বাসীরা মিডিয়া তে যিনি ভয়েস দেন। আমি জানিনা আপনার সাথে আমার দুনিয়াতে দেখা হবে কি নাহ। তবে আল্লাহর কাছে দুয়া করি আল্লাহ যেন জান্নাতে আমাকে আপনার সাথে দেখা করার সুযোগ করে দেন। আমার দ্বীনের পথে ফিরে আসার পেছনে বাসীরা মিডিয়ার অনেক অবদান আছে। জাযাকাল্লাহ খাইরান 🤍
এ সমস্যাটা আমার এবং আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা শুধুমাত্র আমার জন্যই যেন আমারই প্রিয় শায়েখের কন্ঠে সমাধানের পথটা বাতলে দিলেন।আলহামদুলিল্লাহ ইয়া রব্বাল আলামীন।
আমি baseera থেকে অনেক অনেক উপকৃত হয়েছি। প্রথমে আমার রাসুল(সাঃ) এবং এর পর baseera এর মাধ্যমে আল্লাহ আমাকে হেদায়াত করেছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ করতে পারব না। baseera'র পুরো team কে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখেরাতে কামেয়াবি নসীব করুন। আমিন ইয়া রাব্বাল আ'লামিন।
বেশ কিছুদিন ধরেই মারাত্মক রকমের Depression এ ভুগছিলাম।এই যুবতীর সাথে যে আমার মনের situation এতো অলৌকিক ভাবে মিলে গেলো .... SubhanAllah!! সবাই আমার হেদায়াত এর জন্য দোয়া করবেন।
ভিডিওতে উল্লেখিত বোনের জন্য দেওয়া সবগুলো নাসিহাত যেন আমাকেই বলা হলো। বোনের উসিলায় অনেক কিছু জানতে পারলাম। আমিও সেই সম্মানিতা বোনের মতোই দ্বীন পালনে কিছুটা পিছিয়ে পড়ি মাঝেমধ্যে। সুন্দর উপদেশ ও আল্লাহর কাছে সঠিক হেদায়েত চাওয়ার দুয়া শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ হুজুরকে উত্তম প্রতিদান দিন।
১. আল্লাহ আপনাকে সারাক্ষণ দেখছেন। ২. আল্লাহকে স্বরণ করা সবসময় অন্তর,হাত, পা, জিহ্বা এবং কোরআন অর্থ সহকারে গভীর মনযোগ দিয়ে পড়ে। ৩. সর্বদা হিদায়ত কামনা করা। ৪. ভালো মানুষের সঙ্গ রাখা। ঈমানদারদের। ৫. সর্বদা আল্লাহর কাছে ঈমানের দৃঢ়তার জন্য দোয়া করা। ইয়া মুকাল্লিবাল ক্বুলুব, সাব্বিত ক্বালবি আ' লা দীনিক। ৬. আল্লাহর রহমতের ওপর আশা রাখা, ৭. অতীত গুনাহ নিয়ে পড়ে না থাকা। ৮. ভবিষ্যতে আল্লাহর অনুগত কিভাবে হবেন, তার রহমত কিভাবে লাভ করবেন এবং তার পুরষ্কার কি তানিয়ে ভাবুন।
ঠিক একই বিষয় এই মুহূর্তে আমার সাথে ঘটছে গতকাল থেকে আমার ঈমান অনেক দুর্বল হয়ে পড়েছে আমি কোনো ভাবেই আমার ঈমানটাকে শক্ত করতে পারছি না,জানি না মহান রব কোনো কারণে আমার উপর রেগে আছে কিনা... "হে অন্তর সমূহের পরিবর্তনকারী,আমার অন্তরকে তোমার দ্বীনের উপর সুদৃঢ় করে দাও" আমীন।
এই বোনের কথা গুলো যেন আমারই হৃদয়ের কথা।জানিনা কতটুকু রবের পথে চলতে পারবো।নিসন্দেহে আল্লাহ ভালো জানেন। আমার হৃদয় কলুষিত। প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন।প্লিজ
বাসিরা মিডিয়া চ্যানেল এ যে ভয়েস দিচ্ছেন। আপনার জন্য আমি প্রথম হেদায়েত আল্লাহর পথে এসেছিলাম। জীবন মৃত্যু সিরিজ টা সুনে।। আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আমি আপনার সাথে দেখা করতে চাই।। প্লিজ সায়েখ। মেহেরবানী করুন।।।😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
বাসিরা মিডিয়া যারা তৈরি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।আপনাদের কারনে আমার এবং আরও অনেক ভাই-বোনদের ঈমান দৃঢ় হচ্ছে।আল্লাহ আপনাদের এই মহান কাজ করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।জাযাকাল্লাহ খাইরান
