মৃন্ময়, 2 টো এপিসোড দেখলাম। অভিভূত বললেও কম বলা হয়। দুটো এপিসোড ই attractive এবং পরের এপিসোড দেখার আগ্রহ জন্মায় । প্রয়োগ একদম যথাযত। তবু একজন ley man হিসেবে কিছু কথা বলার সাহস করছি। প্রথম এপিসোড।।। মেরিন বলে মেয়েটির অভিনয় খুব ভালো লাগলো। মনে হচ্ছে ওই caracter এর অনেক গুলো shed আছে। একটা observation দিলাম।।জানিনা কি ভাবে নেবে।।।। মেয়েটি যখন রাতে তার নিজের কাজে (ভাস্কর্য) মন দিতে পারছে না সেটা বোঝা যাচ্ছে। দেখে মনে হচ্ছিল রাতের ক্লান্তি, কিন্তু পরে বুজলাম সেটা তার বাবার ওপর রাগ, অভিমান বা বিরক্তি ছিল।।। যদি ওই সময় ওনাকে একটু close up এ এনে ওনার মুখের expression গুলো ঠিক ভাবে দেখানো যেতো তাহলে আরো ভাল লাগত। কেনোনা যখন সে মায়ের কাছে নিজের কষ্টের জন্য burst হলো সেটা আকষ্মিক লাগলো। যদি আগে থেকে ওনার ফেসিয়াল এক্সপ্রেশন close up এ দেখতাম তাহলে সাজুস্য থাকতো। বাকি সব যথাযত। এপিসোড ২.... সত্য বাবুর অভিনয় খুব ভালো লাগলো। বিশেষ করে ছেলের সঙ্গে কথার শেষে যখন বুজতে পারলেন ছেলে মিথ্যে কথা বলেছে।।।না আসার অজুহাত দিয়েছে।।।।সেই সময় ওনার অভিনয় খুব ই সংযত।।। Melodrama সুযোগ থাকলেও খুব ভালো ভাবে এড়িয়ে গাছেন । খুব ই ভাল অভিব্যক্তি। যুধিষ্ঠির এর সাবলীল অভিনয় এখনো পর্যন্ত খুব ই ভাল। মেরিন খুব সুন্দর এগিয়ে নিয়ে যাচ্ছে নিজেকে।। সিরিজ এর শেষ টা সব সময় একটা কৌতূহল জাগিয়ে রাখে।। সেটা সফল। ঘরিবাবু নিজের অভিনয় ঠিক আছে।। পরের পর্ব দেখার কৌতূহল জাগলো।
Darun Lagche....Duto Episode e valo....Tomar Dada amar Sch friend....o blechilo tmr ktha...jaihok waiting for your coming episode..
Khub khub khub valo lagche. Puro team ke onek ovinondon janai💐😊
দারুণ হচ্ছে! এবার তৃতীয় পর্বের অপেক্ষায়!
আগামিকাল, মানে 20 Dec. আসছে তৃতীয় পর্ব। জানাবেন কিন্তু...
অবশ্যই!
Daruun. Daruun...
Porer episode gulor jonyo eagerly waiting
খুব সুন্দর এগিয়ে যাচ্ছে ছিঁচকে। দারুণ লাগছে
Great ! দারুণ এগোচ্ছে গল্প
বেশ। দেখতে থাকুন আর জানাতে থাকুন... ধন্যবাদ।
Khub valo laglo....
ধন্যবাদ। দেখতে থাকুন আর জানাতে থাকুন। ভালবাসা
খুব ভালো লাগল। নতুন ধরনের ছবি।
হ্যাঁ, নতুনদের নিয়ে নতুন করে ভাবার চেষ্টা করেছি আমরা। দেখতে থাকুন... ধন্যবাদ।
Bhalo lagchhe
ভালো লাগলো
Whiff of the fresh air. Amidst these crisis and content full of refined mediocrity, undoubtedly a intriguing series.
