কবুতর উড়ানোর পদ্ধতি || কবুতর হাই ফ্লাইয়ার ট্রেনিং || Pigeon High Flyer Training

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • কবুতর উড়ানোর পদ্ধতি || কবুতর হাই ফ্লাইয়ার ট্রেনিং || Pigeon High Flyer Training
    ◆◆ নির্দিষ্ট সময়ে প্রতিদিন উড়াবেন। ফ্লাইং থেকে নামার পর,যত তাড়াতাড়ি পারেন ঘরে বা ধাপড়িতে তুলতে চেষ্টা করেন।
    এভাবে কিছুদিন করালে কবুতরের অভ্যাস এ পরিণত হয়ে যাবে।
    এক কথায়,কবুতর উড়ানোর পর,আকাশ থেকে নামার পর তাদের আর বাহিরে রাখবেন না,ঘরে/ধাপড়িতে/খাচায় তুলে ফেলবেন।
    ◆◆ একেক জন একেক পদ্ধতিতে কবুতর উড়ায়, এখানে ধরাবাধা কোন নিয়ম নেই
    প্রথমেই আপনাকে জানতে হবে,সব কবুতর একই বয়সে উড়ে না,কোন জেনারেশন জিরো পর হলেই উড়ে,কোন জেনারেশন দশ পর ঝড়ার পর উড়ে, কোন জেনারেশন চার-পাচ পর হলেই উড়ে
    আপনার কবুতরের জেনারেশন সমন্ধে জেনে নেন(যার কাছ থেকে এনেছেন)
    প্রথমেই সাধারন কবুতরের মত আপনার বাড়ি/ঘর ও আকাশ চিনান, এরপর ডানার একপাশের চার-পাঁচটি পালক সুতা দিয়ে বেধে ছেড়ে রাখুন, যখন কবুতর নিজেথেকে ঘর থেকে বাইরে বেরুবে ও উঠবে,তখন পাখা খুলে দিন
    ট্রেনিং এর এই প্রথম পর্ব থেকেই কবুতর যেন গাছে না বসে লক্ষ্য রাখবেন
    যদি ঘরে দেশী কবুতর কিংবা ছেড়ে রাখার অন্য কবুতর থাকে,তবে ট্রেনিং অবস্থায় হাই ফ্লাইয়ারের সাথে এদের ছাড়বেন না, যদি সাথে এরা মিশে তাহলে কিন্তু হাই ফ্লাইয়ারের স্বভাব নষ্ট হয়ে যাবে,কবুতর আর আকাশে যেতে চাইবে না
    প্রতিদিন সকাল বেলা কবুতর উড়াবেন,যত সকালে উড়াবেন তত ভালো, কবুতরকে অবশ্যই খালি পেটে উড়াবেন দিবেন
    ট্রেনিং এর আগে থেকেই লফটের পাশে বাশের উপর মাচা বা বাম সেট করে নিবেন
    ট্রেনিং এর প্রথমদিকে কবুতর ছাড়ার পর আকাশে না গিয়ে বামে বসে থাকতে পারে, বামে বসার দশ-পনের মিনিট পরও যদি আকাশে না উড়ে তখন একটা লাঠি দিয়ে হালকা ভাবে তাড়া দিবেন(যেন ভয় নাপায়) তখন কবুতর আকাশে চলে যাবে
    যতক্ষন কবুতর আকাশে থাকবে আপনাকে নিবিড় পর্যাবেক্ষন করতে হবে
    কবুতর কতক্ষণ সুপার ট্রিপে থাকল,কতক্ষণ মাঝ আকাশে থাকল,কতক্ষন নিচে উড়ল খেয়াল রাখতে হবে,সেই সাথে এটাও লক্ষ্য রাখতে হবে যে,কবুতর কি উড়ার সময় লফটের উপরে থাকে নাকি দৌড়ায়ে এদিক ঐদিক ছুটা-ছুটি করে উড়ে
    সব কবুতরের উড়ার স্টাইল এক নয়, কিছু কবুতর ছোট রাউন্ডে উড়ে আবার কিছু কবুতর বড় রাউন্ডে উড়ে
    যেগুলি ছুটা-ছুটি করে উড়বে এদের আলাদা করে উড়াবেন, তা না হলে যখন টুর্নামেন্ট এ উড়াবেন তখন ডিস-কোয়ালিফাই বলে গণ্য হবে
    কবুতর আকাশ থেকে নামার পর বাম বা ছাদের উপর বসে জিরানোর পর ঘরে তুলে ফেলতে হবে (শুরু থেকেই এই অভ্যাস গড়তে হবে) অর্থাৎ কবুতর আকাশ থেকে নামার পর বাহিরে রাখবেন না
    কবুতর দশ পর ঝরার আগে তার সর্বোচ ফ্লাইং বা দম পাবেন না
    ট্রেনিং অবস্থায় যখন দুই ঘন্টার বেশী ফ্লাই করবে তখন প্রতিদিন আকাশে না দিয়ে এক দিন বা দুই দিন গ্যাপদিয়ে ফ্লাই এ দিবেন, যেদিন আবওহাওয়া খারাপ থাকবে কবুতর আকাশে দিবেন না
    হাই ফ্লাইয়ার এর খাবার
    হাই ফ্লাইয়ারকে দিনে একবেলা খাবার দিতে হবে, যদি ব্রিডার পেয়ার হয় তাহলেঅন্য কবুতরের মত খাবার দিবেন,কবুতরকে বিকাল বেলা খেতে দিবেন
    সহজে হজম হয় এমন খাবার যেমন-
    চিনা,সরিষা,বাজরা(অল্প পরিমানে)এবং শুকনা পরিস্কার ধান, ধানের পরিমান যেন ৫০ ভাগ এর বেশী না হয়, অন্যান্য কবুতরের মত স্যালাইন
    ভিটামিন,গ্রিট সহ বিভিন্ন কোর্স নিয়ম মত করাবেন
    ব্রিডার কবুতরকে ফিট না করে কখনই উড়াতে যাবেন না
    উড়ানোর আগে কিংবা উড়ার শেষে ঘরে তোলার সময় কবুতরকে কোন ভয় দেখাবেন না কিংবা আঘাত করবেন না
    নয় নাম্বার পর ঝরার পর থেকে একেবারে দশ পর ঝরার আগে পর্যন্ত কবুতর উড়াবেন না
    কবুতর ভ্যাকসিন করা কিংবা কৃমির কোর্স করানোর পর থেকে সাত দিন কবুতর উড়াবেন না
    আমার ও কিছু গ্রুপ থেকে শিখা জ্ঞানের সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম, আমার পদ্ধতি অন্য কারো শিখা পদ্ধতির সাথে না মিলতেও পারে
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    👉🏻👉🏻 কবুতর পালনে পরার্মশ পেতে ও কবুতর ক্রয় বিক্রয় করতে
    আমাদের Facebook Group জয়েন করুন 👉🏻👉🏻 / 676154249831576
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For More Videos
    ▬▬▬▬▬▬▬▬
    ✔️নাটোর তেবাড়িয়া কবুতর হাট || ফেন্সি কবুতরের দাম
    • নাটোর তেবাড়িয়া কবুতর...
    ✔️
    ✔️ কবুতরের পুষ্টিকর মিক্সার খাবার তৈরি করুন এ লিংকের ভিডিওটি দেখুন ||
    • কবুতরের পুষ্টিকর মিক্স...
    ✔️ কম খরচে কবুতরের উন্নতমানের স্বাস্থ্যকর খাবার তৈরির উপায় জানতে
    এ লিংকের ভিডিওটি দেখুন ||
    • কবুতরের পুষ্টিকর মিক্স...
    ✔️ কবুতরের সবুজ ও চুনা পায়খানা রোগের চিকিৎসা | এ লিংকের ভিডিওটি দেখুন ||
    • কবুতরের সবুজ ও চুনা পা...
    ✔️ কবুতরের বাচ্চা ছোট বড় হওয়ার কারণ ও সমাধানের উপায়
    • কবুতরের বাচ্চা ছোট বড় ...
    ✔️ কবুতরকে নিয়মিত গোসল করানোর সঠিক ও সহজ পদ্বতি । গোসল করানোর উপকারিতা
    • কবুতরকে নিয়মিত গোসল কর...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    👉🏻👉🏻 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই,
    লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।
    ধন্যবাদ।
    কবুতরউড়ানোরনিয়ম
    #কবুতরহাইফ্লাইয়ারট্রেনিং