মাশা'আল্লাহ, মনে হচ্ছে আমার অন্তরের কথাগুলো এই বোনের কথার মাধ্যমে প্রকাশিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন আমাদের সবাইকে হিদায়তের নূর দিয়ে আলোকিত করেন, আমীন। জাযাকাল্লাহু খইরান @Baseera
আপনার দ্বীনদার বন্ধু/বান্ধবীকে কখনো ত্যাগ করবেন না 😊 | কেননা সেই হতে পারে আপনার জন্য সুপারিশকারী, তার উসিলায় হয়তো আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারে | তাই তাদের সাথে সব সময় ভালো কথা বলুন ও ভালো আচরণ করুন | আর হ্যাঁ, রাসুল (সাঃ) বলেছেন, কেয়ামতের দিন সবচাইতে নেকির পাল্লা ভারী করে দেবে ভালো আখলাক তথা উত্তম চরিত্র 🌹🌟
আদম সৃষ্টির পূর্বে কি ছিল তার সিরিয়াল পর্ব আপনার মাধ্যমে জানতে ও শুনতে চাই। দীনের আলোচনা আপনার মুখে অনেক সুন্দর শুনায় আল্লাহ আপনাকে বারাকা দান করুন। জাযাকাল্লাহ খাইরান।
*আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় প্রতিদিন সাবস্ক্রাইবার এবং ভিউ বাড়ছে সাথে সাথে আমরাও আপনাদের আমাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছি।“আশা করি একদিন আকাশ ছুব„*
অামিন - প্রশ্নটা অামার পক্ষ থেকেওও ছিল, ভাইয়া অামার হেদায়েতের জন্য দোয়া করবেন। অাল্লাহ তায়ালা যেন অামাকে সকল রকমের পরিস্থিতি থেকে রক্ষা করেন এবং অামি যেন দ্বীনের পথে অটল থাকতে পারি। অাল্লাহ তায়ালা অাপনাকে উত্তম প্রতিদান দান করুক, এমন সুন্দর সুরেলা কন্ঠে' সুন্দর কথাগুলো উপস্থাপন করার জন্য।
ভেবেছিলাম আপনার মতো দিনের দাওয়াত দেয়ার চেষ্টা করবো, ঠিক একদম এই যাবতীয় কিছু সমস্যার সম্মুখীন হই আমিও খুবই সচরাচর. সেজন্য চ্যানেলে আর কোনো ভিডিও দেইনি. কারন নিজেকে অযোগ্য মনে হয় যখন অন্তর কঠিন হয়ে পরে, ইমান যখন হ্রাস পায়.
বাসিরা মিডিয়া তে যিনি ভয়েস গুলো দেন,,,,,জানি না,,আপনার সাথে আমার দুনিয়াতে দেখা হবে কি না,,,,,,দেখা হতেও পারে,,যদি আল্লাহ তায়ালা চান,,,তাহলে দেখা হতে পারে,,,,, আর যদি ও এই দুনিয়ায় দেখা না হই তাহলে ইনশাল্লাহ,জান্নাতে আমরা দেখা করবো,,, ইনশাল্লাহ,,আল্লাহ তুমি কবুল করে নেও,,,আমিন,,🥰🥰🥰
ইয়া আল্লাহ কেউ না বুঝুক তুমি তো জানো আমি কি করছি কাউকে জোর করে বুঝানো যায়না যে আমি পাপি নই। তুমি একমাত্র সত্তা যে সবকিছু দেখেন তুমি আমাকে হেদায়েত দাও৷ মানুষের মনে আমার প্রতি ভালো ধারনা তৈরি করার তৌফিক দাও আমিন।। আমার জন্য তুমিই যথেষ্ট
একমাত্র আল্লাহর জন্যই আপনাকে ভালবাসি ❤️❤️❤️হুজুর আমার পরিবারের জন্য দোয়া রাখবেন।আর দুনিয়ার আলো দেখার অপেক্ষায় আমার কলিজার টুকরার জন্য একটু দোয়া করবেন সে জন্য নেক হায়াত পায়।❤️❤️❤️
মহিলা সাহাবীয়া এবং নবীগণের স্ত্রীদের জীবনী এবং তারা যেভাবে চলতেন,, যেভাবে স্বামীর খেদমত করতেন,, যেভাবে ইবাদত করতেন সেগুলো নিয়ে ভিডিও বানালে আমাদের মা-বোনেরা উপকৃত হতো। আশা করি এরকম কিছু ভবিষ্যতে পাবো ইনশাআল্লাহ
