে অর্থাৎ মটর দানার মতো হবে কীটনাশক এবং মিরাকুলান স্প্রে করতে হবে। আমের গুটি গুলি যখন আমে পরিণত হবে তখন আপনাকে যে কোন একটি ভিটামিন যেমন মোবোবিন স্প্রে করতে হবে। বছরে একবার বর্ষার শেষে গাছের গোড়ায় খাবার দিতে।
Thik bolachen
1thake 2gm par liter ok thank you
Dada barshar somoy ,jemon apnar gacher mukul bortomane fute royeche abong brishtir jole vije jache, a abosthai ki fungicide spray korte hobe???(fungus attack krle to mukul gulo poche jabe) a niye jodi ekti video diten valo hoto.
বর্ষা হোক অথবা শীত আপনি যে কোন সময়ে মুকুলের ফুল ফুটে যাওয়া অবস্থায় ছত্রাক নাশক স্প্রে করতে পারেন।
আম গাছ কোন অবস্থায় বা কখন কখন স্প্রে করতে হবে?
ফুল আসার আগে, ফুল ফোঁটার আগে,ফল সরিষার মতো হলে,ফল মটর দানার মতো হলে এবং ফল সেট হবার পর। আরো বিস্তারিত জানাবেন।
দাদা,
পরামর্শ তো দিলেন না! আমারো আম ফেটে যায়! সলুবর বোরন স্প্রে করি কিন্তু কাজ হয় না! তাই পরামর্শ চেয়েছিলাম। কোন কোন সময় স্প্রে করতে হবে?
আমের মুকুল বের হবার এক মাস আগে আপনাকে মিরাকুলান অর্থাৎ গাছের হরমোন স্প্রে করতে হবে। এই মিরাকুলান স্প্রে করার একদিন পর যেকোনো একটি কিটনাষক স্পে করতে হবে। গাছে মুকুল যখন বের হতে শুরু করবে তখন আবার দ্বিতীয়বারের মতো যে কোন কীটনাশক স্প্রে করতে হবে যেমন, হামলা, ওস্তাদ ইত্যাদি কিটনাশ। মুকুলগুলি যখন ফুটে যাবে তখন যে কোন একটি ছত্রাক নাশক স্প্রে করতে হবে। ফুল থেকে যখন ছোট ছোট আমে পরিণত হবে অর্থাৎ মটর দানার মতো হবে কীটনাশক এবং মিরাকুলান স্প্রে করতে হবে। আমের গুটি গুলি যখন আমে পরিণত হবে তখন আপনাকে যে কোন একটি ভিটামিন যেমন মোবোবিন স্প্রে করতে হবে। বছরে একবার বর্ষার শেষে গাছের গোড়ায় খাবার দিতে।
@@Gach-premi অনেক অনেক ধন্যবাদ