জনাব আমাদের দেশের কি কোন মা বাপ নাই। এত অপরাধ করে যাচ্ছে একের পরে এক অথচ এদেরকে কেউ অপরাধ থেকে নিবৃত্ত করতে পারছে না। সবাই যেন আদা জ্বল খেয়ে নেমেছে এদেশকে পিছনের দিকে ঠেলে দিতে। হে মহান সর্বপ্রিয় পবিত্র আল্লাহ আপনি আমাদের বাংলাদেশের মানুষকে সকল অসুভ শক্তির হাত থেকে রক্ষা করুন। আমিন। ধন্যবাদ ।
আমার কথা হচ্ছে, আমরা সাধারণ মানুষ তো এই সিলেন্ডার কিনে নেই। গ্যাসের দাম যদি ১৪০০-১৪৫০ টাকা হয়৷ সিলেন্ডার সহ কিনতে গেলে প্রথম ২৫০০-৩০০০ টাকায় এক একটি সিলেন্ডার কিনতে হয়। অতএব এগুলা কোম্পানির মানে কি? আমরা সাধারণ মানুষ যদি ভাংগারি দোকানে বিক্রি করে দেই। এবং সেই সিলেন্ডার ভাংগারি দোকানদার। চিন্তা করবে। সে কি করবে। খাবে নাকি ভর্তা বানাবে।
দেশে যে সিলিন্ডারগুলোয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি হয়, সেগুলো তৈরিতে ব্যবহূত হয় উন্নত মানের ইস্পাত বা স্টিল। এগুলোর বাজারমূল্য অনেক বেশি হলেও বাজারজাতের পরিমাণ বাড়াতে গ্রাহকের ক্ষেত্রে সিলিন্ডারপ্রতি ভর্তুকি দেয় অপারেটররা। এর মাধ্যমে তাদের লক্ষ্য থাকে গ্রাহকের হাতে সাশ্রয়ী দামে ও সাধ্যের মধ্যে এলপি গ্যাস পৌঁছে দেয়ার। সাধারণত একটি সিলিন্ডারের দাম শুরু হয় ২ হাজার ৮০০ টাকা থেকে। কিন্তু ভর্তুকি দেয়ার পর পরিবেশক পর্যায়ে একটি খালি সিলিন্ডারের দাম ধরা হয় ৬০০-৭০০ টাকা
দেশের এইসব খবর দেখে। আমরা প্রবাসীরা কি আনন্দে থাকতে পারি। দেশের জন্য আমরা দিন রাত কষ্ট করে রেমিট্যান্স পাটাই।এই টাকা থেকে এইসব কেনা হয়। এই মূল্যবান সম্পদকে ডাকাতরা নষ্ট করছে। এরা এত সাহস পায় কোথাথেকে।
যে সব জেলাতে এগুলো হচ্ছে এদের স্বাথে অতপ্রতো ভাবে জেলা প্রশাসন ও প্রশাসোক জড়িত,,,,,তা না হলে রাস্তার পাশে দিবালোকে কি ভাবে করে,,,,, সব কাজ কি সাংবাদিকের,,,,,,
সেই ব্রাহ্মণকে ভাল ভাবে খাওয়ানো উচিত এবং যৌন ভোগের জন্য তাকে সুন্দর বালক হিসেবে দেখা উচিত। ব্রাহ্মণের প্রতিটি আকাঙ্ক্ষা নারী ভক্ত দ্বারা সন্তুষ্ট হওয়া উচিত। তাঁহার সমস্ত হৃদয় এবং আত্মা এবং তার মুখে একটি হাসি দিয়ে, নিজেকে তাঁর কাছে তুলে ধরতে হবে। (মাতসিয়া পুরাণ ৭১.৪৪-৪৫;P-212)(মাতসিয়া পুরাণ পড়তে চাইলে আপনার ইমেল আপ্লোড করুন)
সরকারের দেশ ঘুরে দেখা উচিৎ তাহলে আইনের কিছুটা উন্নতি হলেও হতে পারে ,যে ভাবে সারাদেশে অবৈধ কাজকাম চলছে,আইন আছে বলে মনে হয় না,সব কিছুতে জোর যার মুল্লুক তার।
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।দেশের উন্নয়নমূলক কাজগুলো স্বপ্ন পূরণ হচ্ছে এখন দেশের নানা রকম অপরাধ অপকর্ম বন্ধ করতে হবে।অতীত বর্তমানকে নিধারিত করে আর বর্তমান ভবিষ্যকে নিধারিত করে।আমরা অতীতে ছিলাম শিক্ষিতভাবে সুন্দর দেখতে শুদ্ধভাবে ভদ্রভাবে করে মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে,টাকা ক্ষমতা,চাকরি,পদ আদায় করা অনিয়ম-দুর্নীতির ঘুষ,প্রতারণা করা,নাম বিক্রি করে চাঁদাবাজি অবৈধভাবে দখল,নেশা চুরি,ধোঁকাবাজি,নোংরা বিশৃঙ্খলা অসভ্য খারাপ জাতি আমরা।