Situation টা আমার মতই। আমি আমার সব টা দিয়ে ভালো কিছু করতে চায় , করিও কিন্তু সাময়িক সময় এর জন্য, আবারও ও আমি ভালো কাজ থেকে নিজেকে দূরে ঠেলে দিয় নিজের ইচ্ছে র বিরুদ্ধেই, কখনো আমি আল্লাহ ভীরু হয়ে উঠে নামাজ, সদকা, ভালো আচরণ করি, এক টা নামাজ ও skip দিয়না, আবার সেই অমিয় দিনের পর দিন নামাজ এর সাথে সম্পর্ক চুকিয়ে ও দিয়। মাঝে মাঝে মনে হয় আমি শেষ হয়ে গেছি। অবশ্য সেটার জন্য আমার পারিবারিক কিছু সমস্যা আছে, আসলে আমি আমার শারীরিক এবং মানসিক সব রকম কষ্ট সহ্য করে নিলেও চোখের সামনে আব্বু আম্মুর কষ্ট সহ্য করতে পারিনা, ওরা অনবরত আমাদের একটা বেক্তিগত কারণে চিন্তিত থাকেন আমার ভালো লাগেনা আমি হতাশ হয়ে যায় তখন মনে হয় এক নিমেষে নিজেকে শেষ করে ফেলি। আবার পরক্ষনেই মনে হয় এটা তো নিকৃষ্ট কাজ। এক কথায় আমি আমাকে ই খুঁজে পায়না। Allah যেনো আমাকে পথ দেখান।
ভিডিওটি আমার জন্য যে কতটা উপকারী হয়েছে তা বলে বোঝানোর না। যে বোন এই প্রশ্নটি করেছেন তার মতো আমার ও এমন অবস্থা একদম আমার মনের কথা গুলো বলেছে বোন টি। ভিডিওটির জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ নেক হায়াত দান করুক আপনাদের চ্যানেলের সকল কর্মরত দের কে আমীন।
যে ভদ্রলোক চ্যালেনের ভয়েস ডেলিভার দেন, আপনার কাছে একটা রিকোয়েস্ট, প্রতি সপ্তাহে 15 থেকে 20 মিনিটের ভিডিও আপলোড করবেন। এটা শুধু আমার আবদার না, এই চ্যানেলের প্রতিটি সদস্যই এ বিষয়টা প্রত্যাশা করে। আশা করি, শত ব্যস্ততার মাঝেও আমাদের এই রিকুএস্ট টা রাখবেন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমিন💖💖
*আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় প্রতিদিন সাবস্ক্রাইবার এবং ভিউ বাড়ছে সাথে সাথে আমরাও আপনাদের আমাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছি।“আশা করি একদিন আকাশ ছুব„*
বাসীরা মিডিয়া তে যিনি ভয়েস দেন। আমি জানিনা আপনার সাথে আমার দুনিয়াতে দেখা হবে কি নাহ। তবে আল্লাহর কাছে দুয়া করি আল্লাহ যেন জান্নাতে আমাকে আপনার সাথে দেখা করার সুযোগ করে দেন। আমার দ্বীনের পথে ফিরে আসার পেছনে বাসীরা মিডিয়ার অনেক অবদান আছে। জাযাকাল্লাহ খাইরান 🤍
একই মন্তব্য ❤️
Sohomot
🤚
Amro khub iccha bt jani na meet korte perbo ki..😔 Allah unak valo rakhuk 🤲
Same
এ সমস্যাটা আমার এবং আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা শুধুমাত্র আমার জন্যই যেন আমারই প্রিয় শায়েখের কন্ঠে সমাধানের পথটা বাতলে দিলেন।আলহামদুলিল্লাহ ইয়া রব্বাল আলামীন।
বোনটি আমার হৃদয়ের প্রশ্নটা শ্রদ্ধেয় শায়েখ এর কাছে করেছেন, আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আমি উত্তরটা পেয়ে গেলাম জাযাকাল্লাহু খাইরান।
আল্লাহু আকবার!
যে কথা গুলো মনের মধ্যে ঘুরছিল,আল্লহ যেন আজ তার ই উত্তর দিলেন!
সুবহানাল্লাহ
আমি baseera থেকে অনেক অনেক উপকৃত হয়েছি। প্রথমে আমার রাসুল(সাঃ) এবং এর পর baseera এর মাধ্যমে আল্লাহ আমাকে হেদায়াত করেছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ করতে পারব না। baseera'র পুরো team কে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখেরাতে কামেয়াবি নসীব করুন। আমিন ইয়া রাব্বাল আ'লামিন।
বেশ কিছুদিন ধরেই মারাত্মক রকমের Depression এ ভুগছিলাম।এই যুবতীর সাথে যে আমার মনের situation এতো অলৌকিক ভাবে মিলে গেলো ....
