ভেবেছিলাম সুজুকি কিনবো ক্লাসিক লুক সেজন্য।। যেহেতু আমি নতুন সুতরাং এতো বড় রিস্ক নিতে চাচ্ছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।। যেহেতু এইটা সহ তিনটা কমপ্লেইন পেয়েছেন ধরে নেওয়া যায় পুরা লটে সেইম প্রব্লেম হতে পারে।। আমাদের মতো নতুন রাইডার রা বিপদে পড়তে পারি।।
সুযুকি যদি এটা না চেইঞ্জ করে দেয় আমাদের উচিত বয়কট সুযুকি ক্যাম্পেইন শুরু করা, আমি নিজেও সুযুকি বার্গম্যান ইউজ করি। শান্ত ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। না হলে ভোক্তা অধিকারে অভিযোগ জানাতে হবে, এটাকে ছেড়ে দেয়া যাবে না, বিষয়টা ছেলেখেলা না
এটা বয়কট কিংবা ক্যাম্পেইন করে কোনো লাভ হবেনা কারণ এটা তো বাংলাদেশের ফ্যাক্টরিতে তৈরি ও হয়না আবার এসেম্বল ও হয়না। এগুলো তো সরাসরি বক্স আকারে ইন্ডিয়া হতে আসে।
What is the situation of the breaking system of the Suzuki access model now, could you present, plz! Has the Suzuki company of Bangladesh upgraded their quality to this segment!
Too much alarming issue. Suzuki need to solve the issue within tomorrow, otherwise total suzuki market segment will be effected undoubtedly. Thanks Shanto vai for raising your voice on right time.
আমিও ভুক্তভোগী এবং Service Center এ গিয়ে অনেকের একই সমস্যা হতে শুনেছি। সামনের চাকা হালকা ঘোরানো অবস্থায় ব্রেক করলেও স্কিড মাস্ট, specially single ride করলে। তবে Overall performance মোটামুটি। সবসময় ভয় নিয়ে চলি আর কি।
I don't know why this happen with you .I almost 2 years of using Suzuki access Still now Alhamdulillah everything is fine. This suzuki access makes my life comfortable.
Amio ekjon access user kolkata theke, amar satheo ei problem ta hoeacilo, tokhon ami combi breaking system er kit ta change kore ni then thik cholche. 400 INR khoroch hoeachilo.
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি প্রায় ১৭ হাজার কিলো চালিয়ে ফেলেছি এক্সেস ১২৫। কিন্তু আল্লাহর রহমতে কোন সমস্যা হয়নি। উনার কেন এমন হচ্ছে জানি না তবে সুজুকির উচিত এটা চেঞ্জ করে দেওয়া। একটা ভুল একজনের প্রাণহানীর কারন হতে পারে। বড় কোন দূর্ঘটনা হলে এর দায় কে নিবে? ভাইয়া এই ধরনের ভিডিওর জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
আমি নিজেও একই কারণে দুর্ঘটনার সম্মুখীন হয়েছি ২ বার। প্রথমবার আমার মেয়েকে নিয়ে এক্সিডেন্ট করি। প্রায় ১ সপ্তাহ আমি চলাচল করতে পারিনি এবং একমাস লাগে আমার ফুল রিকভারি করতে। আমার মেয়ে এখন বাইক দেখলেই চিৎকার দিয়ে উঠে। আমি সুজুকি এক্সেস কিনি এপ্রিল ২০২২ এ। সুজুকিতে অভিযোগ দেওয়ার পরও তারা কোন যোগাযোগ করেনি বা ব্যবস্থা গ্রহণ করেনি। আমি প্রত্যেকটি সার্ভিসিং ই সময়মতো করেছি। সুজুকি এক্সেস আমার জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আসেন ভুক্তভোগী সবাই মিলে সুজুকির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেই। আমার কাছে এখন মনে হয় আমি বাইক না, সুইসাইড মেশিন চালাচ্ছি।
@@sazzadhossain7218 হুট করে লক হয়। হঠাৎ দেখবেন গাড়ি আগাচ্ছে না, পিক আপ দিলেও যাচ্ছে না। এই মূহুর্তে পিক আপ দিলেই এক্সিডেন্ট নিশ্চিত। এই রকম হলে পিক আপ ছেড়ে দুইটি ব্রেক এক সাথে চেপে দাড়ানোর চেষ্টা করবেন। বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিবেন।
কাস্টমার সার্ভিস এমন হবে কেন যে স্বনামধন্য ইউটিউবার কে দিয়ে ভিডিও বানিয়ে কোম্পানির দৃষ্টি চাওয়া হবে? আজকে কি সব কাস্টমার কে শান্ত ভাই ভিডিও দিয়ে সাপোর্ট দিতে পারবেন?
