চন্দ্রিল ভট্টাচার্যের মত মানুষেরা যতদিন আমাদের সমাজে থাকবেন ততদিন সভ্যতার পক্ষে মঙ্গল। চন্দ্রিলবাবু প্রার্থনা করি খুব ভালো থাকুন ও সভ্যতাকে আরো আলো দিয়ে চলুন 🙏
@@manaspaul869 জীবনের কিছু আলো প্র্যাত্যহিকের ধারাবাহিকতায় পড়ে চোখ সয়ে যাওয়া অন্ধকার হয়ে যায়, আর তখনই দরকার পড়ে চন্দ্রিল বাবুদের মত মানুষদের যারা স্পট্ লাইট ফেলে লুকিয়ে থাকা সত্যগুলো উদ্ভাসিত করে সামনে নিয়ে আসেন। That's the whole perspective.
চন্দ্রিলদা বেশ সুন্দর করে গুছিয়ে কথা বলেন, যুক্তিপূর্ণভাবে কথা বলেন। ওনার মতো স্পষ্টভাষী মানুষদের আজকালকার দিনে সংরক্ষনের প্রয়োজন হয়ে পড়েছে! ওনার জন্য শুভকামনা রইলো।
@@abdurrahmankhan3615 খুব ঠিক কথা। সঞ্চালক যদি ওরকম রামগড়ুরের ছানার মত মুখ করে থাকেন তাতে এটাই প্রমান হয় যে ওনার সংবেদনশীলতা বলে কোনো বস্তুই নেই। কতকগুলো প্রশ্ন লিখে নিয়ে এসে অসাড় ভাবে জিগ্গেস করে গেলৈন! কি আশ্চর্য! এরকম অযোগ্য লোককে কেন নেওয়া হলো!
চন্দ্রিল দা'র প্রায় সকল আলোচনা-বক্তব্য গুলি বেশ তথ্যবহুল-তাৎপর্যপূর্ণ। অসাধারণ বলেন তিনি.... তবে এখানে যে অনুভূতিহীন সঞ্চালনা দেখছি তাতে তো আলোচকের পক্ষে কথা বলাটা সাবলীল করতে প্রাণান্তকর চেষ্টা করতে হচ্ছে!
খুব ঠিক কথা। সঞ্চালক যদি ওরকম রামগড়ুরের ছানার মত মুখ করে থাকেন তাতে এটাই প্রমান হয় যে ওনার সংবেদনশীলতা বলে কোনো বস্তুই নেই। কতকগুলো প্রশ্ন লিখে নিয়ে এসে অসাড় ভাবে জিগ্গেস করে গেলৈন! কি আশ্চর্য! এরকম অযোগ্য লোককে কেন নেওয়া হলো!
চন্দ্রিলদার বক্তব্য বরাবরের মতই সাবলীল, সুন্দর, ঠোঁটকাটা, তাঁর বক্তব্যে অনেক সত্য ব্যাপার উঠে আসে। অনেক সুন্দর আলোচনা হল। তবে উপস্থাপকের মুখে কোন হাসি বা বক্তার বক্তব্যের বিপরীতে কোন রেসপন্স ছিলনা। একদম একপেশে হলে গেল মনে হয়।
খুব ঠিক কথা। সঞ্চালক যদি ওরকম রামগড়ুরের ছানার মত মুখ করে থাকেন তাতে এটাই প্রমান হয় যে ওনার সংবেদনশীলতা বলে কোনো বস্তুই নেই। কতকগুলো প্রশ্ন লিখে নিয়ে এসে অসাড় ভাবে জিগ্গেস করে গেলৈন! কি আশ্চর্য! এরকম অযোগ্য লোককে কেন নেওয়া হলো!
@@smartlearning4968 Bangladeshi literature can be a subset of Bengali literature, but doesn't entirely belong to the latter. Bangladeshi literature includes literature written in Chakma, Marma, Santal, Mro, Urdu, Sylheti, English and few other languages apart from Bengali.