দেশ পেলাম ভালো মানুষগুলো পেলাম অমানুষ।দোষ খারাপদের না দোষ আমাদের আমরা অন্যায় করার সুযোগ দিয়ে থাকি তাই তারা সুযোগ পায়।আমরা ভয়ে জুলুমের অত্যাচারের জন্য প্রতিবাদ করি না। তাই তারা সুযোগ পেয়ে থাকে তা কাজে লাগায়। যে ক্ষমতায় আসুক না কেন সবাই টাকা পদ বড় চেয়ার,ও ক্ষমতা চাকরির জন্য পেরেশানিরে। দেশের ও সাধারণ জনগণের গরীব অসহায় দুঃখী, নিরীহ মানুষের কি হলো তা দেখার সময় নেই।দেশ সেবা পরে আগে নিজের স্বার্থ জন্য কাজ করে। মুখে বলি ডিজিটাল উন্নয়ন কথা বলি তাই অন্য দেশ থেকে পিছিয়ে।পূর্বপুরুষরা যদি ১৫০/২০০ বছরের পরিকল্পনায় অনুযায়ী কাজ করতো শৃঙ্খলা নিয়মকানুন কঠোরভাবে আইন করতো তাহলে দেশে কোন অপরাধ করতে সাহস পেতো না দেশ আরো এগিয়ে যেতো।আমরা শিক্ষা শিক্ষিত দেশ প্রেমিক হতে পারলাম না।আমরা শিক্ষায় শিক্ষিত রুপে অশিক্ষিত অসভ্য অমানুষ।সিসিটিভি,গোয়েন্দাদের আড়ালে,কত কিছু হয়।আসলে আমাদের অতীত ছিলো অনিয়ম-দুর্নীতির খারাপ তো আমরা কিভাবে ভালো হবো।কোন জবাবদিহিতা নাই চাকরি হারানো ভয় নাই তাই যা খুশি তা করতে পারে। দেশ বিদেশে সম্পদে পাহাড় করেছে বিলাসিতা ভাবে ছেলেমেয়েররা চলাফেরা করছে। স্বজনপ্রীতি করছে। কেউ দেখার নেই। যারা দেখবে তারা জড়িত থাকে নানা রকম অপকর্মের সাথে। যেই ক্ষমতায় আছে ছিলো বা আসবে তারা কেউ বাংলাদেশ কে ভালো করতে পারবে না কেননা আমরা জনগণ হলাম সবচেয়ে খারাপ তাই আল্লাহ আমাদেরকে এমন রাখছে। যদি আমাদের দেশের সকল সেক্টর সততা ভাবে দেশের জন্য ও দেশের অসহায় গরীব মানুষের কষ্ট বুঝে কাজ ও সেবা করতো তাহলে দেশে কোন অপরাধ,অনিয়ম-দুর্নীতির,বিশৃঙ্খলা নিয়ম কানুন নষ্ট হতো না বিশ্বাস রাখুন। সরকার জনগনের কষ্ট টাকা দিয়ে থাকে দেশ ও দেশের অসহায় মানুষে সেবা করতে। ৮০% অসাধু আগে নিজের সেবা পরে দেশের সেবা।সকল জায়গায় হচ্ছে বেশিরভাগ অনিয়ম-দুর্নীতির চুরি হচ্ছে নিয়মশৃঙ্খলা মতো কাজ করছে না।কেউ যদি কোন ছোট বড় অপরাধ করতে ভয় পায় তার জন্য,আমাদের কঠোর আইন করতে হবে আইনের প্রতি শ্রদ্ধা করতে হবে।টেকনিক্যাল আধুনিক ভাবে সব কিছু সকল জায়গায় সঠিকভাবে বিশ্লেষণ করে নতুন সিস্টেমের আওতায় আনতে হবে। গ্যাস বিদ্যুৎ পানি ওয়াসা সহ সকল উন্নয়নমূলক বড় ছোট কাজগুলো ১৫০/২০০ বছরের জন্য পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে টেকসই মানের করতে হবে তার জন্য সেনাবাহিনীর ইন্জিনিয়ার সাথে পরামর্শ করে কাজ করতে হবে। সেনাবাহিনী ও র্যাব সদস্য হলো জনগণের বন্ধু। নিরাপদ সড়ক,অলিগলি ও গ্রামীণ রাস্তা ঘাটে ১২লাইনের প্রশস্ত করতে হবে তাহলে দুর্ঘটনা কম হবে।আন্ডারপাস রাস্তা ও বাস ট্রেন নৌযান দখলমুক্ত অবস্থা ভালো করতে হবে আধুনিক শক্তিশালীভাবে।সাধারণ জনগণের যেন হয়রানি পেরেশানি ভোগান্তি না করতে হয়।