SubhanAllah!!
সবাই আমার হেদায়াত এর জন্য দোয়া করবেন।
জুমু'আর দিনের শুরুতেই এত সুন্দর একটি উপহার দেয়ার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক ভাই! আমিন!❤️
*আল্লাহ আল্লাহ... ভিডিওটা যেনো আমার জন্যই। আমি নিজেও কদিন ধরে এই সমস্যায় ভূগতেসি,, আল্লাহ তাআলা শায়েখকে উত্তম জাযা দান করুক,, অনেক উপকৃত হলাম,,😘*
ভিডিওতে উল্লেখিত বোনের জন্য দেওয়া সবগুলো নাসিহাত যেন আমাকেই বলা হলো। বোনের উসিলায় অনেক কিছু জানতে পারলাম। আমিও সেই সম্মানিতা বোনের মতোই দ্বীন পালনে কিছুটা পিছিয়ে পড়ি মাঝেমধ্যে।
সুন্দর উপদেশ ও আল্লাহর কাছে সঠিক হেদায়েত চাওয়ার দুয়া শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ হুজুরকে উত্তম প্রতিদান দিন।
🥺🥺🥺 একদম আমার মত। না চাইতেও অনেক অনেক দুর্বল ইমান অনুভব করি করতেছি।জাজাকাল্লাহ খাইরান❤️❤️❤️
এই প্রশ্ন টা আমার মনেও ইদানীং ঘুরছিলো। আলহামদুলিল্লাহ আজকে উত্তর পেয়ে গেলাম।
জাজাকাল্লাহ খাইরান
১. আল্লাহ আপনাকে সারাক্ষণ দেখছেন।
২. আল্লাহকে স্বরণ করা সবসময় অন্তর,হাত, পা, জিহ্বা এবং কোরআন অর্থ সহকারে গভীর মনযোগ দিয়ে পড়ে।
৩. সর্বদা হিদায়ত কামনা করা।
৪. ভালো মানুষের সঙ্গ রাখা। ঈমানদারদের।
৫. সর্বদা আল্লাহর কাছে ঈমানের দৃঢ়তার জন্য দোয়া করা। ইয়া মুকাল্লিবাল ক্বুলুব, সাব্বিত ক্বালবি আ' লা দীনিক।
৬. আল্লাহর রহমতের ওপর আশা রাখা,
৭. অতীত গুনাহ নিয়ে পড়ে না থাকা।
৮. ভবিষ্যতে আল্লাহর অনুগত কিভাবে হবেন, তার রহমত কিভাবে লাভ করবেন এবং তার পুরষ্কার কি তানিয়ে ভাবুন।
একদমই আমার বর্তমান পরিস্থিতি।
আর আমি আজকে নামাজে এইটা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছি। আর সাথে সাথে এই ভিডিও টা পেলাম।
ওয়াল্লাহি! এ যেন আমারই কথা!! এই কথা গুলো আমার জন্য খুবই প্রয়োজন ছিলো
আমারও এক অবস্থা
এক কথায় ঈমানটা তাজা হয়ে যায়। প্রতিটা সিরিজের ধারাবাহিকতা খুব সুন্দর। অপেক্ষায় আছি সাহাবাদের সিরিজগুলোর। 💓💓
অসাধারণ। আল্লাহ আমাদের জ্ঞানী শেইখ সালেহ আল উসাইমিন কে এবং আমাদের প্রিয় বাসিরা টিম কে উত্তম জাযা দান করুন।
ঠিক একই বিষয় এই মুহূর্তে আমার সাথে ঘটছে গতকাল থেকে আমার ঈমান অনেক দুর্বল হয়ে পড়েছে আমি কোনো ভাবেই আমার ঈমানটাকে শক্ত করতে পারছি না,জানি না মহান রব কোনো কারণে আমার উপর রেগে আছে কিনা... "হে অন্তর সমূহের পরিবর্তনকারী,আমার অন্তরকে তোমার দ্বীনের উপর সুদৃঢ় করে দাও" আমীন।
আলহামদুলিল্লাহ। খুব দরকার ছিল এই ধরনের একটা ভিডিও। জাযাকাল্লাহু খাইরান
আপনার কন্ঠে কোরআন আর হাদিসের কথাগুলো আমাদের মনটা প্রশান্তি যুগা আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।
এটি আমাদের প্রত্যেকের জীবনের সমস্যা 🙂আল্লাহ সকল কে হিদায়াত করেন এবং ঈমান এর পথে সুদৃঢ় করেদেন। আমীন।
আল্লাহুম্মা আমিন 🤲
আলহামদুলিল্লাহ, কঠোর ঈমান এবং দ্বীনের পথে থাকার তৌফিক দান করুন আল্লাহ।
