শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে রক্তাক্ত নিউমার্কেট, সাংবাদিকসহ আহত ৪০ | New Market

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @SundayRabi
    @SundayRabi 2 ปีที่แล้ว +226

    ১০ টাকার জিনিস ১০০ টাকা চেয়ে ক্রেতাকে দাম বলাতে বাধ্য করা। দাম না বললে বা না নিলে অশালীন কথা, ইভটিজিং সহ বহু অভিযোগ রয়েছে নিউমার্কেট দোকানের কর্মচারীদের বিরুদ্ধে। #standwithdhakacollege

    • @sardarmohammadabdulahad4709
      @sardarmohammadabdulahad4709 2 ปีที่แล้ว +10

      আমার আম্মুর সাথেও এমন বাজে আচরণ করেছিলো_ আমার মা আজকে সকালে বলল।

    • @hiraabdul1766
      @hiraabdul1766 2 ปีที่แล้ว +18

      আপনারা নিউমার্কেট বয়কট করুন,আমি নিউমার্কেট বয়কট করেছি ৪ বছর আগে

    • @ZahidHasan-ku4fg
      @ZahidHasan-ku4fg 2 ปีที่แล้ว

      নিউমার্কেট দোকান দার গুলোর আচার-আচরণ কুতার মতো

    • @SundayRabi
      @SundayRabi 2 ปีที่แล้ว +1

      #standwithdhakacollege

    • @cb3254
      @cb3254 2 ปีที่แล้ว +1

      ❤️❤️

  • @arifemran9757
    @arifemran9757 2 ปีที่แล้ว +42

    এভাবেই ছাত্ররা,,,দেশের সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াও।তোমাদের দ্বারা সংগ্রাম অব্যাহত থাকবে,,ইনশাআল্লাহ।।।

    • @airdrop_oddsey
      @airdrop_oddsey 2 ปีที่แล้ว +1

      বলদের বাচ্চা

  • @jewelrana7464
    @jewelrana7464 2 ปีที่แล้ว +88

    ব্যাবসায়ীদের সাইজ করা দরকার।
    এগিয়ে চলো ঢাকা কলেজ

    • @jiaaahmed316
      @jiaaahmed316 2 ปีที่แล้ว +3

      এগিয়ে চলো বগা কলেজ

    • @ফুটন্তগোলাপ-র৩ঞ
      @ফুটন্তগোলাপ-র৩ঞ 2 ปีที่แล้ว

      ব্যবসায়ী নামের কসাইদের কুত্তা পিটা দেওয়ার সময় এসেছে

  • @shadhinrahman6749
    @shadhinrahman6749 2 ปีที่แล้ว +98

    ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংখ্যা যদি কম হয় তাহলে আমি চাই অন্যান্য কলেজের শিক্ষার্থীরা তাদের সাথে যোগদান করুক।

    • @HabibKhan-dl2yn
      @HabibKhan-dl2yn 2 ปีที่แล้ว +6

      কেনো ওখানে কি বিয়ে শুরু হইছে?

    • @cb3254
      @cb3254 2 ปีที่แล้ว +4

      Corect

    • @soharabhossain3926
      @soharabhossain3926 2 ปีที่แล้ว

      সব গাজা খোরদের ডেকে আন

    • @shadhinrahman6749
      @shadhinrahman6749 2 ปีที่แล้ว

      আপনি খোকা বাবু! আপনি কিছু জানেন না বুঝি ? নেকামি একটু কম কম করবেন বুঝছেন।

    • @raihansorkar9397
      @raihansorkar9397 2 ปีที่แล้ว

      অলরেডি যোগদান করছে

  • @শুনলেগাজলে
    @শুনলেগাজলে 2 ปีที่แล้ว +92

    নিউমার্কেট ঈদ পর্যন্ত বন্ধ করে দেওয়া হোক সব সমস্যার সমাধান হয়ে যাবে।

    • @faiyaznicetaki2885
      @faiyaznicetaki2885 2 ปีที่แล้ว +4

      ঠিক বলছেন তাহলে বুঝবে কত ধানে কত চাল ৷

    • @sindabad7
      @sindabad7 2 ปีที่แล้ว

      Right

  • @tazkirahtv1
    @tazkirahtv1 2 ปีที่แล้ว +18

    টিচার রা গেছেন সমাধান করতে। কিন্তু ব্যবসায়ীরা মারধর করে তাড়িয়ে দিয়েছে এটা কেমন কথা!! স্যারদের গায়ে হাত তুলেছে! ছাত্রদের উচিৎ ওদেরকে উচিৎ শিক্ষা দেয়া।

