যেহেতু যোগ্য অফিসারকে বাদ দিয়ে তাকে সেনা প্রধান করা হয়েছে এতএব সে যথার্তই প্রতিদান দিয়েছে।ভবিষৎ এ এমন আইন করা উচিৎ যে যাদের পূর্বপুরুষদের কেউ স্বাধীনতা বিরুধী থাকবে তাদের কাউকে কোনো সরকারি বাহিনী এবং সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া যাবে না।
@@কমেন্টসথেকেজ্ঞানসংগ্রহকারী চাকরি তো দূরের কথা রাজাকারের উত্তরসূরীদের ঠাঁই দেওয়া যাবে না বাংলার মাটিতে। এতে তাদের সমস্যা হবার কথাও না,কেননা পাকিস্তানের ভিসা ফ্রী।
আপনি একেবারে সত্যি কথা বলেছেন। এরকম ধারণা এখন অনেকেই মনে করেন। আওয়ামী লীগের দুর্ভাগ্য যে এরকম একজন মীরজাফর তার ঘরের মধ্যে ছিল। এই সেনা প্রধান কে নিয়ে প্রথম থেকেই আমার সন্দেহ ছিলো।
এরকম একজন নয় আরও অনেকজন লুকিয়ে ছিল আওয়ামী লীগের ভেতর।এবং তার জন্যই আওয়ামী লীগ দিন দিন মুক্ত চিন্তা,অসাম্প্রদায়িক চিন্তা থেকে সরে এসেছিল।আওয়ামী আমলেই ওয়াজ, মসজিদে মসজিদে খুতবার সময় উস্কানীমূলক কথা বলা হয়ে আসছিল।
দূর্ভাগা একটা দল। বীর মুক্তিযোদ্বা ফজলুর রহমান বলেছেন একটা অভিশপ্ত দল। মোশতাক, বেয়াই, সাধারন সম্পাদক ও দরবেশ বাবা সহ একাধিক তেলবাজ মন্ত্রী, মিডিয়া ব্যবসায়ী, সরকারে নিয়ন্ত্রন সব কিছুর অভাব। দীর্ঘদিন থাকাতে গনতন্ত্রহীনতার নেশা পেয়ে বসেছিলো। নিজের আচরন, সহিষ্নুতা, অতিভক্তি, চোরের বিচার না তিনি না তাঁর বাবা কেউ করেন নি। একদিন যারা কওমী জননী উপাধী দিয়েছে আজ তারাই গালি দিচ্ছে। অতি আত্মবিশ্বাস এর কারনে দাম্ভিক হয় মানুষ। তবে আপনি যা বললেন আরেকটু মিলিয়ে দেখুন। পালিয়ে যাওয়ার পেছনে তাঁর ব্যর্থতার কারনে এই দল একা হয়ে গেছিলো। আপনারা একে ওকে দোষ না দিয়ে গভীরে ভাবুন। নিজদলের মধ্যে তিনি নিজেও বৈষম্য করেছেন। তাঁর ১৫ বছরে নিজ দলেরই ৮০% লোক বঞ্চনার শিকার ছিলো। তারাই দলের খাঁটি। তারাই দেশে জুলুমের শিকার। তার আমলেও এখনও। সুবিধাভোগীর পলাতক। ঐ চোর আর তেলবাজ গুলো। সত্যিকার অর্থে তিনি বিচক্ষন সুনেতা সুলভ যোগ্যতা তাঁর ছিলোনা। রাজনীতিটাই তিনি গত এক যুগ সঠিক ভাবে বিচক্ষনতার সাথে চোখ কান খোলা রেখে করেন নি। সব দেশে সরকারের সাথে বিরোধীদলের মুখ দেখাদেখি থাকে সুসম্পর্ক থাকে। কিন্তু তিনি সহ তেলবাজ নেতারা বিরোধী দলকে শত্রু মনে করতেন। বিএনপির মতো দল যার এতো সমর্থন সেই দল বুঝি কেবল ৭ আসন পায়। আজ মুক্তিযুদ্ধ নিয়ে এতো কথা। আজকে বিএনপি কে কেন একা লড়তে হচ্ছে? চেতনার কথা বলে যাওয়া তারা কেন বিএনপির সাথে শত্রুর মতো আচরন করেছেন? যদি তা না করে সত্যিকারের গনতান্ত্রিক হতেন তাহলে তারা এবং বিএনপি একজোট হলে আজ এতো বিভাজনের সৃষ্টি হতো না। আওয়ামী লীগের ত্যাগী লোকজন যত টা আদর্শ ধারন করে তারা উত্তরাধিকার সূত্রে পেয়েও ততটুকু ধারণ করেন না। এটাই সত্যি। রাজনীতিতে ভুল পথে চললে এবং অসহিষ্ণু মনোভাব ও চরিত্র নিয়ে কাঁদা ছোঁড়াছুঁড়ি করলে সেই দলকে সাধারণ মানুষ গ্রহন করেনা। অবশ্যই তাঁদের সবার আগে নিজের অন্তর কে শুদ্ধ করে সবার আগে চোর ও তেলবাজদের বহিস্কার করতে হবে। কেবল যড়যন্ত্র তত্ব নিয়ে আর অন্যের প্রতি বিষোদগার করলে আর যাই হোক জনগনের সেবক হওয়া যায় না। দানব হওয়া যায়। তিনি যদি সৎ ও হন তাঁর দলের নেতৃত্বের বিরাট একটা অংশ যা করেছেন তা তারা নিজের ব্যাক্তিগত লাভের জন্য করেছে। এদের উনি সেই সুযোগ দিবেন কেন? বদনাম তো তাঁরই হলো। ৫০০০ লোক এরকম দলে না থাকলে কি হয়? ধরলাম ৫০০০০ লোক এরা তো গনদুশমন দলের ক্ষতিকারক। ওদেরকে বাদ দিলে কি সমস্যা?
ধন্যবাদ ভাই আপনার নিউজগুলো একদম সঠিক নেত্রী কেন যে তাকে বুঝতে পারল না এটাই আশ্চর্য লাগে আমি সেদিনই মানে 5 তারিখে বুঝতে পেরেছিলাম এমন কিছুই হয়েছে আজকে আপনার কথা শুনে বুঝলাম আমার অনুমানগুলো সঠিক।
আপনার বিশ্লেষণ সঠিক। ৫ আগষ্ট প্রথম বক্তৃতায় জে ওয়াকার বারংবার জামাতের নাম বলছিল । তার বক্তৃতাটুকু টিভি থেকে মোবাইলে কপি করেছিলাম ্ আমার প্রথমেই সন্দেহ বয়েছিল তাকে ।
ভারতের গোয়েন্দা সংস্থা RAW বারবার বিরোধিতা করার পরও, কোন এক অজানা শক্তির ঈশারায় তিনি এ গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেছিলেন এবং শেখ হাসিনাকে যথার্থ প্রতিদান দিয়েছেন 😢😢😢
আপনার ভিডিও খুব সুচিন্তিত, পরিশীলিত এবং তথ্যনিষ্ট। যথেষ্ট রিসার্চ করে বানানো। এর সঙ্গে আপনার বিপুল অভিজ্ঞতার মিশেল, যা সত্যি সেটা নির্ভয়ে বলা। আপনাকে আমাদের কাছে আপনাকে এক অনন্য উচ্চতায় উঠিয়ে দিয়েছে।❤
এই গুলোর জন্য জননেত্রী শেখ হাসিনা ও কম দায়ী নয় উনিও অনেক ভূল করেছেন হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগের ১৫ বছর সরকারের থাকার পরেও অনেক মামলা অনেক নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু জামাত শিবির ও বিএনপির নেতা কর্মীদের অনেক মনের আছে পূর্ণ করে দিয়েছেন আমাদের নেত্রী।
আমাদের সুশীল সমাজ বা দেশের উচ্চ ক্ষমতায় যারা আসীন তারা দেশের মানুষকে বোকা মনে করেন আসলে মানুষ বোকা নয় তারাই বোকা ! জাতির কাছে আজ উন্মোচিত দেশের ধ্বংসলীলার জন্য কারা দায়ী । তথ্যবহুল অনবদ্য উপস্থাপনার অশেষ ধন্যবাদ । মহান সৃষ্টিকর্তার কাছে মঙ্গল কামনা করছি ।
ধন্যবাদ আপনার একটি তাৎপর্য পূর্ণ বিশ্লেষণ ও খবরের অন্তরালের খবর প্রকাশের জন্য। একই ভুলের খেসারত বাংলাদেশ আওয়ামী লীগকে আরো দিতে হবে যদি আগামীতে তাঁরা নিজেদের দলকে এ ব্যপারে সংশোধন না করে।
আপনার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি। সেনাপ্রধানের গত ৪ আগস্টের বক্তব্যেই আমার কাছে সন্দেহ হয়েছিলো? আজকে দিনে সেটা সম্পূর্ণ ভাবে মিলে গেলো। আপনাকে আন্তরিক ধন্যবাদ ও অপার কৃতজ্ঞতা জানাই। এই গুরুত্বপূর্ণ তথ্য জাতির সামনে তুলে ধরার জন্য।
আমি প্রথমেই আনদোলনের ঘটনা প্রবাহ দেখে বুঝতে পেরেছিলাম সেনা প্রধান শিবির করত তার কারনেই সাধীনতা বিরোধীদের চক্রান্তে পরত্যখ্য সহযোগিতা করে আনদোলনের সফলতা অর্জ ন করে দিয়েছিল।
আপনার বক্তব্য সাথে আমরা একমত তা আমরা আগেই অনুমান করতাম,এবং ভাবতাম প্রধান মন্ত্রী কিভাবেএই লোককে সিনিয়র ডিংগাইয়া জুনিয়রকে সেনাপ্রধান বানানো হল,প্রধানমন্ত্রী কে আমরা সমালোচনা করেছি,প্রধানমন্ত্রীর ভুলের মাশুল দলের লোককে দিতে হল যা ছিল অনাকাঙ্ক্ষিত।