আলহামদুলিল্লাহ্। শাইখ আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আপনার সুন্দর কন্ঠে আল্লাহর কথাগুলো হৃদয় ছুয়ে যায়। আল্লাহ্ আমাদের কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। শাইগ আপনাকে এর উওম জাযাহ দান করুক।
মাশা-আল্লাহ
আলহামদুলিল্লাহ,,,
আল্লাহু আকবার🥀🥀
এই বোনের কথা গুলো যেন আমারই হৃদয়ের কথা।জানিনা কতটুকু রবের পথে চলতে পারবো।নিসন্দেহে আল্লাহ ভালো জানেন। আমার হৃদয় কলুষিত। প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন।প্লিজ
আল্লাহ আমাদের সকলের হৃদয় কে নরম করার তাওফিক দান করুন
আল্লাহ সর্বক্ষন আমাদের দেখছেন,, এটা মনে করাই মুমিনগণদের হাতিয়ার ঈমানের উপর অটল থাকার জন্য।
হেদায়েতের মত সুন্দর পুরস্কার আল্লাহ সব মুসলিম কে দান করুক🤲🤲
Amin Ya Rabbul Alamin🖤🥀
বাসিরা মিডিয়া চ্যানেল এ যে ভয়েস দিচ্ছেন। আপনার জন্য আমি প্রথম হেদায়েত আল্লাহর পথে এসেছিলাম। জীবন মৃত্যু সিরিজ টা সুনে।। আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আমি আপনার সাথে দেখা করতে চাই।। প্লিজ সায়েখ। মেহেরবানী করুন।।।😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
বাসিরা মিডিয়া যারা তৈরি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।আপনাদের কারনে আমার এবং আরও অনেক ভাই-বোনদের ঈমান দৃঢ় হচ্ছে।আল্লাহ আপনাদের এই মহান কাজ করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।জাযাকাল্লাহ খাইরান
মাশা'আল্লাহ, মনে হচ্ছে আমার অন্তরের কথাগুলো এই বোনের কথার মাধ্যমে প্রকাশিত হয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন আমাদের সবাইকে হিদায়তের নূর দিয়ে আলোকিত করেন, আমীন।
জাযাকাল্লাহু খইরান @Baseera
হে আল্লাহু আমাদের সবাইকে মাফ করে দিন এবং ঈমান মজবুত করে দিন। আমিন।
এই ব্যপ্যার টার সাথে আমার অনেক মিল আছে 🤗যাক এত সুন্দর একটা সমাধান পাওয়ার জন্য🥰আলহামদুল্লিলাহ🤲
""প্রিয় সায়েখ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর সুন্দর কথাগুলো আমাদের সবার মাঝে তুলে ধরার জন্য.দোয়া করি রাহমানুর রাহিম আল্লাহ যেনো আপনাকে নেক হায়াত দান করেন.আমিন 🤲🤲🤲
অসাধারণ বলেছেন শায়েখ।
এমন টা মাঝেমধ্যে আমিও ভাবি।ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ আমার জন্য খুব দরকার ছিলো এমন একটা বিডিও!🙂
জাযাকাল্লাহ্ খাইরান🖤
জাজাকাল্লাহ খাইরান। এই কথা গুলো যেন আমারি। আমার জন্য খুব উপকার হলো।
আপনার ভয়েস মন কেড়ে নেয়, মনের মাজে প্রতিটা কথা গেঁথে দেয়। আপনাদের জন্য দোয়া রইলো ❣️
আলহামদুলিল্লাহ দোয়া রইল আপনাদের সবার জন্য
আপনার দ্বীনদার বন্ধু/বান্ধবীকে কখনো ত্যাগ করবেন না 😊 | কেননা সেই হতে পারে আপনার জন্য সুপারিশকারী, তার উসিলায় হয়তো আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারে |
তাই তাদের সাথে সব সময় ভালো কথা বলুন ও ভালো আচরণ করুন |
আর হ্যাঁ, রাসুল (সাঃ) বলেছেন, কেয়ামতের দিন সবচাইতে নেকির পাল্লা ভারী করে দেবে ভালো আখলাক তথা উত্তম চরিত্র 🌹🌟
আলহামদুলিল্লাহ আমার জন্য খুব দরকার ছিলো এমন একটা বিডিও!
