Thank you so much. ভরা বর্ষাতে ভিডিও করা, তাই ছাদ বাগান নোংরা লাগছে | শীত কালে ৫২ রকমের গোলাপ, ৪০ এর ও উপরে বুগেনভিলিয়া ফুল দিয়ে ছাদ বাগান আরো অনেক সুন্দর লাগে |
ধন্যবাদ 😊💚💚। চায়না ৩ লিচু টি সত্যিই ভালো ছাদ বাগানের জন্য | আর আমাদের থেকে অল্প বৃষ্টি নিয়ে যান |টানা বৃষ্টি তে পচে গেলাম | ভিডিও তে ছাদ এর অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন 😊😊|
আমার 1000sqft এর ছাদ | তবে লম্বা 😊, এর আগের ভিডিও টাই ড্রোন দিয়ে পুরো ছাদ দেখিয়েছি | ও ভিডিও টি দেখলে আমার ছাদ সমন্ধে পুরো ধারণা হয়ে যাবে | Thank you so much😊💚
@@RupRoofGarden আমি north 24 parganas এ থাকি, গন্ধরাজ লেবু ভালো হচ্ছে এখানে। blood orange খুজে পাইনি কোথাও, এক জায়গায় দেখছিলাম, Rs.600 দাম বলছে, নিইনি।
আমি বাংলাদেশ থেকে বলছি। আপনার নির্দেশনা আমার কাছে খুব গ্রহণ যোগ্য মনে হয়। আমি একটা বড় সাইজের আপেল গাছ লাগিয়ে ছিলাম। ট্রেনিং থেকে ১৪/১/২৩ তারিখে বাসায় ফিরে দেখি গাছটি ফুলে ফুলে ভরে গেছে। জাতটি সামার গ্রীন। এখন কি পরিচর্যা করলে ফুল থেকে ফল দাঁড়াবে। ফুলের যে স্থানটি গুটি বাঁধে ঐ স্থানটি খুব ছোট, মনে হচ্ছে একটি ফলও টিকবে। কি করলে অন্তত দু একটা ফল টিকবে? অনেক আশা নিয়ে আপনার কাছে জানতে চেয়েছি।
আসলে আপেল গাছে ফল দাঁড়ানো অনেকটাই আবহাওয়া এর উপরে নির্ভর করে। আবহাওয়া ঠিক ঠাক সাথ না দিলে ফল দাঁড়ায়না। ফেব্রুয়ারী মাসের দিকে ভালো ঠান্ডা পড়লে যে ফুল গুলো আসে, সেগুলিতে ফল হওয়ার সম্ভাবনা অনেক টা বেশি। আর ফুল আসার আগেই ০:০:৫০, অনুখাদ্য, PGR, সঠিক সময়ে স্প্রে করলে, ফল ভালো পাওয়া যায়। ফুল ফুটে গেলে কিছু স্প্রে না করাই ভালো।
Nam Doc mai simung বা পার্পল ডক মাই ও বলে। শুনেছি ভালো। ছাদ এ গাছ এবার রোপন করেছি। আশা রাখছি পরের বার ফলন পাবো। আর কিং অফ চাকাপাত সম্পূর্ণ একটা আলাদা ভ্যারাইটি। ভীষণ ভালো। ফল দেখতে যেমন ভালো খেতেও ভালো। আমার ছাদ এ এবার ফল হয়েছে। রিভিউ ভিডিও আসবে।
গাছ তো ভালো বড়ো হয়েছে, কাঁঠাল টাও অনেক বড়ো হয়েছিল | ঝড়ে আমার ছাদ এর প্রায় সব গাছ ই ভীষণ ক্ষতি হয়েছিল | সেই সময় কাঁঠাল টিও গাছ থেকে পরে যায় | ফলে এবার আর পাকা কাঁঠাল কেমন হয় দেখতে পারলাম না.