    • @changeworld3500
      @changeworld3500 2 ปีที่แล้ว

      ওরা ছাত্র নয় ওরা ধান্দাবাজ

  • @asadibrahim238
    @asadibrahim238 2 ปีที่แล้ว +11

    ঢাকা নিউ মার্কেটের ব্যবসায়ীদের রুলসঃ
    ০১. যে কোন পণ্য দেখলেই দাম বলতে হবে।
    ০২. দাম চাইবে ১০-১৫ গুণ বেশী।
    ০৩. কাস্টমার দাম না বললে গালাগালি করবে।
    ০৪. কম দাম বললেও গালাগালি করবে।
    ০৫. আপনি কিছু বললে মারতে আসবে বা গালাগালি করবে।
    ০৬. সন্ত্রাসীর মতো আচরণ করবে।
    ০৭. ভিড়ের মধ্যে মেয়েদের গায়ে হাত দিবে।
    ০৮. কেউ প্রতিবাদ করলে আশেপাশের দোকান থেকেও ১০/১২ জন এসে সন্ত্রাসী স্টাইলে কাস্টমার কে শাসানি নিবে।
    ০৯. টাকার গরমে এমন ভাব নিবে যে ওরা ছাড়া কেউ মানুষ ই না।
    ১০. আশে পাশের ফুটপাত দখল করে রাখবে যেন পৈতৃক সম্পত্তি।
    ১১,এদের শক্তিশালি গ্যাং কমিটি আছে নিউ মার্কেটে কারও সাথে তর্ক বা দামে না মিললেই একযোগে সবাই সেই কাস্টমারকে আক্রমন করে।।
    আসুন ব্যবসায়ী নামক দ্রব্যমূল্যের উর্ধগতির জন্য দায়ী এসব সন্ত্রাসী ব্যবসায়ীদের প্রতিরোধ করতে প্রশাসনকে সহযোগিতা করি। প্রতিবাদ করি প্রতিটা অন্যায়ের।
    আর এসকল অন্যায়ের প্রতিবাদ একমাত্র ঢাকা কলেজ শিক্ষার্থীরাই করে বলেই তর্কাতর্কি হয়।অন্যান্যরা মার্কেটে হয়রানি হয়েও চুপ হয়ে থাকে।তারা প্রতিবাদ করেনা।
    কিন্তু ডিসিয়ানরা প্রতিবাদ করলে কেউ পজিটিব বলে আবার কেউ নেগেটিভ বলে।কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে সাহস লাগে।।
    হোক প্রতিবাদ💪
    বর্বর পুলিশি হামলার তীব্র নিন্দা জানাই!
    রক্তাক্ত আজ ক্যাম্পাস।
    ঢাকা কলেজ উত্তাল।
    #standwithdhakacollege
    #Dhaka_College
    #stand_with_dhaka_college

    • @rockomariad
      @rockomariad 2 ปีที่แล้ว

      এদেশ আর সে দেশ নেইরে ভাই

  • @nasihulummah12
    @nasihulummah12 2 ปีที่แล้ว +14

    কি সুন্দর একটি নাম হযরত মোহাম্মদ সাঃ লাইক হবে,,,❤❤❤

    • @ROKEYABEGUM-sp3mt
      @ROKEYABEGUM-sp3mt 2 ปีที่แล้ว

      ধর্ম প্রতিবন্ধী উন্নয়ন বিদ্যালয়ের ছাত্রী যখন ধার্মিকের পরিচয় দেয়

  • @armoexperience
    @armoexperience 2 ปีที่แล้ว +15

    আমি গিয়েছিলাম আজকে ব্যাবসায়ীরা ও শিক্ষার্থীরা উভয়ই উগ্র আচরণ করছে, যা বুঝলাম তুচ্ছ বিষয় নিয়ে এই তুলকালাম, আর সাধারন মানুষের ভোগান্তি।।।

    • @zuhairtanzimzisan5125
      @zuhairtanzimzisan5125 2 ปีที่แล้ว +2

      শেষ পর্যন্ত একজনকে সত্য বলতে দেখলাম।দুই পক্ষেরই অনেক দোষ আছে।

  • @jhuntuadhikary4078
    @jhuntuadhikary4078 2 ปีที่แล้ว +73

    সকল ছাত্র-ছাত্রীদের বেড়িয়ে আসা উচিত

    • @ZahidHasan-ku4fg
      @ZahidHasan-ku4fg 2 ปีที่แล้ว +5

      একদম ঠিক বলেছেন

    • @syedsarker6423
      @syedsarker6423 2 ปีที่แล้ว

      ঢাকা কলেজের সবাই না , অধিকাংশ ছাত্র উচ্ছৃঙ্খল ও নূন্যতম manner শিখে নি, তাদের সাথে সবার ই এরকম অহরহ হয়ে থাকে। কারন তাদের সাথে ওঠা বসা হয় তো, একটু হলেও বুঝি,,,, পাশেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রয়েছে তাদের manner, attitude কিরকম দেখুন!!!!! ওরা শুধু বলতে পারছে এ... ঢাকা কলেজ!!!! ভাই মানুষ কে ধমক বা ফাপর বাজি দিয়ে কখনো মানুষের ভালোবাসা পাওয়া যায় না, অন্য কে ভালোবেসে, শ্রদ্ধা, ভক্তি প্রদর্শনের মাধ্যমেই তার ভালোবাসা পাওয়া যায়।

    • @ZahidHasan-ku4fg
      @ZahidHasan-ku4fg 2 ปีที่แล้ว

      নিউমার্কেটর দোকনদার গুলো আচরণ কুতার মতো কিছু কিছু,,, বুঝলা

    • @soharabhossain3926
      @soharabhossain3926 2 ปีที่แล้ว

      সকল গাজা ইয়াবা খোর বেরিয়ে াসো

    • @redoykumar6407
      @redoykumar6407 2 ปีที่แล้ว

      হ্যাঁ সব বাইরে আইসা একটা একটা কে ধরে জবাই করা উচিত

  • @childrenssongbangla4727
    @childrenssongbangla4727 2 ปีที่แล้ว +10

    এই ব্যবসায়ীরা খুবই জগন্য আচরণ করে এদের সাইজ করা খুবই প্রয়োজন
    রাজনৈতিক ভেদাভেদ ভুলে দেশের ছাএদের এক হতে হবে একটা দেশ এভাবে চলতে পারেনা

  • @devshantos5061
    @devshantos5061 2 ปีที่แล้ว +31

    এই পরিস্থিতিতে ঢাকা সমস্ত কলেজের ছাত্রদের এক হওয়া দরকার দেখিয়ে দেয়া দরকার সারা বাংলাদেশের ছাত্ররা এক

    • @zarakober2561
      @zarakober2561 2 ปีที่แล้ว +2

      একমত

    • @shaownahmed1356
      @shaownahmed1356 2 ปีที่แล้ว +1

      সহমত

    • @akhtarhossain6389
      @akhtarhossain6389 2 ปีที่แล้ว

      ছাত্র আর,আগের ছাত্র নাই,, এখনকার ছাত্ররা চুড়ী পরে।

    • @sindabad7
      @sindabad7 2 ปีที่แล้ว

      Right

    • @sindabad7
      @sindabad7 2 ปีที่แล้ว

      Sob market bondo kore dea hok
      College university area te kiser market

  • @a.s.m.nomanpatwary7875
    @a.s.m.nomanpatwary7875 2 ปีที่แล้ว +41

    ব্যাবসায়ী এবং ছাত্রদের বুঝতে হবে আমরা সকলেই এদেশের। উভয়কেই বুঝা উচিত ব্যাবসায়ীদের অনেকেই কোনো ছাত্র ছাত্রীর অভিভাবক। তাই সকলকেই ধৈর্য ধারণ করা উচিত। যাদের (যে সকল সুবিধা ভোগী) জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয় তাদের কোনো ক্ষতি হয় না। নিরীহ সাধারণ রাই ক্ষতির সম্মুখীন হয়।