সকল পরিবহন নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে চলতে হবে।খাদ্য শিক্ষা স্বাস্থ্য নামে যে অনিয়ম-দুর্নীতির হয়রানি পেরেশানি ভোগান্তি হয় তা বন্ধ করতে হবে।দেশে আধুনিক ভাবে শক্তিশালী টেকসই মানের সেবা ব্যবস্থা করতে হবে কেউ যেন চিকিৎসা করাতে বিদেশে না যায়।খাদ্য জন্য ভিক্ষা করতে না হয়।শিক্ষা করে যেন কেউ অমানুষ জানোয়ার অসভ্য না হয়।সবাই যেন শিক্ষায় শিক্ষিত হয় ও দেশে প্রেমিক হয়।সকল খারাপ মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। সব কিছু সঠিকভাবে নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে কাজ ও চলাফেরা করতে হবে। দেশ প্রেমিক হতে হবে।মাদকসহ যতো খারাপ কাজ হয় যেখানে অপরাধ অনিয়ম-দুর্নীতির অপকর্মে লিপ্ত জড়িত সেখানে প্রতিবাদ করতে হবে। কঠোরভাবে বিচার করতে হবে। পুটিমাছদের ধরে লোকদেখানো জন্য পরে যে লাউ সে কদু।রুইকাতলা বেঁচে যায় চোখের আড়ালে।সাময়িক বরখাস্ত,বদলি,তিন দল বিশিষ্ট কমিটি করতে করতে মূল হোতাদের আসল অপরাধীদের সিস্টেমের জন্য সিনিয়রদের জন্য ধরা যায় না তাই এইসব বন্ধ করতে হবে। র্যাব দিয়ে তদন্ত করা। এমপি,মন্ত্রিসহ সকল সরকারি বেসরকারি স্বায়িত্বশাসিত প্রশাসনের অফিসে কমকর্তা ও কলেজের ছাত্রদের ৪মাস সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলক দেশ প্রেমিক হতে হবে তারপর দেশ ও দেশের নিরীহ গরীব দুঃখী মানুষের কষ্ট বুঝে কাজ করতে হবে।
আরে ভাই সব ব্যবসা সমিতির সভাপতিক ধর, তার পর যার মাল,তার পর সরকারি লোক যারা এই দায়িত্বে, তারপর সরকার। এত ঘটনা ঘটতেছে কোনো শালাই ঠিক নেই সব ২নাম্বর। আইনের শাসন নেই।
একটা সিলিন্ডার বানাতে খরচ হয় ৪ হাজার টাকা কিনতু কমপানি গ্যাস বিক্রি করার জন্য সিলিন্ডার টি ১৩০০ বা ১২০০টাকা দাম ধরে বিক্রি করে যা কমপানি লস দিলো ২৭০০ টাকা। যখন আপনি গ্যাস নিবেন তখন তাদের আসতে আসতে লাভ হতে থাকবে। আর যারা সিলিন্ডার কাটছে তারা ১৩০০টাকাই কিনে কেটে কেজি দরে ১৭০০ বা ১৮০০ টাকাই বিক্রি করছে। আর আইন এর ব্যাপারে জানা নেই
হায় হায় হায় কেউ মুখ খুলতে চায় না , সাধারন মানুষ আজ কত অসহায় ।
Shob e khomota
কিছু বলার ভাষা খুজে পাইনা।।
আল্লাহ তুমি আমাদের, বাঙালিদের একটু হেদায়েত দাও। তুমি তো হেদায়েতের মালিক মাওলা।।
নায়ক মান্না'র ডায়ালগ টাই সত্যি হয়ে যাচ্ছে,,,,
"দেশের _____সাড়া"😭
Gua mara
দেশে আইনের শাসন না থাকলে যা হয়,, তারই বহিঃপ্রকাশ। 🚫🚫
দেশের আইন শুধু দেশের জনগণের ওপরে প্রয়গ করা হয় ভাই 😴
Yes
@@Mdparvez-zh8jj রাইট ভাই 👍
ভাই আইন আছে তবে সেটা গরিব দুখিদের জন্য টাকা ওয়ালাদের জন্য না
আইন না থাকলে এইগুলা আমাদের সামনে আসলো কি করে?
দেশ টা দুর্নীতিতে ভরে গেছে
হায় রে দেশ কোন দেশে বাস করি আমরা 😓
ধন্যবাদ জাহিদ ভাই কে এমন একটা নিউজ করার জন্য।
যে দেশে দুর্নীতি বরা সেই দেশে উন্নতি হবে কি ভাবে
এদেশ ছেড়ে অন্য দেশে চলে যা.....