@@RupRoofGarden হ্যাঁ, তোমাদের ওখানে তো খুবই ঝড় বৃষ্টি হচ্ছে। আর আমাদের দক্ষিনবঙ্গে কিছুই নেই। আসলে, আমি এঁচোঢ় ও কাঁঠালের ভক্ত, আর এরকম রঙিন কাঁঠাল নিয়ে তোমারই জেনুইন ভিডিও দেখেছি। তাই, ফিডব্যাকের আশায় ছিলাম। ঠিক আছে, পরের বছর দেখবো। তোমার ভিডিওর নিয়মিত দর্শক, সমস্ত গাছগুলোই খুবই ভালো লাগলো, অনেক কিছুই জানলাম, ধন্যবাদ 🙂🙏।
Thank you so much😊💚💚 তুমি একটা গাছ লাগাতেই পারো | পিঙ্ক কাঁঠাল এখন প্রায় সব ভালো নার্সারী তেই পাওয়া যায় | আর এটা এখন কমার্সিয়ালি অনেকেই করছে | তবে হ্যায়, যে নার্সারী থেকেই নেবে, ভালো করে জেনে নেবে যে চারা গুলি যে মাদার প্লান্ট থেকে বানানো, তাতে ফলন হয়েছিল কিনা? পিঙ্ক কাঁঠাল নিয়ে অনেক স্ক্যাম ও হয়েছে, যেমন মিয়াজাকি আম নিয়ে এখন হচ্ছে | কারণ ভ্যারাইটি টাই আসল কথা | ভালো থেকো। 💚💚
বৃষ্টির সময় মুকুল হলে ফাংগাস লাগার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায় | তাই যখন মুকুল আসবে আসবে ভাব, তখন একবার সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করবেন, আর মুকুল এসে গেছে, কিন্তু ফুল গুলি ফোটেনি এমন অবস্থায় একবার কোনো কন্টাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করবেন | এতে সমস্যার সমাধান আশা করি হবে | আর ভালো কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করবেন |
দার্জিলিং অরেঞ্জ দারুন একটি ভ্যারাইটি। আমার ছাদ বাগানের দার্জিলিং অরেঞ্জ এর ব্রিক্স মান ১৫ এসেছিলো। আকার ও অনেক বড়ো। তবে বর্তমানে বাজারে নানা ভ্যারাইটি ছেয়ে গিয়েছে। অনেক সময় এই সব ভ্যারাইটি এর পেছনে ছুটতে গিয়ে ঠকতেও হচ্ছে। তাই ভ্যারাইটি সঠিক হলে - দার্জিলিং অরেঞ্জ, ছাতকি, পাকিস্তান অরেঞ্জ, এগুলো খুব ভালো ভ্যারাইটি 💚💚
3টি গাছে ফল হয়েছে, আম্রপালি, পালমার, ব্যানানা, তবে বাকি গুলিতে ফলন হয়নি | তবে চার পাশে ওনার নাম এ অনেক নেগেটিভ কমেন্ট আসছে আজ কাল | তাই মনে হচ্ছে বাকি গুলির আশা না করাই ভালো 😊
Excellent Dada,But please mention in description or somewhere during the Video,from where did u buy these original mango plants and other fruit plants,Your information will be of great help for aspiring Farmers who are interested in Baaghwani
Ek dom kora jabe. Aj red palmar ar upor e ekta video banacchi. May be... 2,3 din ar moddhe dekhte parben. Gacher potting theke aam taste kora porjonto 😊😊 Dekhte Egg of sun ke tekka debe.. 😊😊
দাদা আমি রানাঘাট থেকে আমার মৌসুমী লেবু গাছ. জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফুল আসেনি, আবার কোন মাসে আসতে পারে? মৌসুমী লেবু গাছ বছরে কবার ফুল দেয়? কোন কোন মাসে
বছরে একবার ই ফুল দেয় | জানুয়ারি এর শেষ থেকে ফেব্রুয়ারী তে | এবার ওয়েদার এর খামখেয়ালি পনার জন্য, কারো কারো গাছে পুজোর আগেই একবার ফুল চলে এসেছিলো, তার পর আবার জানুয়ারি তে এসেছিলো |
ব্যাক্তিগত ভাবে আমার কালো জাম টি ই বেশি ভালো লেগেছে | তবে সাদা জাম অনেক হয়, দেখতেও সুন্দর | ভালো ভাবেই পেকে গেলে সাদা জাম ও কালো জামের টেস্ট প্রায় এক রকম ই |
এখন ভরা বর্ষা | এই সময় রিপট করবেন না | বর্ষা শেষ হলে, শীত পরার এক থেকে দুই মাস আগে রিপট করবেন | এই নিয়ে দেখুন একটা ভিডিও অলরেডি দিয়েছি, মাল্টা গাছের উপরে | বাকি গাছের জন্যও এক ই | ওটা দেখে নিন, আশা করি বুঝতে পারবেন |😊💚
তোমার বাড়ি কোথায়??তাহলে করতে পারো, তবে রুট বেশি ক্ষতি করো না | আর বৃষ্টি হলে শেড এ রাখতে হবে | আমার চ্যানেল এ ভিডিও তে গিয়ে নিচের দিকেই আছে, একটু কষ্ট করে দেখে নাও প্লিজ 😊, বেশি তো ভিডিও নেই|
Ami Banana Mango 250 taka diye niyechilam. Bes healthy 3ft a gach peyechilam. Original chara to ache, but ki kore pathabo vai?? Tomader okhane local kono valo nursery theke niye nao. Banana Mango akhon prai sob nursery tei available.
Ata ekta common somossa. Ar jonno Profex Super use koro. Notun pata asar sathe sathe 1ml/lit gule spry kore dao. Na hole ek raat ai sob pata ses hoye jabe.
বাহঃ খুবই ভালো কথা | তবে আমি বলবো বিশ্বস্ত কোনো ভালো নার্সারী থেকেই গাছ কেন, বিশেষত ফলের গাছ | ভ্যারাইটি সঠিক না হলে, ছাদ বাগানে ভালো সফলতা পাবে না, আর কয়েক দিনের মধ্যেই উৎসাহ হারিয়ে ফেলবে | মেলা থেকে ফুলের গাছ হলে কিনতে পারো|
দেওচড়াই মোড়ের ত্রিশূল নার্সারী, কাকড়িবাড়ির গ্রীন হোম নার্সারী, মারুগঞ্জ এর ওখানে একটা নার্সারী আছে, তুফানগঞ্জ এর লাঙ্গলগ্রাম এ একটা নার্সারী আছে| এগুলো বেশ ভালো নার্সারী, এগুলো থেকে গাছ সংগ্রহ করতে পারেন | তবে হ্যায় ভালো করে জিজ্ঞেস করে, ভ্যারাইটি সমন্ধে জেনে গাছ নেবেন | ধন্যবাদ 💚💚😊
Coochbehar a bes koyek ta valo nursery royeche. Deochoraimore, maruganj, tufanganj langalgram, barobisha.. Ami prai sob gach guli ai nursery guli theke collect korechi.