Viteymati ke poridorshon korben ar ke korben na seta tader bektigoto byapar. Amar pitripurusher bari moymonsingho te. Ami kokhono seta dekhar akorshon bodh korini. Borong onek besi vabe cheyechi nuhashpalli ke dekhte, kono ak barshar diney, amar vogobaner nije hathe toiri, ta ki ami vulte pari? Pase theko Bangladesh. 🇮🇳❤️🇧🇩
সঞ্চালক রসবোধহীন সাজানো প্রশ্ন করে গেলেন,কোন অন্বেষণের চেষ্টা পাওয়া গেলোনা এ আলোচনায়। সেই সাথে মাইক্রোফোনের দরুন নিম্ন মানের সাউন্ড আর কি চাই। চন্দ্রিল আর কি বলবেন, শ্রোতারাই বা কি করে শুনবে।
খুব ঠিক কথা। সঞ্চালক যদি ওরকম রামগড়ুরের ছানার মত মুখ করে থাকেন তাতে এটাই প্রমান হয় যে ওনার সংবেদনশীলতা বলে কোনো বস্তুই নেই। কতকগুলো প্রশ্ন লিখে নিয়ে এসে অসাড় ভাবে জিগ্গেস করে গেলৈন! কি আশ্চর্য! এরকম অযোগ্য লোককে কেন নেওয়া হলো!
ভাই সঞ্চালক বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মানুষ, আপনি ওনার জীবন সম্পর্কে হয়তো খুব একটা জানেন না। বাংলাদেশের লক্ষ্য কোটি মানুষের মুখে হাসি এবং বুকে ভালোবাসা ফুটিয়ে তুলেছেন রাজিব ভাই।ওনার একটা রেডিও শো ছিলো, মেন্টস বাত্তি জ্বালাও। কখনো সময় পেলে সেখান থেকে দুটো এপিসোড শুনবেন।আমি হলফ করে বলতে পারি,আপনি এখানে এসে আবার কমেন্ট এডিট করতে বাধ্য হবেন।
কিছু খারাপ ভাববেন না, চন্দ্রিল স্যারকে নিয়ে গেছেন কিন্তু একটা ভালো একজন হোস্ট (বাংলা শব্দ মনে পড়ছে না এই মুহূর্তে) এবং সাউন্ড এর ইমপ্রুভমেন্ট প্রয়োজন ছিল।খারাপ লাগলো দেখে।
@@s.zhaider6473 একটু খোঁজ খবর রাখো ভাই, ওনার আগে থেকেই সমস্যা ছিল, নাহলে এতো দর্শক, তাদের কিছু হলো না, দর্শক বাদ দাও মিউজিসিয়ান রা তো ওনার সাথেই বাজাচ্ছিল ওদেরও কিছু হলো না , কেকে এর সমস্যা আগে থেকেই ছিল, দম বন্ধ হয়ে মারা যায়নি সে ,,, একটু খোঁজ খবর রাখো !
@Munna Ams-হায়রে পরশ্রীকাতরতা, আছে সুধু বড় বড় কথা। ওইদিন কেপাসিটির ৩ গুন মানুষ ডুকেছে, মিউজিসিয়ান থেকে শুরু করে অনেকে বমি করেছে, অনেকের আবার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো, তার উপর এ সি কাজ করেনি। তোমাদের অবস্থা হল, বিচার মানি কিন্তু তাল গাছ আমার। 🤣
রবীন্দ্রনাথ থেকে বোদলেয়ার - সর্বত্র বিচরণ । কোন সমস্যা নেই। সমস্যাটা নিজেও দু'চার লাইন লিখেন । সেখানেই- এবং তখন বলা চলে না আমার কোন দায় নেই - আবর্জনা সরানোর দায় আপনারই।
Ek somoy Bangla Niya Bola hoto what Bengal thinks Today, India thinks tomorrow, Setar ki holo? Tamil telegu jekono dik diya Uttar Bharat ke Challenge korse, sekhane Kolkata ba dhakar obosthan kothay?
Ei host ta chance pelo ki kore ? He does not stand qualified to host someone like Chandril.... kotha bolche samner dik e takiye, body language is repulsive, mone hochhe robot... kal theke bhai onno kichu koro
চন্দ্রিল ভট্টাচার্যের মত মানুষেরা যতদিন আমাদের সমাজে থাকবেন ততদিন সভ্যতার পক্ষে মঙ্গল। চন্দ্রিলবাবু প্রার্থনা করি খুব ভালো থাকুন ও সভ্যতাকে আরো আলো দিয়ে চলুন 🙏
সভ্যতাকে আলো দেয়ার কি আছে?