@@jackanderson9337 কেন উনি কি মিথ্যা লিখেছেন? 🤔
@@jackanderson9337 তুই যা
@@jackanderson9337 তুই চলে যা মালু
দুই নাম্বার কাজ গুলো দেশের মানুষের মাথায় ভালো কাজ করে।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন চাই
পুলিশ ও এর সাথে জরিত
সাধারণ মানুষ কতোটা অসহায় সত্য কথা বলেতে ভয় পায়। দেশের আইন যদি ভালো হতো তাহলে এই ভয়টা থাকতো না
জনাব আমাদের দেশের কি কোন মা বাপ নাই। এত অপরাধ করে যাচ্ছে একের পরে এক অথচ এদেরকে কেউ অপরাধ থেকে নিবৃত্ত করতে পারছে না। সবাই যেন আদা জ্বল খেয়ে নেমেছে এদেশকে পিছনের দিকে ঠেলে দিতে। হে মহান সর্বপ্রিয় পবিত্র আল্লাহ আপনি আমাদের বাংলাদেশের মানুষকে সকল অসুভ শক্তির হাত থেকে রক্ষা করুন। আমিন। ধন্যবাদ ।
Ki akta moner kota bole dilen...
থানা পুলিশ অভিযোগ পেয়েও যে ঝিমায়, এই দায় পুলিশ নিজেও নেয় না। বলে কাজ করতেছি! তাহলে এগুলো কাটতেছে কে?
এতো বুদ্ধি যদি সঠিক কাজে খরচ হতো তাহলে দেশ আরও এগিয়ে যেতো/
আমিও তাই ভাবি এত কু বুদদি পায় কই ।জ্ঞানটা ভাল কাজে ব্যবহার করে না কেন
সঠিক কাজে যায়গা না দিলেতো অসত পথ অবল্বন করবেই এটা বাংলাদেশ
এটা কি বুদ্ধি নয়, কিভাবে পয়সা কামায় করার কৌশল বের করে এটাও তো বুদ্ধির কাজ, সব কাজেই তো বুদ্ধির দরকার হয় ভাই
এতো জঘন্য অপরাধ করেও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পড়েনা এটা একেবারেই জাতি ও সরকারের জন্য লজ্জার
আমার কথা হচ্ছে, আমরা সাধারণ মানুষ তো এই সিলেন্ডার কিনে নেই। গ্যাসের দাম যদি ১৪০০-১৪৫০ টাকা হয়৷ সিলেন্ডার সহ কিনতে গেলে প্রথম ২৫০০-৩০০০ টাকায় এক একটি সিলেন্ডার কিনতে হয়। অতএব এগুলা কোম্পানির মানে কি? আমরা সাধারণ মানুষ যদি ভাংগারি দোকানে বিক্রি করে দেই। এবং সেই সিলেন্ডার ভাংগারি দোকানদার। চিন্তা করবে। সে কি করবে। খাবে নাকি ভর্তা বানাবে।
Udpaton khoroj besi company ar
দেশে যে সিলিন্ডারগুলোয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি হয়, সেগুলো তৈরিতে ব্যবহূত হয় উন্নত মানের ইস্পাত বা স্টিল। এগুলোর বাজারমূল্য অনেক বেশি হলেও বাজারজাতের পরিমাণ বাড়াতে গ্রাহকের ক্ষেত্রে সিলিন্ডারপ্রতি ভর্তুকি দেয় অপারেটররা। এর মাধ্যমে তাদের লক্ষ্য থাকে গ্রাহকের হাতে সাশ্রয়ী দামে ও সাধ্যের মধ্যে এলপি গ্যাস পৌঁছে দেয়ার। সাধারণত একটি সিলিন্ডারের দাম শুরু হয় ২ হাজার ৮০০ টাকা থেকে। কিন্তু ভর্তুকি দেয়ার পর পরিবেশক পর্যায়ে একটি খালি সিলিন্ডারের দাম ধরা হয় ৬০০-৭০০ টাকা
আপনি বালের ক্রেতা!!
ভাই আপনার কাছ থেকে যে টাকা অতিরিক্ত নেওয়া হয় সেটা জমা বাবদ সেটা বোতলের ক্রয় মূল্য নয় একটি বোতল উৎপাদন খরচ প্রায় 5 থেকে 7 হাজার টাকা
@@saeedautosbd7120 একটা বোতলের ওজন ৫/৭হাজার টাকা কেমনে হয়
এটাতে কয় কেজি লোহা থাকে??
