Annapurna Base Camp Trek 🇳🇵| Day 1 : Pokhara to Chomrong | January 2025

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • হিমালয় জয়ের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ২ জানুয়ারি,২০২৫ তারিখে রওনা দেই নেপালের কাঠমুন্ডুর উদ্দেশ্যে।লক্ষ্য অন্নপূর্ণা বেইজক্যাম্প।অন্নপূর্ণা পৃথিবীর ১০ম সুউচ্চ এবং সবচেয়ে বেশি ভয়ংকর পর্বত,কারণ অন্নপূর্ণা সামিটের মৃত্যুর হার সবচেয়ে বেশি। প্রথম দিন কাঠমুন্ডুতে ট্রেকিং এর কিছু কেনাকাটা সেরে ওইদিনই রাত ৮ টার বাসে আমরা পোখারার উদ্দেশ্যে রওনা দিই।৩ তারিখ ভোর ৫টায় পোখারা বাস পার্কে গিয়ে পৌছাই।এখান থেকেই মূলত আমাদের ট্র‍্যাকিং শুরু।হোটেলে এক্সট্রা ব্যাগ রেখে ১০টায় আমরা যাই ট্র‍্যাকিং পারমিট নিতে।পারমিট নিয়ে হরিচক থেকে শেয়ারড জীপে জনপ্রতি ৭৫০ নেপালি রুপি দিয়ে আমরা চলে যাই ঘান্দ্রুক(ঝিনুর রাস্তা বন্ধ ছিল)।ঘান্দ্রুক থেকে হালকা ট্র‍্যাকিং করে ঝিনু যাওয়ার জীপ স্ট্যান্ড থেকে জীপ নিয়ে আমরা ঝিনু পৌঁছাই।ঝিনু থেকে প্রায় ৩ ঘন্টা ট্র‍্যাকিং করে আমরা ঐদিনের শেষ গন্তব্য চমরং গিয়ে ট্র‍্যাকিং শেষ করি।
    ✈️ঢাকা টু কাঠমান্ডু বিমান ভাড়া- ৩৩০০০
    🛂ভিসা - ফ্রি( অন এরাইভাল)
    🚕এয়ারপোর্ট থেকে থামেল ট্যাক্সি- ৫০০ রুপি
    🚌কাঠমান্ডু থেকে পোখারা বাস- ৯০০ রুপি
    🎟️ট্র‍্যাকিং পারমিট-১০০০ রুপি
    🚖পোখারা থেকে হরিচক- ৪০০ রুপি
    🚙হরিচক থেকে ঘান্দ্রুক- জনপ্রতি ৭৫০ রুপি (পুরো জীপ ৭০০০ রুপি)
    🚗ঘান্দ্রুক থেকে ঝিনু- জনপ্রতি ৩০০ রুপি(পুরো জীপ ২০০০ রুপি)
    🏨চমরং এ রাত যাপন- ১২০০ রুপি(ডিনার+স্টে+চার্জিং) (এখানে বেশি নিয়েছে)
    📌কাঠমান্ডু থেকে পোখারার বাসের নাম্বার- 9813658714(নয়ন ভাই)

ความคิดเห็น • 20