@@manaspaul869 না, কেউ চাইলে সে অন্ধকারে থাকতেই পারে😉
@@abheejitmitra372 সভ্যতার default settings-এ light arrangement থাকাই স্বাভাবিক, ভেবে ছিলাম- - my bad!
@@manaspaul869 জীবনের কিছু আলো প্র্যাত্যহিকের ধারাবাহিকতায় পড়ে চোখ সয়ে যাওয়া অন্ধকার হয়ে যায়, আর তখনই দরকার পড়ে চন্দ্রিল বাবুদের মত মানুষদের যারা স্পট্ লাইট ফেলে লুকিয়ে থাকা সত্যগুলো উদ্ভাসিত করে সামনে নিয়ে আসেন। That's the whole perspective.
চন্দ্রিল মানে অসাধারণ বুদ্ধিমান এবং জ্ঞানী একজন মানুষ 💚 অনেক ধন্যবাদ তাকে নিয়ে আসার জন্য 🇧🇩
Steet smart
আমর প্রিয় একজন মানুষ, ওনার অনেক বক্তব্য শুনেছি ইউটিউবে। অসাধারণ বক্তা, গীতিকার, লেখক। ঢাকায় আপনাকে স্বাগতম, চন্দ্রিল দা।
সাউন্ড কোয়ালিটি পুরা বিষয়টা কে শেষ করে দিলো!!
চন্দ্রিলদা বেশ সুন্দর করে গুছিয়ে কথা বলেন, যুক্তিপূর্ণভাবে কথা বলেন। ওনার মতো স্পষ্টভাষী মানুষদের আজকালকার দিনে সংরক্ষনের প্রয়োজন হয়ে পড়েছে! ওনার জন্য শুভকামনা রইলো।
সঞ্চালক এত ভাবলেশহীন হলে বক্তার পক্ষে বক্তব্য রাখা কঠিন হয়ে পড়ে।
তো আপনি কার কথা শুনতে চান?
@@abdurrahmankhan3615 খুব ঠিক কথা। সঞ্চালক যদি ওরকম রামগড়ুরের ছানার মত মুখ করে থাকেন তাতে এটাই প্রমান হয় যে ওনার সংবেদনশীলতা বলে কোনো বস্তুই নেই। কতকগুলো প্রশ্ন লিখে নিয়ে এসে অসাড় ভাবে জিগ্গেস করে গেলৈন! কি আশ্চর্য! এরকম অযোগ্য লোককে কেন নেওয়া হলো!
Ektu gadolbuddhi byaktitwo
@@abdurrahmankhan3615robot er
চন্দ্রিল দা'র প্রায় সকল আলোচনা-বক্তব্য গুলি বেশ তথ্যবহুল-তাৎপর্যপূর্ণ। অসাধারণ বলেন তিনি....
তবে এখানে যে অনুভূতিহীন সঞ্চালনা দেখছি তাতে তো আলোচকের পক্ষে কথা বলাটা সাবলীল করতে প্রাণান্তকর চেষ্টা করতে হচ্ছে!
খুব ঠিক কথা। সঞ্চালক যদি ওরকম রামগড়ুরের ছানার মত মুখ করে থাকেন তাতে এটাই প্রমান হয় যে ওনার সংবেদনশীলতা বলে কোনো বস্তুই নেই। কতকগুলো প্রশ্ন লিখে নিয়ে এসে অসাড় ভাবে জিগ্গেস করে গেলৈন! কি আশ্চর্য! এরকম অযোগ্য লোককে কেন নেওয়া হলো!
সঞ্চালক যদি মাঝে মধ্যে হাসতেন ☺ 😊😊 তবে মঞ্চটা আরো চমৎকার লাগতো।
চন্দ্রিলদার বক্তব্য বরাবরের মতই সাবলীল, সুন্দর, ঠোঁটকাটা, তাঁর বক্তব্যে অনেক সত্য ব্যাপার উঠে আসে। অনেক সুন্দর আলোচনা হল। তবে উপস্থাপকের মুখে কোন হাসি বা বক্তার বক্তব্যের বিপরীতে কোন রেসপন্স ছিলনা। একদম একপেশে হলে গেল মনে হয়।
খুব ঠিক কথা। সঞ্চালক যদি ওরকম রামগড়ুরের ছানার মত মুখ করে থাকেন তাতে এটাই প্রমান হয় যে ওনার সংবেদনশীলতা বলে কোনো বস্তুই নেই। কতকগুলো প্রশ্ন লিখে নিয়ে এসে অসাড় ভাবে জিগ্গেস করে গেলৈন! কি আশ্চর্য! এরকম অযোগ্য লোককে কেন নেওয়া হলো!