জাযাকাল্লাহ্ খাইরান
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট | (সূরা আত্ব ত্বালাক্ব -৩)
আলহামদুলিল্লাহ, এই ভিডিওটি আমার মনমতো হয়েছে। আল্লাহ তায়ালা শায়েখকে উত্তম প্রতিদান দান করুক, আমিন।
সত্যি বলতে অনেক দিন ধরে এই সমস্যার সমাধান খুঁজছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আজকে উপায় বলে দিলেন।
আদম সৃষ্টির পূর্বে কি ছিল তার সিরিয়াল পর্ব আপনার মাধ্যমে জানতে ও শুনতে চাই। দীনের আলোচনা আপনার মুখে অনেক সুন্দর শুনায় আল্লাহ আপনাকে বারাকা দান করুন। জাযাকাল্লাহ খাইরান।
সত্যি বলছি এ বোনের মত পরিস্থিতি হুবহু আমার সাথে মিলে গেছে কাকতালিয়ভাবে।
, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন।
ইউটিউব এ আমার সবচেয়ে প্রিয় চ্যানেল
*আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় প্রতিদিন সাবস্ক্রাইবার এবং ভিউ বাড়ছে সাথে সাথে আমরাও আপনাদের আমাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছি।“আশা করি একদিন আকাশ ছুব„*
" রব্বানা লা তুযিগ্ কুলুবানা বা'আদায় ইজহাদায়তানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রহমাতান ইন্নাকা আনতাল ওহ্হাব🤲 আমিন 🤲
আমার ও একই অবস্থা হয়, খুব ভয় লাগে, আমি আল্লাহর পথে থাকতে চাই। আল্লাহ যারা ভালোবাসে তাদের দোয়া কামনা করছি.
ভাই আমিও একই রকমের পরিস্হিতির স্বীকার,,,,, জাযাকাল্লাহ প্রিয় শায়েখ💘💘💘💘💘💘💘💘
প্রিয় শায়েখ, আল্লাহর পরিচয়, আল্লাহ কে, আল্লাহর গুনাবলী, দয়া এগুলোর উপরে একটি ভিডিও বানাবেন প্লিজ
আমি এসেছি এ্যানি খান তার কথা শুনে।
এসে দেখি সত্যি ই যাহার হেদায়েত নছিবে আছে এখানে আসলে ইনশাআল্লাহ সঠিক পথ পাবে।
আমিও এনি আপুর কথা শুনে এখানে এসেছি। আল্লাহ আমাদের সবাইকে দীনের পথে চলার তৌফিক দান করুন আমীন।
Amioo
Amio ,Allah subhanutayala sobaike hedayet Dan korun
Ami o
আমিও এনি খানের কথা শুনে এসেছি
মাশা - আল্লাহ্ নিঃসন্দেহে খুব সুন্দর ভিডিওটি 😇😇😇💕💕💕
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আর basera ভয়েস জার তিনাকে জানায় আল্লাহ ভালো রাখুক
মনের কথাগুলো বলছে বোনটি।জাযাকুমুল্লাহু খাইরান। আমার জন্যও দোয়া করবেন ইংশা আল্লাহ।
আল্লাহ্ আমাদের কঠিন হৃদয়কে নরম করার তাওফিক দান করুন
জাযাকাল্লাহু খাইরাণ
অামিন - প্রশ্নটা অামার পক্ষ থেকেওও ছিল, ভাইয়া অামার হেদায়েতের জন্য দোয়া করবেন। অাল্লাহ তায়ালা যেন অামাকে সকল রকমের পরিস্থিতি থেকে রক্ষা করেন এবং অামি যেন দ্বীনের পথে অটল থাকতে পারি।
অাল্লাহ তায়ালা অাপনাকে উত্তম প্রতিদান দান করুক, এমন সুন্দর সুরেলা কন্ঠে' সুন্দর কথাগুলো উপস্থাপন করার জন্য।
ভাই আমার আল্লাহ আপনার মনের নেক আশা পূর্ণ করুক সে দোয়া থাকল। আজ জুমাবার আমারও আপনার মতই অবস্থা আপনিও আমার জন্য দোয়া করিয়েন।
জীবন পরির্বতন হওয়ার জন্য এই রকম ভিডিও আমাদের প্রয়োজন।
আসলেই আমার দ্বীনের পথে ফিরে আসার উসিলা হলো বাসিরাহ।আলহামদুলিল্লাহ ❤️
ভেবেছিলাম আপনার মতো দিনের দাওয়াত দেয়ার চেষ্টা করবো,
ঠিক একদম এই যাবতীয় কিছু সমস্যার সম্মুখীন হই আমিও খুবই সচরাচর. সেজন্য চ্যানেলে আর কোনো ভিডিও দেইনি.