হুম, বুঝলাম। বাংলাদেশের এতো বিশৃংখল অবস্থার পরেও সেনাবাহিনীর ভূমিকা কেন হতাশাজনক। ওপেন হার্ট সার্জারি হয়েছে এমন একজন সেনাপ্রধান!!!!! কিভাবে সম্ভব????????? 😮😮😮😮😮
১০০% সঠিক বিশ্লেষন,ধন্যবাদ।জয় বাংলা।১০০ বছরের জামাত একক ভাবে যেতে পারবেনা।
আপনার আলোচনা খুবই গুরুত্ব বহন করে.এবং মানুষকে উজ্জীবিত করে.আরো খবর দিবেন আশা করছি
এটা মিলিটারি ক্যু, এটা সত্যি, আপনার কথা গুলো শুনে পুরোপুরি অবগত হলাম। ধন্যবাদ আপনাকে।
সুপরিকল্পিত মিলিটারি কু
ধন্যবাদ আপনাকে
যেহেতু যোগ্য অফিসারকে বাদ দিয়ে তাকে সেনা প্রধান করা হয়েছে এতএব সে যথার্তই প্রতিদান দিয়েছে।ভবিষৎ এ এমন আইন করা উচিৎ যে যাদের পূর্বপুরুষদের কেউ স্বাধীনতা বিরুধী থাকবে তাদের কাউকে কোনো সরকারি বাহিনী এবং সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া যাবে না।
সহমত
Right comments
সহ মত পুষন করছি
এমন আইন করতে হবে যাদের পূর্বপুরুষ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ করেছে তারা যেন কোন রকম সরকারী চাকরি না পায়।
@@কমেন্টসথেকেজ্ঞানসংগ্রহকারী চাকরি তো দূরের কথা রাজাকারের উত্তরসূরীদের ঠাঁই দেওয়া যাবে না বাংলার মাটিতে। এতে তাদের সমস্যা হবার কথাও না,কেননা পাকিস্তানের ভিসা ফ্রী।
আপনি একেবারে সত্যি কথা বলেছেন। এরকম ধারণা এখন অনেকেই মনে করেন। আওয়ামী লীগের দুর্ভাগ্য যে এরকম একজন মীরজাফর তার ঘরের মধ্যে ছিল। এই সেনা প্রধান কে নিয়ে প্রথম থেকেই আমার সন্দেহ ছিলো।
শেখ হাসিনার এটাই কাল হয়ে দাড়িয়ে ছিল। শেখ হাসিনার সরকার ১৫ বছর ধরে রাজাকার পরিবার কে লালনপালন করেছেন।
এরকম একজন নয় আরও অনেকজন লুকিয়ে ছিল আওয়ামী লীগের ভেতর।এবং তার জন্যই আওয়ামী লীগ দিন দিন মুক্ত চিন্তা,অসাম্প্রদায়িক চিন্তা থেকে সরে এসেছিল।আওয়ামী আমলেই ওয়াজ, মসজিদে মসজিদে খুতবার সময় উস্কানীমূলক কথা বলা হয়ে আসছিল।
ভারত থেকে বলছি। আপনার প্রতিবেদন সর্বার্থেই
অতুলনীয়। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। ঈশ্বর আপনাকে আরো আরো শক্তি প্রদান করুন সত্য প্রকাশের স্বার্থে।
আপনার বিশ্লেষণ একদম সঠিক, আগেও একটা ভিডিওতে দেখেছিলাম ওয়াকার ইউনুস হলো আগস্ট বিপ্লবের মাস্টারমাইন্ড।
দেশের প্রতিটি সচেতন মানুষ আপনার এই বক্তব্যের সাথে একমত হবেন। কারণ এটাই সত্যি। এটা পানির মতো পরিস্কার।
তার অতীত না জেনে এই পদে নিয়োগ দেয়া বোকামি ছাড়া আর কিছু নয়
আপনার সব কথা ১০০% সত্যি মনে হচ্ছে ।
আমি নিশ্চিত হয়েই কথাগুলো বলেছি। ভাল থাকবেন। চিয়ার্স!
