Nodi Song/ Shireen Jawad/Fuad Al Muktadir / Bangla Song 2020

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • #NodiSong#ShireenJawad#FuadalMuktadir#
    Music
    Producer - Shireen Jawad
    Singer - Shireen Jawad
    Composition - Fuad Al Muktadir
    Producer - Shireen Jawad
    Video - Shireen Jawad
    you can find this song on
    #spotify#itunes#shazm#cdbaby#
    I am so grateful to Almighty Allah for giving me such a beautiful voice and talent, which enables me to create such beautiful melodies. I would like to thank my late parents and my family for their unconditional support, thank you to all my friends for believing in me and always supporting me.
    Finally thank you to all my fans for all their love and support. I would not be at this position without all of you, thank you. I am so grateful.
    This song is very close to my heart.
    I wish and pray everybody will love this. 🙏🏽🤗❤️
    Lyrics-
    Dhire cholo o nodi, shonge niye cholo,
    Bondu amar eka nirashai,
    Joro hawa moneri, dukko hoye joro
    Dhu choker osru dharai.
    Nodi naaw amare shathe naaw,
    Amar pane firea chaaw.
    Raath chander alo jhore bondu, tumaro ghore,
    Hay alo je jholena ami, ekla andhare,
    Bondu bibrothi je nay ami khuji tomare,
    Tumi kothai acho, kothai dhekkya jaw amare.
    Shara raath jege thaki, tumari ashai,
    Shopno jhure dakii tumai, premeri neshai. (2)
    Nodi naaw amare shathe naaw,
    Amar pane fire chaaw..
    (Repeat chorus)
    Jonakir alo aaj laghena bhalo,
    Tumi chara shobi bondu andharo khalo. (2)
    Nodi naaw amare shathe naaw
    Amar pane firea chaaw
    (Repeat chorus)
    All rights reserved by Shireen Jawad.

ความคิดเห็น • 8K

  • @SaifZohan
    @SaifZohan 3 ปีที่แล้ว +2758

    গানটা যখন এফএম রেডিওতে বাজত , অপেক্ষায় থাকতাম কখন শুনব। রেকর্ডার এ রেকর্ড করে এরপর সবসময় শুনতাম। এতো বছর পর এখনো প্রায় প্রতিদিন ই শুনি গানটা। অনেক অনেক ভালোবাসা আপনার জন্য।

  • @ShireenJawadMusic
    @ShireenJawadMusic  4 ปีที่แล้ว +653

    Thank you everybody, Ramzan Mubarek , this song is very close to my soul. hope you are well, and healthy, please stay home and stay safe . God bless :)

    • @gosuhoonfan568
      @gosuhoonfan568 4 ปีที่แล้ว +14

      Punjabi wala gan ta remake koren apuu :)

    • @atikurrahmandipu3999
      @atikurrahmandipu3999 4 ปีที่แล้ว +8

      Love from Spain ❤️

    • @akv1050
      @akv1050 4 ปีที่แล้ว +3

      tenx

    • @nowyedazim2120
      @nowyedazim2120 4 ปีที่แล้ว +3

      Well I m hearing from Philippines..thank u for singing such beautiful song madame Shireen...

    • @mislam139
      @mislam139 4 ปีที่แล้ว +2

      Apu, your voice is exceptional and I really love it. May be I can't explain how it feel but can understand may be it is because of Sylhet-e local language. I think you should give us some more production. Thank you for all those beautiful song.

  • @rafikhan1221
    @rafikhan1221 ปีที่แล้ว +122

    এই গানটি চির অমর হয়ে থাকবে
    ,,আমার মতো মন ভাঙ্গা মানুষদের মনে,,,
    আল্লাহ সকলের মনের আশা পূরণ করুক

    • @RtfFfg-rj1qs
      @RtfFfg-rj1qs 8 หลายเดือนก่อน

      ❤ 💋🙏🌹👌⭐

    • @AdivaiD-o5p
      @AdivaiD-o5p 21 วันที่ผ่านมา

      আমার বাসা বি-বাড়িয়া মেয়েদের মধ্যে গান আপনারই শুনি আর আপনার যে বয়স যে সুর শুধু একটু সুমি আপু আছে লালন ব্যান্ড আর আপনি উদার মনের মানুষ আর আপনার সব কাজই মিষ্টি নাইস শিরীন আপু 🎉

  • @hridoynath9784
    @hridoynath9784 วันที่ผ่านมา +2

    আহহ আগে এই গানটা শুনে কান্না আসতো এক ছলনাময়ীর কথা ভেবে! গানটার সাথে কেমন জানি হারিয়ে যেতাম। ধন্যবাদ শিরিন আপু শৈশব এত সুন্দর করার জন্য ❤️😍

  • @azharuopu
    @azharuopu 3 หลายเดือนก่อน +43

    ‘ধীরে চলো ও নদী’ গানটি আমার হৃদয়ের খুব কাছের। গত ৪ (চার) বছর ধরে আমি এটি শুনছি, এবং প্রতিবার শোনার সময় গানটির সুর ও কথাগুলো আমার অনুভূতিকে নতুন করে স্পর্শ করে। গানটির বিষণ্ণ সুর এবং একাকীত্বের মর্মস্পর্শী প্রকাশ আমাকে গভীরভাবে ছুঁয়ে যায়। এটি সত্যিই একটি কালজয়ী সৃষ্টি। ধন্যবাদ এমন একটি সুন্দর গান উপহার দেওয়ার জন্য।

    • @titururam
      @titururam 26 วันที่ผ่านมา

      এই গানের ভেতর আমার মতো ৯০ দশকে জন্ম নেওয়া সব ছেলেদের X,Y,Z এর স্মৃতি জড়িয়ে আছে 😢😂

  • @Polashakon1988
    @Polashakon1988 4 หลายเดือนก่อน +47

    ৩৬ চলে।তাই পুরাতন আবেগের যায়গায় টাচ করে এই গানগুলো।ধন্যবাদ শিরিন জাওয়ান,আমাদের শোনালি অতীতের মুহুর্ত গুলো আরো রঙিন করে দেয়ার জন্য। ❤️