২টির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, দেখতেও প্রায় একই রকম | সামান্য কিছু পার্থক্য |তবে যদি বলেন ২টির মধ্যে কোনটি ভালো? তাহলে থাই ৭ বেশি ভালো | ফলন বেশি হয়, ফলের ওজন ৪০০ গ্রাম থেকে ৭০০ গ্রাম পর্যন্ত হয় | বীজ ও কম, খেতেও ভালো |
@@RupRoofGarden মোটামুটি 4-5 মাসের মধ্যে বয়স গাছের,নার্সারী থেকে এনে 15 দিন পর পটিং করেছিলাম।হাড় গুঁড়ো,সিং কুচি,ভার্মি কম্পোস্ট,নিম খোল,সর্ষে খোল দিয়ে মাটি তৈরি করা ছিল।
Excellent
💚💚
বারি জাতের আমগুলো বাংলাদেশের উদ্ভাবিত।
মাশাআল্লাহ ছাদ বাগানে অনেক ফুল দেখে খুব ভালো লাগলো ভিডিওটা দারুন
Thank you so much.
ভরা বর্ষাতে ভিডিও করা, তাই ছাদ বাগান নোংরা লাগছে | শীত কালে ৫২ রকমের গোলাপ, ৪০ এর ও উপরে বুগেনভিলিয়া ফুল দিয়ে ছাদ বাগান আরো অনেক সুন্দর লাগে |
Pink kathal dekhar protikhay achhi.khub sunder Bagan.
Thank you so much...💚💚
Khub sundor ❤
Thank you😊💚💚
darun uposthapona...nd akorsonio sob fol...egiye jao dada all tym pase achi
Thank you so much brother 💚💚💚
অসাধারণ... ছাদে উঠে যদি এত সুন্দর সুন্দর ফল দেখতে পারা যায়, মন আনন্দে ভরে যায়...❤
ধন্যবাদ 😊💚
Darun boss
Thank you.. 😊💚
Good
Sir beautiful garden I like it
Thank you so much💚💚
খুব ভাল
ধন্যবাদ 😊💚
Khub bhalo laglo tomar chad bagan 💝
Thank you so much 😊💚💚
Waw. Many many thanks for your video. I am Ratan Acharjee from Bangladesh.
Thank you.. 😊💚💚
Darun
Thank you.. 😊💚💚
খুব সুন্দর প্রতিবেদন। লিচু গাছ এর ফল দেখে খুব ভালো লাগলো। পর্যাপ্ত বৃষ্টিপাত ও সুষম খাবার e প্লান্ট এর গ্রোথ খুব ভালো। কলকাতা বৃষ্টির অভাবে ধুঁকছে।
ধন্যবাদ 😊💚💚।
চায়না ৩ লিচু টি সত্যিই ভালো ছাদ বাগানের জন্য | আর আমাদের থেকে অল্প বৃষ্টি নিয়ে যান |টানা বৃষ্টি তে পচে গেলাম | ভিডিও তে ছাদ এর অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন 😊😊|
@@RupRoofGarden একদম ছাদের অবস্থা দেখেই আমার মন টা খারাপ হয়ে গেলো। আপনাদের এত বৃষ্টি ও আমাদের এখানে বৃষ্টি নেই।
একটা লিচুর উপর পূর্ণ প্রতিবেদন করুন।
Obossoi lichur upore video korbo.. Kichu diner moddhei..
😊💚
Darun.
Thnx brother 😊💚
Woooooooow.... Fatafati... Kono katha hobena gurudev...
Thank you so much💚💚
খুব ভালো লাগলো ❤ ভাই। তোমার পরিবারের নতুন সদস্য হয়ে চলে এলাম। ভালো থাকবে।
ধন্যবাদ দিদি।। 🙏🏻🙏🏻
পাশে থাকার অনুরোধ রইলো 😊💚💚
Dada apnar kache theke gach pawa jabe....osadharon video
Ami to plant sell korina...😊
By the way thank you.. 💚💚
Very beautiful garden 👌🏻👌🏻👌🏻
Thank you.. 😊💚💚
Tobe tana 1 maser bristi te chad onek nongra hoye giyechilo.. But akhon ekdom ok.. 😊
Darun💕
Thank you..
অ সাধারণ দাদা ভাবতে পারিনি ভিডিও টা এতো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে
ধন্যবাদ 😊💚💚💚
দূৰ্দান্ত ভালো ছাদ বাগানকে তারীফ না করে পারছিনা।👍👍👍
Thank you.. 💚💚
Kub kub sndr
Thank you so much💚💚
Anbilele like this year Garden 🏡
Excellent garden and excellent presentation.Go ahead.
Thank you so much😊💚
Apnake ek din call korechilam, bujhte perechilen kina?
