mor Bhabonare
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024
- Song : Mor Bhabonare
Artist : Somlata
Lyrics -
মোর ভাবনারে কী
দোলে মন দোলে অকারণ হরষে
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে.
তাহারে দেখি না যে দেখি না,
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
বাজে অলখিত তারি চরণে
রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি.
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা.
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলো কেশ আকাশে.
সে যে মন মোর দিল আকুলি
জল-ভেজা কেতকীর দূর সুবাসে.
মোর ভাবনারে কী
দোলে মন দোলে অকারণ হরষে...
lyricstranslat...