খুব ভালো আলোচনা কে কিভাবে নষ্ট করতে হয় আপনাদের সাউন্ড শুনে বুঝলাম!
খুব ভালো আলোচনা হতে পারতো… ভালো প্রশ্নের অভাবে, সেটা না হয়ে, একদম সারফেস লেভেলের শ্যালো কথাবার্তা চললো।
Exactly! চাইলে আমাদের বাঙালদের জীবনটার ব্যাবচ্ছেদ করানো যেতো।
@@rahat_uddin বেশি সংস্কৃতি চর্চা করে লাভ কি। দেশ তো আফগানিস্তান হতে বেশি বাকি নেই। নিয়মিত ওয়াজ শোনা প্র্যাকটিস করুন। গান-বাজনা হারাম।
@@la_lakers😂😂 ja bolechhen 🤣🤣
Huzur e dhore kilabe oto shilpo chorcha korle !
@@la_lakers ar oidike hindi marowarider ch**a kheye sahitto corcha vule goo matar mutro khawa hocce. Ki lojja 😢
এতো সুন্দর একটা আলোচনা।কিন্তু সাউন্ড কোয়ালিটির কি বেহাল দশা।শোনার ইচ্ছেটাই মরে গেলো ১৫ মিনিট পরে
অসাধরন বুদ্ধিদীপ্ত মানুষ
He admits in the end: he isn't well aware of Bangladeshi literature. However I appreciate his inviting Bangladeshi authors to Daakbangla.
What is meant by Bangladeshi literature separately?
@@smartlearning4968 literature produced by Bangladeshi nationals and Bangladeshi-origin citizens elsewhere.
@@ahmedatifabrar7698 u mean 2 say that Bengali literature & Bangladeshi literature is different?
@@smartlearning4968 Bangladeshi literature can be a subset of Bengali literature, but doesn't entirely belong to the latter. Bangladeshi literature includes literature written in Chakma, Marma, Santal, Mro, Urdu, Sylheti, English and few other languages apart from Bengali.
Chandril is love ❤️❤️
khub sundor alochona
স্বাগতম
চন্দ্রিল দা আর সলিমুল্লাহ খান দুইটায় বাংলার শ্রেষ্ঠ উপহার
চমৎকার কথা বলেন ভদ্রলোক!
ধন্নবাদ ❤️❤️❤️
No boler proshno ta khub bhalo laglo
এত নয়েজ সাউন্ডে শুনে আরাম হচ্ছেনা।। সাউন্ডের দিকে নজর দিবেন প্লিজ।।
সত্যিকারের প্রগতিশীল
Viteymati ke poridorshon korben ar ke korben na seta tader bektigoto byapar. Amar pitripurusher bari moymonsingho te. Ami kokhono seta dekhar akorshon bodh korini. Borong onek besi vabe cheyechi nuhashpalli ke dekhte, kono ak barshar diney, amar vogobaner nije hathe toiri, ta ki ami vulte pari? Pase theko Bangladesh. 🇮🇳❤️🇧🇩
সঞ্চালক রসবোধহীন সাজানো প্রশ্ন করে গেলেন,কোন অন্বেষণের চেষ্টা পাওয়া গেলোনা এ আলোচনায়। সেই সাথে মাইক্রোফোনের দরুন নিম্ন মানের সাউন্ড আর কি চাই। চন্দ্রিল আর কি বলবেন, শ্রোতারাই বা কি করে শুনবে।
খুব ঠিক কথা। সঞ্চালক যদি ওরকম রামগড়ুরের ছানার মত মুখ করে থাকেন তাতে এটাই প্রমান হয় যে ওনার সংবেদনশীলতা বলে কোনো বস্তুই নেই। কতকগুলো প্রশ্ন লিখে নিয়ে এসে অসাড় ভাবে জিগ্গেস করে গেলৈন! কি আশ্চর্য! এরকম অযোগ্য লোককে কেন নেওয়া হলো!