Ami Access 125 official BS4 scooty user not BS6 version. Bangladesh e officially authorize Suzuki showroom e BS6 version nei. Ami almost 4000km ride korse kono problem hoy nei so far breaking system plus shob kichu khub e smooth but as unar ta BS6 version uni jei showroom theke kinse maybe unauthorized tader shathe contact kora uchit cuz unauthorized garir solution official showroom or RANCON MOTORBIKES LIMITED company mone hoy na dite parbe.
ধন্যবাদ শান্ত ভাইয়া। গতকাল রাতেই আপনার সাথে চ্যাট করতেছিলাম। আমার পছন্দের স্কুটির মধ্যে এই সুজুকি এক্সেস টা পছন্দ ছিল। আপনি রাতেই বলতেছিলেন আজ একটা রিভিউ আসবে সুজুকির ব্যপারের। আমি এটা কেনা হতে ফিরে আসলাম। আপনি যেটা বলেছেন সেটাই নিবো।
Half face helmet only brain er part ta save kore. But face save kore na. Ami aggei jantam. Ajke tar injury dekhe confirm holam. And Mawa express way te max speed 80. Aita law. She law break kore proudly boltase 97 tulse. Over speeding kore accident kore shathe aro onno manush k nia more. Love your videos.
এইটা কি হেলমেটের ভিডিও? আপনি কি নিজে সুজুকি এক্সেস ব্যবহার করেছেন? আমি ৪০ কি মি স্পিডে এক্সিডেন্ট করেছি সুজুকি এক্সেস এর ব্রেকিং সিস্টেমের কারণে। উনি তো বলেন নাই ৯৭ কিমি স্পিডে উনি এক্সিডেন্ট করেছেন।
@@AbdulKader-ob8rk helmet er video na bole helmet er kotha mention kora keno jabe na? Tar face a injury hoise half face helmet er karone. Amar point silo Mawa express way te keno 97 tulbe. Oikhane max speed 80. Aita law. She law break korse. And she ai kotha ekta public video te proudly boltase.
শান্ত ভাই, আমি স্কুটি কিনতে চাচ্ছি বাজেট ১৮০-২৩০ এর মধ্যে। আমি চাচ্ছিলাম Suzuki Access কিনবো, কিন্তু এই ভিডিও দেখার পরে ভাবতেই পারছি না। ভাই সাজেস্ট প্লিজ। আমি মাত্র রাইডিং শিখছি।
ভাই এসব কি বলেন? আমাদের ৭/৮ জনের একটা গ্রুপে সবাই এক্সেস চালাচ্ছি ২.৫ বছর ধরে। আমরা কেউ এ সমস্যায় পড়ি নাই। আমার ফেস করা সমস্যা হচ্ছে, আমি যদি ৭০ এ চালাই তখন যদি হঠাৎ ব্রেক করতে হয় তখন সামনের চাকা স্কিড করে, এর বাইরে বাকি সব পজিটিভ।
ভাবনার বিষয়! হাই স্পিডে যদি এমন হয় আর পিছনে যদি বড় কোন গাড়ি থাকে তাহলে তো মারাত্মক একটা ব্যপার, ভাবাই যায় না। আমি কেনার জন্য শোরুমে গিয়েছিলাম। বাজেট কমের কারনে এখনও নেওয়া হয়নি। এখন তো, কি বলবো, প্রশ্নই উঠে না। কোন ইউনিটে কি প্রবলেম কিভাবে বুঝবো? এটা মেনে নেওয়া যায় না। স্কুটার মানেই তো বাচ্চা-কাচ্চা নিয়ে রাইড করা। ভাবতেই গা শিউরে উঠে!
শহরে ৫০ পাই। আর long এ গেলে ৩০ পায়। ৭ মাস হলো কিনেছি সেদিন থেকেই এই সমস্যা। অনেক বার সার্ভিস সেন্টারে সার্ভিস করে দিয়েছে এমন কি, fuel injection clean করে দিয়েছে, থ্রোটাল বক্স পুরা clean করে দিয়েছে, air filter নতুন লাগিয়ে দিয়েছে। motul 10w30 full synthetic দিয়েছে। সব কিছু পার্ট পার্ট করে খুলে সব দেখে দিয়েছে বহুবার। এমনি আমি রাজশাহী থেকে ঢাকার মেন সার্ভিস সেন্টারে সম্পুর্ন সার্ভিস করিয়েছি। আবার ঢাকাতে ইমোন সার্ভিস সেন্টারে master service করিয়েছি কিন্তু কোন লাভ হয়নি। long a গেলে ৩৫ এর বেশি দেইনা। তবে আমি কিন্তু long এ ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে গাড়ি চালাই। এখন আমার প্রশ্ন হলো long এ কি সবারি ৩৫ মাইলেজ দেই নাকি শুধু আমাকেই দেই?