কারন নিজেকে অযোগ্য মনে হয় যখন অন্তর কঠিন হয়ে পরে, ইমান যখন হ্রাস পায়.
আমার প্রিয় শাইখদের মধ্যে একজন শাইখ সলেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ
হে আল্লাহ আপনি আমাকে হেদায়াত দান করুন,,,হেদায়াতের উপর আমাকে অটল রাখুন,,আমিন ইয়া রব্ব
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক ( আমিন)
ভালোবাসার আরেক নাম বাসিরা মিডিয়া❤❤❤
কেউ যেন অবলীলায় মনের কথা গুলো বলে ফেললো জাযাকাল্লাহ খয়রন ভাই
বাসিরা মিডিয়া তে যিনি ভয়েস গুলো দেন,,,,,জানি না,,আপনার সাথে আমার দুনিয়াতে দেখা হবে কি না,,,,,,দেখা হতেও পারে,,যদি আল্লাহ তায়ালা চান,,,তাহলে দেখা হতে পারে,,,,, আর যদি ও এই দুনিয়ায় দেখা না হই তাহলে ইনশাল্লাহ,জান্নাতে আমরা দেখা করবো,,, ইনশাল্লাহ,,আল্লাহ তুমি কবুল করে নেও,,,আমিন,,🥰🥰🥰
Ma sha Allah! This Channel is full of wisdom.
সুবহানাল্লাহ আল্লাহ হুয়াকবার---- ❤️❤️❤️
ইয়া আল্লাহ কেউ না বুঝুক তুমি তো জানো আমি কি করছি কাউকে জোর করে বুঝানো যায়না যে আমি পাপি নই। তুমি একমাত্র সত্তা যে সবকিছু দেখেন তুমি আমাকে হেদায়েত দাও৷ মানুষের মনে আমার প্রতি ভালো ধারনা তৈরি করার তৌফিক দাও আমিন।। আমার জন্য তুমিই যথেষ্ট
Alhamdulillah Bon ta jeno amr Moner kotha guloi Bolse ☹️
আমার জীবনের সাথে মিলে গেল
শ্রদ্ধেয় শেখ আপনার কোরান - হাদিসের কথা গুলো শুনলে আমার মনে একটু প্রশান্তি পাই। আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক, আমিন আমিন আমিন
বাসিরা কে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালো বাসি।।।🤲🕋
আলহামদুলিল্লাহ, ভিডিও টি আমার খুব খুব দরকার ছিলো, জাযাকুমুল্লাহু খাইরান 💕
আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করার তাওফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলামিন আমিন
apnar voice ta Masha Allah ☺️. Allah apnake shustho rakhukh
ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত ক্বালবী আলা দিনিক।
অর্থ:- হে অন্তর সমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের ওপর অটল রাখুন।
আমি মনে মনে এই জিনিস টাই ভাবছিলাম।সুবহানাল্লাহ। ভিডিওটা সামনে আসলো।
প্রিয় শাইখ আমার জন্য দোয়া করবেন।খারাপ সঙ্গে থেকে দীন পালন করা অনেক কঠিন।
আল্লাহ যেন তার চেষ্টা আর ধৈর্য বাড়িয়ে দেন এবং তাকে ইবাদতে ভালভাবে মশগুল থাকার তৌফিক দান করেন আমিন।
ভাই এই চিন্তা ভাবনা আমার ও আসে
অবশেষ এই ভিডিও টি আমার জন্য অনেক উপকার হলো আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক
মাশা-আল্লাহ💘ভিডিও টা যেন আমার জন্যই বানানো হয়েছে
জাযাকুমুল্লাহ খাইরান ❤️❤️
একমাত্র আল্লাহর জন্যই আপনাকে ভালবাসি ❤️❤️❤️হুজুর আমার পরিবারের জন্য দোয়া রাখবেন।আর দুনিয়ার আলো দেখার অপেক্ষায় আমার কলিজার টুকরার জন্য একটু দোয়া করবেন সে জন্য নেক হায়াত পায়।❤️❤️❤️
মহিলা সাহাবীয়া এবং নবীগণের স্ত্রীদের জীবনী এবং তারা যেভাবে চলতেন,, যেভাবে স্বামীর খেদমত করতেন,, যেভাবে ইবাদত করতেন সেগুলো নিয়ে ভিডিও বানালে আমাদের মা-বোনেরা উপকৃত হতো। আশা করি এরকম কিছু ভবিষ্যতে পাবো ইনশাআল্লাহ
Insallah
চলো আসলাম প্রিয় আমার কলিজার সায়েখ,,আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি 😚😚😚
মাশ আল্লাহ 💘আহহ!ভিডিও টা যেন আমার জন্যই বানানো হয়েছে
জাযাকুমুল্লাহ খাইরান ❤️🤲
মাশা আল্লাহ।
জাযাকাল্লাহ।
মুহতারাম,আপনার কন্ঠে মুনাজাত চাই।কিভাবে কিভাবে মুনাজাত করতে হবে।আপনার এই মায়াবী কন্ঠে একটা মুনাজাত চাই প্রিয় ভাই।
এ হৃদয় শীতল করবো,ওই মুনাজাত শুনে।💝
আমার প্রিয় একজন শায়েখ মুহাম্মদ বিন স্বলেহ আল উসাইমিন রহঃ আল্লাহ শায়েখ জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নিক আমিন!!