দেশটায় এত দুর্নীতি বেরে গেছে যা কল্পনা করা যায় না।।
দেশের সম্পদ নষ্ট করে এমন চোরদের
দরে আইনের আওতায় আনা হোক এবং কঠিন শাস্তি দেয়া হউক প্রসাসনের কাছে আমাদের দাবি জানাচ্ছি।
বাহ খুব ভালো কেউ বলতেই সাহস পাচ্ছেনা
সরকার মনিটরিং করতে ব্যার্থ😢
এখানে .প্রকাশ্যে তারা লেনদেন করে অথচ ব্যবসায়ীদের কে ধরা হচ্ছে না !!ব্যবস্থা নেওয়া হচ্ছে না.
দেশের এইসব খবর দেখে।
আমরা প্রবাসীরা কি আনন্দে থাকতে পারি। দেশের জন্য আমরা দিন রাত কষ্ট করে রেমিট্যান্স পাটাই।এই টাকা থেকে এইসব কেনা হয়। এই মূল্যবান সম্পদকে ডাকাতরা নষ্ট করছে। এরা এত সাহস পায় কোথাথেকে।
দেশের মানুষ সব ভিতু হয়ে গেছে👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👆👆👆👆👆👆👆👆👆👆
ধণনযবাদ এককততর টিভি
বাংলাদেশে সব কিছুই সম্ভব, এদের দৃষ্টান্ত মুলুক শাস্তি দেওয়া হয় না বিধায় এই অবস্থা।
কঠিন শাস্তি চাই
0:48 nice vallagce dorai dibar lai😅😅
মামা , এটা বুঝতে হবে , এটা সোনার বাংলাদেশ 😪😪
ভাই কি বলবো আর এইটা ভাংগাদেশ বলে কথা এইসব দেখলে মনে চায় ইউক্রেনে চলে যাই এই দেশে আর থাকতে মন চায়না
বিষয় টা বুজলাম না। কাটলে কি সমস্যা। কার লাভ লস হবে।মাল কার তাওতো বলা হচ্ছে না।
খুব ভালো সংবাদ, খুবই আনন্দের সংবাদ। কিছুদিন পরপর তোমরা এলপি গ্যাসের দাম দাম বৃদ্ধি করো । কাস্টমারের মাথায় বাড়ি দাও। তখন তোমাদের খারাপ লাগেনা। এখন তোমাদের এলপি গ্যাসের সিলিন্ডার কাটছে তাতে এত খারাপ লাগার কারণটা কি।
৭১ টিভিকে হাজারো সালাম জানাই
প্লাস্টিক সিলিন্ডার বানান।
উন্নয়ন সিংগাপুর বলে কথা
ভাল কাজ করছে
আইন আছে।কিন্তু পয়োগ নাই
যে সব জেলাতে এগুলো হচ্ছে এদের স্বাথে অতপ্রতো ভাবে জেলা প্রশাসন ও প্রশাসোক জড়িত,,,,,তা না হলে রাস্তার পাশে দিবালোকে কি ভাবে করে,,,,,
সব কাজ কি সাংবাদিকের,,,,,,
এই না হলে আমরা বাঙ্গালি!! 😰😥😪
এই জন্যই সিলিন্ডার চাহিদা বাড়ছে আর দাম বাড়ছে
Thanks for news
সেই ব্রাহ্মণকে ভাল ভাবে খাওয়ানো উচিত এবং যৌন ভোগের জন্য তাকে সুন্দর বালক
হিসেবে দেখা উচিত। ব্রাহ্মণের প্রতিটি আকাঙ্ক্ষা নারী ভক্ত দ্বারা সন্তুষ্ট হওয়া উচিত। তাঁহার সমস্ত হৃদয় এবং আত্মা এবং তার মুখে একটি হাসি দিয়ে, নিজেকে তাঁর কাছে তুলে ধরতে হবে। (মাতসিয়া পুরাণ ৭১.৪৪-৪৫;P-212)(মাতসিয়া পুরাণ পড়তে চাইলে আপনার ইমেল আপ্লোড করুন)
কোম্পানিগুলো ন্যায্য দামে এই সিলিন্ডার গুলো ফেরত নেয় না এজন্য এই সমস্যা তৈরি হচ্ছে।
এটা অতি সাধারণ দূর্নীতি ভাই
Good
DGTAL BANGLADESH
এলপিজি ব্যবসায়ী সিন্ডিকেটের ব্যবসা কোম্পানির শিক্ষা হওয়া উচিত।
১৪০০-১৫০০৳ কিনতে হইতাছে।
দেশে চলছে হরিলুট,,
যে যে ভাবে পারে,,সে সেই ভাবে হরিলুট করতেছে
গ্যাস সিলিন্ডার আইনত ব্যবস্থা নিতে হবে প্রশাসন বিষয়গুলো দেখতে হবে
দেশ আবার উন্নতি চায়
আইন বলতে কিছু আর নাই, নাম বলতে ভয় পাই এখন সাধারণ মানুষ
আমাদের দেশে হয় না কি বলুন তো? হয়নি কি এমন কিছু আছে যেটা বাকি আছে। আমাদের দেশটা সব কাজের আতুর ঘর এখানে সবকিছু হওয়া সম্ভব অসম্ভব কিছু নেই।
উপযুক্ত শাস্তির অভাবে তারা এমন করার সাহস পাচ্ছে
ঠিকই আছে গ্যাসের দাম যে পরিমাণ বাড়ায় সেন তাতে গ্যাস সিলিন্ডার এভাবে নষ্ট করে দেওয়াই উচিত আমার মতে।
দেশের সকল ব্যবসায়ী অসাধু।
Interesting , anything possible in Bangladesh
বিএনপি, জামাত, শিবির জড়িত
জি আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করতেছেন! তাই, আপনারা এদের খুঁজে পান না, শুধু সাংবাদিকরা আর আমজনতা দেখতে পায়!