ভাই আমি একটা স্কুটার নিতে চাই। সুজুকির এই মডেল নাকি হঠাৎ লক ইস্যু আছে। এখন কি আর লক ইস্যু আছে? ইয়ামাহা রেজার হাই ব্রিড এফআই নিলে ভালো হবে নাকি সুজকির এইটা নিলে ভালো হবে। দয়া করে জানাবেন। আমি একদম নতুন ইউজার।
TVS Ntorq এ কি এই ধরনের কোন সমস্যা আছে? আমি নতুন বাইকার, ১ মাস হল কিনেছি। এই ভিডিও দেখার পরে এখন চালাতেই ভয় লাগবে। প্লিজ জানাবেন যে TVS Ntorq এও এই জাতীয় কোন সমস্যা বা অন্য ধরনের কোন মেকানিকাল ইস্যু আছে কিনা! 😥
Vaia ami ekdomi begginer.amio suzuki accesse ta nite chacchilam.kindly amake ektu bolben breaking unit ta kivabe ki chnage korte hobe or ki typ er change kore lagate hobe?
ekjon lawyer diya suzuki bangladesh valo kore dhoren ekta jonne minium 10-50 lack thakar khoti puron dita hobe .. bcoz of your accident and thir fault... with all biker community- Vogta odhirak e janate paren
আসসালামু আলাইকুম ভাইয়া আমার সুজুকি অ্যাকসেস ১২৫, ৬ হাজার কিলো হলো তার ভিতরে আমার যখন ৩ হাজার কিলো হলো তখন একটা অ্যাক্সিডেন্ট করি আমার ডান হাত একবারে ছুটে যায় তার ফলে পাঁচ মাস আমি বেড রেস্টে থাকি ছোট বোনকে নিয়ে কলেজে যাওয়ার সময় অহেতুক কারণ আমি পড়ে যাই স্পিড ব্রেকার পার হওয়ার সময় সেটাকে চাকার লক হয়ে যাওয়ার কারণে কিনা তা আমার আসলে জানা নাই এর ফলে আমার কনফিডেন্স লেভেলটা অনেকটা কমে গেছে। আর রিসেন্টলি আমার যে প্রবলেমটা হয়েছে স্টার্ট নিচ্ছে না কিক দিলেও না আর পিকআপ ছেড়ে দিলে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে বড় ধরনের একটা এক্সিডেন্ট করতে করতে আমি বেঁচে গেছি।
এই স্কুটার কি ওনি কেনার পরে এই প্রবলেম ফেস করছে নাকি আরও পরে? কারণ আমিও সুজুকি একসেস ১২৫ এফ আই টা চালাচ্ছি। আল্লাহর রহমতে এখনো এই প্রবলেমে নি। ১২০০ কিমি হয়ছে।
আমিও কেনার সিদ্ধান্ত বাতিল করলাম সুজুকি একসেজ।
ধন্যবাদ আপনাকে
ভেবেছিলাম সুজুকি কিনবো ক্লাসিক লুক সেজন্য।। যেহেতু আমি নতুন সুতরাং এতো বড় রিস্ক নিতে চাচ্ছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।। যেহেতু এইটা সহ তিনটা কমপ্লেইন পেয়েছেন ধরে নেওয়া যায় পুরা লটে সেইম প্রব্লেম হতে পারে।। আমাদের মতো নতুন রাইডার রা বিপদে পড়তে পারি।।
টাকা দিয়ে মৃত্যু কেনা উচিত নয়।শান্ত ভাইয়ের দৃষ্ঠি আকর্ষন করছি এ বিষয়ে।
সুযুকি যদি এটা না চেইঞ্জ করে দেয় আমাদের উচিত বয়কট সুযুকি ক্যাম্পেইন শুরু করা, আমি নিজেও সুযুকি বার্গম্যান ইউজ করি। শান্ত ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। না হলে ভোক্তা অধিকারে অভিযোগ জানাতে হবে, এটাকে ছেড়ে দেয়া যাবে না, বিষয়টা ছেলেখেলা না
🙋🏻♂️
ভাইয়া আপনার কি এরকম প্রবলেম হয়েছে কখনো প্লিজ জানাবেন
এটা বয়কট কিংবা ক্যাম্পেইন করে কোনো লাভ হবেনা কারণ এটা তো বাংলাদেশের ফ্যাক্টরিতে তৈরি ও হয়না আবার এসেম্বল ও হয়না। এগুলো তো সরাসরি বক্স আকারে ইন্ডিয়া হতে আসে।
বয়কট সুজুকি এক্সেস ১২৫
আমি এই ভিডিও দেখার পর উপকৃত হোলাম।
ei problem tar ekta follow up video chai .. ekhon to ei model ta kinte voy lagche...