আলহামদুলিল্লাহ আপনার ইসলামীক ভিডিও গুলো অনেক সুন্দর ❤️❤️❤️
আমার মনের কথাগুলোই বলেছেন।
আমারা যেন সময় কে সঠিক ভাবে বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।
আমিন
Situation টা আমার মতই। আমি আমার সব টা দিয়ে ভালো কিছু করতে চায় , করিও কিন্তু সাময়িক সময় এর জন্য, আবারও ও আমি ভালো কাজ থেকে নিজেকে দূরে ঠেলে দিয় নিজের ইচ্ছে র বিরুদ্ধেই, কখনো আমি আল্লাহ ভীরু হয়ে উঠে নামাজ, সদকা, ভালো আচরণ করি, এক টা নামাজ ও skip দিয়না, আবার সেই অমিয় দিনের পর দিন নামাজ এর সাথে সম্পর্ক চুকিয়ে ও দিয়। মাঝে মাঝে মনে হয় আমি শেষ হয়ে গেছি। অবশ্য সেটার জন্য আমার পারিবারিক কিছু সমস্যা আছে, আসলে আমি আমার শারীরিক এবং মানসিক সব রকম কষ্ট সহ্য করে নিলেও চোখের সামনে আব্বু আম্মুর কষ্ট সহ্য করতে পারিনা, ওরা অনবরত আমাদের একটা বেক্তিগত কারণে চিন্তিত থাকেন আমার ভালো লাগেনা আমি হতাশ হয়ে যায় তখন মনে হয় এক নিমেষে নিজেকে শেষ করে ফেলি। আবার পরক্ষনেই মনে হয় এটা তো নিকৃষ্ট কাজ। এক কথায় আমি আমাকে ই খুঁজে পায়না। Allah যেনো আমাকে পথ দেখান।
দোআ করি আল্লাহ আপনার মনের নেক বাসনা পূরণ করুন
জাজাকাল্লাহ খাইরান 💗💚💚
হে আলল তুমি আমাদেরকে ঈমানের উপর থাকার তৌফিক দিন।
ভিডিওটি আমার জন্য যে কতটা উপকারী হয়েছে তা বলে বোঝানোর না। যে বোন এই প্রশ্নটি করেছেন তার মতো আমার ও এমন অবস্থা একদম আমার মনের কথা গুলো বলেছে বোন টি। ভিডিওটির জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ নেক হায়াত দান করুক আপনাদের চ্যানেলের সকল কর্মরত দের কে আমীন।
Nissan
আমিন ❤️❤️❤️❤️ইনশাআল্লাহ জাজাকাল্লাহ।
আল্লাহ আমাদের প্রত্যেককে হিদায়াত দান করুন আমিন।
আল্লাহ যেনো আমাদের সবাইকে হেদায়েত দান করেন.. আমিন
যে ভদ্রলোক চ্যালেনের ভয়েস ডেলিভার দেন, আপনার কাছে একটা রিকোয়েস্ট, প্রতি সপ্তাহে 15 থেকে 20 মিনিটের ভিডিও আপলোড করবেন। এটা শুধু আমার আবদার না, এই চ্যানেলের প্রতিটি সদস্যই এ বিষয়টা প্রত্যাশা করে। আশা করি, শত ব্যস্ততার মাঝেও আমাদের এই রিকুএস্ট টা রাখবেন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমিন💖💖
Ameen💕Summa Ameen💕
*আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় প্রতিদিন সাবস্ক্রাইবার এবং ভিউ বাড়ছে সাথে সাথে আমরাও আপনাদের আমাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছি।“আশা করি একদিন আকাশ ছুব„*
😢😢 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন