ভার্মি কম্পোস্ট কেঁচো সার তৈরির প্লান্ট করে মাসে মোটা টাকা আয় করুন! Vermicompost Business Plan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • ভার্মি কম্পোস্ট কেঁচো সার তৈরির প্লান্ট করে মাসে মোটা টাকা আয় করুন! Vermicompost Business Plan. vermicompost business, vermicompost in west Bengal, ভার্মি কম্পোস্ট, joibo sar toiri business, joibo sar toiri bangle, joibo sar toiri bangle, compost sar, ভার্মি কম্পোস্ট তৈরির পদ্ধতি, ভার্মি কম্পোস্ট কিভাবে তৈরি হয়, ভার্মি কম্পোস্ট কোথায় পাওয়া যায়, ভার্মি কম্পোস্ট এর উপকারিতা, ভার্মি কম্পোস্ট এর ব্যবহার, কেঁচো সার চাষ পদ্ধতি, ভালো জৈব সার কোথায় পাবো, কেঁচো সারের ব্যবহার, vermicompost business plan, vermicompost business in west Bengal, business plan and promotion
    যোগাযোগঃ
    দীপক ব্যানার্জি
    মোঃ 9332284982
    ঠিকানাঃ অঞ্জনগড় , বাদকুল্লা
    থানাঃ তাহেরপুর জেলাঃ নদীয়া।
    অঞ্জনগড় হাই স্কুলের নিকট।
    রেল স্টেশনঃ বাদকুল্লা (Badkulla)
    আপনার নিজস্ব ব্যবসায়ের প্রচারের জন্য যোগাযোগ করুন!
    Sudip Sikder
    Call/WA: 8617009003
    ভার্মি কম্পোস্ট কী?
    ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার একটি জৈব সার যা জমির উর্বরতা বাড়াতে ব্যবহার করা হয় । ১ মাসের বাসী গোবর খেয়ে কেঁচো মল ত্যাগ করে এবং এর সাথে কেঁচোর দেহ থেকে রাসায়নিক পদার্থ বের হয়ে যে সার তৈরি হয় তাঁকে কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বলা হয়। এটি সহজ একটি পদ্ধতি ১ মাসের বাসী গোবর দিয়ে ব্যবহার উপযোগী উৎকৃষ্ট জৈব সার তৈরি করা হয়।
    কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট সার তৈরি করার পদ্ধতি/ধাপসমুহ!
    ১। ১২ ফুট লম্বা, ৩ ফুট চওড়া ও ৬ ইঞ্চি গভীরতা বিশিষ্ট ইট দিয়ে চৌবাচ্চা তৈরি করতে হবে। চৌবাচ্চার উপর টিনের/খড়ের চালা দিতে হবে।
    ২। গর্তের মধ্যে বাসী পচা গোবর ঢেলে ভরে দিতে হবে। অতঃপর ২ থেকে ৩ কেজি কেঁচো ছেড়ে দিতে হবে। এ কেঁচোগুলো গোবর সার মল ত্যাগ করবে। এই মলই কেঁচো সার।
    ৩। কেচোর সংখ্যার উপর ভিত্তি করে সার তৈরীর সময় নির্ভর করে। সংখ্যা বেশী হলে দ্রুত কেঁচো সার তৈরি হবে। কেঁচো সার দেখতে চায়ের গুড়ার মত।
    ৪। সার তৈরি হওয়ার পর চৌবাচ্চা হতে সতর্কতার সাথে কম্পোস্ট তুলে চালুনি দিয়ে চালতে হবে। সার আলাদা করে কেঁচোগুলো পুনরায় কম্পোস্ট তৈরির কাজে ব্যবহার করতে হবে।
    কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট সার কোথায় ব্যবহার করবেন!
    সকল প্রকারের শাক সবজি ক্ষেতে ভার্মি কম্পোস্ট ব্যবহার করে শাক সবজির ফলন বাড়ানো যায়। ধান, গম, পাটসহ বিভিন্ন ফলবাগানে এই সার ব্যবহার করে ভাল ফলন পাওয়া যায়। এই সার ব্যবহারের ফলে জমির উর্বরতা শক্তি বাড়ে মাটিতে বায়ুচলাচল বৃদ্ধি পায়। মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ে, মাটির বিষাক্ততা দূরীভূত হয়। মাটির অনুজৈবিক কার্যাবলী বৃদ্ধি পায় ফলে মাটি হতে গাছ্র পুষ্টি পরিশোধন ক্ষমতা বেড়ে যায়। এই সার ব্যবহার করলে রাসায়নিক সার মাত্রার ১/২ অংশ ব্যবহার করলেই চলে। ধানের জমিতে বিঘাপ্রতি ৫০ কেজি ভার্মি কম্পোস্ট ব্যবহার করে অর্ধেক ফলন পাওয়া যায়। এই সার পুকুরে ব্যবহার করে ফাইটোপ্লাংকটন উৎপাদন ত্বরান্বিত করে মাছের উৎপাদন বাড়ানো যায়।

ความคิดเห็น • 7