'বই ঠেক' এর অসম্ভব গুণগ্রাহী। আপনাদের মতো শিক্ষিত মানুষদের থেকে যে কোনো বই এর আলোচনাতেই আলোকিত হই। অনুরোধ, বই গুলো যেন বিভিন্ন স্বাদের হয়, গদ্য এবং কবিতা মিলিয়ে, সবসময় 'research elements' থাকতেই হবে এমনটা না হয়। আপনাদের যুগলবন্দিতে মুগ্ধ। সর্বতোভাবে আপনাদের সঙ্গে থাকার ইচ্ছেটুকু জানালাম।
এই বইটা নিয়ে একটা আলোচনা শুনতে চাই তোমাদের, দাদারা- 'The Selfish Gene' by Richard Dawkins.....আমি সদ্য এটা পড়ে উঠলাম। এটা পড়ার পর, এবার আর মানবচরিত্র বা জীবচরিত্র আমার কাছে আর খুব একটা অজানা বা আশ্চর্যজনক নয়। 'বইঠেক'কে পেয়ে সত্যিই খুব উৎফুল্ল আমি। অনেক পডকাস্টে লেখককে এনে আলোচনা হয়, তবে বই নিয়ে হয় না। এভাবেই এগিয়ে যাও।
আমি ও আপনাদের বই ঠেক এর মত কাজ দেখে জীবনে ভরসা পাই | আপনাদের camaraderie আর curiosity যে কি ভালো লাগে, warmth না দিয়ে কোথায় যাবো | সেই Amul আর Money এর episode থেকে Premashish দার সাথে connect অনুভব করা, তবে Sapiens এর episode এ উনি যখন বললেন - "এই যে আমরা রোজ সকালে সিদ্ধ ভাত খেয়ে বেরোই ", তার পর বাঙালি মন এমন connect পেলো, তা বলাই বাহুল্য | অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো Arunava দা এবং Premashish দার জন্য 🙏🏽🙏🏽♥️♥️♥️♥️
Khub e valo initiative eta... please eta bondho hote deben na...ajker din e valo jinis shona ebong dekha duto e kome jachche...amra jara shikhte ba jante chai tader jonno ei podcast ti khub e helpful ❤
অনেক গুলো ভালো বই পড়লাম আপনাদের দুজনের জন্য। অনেক ভালো লাগলো। ধন্যবাদ। মনিটাইজেশন খুব একটা গুরুত্বপূর্ণ কিন্তু কষ্টকর বিষয় যে কোন ইউটিউব চ্যানেলের জন্য। অগ্রীম শুভেচ্ছা রইলো। বই পড়ার লোক যখন খুব কমে যাচ্ছে পৃথিবী তে সেখানে এটা একটা বিরল বিষয় নিয়ে আলাপ। অনেক ভালো হবে আশা রাখি। একটা বই আমি পড়লাম Brands & The Brain. দারুন লেগেছে। আপনারা আলোচনার যোগ্য মনে করলে পড়ে দেখতে পারেন।
দারুণ দারুণ!!! আমি খুব আনন্দিত .... 'বইঠেক' আমাকে অনেক অনেক সমৃদ্ধ করেছে ..... আমি তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ 🙏 নতুন channel কে হৃদয়ের গভীর থেকে স্বাগত জানালাম ❤❤❤
thanks dada. tomader dijon ke. ami je khub ekta boi porar time pai ta noi but tomra khub inspired koro. already koyekta boi kine porte suru korechi tomader episode er. ❤. Ar Pemasis dar knowledge ke irsha kori😂 jeta khub inspired kore amake. Khub bhalo guchiye kotha bolte pare ❤
A small request. Kindly make detailed book reviews on the following books: 1. Creating a New Medina by Venkata Dhulipala 2. Hindutva by Aravindan Neelakandan 3. Eminent Historians by Arun Shourie 4. Worshipping False Gods by Arun Shourie
জানিনা, আমার মন্তব্য পড়বেন কিনা! আমার একান্ত অনুরোধ যদি লেখক সন্মাত্রানন্দ শোভনকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। ওনার নিজের মুখে ওনার জীবন দর্শন শুনতে চাই। আশা করি আপনার অন্য দর্শক শ্রোতারাও উপভোগ করবেন।
এরপর থেকে বইঠেকের এপিসোড আসবে এই চ্যানেল এ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
BoiThek Channel Link. Subscribe!
www.youtube.com/@SoulConnectionBoiThek
Best wishes ❤❤❤
Ami thakbo apnader sathey.