Darun dada❤️
Thnx brother 💚😊
নাইচ❤❤❤🙏
Beautiful
Thank you😊💚
Kobe je agulo khete parbo🤤🤤
Parben parben... Khub taratari e khete parben.. 😀
Nice garden brother❤️❤️
Thank you so much💚💚😊
@@RupRoofGarden ..apnar bari kothai home address
💕💕💕💕💕
😀😀😀😀😀
🤸🤸🤸🤸🤸
Dil khush kar diya bade bhai.💚💚
Asadharon chhat bagan korechen dada💕💕
Thank you.. 😊💚
Tobe tana ek maas ar bristi te chad olpo darty hoye ache. Tobe 1,2 din rod dilei abar sundor hoye jabe.. 😊😊
Jhor theke. Gas gula bachanor jnne. Kivbhe bedhe ki krte hbe. Ai akta video den. Khub tra tri brother
Ata to apnar chad kemon, tar upore depend korbe. Ar basic kono rule nei.. 😊💚💚
Amader basay ase kisu gash
wow
Thank you.. 😊💚
জলদি সব খাওয়ার ইচ্ছা রইলো
চলে আসো বন্ধু 😊💚
ভাই তোমার এই প্রকার ভিডিও বাগান বন্ধুদের অনেক অনেক উৎসাহ যোগাবে
ভালো থাকো আমাদের পাশে থাকো 🙏🙏🙏🙏🙏
ধন্যবাদ দাদা।। 💚💚
সব সময় পাশে আছি 😊😊
Dida Aipner bigna Kita gach Aicha
Khub bhalo laglo. Apnar koto sq feet er chad .
আমার 1000sqft এর ছাদ | তবে লম্বা 😊, এর আগের ভিডিও টাই ড্রোন দিয়ে পুরো ছাদ দেখিয়েছি | ও ভিডিও টি দেখলে আমার ছাদ সমন্ধে পুরো ধারণা হয়ে যাবে |
Thank you so much😊💚
@@RupRoofGarden okk dekhbo. Ei gach gulo kothai pawa jaabe r koto daam seta bolle khub subidhe hobe.🙏 Sunechi phol gach naki duto ba tar beshi putte hoi, pollination bhalo howar jonno.
দাদা শিলিগুরি থেকে সুভকামনা
ধন্যবাদ 😊💚💚
কোচবিহারের atmosphereএ blood orange,zara,shatkora,গন্ধরাজ লেবু ভালো হবে। blood orangeএ berry fragrance থাকে, খুব ভালো খেতে।
Tomar collection a ache ki ai gach guli? Amar kache nei..
@@RupRoofGarden আমি north 24 parganas এ থাকি, গন্ধরাজ লেবু ভালো হচ্ছে এখানে। blood orange খুজে পাইনি কোথাও, এক জায়গায় দেখছিলাম, Rs.600 দাম বলছে, নিইনি।
Apnar barir kache debashis dar theke gach nite paren..... Khub bhalo
Akash choya daam
@@RupRoofGarden eta ekdom thik
আমি বাংলাদেশ থেকে বলছি। আপনার নির্দেশনা আমার কাছে খুব গ্রহণ যোগ্য মনে হয়। আমি একটা বড় সাইজের আপেল গাছ লাগিয়ে ছিলাম। ট্রেনিং থেকে ১৪/১/২৩ তারিখে বাসায় ফিরে দেখি গাছটি ফুলে ফুলে ভরে গেছে। জাতটি সামার গ্রীন। এখন কি পরিচর্যা করলে ফুল থেকে ফল দাঁড়াবে। ফুলের যে স্থানটি গুটি বাঁধে ঐ স্থানটি খুব ছোট, মনে হচ্ছে একটি ফলও টিকবে। কি করলে অন্তত দু একটা ফল টিকবে? অনেক আশা নিয়ে আপনার কাছে জানতে চেয়েছি।
আসলে আপেল গাছে ফল দাঁড়ানো অনেকটাই আবহাওয়া এর উপরে নির্ভর করে। আবহাওয়া ঠিক ঠাক সাথ না দিলে ফল দাঁড়ায়না। ফেব্রুয়ারী মাসের দিকে ভালো ঠান্ডা পড়লে যে ফুল গুলো আসে, সেগুলিতে ফল হওয়ার সম্ভাবনা অনেক টা বেশি। আর ফুল আসার আগেই ০:০:৫০, অনুখাদ্য, PGR, সঠিক সময়ে স্প্রে করলে, ফল ভালো পাওয়া যায়। ফুল ফুটে গেলে কিছু স্প্রে না করাই ভালো।
Inspired holam dada!!!!
এটা আমার প্রাপ্তি 😊
Thank you so much 💚💚
দাদা আমার আম গাছের গোড়া ফাটল দিয়েছে কি করবো
Nice video. Tobe mone hoy carbon paper diye bagging na korai bhalo. That is not good for health.
Thank you 😊💚
Hay apnio thik bolechen.
Tobe, fungicide, pesticide foler upor spray korar cheye ata kom khoti karok.
আমার 2 বৎসর বয়সের বারি 1 মাল্টা লেবু গাছে পূজার সময় ফুল এসেছিল এর থেকে 50 টির বেশী ফল দারিয়েছে , এটি 30 লিটার ড্রামে আছে
বাহঃ দারুন ব্যাপার |
খুবই ভালো ফলন হয়েছে 💚💚
Kamrangar folon kibhabe mishti hobe?
