মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম | মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2023
  • মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম।
    সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ মে ২০২৩
    ড্রাইভিং লাইসেন্স
    ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স।
    ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশ।
    অপেশাদার এর জন্য ন্যূনতম ১৮ বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে।
    মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।
    ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া :
    গ্রাহককে প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে এর মধ্যমে আবেদন করতে হবে। অনলাইন সিস্টেম থেকে তার লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ইস্যু হবে এবং গ্রাহক সাথে সাথেই সিস্টেম থেকেই তার শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করে নিতে পারবেন। এরপর ২/৩ মাস প্রশিক্ষণ গ্রহণের পর তাকে নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত কেন্দ্রে লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট-এ অংশ গ্রহণ করতে হবে। এসময় প্রার্থীকে প্রয়োজনীয় প্রমাণক, তার লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স (মূল কপি) ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম সাথে আনতে হবে।
    লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
    ১। নির্ধারিত ফরমে আবেদন অনলাইনে আবেদন।
    ২। আবেদনকারীর ছবি [ছবির সাইজ সর্বোচ্চ ১৫০ কেবি (৩০০ x ৩০০ পিক্সেল)]
    ৩। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট (সর্বোচ্চ ৬০০কে.বি)। মেডিক্যাল সার্টিফিকেটের ফর্মের জন্য এখানে ক্লিক করুন ]
    ৪। জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০কে.বি)
    ৫। ইউটিলিটি বিলের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০কে.বি), [ আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যদি ভিন্ন হয় তবে বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে ]
    ৬। বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি [ ড্রাইভিং লাইসেন্সের নবায়ন/শ্রেণী পরিবর্তন/শ্রেণী সংযোজন/ লাইসেন্সের ধরণ পরিবর্তণের ক্ষেত্রে প্রযোজ্য ] (সর্বোচ্চ ৬০০কে.বি)
    ৭। অনলাইনে আবেদন দাখিলের সময় ভুয়া তথ্য প্রদান করা হলে তার লার্নার ড্রাইভিং লাইসেন্স ও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    ৮। নির্ধারিত ফী, ১ ক্যাটাগরি-৫১৮/-টাকা ও ২ ক্যাটাগরি-৭৪৮/-টাকা অনলাইনে পরিশোধ।
    লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পুনরায় একটি নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফী প্রদান করে স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স-এর জন্য সংশিস্নষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণপূর্বক স্মার্ট কার্ড ইস্যু করা হয়। স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে তা গ্রহণের বিষয়টি জানিয়ে দেয়া হয়।
    স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
    ১। নির্ধারিত ফরমে আবেদন।
    ২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট।
    ৩। ন্যাশনাল আইডি কার্ড এর সত্যায়িত ফটোকপি।
    ৪। নির্ধারিত ফী বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে জমাদানের রশিদ।
    ৫। পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য পুলিশি তদন্ত প্রতিবেদন।
    ৬। সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
    পেশাদার ড্রাইভিং লাইসেন্সের প্রকৃতিঃ
    (১) পেশাদার হালকা (মোটরযানের ওজন ২৫০০কেজি-এর নিচে) ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে, (২) পেশাদার মধ্যম (মোটরযানের ওজন ২৫০০ থেকে ৬৫০০ কেজি) ড্রাইভিং লাইসেন্সের জন্য পেশাদার হালকা ড্রাইভিং লাইসেন্সের ব্যবহার কমপক্ষে ০৩ বছর হতে হবে।
    (৩) পেশাদার ভারী (মোটরযানের ওজন ৬৫০০ কেজির বেশী) ড্রাইভিং লাইসেন্সের জন্য পেশাদার মধ্যম ড্রাইভিং লাইসেন্সের ব্যবহার কমপক্ষে ০৩ বছর হতে হবে।
    [বি:দ্র: পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য প্রার্থীকে প্রথমে হালাকা ড্রাইভিং লাইসেন্স নিতে হবে এর ন্যূনতম তিন বছর পর তিনি পেশাদার মিডিয়াম ড্রাইভিং লাইসেন্স-এর জন্য আবেদন করতে পারবেন এবং মিডিয়ম ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কমপক্ষে ০৩ (তিন) বছর পর ভারী ড্রাইভিং লাইসেন্স-এর জন্য আবেদন করতে পারবেন। ]
    ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া:
    (ক) অপেশাদারঃ
    গ্রাহককে প্রথমে নির্ধারিত ফি ( মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ৪,২১২/- টাকা ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ৫১৮/- টাকা জরিমানাসহ) জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্র সঠিক পাওয়া গেলে একইদিনে গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণ করা হয়। স্মার্ট কার্ড wপ্রন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।
    (খ) পেশাদারঃ
    পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারীদেরকে পুনরায় একটি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় উত্ত্তীর্ণ হওয়ার পর নির্ধারিত ফি ( মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ২,৪৮৭/- টাকা ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ৫১৮/- টাকা জরিমানাসহ ) জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণের জন্য গ্রাহককে নির্দিষ্ট সার্কেল অফিসে উপস্থিত হতে হয়। স্মার্ট কার্ড wপ্রন্টিং-এর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।
    প্রয়োজনীয় কাগজপত্র:
    ১। নির্ধারিত ফরমে আবেদন;
    ২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট (পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে প্রযোজ্য);
    ৩। ন্যাশনাল আইডি কার্ড -এর সত্যায়িত ফটোকপি;
    ৪। নির্ধারিত ফি জমাদানের রশিদের বিআরটিএ কপি;
    ৫। সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি;
    ডুপ্লিকেট লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া :
    প্রয়োজনীয় কাগজপত্র:
    ১। নির্ধারিত ফরমে আবেদন।
    ২। জিডি কপি ও ট্রাফিক ক্লিয়ারেন্স।
    ৩। নির্ধারিত ফী বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে জমাদানের রশিদ।
    ৪। সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।