প্রোগ্রাম টা কোথায় হয়েছিল??
খুব সুন্দর মনের মানুষ।
Why do sound quality is so poor?
Chandril ❤
চন্দ্রিল-রা বাংলা ভাষার সত্যিকারের চন্দ্রবিন্দু বর্ণের মতো- স্বল্প সময়ে ব্যাবহার, অতঃপর না হলেও চলে, বরঞ্চ ভাল চলে ।
চন্দ্রিলকে নিয়ে এসেছেন কিন্তু ভালো একটা মাইক্রোফোন যোগার করতে পারেন নি।বেপারটা ভাল লাগেনি।
সাউন্ড নয়েজ বেশি
Sound valo na
Amar priyo bangalider ekjon. Bangladesh e welcome.
Chandril pelei lokjonke chete den, onar ei chatachatir obbhyes tao ki Faridpurer?
"Gossip is very dangerous
tool. We should be more
wary of the gossiper, and
not the gossip they're
trying to you."
- John Lydon.
Anchor like, why i'm here ??????????
Audio quality is so poor.. echoing in hall
সঞ্চালক চ্যাট জিপিটি এর থেকেও বেশি যান্ত্রিক। বাংলাদেশে কি ভালো সঞ্চালক এর এতো অভাব?
ভাই সঞ্চালক বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মানুষ, আপনি ওনার জীবন সম্পর্কে হয়তো খুব একটা জানেন না। বাংলাদেশের লক্ষ্য কোটি মানুষের মুখে হাসি এবং বুকে ভালোবাসা ফুটিয়ে তুলেছেন রাজিব ভাই।ওনার একটা রেডিও শো ছিলো, মেন্টস বাত্তি জ্বালাও। কখনো সময় পেলে সেখান থেকে দুটো এপিসোড শুনবেন।আমি হলফ করে বলতে পারি,আপনি এখানে এসে আবার কমেন্ট এডিট করতে বাধ্য হবেন।
Interviewer o oti roshik manush.
৪৬:৫০ থেকে যে বই থেকে উনি পড়ছেন সেই বই এর নাম টা কী?
কিছু খারাপ ভাববেন না, চন্দ্রিল স্যারকে নিয়ে গেছেন কিন্তু একটা ভালো একজন হোস্ট (বাংলা শব্দ মনে পড়ছে না এই মুহূর্তে) এবং সাউন্ড এর ইমপ্রুভমেন্ট প্রয়োজন ছিল।খারাপ লাগলো দেখে।
হ্যা আমারো তাই মনে হলো, আরো ভালো একজন সঞ্চালক দরকার ছিল।
কিছু বোঝার উপায় নেই audio quality খুব খারাপ
আপনি কি ঘুরিয়ে বলতে চাইছেন আমাদের গানগুলো চুরি করা 😂😂😂😂😂
অসাধারন ভালো মানুষ।
Sound quality khub kharap.... Chandril sir er voice tai kharap kore diyeche...
কি সাউন্ড কোয়ালিটিরে ভাই! আল্লাহ মাফ করুক!
Sound eto baje bojhai galo na,
ঢাকাতে অনুষ্ঠান, এতো অব্যবস্থাটা ঢাকা গেলো না !!?
তোমাদের ওখান থেকে অনেক ভাল। তোমরা তো গায়ক কেকে ডেকে কি না করলে? ব্যাটা দম বন্ধ হয়ে মারা গেলো।
@@s.zhaider6473 একটু খোঁজ খবর রাখো ভাই, ওনার আগে থেকেই সমস্যা ছিল, নাহলে এতো দর্শক, তাদের কিছু হলো না, দর্শক বাদ দাও মিউজিসিয়ান রা তো ওনার সাথেই বাজাচ্ছিল ওদেরও কিছু হলো না , কেকে এর সমস্যা আগে থেকেই ছিল, দম বন্ধ হয়ে মারা যায়নি সে ,,, একটু খোঁজ খবর রাখো !