❤❤❤❤@@abulhasnatmilton86
LoL 😂 All his videos are cheap lies. The Army Chief just made a courtesy visit as Khaleda Zia is going to the UK.
জনাব ওয়াকার যে জামায়াত সমর্থন করেন তা ৫ আগস্টের পটপরিবর্তন পরে তার কথায় উঠে এসেছে তিনি আমিরে জামাত বলে সম্বোধন করেন শফিকুর রহমানকে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। চিয়ার্স!
ধন্যবাদ মিল্টন সাহেব আপনার মুল্যবান ও অজানা তথ্যের জন্য।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
সেনাপ্রধান জামাত সমর্থিত আমরা আগেই বুঝতে পেরেছি। জয়বাংলা জয় বঙ্গবন্ধু ।
না,সেনাবাহিনী জামাতের নয়।বরং আমেরিকার চাপে হাসিনাকে আর সমর্থন দেয়নি।
বিএনপি এখন দেশের স্বার্থে লীগকে নির্বাচনে আসার সুযোগ দিচ্ছে।
আপনি বুঝতে পারলে কিন্তু শেখ হাসিনা বুঝতে পারলেন না।
দূর্ভাগা একটা দল। বীর মুক্তিযোদ্বা ফজলুর রহমান বলেছেন একটা অভিশপ্ত দল। মোশতাক, বেয়াই, সাধারন সম্পাদক ও দরবেশ বাবা সহ একাধিক তেলবাজ মন্ত্রী, মিডিয়া ব্যবসায়ী, সরকারে নিয়ন্ত্রন সব কিছুর অভাব। দীর্ঘদিন থাকাতে গনতন্ত্রহীনতার নেশা পেয়ে বসেছিলো। নিজের আচরন, সহিষ্নুতা, অতিভক্তি, চোরের বিচার না তিনি না তাঁর বাবা কেউ করেন নি। একদিন যারা কওমী জননী উপাধী দিয়েছে আজ তারাই গালি দিচ্ছে। অতি আত্মবিশ্বাস এর কারনে দাম্ভিক হয় মানুষ। তবে আপনি যা বললেন আরেকটু মিলিয়ে দেখুন। পালিয়ে যাওয়ার পেছনে তাঁর ব্যর্থতার কারনে এই দল একা হয়ে গেছিলো। আপনারা একে ওকে দোষ না দিয়ে গভীরে ভাবুন। নিজদলের মধ্যে তিনি নিজেও বৈষম্য করেছেন। তাঁর ১৫ বছরে নিজ দলেরই ৮০% লোক বঞ্চনার শিকার ছিলো। তারাই দলের খাঁটি। তারাই দেশে জুলুমের শিকার। তার আমলেও এখনও। সুবিধাভোগীর পলাতক। ঐ চোর আর তেলবাজ গুলো। সত্যিকার অর্থে তিনি বিচক্ষন সুনেতা সুলভ যোগ্যতা তাঁর ছিলোনা। রাজনীতিটাই তিনি গত এক যুগ সঠিক ভাবে বিচক্ষনতার সাথে চোখ কান খোলা রেখে করেন নি। সব দেশে সরকারের সাথে বিরোধীদলের মুখ দেখাদেখি থাকে সুসম্পর্ক থাকে। কিন্তু তিনি সহ তেলবাজ নেতারা বিরোধী দলকে শত্রু মনে করতেন। বিএনপির মতো দল যার এতো সমর্থন সেই দল বুঝি কেবল ৭ আসন পায়। আজ মুক্তিযুদ্ধ নিয়ে এতো কথা। আজকে বিএনপি কে কেন একা লড়তে হচ্ছে? চেতনার কথা বলে যাওয়া তারা কেন বিএনপির সাথে শত্রুর মতো আচরন করেছেন? যদি তা না করে সত্যিকারের গনতান্ত্রিক হতেন তাহলে তারা এবং বিএনপি একজোট হলে আজ এতো বিভাজনের সৃষ্টি হতো না। আওয়ামী লীগের ত্যাগী লোকজন যত টা আদর্শ ধারন করে তারা উত্তরাধিকার সূত্রে পেয়েও ততটুকু ধারণ করেন না। এটাই সত্যি। রাজনীতিতে ভুল পথে চললে এবং অসহিষ্ণু মনোভাব ও চরিত্র নিয়ে কাঁদা ছোঁড়াছুঁড়ি করলে সেই দলকে সাধারণ মানুষ গ্রহন করেনা। অবশ্যই তাঁদের সবার আগে নিজের অন্তর কে শুদ্ধ করে সবার আগে চোর ও তেলবাজদের বহিস্কার করতে হবে। কেবল যড়যন্ত্র তত্ব নিয়ে আর অন্যের প্রতি বিষোদগার করলে আর যাই হোক জনগনের সেবক হওয়া যায় না। দানব হওয়া যায়। তিনি যদি সৎ ও হন তাঁর দলের নেতৃত্বের বিরাট একটা অংশ যা করেছেন তা তারা নিজের ব্যাক্তিগত লাভের জন্য করেছে। এদের উনি সেই সুযোগ দিবেন কেন? বদনাম তো তাঁরই হলো। ৫০০০ লোক এরকম দলে না থাকলে কি হয়? ধরলাম ৫০০০০ লোক এরা তো গনদুশমন দলের ক্ষতিকারক। ওদেরকে বাদ দিলে কি সমস্যা?