  • @mdmahmud1105
    @mdmahmud1105 2 ปีที่แล้ว +11

    হালকা-পাতলা সংঘর্ষ চালিয়ে ঈদ পর্যন্ত গেলেই যথেষ্ট. তারপর আর কিছুর দরকার নাই ব্যবসায়ীদের এমনিতেই মাথায় পাতায় উভয় জায়গায় হাত..🤭🤭

  • @ummahtune5574
    @ummahtune5574 2 ปีที่แล้ว +38

    ভাগ্যিস এরা কেউই মাদ্রাসার ছাত্র নয়, তা না হলে এতক্ষণে কতগুলো লাশ গুনতে হতো।

    • @cb3254
      @cb3254 2 ปีที่แล้ว +3

      Right Vaii,, এটাই আমাদের বাংলাদেশ🇧🇩🇧🇩

    • @deskmedia240
      @deskmedia240 2 ปีที่แล้ว +1

      Yes boss

    • @arabeahmad1266
      @arabeahmad1266 2 ปีที่แล้ว +1

      kotha sotto

    • @islamicbhuban
      @islamicbhuban 2 ปีที่แล้ว +1

      right

    • @alltime4737
      @alltime4737 2 ปีที่แล้ว +1

      ঠিক কথা বলেছেন আল্লাহ বাচায়ছে।

  • @sharzilhossain8079
    @sharzilhossain8079 2 ปีที่แล้ว +24

    ঢাকা কলেজ এর পক্ষে অবস্থান করছি একজন নটর demian হিসেবে। সন্ত্রাসী ব্যাবসায়ীদের আইনের আওতায় আনা উচিত।

    • @changeworld3500
      @changeworld3500 2 ปีที่แล้ว

      বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই। সবগুলাকে এক রশিতে বেঁধে চ্যাংধোলাই দেওয়া হোক।
      বাংলাদেশের ছাত্ররা বাইনচোদ হয়ে গিয়েছে তারা এখন সবসময় ধান্দাবাজি করে। অবশ্যই সব ছাত্রদের মন-মানসিকতা ছাত্রলীগ মার্কা নয় ভালো ছাত্র ও রয়েছে। আর ব্যবসায়ীদের সাথে আমরা তো সবসময়ই আহত-নিহত হচ্ছি ঠিকভাবে। মাদারচোদ ব্যবসায়ী এবং বাইনচোদ ছাত্র গুলোর পাছা দিয়ে উটপাখির ডিম দেওয়া হোক।

  • @সেইদিনেরঅপেক্ষায়

    ছাত্ররা সব এক হওয়া দরকার ✊

  • @shubin451
    @shubin451 2 ปีที่แล้ว +23

    গতকাল রাতে ঐ পথে যাচ্ছিলাম ।
    হঠাৎ দেখলাম ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঐ পথে যাতায়াতকারী বাইকার ভাইদের আটকিয়ে তাদের কাছ থেকে হেলমেট গুলো কেড়ে নিচ্ছে !
    দেখে হতভম্ব হয়ে গেলাম !
    যেসব বাইকার ভাই রা হেনস্থার শিকার হয়েছেন তারাই ভালো বলতে পারবেন এই বিষয়ে ।

    • @nantumia4998
      @nantumia4998 2 ปีที่แล้ว

      আমার দেশের সোনার ছেলেরাত তাই

  • @mdminhaj7785
    @mdminhaj7785 2 ปีที่แล้ว +6

    নিউমার্কেট এর ব্যাবসায়ীরা চরম অভদ্রতা মূলক আচারন করে, তাই এখনি সময় আমরা সকল ছাত্র ভাইয়েরা এক সাথে এটার প্রতিবাদ করার

  • @ASACookingBD
    @ASACookingBD 2 ปีที่แล้ว +5

    আর যারা তাদের রবকে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আর কতইনা নিকৃষ্ট সেই প্রত্যাবর্তনস্থল! (সুরা মুলক)

  • @wiseman1071
    @wiseman1071 2 ปีที่แล้ว +45

    দোকান কর্মচারীদের আচরণ একদমই ভালো নয় তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও ঈদ পর্যন্ত আন্দোলন করে ওদের ব্যবসার ১২টা বাজিয়ে দিতে হবে ।

    • @soharabhossain3926
      @soharabhossain3926 2 ปีที่แล้ว

      ঢাকা কলেজে যারা পড়ে ৯৮% গাজাখোর

    • @kamrunnaharlucky6380
      @kamrunnaharlucky6380 2 ปีที่แล้ว

      ওদের কে বারোটা বাজানোর কথা না বলে পড়াশুনার কথা বলুন।না হয় দুইদিন পর ওদের চুরি ডাকাতি করে চলতে হবে।

    • @sindabad7
      @sindabad7 2 ปีที่แล้ว

      Yes

  • @OmarFaruk-hu7yx
    @OmarFaruk-hu7yx 2 ปีที่แล้ว +17

    ব্যবসায়ীদের সোজা করা উচিত,,যা শুধুমাত্র ছাত্রদের পক্ষে সম্ভব,, অঅধিকাংশ ব্যবসায়ীরা সব সময় সাধারণ মানুষের সাথে কসায়ের মতো আচরণ করে

    • @changeworld3500
      @changeworld3500 2 ปีที่แล้ว

      আর ছাত্রদের উচিত ছাত্রলীগ বাদ দিয়ে ধান্দাবাজি বাদ দিয়ে পড়ালেখা করা

    • @AminulIslam-og1hb
      @AminulIslam-og1hb 2 ปีที่แล้ว

      বেয়াদবের সহায়তা কারী।

  • @tauhidahmed6593
    @tauhidahmed6593 2 ปีที่แล้ว +27

    পুলিশ পুরোপুরি অসাধু ব্যবসায়ীদের পক্ষ নিয়েছে

    • @soharabhossain3926
      @soharabhossain3926 2 ปีที่แล้ว

      কার পক্ষ নিবে? গাজা খোর দের?