আজকে দেখলাম গুলশানে, দেখে রাইডার ভাইয়ের থেকে ইনফো নিলাম।এখন সার্চ দিয়ে এমন দেখছি।কেনার আগ্রহ ছিলো, এখন ভয়ে দ্বিতীয়বার চিন্তাও করতে পারছিনা।
What is the situation of the breaking system of the Suzuki access model now, could you present, plz! Has the Suzuki company of Bangladesh upgraded their quality to this segment!
অনেকদিন পরে রাইডার স্টোরি দেখতে ভালোই লাগতেসে। welcome back
Thank you so much .... Yes Im Back again Alhamdulillah ...
Too much alarming issue. Suzuki need to solve the issue within tomorrow, otherwise total suzuki market segment will be effected undoubtedly. Thanks Shanto vai for raising your voice on right time.
সুজুকি' র উচিৎ বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়া।
I already forwarded this video to suzuki Bd page inbox. Everyone try to share this video with suzuki
আমিও ভুক্তভোগী এবং Service Center এ গিয়ে অনেকের একই সমস্যা হতে শুনেছি। সামনের চাকা হালকা ঘোরানো অবস্থায় ব্রেক করলেও স্কিড মাস্ট, specially single ride করলে।
তবে Overall performance মোটামুটি।
সবসময় ভয় নিয়ে চলি আর কি।
ভাই মাফ চাই, দোয়াও চাই... সুজুকি আল্লাহ হাফেজ।
I don't know why this happen with you .I almost 2 years of using Suzuki access Still now Alhamdulillah everything is fine. This suzuki access makes my life comfortable.
সুজুকির ভালো কোন রিভিউ উনার চ্যানেলে রিসেন্ট এক বছরে নাই। ব্যাপারটা বুঝে নেন
Ei prob ta ki new version gulay o akhono achr naki thik hoyeche?kindly janaben
Amio ekjon access user kolkata theke, amar satheo ei problem ta hoeacilo, tokhon ami combi breaking system er kit ta change kore ni then thik cholche. 400 INR khoroch hoeachilo.
bro combi breake er kon partes ta exactly bolle ektu help hoto. r problem tar solution ektu details bolle help hoto
Yes, please share the details and help lot of Bangladeshi users
Please make a review with Yamaha Ray ZR 125 street rally.
Thank you.
Ei problem ta ki ekhono ache new version gulai?
Very touchy and highly sensitive issued thanks
Onek shukria vabsilam kinbo allah bachaise
বস, রাইডশেয়ারিং এর জন্য ইস্কুটিকে বেছে নেওয়া এবং মাইলেজ সহ ওভার অল বিবেচনায় কোনটা বেছে নেওয়া উচিৎ বলে আপনি মনে করেন?
ধন্যবাদ আপনাকে
suzuki avenis o ki same problem hote pare
আমিও সুঝুকি এক্সেস নিয়েছি ২০২১ এ। ৭/৮ মাস ঠিক মতো আরামে চালাইছি। এর পর থেকেতো আছেই একটা না একটা সমস্যা।
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি প্রায় ১৭ হাজার কিলো চালিয়ে ফেলেছি এক্সেস ১২৫। কিন্তু আল্লাহর রহমতে কোন সমস্যা হয়নি। উনার কেন এমন হচ্ছে জানি না তবে সুজুকির উচিত এটা চেঞ্জ করে দেওয়া। একটা ভুল একজনের প্রাণহানীর কারন হতে পারে। বড় কোন দূর্ঘটনা হলে এর দায় কে নিবে?
ভাইয়া এই ধরনের ভিডিওর জন্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।
খাইছেরে! আমি তো কনফার্ম ছিলাম এইটাই কিনব!
বাঁচালেন ভাই! কৃতজ্ঞতা !
Konta kinlen?