Prothomoto variety ta valo hote hobe.
Aar 0:0:50, ful asar age o fol ar guti dariye jaoar por mase 1bar kore spray korle mistota kichu ta bare.
Nam doc mai srimung জাত টি কেমন? কিং অফ চাকাপাত কি আলাদা? আপনি কি ফল টেস্ট করেছেন?
Nam Doc mai simung বা পার্পল ডক মাই ও বলে। শুনেছি ভালো। ছাদ এ গাছ এবার রোপন করেছি। আশা রাখছি পরের বার ফলন পাবো।
আর কিং অফ চাকাপাত সম্পূর্ণ একটা আলাদা ভ্যারাইটি। ভীষণ ভালো। ফল দেখতে যেমন ভালো খেতেও ভালো। আমার ছাদ এ এবার ফল হয়েছে। রিভিউ ভিডিও আসবে।
Hello sir I have a question for you about white jamun, is it an all time Verity?
Thokai thokai aam dhore valo jaat konta janale khub upokrito hotam
Bari-11 bes thoka thoka aam dhore. Tobe amader weather a banana mango khub valo folon hoi. Jodi apnar kache na thake, tobe lagate paren ekta.
Ache ami kumr kushum kuri nursary theke niyechi tobe Punjab orenge ar fransy orenge chara paini chestha korchi
তোমার গোলাপী কাঁঠালের আপডেট টা দিও অবশ্যই। আমারও কেনার ইচ্ছে রয়েছে, তাই একটু জানতে চাইছি 🙂🙏🙏।
গাছ তো ভালো বড়ো হয়েছে, কাঁঠাল টাও অনেক বড়ো হয়েছিল | ঝড়ে আমার ছাদ এর প্রায় সব গাছ ই ভীষণ ক্ষতি হয়েছিল | সেই সময় কাঁঠাল টিও গাছ থেকে পরে যায় | ফলে এবার আর পাকা কাঁঠাল কেমন হয় দেখতে পারলাম না.
@@RupRoofGarden হ্যাঁ, তোমাদের ওখানে তো খুবই ঝড় বৃষ্টি হচ্ছে। আর আমাদের দক্ষিনবঙ্গে কিছুই নেই।
আসলে, আমি এঁচোঢ় ও কাঁঠালের ভক্ত, আর এরকম রঙিন কাঁঠাল নিয়ে তোমারই জেনুইন ভিডিও দেখেছি। তাই, ফিডব্যাকের আশায় ছিলাম।
ঠিক আছে, পরের বছর দেখবো। তোমার ভিডিওর নিয়মিত দর্শক, সমস্ত গাছগুলোই খুবই ভালো লাগলো, অনেক কিছুই জানলাম, ধন্যবাদ 🙂🙏।
Thank you so much😊💚💚
তুমি একটা গাছ লাগাতেই পারো | পিঙ্ক কাঁঠাল এখন প্রায় সব ভালো নার্সারী তেই পাওয়া যায় | আর এটা এখন কমার্সিয়ালি অনেকেই করছে | তবে হ্যায়, যে নার্সারী থেকেই নেবে, ভালো করে জেনে নেবে যে চারা গুলি যে মাদার প্লান্ট থেকে বানানো, তাতে ফলন হয়েছিল কিনা?
পিঙ্ক কাঁঠাল নিয়ে অনেক স্ক্যাম ও হয়েছে, যেমন মিয়াজাকি আম নিয়ে এখন হচ্ছে | কারণ ভ্যারাইটি টাই আসল কথা |
ভালো থেকো। 💚💚
Coochbehar e valo nursery konta ?
Fruitbag kibhabe pwajabe ba kothai payout ami kolkatai thaki
Ami amazon theke niyechilam. Amazon a onek type ar bag peye jaben.
ভাই আমার ১টি আম গাছে জুন-জুলাই মাসে মুকুল আসে ২বছর যাবত আসতেছে কিনতু মুকুল টিকছেনা। এই সময় bristi hoy.আমি ছাউনি দিয়েছিলাম কাজ হয়নি।কি করা যায়
বৃষ্টির সময় মুকুল হলে ফাংগাস লাগার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায় | তাই যখন মুকুল আসবে আসবে ভাব, তখন একবার সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করবেন, আর মুকুল এসে গেছে, কিন্তু ফুল গুলি ফোটেনি এমন অবস্থায় একবার কোনো কন্টাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করবেন | এতে সমস্যার সমাধান আশা করি হবে | আর ভালো কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করবেন |
Darjeeling Orange er taste kemn? Sob theke beshi misti orange er variety konti, chad bagan er jonne?
দার্জিলিং অরেঞ্জ দারুন একটি ভ্যারাইটি। আমার ছাদ বাগানের দার্জিলিং অরেঞ্জ এর ব্রিক্স মান ১৫ এসেছিলো। আকার ও অনেক বড়ো। তবে বর্তমানে বাজারে নানা ভ্যারাইটি ছেয়ে গিয়েছে।
অনেক সময় এই সব ভ্যারাইটি এর পেছনে ছুটতে গিয়ে ঠকতেও হচ্ছে। তাই ভ্যারাইটি সঠিক হলে - দার্জিলিং অরেঞ্জ, ছাতকি, পাকিস্তান অরেঞ্জ, এগুলো খুব ভালো ভ্যারাইটি 💚💚
@@RupRoofGarden Thank you.. ami ekti darjeeling orange er variety niye eschi... dekhi phol pele bujhte parbo kotota bhalo..