Bangladesh theykey Tamanna bolchi.❤️🙏
Ian morris er kono book review korben 😊
'বই ঠেক' এর অসম্ভব গুণগ্রাহী। আপনাদের মতো শিক্ষিত মানুষদের থেকে যে কোনো বই এর আলোচনাতেই আলোকিত হই। অনুরোধ, বই গুলো যেন বিভিন্ন স্বাদের হয়, গদ্য এবং কবিতা মিলিয়ে,
সবসময় 'research elements' থাকতেই হবে এমনটা না হয়। আপনাদের যুগলবন্দিতে মুগ্ধ। সর্বতোভাবে আপনাদের সঙ্গে থাকার ইচ্ছেটুকু জানালাম।
Boithek ke pls chalie jan - oshadharon content ebong presentation - adhir agrahe boshe thaki for new episodes!!
Non fiction নিয়ে খুব কম জায়গাতেই আলোচনা করা হয়। এই ঘরানাকে আলাদা করে সময় দেওয়া আর ভিডিও বানানোর জন্য অনেক ধন্যবাদ।
অসাধারণ চ্যানেল
আপনাদের অনুষ্ঠানগুলো উচ্চ মানের ।
এত দিনে মনের একটা ইচ্ছা পূর্ণ হচ্ছে আপনাদের বইঠেক podcast এর মাধ্যমে।।অনেক ধন্যবাদ।। বাংলায় গবেষণামূলক বই এর এই আলোচনা মন কে অনেক তৃপ্তি দিচ্ছে।।
সাথে আছি। খুবই মনোযোগ দিয়ে শুনি ও আনন্দ পাই। অসংখ্য ধন্যবাদ।
এই বইটা নিয়ে একটা আলোচনা শুনতে চাই তোমাদের, দাদারা- 'The Selfish Gene' by Richard Dawkins.....আমি সদ্য এটা পড়ে উঠলাম। এটা পড়ার পর, এবার আর মানবচরিত্র বা জীবচরিত্র আমার কাছে আর খুব একটা অজানা বা আশ্চর্যজনক নয়।
'বইঠেক'কে পেয়ে সত্যিই খুব উৎফুল্ল আমি। অনেক পডকাস্টে লেখককে এনে আলোচনা হয়, তবে বই নিয়ে হয় না। এভাবেই এগিয়ে যাও।
অনেক ধন্যবাদ আপনাদের ,মুগ্ধ হয়ে শুনি পুরো অনুষ্ঠান টি,আপনারা ভালো থাকবেন,আর এই অপূর্ব অনুষ্ঠান টিকে উপস্থাপনা করবেন।
Such a wonderful talk by Mr Premashis. You are an amazing storyteller....celebrate 👏 ❤️
আমি ও আপনাদের বই ঠেক এর মত কাজ দেখে জীবনে ভরসা পাই |
আপনাদের camaraderie আর curiosity যে কি ভালো লাগে, warmth না দিয়ে কোথায় যাবো |
সেই Amul আর Money এর episode থেকে Premashish দার সাথে connect অনুভব করা,
তবে Sapiens এর episode এ উনি যখন বললেন - "এই যে আমরা রোজ সকালে সিদ্ধ ভাত খেয়ে বেরোই ", তার পর বাঙালি মন এমন connect পেলো, তা বলাই বাহুল্য |
অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো Arunava দা এবং Premashish দার জন্য 🙏🏽🙏🏽♥️♥️♥️♥️
বাইঠেক আমার খুব প্রিয় অনুষ্ঠান❗❤️
বই ঠেক দারুন অনুষ্ঠান। বন্ধ যেন না হয়❤❤❤
Khub e valo initiative eta... please eta bondho hote deben na...ajker din e valo jinis shona ebong dekha duto e kome jachche...amra jara shikhte ba jante chai tader jonno ei podcast ti khub e helpful ❤
অনেক গুলো ভালো বই পড়লাম আপনাদের দুজনের জন্য। অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
মনিটাইজেশন খুব একটা গুরুত্বপূর্ণ কিন্তু কষ্টকর বিষয় যে কোন ইউটিউব চ্যানেলের জন্য। অগ্রীম শুভেচ্ছা রইলো।
বই পড়ার লোক যখন খুব কমে যাচ্ছে পৃথিবী তে সেখানে এটা একটা বিরল বিষয় নিয়ে আলাপ।
অনেক ভালো হবে আশা রাখি।
একটা বই আমি পড়লাম Brands & The Brain. দারুন লেগেছে। আপনারা আলোচনার যোগ্য মনে করলে পড়ে দেখতে পারেন।
Erokom Ekta Show long lasting hok..Khub Important & Precious Content!!!
