ছাদবাগানীদের জন্য বারোমাসি ফল গাছ যেগুলো টবেই করতে পারেন। বারোমাসি ফল গাছের প্যাকেজ যেগুলো টবেই হয়

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • ছাদবাগানীদের জন্য বারোমাসি ফল গাছ যেগুলো টবেই করতে পারেন। বারোমাসি ফল গাছের প্যাকেজ যেগুলো টবেই হয়
    ছাদবাগানীদের জন্য বারোমাসি ফল গাছ যেগুলো টবেই করতে পারেন। বারোমাসি ফল গাছের প্যাকেজ যেগুলো টবেই করতে পারেন
    আমাদের চ্যানেলটি মূলত কৃষি ভিত্তিক। কৃষি ভিত্তিক এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদেরকে কৃষিভিত্তিক নতুন তথ্য জানতে সহায়তা করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। 😍
    থাই ভ্যারাইটির ১০ টি সেরা চারার মূল্যঃ
    • কাটিমন আম- ২৫০ টাকা
    • বারি ১১ আম - ২৫০ টাকা
    • ভিয়েতনামী মাল্টা - ৩৫০ টাকা
    • থাই পেয়ারা (ফুলসহ)- ২৫০ টাকা
    • থাই সাদা জাম (ফুলসহ) - ৬০০ টাকা
    • সুইট লেমন - ৩৫০ টাকা
    • থাই আমড়া (ফুলসহ) ৩৫০ টাকা
    • থাই কাঁঠাল পিংক ((ফলসহ) ৬০০ টাকা
    • থাই কামরাঙ্গা ৪০০ টাকা
    • ফিলিপাইন ব্ল্যাক আখ- ২০০ টাকা
    গৌড়মতি এগ্রো ফার্মের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম।
    বারোমাসি ফল গাছের প্রতি আগ্রহ আছে আমাদের সবার। আমাদের ছাদবাগানী ভাই বোনদের জন্য বারোমাসি ফল গাছের একটা প্যাকেজ আমরা রেডি করেছি। কি কি থাকছে প্যাকেজে সেটাই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো।
    কাটিমন আম:
    বারোমাসি আমের মধ্যে বেস্ট আম "কাটিমন"। থাই ভ্যারাইটির এই আম লম্বাটে আকারের, পাকলে আকর্ষণীয় হলুদ বর্ণের হয়। এই কাটিমন আমের বিশ্বজোড়া খ্যাতি মিষ্টতার জন্য। দারুন মিষ্টি এবং আশ নেই। এটি থাইল্যান্ড,ইন্দোনেশিয়া,মালয়েশিয়ায় বাণিজ্যিকভাবে চাষ করা হয়। আমাদের দেশেও বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে। উপযুক্ত পরিচর্যায় বছরে ৩/৪ বার আম ধরে।
    বারি ১১ আম
    বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের চট্টগ্রাম কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্ভাবিত একটি আমের জাত হল বারি-১১। নতুন এই বারি-১১ জাতের আমটির ফলন পাওয়া যাচ্ছে সারাবছর ধরে। স্বাদ, বর্ণ ও গন্ধে অতুলনীয় একটি সুমিষ্ট আমের জাত বারি-১১। এই জাতের একটি গাছ থেকে বছরে ৩ বার ফলন পাওয়া যায়। ছাদবাগানের জন্য পারফেক্ট একটা জাত। বাণিজ্যিক ভাবেও চাষ করা যাবে।
    ভিয়েতনামী মাল্টা
    আকারে বিশাল এই ভিয়েতনাম মাল্টা বছরে ৩ বার ফলন দেয়। ফল রসালো ও সুস্বাদু। একটা মাল্টা থেকেই ১ গ্লাস রস পাওয়া যায়। এই গাছে রোগ বালাই কম আক্রমণ করে। বাণিজ্যিকভাবে চাষ করা যাবে। কলমের চারায় প্রথম বছর থেকেই ফল দিতে শুরু করবে। তবে চারা গাছ থেকে ফল না নিয়ে প্রুনিং এর মাধ্যমে গাছকে পরিপক্ক করে নেয়াটাই বুদ্ধিমানের মতো কাজ হবে।
    থাই পেয়ারা
    থাই পেয়ারা-৫ ও থাই পেয়ারা-৭ এখন বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে যা থাইল্যান্ড থেকে আগত। বেশি ফলন ও বেশি দামের জন্য এ পেয়ারা এরই মধ্যে দেশের ফল চাষিদের মধ্যে বিপুল সাড়া জাগাতে সক্ষম হয়েছে। থাই পেয়ারার জাতগুলোর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জাতটি হলো থাই পেয়ারা-৭।