    • @abubakarsiddik3227
      @abubakarsiddik3227 2 ปีที่แล้ว

      Police der chada dei to tai. Shoitan police. Jiboneo ন্যায়ের পক্ষে ছিলো না

    • @md.farhan3944
      @md.farhan3944 2 ปีที่แล้ว

      পুলিশ ব্যবসায়ীদের পক্ষে নেওয়া উচিত ছাত্র-ছাত্রীরা চাঁদাবাজ

  • @kawsarhossen530
    @kawsarhossen530 2 ปีที่แล้ว +113

    যখনই দেশটা একটু শান্ত হয় তখনই নতুন ইস্যু দাঁড়িয়ে যায় আর সমস্ত সাংবাদিক মহোদয় ওখানে ঝুকে পড়ে

    • @msaidul7831
      @msaidul7831 2 ปีที่แล้ว +5

      দেশটা কি শান্ত হয়েছে ?

    • @arabeahmad1266
      @arabeahmad1266 2 ปีที่แล้ว +1

      দেশটা কত শান্ত আহারে 🖕🖕

    • @FlyWithHazard
      @FlyWithHazard 2 ปีที่แล้ว

      #We_Want_Justice
      #Stand_With_Dhaka_College
      #Dhaka_College
      #We_Stand_With_Dhaka_College

    • @myappsandteacher
      @myappsandteacher 2 ปีที่แล้ว

      তাইতো!

    • @myappsandteacher
      @myappsandteacher 2 ปีที่แล้ว +1

      @Ishtiaque Ahmod 😆🤣😂 পাগলা! রকির কোনো গ্যাং নাই, রকি মন্সটার!

  • @mdmohiuddinislamicmedia3835
    @mdmohiuddinislamicmedia3835 2 ปีที่แล้ว +25

    সরকারের উচিত ঈদ আসলে মাসামানার দাম নিরদারোন করে দেওয়া জাতে ব্যবসায়িরা দাম বেশি নিতে নাপারে।কারন আমাদের দেশের নিন্মতিত্ত আয়ের লোকেরা ঈদআসলে সংকটের মধ্যে পরে জায়। আমরা চাই সবসময় দাম যেবাবে ছিলো ঈদ আসলে সেভাবে থাকোক।

  • @uzzalahmed2291
    @uzzalahmed2291 2 ปีที่แล้ว

    বাংলাদেশের সকল শিক্ষার্থীগণ ঢাকা কলেজের পক্ষে অবস্থান নিন এবং তাদের আন্দোলনে শরিক হন ব্যবসায়ীদের অসৎ ব্যবসায়ী ের মূলোৎপাটন করুন

  • @mehjabincamelia774
    @mehjabincamelia774 2 ปีที่แล้ว

    ব্যবসায়ীরা এক জোট হয়ে সাধারণ ক্রেতাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে প্রতিনিয়ত । সময় এসেছে ব্যবসায়ীদের জবাবদিহিতার। এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

  • @shanfamilysentertainment5203
    @shanfamilysentertainment5203 2 ปีที่แล้ว +37

    নিউমার্কেটে কিছু কিছু ব্যবসায়ী আছে ওদের ব্যবহার খুবই খারাপ একটা কথা দুই বার জিজ্ঞেস করলেই চারালের মতো ব্যবহার করে

    • @atozbagrepair8589
      @atozbagrepair8589 2 ปีที่แล้ว +1

      সারা দিন কাস্টমার এটা দেখায় ওটা দেখায় কেনেনা কাস্টমার বিরক্ত করে আপনারাও বিরক্ত করেন খালি খালি আরেকজনের দোষ দিবেন না, আপনি কোনদিন মানছেন আপনারা ভুল থাকতে পারে

    • @Nknjnkn
      @Nknjnkn 2 ปีที่แล้ว +1

      ঠিক বলেছেন আপু... কিন্তু ঢাকা কলেজের ছাত্র রা আসে পাশের দোকান গুলো কে ওদের বাবার দোকান মনে করে

    • @siponkumar5385
      @siponkumar5385 2 ปีที่แล้ว

      Vul Kotha kisu chele ank birokto ba jalaton kore ajonno ora Amon bebohar Korte bardho

    • @shanfamilysentertainment5203
      @shanfamilysentertainment5203 2 ปีที่แล้ว

      @@Nknjnkn কি বলবো ভাই দোষ দুই পক্ষেরই আছে এক হাতে কখনো তালি বাজে না

    • @shanfamilysentertainment5203
      @shanfamilysentertainment5203 2 ปีที่แล้ว

      @@atozbagrepair8589 ভাই উত্তরা থেকে নিউমার্কেট যাই কেনাকাটা করার জন্যই তো যাই ব্যবসায়ীদের বিরক্ত করার জন্য না

  • @rafsanbinsajjad3959
    @rafsanbinsajjad3959 2 ปีที่แล้ว +11

    সেনাবাহিনীর মাধ্যমে ব্যবসায়ীদের কঠোর শাস্তি দেয়া হোক

  • @mohammadkamalhossain2991
    @mohammadkamalhossain2991 2 ปีที่แล้ว +4

    মিডিয়া ব্যবসায়ীদের পক্ষ নিয়ে কথা বলে যাচ্ছে, বিষয়টি অত্যন্ত দুঃখজনক

  • @nasirmizi7746
    @nasirmizi7746 2 ปีที่แล้ว +42

    আর যাই হোক শিক্ষার্থীদের ও টিচারদের এভাবে হেনস্থা করা ঠিক হয়নি,

    • @changeworld3500
      @changeworld3500 2 ปีที่แล้ว +2

      শিক্ষার্থীরা যখন ধান্দাবাজ হয়ে যায় তখন এদের ধরে এভাবে পিটানো উচিত

    • @changeworld3500
      @changeworld3500 2 ปีที่แล้ว +2

      টিচারদের পিটুনি দেওয়া উচিত এই কারণে তারা তাদের ছাত্র দের মানুষ করতে পারেনি

    • @kashpiapunny5790
      @kashpiapunny5790 2 ปีที่แล้ว

      @@changeworld3500 hmm tora to jibone lekhapora korishni… tai oi dokandar der kotha bolchish.