আমিও তো এখন ভয় পাচ্ছি এটা খরিদ করতে, অথচ আমার একমাত্র পছন্দ Suzuki Access 125 FI আর সেটা বলা যায় শান্ত ভাইয়ের ভিডিওর বক্তব্যের কারণে ।
আমি সুজুকি নিতে চেয়েছিলাম তা আর হলো নিয়া হলো না ধন্যবাদ ভাইয়া আপাকে
আমি নিজেও একই কারণে দুর্ঘটনার সম্মুখীন হয়েছি ২ বার। প্রথমবার আমার মেয়েকে নিয়ে এক্সিডেন্ট করি। প্রায় ১ সপ্তাহ আমি চলাচল করতে পারিনি এবং একমাস লাগে আমার ফুল রিকভারি করতে। আমার মেয়ে এখন বাইক দেখলেই চিৎকার দিয়ে উঠে। আমি সুজুকি এক্সেস কিনি এপ্রিল ২০২২ এ। সুজুকিতে অভিযোগ দেওয়ার পরও তারা কোন যোগাযোগ করেনি বা ব্যবস্থা গ্রহণ করেনি। আমি প্রত্যেকটি সার্ভিসিং ই সময়মতো করেছি। সুজুকি এক্সেস আমার জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আসেন ভুক্তভোগী সবাই মিলে সুজুকির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেই। আমার কাছে এখন মনে হয় আমি বাইক না, সুইসাইড মেশিন চালাচ্ছি।
ভাইয়া আমি নতুন নিয়েছি ,প্রায় 800 কিলো চালায়সি, এখন ডিস্ক ব্রেক টাকি হুট করে লক হয়ে যায় চলন্ত অবস্থায় , নাকি লক হবার আগে কোনো সিম্পটম থাকে ???
@@sazzadhossain7218 হুট করে লক হয়। হঠাৎ দেখবেন গাড়ি আগাচ্ছে না, পিক আপ দিলেও যাচ্ছে না। এই মূহুর্তে পিক আপ দিলেই এক্সিডেন্ট নিশ্চিত। এই রকম হলে পিক আপ ছেড়ে দুইটি ব্রেক এক সাথে চেপে দাড়ানোর চেষ্টা করবেন। বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিবেন।
আমিও ইদানিং কিনব ভাবছিলাম, কিন্তু Abruptly, I changed my mind.
কাস্টমার সার্ভিস এমন হবে কেন যে স্বনামধন্য ইউটিউবার কে দিয়ে ভিডিও বানিয়ে কোম্পানির দৃষ্টি চাওয়া হবে? আজকে কি সব কাস্টমার কে শান্ত ভাই ভিডিও দিয়ে সাপোর্ট দিতে পারবেন?
দ্রুত ঠিক করে দেয়া উচিত/জীবন বিপন্ন হওয়ার বিষয়😡
আমি আজ এটা কিনব বলে দেখে এসেছি। কিন্তু ভিডিও টা দেখে আমি আতঙ্কিত। আমি নতুন রাইডার। কোন স্কুটি কিনলে ভালো হবে এটা যদি সাজেস্ট করতেন তাহলে উপকৃত হতাম।
ভাই আপনাকে হাজারো সালাম❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Any action take from suzuki till now?
সুজুকি' র বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়া।
Vai Ami to 28 din holo Nilam
Akhon apnar kotha sune to amr voy lagche 🥺 age aii video ta dekhle nitam na R Ami ak jon lady biker
vai apner camera view ta onek wide. Subject ke thik moto dekha jay na. Please camera view ta subject er close koren. best of luck.
Front Braking system replace korlei to hoye jay
combined break problem. adjustment thik hole r hobe na. hope so.
Are na puro cylinder setup e kharap.. ami 5 years access chalachi amar kichu hyni
Ami Access 125 official BS4 scooty user not BS6 version. Bangladesh e officially authorize Suzuki showroom e BS6 version nei. Ami almost 4000km ride korse kono problem hoy nei so far breaking system plus shob kichu khub e smooth but as unar ta BS6 version uni jei showroom theke kinse maybe unauthorized tader shathe contact kora uchit cuz unauthorized garir solution official showroom or RANCON MOTORBIKES LIMITED company mone hoy na dite parbe.
আপনি কি নিশ্চিত যে উনি আন অফিসিয়াল বাইক কিনেছেন? উনি তো বলেছেন সুজিকি থেকে লোক পাঠিয়েছে সমস্যা দেখার জন্য। আন অফিসিয়াল হলে কি পাঠাতো?
Vai amaro amn hoyece...ami bikri kore diyeci
Thanks for nice post.
ekhn access er situation ki??
আমিও Suzuki Access কেনা বাতিল করলাম। এই ভিডিও না দেখলে কালই বাসায় চলে আসতো Access
কিনতে চাইলাম কিন্তুু এখন তো ভয় লাগতাছে।
love from Jahangirnagar University.