এই পথ চলা যেন শেষ না হয়। আরো নতুন গল্পের অপেক্ষায় থাকলাম... । অনেক শুভকামনা।❤❤❤
পরের এপিসোডগুলো দেখবেন তো বটেই...আরো কথা হোক। ভালবাসা রইল।
@kaahonkommunications নিশ্চই'ই দেখবো। অভ্যেস তৈরি করছে কাহণ। এই অভ্যেসকে বহমান রাখার দায় কিন্তু কাহণের। পরের এপিসোডের অপেক্ষা রইল। অনেক ভালোবাসা।
👌👌👌👌
মৃন্ময়, 2 টো এপিসোড দেখলাম। অভিভূত বললেও কম বলা হয়। দুটো এপিসোড ই attractive এবং পরের এপিসোড দেখার আগ্রহ জন্মায় । প্রয়োগ একদম যথাযত। তবু একজন ley man হিসেবে কিছু কথা বলার সাহস করছি।
প্রথম এপিসোড।।। মেরিন বলে মেয়েটির অভিনয় খুব ভালো লাগলো। মনে হচ্ছে ওই caracter এর অনেক গুলো shed আছে। একটা observation দিলাম।।জানিনা কি ভাবে নেবে।।।। মেয়েটি যখন রাতে তার নিজের কাজে (ভাস্কর্য) মন দিতে পারছে না সেটা বোঝা যাচ্ছে। দেখে মনে হচ্ছিল রাতের ক্লান্তি, কিন্তু পরে বুজলাম সেটা তার বাবার ওপর রাগ, অভিমান বা বিরক্তি ছিল।।। যদি ওই সময় ওনাকে একটু close up এ এনে ওনার মুখের expression গুলো ঠিক ভাবে দেখানো যেতো তাহলে আরো ভাল লাগত। কেনোনা যখন সে মায়ের কাছে নিজের কষ্টের জন্য burst হলো সেটা আকষ্মিক লাগলো। যদি আগে থেকে ওনার ফেসিয়াল এক্সপ্রেশন close up এ দেখতাম তাহলে সাজুস্য থাকতো। বাকি সব যথাযত।
এপিসোড ২.... সত্য বাবুর অভিনয় খুব ভালো লাগলো। বিশেষ করে ছেলের সঙ্গে কথার শেষে যখন বুজতে পারলেন ছেলে মিথ্যে কথা বলেছে।।।না আসার অজুহাত দিয়েছে।।।।সেই সময় ওনার অভিনয় খুব ই সংযত।।। Melodrama সুযোগ থাকলেও খুব ভালো ভাবে এড়িয়ে গাছেন । খুব ই ভাল অভিব্যক্তি। যুধিষ্ঠির এর সাবলীল অভিনয় এখনো পর্যন্ত খুব ই ভাল। মেরিন খুব সুন্দর এগিয়ে নিয়ে যাচ্ছে নিজেকে।। সিরিজ এর শেষ টা সব সময় একটা কৌতূহল জাগিয়ে রাখে।। সেটা সফল। ঘরিবাবু নিজের অভিনয় ঠিক আছে।। পরের পর্ব দেখার কৌতূহল জাগলো।
বেশ। রিভিউ এর জন্য ধন্যবাদ তাপসদা। আরেকটা বা দুটো এপিসোড দেখুন, তারপর কথা বলি? শ্রদ্ধা নেবেন। - মৃন্ময়
ভালো লাগছে কিন্তু 😊
ধন্যবাদ। সঙ্গে থাকুন। পরের পর্বগুলো আসবে এক এক করে। ভালবাসা নেবেন।
খাসা
Web series এর ঘটনাগুলো দেখান
আরেকটু যদি ভেঙে বলেন... বুঝতে পারলাম না।
জলদি আপলোড করেন বাকি এপিসোড গুলো from 🇧🇩
করবো করবো, বেশি সময় নিবো না। সঙ্গে থাকেন দাদাভাই। ভালবাসা