    • @MdNahid-vz4xo
      @MdNahid-vz4xo 2 ปีที่แล้ว

      Tra eve-teasing krbi r beadobi krbi, student ra protibad krle tdr pitaite mon chay? R, emn educated manush gula na thakle tdr o jibon cholto na

  • @choudhurygroupofindustry3613
    @choudhurygroupofindustry3613 2 ปีที่แล้ว +9

    এখানে যাই হোক না কেন , শিক্ষার্থীদের ধাক্কায় কিছু সাংবাদিকরা ভালোভাবে মারপিট খেলো । এটা শুনে আনন্দে আমার মন আনন্দে আত্মহারা ।

    • @alamgirhossain2691
      @alamgirhossain2691 2 ปีที่แล้ว

      ঠিক কথা বলছেন ভাই

  • @নামাজকেবন্ধুবানাও

    সব চ্যানেল থেকে তোমার চ্যানেলের ভিডিও গুলা অন্যতম, তাই সব সময় দেখি, তোমার জন্য মন থেকে দোয়া আর ভালোবাসা রাইল,❤️

  • @moana1709
    @moana1709 2 ปีที่แล้ว +4

    আমি নিউ মার্কেট এ যাই না অনেক বছর,তাই না যেনে মন্তব্যও করতে চাই না, শিক্ষার্থী দের কথা যদি বাদ দেই তাহলে জনসাধারণের কমেন্ট পড়ে যা বুঝতে পারছি সেটা হল ব্যবসায়ী রা আসলেই খারাপ আচরণ করে,আমার কথা হল তারা যদি এতই খারাপ আচরণ করে তাহলে আপনারা কেন যান নিউ মার্কেট?? নিউ মার্কেট ছাড়া আরও অনেক অনেক মার্কেট আছে সেখানে যান, মারামারি না করে যদি সবাই মিলে অন্তত কিছুদিন এর জন্য নিউমার্কেট বয়কট করতেন তাহলে কয়দিন ব্যবসায়ী রা মাছি তাড়িয়ে সোজা হয়ে যেতো, ব্যবহার শুধু ওরা না ওদের চৌদ্দ গুষ্টির ঠিক হয়ে যেতো, ভাই মারামারিই কিন্তু সব সময় একমাত্র সমাধান হয়ে ওঠে না,ঠান্ডা ভাবেও উচিৎ শিক্ষা দেয়া যায়।

    • @alltime4737
      @alltime4737 2 ปีที่แล้ว

      ঢাকার সব মাকেটের ব্যবহার নাকি খারাপ

  • @Newsalltime7
    @Newsalltime7 2 ปีที่แล้ว +10

    দেশের প্রশাসন ব্যবস্থা এত জঘন্য হয়ে গেছে বলার বাইরে,,,এরই ধারাবাহিকতায় দেশের একটা অবস্থার পরিবর্তন আসবে আশা করছি।

  • @absofian
    @absofian 2 ปีที่แล้ว +2

    " বয়কট নিউমার্কেট "
    যতদিন ঢাকা কলেজ বন্ধ থাকবে ততদিন নিউ মার্কেট ও বন্ধ ঘোষণা করুন । সবাই নিউমার্কেটে কেনাকাটা বর্জন করুন । আমার ভাইয়েরা রক্তাক্ত হলো কেন জবাব চাই ???

  • @hellobangladesh5038
    @hellobangladesh5038 2 ปีที่แล้ว +3

    ছাত্র সমাজ জিন্দাবাদ 👌👌

  • @technicaledu.channel7078
    @technicaledu.channel7078 2 ปีที่แล้ว +1

    #standwithdhakacollege
    নিউ মার্কেটের ব্যবসায়ীদের রুলসঃ
    ০১. যে কোন পণ্য দেখলেই দাম বলতে হবে।
    ০২. দাম চাইবে ১০-১৫ গুণ বেশী।
    ০৩. কাস্টমার দাম না বললে গালাগালি করবে।
    ০৪. কম দাম বললেও গালাগালি করবে।
    ০৫. আপনি কিছু বললে মারতে আসবে বা গালাগালি করবে।
    ০৬. সন্ত্রাসীর মতো আচরণ করবে।
    ০৭. ভিড়ের মধ্যে মেয়েদের গায়ে হাত দিবে।
    ০৮. কেউ প্রতিবাদ করলে আশেপাশের দোকান থেকেও ১০/১২ জন এসে সন্ত্রাসী স্টাইলে কাস্টমার কে শাসানি নিবে।
    ০৯. টাকার গরমে এমন ভাব নিবে যে ওরা ছাড়া কেউ মানুষ ই না।
    ১০. আশে পাশের ফুটপাত দখল করে রাখবে যেন পৈতৃক সম্পত্তি।
    আসুন ব্যবসায়ী নামক দ্রব্যমূল্যের উর্ধগতির জন্য দায়ী এসব সন্ত্রাসীদের প্রতিরোধ করতে প্রশাসনকে সহযোগিতা করি। প্রতিবাদ করি প্রতিটা অন্যায়ের।
    আমি ঢাকা কলেজের ছাত্র নই। তবুও ঢাকা কলেজের পক্ষে আছি। আসুন ঢাকা কলেজের পক্ষে দাঁড়াই। প্রতিবাদ করি সবাই দেখিয়ে দেই ছাত্ররা ন্যায়ের পক্ষে কতটা শশক্তিশালী।