    থাই সাদা জাম
    থাই সাদা জাম এক অসাধারণ ভ্যারাইটি । পাকলে সাদা, বড় হয়, মিষ্টি হয়। থাই মিষ্টি সাদা জাম, এটি বছরে তিনবার ফলন হয় বলে এটাকে আমরা বারোমাসি ফল বলতেই পারি। বাণিজ্যিকভাবে আমাদের দেশে কোন বাগান এখনো গড়ে উঠেনি। তবে ছাদবাগানের জন্য এটি একটি বেস্ট কালেকশন হতে পারে।
    সুইট লেমন
    সুইট লেমন সাইট্রাস জাতীয় একটি নতুন ফল যা বাংলাদেশে সম্ভাবনাময় একটি নতুন ফল। এটি একটি বনসাই জাতীয় গাছ। ছাদ বাগানে লাগানোর জন্য সুইট লেমন খুবই উপযুক্ত একটি গাছ। সুইট লেমন গাছে সারা বছর থোকায় থোকায় ফল ধরে থাকে।
    থাই আমড়া
    বারোমাসি থাই আমড়া সকলের পছন্দের একটি ফল। ছোট বড় সকলের খুব পছন্দের মুখরোচক ফলগুলোর মধ্যে একটি হল আমড়া। মুখের অরুচি ভাব দূর করতে ও ক্ষুধা বাড়াতে আমড়ার জুড়ি নাই! বদহজম, কোষ্ঠকাঠিন্য, ভাইরাস জনিত রোগ সহ অন্যান্য রোগ দূরীকরণে আমড়া পথ্যর মত কাজ করে।
    লাল /পিংক কাঁঠাল
    ভিয়েতনামী লাল কাঁঠাল উচ্চফলনশীল উন্নত জাতের বারমাসি কাঁঠাল। আমাদের দেশে নতুন। এটি একটি থাইল্যান্ডের ভেরাইটিস। যে গাছ গুলো তে খুবই অল্প সময়ে কাঁঠাল পাওয়া যায়। ভিয়েতনামের লাল কাঁঠাল দেখতে অনেক সুন্দর ও খেতে সুস্বাদু।
    থাই কামরাঙ্গা
    বাংলাদেশের একটি অতি পরিচিত ফল কামরাঙ্গা। ভিটামিন সি যুক্ত টক-মিষ্টি স্বাদের এই ফলটি খেতে অনেকেই খুব পছন্দ করে। পাকা কামরাঙ্গা দিয়ে আচার, সস, জেলি, তৈরি করা হয়। ছাদে অতি সহজেই থাই মিষ্টি কামরাঙ্গা চাষ করা যায়। রোগ বালাই নেই বললেই চলে ।
    ফিলিপাইন ব্ল্যাক আখ
    চিবিয়ে খাওয়ার জন্য সব থেকে ভাল জাতের আখ হলো ফিলিপাইন ব্লাক আখ। বাজারে যেসকল আখ পাওয়া যায় অনেক সময় সেগুলো শক্ত, মিষ্টি কম ও রস কম থাকে।কিন্তু ফিলিপাইন ব্লাক আখ সেই দিক দিয়ে বেশ ভালো জাতের আখ। এ আখের মিষ্টতা অনেক বেশি ও নরম থাকায় বয়স্ক মানুষজন এই আখ অনায়াশেই চিবিয়ে খেতে পারে। শিশুরাও এটা খেতে পারে।
    আমাদের বিবেচনায় ছাদবাগানী ভাই বোনদের জন্য আমরা একটা বারোমাসি প্যাকেজ রেডি করেছি। সারা বছর গাছে ফল ধরে থাকবে। দেখতেও ভালো লাগবে। পুষ্টি চাহিদাও মিটবে। প্যাকেজের মূল্য ৩৬০০/ টাকা। কুরিয়ার খরচ আলাদা। দেশের সকল জেলা শহরে কুরিয়ারের মাধ্যমে পাঠানো যাবে। আমাদের নার্সারিতে সরাসরি ভিজিট করে নিজের পছন্দ মতো চারাগাছ আপনি নিতে পারবেন।
    গৌড়মতি এগ্রো ফার্ম
    (নার্সারী ও ফলের বাগান)
    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান
    আনোয়ারপুর, দর্শনা, চুয়াডাঙ্গা
    ০১৭৫৫ ৯৫৯৭০৭
    ০১৭৫৫ ০২১৬৪১
    ০১৮৪৪ ৬৭৪৮৭৪
    ==================================
    Keyword:
    #বারোমাসি_ফল_গাছ
    #ছাদবাগানীদের_জন্য_বারোমাসি_ফল_গাছ_যেগুলো_টবেই_করতে_পারেন
    #বারোমাসি_ফল_গাছের_প্যাকেজ_যেগুলো_টবেই_করতে_পারেন
    Related Keywords:
    ছাদবাগানীদের জন্য বারোমাসি ফল গাছের প্যাকেজ যেগুলো টবেই করতে পারেন, বারোমাসি ফল গাছ যেগুলো টবেই করতে পারেন, বারোমাসি ফল গাছের প্যাকেজ যেগুলো টবেই করতে পারেন, টবেই করতে পারেন বারোমাসি ফল গাছ, বারোমাসি ফল গাছ, বারোমাসি ফল