আপনার এই কথাগুলো আমার মনেও সবসময়ই উঁকিঝুঁকি দিচ্ছিল। আপনি প্রকাশ করছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। চিয়ার্স!
ধন্যবাদ। আপনার মূল্যবান বক্তব্য বিশ্লেষণ করার জন্য। আওয়ামী লীগ সহ সারা দেশেবাশী পরিনাম ফল ভোগ করতেছে।❤
সেনাপ্রধানের বক্তব্য প্রথমে সে জামায়াতের নাম বলে, প্রমান করে
শিবিরের লোক বলে প্রতিয়মান হয়!
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। চিয়ার্স!
ধন্যবাদ ভাই আপনার নিউজগুলো একদম সঠিক নেত্রী কেন যে তাকে বুঝতে পারল না এটাই আশ্চর্য লাগে আমি সেদিনই মানে 5 তারিখে বুঝতে পেরেছিলাম এমন কিছুই হয়েছে আজকে আপনার কথা শুনে বুঝলাম আমার অনুমানগুলো সঠিক।
নেত্রীর চারপাশে সব চাটুকারদের অবস্থান ছিল।সৎ ও ত্যাগী নেতাদের দূরে সরিয়ে রেখেছিল।
ধন্যবাদ,
ডঃ মিল্টন ভাই
হাঁ,
ইতিহাসের কাঠগড়ায় এই জেনারেল ওয়াকারকে একদিন দাঁড়াতে হবেই ইনশাআল্লাহ্ !
একেবারে সঠিক তাতে কোন সন্দেহ নাই!অনেক অনেক ধন্যবাদ আপনাকে।।
একদম সঠিক বিশ্লেষণ, অসংখ্য মানুষের ধারণা কে আপনি সত্যি প্রমানিত করলেন।
নব্য মীর জাফর।
So sad.
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। চিয়ার্স!
@@HASANAli-w1w2lহাসিনা হচ্ছে ঘসেটি বেগম। বঙ্গবন্ধুর সাথে বেইমানী করেছে
আপনার সাথে আমি সম্পূর্ন একমত। আমি একজন ভারতীয় হয়েও জুলাই মাস থেকে যা বলে আসছি ঠিক তাই তাই ঘটছে। ধন্যবাদ ভাই আপনাকে ❤🙏🕉️🇮🇳❤️
আপনার বিশ্লেষণ মূলক বক্তব্য শতভাগ সত্য তা না হলে এত সকল অপকর্ম করার সাহস কেউ দেখাতে পারতো না।
ধন্যবাদ ডঃ মিল্টন ভাই। সত্য কথা বিশ্লেষণের করার জন্য। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
স্যার আপনার বক্তব্য শুনে মন ভরে গেছে অবিরাম অন্তহীন ভালোবাসা রইলো।খুব সুন্দর কথা বলেছেন
আজকের ভিডিও ১০০ তে ১০০। অসাধারণ আলোচনা।
শতভাগ সঠিক বলেছেন ভাই । পুরাপুরি ক্লিয়ার হয়েছে ১০০% রাইট ।।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। চিয়ার্স!
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। চিয়ার্স!
100 percent right. 1757 23 June and 5 th July 2024 is equal.
সব যায়গা তে আওয়ামী বিরোধী দের চাকরি দিয়ে ছে অথচ আমরা ছাত্রলীগের ছেলে গুলা গারমেস চাকরি করি আফসোস লাগে। তবু দলকে ভালো বাসি।
এক দম ঠিক কথা বলেছেন ভাই
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। চিয়ার্স!
একদমই সঠিক
আপনি যেহেতু ছাত্রলীগ করেছেন, সেহেতু আপনার নিকট থেকে টাকা খাওয়াও যাবে না, চাকরিও হবে না 😢😢😢
সহমত পোষণ করছি 😮
অনেক দিন পরে আমার মনের কথা শুনতে পেলাম আপনাকে ধন্যবাদ
এগুলোর জন্য শেখ হাসিনা সম্পুর্ণ দায়ী।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। চিয়ার্স!
কথা কি আসলেই সত্যি?@@abulhasnatmilton86
সহমত
সঠিক
Suffer korchi amra jara shadhinota valobashi
একদম সঠিক তথ্য বিশ্লেষণ ।অসংখ্য অসংখ্য ধন্যবাদ ❤
চমৎকার বিশ্লেষণ।
আপনার বিশ্লেষণ সঠিক। ৫ আগষ্ট প্রথম বক্তৃতায় জে ওয়াকার বারংবার জামাতের নাম বলছিল । তার বক্তৃতাটুকু টিভি থেকে মোবাইলে কপি করেছিলাম ্ আমার প্রথমেই সন্দেহ বয়েছিল তাকে ।
৫ই আগস্ট এর পর থেকে সেনা প্রধান এর জামাত প্রীতি ছিল ১০০%।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। চিয়ার্স!
আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা সমন্বয়ক, ইউনূস, ওয়াকারদেরকে কিছুতেই ক্ষমা করবো না ☝️
এটা আমাদের প্রতিজ্ঞা মিল্টন ভাই ☝️
জয়বাংলা 🇧🇩
জয়বঙ্গবন্ধু✊
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওয়াকারের বিচার করা হবে।
ওয়াকার তো সব বুঝতে পেরেছে সেই জন্যই বিএনপি জামাত কে এক করে আওয়ামী লীগ কে ঠেকিয়ে রাখার চেষ্টা করতেছে
চমৎকার বিশ্লেষণ করেছেন ❤❤❤
একদম ঠিক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। চিয়ার্স!
স্যার, আপনার বিশ্লেষণ শতভাগ সত্য।
আওয়ামী লীগের উচিত একটা নিরপেক্ষ নির্বাচন আদায় করা, বাকিটা জনগণ বুঝবে।
😂😂😂 সেটাতো ক্ষমতায় থাকতে পারেনি এখন পারবে?
সহমত।
@@Thingsufiদেখো পারে কি না
আওয়ামীলীগ ১% ভোটও পাবে না
ভারতের কৃতদাস দালাল রক্তপিপাসু ক্ষমতা লোভী লুটেরা মাফিয়া স্বৈরাচার দুর্নীতি বাজ আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই
এর জন্য শেখ হাসিনার দোষও কিন্তু কম না, শুধু এক পক্ষের দোষ দিলেই হবে না, নিজের কবর যদি নিজেই রেডি করে তাতে কার দোষ।
❤
শেখ হাসিনার মমতায় এ ভন্ড গুলো বেঁচে গেল
রাইট
কথাটা ঠিক
এই বেটিং তো নিজের প্রশংসা শুনতে ভালো বাসতো
কিন্তু আমিও জয় বাংলার লোক
মাঝে মাঝে কষ্ট হয়
গুরুত্বপূর্ণ আলোচনা যুক্ত সংগতি আছে।ধন্যবাদ
মীর্জাফর মীর্জাফর থাকবে স্যার। কোনো দিন সিরাজুদ্দৌলা হবে না। আপনার গোপন তথ্যের জন্য জানাই মোবারকবাদ। সত্যের জয় হবে ইনশাআল্লাহ। জয় বাংলা।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। চিয়ার্স!
ভারতের গোয়েন্দা সংস্থা RAW বারবার বিরোধিতা করার পরও, কোন এক অজানা শক্তির ঈশারায় তিনি এ গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেছিলেন এবং শেখ হাসিনাকে যথার্থ প্রতিদান দিয়েছেন 😢😢😢
তোরা ভারতের গোলাম দাস এটা প্রমানিত
আপনার ভিডিও খুব সুচিন্তিত, পরিশীলিত এবং তথ্যনিষ্ট। যথেষ্ট রিসার্চ করে বানানো। এর সঙ্গে আপনার বিপুল অভিজ্ঞতার মিশেল, যা সত্যি সেটা নির্ভয়ে বলা। আপনাকে আমাদের কাছে আপনাকে এক অনন্য উচ্চতায় উঠিয়ে দিয়েছে।❤
ধন্যবাদ আপনাকে,খুবই সুন্দর ও সঠিক বিশ্লেষন দিয়েছেন যা আমরা জানতাম না।
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা বিশ্লেষণ অবগত হলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। চিয়ার্স!
So far this is the clearest account of the Color Revolution. Bangladesh shall be grateful to you for this!
আপনার প্রতিটি কথা শতভাগ সত্য।।
এই গুলোর জন্য জননেত্রী শেখ হাসিনা ও কম দায়ী নয় উনিও অনেক ভূল করেছেন হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগের ১৫ বছর সরকারের থাকার পরেও অনেক মামলা অনেক নির্যাতনের শিকার হয়েছেন
কিন্তু জামাত শিবির ও বিএনপির নেতা কর্মীদের
অনেক মনের আছে পূর্ণ করে দিয়েছেন আমাদের নেত্রী।
অভিনন্দন জানাই আপনাকে। সত্য প্রকাশ করার জন্য।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। চিয়ার্স!
অনেক সুন্দর করে আপনি সঠিক বিষয়টি তুলে ধরেছেন, এ জন্য আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
খুবই গবেষণা মূলক কন্টেন্ট!!
আমাদের সুশীল সমাজ বা দেশের উচ্চ ক্ষমতায় যারা আসীন তারা দেশের মানুষকে বোকা মনে করেন আসলে মানুষ বোকা নয় তারাই বোকা ! জাতির কাছে আজ উন্মোচিত দেশের ধ্বংসলীলার জন্য কারা দায়ী । তথ্যবহুল অনবদ্য উপস্থাপনার অশেষ ধন্যবাদ । মহান সৃষ্টিকর্তার কাছে মঙ্গল কামনা করছি ।
Apanar deshe kono sushil samaj ache ki? Amae katha khandan karun .
সঠিক কথা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনার বিশ্লেষণ গুলো খুব ই তথ্যবহুল।বাহুল্য বর্জিত।ঊপস্থাপনা সাবলীল ও মার্জিত।
৫ আগষ্টের পর থেকে মি: ওয়াকুরুজ্জামানের আচরণ দেখে আমারা সবাই বুঝে ছিলাম সমস্ত ষড়যন্ত্রের মুলে প্রধান ভূমিকায় সক্রিয় ছিলেন।
Thank you so much Dr. Abul Hasnat Milton for the important information and great analysis. ❤❤❤❤❤
আপনাকে ধন্যবাদ মুল জায়গায় হাত দেওয়ার জন্য এগিয়ে জান দোয়া রহিল
আপনার ইনফরমেশন গুলোর সত্যতা আছে কারন এখন যা ঘটছে তার সুস্পষ্ট যোগসূত্র মিলে যাচ্ছে।
ধন্যবাদ আপনার একটি তাৎপর্য পূর্ণ বিশ্লেষণ ও খবরের অন্তরালের খবর প্রকাশের জন্য। একই ভুলের খেসারত বাংলাদেশ আওয়ামী লীগকে আরো দিতে হবে যদি আগামীতে তাঁরা নিজেদের দলকে এ ব্যপারে সংশোধন না করে।
আপনার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি। সেনাপ্রধানের গত ৪ আগস্টের বক্তব্যেই আমার কাছে সন্দেহ হয়েছিলো? আজকে দিনে সেটা সম্পূর্ণ ভাবে মিলে গেলো।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ও অপার কৃতজ্ঞতা জানাই। এই গুরুত্বপূর্ণ তথ্য জাতির সামনে তুলে ধরার জন্য।
ধন্যবাদ আপনাকে। কিন্তু সব দুর্ঘটনা ঘটার পর কেনো এই বিবরন সামনে আসছে, এটাই দুঃখজনক।
কারণ হাসিনার দম্ভ। সবখানে নিজের মন মত লোক বসানোর খেসারত জনগণ দিলো।
আপনি একেবারে ঠিক বলছেন মহান আল্লাহ তায়ালা ওর বিচার করবে
আপনার এই ভিডিওটি খুবই সুন্দর হয়েছে। যুক্তি দিয়ে বিযয়টি উপস্থাপন করেছেন।
সত্য কথা বলার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।
ইনশাআল্লাহ আললাহ রহমাতে শেখ হাসিনা কে বার বার দরকার ভারত শরকার এটু সাহায্যে করুন
নিরপেক্ষ নির্বাচন দিবেন, জনগণ যাকে চাবেন সেই হবে ইনশাআল্লাহ
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে।
আপনার কথার যুওি আছে।ধন্যবাদ। জয় বাংলা।
কথা সত্যি। আপনাকে ধন্যবাদ।
আমি প্রথমেই আনদোলনের ঘটনা প্রবাহ দেখে বুঝতে পেরেছিলাম সেনা প্রধান শিবির করত তার কারনেই সাধীনতা বিরোধীদের চক্রান্তে পরত্যখ্য সহযোগিতা করে আনদোলনের সফলতা অর্জ ন করে দিয়েছিল।
প্রতিটি কথা মিলে যায়। এর পিছনে অনেকই হয়ত জড়িত আছে।
আপনার বক্তব্য সাথে আমরা একমত তা আমরা আগেই অনুমান করতাম,এবং ভাবতাম প্রধান মন্ত্রী কিভাবেএই লোককে সিনিয়র ডিংগাইয়া জুনিয়রকে সেনাপ্রধান বানানো হল,প্রধানমন্ত্রী কে আমরা সমালোচনা করেছি,প্রধানমন্ত্রীর ভুলের মাশুল দলের লোককে দিতে হল যা ছিল অনাকাঙ্ক্ষিত।
Absolutely right.