ความคิดเห็น • 38

  • @itshridoy196
    @itshridoy196 8 หลายเดือนก่อน

    Good information

  • @RidoyKhan-uj5xw
    @RidoyKhan-uj5xw 5 หลายเดือนก่อน

    Thanku

  • @nurulhudaofficial638
    @nurulhudaofficial638 7 หลายเดือนก่อน

    ধন্যবাদ ভাই

  • @MasudRana-xe7mu
    @MasudRana-xe7mu 7 หลายเดือนก่อน

    ভাই আমি ভুলে আবদন করেছি মোটরসাইকেল ও হালকা বাহন কিন্তু আমার দরকার হলো শুধু মোটরসাইকেলের লাইসেন্স এখন আমি কি একটার পরীক্ষা দিতে পারবো জানাবেন প্লিজ

    • @travelwitharafat8057
      @travelwitharafat8057  7 หลายเดือนก่อน

      ভাইয়া আপনি কোনো মোটরসাইকেলের শোরুম থেকে সঠিক তথ্যটি জেনে নিবেন।

  • @pmashiqq4639
    @pmashiqq4639 6 หลายเดือนก่อน

    ভাইয়া ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিভাবে বাইকের রেজিস্ট্রেশন করব দালাল ছাড়া না হলে কি দালাল দিয়ে পারা যাবে একটু জানান

    • @travelwitharafat8057
      @travelwitharafat8057  6 หลายเดือนก่อน

      বর্তমান সময়ে প্রথমে ড্রাইভিং লাইসেন্স করতে হবে তারপরে ড্রাইভিং লাইসেন্স এর কাগজ দিয়ে আপনাকে মোটরসাইকেলের কাগজপত্র পেপার তৈরি করতে হবে। আর আপনি নিকটস্থ কোন মোটরসাইকেল এর শোরুমে গিয়ে যোগাযোগ করলে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন।

  • @ajoybishwas6683
    @ajoybishwas6683 7 หลายเดือนก่อน

    ভাই মোটরসাইকেল ড্রাইভিং মাঠ পরিক্ষা কই অনুষ্ঠিত হয়- এটা কি জেলাভিত্তিক পরিক্ষা হয়

    • @travelwitharafat8057
      @travelwitharafat8057  7 หลายเดือนก่อน

      জ্বী ভাই জেলা ভাবে ভিত্তিক।

  • @user-jx4gg7gj4k
    @user-jx4gg7gj4k 7 หลายเดือนก่อน +1

    নিজে করা ভালো হবে নাকি লোক ধরলে ভালো হবে? আমিও করতে চাই আর খরচ কতো হবে? আমার মনে হয়লোক ধরলে কেউ ফেল করে না দয়াকরে জানাবেন

    • @travelwitharafat8057
      @travelwitharafat8057  7 หลายเดือนก่อน

      লোক ধরে করলে ভালো হবে।

  • @mdiftekharulislamparvez4444
    @mdiftekharulislamparvez4444 7 หลายเดือนก่อน

    vai, motorcycle ki nijer niye jauya lage??