ধন্যবাদ শান্ত ভাইয়া। গতকাল রাতেই আপনার সাথে চ্যাট করতেছিলাম। আমার পছন্দের স্কুটির মধ্যে এই সুজুকি এক্সেস টা পছন্দ ছিল। আপনি রাতেই বলতেছিলেন আজ একটা রিভিউ আসবে সুজুকির ব্যপারের। আমি এটা কেনা হতে ফিরে আসলাম। আপনি যেটা বলেছেন সেটাই নিবো।
vhai konta suggest koreche!??
Konta kinchen kindly janaben... Ami kichudiner moddhei kinte chaichilam ar Suzuki Access 125 fi first choice chilo.
এখনো কিনি নাই। ইনশাআল্লাহ কিনে ফেলবো।
মিড বাজেটে উইগো ১১০ সিসি, বাজেট বেশি হলে এন্ট্রক ১২৫ সিসি
@@rumibepari Ntorq এ কি এই রকম কোন সমস্যা আছে ভাই? প্লিজ জানাবেন
@@MuntasirHossainAzi nah ntorq e erkm issue nai Insha Allah....Ami user
Half face helmet only brain er part ta save kore. But face save kore na. Ami aggei jantam. Ajke tar injury dekhe confirm holam. And Mawa express way te max speed 80. Aita law. She law break kore proudly boltase 97 tulse. Over speeding kore accident kore shathe aro onno manush k nia more.
Love your videos.
এইটা কি হেলমেটের ভিডিও? আপনি কি নিজে সুজুকি এক্সেস ব্যবহার করেছেন? আমি ৪০ কি মি স্পিডে এক্সিডেন্ট করেছি সুজুকি এক্সেস এর ব্রেকিং সিস্টেমের কারণে। উনি তো বলেন নাই ৯৭ কিমি স্পিডে উনি এক্সিডেন্ট করেছেন।
@@AbdulKader-ob8rk helmet er video na bole helmet er kotha mention kora keno jabe na? Tar face a injury hoise half face helmet er karone. Amar point silo Mawa express way te keno 97 tulbe. Oikhane max speed 80. Aita law. She law break korse. And she ai kotha ekta public video te proudly boltase.
খুবই ভয়ংকর আমি সুজুকি ক্যানসেল করে টিবিএস এর জুপিটার ১২৫ কিনেছি
সুজুকি এক্সেস এর এইরকম সমস্যা নতুন না।কিন্তু কে শুনবে ভোক্তার কথা?
Bhai Yamaha ray zr 125 nia nen. Yamaha te disc lock issue nei bollei chole. Amio Suzuki theke Yamaha te cholo ashchi.
ভাই আমি নতুন স্কুটার কিনতে চাই,, ভালো মাইলেজ পেতে পারি এ রকম একটা স্কুটারের নাম বলে দিন।।আমি হোন্ডা হরনেট চালাই।।
শান্ত ভাই, আমি স্কুটি কিনতে চাচ্ছি বাজেট ১৮০-২৩০ এর মধ্যে। আমি চাচ্ছিলাম Suzuki Access কিনবো, কিন্তু এই ভিডিও দেখার পরে ভাবতেই পারছি না। ভাই সাজেস্ট প্লিজ। আমি মাত্র রাইডিং শিখছি।
ভাই, এই সমস্যা কি সুজুকি কোম্পানি সমাধান করেছিল?
ভাই এসব কি বলেন? আমাদের ৭/৮ জনের একটা গ্রুপে সবাই এক্সেস চালাচ্ছি ২.৫ বছর ধরে। আমরা কেউ এ সমস্যায় পড়ি নাই। আমার ফেস করা সমস্যা হচ্ছে, আমি যদি ৭০ এ চালাই তখন যদি হঠাৎ ব্রেক করতে হয় তখন সামনের চাকা স্কিড করে, এর বাইরে বাকি সব পজিটিভ।
ajke ami suzuki te giye dekhe ashlam ar ekhon confuse hoia gelam .. kinum na 🤐
ভাইয়া আপডেট কি? সুজুকি কি সমাধান দিয়েছে?
পুরো স্কুটার চেঞ্জ করে দেওয়া উচিত।
ভাই সমাধানের উপায় থাকলে বলেন।
শান্ত ভাই, আজ ডিসেম্বর ২৯, ২০২৩ সাল, ২০২৪ সালের জানুযারিতে সুজুকি স্কুটি কিনতে চাইছিলাম, ব্রেকিং ( লক) ইসুটা কি সমাধান হয়েছে? আমি কি সুজুকি কিনতে পারি?
Amar mone hoy risk na neyai bhalo onno kichu kinen.
Vai, unake bilen break pad valo laganor Jonno.
amar eta kinar issa silo, but i changed my mind now.