সরকারের দেশ ঘুরে দেখা উচিৎ তাহলে আইনের কিছুটা উন্নতি হলেও হতে পারে ,যে ভাবে সারাদেশে অবৈধ কাজকাম চলছে,আইন আছে বলে মনে হয় না,সব কিছুতে জোর যার মুল্লুক তার।
খালি সিলিন্ডারের উৎপাদন মূল্যতেই সিলিন্ডার বিক্রি করা হোক
সাধারণ মানুষ বলতে ভয় পাচ্ছে তাহলে কাজটা করে কারা। 🙄🙄🙄🙄🙄🤔🤔
আমাদের দেশে সিলিন্ডারে উৎপাদন ও মেয়াদ উত্তির্নের তারিখ দেয়া হয়না কেন?
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।দেশের উন্নয়নমূলক কাজগুলো স্বপ্ন পূরণ হচ্ছে এখন দেশের নানা রকম অপরাধ অপকর্ম বন্ধ করতে হবে।অতীত বর্তমানকে নিধারিত করে আর বর্তমান ভবিষ্যকে নিধারিত করে।আমরা অতীতে ছিলাম শিক্ষিতভাবে সুন্দর দেখতে শুদ্ধভাবে ভদ্রভাবে করে মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে,টাকা ক্ষমতা,চাকরি,পদ আদায় করা অনিয়ম-দুর্নীতির ঘুষ,প্রতারণা করা,নাম বিক্রি করে চাঁদাবাজি অবৈধভাবে দখল,নেশা চুরি,ধোঁকাবাজি,নোংরা বিশৃঙ্খলা অসভ্য খারাপ জাতি আমরা।দেশ পেলাম ভালো মানুষগুলো পেলাম অমানুষ।দোষ খারাপদের না দোষ আমাদের আমরা অন্যায় করার সুযোগ দিয়ে থাকি তাই তারা সুযোগ পায়।আমরা ভয়ে জুলুমের অত্যাচারের জন্য প্রতিবাদ করি না। তাই তারা সুযোগ পেয়ে থাকে তা কাজে লাগায়। যে ক্ষমতায় আসুক না কেন সবাই টাকা পদ বড় চেয়ার,ও ক্ষমতা চাকরির জন্য পেরেশানিরে। দেশের ও সাধারণ জনগণের গরীব অসহায় দুঃখী, নিরীহ মানুষের কি হলো তা দেখার সময় নেই।দেশ সেবা পরে আগে নিজের স্বার্থ জন্য কাজ করে। মুখে বলি ডিজিটাল উন্নয়ন কথা বলি তাই অন্য দেশ থেকে পিছিয়ে।পূর্বপুরুষরা যদি ১৫০/২০০ বছরের পরিকল্পনায় অনুযায়ী কাজ করতো শৃঙ্খলা নিয়মকানুন কঠোরভাবে আইন করতো তাহলে দেশে কোন অপরাধ করতে সাহস পেতো না দেশ আরো এগিয়ে যেতো।আমরা শিক্ষা শিক্ষিত দেশ প্রেমিক হতে পারলাম না।আমরা শিক্ষায় শিক্ষিত রুপে অশিক্ষিত অসভ্য অমানুষ।সিসিটিভি,গোয়েন্দাদের আড়ালে,কত কিছু হয়।আসলে আমাদের অতীত ছিলো অনিয়ম-দুর্নীতির খারাপ তো আমরা কিভাবে ভালো হবো।কোন জবাবদিহিতা নাই চাকরি হারানো ভয় নাই তাই যা খুশি তা করতে পারে। দেশ বিদেশে সম্পদে পাহাড় করেছে বিলাসিতা ভাবে ছেলেমেয়েররা চলাফেরা করছে। স্বজনপ্রীতি করছে। কেউ দেখার নেই। যারা দেখবে তারা জড়িত থাকে নানা রকম অপকর্মের সাথে। যেই ক্ষমতায় আছে ছিলো বা আসবে তারা কেউ বাংলাদেশ কে ভালো করতে পারবে না কেননা আমরা জনগণ হলাম সবচেয়ে খারাপ তাই আল্লাহ আমাদেরকে এমন রাখছে।