  • @21mdsumonali32
    @21mdsumonali32 2 ปีที่แล้ว +8

    ভাই শার্টটার দাম কত?
    নেন ভাই। অনেক ভালো কাপড়।
    দাম কেমন পড়বে?
    একদম আনকমন মাল। কোথাও খুজে পাবেন না।
    দামটা বলেন আগে।
    এই নেন বোতাম ছাড়িয়ে দিলাম। গায়ে দিয়ে দেখেন।
    দাম বলেন। তারপর পড়বো।
    পড়েন। দেখেন একদম ফিটিং হবে।
    সবই ঠিক আছে। দামটা বলেন না?
    ভাই, দামাদামি করবো না। একটা দাম বলে দেবো যদি ভালো লাগে নিবেন না হয় রেখে যাবেন।
    জী বলুন।
    শুধু শার্টই নিবেন না আরও কিছু? এই ভাইরে প্যান্ট দেখা তো।
    না ভাই, আপনি শুধু এই শার্টটার দামই বলেন।
    শার্ট কী একটাই? না আরেকটা দিবো?
    না, এটার দাম বলেন।
    একদাম পড়বে ১৮০০ টাকা।
    বলেন কী? এই শার্ট ১৮০০?
    কেন ভাই? অসম্ভব কি হলো? বেশী বলছি?
    না ভাই লাগবে না।
    আরে ভাই শুনেন।
    কত দিবেন?
    না ভাই, আমার এতোটাকা বাজেট নাই।
    ওই মিয়া ফাজলামো করেন?
    বাজেট নাই তো মার্কেটে আইছেন কিল্লেগা। আমরা কী মস্করার দোকান খুইলা বইছি?
    ঠিক আছে থাকেন।
    থাকেন কী? শার্টের দাম বলেন।
    এতো টাকার শার্ট কেনা সম্ভব না।
    সম্ভব না, তাহলে এতো সময় নষ্ট করলেন কেন?
    আমি তো প্রথমেই বলেছি দাম কত? আপনিই তো প্যাচাইলেন।
    আমার তো কাস্টমারের অভাব। আপনার লগে প্যাচাপেচি করুম।
    স্যরি ভাই। আমার লাগবে না। আমি যাচ্ছি।
    কিয়ের যাচ্ছি? দাম বলতে অইবো।
    আসলে আমি একটু কমের মধ্যে নিতে চাচ্ছি।
    কত কম? বলেন শুনি।
    এই মনে করেন ৩০০-৩৫০ এর মধ্যে।
    এই দামে কিনতে হলে রাস্তায় ভ্যান আছে না? ওই ভ্যান থেকে নিবেন। মার্কেটে ঢুকবেন না।
    ঠিকাছে।
    ওই মিয়া কই যান? এদিকে আয়েন। একটু বাড়ায়েবুড়ায়ে বলেন। শার্টটা নিয়ে যান।
    বললাম তো আমার বাজেট কম।
    আচ্ছা, ১৫০০ না একদম ১০০০ দেন। ওই প্যাকেট করে দে।
    না ভাই, পারবো না।
    পারবেন কত? হেইডা বলেন।
    ৩৫০ হলে নিবো।
    এই শার্ট ৫০০ টাকায় কোনোদিন কিনতে দেখছেন?
    দেখি নাই। রেখে দেন।
    খাড়ান মিয়া। ৭০০ হলে পারবেন?
    বললাম তো বাজেট নেই।
    নেন লাভ করনের দরকার নাই ৫০০ টাকাই দিলাম। ৫০০ টাকার একটা শার্ট পইড়া দেখেন।
    না ভাই, আমি যে দাম বললাম ওইটা হলে পারবো।
    ওই মিয়া যান কেন? এদিক আয়েন। সেই এক দাম বইলা দাঁড়ায়ে আছেন। আরেকটু আগান।
    আমি হাইয়েস্ট ৪০০ দিতে পারবো। এর বেশী না। ভালো থাকেন।
    রাগ কইরেন না। এদিক আয়েন। দেন ৪০০ টাকাই দ্যান। ওই বাইরে প্যাকেট কইরা দে।
    .
    এভাবেই দিনের পর দিন কাস্টমারদের জিম্মি করে ব্যবসা করছে নিউমার্কেটের ব্যবসায়ীরা। সাধারণ মানুষ লজ্জা ভয়ে প্রতিবাদ করে না। যারা অন্যায় অনিয়ম মানতে পারে না তারা প্রতিবাদী হয়ে ওঠে। আর এই প্রতিবাদী শ্রেণীটির নাম 'ছাত্র'।
    নিউমার্কেটে ব্যাবসায়ী-ছাত্র সংঘর্ষে আমি ন্যায়ের পক্ষে। ছাত্রদের পক্ষে।

  • @mdruhulamin8055
    @mdruhulamin8055 2 ปีที่แล้ว +1

    ধন্যবাদ শিক্ষার্থীদের

  • @bdbikevlogs9699
    @bdbikevlogs9699 2 ปีที่แล้ว +4

    ঢাকা কলেজ বন্ধ হলে নিউমার্কেটও বন্ধ করে দেওয়া উচিৎ।
    পুলিশ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পায় বলেই কি আজকে তারা ছাএ দের ওপর চরাও হচ্ছে??

  • @SKMOJIB-vr2xz
    @SKMOJIB-vr2xz 2 ปีที่แล้ว +11

    পুলিশ ভাইদের ভূমিকা ঠিকই আছে মনারা কার ওপরে হাত তুলবে কার উপরে অ্যাকশন নেবে নীরবতা পালন করা ভালো

  • @pathofjannat
    @pathofjannat 2 ปีที่แล้ว +1

    < হালাল পথে সম্পদ উপার্জনের ১০ টি কোরআন ভিত্তিক উপায় ভিডিও,

  • @lipyakhter7943
    @lipyakhter7943 2 ปีที่แล้ว

    মার্কেটে যায় চাঁদা তোলে আমি একজন ব্যবসায়ীর মুখে শুনছি শিক্ষার্থীরা এসে নাকি চাঁদা চায় এগুলা আওয়ামী লীগ হেলমেট বাহিনী হবে শিক্ষার্থীরা হতে পারে