Dada apni fruits protection bag ta kotha theke kinechen
Amazon theke kinechi.
Onek type ar fruit bag peye jaben..
@@RupRoofGarden thnx dada
দাদা আপনি যে মা দুর্গা নার্সারি থেকে নিয়েছিলেন ওইগুলো গাছের কি ফল এসেছে জানাবেন
3টি গাছে ফল হয়েছে, আম্রপালি, পালমার, ব্যানানা, তবে বাকি গুলিতে ফলন হয়নি | তবে চার পাশে ওনার নাম এ অনেক নেগেটিভ কমেন্ট আসছে আজ কাল | তাই মনে হচ্ছে বাকি গুলির আশা না করাই ভালো 😊
Excellent Dada,But please mention in description or somewhere during the Video,from where did u buy these original mango plants and other fruit plants,Your information will be of great help for aspiring Farmers who are interested in Baaghwani
Thank you brother... 💚
I'll keep your suggestions on my mind... 😊
Thank you brother... 💚
I'll keep your suggestions on my mind... 😊
Bhai, chader jonno best 3 ta mango verify nam bolun plzzz..
1) Banana Mango
2) Nam Doc Mai
3) katimon
@@RupRoofGarden pulmar red kora jabe ki na ???
Ek dom kora jabe.
Aj red palmar ar upor e ekta video banacchi.
May be... 2,3 din ar moddhe dekhte parben.
Gacher potting theke aam taste kora porjonto 😊😊
Dekhte Egg of sun ke tekka debe.. 😊😊
@@RupRoofGarden 🔥🔥🔥
দাদা আমি রানাঘাট থেকে আমার মৌসুমী লেবু গাছ. জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফুল আসেনি, আবার কোন মাসে আসতে পারে? মৌসুমী লেবু গাছ বছরে কবার ফুল দেয়? কোন কোন মাসে
বছরে একবার ই ফুল দেয় | জানুয়ারি এর শেষ থেকে ফেব্রুয়ারী তে | এবার ওয়েদার এর খামখেয়ালি পনার জন্য, কারো কারো গাছে পুজোর আগেই একবার ফুল চলে এসেছিলো, তার পর আবার জানুয়ারি তে এসেছিলো |
@@RupRoofGarden tq❤
Apple mango or taste ta kamon?
Himsagar er moto mishti na or cheye kom?
প্রতিটি আম এর ই আলাদা কিছু গুণ বা স্বাদ থাকে | তাই ওভাবে শুধু মিষ্টি দিয়ে বিচার করা ঠিক হবে না | তবে খেতে বেশ ভালো, আকারে খুব বড়ো|
ভাইয়া কোন জাতের জামরুলটা ভালো ইয়োলো veregreded না whit veregredet না গ্রীন কোনটা ভালো একটু বলবেন প্লিজ 1..2বলবেন
ইয়েলো ভেরিগেটেড টা বেশ ভালো . আমি খেয়েছি , আমার ছাদ এ ও আছে . এখন একটা জামরুল পাওয়া যাচ্ছে মিসাইল জামরুল, ওটাও খুব ভালো |
Ar kalo ar shada jam er modhye taste kontar bhalo?
ব্যাক্তিগত ভাবে আমার কালো জাম টি ই বেশি ভালো লেগেছে | তবে সাদা জাম অনেক হয়, দেখতেও সুন্দর | ভালো ভাবেই পেকে গেলে সাদা জাম ও কালো জামের টেস্ট প্রায় এক রকম ই |
দাদা আপনার গাছ গুলো কোথা থেকে সংগ্রহ করেছেন
বিভিন্ন জায়গা থেকে দাদা। অনলাইন, লোকাল নার্সারী।
Dada ekhonki fruit plants repot kora jabe?... Jodi jai kivabe korbo mati toiri sob niye ekta video dile khub help hoto...
এখন ভরা বর্ষা | এই সময় রিপট করবেন না | বর্ষা শেষ হলে, শীত পরার এক থেকে দুই মাস আগে রিপট করবেন | এই নিয়ে দেখুন একটা ভিডিও অলরেডি দিয়েছি, মাল্টা গাছের উপরে | বাকি গাছের জন্যও এক ই | ওটা দেখে নিন, আশা করি বুঝতে পারবেন |😊💚
@@RupRoofGarden dada amader ekhane borsar chite photao nei.. Last 1 mas matro 2 din bristi hoyeche..
@@RupRoofGarden etar link ta plz dewa jabe malta repot er..
তোমার বাড়ি কোথায়??তাহলে করতে পারো, তবে রুট বেশি ক্ষতি করো না | আর বৃষ্টি হলে শেড এ রাখতে হবে | আমার চ্যানেল এ ভিডিও তে গিয়ে নিচের দিকেই আছে, একটু কষ্ট করে দেখে নাও প্লিজ 😊, বেশি তো ভিডিও নেই|
Doc mai srimung ekta kinbo. Kothay aunthetic verity pabo?