  • @ishaqnifat2788
    @ishaqnifat2788 ปีที่แล้ว +256

    যতোবার গানটা শুনি ততোবার চোখে ঝাপসে যায়।পৃথিবীর সকল বন্ধুত্ব এবং ভালোবাসা মৃত্যুঞ্জয়ী হউক।অভ্যাস হয়ে গেলে একদিন ছেড়ে থাকাটা খুব কষ্টকর। 😊

  • @missfatemafatema2079
    @missfatemafatema2079 หลายเดือนก่อน +142

    2025 সালে কে কে শুনছো

    • @jamathhossain756
      @jamathhossain756 22 วันที่ผ่านมา +7

      Ami👋

    • @banglabichitra8427
      @banglabichitra8427 21 วันที่ผ่านมา +1

      আছি ভাই যখনি বুকে কষ্টে জমাট বাঁধে চলে আসি 😢

    • @mamun6770
      @mamun6770 20 วันที่ผ่านมา +3

      Ei matro sunlam amr priyo gaan ti

    • @razandabnath950
      @razandabnath950 20 วันที่ผ่านมา +1

      আমি ❤

    • @sadikulislam8103
      @sadikulislam8103 19 วันที่ผ่านมา

      তোমার বাবা আমি শুনছি।

  • @topaelahmedmasum1386
    @topaelahmedmasum1386 11 หลายเดือนก่อน +201

    শিরিনের এই গান টা অসাধারণ একটি গান।
    আমার মনে হয় , শিরিনের এই গান সবচেয়ে জনপ্রিয় ❤❤

    • @radwanriyad-ys1hq
      @radwanriyad-ys1hq 7 หลายเดือนก่อน +3

      Obesly

    • @mdshimul2666
      @mdshimul2666 3 หลายเดือนก่อน +1

      হুম আমারও তাই মনে হয়

    • @KingKhan-xn8fn
      @KingKhan-xn8fn 2 หลายเดือนก่อน

      প্রেম নদীতে 😍❤️ গান টা শুনবেন আরো ভালো লাগবে

  • @arifmahmud766
    @arifmahmud766 ปีที่แล้ว +108

    "তুমি কোথায় আছো, কোথায়? দেইখা যাও আমারে" - এই কথাটার মানে এখন বুঝতে পারতেছি ❤😊

    • @aminakhatun1601
      @aminakhatun1601 ปีที่แล้ว +1

      ❤❤❤❤❤❤❤

    • @SkMamun-f9n
      @SkMamun-f9n 2 หลายเดือนก่อน +1

      এর মানে হচ্ছে,, তুমি যেখানে আছ দেইখা যাও আমারে😅

    • @moshabmia713
      @moshabmia713 10 วันที่ผ่านมา +1

      Ami

    • @moshabmia713
      @moshabmia713 10 วันที่ผ่านมา +1

      Ami ato din dhore shuni.kintu..aj .bujlam .😂😂

    • @SkMamun-f9n
      @SkMamun-f9n 6 วันที่ผ่านมา

      @@moshabmia713 tai

  • @muratmuntasir648
    @muratmuntasir648 9 หลายเดือนก่อน +56

    আহ, কি গান,কি স্মৃতি জড়িয়ে আছে এই গানের সাথে একসময় রেডিওতে প্রতিদিন শোনতাম তাছাড়া বটম ফোনেও কত শুনেছি। আজ থেকে যতবার নোটিফিকেশন পাবো ততবার শুনবো❤️👌😊

  • @NasrinAkter-gm9fm
    @NasrinAkter-gm9fm 10 วันที่ผ่านมา +3

    যত শুনি ততই ভালো লাগা কাজ করে অদ্ভুত একটা ফিলিংস কাজ কাজ করে

    • @ansar439
      @ansar439 7 วันที่ผ่านมา

      সেইম

  • @jadabchanda7721
    @jadabchanda7721 ปีที่แล้ว +32

    কণ্ঠশিল্পী শিরিন আপার সেরা একটি গান এইটা। গানের প্রতিটা কথার অর্থ কতটা মধুর এবং অর্থপূর্ণ হলে মন চুয়ে যায় তার প্রমান এই গানটি 🥰❤️🥰❤️

  • @Erfan_Shawon
    @Erfan_Shawon ปีที่แล้ว +31

    টিপিক্যাল চাটগাঁইয়া টোন।
    এক্সেন্টেও কেমন যেনো চাটগাঁইয়া র একটা ভাব।
    খাঁটি চাটগাঁইয়া আমাদের শিরিন আপু। সেই কলেজ লেভেল থেকে শুনে আসছি আপুর কণ্ঠ।
    অদ্ভুত ধরনের একটা মাদকতা আছে। ভীষণ মায়াবী! 😊
    এই গান আমার অলটাইম ফেভারিট লিস্টে জায়গা করে নিয়েছে!

  • @marufhossain9950
    @marufhossain9950 2 ปีที่แล้ว +27

    এই গানটা গত ৮/১০ বছর থেকে শুনছি। কিন্তু ভালোলাগা একটুও কমে না।
    প্রথম কয়েকবছর শিল্পীর নাম জানতাম না। পরে TH-cam এ খুঁজে পাই।
    সেই আগের স্মৃতি গুলো মনে পড়ে। দারুণ গান

  • @shrutikabbo
    @shrutikabbo หลายเดือนก่อน +2

    আহা, কী দারুন লাগে....
    নদী নাও আমারে সাথে নাও
    আমার পানে ফিরে চাও........

  • @radwanrazz01
    @radwanrazz01 ปีที่แล้ว +143

    প্রেয়সীকে অনুভব করে আগে রাতের গভীরে গানটা শুনা হতো,
    আলহামদুলিল্লাহ্ আজ ও আমার বউ আমার বুকে মাথা রাখা ২ জন গানটা শুনতেছি,
    এককথায় গানটার অনুভূতি ছাড়া হলোনা ❤
    still fav❤

    • @Ahmedaman406
      @Ahmedaman406 ปีที่แล้ว +4

      আপনার মত কপাল আমাদের হয়নি ভাই,,আর হবেও না🥺💔

    • @MahbubaHasan354
      @MahbubaHasan354 ปีที่แล้ว +1

      ❤❤❤

    • @moujonaki4434
      @moujonaki4434 9 หลายเดือนก่อน +1

      wow❤❤

    • @FxShied
      @FxShied 9 หลายเดือนก่อน +1

      এমন কপাল কয়জনের হয়।আর।আমরা হইলাম অভাগা দোয়া রয়লো আপনাদের জন্য ।

    • @radwanriyad-ys1hq
      @radwanriyad-ys1hq 7 หลายเดือนก่อน

      Lucky person

  • @Sesstory
    @Sesstory 2 ปีที่แล้ว +4662

    চিহ্ন রেখে গেলাম,যারা ভালোবেসে হারিয়েছে তাদের মধ্যে আমিও আছি।যতবার লাইক পড়বে ,নোটিফিকেশন আসবে ,ততবার শুনবো গানটা 😰😰😅😅এই গানের একটা অংশ,(((( সরারাত জেগে থাকি তোমারই আশায়))) আসলেই আমি তার জন্য সারারাত জেগে থাকি 😪💔

    • @nir_jon
      @nir_jon ปีที่แล้ว +47

      💖us vai

    • @moniakter9038
      @moniakter9038 ปีที่แล้ว +22

      ​@@nir_jon া৷ শশবশ

    • @sabujhalder8566
      @sabujhalder8566 ปีที่แล้ว +15

      Same

    • @abdulsuban5211
      @abdulsuban5211 ปีที่แล้ว +15

      Amio

    • @lofisong9424
      @lofisong9424 ปีที่แล้ว +12

      ভাই কী অবস্থা আপনার

  • @niloynill949
    @niloynill949 2 ปีที่แล้ว +71

    গায়ের লোমগুলো সব দাড়িয়ে গেলো! 🥺
    Goosebumps!

    • @taimoonch882
      @taimoonch882 2 ปีที่แล้ว

      😊😻😻😻👍👍🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂🤣🤣🙏

  • @MohhamdShakawathossain
    @MohhamdShakawathossain 5 หลายเดือนก่อน +5

    আহ কি মায়া যেমন গানের মায়া তার সাথে হারিয়ে যাওয়া মানুষের মায়া ☺️

  • @jahangirkabirjk1912
    @jahangirkabirjk1912 4 ปีที่แล้ว +258

    হাই স্কুল লাইফে বিভিন্ন দোকানে শুনতাম। তখন কিছুই বুঝতাম না, এখন গানটা শুনে আমি নিজেই অবাক হচ্ছি প্রতিদিন। কি অপূর্ব গান এটা, আমার কৈশোরে ফেলে আসা স্মৃতি

  • @evanhasan4055
    @evanhasan4055 3 ปีที่แล้ว +66

    হাজারো আবেগ ও অনুভূতি জড়িয়ে আছে এই গান টায় ❤️

  • @gulferdous9499
    @gulferdous9499 5 หลายเดือนก่อน +1

    ভীষন ভালে লাগার মূহূর্ত দিয়ে গেলো গানটি। প্রথম শুনলাম। অভিভূত! অসাধারন গায়কী।

  • @dibbogoswami
    @dibbogoswami 3 ปีที่แล้ว +148

    গানটা শুনে হাড়িয়ে যাওয়া অতিত খুব মনে পড়ে,💔 সৃষ্টিকর্তার কাছে প্রাথর্না করি সবাই যেন তার সত্যিকার ভালবাসার মানুষকে আজীবনের সংঙ্গী করে দেয়।💓

    • @jidniakter6540
      @jidniakter6540 2 ปีที่แล้ว +2

      Amin

    • @nujattanjum806
      @nujattanjum806 6 หลายเดือนก่อน

      Onek valobeshechilam. Apon o korechilam. But takar lob r choritrohin ER karone take chere diyechi. Ato tai lovi r ato tai choritrohin je ki bolbo.😢
      Alhumdulillah akhon Ami onek Valo achi.❤ Karo jonno Karo jibon theme thake na.💝

    • @TarikulislanTerak
      @TarikulislanTerak 5 หลายเดือนก่อน

      আসলেই,, আমার খুব ভালো লাগে সেই সব মানুষকে যারা পরোপকারী, আল্লাহ আপনার ভালো করুক

  • @razaulkhan8731
    @razaulkhan8731 7 หลายเดือนก่อน +24

    গানটা শুনে হাড়িয়ে যাওয়া অতিত খুব মনে পড়ে, সৃষ্টিকর্তার কাছে প্রাথর্না করি সবাই যেন তার সত্যিকার ভালবাসার মানুষকে আজীবনের সংঙ্গী করে দেয়। কি জে হারি য়ে গেলো আজ কয় দিন বুজি...

  • @kashfirsiam
    @kashfirsiam 2 ปีที่แล้ว +358

    ২০২২ সালে এসেও গানটি শুনি।
    আসলে এইটা একটা আবেগ, তার প্রতিটি লাইন মন কে স্পর্শ করে।
    এখন আর এমন গান শুনতেই পাওয়া যায় না 😓

  • @tmeousuf
    @tmeousuf 2 หลายเดือนก่อน +1

    অনেক কথা অনেক স্মৃতি জমে আছে এই গানে
    যে স্মৃতি গুলো ভুলে যাওয়ার মতো না😥

  • @bappymithun8978
    @bappymithun8978 7 หลายเดือนก่อน +79

    হঠাৎ হঠাৎ গানটার কথা মনে পড়ে আর শুনি। ২০২৪ ঢাকা বাংলাদেশ।

    • @mohammadlimon1714
      @mohammadlimon1714 6 หลายเดือนก่อน +1

      পূথিবীর কোনো এক ছোট্ট জায়গা থেকে শুনতেছি

    • @shawonmahmud4225
      @shawonmahmud4225 6 หลายเดือนก่อน +2

      ভাই সেম আমারও হঠাৎ মনে পরে আর শুনি

    • @SanaullahKhan-ul9uh
      @SanaullahKhan-ul9uh 6 หลายเดือนก่อน

      ​@@shawonmahmud4225সেইম 😄😓

    • @SanaullahKhan-ul9uh
      @SanaullahKhan-ul9uh 6 หลายเดือนก่อน

      সেইম হঠাৎ হঠাৎ মনে পড়ে 😄😓

    • @TanimaSharmin-b3r
      @TanimaSharmin-b3r 5 หลายเดือนก่อน

      একটা সময় এফএম রেডিও তে শুনতাম তখন বটম ফোন চালাইতাম

  • @arpitasaha6004
    @arpitasaha6004 8 หลายเดือนก่อน +15

    অদ্ভুত এক মায়া কাজ করে গানটা শুনলে...❤..
    মায়াবী একটা গান.

  • @mdshabbir1999
    @mdshabbir1999 7 หลายเดือนก่อน +28

    শিরীন আপুর গলায় আলাদা একটা সুর আছে যেটা অন্য কোন কারো মধ্যে নাই ❤❤❤❤

  • @sa3369
    @sa3369 3 หลายเดือนก่อน +1

    অনেক অনেক সুন্দর একটি গান জীবনের চিন্তা ভাবনা পালটে দেওয়ার মত একটা গান।
    I Love This Song❤❤❤

  • @muhammadjidan2249
    @muhammadjidan2249 ปีที่แล้ว +53

    হৃদয় কাঁপানো একটা গান, গানটা যখনই শুনি তখনই স্মৃতিগুলো মনে পড়ে 😊

  • @Uzzal_Mahmud113
    @Uzzal_Mahmud113 ปีที่แล้ว +206

    তুমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতনা প্রিয়, স্মৃতিতে রেখে দিলাম, যুগ যুগ ধরে যখন মানুষ এই গানটা শোনতে আসবে, তখন নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো, প্রিয় গানটা💔

  • @Melancholic_100
    @Melancholic_100 2 ปีที่แล้ว +84

    কি ভয়েস আপনার! 🔥
    আপনি আমার অ্যাডেলে। আপনি এবং আপনার প্রতিটি গান এক একটি নস্টালজিয়া।
    আমি আপনাকে ২০১১ সাল থেকে শুনছি, এখনও আপনার কণ্ঠ আমাকে ১৬ বছরের কিশোরীর মতো আকর্ষণ করে!
    আপনাকে ভালোবাসি শিরিন। ❤️

  • @rahmanmoti
    @rahmanmoti หลายเดือนก่อน +4

    লাভ ইউ ফুয়াদ ভাই...♥
    কী সুন্দর কম্পোজিশন!
    শিরিনের ভয়েস...❤

    • @mdzobair5473
      @mdzobair5473 หลายเดือนก่อน +1

      Sera vai

  • @mdsofik8311
    @mdsofik8311 11 หลายเดือนก่อน +489

    স্মৃতি রেখে গেলাম নোটিফিকেশন এলে আবার গানটা শুনতে আসবো ❤

    • @sabbir6911
      @sabbir6911 9 หลายเดือนก่อน +5

      আবার শুনুন 😊

    • @snigdhamondal9671
      @snigdhamondal9671 8 หลายเดือนก่อน +2

      Hm abar sunun

    • @somparani7205
      @somparani7205 8 หลายเดือนก่อน +3

      হুম আবার শুনে যান এখন

    • @HabibRahman-gf9rt
      @HabibRahman-gf9rt 6 หลายเดือนก่อน

      🎉​@@snigdhamondal9671

    • @SagorKhaled-z8y
      @SagorKhaled-z8y 5 หลายเดือนก่อน +3

      Asen 😂

  • @deshchitratv7642
    @deshchitratv7642 2 ปีที่แล้ว +163

    নদীর তীরে একলা বসে থাকা, আকাশের এক কোনে এক ফালি চাঁদ, আর মোবাইলের টিউনে এই গান....... তখন যেই ফিলিংস টা আসে সেটা বলে বোঝানো সম্ভব না❤️

    • @shoozon001
      @shoozon001 ปีที่แล้ว +2

      Hm bhai thik 🥰😰

    • @singingFunnyblogMIXC
      @singingFunnyblogMIXC ปีที่แล้ว +2

      Hummm..bhai ❤️

    • @MNayanBD
      @MNayanBD ปีที่แล้ว +2

      ইশ! যদি সুযোগ হতো এমন পরিবেশে গানটা শুনার!

    • @farhadhasan2776
      @farhadhasan2776 ปีที่แล้ว +2

      আমি ঠিক এইরকম জায়গায় বসে গানটা শুনতেছি

    • @shakilmia1903
      @shakilmia1903 ปีที่แล้ว

      ​@@farhadhasan2776আমারও খুব ইচ্ছে করে এমন পরিবেশে গানটি শুনার 😢

  • @fahmidamoon3955
    @fahmidamoon3955 2 ปีที่แล้ว +104

    ১০ বছর আগেও ভালো লাগতো এখনো ভালো লাগে। আবেগ মিশানো একটি গান🥰

  • @MLofibeats
    @MLofibeats 7 วันที่ผ่านมา

    অসাধারন একটি গান ❤❤❤

  • @Timesofsport
    @Timesofsport 3 ปีที่แล้ว +160

    কিছু গান অদ্বিতীয়।
    আমাদের অনেকের অনুভূতি গুলো জেগে উঠে যখন এই গানটা শুনি।
    শিরিন আপু ধন্যবাদ 💚💚💚

  • @AliullahHridoyOfficial
    @AliullahHridoyOfficial ปีที่แล้ว +18

    গানটা যতোবার শুনি ততবার আরো বেশি ভালো লাগে ❤❤❤

  • @Rakibsordar143
    @Rakibsordar143 ปีที่แล้ว +121

    তারাই একমাত্র এ গানটির মর্ম বুঝবে যারা জীবনে কাউকে ভালোবেসে হারিয়ে ফেলেছে।
    যার কষ্ট সেই বুঝে অন্যরা তো গল্প খুঁজে😢😊

    • @ronyroksan2913
      @ronyroksan2913 ปีที่แล้ว +2

      হায়রে ভাই আর বইলেননা😮‍💨😮‍💨।জীবনে একটা প্রেমই করলাম

    • @NahidAhammed-xk2op
      @NahidAhammed-xk2op ปีที่แล้ว

      😚😁🥰😃😄😆😁😁😂😂🤣😭😭🤣🤩😚😃🥰🥰🥰🥰😍😂😅😅😂😅😃😉😉😙😍🤩😍😄❤❤❤❤😂😍😚😚😅😍😘🎉🎉😚😆😅😘😂🤩😃🥰🥰🥰🥰😍😙😉🥰🥰😍🥰😙😙😄😉😗😁😁😁😅😍😀😀😙😂😂 1:55

    • @sumaiyasuma3733
      @sumaiyasuma3733 ปีที่แล้ว +2

      apni tiki bolecen kaoke valobese hariye fala Mani onek kostokor ekta jibon 😢😢

    • @saifulxxx5807
      @saifulxxx5807 11 หลายเดือนก่อน

      Right 👍

    • @RupaAkter-q4x
      @RupaAkter-q4x 11 หลายเดือนก่อน

      Thik bolesen...valobasha manoshta hariye fele aj boji... Jiboner mane ta ki.... ki silo she,,,life aye

  • @mynulislamanik1214
    @mynulislamanik1214 2 ปีที่แล้ว +62

    সেই শৈশবে ফিরে যাই,, কিছু গান কখনই পুরাতন হবে না❤️

  • @rabitadso1306
    @rabitadso1306 2 ปีที่แล้ว +174

    কিছু গানের মৃত্যু হয়না.....
    গানটা শুনলে এখনো মনের ভেতরটায় শান্তি খুজে পাই....
    ❤️❤️❤️

  • @tahiyajahan9816
    @tahiyajahan9816 3 ปีที่แล้ว +84

    মন খারাপ হলেই বার বার শোনা হয় গান টা
    বলা যায় আমার মন খারাপের সাথী এই নদী গান টা..🥀

    • @mdmithun2078
      @mdmithun2078 3 ปีที่แล้ว +1

      আমিও এক মত এমন কোন দিন নাই সোনা হয়নি এই গানটা

    • @mdsobujpanshbibi5511
      @mdsobujpanshbibi5511 3 ปีที่แล้ว +2

      Kag nai to ki r korar

  • @MdAlam-gd8qw
    @MdAlam-gd8qw 4 หลายเดือนก่อน +2

    শিরিনের অসাধারণ একটা মাষ্টারপিস গান,আমার পছন্দের একটা গান ।

  • @ZoY332
    @ZoY332 3 ปีที่แล้ว +2058

    প্রতিদিন যেহেতু গানটি শুনি, কমেন্টি রেখে গেলাম। এরপর লাইক দেখে বুঝে নিবো, কতজন গান শুনতে এসে কমেন্টটি পড়ে গেলো।

  • @allaround9646
    @allaround9646 3 ปีที่แล้ว +955

    এই গান দিয়েই শুরু,,,তারপর ভালোলাগা,,,পরে ভালোবাসা,,,
    গানটি রয়ে গিয়েছে,,,কিন্তু তুমি নেই বছর পাঁচ হলো,,,ঘর সংসার নিয়ে ব্যস্ত,,,মা ও হয়ে গিয়েছো,,,উপরওয়ালার কাছে দুয়া করি সবসময় যেনো হাসিমুখে থাকো,,,আজ থেকে 20 কিংবা 22 বছর পর এই গানটা যদি থাকে তাহলে কোন একজন 22 কিংবা 24 বছর বয়সী একটা মেয়ে এই লেখাগুলো পরতে পারে,,,হতে পারে সেই মেয়েটাই তোমার মেয়ে,,,হতে পারে সে বুঝবে না যে কার প্রতি এত ভালোবাসা ছিলো,,,ভালো থেকো সবসময়,,, 🥀🥀🥀

    • @sumadewan4887
      @sumadewan4887 3 ปีที่แล้ว +23

      Atto valobasha ki ace ai prithibite.😱😱

    • @shilpiaktar5308
      @shilpiaktar5308 3 ปีที่แล้ว +39

      Vaiya osomvob sundor vabe likhsen kotha gula..

    • @singleboy3280
      @singleboy3280 3 ปีที่แล้ว +16

      Vai Boro kosto Kori lakso duwa Kori tumar valobasha Valo take Jano arokom kahine kisu kisu manusher Ase Shi buj be kota gula.
      Hay manush 😭😭

    • @prpriya5864
      @prpriya5864 3 ปีที่แล้ว +13

      Apnar kotha gulu Mon chuya gacha

    • @towhidulmasum8224
      @towhidulmasum8224 3 ปีที่แล้ว +12

      ভাই আপনার কাহিনী আমার সাথে মিল আছে তবে আমার জায়গায় এক বছর

  • @romaysarinvi8202
    @romaysarinvi8202 4 ปีที่แล้ว +395

    আজ থকে প্রায় 7 বছর আগে এই গান টা আমার অনেক বেশি পছন্দের ছিল।
    এখন হঠাৎ করেই মনে পড়লো আর Search দিয়ে পেয়ে গেলাম 😊😊😊

  • @mdmamunahmed-pd7on
    @mdmamunahmed-pd7on 3 หลายเดือนก่อน +1

    গানটার প্রতি মায়া বিন্দু পরিমাণ ও কমেনা,, এতো কিট ভয়েজ উফহহহ

  • @muzammilayan7575
    @muzammilayan7575 11 หลายเดือนก่อน +37

    আবেগে ভরা এই মন লিখতে গেলে অনেক কিছু অশ্রু ঝরা মন নিয়ে আর কিছু লিখলাম না.... কারো লাইক বা নোটিফিকেসন পেলে আবার শুনা হবে এই অসাধারণ গানটি 🫵

  • @ibnajubayarbabu6273
    @ibnajubayarbabu6273 9 หลายเดือนก่อน +9

    অনেক প্রিয় একটি গান। জানিনা কেনো এতটা আবেগে জুড়ে যাই গানটার সাথে। আজও এত ভালো লাগে গানটা। এখন হঠাৎ করে গানটার কথা মনে পরলো, তাই আবারও শুনতে আসলাম ❤️😊।
    ভালোবাসা অবিরাম গানটার প্রতি। 😌❤️❤️❤️

  • @hrithiksourov7037
    @hrithiksourov7037 2 ปีที่แล้ว +28

    আহা কি নষ্টালজিক ফিল পাওন যায় ভাই এই গানে!
    কত শত বার যে এই গানটি শুনেছি, আহা কি দিন ছিল🌺
    পাঞ্জাবিওয়ালা, ও নদী, মাতোয়ালি এই গানগুলো সারাজীবন হৃদয়ের এক কোণে থাকবে!❤️
    ধন্যবাদ শিরিন আপু এসব মাষ্টারপিস আমাদের উপহার দেওয়ার জন্য!!💙💙

  • @josenkhan9615
    @josenkhan9615 9 หลายเดือนก่อน +8

    2024 এ এসে ও আবার নতুন করে শুনা❤
    রেডিও অন করে বসে থাকতাম আর অপেক্ষা করতাম কখন আবার play করবো😍😍ভালোবাসা অবিরাম আপনার জন্য এতো সুন্দর একটা গান উপহার দেয়ার জন্য

  • @omarfaruk33362
    @omarfaruk33362 ปีที่แล้ว +36

    কিছু গানের মৃত্যু হয় না,,,,গানটা শুনলে এখনো মনের ভেতর শান্তি খুজে পাই,,,,, 😢

  • @oxygen5678
    @oxygen5678 4 ปีที่แล้ว +77

    এই গান টার কথা কি আর বলবো!!
    এক কথায় অস্থির
    ❤️❤️

  • @MehtabAli-i5k
    @MehtabAli-i5k 13 วันที่ผ่านมา +1

    গানটা শুনলে ভিতরে যত আবেগ আছে সব আবেগ চলে আসে আগের দিনগুলো মনে পরে যাই 🥺🥺 মিস করি ওই সময় টা এই গানটা অনেক শুনতাম ❤️

  • @মোহাম্মদরাইহান-ঘ৫ঠ

    কানে হেডফোন😍
    নদীর পাডে একা একা বসে😊
    অস্তির একটা সময়❤️
    প্রিয় জন এর কথা মনে পড়ে💔

  • @abidhasan5756
    @abidhasan5756 8 หลายเดือนก่อน +15

    যখনি এই গান টা শুনি আমার ছেলেবেলার অনেক স্মৃতি মনে পড়ে। শিরিন জাওয়াদ রা একবার ই আসে। খুব লাকি যে আমি আপনার সময়ের গানের স্রোতা❤

  • @durjoytutu7958
    @durjoytutu7958 3 ปีที่แล้ว +5

    ৪ঃ২৩ এ সুরের স্কেল পরিবর্তন হয়....ঠিক এই সময়টা বুকের ভেতরে হু হু করে ওঠে....আর পুরো গানে সিলোটি উচ্চারণের শব্দগুলো... just awesome... ভাল থাকবেন আপনি...শুভকামনা....

  • @Tube-mania
    @Tube-mania หลายเดือนก่อน

    অসাধারণ একটি গান ,,,, এই গানের মাধ্যমে সবার দেশের প্রতি ভালোবাসা অর্জিত হবে, আমি মনে করি এই গানটিকে জাতীয় সংগীত হিসেবে ঘোষণা করা দরকার,,, ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়,,,❤❤❤❤

  • @ferdaussikder498
    @ferdaussikder498 10 หลายเดือนก่อน +75

    স্মৃতি রেখে গেলাম, কেউ লাইক বা রিপ্লাই দিলে আবারও এসে শুনবো

    • @emonvai15s
      @emonvai15s 5 หลายเดือนก่อน

      দিলাম

    • @EmonAhmed-rk3zt
      @EmonAhmed-rk3zt 4 หลายเดือนก่อน +1

      দিলাম

  • @bajinternational450
    @bajinternational450 3 ปีที่แล้ว +95

    নিশ্চুপ হয়ে শুধু শুনেই যাই,
    কেন যে ভালো লাগে জানিনা🙂

  • @pulpit4648
    @pulpit4648 2 ปีที่แล้ว +11

    কি অদ্ভুত ব্যাথা শুরু হলো বুকের বাম পাশে। প্রেমিকার জন্য নয়, ঐ সময় টার জন্য। সময় টা চলে গেলো দ্রুত।

  • @rabbi__ahamed__009
    @rabbi__ahamed__009 12 ชั่วโมงที่ผ่านมา

    আসলেই গানটা শুনলে অনেক ভালো লাগে ❤

  • @grambanglaa
    @grambanglaa 3 ปีที่แล้ว +28

    শিরিনের এই গানটাই বেস্ট!!
    ২০২২ সালে এসেও শুনছি।
    এই গানটি হারিয়ে যাবে না নিশ্চয়, বহু যুগ পরেও শুনবে।