Sudhu tsi anek pran jhore gelo
আপনি একটি সত্য উপলব্ধি তুলে ধরেছেন।
আমি ভারত থেকে বলছি।। আপনার থেকে মূল্যবান তথ্য পেলাম । একটু নিজেকে সাবধানে এবং সংরক্ষিত রাখবেন স্যার ।
মিল্টন সাহেব এখন এসব বলেন কেন আগে কোথায় ছিলেন?
আমাদের নেত্রী শেখ হাসিনা তার ফ্যামিলির বাইরে যেতে পারেন না!
এটা আমাদের দুর্ভাগ্য জাতি হিসেবে
আপনি সঠিক পর্যবেক্ষণ করেছেন।ধন্যবাদ তথ্যগুলো জানানোর জন্য।
ধন্যবাদ স্যার গুরুত্বপূর্ণ সত্য কথা বলার জন্য।
ইতিহাস হল বর্মনের আয়না বাংলার মানুষ মনে রাখবেন 😂😂 জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ❤❤❤
সঠিক তথ্য তুলে দরার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
কয়েক দিন আগে তারেক রহমান লন্ডন থেকে জে: ওয়াকারের সাথে ১ঘন্টা কথা বলেছে খুব বন্ধুত্বপূর্ণ ভাবে।
ধন্যবাদ মিল্টন ভাই অসাধারণ উপস্থাপনার জন্য।
৩২ পোড়ানোর বিচার হবে ইতিহাসের সাক্ষী........
একদম সঠিক বিশ্লেষণ, আপনাকে আন্তরিক ধন্যবাদ ও সালাম...
সেনা প্রধান হিসেবে এমন একজনকে নিয়োগ দেয়া ছিল চরম ভুল ও বোকামি।
আপনার কথাগুলি যুক্তি সংগত
আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনার কথা গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর বিশ্লেষণ | ধন্যবাদ স্যার আপনাকে |
অতি গুরুত্বপূর্ণ যথাযথ বিশ্লেষণ।
আজব পৃথিবী। যত আপনাকে শুনছি।অবাক হচ্ছি
ভাল থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।
একেবারে সঠিক কথা।
অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছো। ধন্যবাদ
চাওয়া আর বাস্তবতার ভিন্নতা থেকেই পূর্ব প্রস্তুতি হয়তোবা!
হুম, বুঝলাম। বাংলাদেশের এতো বিশৃংখল অবস্থার পরেও সেনাবাহিনীর ভূমিকা কেন হতাশাজনক। ওপেন হার্ট সার্জারি হয়েছে এমন একজন সেনাপ্রধান!!!!! কিভাবে সম্ভব?????????
😮😮😮😮😮
জয় বাংলা জয় বংগ বন্ধু।
গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ
আপনার বিশ্লষনে সত্যিকার তথ্যটি পরিষ্কার ভাবে সামনে এলো।
মিল্টন ভাইকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর প্রতিবেদন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো জানতেন কি,
উনি নাকি বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়।
মোশতাক ও তাই ছিল
বঙ্গবন্ধু যে পথে হেঁটেছে তার মেয়ে একই পথ অনুসরণ করলো।
Aapnar kotha 1000% corrects so thank you so much...???
সবাই বলে আওয়ামীলীগ সব ক্ষেত্রে দলীয়করণ করছে। অথচ সব সেক্টরেই জামাত ও বিএনপির লোক আছে। বিশেষ করে সেনাবাহিনীতে জামাত ও বিএনপির লোকজনে পরিপূর্ণ।
ধন্যবাদ অনেক অজানা তথ্য জানলাম। জয় বাংলা।