Apnar bari kothai dada.?
@@RupRoofGarden Bankura.
Dads apni kotha theke chara anen
Local nursery thekei ami besi gach niyechi.
Aar online a Webgarden theke gach niyechi.
Bhai green net keno lagchen ???
শিলা বৃষ্টির থেকে আম বাঁচানোর জন্য লাগিয়েছিলাম, আর খোলা হয়নি 😊
Banana mango chara kmn dam niyachilo?
Dada tmi original chara pathate parbe
Ami Banana Mango 250 taka diye niyechilam. Bes healthy 3ft a gach peyechilam.
Original chara to ache, but ki kore pathabo vai??
Tomader okhane local kono valo nursery theke niye nao. Banana Mango akhon prai sob nursery tei available.
Apple gachh hobe
China 3 lichu ti kon nursery theke kinechen sir?
Apnar bari kothai? Jodi coochbehar ar ase pase hoye thake, bole dite pari.
Holuder jol dile ki hobe
Apanr question ta thik bujhte parlam na.
Kon gache? Ba kokhon deben details a bolle bujhte subidha hoto.
Dada amr amm gach e ei pata kata poka sob pata kete dechi ki pesticides dei bolo ekto .confider dichi kaj hoche na
Ata ekta common somossa.
Ar jonno Profex Super use koro.
Notun pata asar sathe sathe 1ml/lit gule spry kore dao. Na hole ek raat ai sob pata ses hoye jabe.
@@RupRoofGarden hm dada amr sob pata ei ses kore deche go .din er bela o pata kache ki re bolbo
Kon nursery theke gach kinbo near Kolkata
Dekhun ovabe Kolkata ar asepase ki nursery ache, amar sothik jana nei, karon ami 700km dure thaki..
Thank you. 💚
আমগাছে যখন মুকুল আসে তখন কি নিয়মিত পানি সেচ দিতে হয়
আমার গাছগূলো আসলে মাটিতে, টবে নয়
হ্যায় মুকুল চলে এলে ভালো করে জল দিতে হবে। না হলে গুটি শুকিয়ে পরে যাবে।
মুকুল এলে গাছের গোড়া থেকে কিছুটা দূর দিয়ে আল কেটে উঁচু করে দিয়ে জল দেবেন।
দাদা এ বছর ছাদ বাগান শুরু করবো ঠিক করেছি। রিষড়ায় রথের মেলায় য়ে নার্সারী আসে সেখান থেকে গাছ কেনা যেতে পারে ? জানাবেন।
বাহঃ খুবই ভালো কথা | তবে আমি বলবো বিশ্বস্ত কোনো ভালো নার্সারী থেকেই গাছ কেন, বিশেষত ফলের গাছ | ভ্যারাইটি সঠিক না হলে, ছাদ বাগানে ভালো সফলতা পাবে না, আর কয়েক দিনের মধ্যেই উৎসাহ হারিয়ে ফেলবে | মেলা থেকে ফুলের গাছ হলে কিনতে পারো|
Apni eai gach gulo kon nursery theke kinechen? address ta deben please.
Aguli ekti nursery theke to kini ni, onek nursery ghure collection korechi. Abar online a o onek gach aniyechi..
মেলায় ওয়াটার ফাউন্টেন এর দোকান আছে?
না ওটা নেই।।। 😊😊
Dada fruit bag KO tay pabo
Amazon a peye jabe. Onek quality ar ache. Amio Amazon thekei niyechilam.
কোচবিহারের কোন নার্সারীতে এই গাছ গুলো পাওয়া যায়
Bes koyekti nursery ache-
Deochoraimore ar Trisul nursery
Khagrabarir okhane green home nursery
Tufanganj ar okhane nursery
Thanks
ব্যানানা আম কি বারোমাসি জাত?
না এটা বছরে এক বার ই হয়, তবে এর flower to fruits conversion অনেক বেশি, তাই অনেক বেশি ফলন পাওয়া যায়, আর খেতেও ভীষণ সুন্দর।।।
Bari 4 bachore Kato bar hoy?
Verigeted Malta bachore Kato bar hoy?
বছরে একবার ই হয় |
আপেল ম্যাঙ্গোটা খেতে কেমন?
Darun khete vison misti.
Plant kotha theke kno amr bari dinhata...
th-cam.com/video/mpoL3BhouyE/w-d-xo.html
Trishul Nursery
Deochoraimore
Banana mango 1 year 1 bar hoy naki besi joy
Bochore ek bar e hoi.
Baba.ato.rokam.frute.ki.kora.fholano.shambhob.korlen
এখন ছাদ বাগানে সব ফল ই ফলানো সম্ভব, যদি ভ্যারাইটি সঠিক হয়। 😊💚💚
Aapni grafted chara sell koren naki? Kotha theke kinte hobe?
Na ami plants sell kori na. Apnat bari kothai?? Jodi help korte pari..
@@RupRoofGarden amar Bari Assam e, ami mango plant kinte chai. Apnar bagane jegulo variety dekhlam khubei valo, oigulo kotha thke kinte parbo janaben.
Bagging gulo kotha thke kincho dada ?
Agulo amazon theke niyechi.