@Munna Ams-হায়রে পরশ্রীকাতরতা, আছে সুধু বড় বড় কথা। ওইদিন কেপাসিটির ৩ গুন মানুষ ডুকেছে, মিউজিসিয়ান থেকে শুরু করে অনেকে বমি করেছে, অনেকের আবার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো, তার উপর এ সি কাজ করেনি। তোমাদের অবস্থা হল, বিচার মানি কিন্তু তাল গাছ আমার। 🤣
চন্দ্রিল বাঙাল!
কোলকাতাবাসীর প্রাই অর্ধেক জনগোসঠীর পুর্বপুরুষই বাঙাল
নকিয়া ১১১০ মডেলের মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করেছে নাকি🙄
সাউন্ড সিস্টেম এত বাজে কেন??
রবীন্দ্রনাথ থেকে বোদলেয়ার - সর্বত্র বিচরণ । কোন সমস্যা নেই। সমস্যাটা নিজেও দু'চার লাইন লিখেন । সেখানেই- এবং তখন বলা চলে না আমার কোন দায় নেই - আবর্জনা সরানোর দায় আপনারই।
সাউন্ড কোয়ালিটি খুব খারাপ
AUDIO POOR....
আরে চন্দ্রিল ও বাঙাল জানতাম না
সব জিনিয়াসরাই বাঙ্গালী শুধুমাত্র ঘটি ভেড়াতিয় ছাড়া 🤣
Dhakar Pola ami....thik chandril bhattacharya
এত হীনমন্যতা? প্রশ্ন ট্রশ্নও জুতসই হলো না৷
এত অস্পস্ট, খারাপ শব্দ ব্যবস্থাপনা আমি চন্দ্রিল এর আর কোন আলোচনা অনুষ্টানে পাইনি।
Ek somoy Bangla Niya
Bola hoto what Bengal thinks
Today, India thinks tomorrow,
Setar ki holo? Tamil telegu jekono dik diya Uttar Bharat ke
Challenge korse, sekhane Kolkata ba dhakar obosthan kothay?
ঢাকার অবস্থান গোয়ার তলে
সঞ্চালক এতো গম্ভীর হলে কি করে হয়??
Host ta ki robot naki? Enake dekhei to AI ba chatgpt mone hochche. Expression less. Jeno jor kore question korte bosiye diyeche
Bangladeshis are same more or less
এই সঞ্চালক আর এই প্রশ্ন ওনার সামনে মানায় না।
জঘন্য সাউন্ড কোয়ালিটি...🙏 দয়া করে এরকম সাউন্ড কোয়ালিটি হলে ভিডিও আপলোড করবেন না...
শব্দ বোঝা যাচ্ছে না
Ei host ta chance pelo ki kore ? He does not stand qualified to host someone like Chandril.... kotha bolche samner dik e takiye, body language is repulsive, mone hochhe robot... kal theke bhai onno kichu koro
interviewer ekebare anari..Chandril atyanto upostith buddhishomponno byakti....thik boleche Rohit Sharmar No ball er kyachal shesh hobe na
এত বাজে অডিও কেন?
উপস্থাপক ভালো না
একটা ভাঁড় সঞ্চালক কে নিয়ে এসেছে কেলানে একটা
Chondrill ke deke ane ato udvot bisoy nie alap??? Vaba jay na. He is such an intellectual man, not a comedian.
Three idiots er moto movie
Jokhon Uganda, pondecheri,
Bangla ei tinta niye insult Kore
Apnar ki Uttar deyar Kono khomota nai?
Kothy insult koreche?..I mean kothy dekhlen
Jatibad chole jaini ekhono
Bhater kobi oni bojen uni lekhen...
Chandril is a very talented person.
We love his talent.
But 98% people of Bangladesh hate 🇮🇳 🇮🇳 🇮🇳 because its aggressive behaviour to Bangladesh.
I don't think his behaviour is aggressive to bangladesh. Most of the Bangladeshi who knows about Chandrl, they likes him.
বাংলাদেশী যারা চন্দ্রিলকে চেনে তাদের ৯৯% তাকে পছন্দ করে বলেই আমার ধারণা। কখনো চন্দ্রিলবিদ্বেষী বাংলাদেশী কাউকে দেখেছি বলে তো মনে পড়ে না।
histotical all bhattacharje are selfish
সাউন্ড কোয়ালিটি খুব খারাপ।