ความคิดเห็น • 42

  • @gourmotiagrofarm8012
    @gourmotiagrofarm8012  2 ปีที่แล้ว +2

    আমাদের চ্যানেলটি মূলত কৃষি ভিত্তিক। কৃষি ভিত্তিক এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদেরকে কৃষিভিত্তিক নতুন তথ্য জানতে সহায়তা করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।

  • @mdakboryesakbor8339
    @mdakboryesakbor8339 ปีที่แล้ว

    খুব সুন্দর

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 2 ปีที่แล้ว +2

    বারোমাসি ফল গাছ গুলো আমার অনেক পছন্দের ছাদবাগানে আমিও রেখেছি অনেক বারোমাসি ফল

    • @madhubiratry2549
      @madhubiratry2549 2 ปีที่แล้ว

      আমি বারোমাসি বিলম্ব ফল গাছ খুজতেছি

    • @gourmotiagrofarm8012
      @gourmotiagrofarm8012  2 ปีที่แล้ว

      Thanks

  • @swapanbera8940
    @swapanbera8940 2 ปีที่แล้ว +1

    Very nice things

  • @monirmollah3379
    @monirmollah3379 29 วันที่ผ่านมา

    Vai pekeg ti koto takar ami nite chai

  • @malayadas8771
    @malayadas8771 2 ปีที่แล้ว +1

    Sr pranam
    An blog per excellence

  • @soumyabiswas6399
    @soumyabiswas6399 ปีที่แล้ว

    Gourmoti ki Tobe kora jabe??

  • @loltv1825
    @loltv1825 ปีที่แล้ว

    কয়টা চাড়া দিবেন

  • @r.k.adventure1751
    @r.k.adventure1751 2 ปีที่แล้ว +1

    Ami amar chad a aste aste gach lagano suru korechi..

  • @arefinazad
    @arefinazad 2 ปีที่แล้ว +1

    শুভ কামনা ভাই ❤️❤️❤️

  • @subhabratasarkar851
    @subhabratasarkar851 2 ปีที่แล้ว +3

    পশ্চিমবঙ্গে পাঠানো যাবে ?
    যদি যায় নেব।।

  • @madhubiratry2549
    @madhubiratry2549 2 ปีที่แล้ว +1

    বারোমাসি বিলম্ব গাছ আছে? আমার লাগবে

  • @mdmarufahmed2369
    @mdmarufahmed2369 ปีที่แล้ว

    Is that available now

  • @motinuddins
    @motinuddins 2 ปีที่แล้ว +1

    ১. কাটিমন
    ২. বারি ১১
    ৩. ভিয়েতনামী মাল্টা
    ৪. থাই পেয়ারা (থাই ৫,৭)
    ৫. থাই সাদা জাম
    ৭. সুইট লেমন
    ৮. থাই আমড়া
    ৯. ভিয়েতনামী লাল কাঁঠাল
    ১০. থাই কামরাঙা
    ১১. ফিলিপাইন ব্লাক আখ

  • @MrRana-p5n
    @MrRana-p5n ปีที่แล้ว

    থাই আমড়ার দাম কত ফুল সহ

  • @sanjoypradhan9019
    @sanjoypradhan9019 2 ปีที่แล้ว +2

    পশ্চিমবঙ্গে পাঠানো যাবে?

  • @rahuldastt163
    @rahuldastt163 2 ปีที่แล้ว +1

    আম,কাঠাল,জলপাই আংগুল, াপেল দাম কত,

  • @rahuldastt163
    @rahuldastt163 2 ปีที่แล้ว +1

    আম১২মাসিফল ধরে ভালো দাম কত নিব

  • @asitbarangangopadhyay6104
    @asitbarangangopadhyay6104 2 ปีที่แล้ว

    Bengal a pathate parben through courear tahole bolben please

  • @ehhfhhdhjgfj5101
    @ehhfhhdhjgfj5101 2 ปีที่แล้ว +1

    ভাউ আমার প্যাকেজ লাগবে না, শুধু ১২ মাসি আমড়া, বাড়ি ১১ আম, থাই মিষ্টি কামরাঙা, এবং থাই পেয়ারা ৭, আমার এই চারটা চারা লাগবে আমি আমার ছাদে আপাদত এই চারটা দিয়ে শুর‍্য করতে চাই, ভিডিও তে যেমন চারা দেখাইলেন ঠিক এমন কত টাকা লাগবে বলেন এবং কুড়িয়ার খরচ কত আসবে, আমার বাড়ি রুপসদী, বাঞ্ছারাম্পুর,বি,বাড়িয়া

  • @mr.kazalbhaiershokherbagan5725
    @mr.kazalbhaiershokherbagan5725 2 ปีที่แล้ว +2

    You are giving all fruits plants for 3600 taka or some plants ? With this money what we're getting from you please. Thanks

  • @jawedalam8735
    @jawedalam8735 2 ปีที่แล้ว +2

    ফল সহ গাছ দেখালে বুঝা যাবে বাংলাদেশে এর ফলন কেমন হয়। যে ফলের ছবি দেখানো হচ্ছে তার প্রায় সবই বাহিরের কোথাও ফলেছে।