Mr. Premasis Mukherjee is unquestionably excellent.
দারুণ দারুণ!!! আমি খুব আনন্দিত .... 'বইঠেক' আমাকে অনেক অনেক সমৃদ্ধ করেছে ..... আমি তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ 🙏
নতুন channel কে হৃদয়ের গভীর থেকে স্বাগত জানালাম ❤❤❤
thanks dada. tomader dijon ke. ami je khub ekta boi porar time pai ta noi but tomra khub inspired koro. already koyekta boi kine porte suru korechi tomader episode er. ❤. Ar Pemasis dar knowledge ke irsha kori😂 jeta khub inspired kore amake. Khub bhalo guchiye kotha bolte pare ❤
Boi-thek e achi
অরুনাভ দা প্লিজ হয় মাইক দা দূরে রাখুন নয়তো ব্রিথ ফিল্টার ব্যাবহার করুন। ভালো হচ্ছে সঙ্গে আছি ❤
Pase achhi. Carry on.
চালিয়ে যান ভাই । সঙ্গে আছি ।
বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো। @ বইঠেক।
Thanks!
Thank you so much! Really means a lot!! ❤️❤️❤️
Amio aapnar boi thek er active followe…khub bhalo ekta initiative…egiye choluk…ei vaab ei cultural revolution asuk…manush boi poruk…
R Ekta suggestion - Aapnara porer din ekta boi bole dite paren…Jeta niye discussion hobe …setar opore live Korlen…ebong anyader view gulo jante parlen….anek boi er lekhar view na naa rakom astei pare…seta janya jabe ..ebong anya der madhye interest grow korbe ..
Love from 🇧🇩
Khub bhalo lagche. Eta jeno bandho na hoi.
আমি চাই এই বই নিয়ে আলোচনা চলুক। আমি সঙ্গে আছি।
Ian morris er kono book review korben 😊
Is there any one time payment option.
A small request. Kindly make detailed book reviews on the following books:
1. Creating a New Medina by Venkata Dhulipala
2. Hindutva by Aravindan Neelakandan
3. Eminent Historians by Arun Shourie
4. Worshipping False Gods by Arun Shourie
Give some light on book Dirty Genes
I'd appreciate if you could make time to discuss the book "The media is the message (massage)"
by Marshall McLuhan . Thanking in anticipation.
সবাই একটু পাশে থাকুন ওনাদের। ভালো কাজের support করুন
অনেক ধন্যবাদ Anish Mazumder!! Means a lot! ❤️❤️❤️
Thanks
Thank you so much Shantanu Hajra! Means a lot!! 💛💚💙
@@Sondeshtv Apnara continue korun ... Edhoron er kaj hy na ... Quality alochona boi somporkito ... Khub proyojoniyo.
আপনাদের বই ঠেক চ্যানেলের প্রতিটা এপিসোডের সঙ্গে একটা ইউপিআই এড্রেস দেবেন।আমি কন্ট্রিবিউট করতে চাই। অবশ্যই দেবেন
❤❤❤
Please let me know how I can help
I think host change korte thakun, ekjon sob boi alochona korar jonye ideal noy. Apni platform ke open korle onekei asbe.
লেখক দেবাশিস লাহা বাবু কে নিয়ে একটা পডকাস্ট করুন।
তার লেখা বই - অম্রিতশ্য পুত্রা।
Psychology of money boi ta niye alochona korte paren
Bandho habey naa! Amader dhaney praney marten na please!
জানিনা, আমার মন্তব্য পড়বেন কিনা! আমার একান্ত অনুরোধ যদি লেখক সন্মাত্রানন্দ শোভনকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। ওনার নিজের মুখে ওনার জীবন দর্শন শুনতে চাই। আশা করি আপনার অন্য দর্শক শ্রোতারাও উপভোগ করবেন।
Akshat Gupta r kono boe niye episod korle bhalo hoy.
$500 .00 Thanks
Amio aapnar boi thek er active followe…khub bhalo ekta initiative…egiye choluk…ei vaab ei cultural revolution asuk…manush boi poruk…
R Ekta suggestion - Aapnara porer din ekta boi bole dite paren…Jeta niye discussion hobe …setar opore live Korlen…ebong anyader view gulo jante parlen….anek boi er lekhar view na naa rakom astei pare…seta janya jabe ..ebong anya der madhye interest grow korbe ..
Thanks
Thank you so much for your support, Means a lot!
Thanks!
Thank you so much Amit Ghosh. Means a lot. ❤️❤️❤️🤗🤗🤗