এই প্রবলেম পরে কিভাবে সলভ হল?
Allah Bachaise. Had a planned to purchase by next month this model.
আসসালামু আলাইকুম ভাইয়া অনেকদিন পর একটা ভিডিও পেলাম
Walykum Assalam ...
Amon sem hoyece amar frend er satheo...cholte cholte dish lock hoye jay.
ভাবনার বিষয়! হাই স্পিডে যদি এমন হয় আর পিছনে যদি বড় কোন গাড়ি থাকে তাহলে তো মারাত্মক একটা ব্যপার, ভাবাই যায় না। আমি কেনার জন্য শোরুমে গিয়েছিলাম। বাজেট কমের কারনে এখনও নেওয়া হয়নি। এখন তো, কি বলবো, প্রশ্নই উঠে না।
কোন ইউনিটে কি প্রবলেম কিভাবে বুঝবো? এটা মেনে নেওয়া যায় না। স্কুটার মানেই তো বাচ্চা-কাচ্চা নিয়ে রাইড করা। ভাবতেই গা শিউরে উঠে!
ভেবেছিলাম কিনবো এই ঈদে আল্লাহর ইচ্ছায়, কিন্তু এটা একটা গুরুতর বিষয় তাই কিনবো কিনা....
Eta Nite chassilam ekhon ja deklam ekhon NtorQ nibo..
শহরে ৫০ পাই। আর long এ গেলে ৩০ পায়। ৭ মাস হলো কিনেছি সেদিন থেকেই এই সমস্যা। অনেক বার সার্ভিস সেন্টারে সার্ভিস করে দিয়েছে এমন কি, fuel injection clean করে দিয়েছে, থ্রোটাল বক্স পুরা clean করে দিয়েছে, air filter নতুন লাগিয়ে দিয়েছে। motul 10w30 full synthetic দিয়েছে। সব কিছু পার্ট পার্ট করে খুলে সব দেখে দিয়েছে বহুবার। এমনি আমি রাজশাহী থেকে ঢাকার মেন সার্ভিস সেন্টারে সম্পুর্ন সার্ভিস করিয়েছি। আবার ঢাকাতে ইমোন সার্ভিস সেন্টারে master service করিয়েছি কিন্তু কোন লাভ হয়নি। long a গেলে ৩৫ এর বেশি দেইনা। তবে আমি কিন্তু long এ ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে গাড়ি চালাই। এখন আমার প্রশ্ন হলো long এ কি সবারি ৩৫ মাইলেজ দেই নাকি শুধু আমাকেই দেই?
৬০-৭০ এর উপরে গেলে বেশি তেল খাবে
ভাইয়া,আমার উচ্চতা৫’আর ওজন ৫২ আমি কেমন স্কুটি নিতে পারি, দয়াকরে জানাবেন?আমি নতুন স্কুটি চালানো শিখলাম।
রানার ১১০
@@moinulhasannahid2450, ধন্যবাদ ভাইয়া।
Tvs wego
I am facing same issue just once ,
ইচ্ছা ছিল এটা কিনবো ,রিভিউ দেখে আর ইচ্ছা নেই😢
চিন্তা করেছিলাম tvs wego বা সুজুকি access নিব। আপাতত সুজুকির চিন্তা বাদ।। টিভিএস wego ই নিয়ে নিব।।
Tvs ntroq niye nen moja paven
ভাই আমি একটা স্কুটার নিতে চাই। সুজুকির এই মডেল নাকি হঠাৎ লক ইস্যু আছে। এখন কি আর লক ইস্যু আছে? ইয়ামাহা রেজার হাই ব্রিড এফআই নিলে ভালো হবে নাকি সুজকির এইটা নিলে ভালো হবে। দয়া করে জানাবেন। আমি একদম নতুন ইউজার।
Amio jante chai..
TVS Ntorq এ কি এই ধরনের কোন সমস্যা আছে? আমি নতুন বাইকার, ১ মাস হল কিনেছি। এই ভিডিও দেখার পরে এখন চালাতেই ভয় লাগবে। প্লিজ জানাবেন যে TVS Ntorq এও এই জাতীয় কোন সমস্যা বা অন্য ধরনের কোন মেকানিকাল ইস্যু আছে কিনা! 😥
ড্রাম ব্রেক নেন
@@wwenterprisetoto9175 সামনের চাকায় ডিক্স ব্রেক, ড্রাম ব্রেক কিভাবে নেব বুঝলাম না!
আমি এনটর্ক চালায় পাঁচ মাস হলো। আলহামদুলিল্লাহ কোন সমস্যা হয়নি।
ভাবছিলাম এই গাড়িটা কিনব কিন্তু এখন দেখি এ এক আতঙ্কের নাম
ভাই এটাকি ইন্ডিয়ান?