ความคิดเห็น • 11

  • @sheikhismailhussain1697
    @sheikhismailhussain1697 9 หลายเดือนก่อน

    মাশাআল্লাহ সুন্দর খামার ❤❤

  • @priyokobutorpremy
    @priyokobutorpremy 4 หลายเดือนก่อน +1

    শিক্ষণীয় ভিডিও

    • @Village.Director
      @Village.Director  4 หลายเดือนก่อน

      Thanks for comment ❤️☺️

  • @ripaakter3957
    @ripaakter3957 ปีที่แล้ว

    Vi video ta dekhe onek vlo laglo

  • @mdbelalhosen1776
    @mdbelalhosen1776 2 ปีที่แล้ว +1

    আমার কবুতর আগে কখন ওরাইনি তো এখন কিভাবে ওড়াতে পারি

  • @shirajahmed1719
    @shirajahmed1719 ปีที่แล้ว

    ভাই পতাকে এভাবে অসম্মান করলেন

  • @mdmahfuzurrahman3240
    @mdmahfuzurrahman3240 ปีที่แล้ว

    নিজের দেশের পতাকা দিয়ে কবুতর ওরানোর চেষ্টা।

  • @mdkamrulislam4883
    @mdkamrulislam4883 ปีที่แล้ว

    আপনি বাংলাদেশের জাতীয় পতাকা এভাবে অবমাননা নাকরে অন্য পতাকা দিয়ে কবুতর উরান।কবুতর আমরাও উরাই কিন্তু জাতীয় পতাকা দিয়েনা,অন্য কাপড় অথবা পতাকা দিয়ে উরাই।

  • @shirminjahan7525
    @shirminjahan7525 4 หลายเดือนก่อน +1

    হারিয়ে যাবে না