যদি আমাদের দেশের সকল সেক্টর সততা ভাবে দেশের জন্য ও দেশের অসহায় গরীব মানুষের কষ্ট বুঝে কাজ ও সেবা করতো তাহলে দেশে কোন অপরাধ,অনিয়ম-দুর্নীতির,বিশৃঙ্খলা নিয়ম কানুন নষ্ট হতো না বিশ্বাস রাখুন। সরকার জনগনের কষ্ট টাকা দিয়ে থাকে দেশ ও দেশের অসহায় মানুষে সেবা করতে। ৮০% অসাধু আগে নিজের সেবা পরে দেশের সেবা।সকল জায়গায় হচ্ছে বেশিরভাগ অনিয়ম-দুর্নীতির চুরি হচ্ছে নিয়মশৃঙ্খলা মতো কাজ করছে না।কেউ যদি কোন ছোট বড় অপরাধ করতে ভয় পায় তার জন্য,আমাদের কঠোর আইন করতে হবে আইনের প্রতি শ্রদ্ধা করতে হবে।টেকনিক্যাল আধুনিক ভাবে সব কিছু সকল জায়গায় সঠিকভাবে বিশ্লেষণ করে নতুন সিস্টেমের আওতায় আনতে হবে।
গ্যাস বিদ্যুৎ পানি ওয়াসা সহ সকল উন্নয়নমূলক বড় ছোট কাজগুলো ১৫০/২০০ বছরের জন্য পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে টেকসই মানের করতে হবে তার জন্য সেনাবাহিনীর ইন্জিনিয়ার সাথে পরামর্শ করে কাজ করতে হবে। সেনাবাহিনী ও র্যাব সদস্য হলো জনগণের বন্ধু।
নিরাপদ সড়ক,অলিগলি ও গ্রামীণ রাস্তা ঘাটে ১২লাইনের প্রশস্ত করতে হবে তাহলে দুর্ঘটনা কম হবে।আন্ডারপাস রাস্তা ও বাস ট্রেন নৌযান দখলমুক্ত অবস্থা ভালো করতে হবে আধুনিক শক্তিশালীভাবে।সাধারণ জনগণের যেন হয়রানি পেরেশানি ভোগান্তি না করতে হয়।সকল পরিবহন নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে চলতে হবে।খাদ্য শিক্ষা স্বাস্থ্য নামে যে অনিয়ম-দুর্নীতির হয়রানি পেরেশানি ভোগান্তি হয় তা বন্ধ করতে হবে।দেশে আধুনিক ভাবে শক্তিশালী টেকসই মানের সেবা ব্যবস্থা করতে হবে কেউ যেন চিকিৎসা করাতে বিদেশে না যায়।খাদ্য জন্য ভিক্ষা করতে না হয়।শিক্ষা করে যেন কেউ অমানুষ জানোয়ার অসভ্য না হয়।সবাই যেন শিক্ষায় শিক্ষিত হয় ও দেশে প্রেমিক হয়।সকল খারাপ মন-মানসিকতা পরিবর্তন করতে হবে।
সব কিছু সঠিকভাবে নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে কাজ ও চলাফেরা করতে হবে। দেশ প্রেমিক হতে হবে।মাদকসহ যতো খারাপ কাজ হয় যেখানে অপরাধ অনিয়ম-দুর্নীতির অপকর্মে লিপ্ত জড়িত সেখানে প্রতিবাদ করতে হবে। কঠোরভাবে বিচার করতে হবে।
পুটিমাছদের ধরে লোকদেখানো জন্য পরে যে লাউ সে কদু।রুইকাতলা বেঁচে যায় চোখের আড়ালে।সাময়িক বরখাস্ত,বদলি,তিন দল বিশিষ্ট কমিটি করতে করতে মূল হোতাদের আসল অপরাধীদের সিস্টেমের জন্য সিনিয়রদের জন্য ধরা যায় না তাই এইসব বন্ধ করতে হবে। র্যাব দিয়ে তদন্ত করা।
এমপি,মন্ত্রিসহ সকল সরকারি বেসরকারি স্বায়িত্বশাসিত প্রশাসনের অফিসে কমকর্তা ও কলেজের ছাত্রদের ৪মাস সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলক দেশ প্রেমিক হতে হবে তারপর দেশ ও দেশের নিরীহ গরীব দুঃখী মানুষের কষ্ট বুঝে কাজ করতে হবে।
এগুলো দেখার পরেও একদল লোক বলবে দেশে আইনের শাষণ নেই 🤣🤣🤣
দেশে আইন না থাকলে এমন হয়
এদেশে আইনের শাসন নাই বলে । দেশের এই অবস্থা।
যখন কোম্পানী গুলা কয় দিন পর পর দাম বায় তখন প্রশাসন কোথায় থাকে,,বোতল কাটার বিষয়ে যদি গ্যাস কোম্পানীর আইন থাকে তাহলে সে অনুযায়ি কাজ করবে,
যদি কাটে তবে ব্যবস্থা নিবেন। এটা দেখার দায়িত্ব কার? আপনার দায়িত্ব কি?