@@RupRoofGarden ok dada tale okhne pea jbao
Hay.. Onek quality ar ache. Review dekhe jeta best mone hobe, niye nio.
@@RupRoofGarden dada tumi jeta niacho pls ota r ekto link ta share kore na comments e khub valo hoi
ভাই আমি কোচবিহার এ থাকি । আপনি কোন নার্সারী থেকে গাছ সংগ্রহ করেন প্লিজ বলবেন। ধন্যবাদ।
দেওচড়াই মোড়ের ত্রিশূল নার্সারী, কাকড়িবাড়ির গ্রীন হোম নার্সারী, মারুগঞ্জ এর ওখানে একটা নার্সারী আছে, তুফানগঞ্জ এর লাঙ্গলগ্রাম এ একটা নার্সারী আছে| এগুলো বেশ ভালো নার্সারী, এগুলো থেকে গাছ সংগ্রহ করতে পারেন | তবে হ্যায় ভালো করে জিজ্ঞেস করে, ভ্যারাইটি সমন্ধে জেনে গাছ নেবেন |
ধন্যবাদ 💚💚😊
ধন্যবাদ
Amarican red palmar gach tar dam koto?
Ami 500 taka diye niyechilam. 😊💚
@@RupRoofGarden Thankyou reply er jonno. Apple plant niye akta video dile valo holo
♥️ From Murshidabad West Bengal
Local kon nursury theke niacho pls name ta bolbe ..🙏🙏🙏
Coochbehar a bes koyek ta valo nursery royeche.
Deochoraimore, maruganj, tufanganj langalgram, barobisha.. Ami prai sob gach guli ai nursery guli theke collect korechi.
@@RupRoofGarden green home nursury ta kemon ?ami onar theke kichu gach enechi....
ওটাও ভালো | জেনুইন গাছ পাবেন | আমি ওই নার্সারী ভিসিট এর ভিডিও ও করেছি | ভালো লেগেছিলো নার্সারী টি |
@@RupRoofGarden osonkhho dhonnobad 🙏🙏🙏
Subscribe korlam😊😊
Thnak you.. 😊💚
Deochoraimore ar Trisul nursery visit korte paren, ekbar. Onek original variety ar gach paben.
আম গাছ গুলি কত ইঞ্চি ট বে আছে?
১২" টবে আছে,আর ২টি গাছ ১৬" টবে আছে |
Where I will get China 3 litcho plants
Where r u frm???
@@RupRoofGarden Tripura
দাদা আমি থাই ৭ পেয়ারা পাইনি তাই থাই ৫ পেয়ারা কিনেছি কিন্তু থাই ৭ আর থাই ৫ এর মধ্যে পার্থক্য টা কি ?
২টির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, দেখতেও প্রায় একই রকম | সামান্য কিছু পার্থক্য |তবে যদি বলেন ২টির মধ্যে কোনটি ভালো? তাহলে থাই ৭ বেশি ভালো | ফলন বেশি হয়, ফলের ওজন ৪০০ গ্রাম থেকে ৭০০ গ্রাম পর্যন্ত হয় | বীজ ও কম, খেতেও ভালো |
ভাই আমার ছাদ বাগান করার ইচ্ছে তবে আমি চারা কোথায় থেকে সংগ্রহ করলে ভালো হবে আপনি কি চারা বিক্রি করেন প্লিজ জানাবেন
অবশ্যই শুরু করুন |
দেখবেন শরীর মন দুটিই ভালো হয়ে যাবে |
আমি তো গাছ বিক্রি করিনা, তবে ভাই আপনার বাড়ি কোথায়??? যদি হেল্প করতে পারি |
দারুন সুন্দর ছাদ বাগান, কিন্তু দাদা এই ভাবে ছাদে যদি নোংরা ও জল জমে থাকে, তাহলে ছাদটা না নষ্ট হয়ে যায় ।
নর্থবেঙ্গল এ টানা 15-20 দিনের বৃষ্টিতে চার পাশে বন্যা পরিস্থিতি,ছাদ ও ব্যাতিক্রম নয় | তাই ছাদ এর ও এই হাল|
ধন্যবাদ 😊💚
ফ্রুট ব্যাগিং কোথায় পাবো?
Amazon a peye jaben. Amio Amazon theke niyechi.
@@RupRoofGarden Link ta ektu dite paren?
দাদা আমার ছাদে 10 রকম লেবু গাছ লাগিয়েছি কিন্তু গাছ গুলির গ্রোথ হচ্ছে না,কি করলে ভালো হবে?
গাছের বয়স কত? কবে পটিং করেছেন? আর সয়েল কি কি দিয়ে বানিয়েছেন?এগুলো আগে জানা দরকার |
@@RupRoofGarden মোটামুটি 4-5 মাসের মধ্যে বয়স গাছের,নার্সারী থেকে এনে 15 দিন পর পটিং করেছিলাম।হাড় গুঁড়ো,সিং কুচি,ভার্মি কম্পোস্ট,নিম খোল,সর্ষে খোল দিয়ে মাটি তৈরি করা ছিল।
Bari 4 আম র টেস্ট কেমন।
খুবই ভালো। আকারেও ৫০০-৯০০ গ্রাম হয়ে থাকে।
@@RupRoofGarden মিষ্টি কেমন?