  • @NanditaRaniSarker
    @NanditaRaniSarker 11 หลายเดือนก่อน +8

    ❤গানটা যত শুনি ততই ভালো লাগে...❤❤❤❤
    কি অদ্ভুত 😮😮😮

  • @truespeech7854
    @truespeech7854 3 ปีที่แล้ว +9

    অনেক ছোট থেকে গানটি শুনছি! এখনও যেন চির নতুন! সত্যি অসাধারণ একটা গান।

  • @billalhussain2175
    @billalhussain2175 4 หลายเดือนก่อน +7

    আমি একজন indian আমি প্ৰায় এই গানটা শুনি
    গানটা অনেক সুন্দৰ হয়েছে iam always love this song from my heart ❤️❤️❤️

  • @p.daschan1990dra
    @p.daschan1990dra 3 ปีที่แล้ว +28

    হাবীব ওয়াহিদ এবং ফুয়াদ আল মুক্তাদির মানেই ইউনিক মিউজিক। সবার থেকে তারা আলাদা ছিল। আলাদা থাকবে ।

  • @amitbarua6618
    @amitbarua6618 3 ปีที่แล้ว +428

    এই গানটা কখনো পুরাতন হবেনা🥺
    নদীর পাশে বসে বসে চাঁদ দেখতাছি আর গান এটা শুনতেছি 🥰

  • @sajidrahman9819
    @sajidrahman9819 3 ปีที่แล้ว +25

    সুরের মায়া আর মাদকতায় ভরা এক ঐশ্বরিক কন্ঠ 💙 এক যুগ ধরে আপনাকে শুনছি.. শুনবো...

  • @sadiqurrahman5756
    @sadiqurrahman5756 2 หลายเดือนก่อน

    আহা! রেডিওতে আগে মন দিয়ে শুনতাম❤️। দিনগুলো হারিয়ে গেলো। আগের দিনগুলোর প্রতিটি পরিবেশনায় সৃজনশীলতা ছিল। এখনকার সঙ্গীতগুলো শুধু ট্রেন্ড ফলো করে বানানো হয়।

  • @BdTareqRahmanOfficial
    @BdTareqRahmanOfficial 2 ปีที่แล้ว +63

    আহঃ কি অনুভূতি🙂
    গানটা শুনলে ভিতর থেকে অন্য রকম অনূভুতি খুঁজে পাই 🙂আর প্রিয় মানুষ টা কে মনে পড়ে❤️খুব মিস করি তোমায়😴যেখানেই থেকো প্রিয় ভালো থেকো 🙂
    তোমার জন্য রইলো দোআ ও শুভ কামনা ❤️

  • @amithasan6478
    @amithasan6478 2 ปีที่แล้ว +9

    আহা কি লাইন! কতো-শত বার যে শুনেছি তা বলার অপেক্ষা রাখে না...কতো রাত যে এই গান শুনতে শুনতে শেষ হয়েছে তা বলে শেষ করা যাবে না।
    সেই সময় গুলা সত্যি ই অসাধারণ ছিল....😔

  • @hdsohag3114
    @hdsohag3114 2 ปีที่แล้ว +14

    এটা শুধু গান নয়, এটা আমার একরাশ ভালোবাসা ❤️ শুনতে শুনতে হারিয়ে যাই দূর অজানায়.....
    ১০ বছর অগে থেকে শুরু করে এখন অবদি অনেক কিছুই জরিয়ে আছে এই গানের মধ্যে।
    ৫০ বছর পরও এর সুর,কথা আমার কাছে পুরোনো হবেনা। প্রতিদিন প্রতিক্ষণ অনবরত শুনি আর নতুনত্ব পাই🥰🥰🥰

  • @rumelkhan2610
    @rumelkhan2610 2 หลายเดือนก่อน

    এ গান অনেক পুরাতন স্রিতি মধ্যে ডুবে যা-ই ,, লাইফ সত্যিই কিছু মুহূর্ত ভুলা যায় না,,,,,

  • @KiranRay-ln1fz
    @KiranRay-ln1fz ปีที่แล้ว +33

    যারা এই অবস্থার মধ্য দিয়ে গিয়েছে তারা গানটা হৃদয় দিয়ে অনুভব করতে পারবে। অসম্ভব ভাললাগার একটা গান🥺

  • @Mithila4217
    @Mithila4217 10 หลายเดือนก่อน +356

    2024 sale ke ei songs sunshen like diye jaben

    • @Naturalsoulmate
      @Naturalsoulmate 9 หลายเดือนก่อน +5

      আমার ভাগিনা এই গানটা খোজে দিতে বলছিলো সেই ফাকে একটু শুনা ও হয়ে গেলো 🫶🥹 ইমোশন 😑

    • @janatolnaym7774
      @janatolnaym7774 9 หลายเดือนก่อน +2

      এখনো শুনতেছি

    • @shahidulislamatiq5035
      @shahidulislamatiq5035 9 หลายเดือนก่อน

      🖐️🖐️

    • @firujrobin8213
      @firujrobin8213 9 หลายเดือนก่อน +1

      এখন ও সুনতাছি

    • @Pro-22-Bogura-JoypurhatSRSherA
      @Pro-22-Bogura-JoypurhatSRSherA 9 หลายเดือนก่อน

      Like Dile ki hobe suni😊

  • @MdTohiduzzaman-qs2mx
    @MdTohiduzzaman-qs2mx 8 หลายเดือนก่อน +12

    মনে হয় সেও একদিন শুনবে আমার মতো ❤

  • @sheemaakter7786
    @sheemaakter7786 หลายเดือนก่อน +1

    আমার খুব পছন্দের একটা গান

  • @abdullahasif7867
    @abdullahasif7867 3 ปีที่แล้ว +8

    অসাধারণ একটি গান কতটা ভালো লাগে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না Thanks ইউ প্রিয় শিল্পী শিরিন জাওয়াদ।

  • @shreedipghatani8273
    @shreedipghatani8273 3 ปีที่แล้ว +200

    I am from Nepal and I am addicted to this song this is the creation of god I fall in love with this music

    • @ShireenJawadMusic
      @ShireenJawadMusic  3 ปีที่แล้ว +29

      Aaaw thank you for such beautiful words, it means alot, Stay safe and blessed. 😊 ❤🙏

    • @thementorsbd
      @thementorsbd 2 ปีที่แล้ว +1

      You know bangla?