আরে ভাই সব ব্যবসা সমিতির সভাপতিক ধর, তার পর যার মাল,তার পর সরকারি লোক যারা এই দায়িত্বে, তারপর সরকার। এত ঘটনা ঘটতেছে কোনো শালাই ঠিক নেই সব ২নাম্বর। আইনের শাসন নেই।
আইন আছে প্রয়োগ নেই! আরও যদি কেউ কাটে আমরা ব্যবস্থা নিব....
ভাই আমি আছি সাথে ক্যামেরাম্যান হিসেবে
খুবই দুঃখ জনক বিষয় এবং পুলিশ কতো টাকা ভাগ পায় তা জিজ্ঞেস করুন.......?
সাংবাদিক কি করলো জীবনে এতো বড় একটা জায়গায় থেকে খুঁজে বের করলে পারলো না মালিক কে 😡
valo kaj
দাম বারুক আমাদের বেতন বারুক
দুর্নীতিতে আমরা এখন ১৩ তম।
সিলিন্ডারের দাম বাড়িয়ে দিলেই তো সমাধান হয়ে যাবে।
পুরনো সিলিংডার কাঠলে সমস্যা কি?
বাতিল সিলিন্ডার কেটে রিরোোরিং মিলে বিক্রি করলে খতি কি?
আইনের অভাব
সিলিন্ডার কাটা বেআইনি আজকে জানলাম
মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার গুলো কাটলে ও তো এক কথা ছিল! তারা তো সব কেটে ফেলছে!
সিলিন্ডারের গায়ে খোদাই করে সিলিন্ডারের এক্সপেয়ারিং ডেট লেখা বাধ্যতামূলক করা উচিৎ......
সিলিন্ডার কাটলে কি হয়? কেউ একটু বুঝিয়ে বলবেন । এই বিষয়ে আইন কি।
আমি ও বুজতে ছিনা
একটা সিলিন্ডার বানাতে খরচ হয় ৪ হাজার টাকা কিনতু কমপানি গ্যাস বিক্রি করার জন্য সিলিন্ডার টি ১৩০০ বা ১২০০টাকা দাম ধরে বিক্রি করে যা কমপানি লস দিলো ২৭০০ টাকা। যখন আপনি গ্যাস নিবেন তখন তাদের আসতে আসতে লাভ হতে থাকবে। আর যারা সিলিন্ডার কাটছে তারা ১৩০০টাকাই কিনে কেটে কেজি দরে ১৭০০ বা ১৮০০ টাকাই বিক্রি করছে। আর আইন এর ব্যাপারে জানা নেই
@@wbmovieclip9822 thanks
পুলিশ শুধু কাজ করছে🤣
সাংবাদিক হয়ে বের করছে কে বা কারা এগুলা করছে আর পুলিশ কাচা বাদাম খাচ্ছে 🤣
কঠোর ভাবে এদের সাইজ করতে হবে।
আই নো জানি গলা হাদি দিবাল্লাই 🤣
এগুলো যে দেশে আইন নাই সেই দেশেই সম্ভব
সরকার কেন কঠোর হয় না এই বিষয়ে।
বলে জানিয়েছেন
কাট বেশী কইরা কাট, কাইট্টা সব সিলিন্ডার শেষ কইরা ফালা। দেখি সিলিন্ডার গ্যাসের দাম বারাছ কেমনে ???
দেশে বিচার নাই তাই এই অবস্থা
Hi Bangladesh
সারালা গেসের দাম ১৪০০যখন হয়ে গেল তাই সব সিলিন্ডার কেটে পেলা উচিত বলে
ওসি সাহেব বান্ডিল নিছে?
বাবাহ এত ক্ষমতা,,,,,,,,,,?
সঠিক ব্যবহার করতে হবে
বয়কট করুন দালান মিডিয়া ৭১ টিভি।
0:48 😆😆
এই দেশে করা সম্ভব
সিলিন্ডারের দাম বাড়িয়ে দিলেই হয়
ছিলিনডার দিয়ে কি হবে গ্যাস এর যা দাম তাতে কিনা র সম্ভব না আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে।
অসাধু ব্যাবসায়ি কারা?
নিঃসন্দেহে সরকারি দলের লোক🤔🤔
আইনের সুশাসন ব্যবস্থা না থাকায় এই অবস্থা। আর যারা করে তারায় আমলাতান্ত্রিক ক্ষমতার সাথে যুক্ত।