বেসরকারি ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়াতে কারা যেতে পারবেন,কি যোগ্যতা থাকতে হবে, আলোচনা করলাম।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • জনস্বার্থে তথ্য দিলাম চলমান কিছু কাজের তালিকা।
    ১= সার্বিয়ার জন্য ফাইল জমা নিচ্ছি,ফ্যাক্টরি ওয়ার্কার, লাইট ড্রাইভার এবং হেবি ড্রাইভার, ৬মাস থেকে ১বছর সময় দেয়ার মন-মানসিকতা যারা রাখেন , মন চাইলে whatsapp নাম্বারে যোগাযোগ করতে পারেন। ০১৮২২২২৭০১০ ।
    সর্বোচ্চ দেড় মাসের মধ্যে অনলাইন পেয়ে যাবেন। তবে একবার রিজেক্ট হইলে যেনো বারবার পুনরায় চেষ্টা করতে পারি ,সেজন্য ছয় মাস থেকে এক বছর সময় চেয়ে নেয়া।
    কিসমত ভালো হলে ছয় মাসের কম বেশি সময়ের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন।
    ২=এছাড়াও ক্রোয়েশিয়ার জন্য ডেলিভারি ম্যান, রেস্টুরেন্ট ওয়ার্কার, হাউসকিপিং ওয়ার্কার নিয়োগ দেয়া হবে, চার মাসের আশেপাশে এম্বাসি ফেইস করিয়ে দিতে পারব ইনশাআল্লাহ। ভিসার জন্য নেপাল যেতে হবে।
    ৩=কাতারের জন্য এসি টেকনিশিয়ান এবং দক্ষ ইলেকট্রিকশিয়ান পাশাপাশি হেল্পার নিয়োগ প্রসেসিং সময় সর্বোচ্চ দুই মাস।
    ৪=সৌদি আরবে গ্রোসারী শপ এর জন্য কর্মী নিয়োগ বেতন ১৪০০ রিয়াল প্রসেসিং সময় সর্বোচ্চ দুই মাস।
    ৫=বেলারুশের জন্য ফ্যাক্টরি ওয়ার্কারের ফাইল গ্রহণ করা হচ্ছে, প্রসেসিং সময় সর্বোচ্চ তিন মাস। যাদের ইউরোপের ভূত মাথায় আছে তারা চাইলে কম সময়ে এদেশে ঢুকতে পারেন। এদেশে যাওয়ার পর যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন হয়ে সেন্ট্রাল ইউরোপের বিভিন্ন দেশে ঢুকতে পারবেন তবে বাই রোডে গেইমের মাধ্যমে।
    ৬=দেড় মাসের মধ্যে সার্বিয়া এবং আলবেনিয়াতে ভিজিট ভিসায় ঢুকিয়ে দেওয়া সম্ভব, কাজ নিজ দায়িত্বে খুঁজে নিতে হবে, যারা সেন্ট্রাল ইউরোপে গেইম দেওয়ার মন মানসিকতা রাখেন তারা চাইলে এই সুযোগ কাজে লাগাতে পারেন। ব্যাংক স্টেটমেন্ট পাসপোর্ট এবং সার্টিফিকেট দিতে হবে। আগের গ্রুপের লোক গুলোকে সফলভাবে ঢুকিয়ে দিতে পারলে পরের গ্রুপের জন্য পাসপোর্ট জমা নেয়া হবে।
    ৭=মধ্যপ্রাচ্য মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে ইউরোপের সেনজেনভুক্ত দেশ রোমানিয়া এবং ক্রোয়েশিয়ার জন্য ফাইল দিচ্ছি। যাদের বৈধ ডকুমেন্ট আছে এবং সে সকল দেশের পুলিশ ক্লিয়ারেন্স দিতে পারবেন, কোম্পানির এনওসি দিতে পারবেন, বিশেষে এক্সিট পেপার দিতে পারবেন এবং ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবেন, তারা যোগাযোগ করতে পারেন।
    ৮=কুয়েতে হাউজ ড্রাইভার নিয়োগ, বেতন ১২০ দিনার, থাকা খাওয়া মালিক দিবে। শর্ত হচ্ছে বিদেশী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
    ৯=দুবাইতে হাই পাওয়ার কোম্পানিতে ইনডোর ক্লিনার নিয়োগ,
    বেতন ৯০০ দেরহাম, ঢাকা কোম্পানির খাওয়া নিজের, সময় সর্বোচ্চ তিন মাস।
    ১০=সিঙ্গাপুরে জাহাজ নির্মাণ শিল্পে কাজের জন্য হেলপার নিয়োগ করা হবে, বেতন প্রতিদিন ১৬ সিঙ্গাপুর ডলার, আগামী ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চাইলে অরজিনাল পাসপোর্ট অফিসে জমা দিয়ে সিরিয়াল নিতে হবে। বয়স ২২ থেকে ৩২ এর নিচে হতে হবে। কাজ জানার দরকার নাই, সুঠাম দেহের অধিকারী হতে হবে। হেল্পার হিসেবে গিয়ে হষ স্কিল্ড হওয়ার সুযোগ নাই।
    ১১=যারা রোমানিয়ার ভিসা পাওয়ার পরেও কোম্পানির সমস্যার কারণে রোমানিয়াতে যেতে পারতেছেন না, যদি আপনার ভিসার মেয়াদ থাকে দ্রুত যোগাযোগ করুন, আপনাকে আমরা রোমানিয়া ছাড়া অন্য সেনজেন দেশে ঢুকিয়ে দেওয়ার সহযোগিতা করব, পাশাপাশি যারা রোমানিয়া এয়ারপোর্ট থেকে ফেরত এসেছেন, আপনারাও যোগাযোগ করতে পারেন।
    ১২- দক্ষিণ কোরিয়াতে যারা রোস্টারভুক্ত আছেন ভাষা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বসে আছেন, তাদের জন্য ম্যানুফ্যাকচারিং এবং ফিশিং দুই ক্যাটাগরিতে বেসরকারিভাবে পাঠানোর সুযোগ রয়েছে ‌।
    ১৩-মালয়েশিয়াতে প্লান্টেশানে কাজের ভিসায় কর্মী পাঠানোর সুযোগ রয়েছে।
    ধন্যবাদান্তে
    মোহাম্মদ ইউসুফ আলী মজুমদার
    যোগাযোগের ঠিকানা।
    ৩৬ ,রোকেয়া ম্যানশন,
    লিফটের ছয়, সপ্তম তলা, ৭০৩ রুম নাম্বার।
    নয়াপল্টন বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন।
    অথবা স্কাউট মার্কেট সংলগ্ন।
    অথবা আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনের বিল্ডিং।
    নয়া পল্টন ঢাকা ১০০০।
    জরুরী প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন।
    ০১৮২২২২৭০১০