    • @shreedipghatani8273
      @shreedipghatani8273 2 ปีที่แล้ว +8

      @@thementorsbd music have no language

    • @thementorsbd
      @thementorsbd 2 ปีที่แล้ว +3

      @@shreedipghatani8273 that's great. Best wishes

    • @khairkhan5184
      @khairkhan5184 2 ปีที่แล้ว +1

      I don’t know you can understand the meaning of song or not however the song attraction everyone both domestic and foreigners.

  • @wahidfoysal7209
    @wahidfoysal7209 2 ปีที่แล้ว +15

    এই গানটায় অন্যরকম একটা ফিল আছে!! আমি একটানা ২ বছর এই গানটা প্রতিদিন শুনি! 💖✨

  • @mahen_mim7835
    @mahen_mim7835 2 หลายเดือนก่อน +1

    আমার বাবার অনেক প্রিয় একটা গান, যখন ছোট্ট ছিলাম তখন আব্বু অনেক শুনতেন গান টা, আমি শুনতে এসে আমারো প্রিয় হয়ে যায় গান টা। আসলে তখন এর সময় গুলো অনেক আনন্দের ছিলো।❤❤
    যুগ যুগ চলে যাবে গান টা সব সময় প্রিয় থেকে যাবে💖🎀
    Masterpiece😩🎀

    • @FojleRabbi-e7f
      @FojleRabbi-e7f 2 วันที่ผ่านมา

      ঠিক বলেছ মীম

  • @AzizStmartin
    @AzizStmartin ปีที่แล้ว +12

    ছোট বেলা থেকে এই গান আমি শুনে আসতেছি ❤
    যত বারি শুনি মন ভরে না রে,
    বার বার শুনতে ভালো লাগে,
    গাইতেও ভালো লাগে❤

  • @mdselimsarker7834
    @mdselimsarker7834 2 ปีที่แล้ว +13

    তুমি কোথায় আছো? কোথায়? দেইখা যাও আমারে। এই কথাটার মাঝে হাজারো অনুভূতি জরিয়ে আছে প্রিয় মানুষটা কে একটু দেখার, পাওয়ার জন্য।

  • @meherabarefin2371
    @meherabarefin2371 2 ปีที่แล้ว +23

    এই গানটার মাঝেই ফিরে যাই
    অতীত অনুভূতি গুলোতে 💙🤟

  • @AngelMahi-wl3jx
    @AngelMahi-wl3jx 3 หลายเดือนก่อน +2

    আমি শুনলাম অনেক ভালো লাগলো

  • @mamunvlog1753
    @mamunvlog1753 ปีที่แล้ว +11

    সে আজ অন্যের ঘরে আমি আজও একা হয়ে রয়ে গেছি হাজারও মানুষের ভিড়ে পাইনি তার মত একজন, গান টা শুনি আর পুরোন সৃতির কথা মনে করে

  • @mst.nusratjahanpriya1007
    @mst.nusratjahanpriya1007 3 ปีที่แล้ว +9

    সবচেয়ে প্রিয় গান আমার মন খারাপের সাথী এই গানটি অনেক মায়া আছে এই গানটিতে......প্রতিটি লাইন একদম মনে যেয়ে লাগে❤️

    • @Choyonkhan22
      @Choyonkhan22 2 ปีที่แล้ว

      আমারও অনেক প্রিয়

  • @saimaeva7313
    @saimaeva7313 11 หลายเดือนก่อน +21

    আমি হয়তো চ্যাকা খায়নি কিন্তু কেনো যেনো এই গানটা আমার ভালো লাগে আর এই কমেন্ট করে গেলাম যদি কেউ লাইক দেয় তাহলে গানটা আবার শুনবো 😢😢😢😢❤❤❤

  • @kutilmoni3182
    @kutilmoni3182 หลายเดือนก่อน

    কন্ঠের যাদুকর ওয়াসি অসাধারণ। মনে হয় সারাদিন শুনে মন ভরবে না।

  • @VABTESIYT
    @VABTESIYT 10 หลายเดือนก่อน +34

    ২০২৪ মধ্যে এই গানটা কে শুনেছেন ❤❤

  • @HAKIM7501
    @HAKIM7501 หลายเดือนก่อน

    কয়েক মিনিট কোথায় হারিয়ে যাই অজানায়। শিরীন আপু হাবিব ওয়াহিদ ❤❤❤

  • @rashedrahman5800
    @rashedrahman5800 2 ปีที่แล้ว +9

    ছোট থাকতে খুব শুনতাম ২০১১ সালের কথা; প্রাইমারী স্কুলে পড়তাম স্কুলে গানের প্রতিযোগিতায় অসংখ্যবার গেয়েছি; গুন গুন করে সবসময় গাইতাম, সময়টা আজ নেই তবে গানের সেই গভীর অনুভব ও আবেগটা উপলব্ধি করতে পারি 💔☺️

  • @khokonuzzaman8240
    @khokonuzzaman8240 7 หลายเดือนก่อน +5

    শিরিন এর গান, গায়কি খুব ভালো লাগে, দরদ দিয়ে গান গায়, সত্যি অসাধারণ

  • @hasanuzzaman21f
    @hasanuzzaman21f 2 วันที่ผ่านมา

    মাস্টার পিচ গান।
    যেখানে শিরিনের গলা লেগেছে সেখানে অসাধারণ ভয়েস হয়ে উঠেছে

  • @rahimrohan2654
    @rahimrohan2654 11 หลายเดือนก่อน +4

    মন খারাপ থাকলে নিরবে গানটা শুনি। জীবনের অনেক বাস্তব চিত্র মিলে যাই এই গানে।😂😂

  • @kawsarahmed5754
    @kawsarahmed5754 2 ปีที่แล้ว +11

    রেডিওতে কান পেতে থাকতাম এই গানগুলোর জন্য, কত সুন্দর ছিলো শৈশবের দিনগুলো!🌸🥀