  • @limaakter2688
    @limaakter2688 2 ปีที่แล้ว

    আমার মতে উচিৎ শিক্ষা দিছে ঢাকা কলেজের ছাত্র দের কে জানাই আমার শুভেচ্ছা কারণ সাধারণ মানুষ ভাত খাইতে পারে না আর সালার দোকান মালিকেরা র্মাকেটের জিনিসের যে দাম চায় তা বলার বাইরে একটা বাংলাদেশি পানঞ্জাবির দাম এক হাজার টাকা সেই পানঞ্জাবির দাম চায় নয় হাজার টাকা কি বলে বলে ইনডিয়ান বলে দাম বেষি দেক ধুলাই ইচ্ছা মতে

  • @Chittagong1
    @Chittagong1 2 ปีที่แล้ว +11

    সরকার চাইলে এটা দশ মিনিটে সমাধান করতে পারে, কিন্তু এটা করবে না কারণ যাতে দীর্ঘস্থায়ী অন্তঃকোন্দল লেগে থাকে।
    আর যখন অন্তঃকোন্দল লেগে থাকবে তখন জাতীয় আন্দোলন অটোমেটিক্যালি বাধাগ্রস্ত হয়। আর এতে করে অবৈধ সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়।

  • @kamrunnaharlucky6380
    @kamrunnaharlucky6380 2 ปีที่แล้ว +2

    ছোট বেলা থেকে দেখছি,যত ঝামেলা শুধু ঢাকা কলেজের ছাএদের সাথেই হয়।আর কোন কলেজের ছাএ দের সাথে হয়না কেন?

    • @abuhanif3012
      @abuhanif3012 2 ปีที่แล้ว

      কারণ নিউমার্কেট এ আসলে সকল ছাত্র ঢাকা কলেজ এর পরিচয় দেয়.

  • @realty9336
    @realty9336 2 ปีที่แล้ว +12

    কমেন্ট পরে বোঝা যায় ব্যবসায়ীদের দোষ

  • @atikunnaharshanta5034
    @atikunnaharshanta5034 2 ปีที่แล้ว

    শিক্ষার্থীরাই পারবে এইরকম বাজে পরিস্থিতির পরিবর্তন আনতে....ইনশাআল্লাহ ❤️

  • @tajrulislam9659
    @tajrulislam9659 2 ปีที่แล้ว +2

    মগের মুল্লুক। জোর যার মুল্লুক তার। সকল ক্ষেত্রে ক্ষমতার দাপট ছড়িয়ে পড়েছে। যার ভুক্তভোগী সকল পেশার সাধারণ মানুষ

  • @sakibalhasanofficial8402
    @sakibalhasanofficial8402 2 ปีที่แล้ว

    সাবাস ছাত্র সংগঠন
    ছাত্রদের একাক্ততা দেখে মুগ্ধ

  • @MdAdil-in5hm
    @MdAdil-in5hm 2 ปีที่แล้ว +1

    আল্লাহ তুমার কুারত দিয়ে তুমি হেধায়েত ধান কর আমিন

  • @mdsakil7804
    @mdsakil7804 2 ปีที่แล้ว +1

    --- একটা দেশের সোনার মনিদের মধ্যে অন্তর্ভুক্ত হলো ছাত্র এবং ব্যাবসায়ী-" সব এদেশের সন্তান -"
    --- সবার অধিকার আছে সুস্থ সুন্দর স্বাধীন ভাবে জীবন যাপন করা-"
    --- এমন আন্দোলন বন্ধ করুন আলোচনায় আসেন-"

  • @engr.omarfaruque
    @engr.omarfaruque 2 ปีที่แล้ว +1

    নিউ মার্কেটের ব্যবসায়ীদের রুলসঃ
    ০১. যে কোন পণ্য দেখলেই দাম বলতে হবে।
    ০২. দাম চাইবে ১০-১৫ গুণ বেশী।
    ০৩. কাস্টমার দাম না বললে গালাগালি করবে।
    ০৪. কম দাম বললেও গালাগালি করবে।
    ০৫. আপনি কিছু বললে মারতে আসবে বা গালাগালি করবে।
    ০৬. সন্ত্রাসীর মতো আচরণ করবে।
    ০৭. ভিড়ের মধ্যে মেয়েদের গায়ে হাত দিবে।
    ০৮. কেউ প্রতিবাদ করলে আশেপাশের দোকান থেকেও ১০/১২ জন এসে সন্ত্রাসী স্টাইলে কাস্টমার কে শাসানি নিবে।

  • @md.rezaulkarim8766
    @md.rezaulkarim8766 2 ปีที่แล้ว +4

    ব্যবসায়ীরা এমন করে জনগনের তো ক্ষতি হচ্ছেই, তারচেয়ে বেশী ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের,আমার মতে ব্যবসায়ীদের উচিত সমাধানে আসে

  • @tokytoky5532
    @tokytoky5532 2 ปีที่แล้ว

    Shbash bangali suborno joyonto r boishakhi palon korar eitai amader oitijjo. Joi bangla

  • @fazlerabbi1039
    @fazlerabbi1039 2 ปีที่แล้ว

    Er pichone asol karon ta ki?? janaben plz!

  • @ShafiulIslamLinkon7
    @ShafiulIslamLinkon7 2 ปีที่แล้ว +4

    এই অবস্থা দ্রুত সমাধান হোক....
    ...
    .

    • @manwarhossainbhuiyan1893
      @manwarhossainbhuiyan1893 2 ปีที่แล้ว

      না চলতে থাকুক।। মজা লাগে মিথ্যা নিউজ শুনতে।।

  • @faysalhossain9675
    @faysalhossain9675 2 ปีที่แล้ว +2

    সাংবাদিকরা শুধু তাদের সমস্যার কথাই বলে গেলো, আসলে সমস্যাটা কোথায় সেটি কিছুই বললো না।

  • @alaminrafy2501
    @alaminrafy2501 2 ปีที่แล้ว +1

    500 টাকার পাঞ্জাবী 100 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলে আমি ঢাকা কলেজ, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে গায়ে পড়ে ঝগড়া করে পরে আসে চাঁদা দাবি করতে, কিছু কিছু বখাটেদের জন্য আজ ঢাকা কলেজের সুনাম নষ্ট হচ্ছে