ความคิดเห็น • 12

  • @riazahammad-wu3zk
    @riazahammad-wu3zk 27 วันที่ผ่านมา

    ভাই নিউজিল্যান্ডে নিয়ে কিছু বলেন

  • @ridwansyednur1983
    @ridwansyednur1983 26 วันที่ผ่านมา

    usa তে যাওয়া যাবে বৈধবাবে আপনার মাধ্যমে?

  • @riazahammad-wu3zk
    @riazahammad-wu3zk 27 วันที่ผ่านมา

    নিউজিল্যান্ডে ভিসা নিয়ে বলে

  • @Salmansarkar-f1i
    @Salmansarkar-f1i 27 วันที่ผ่านมา

    ভাই আমাকে একজন বললো ক্রোশিয়া এর জন্য জমা দিলে নেপাল বা ইন্ডিয়া জাওয়া লাগবে না তারা নাকি ডুবাই মালোশিয়া সিংগাপুর থেকে প্রসেস করবে আর ইন্টার ভিও আমাদের দিতে হবে না জারা পাঠাবে তারাই নাকি ইন্টার ভিউ দিবে সব তারাই করবে আমাদের কোথাও জাওয়া লাগবে না ভাই এটা কি সম্ভব বা এই ভাবে পাঠানো কি জাই একটু বলবেন প্লিজ

  • @MDRakib-zt8wn
    @MDRakib-zt8wn 27 วันที่ผ่านมา

    ❤❤বস্ তুর্কী সাইপাস সম্পর্কে কিছু বলেন ❤❤

  • @SamsungSamsung-mz3tx
    @SamsungSamsung-mz3tx 28 วันที่ผ่านมา +2

    সার্বিয়ার এত ফাইল নিছেন কিন্তু ভিসা কই ফাইল নেন ১০০ ভিসা দেখান ২.৩ টা😅

    • @YousupMojumdar
      @YousupMojumdar  27 วันที่ผ่านมา

      সার্বিয়ার ভিসা রেশিও বর্তমানে খুব খারাপ, আমি প্রতিটা ভিডিওতে বলি, তারপরও যদি খোঁচা দেওয়ার ইচ্ছা থাকে

    • @anonymouscracker8689
      @anonymouscracker8689 27 วันที่ผ่านมา

      ওনি তো আগাম সতর্কসংকেত দিয়েই ফাইল নেন। তখন বুঝে দেন নাই কেন।

  • @MdSaiful-y9h
    @MdSaiful-y9h 28 วันที่ผ่านมา

    আপনারা সার্বিয়া নিয়া কাজ করেন

  • @sirajulislam3018
    @sirajulislam3018 28 วันที่ผ่านมา

    আপনার কাজের রেট অনেক বেশী

    • @YousupMojumdar
      @YousupMojumdar  27 วันที่ผ่านมา

      একটা জিনিস মনে রাইখেন বড় ভাই সস্তার তিন অবস্থা