    • @travelwitharafat8057
      @travelwitharafat8057  7 หลายเดือนก่อน

      আপনার মোটরসাইকেল নিয়ে যেতে হবে এমন কিছু না, আপনি যে কারো মোটরসাইকেল নিয়ে যেতে পারেন।

    • @mdiftekharulislamparvez4444
      @mdiftekharulislamparvez4444 7 หลายเดือนก่อน

      @@travelwitharafat8057 oh acca. Ami cacci age license korbo. Tarpor motorcycle kinbo.

  • @NobodipRoy-np3tn
    @NobodipRoy-np3tn 4 หลายเดือนก่อน

    কারেন্ট বিল এর কাগজ কি বাবার হলে হবে,,??

  • @mdgolap7706
    @mdgolap7706 5 หลายเดือนก่อน

    ভাইয়া, আমার বিভাগ রাজশাহী। আমি ঢাকায় লাইসেন্স করতে চাইলে, আমার পরীক্ষা রাজশাহীতে হবে, না ঢাকায় হবে,,অগ্রিম ধন্যবাদ

    • @travelwitharafat8057
      @travelwitharafat8057  5 หลายเดือนก่อน

      সম্ভবত রাজশাহীতে

  • @gojolojo1903
    @gojolojo1903 7 หลายเดือนก่อน

    নিজস্ব বাইক নিয়ে যেতে হবে, নাকি অন্য কারও বাইক নিয়ে গেলেও হবে, নাকি বাইক না নিয়ে গেলেও হবে??

    • @travelwitharafat8057
      @travelwitharafat8057  7 หลายเดือนก่อน

      অন্য কারও বাইক নিয়ে যেতে পারেন, সমস্যা নাই।

    • @gojolojo1903
      @gojolojo1903 7 หลายเดือนก่อน

      @@travelwitharafat8057 ধন্যবাদ দাদা❤️

  • @HafizurRahman-td2hv
    @HafizurRahman-td2hv 3 หลายเดือนก่อน

    ভাই আমার গাড়ির নাম্বার প্লেট নাই। আমি কি এই গাড়ি নিয়ে যেতে পারব। নাকি পুলিশের কোনো সমস্যা হবে। একটু যদি বলেন

    • @travelwitharafat8057
      @travelwitharafat8057  3 หลายเดือนก่อน

      অন্য কারো গাড়ি নিয়ে যেতে পারেন।

  • @Siddique499
    @Siddique499 4 หลายเดือนก่อน

    Bike na nia gele ora dibe ki?

    • @travelwitharafat8057
      @travelwitharafat8057  4 หลายเดือนก่อน

      না দিবেনা। আপনাকে নিয়ে যেতে হবে

    • @sukeshchakma6521
      @sukeshchakma6521 2 หลายเดือนก่อน

      আমার তো বাইক নাই দাদা কেমনে দেবো 🥹তাহলে আমার কালকে পরীক্ষা।। দাদা

  • @alaminjony8267
    @alaminjony8267 2 หลายเดือนก่อน

    ভাই, পা পরে গেলে তো নাকি বাদ দিয়ে দেয়

    • @travelwitharafat8057
      @travelwitharafat8057  2 หลายเดือนก่อน

      আমার পা পড়ে গিয়েছিল কিন্তু বাদ দেইনি, হয়তো সেদিনের অফিসার ভালো ছিলো।

  • @mdmim493
    @mdmim493 7 หลายเดือนก่อน +1

    পা পরে গেলে সমস্যা নাই 😅😅।

    • @travelwitharafat8057
      @travelwitharafat8057  7 หลายเดือนก่อน

      জ্বী, আমি সেটাই দেখলাম।

  • @EvaIslamShawonofficial
    @EvaIslamShawonofficial 5 หลายเดือนก่อน

    লাইসেন্স করতে কত টাকা লাগে

    • @travelwitharafat8057
      @travelwitharafat8057  5 หลายเดือนก่อน

      আপনার নিকটস্থ কোনো মোটরসাইকেলের শোরুমে গেলে আপডেট এমাউন্ট জনতে পারবেন।

  • @user-uk1sk9nu8o
    @user-uk1sk9nu8o 8 หลายเดือนก่อน

    কত টাকা খরছ হয়েছে

    • @travelwitharafat8057
      @travelwitharafat8057  8 หลายเดือนก่อน

      ভাই দ্রুত নিতে চাইলে খরচ কিছুটা বেশি হয়, আমি লোক ধরে করেছিলাম, তাই আমার ১১ হাজার টাকা খরচ হয়েছিল ভাই।

    • @tarekking8473
      @tarekking8473 6 หลายเดือนก่อน

      আপনি কি ঢাকা থেকে করেছেন নাকি,লোক ধরবো বলতে ওখানে কি লোক পাওয়া জাবে কোনোভাবেই