আপনার মাইক এর মডেল টার নাম কি?
Legal action neoa dorkar Suzuki er against a. Emon Kno bolbe?
আপনি দ্রুত এই স্কুটার ছেড়ে দেন, আর যারা কিনবে তাদের বলবেন ব্রেকিং ইউনিট যেন সম্পূর্ণ চেঞ্জ করে নেয়।।
Vaia ami ekdomi begginer.amio suzuki accesse ta nite chacchilam.kindly amake ektu bolben breaking unit ta kivabe ki chnage korte hobe or ki typ er change kore lagate hobe?
ভয়ের মধ্যে পড়ে গেলাম,,🤔
ekjon lawyer diya suzuki bangladesh valo kore dhoren ekta jonne minium 10-50 lack thakar khoti puron dita hobe .. bcoz of your accident and thir fault... with all biker community- Vogta odhirak e janate paren
বর্তমান এ এই বাইক নেওয়া কি ঠিক হবে
ভাইয়া এক্সেল হান্ড্রেড বাইকের কিছু ভিডিও দেন না
I'll bring Insha Allah ...
আসসালামু আলাইকুম ভাইয়া আমার সুজুকি অ্যাকসেস ১২৫, ৬ হাজার কিলো হলো তার ভিতরে আমার যখন ৩ হাজার কিলো হলো তখন একটা অ্যাক্সিডেন্ট করি আমার ডান হাত একবারে ছুটে যায় তার ফলে পাঁচ মাস আমি বেড রেস্টে থাকি ছোট বোনকে নিয়ে কলেজে যাওয়ার সময় অহেতুক কারণ আমি পড়ে যাই স্পিড ব্রেকার পার হওয়ার সময় সেটাকে চাকার লক হয়ে যাওয়ার কারণে কিনা তা আমার আসলে জানা নাই এর ফলে আমার কনফিডেন্স লেভেলটা অনেকটা কমে গেছে। আর রিসেন্টলি আমার যে প্রবলেমটা হয়েছে স্টার্ট নিচ্ছে না কিক দিলেও না আর পিকআপ ছেড়ে দিলে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে বড় ধরনের একটা এক্সিডেন্ট করতে করতে আমি বেঁচে গেছি।
Walykum Assalam vai, Apni immediately Suzuki Service Centre a Scooter ta Check Koran....
Vario 160 er rider story chacchi vai
আমি নিতে চাইছিলাম
সিদ্ধান্ত বাতিল করলাম
ইচ্ছা ছিল। সাবধান হয়ে গেলাম।
সুজুকি এটা গুরুত্ব না দিলে দেশ এ যে কোনো মানুষের বড়ো বিপদ হতে পারে,,আমি গতকাল সুজুকি শোরুম যাবো বলে কল দিলাম,,,এখন আমি আর সুজুকি নিবনা,,
ইশ রিসেন্ট ই নিতাম। এবার ত আর নেয়ার সাহস করব না।
তাহলে তো ড্রাম ব্রেক ই ভালো
Ami kinte chaicilam , Suzuki tobe r kinbona
Ami Nawabgonj er chele
Vabcilam nibo but map cai
কোম্পানি লোকদের মেনশন দিবো কিভাবে,
ভাইয়া এক্সেলেন্টার দিয়ে ৩৫০ কিলোমিটার ট্যুর দেওয়া যাবে স্পীড তো খুবই কম পারা যাবে
Not recommended but possible definitely
ভাইয়া আপনি কি এক্সেল বুঝালেন না এক্সেস বুঝালেন।
Kono vabei mene neaor moton na...
Japan brand but made in India
Shanto Vai er no ta den
এই স্কুটার কি ওনি কেনার পরে এই প্রবলেম ফেস করছে নাকি আরও পরে? কারণ আমিও সুজুকি একসেস ১২৫ এফ আই টা চালাচ্ছি। আল্লাহর রহমতে এখনো এই প্রবলেমে নি। ১২০০ কিমি হয়ছে।
ভাই আমি এই সেম প্রবলেম ফেস করছি তিনবার, আল্লাহ জানেন নেক্সট টাইমে কি হবে।
@@millathossen8908 ভাই কতো কিলোর পরে এই প্রবলেম ফেইস করছেন?
4200 কি. চালানোর পর এই সমস্যা হয়েছে।
@@dhaka1320 এখনো প্রবলেম ফেস করি নাই, but worried about my suzuki access fi scooter, এটা শুনার পর।
Vbsilm nibo but maf chai vai😅