  • @mofizmilon3723
    @mofizmilon3723 2 ปีที่แล้ว +1

    তবে কিছু দুষ্ট ছাত্রদের জন্য এমন হয়। ওরা ভূলে যায় এইখান থেকে কামাই করে ওদের লিখা পড়ার খরচ বহন করে। আর ওরা ভূলেই গেছে। পড়া শুনা করে সবায় চাকরি পাবেনা। কেউ কেউ বড় পাস দিয়ে এই মার্কেট ক্লাসেই ভর্তি হতে হবে। অতএব শিক্ষার্থীদের বলব একটু আন্তরিক হবার জন্য।

  • @green7890
    @green7890 2 ปีที่แล้ว

    ঢাকা নিউমার্কেট থেকে কেনাকাটা বয়কট করুন। ক্রেতা না পেয়ে যখন না খেয়ে থাকবে, অসভ্য ব্যবসায়ীরা তখন এমনিতেই ভালো ব্যবহার করা শিখবে।
    ঢাকা শহরের ভিতরে সবচেয়ে খারাপ ব্যবহার এই নিউমার্কেটের ব্যবসায়ীদের।

  • @rabeyazerin2720
    @rabeyazerin2720 2 ปีที่แล้ว +1

    রমজান মাসের ইজ্জত টাও রাখলো না কেউই খুবই দুঃখের বিষয়।

  • @sayedkhan1581
    @sayedkhan1581 2 ปีที่แล้ว

    thanks students

  • @md.zubairhussain1215
    @md.zubairhussain1215 2 ปีที่แล้ว

    নিউমার্কেট কে বয়কট করা উচিত।

  • @hayatulislam3511
    @hayatulislam3511 2 ปีที่แล้ว

    my tv চ্যানেলের খবরে দেখলাম সাংবাদিকদের হুমকি দিচ্ছে ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে কিছু না বলার জন্য এতে বুঝা যায় ব্যবসায়ীরা কতো ভালা মানুষ

  • @sujonbd4256
    @sujonbd4256 2 ปีที่แล้ว

    চালিয়ে যাও।।।

  • @aminurislam7347
    @aminurislam7347 2 ปีที่แล้ว +1

    অন্তত এই ঈদে সবাই নিউমার্কেট থেকে শপিং করা বন্ধ করুন দেখবেন সবাই ব্যবসায়িরা সবাই সোজা হয়ে যাবে৷

  • @arshadasad8330
    @arshadasad8330 2 ปีที่แล้ว

    ছাএরা এগিয়ে যাও

  • @FlyWithHazard
    @FlyWithHazard 2 ปีที่แล้ว

    #We_Want_Justice
    #Stand_With_Dhaka_College
    #Dhaka_College
    #We_Stand_With_Dhaka_College

  • @delowardelowar7151
    @delowardelowar7151 2 ปีที่แล้ว +5

    হায়রে কলেজ ছাএ
    বাংলাদেশ তোমাদের থেকে কি পাবে
    😭 """ মা বাবা কষ্ট করে কলেজে ভর্তি করে

    • @md.moniruzzamanalamin9609
      @md.moniruzzamanalamin9609 2 ปีที่แล้ว

      নিউ মার্কেটের মত জঘন্য দোকানদার আর কোথাও নেই। তাদের যে আচরণ

    • @ihavenoid1111
      @ihavenoid1111 2 ปีที่แล้ว

      এই বাংলাদেশ পাইছেন যাদের বদৌলতে তাদের মধ্যে সর্বাগ্রে যারা ছিলো তারাই হলো এই ছাত্র সমাজ। যখন সবাই ঘুমায়া থাকে তখন যারা অকুতোভয় হয়ে সবার আগে স্বাধীনতার জন্য লড়াই করেছে এবং করবে এরাই হলো ছাত্র সমাজ। তাই প্রশ্ন নিজেকে করুন এই দেশ আপনার থেকে কি পেয়েছে?

    • @deskmedia240
      @deskmedia240 2 ปีที่แล้ว

      😁

    • @delowardelowar7151
      @delowardelowar7151 2 ปีที่แล้ว

      @@ihavenoid1111
      তারা ছিলো দেশপ্রেমিক ছাত্র তাই তারা
      দেশের স্বার্থে বুকের তাজা রক্ত জরিয়েছে।।
      আর আপনারা কতটুকু দেশপ্রেমিক
      সেটাতো দেখাই যায় গাড়ি ভাংচুর
      আর পাথর নিক্ষেপ এটাইত দেশপ্রেম।।
      আমি রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশ কে
      সাপোর্ট দিয়ে যাচ্ছি """ প্রতিমাসে

    • @delowardelowar7151
      @delowardelowar7151 2 ปีที่แล้ว

      @@md.moniruzzamanalamin9609
      নিউমার্কেটের দোকানদার খারাপ
      তাই বলে কি মারামারি করে তার জবাব দিতে হবে "" যাদের কাছে জাতি আশা ভরশা করে
      তারাই এই কলেজ ছাএ।। সেই ছাত্ররাই
      যদি রাস্তাগাটে গুন্ডা পানডার মত মারমারি
      করে তাহলে সত্যি আপসোসের কথা
      ভাই দিনশেষে আমরা সবাই বাংলাদেশি
      আমরা কারো সন্তান।।কারো ভাই
      কারো আত্মিয় """ দেশে আইন কানুন
      আছে শান্তিপূর্ণ তরিকায় সব কিছুই
      সমাধান করা উচিত

  • @masudmiajy7692
    @masudmiajy7692 2 ปีที่แล้ว +2

    যে দেশের আইন শৃংখলা বাহিনীর লোক নিজের দেশের সাধারণ হামলা থামাতে এতো সময় লাগে কিংবা ব্যর্থ হয় সে দেশের আইন শৃংখলা বাহিনী কিভাবে অন্য অন্য দেশের সাথে যুদ্ধ করবে

  • @yousufnoman1661
    @yousufnoman1661 2 ปีที่แล้ว

    সাংবাদিক আহত আলহামদুলিল্লাহ

  • @sardarmohammadabdulahad4709
    @sardarmohammadabdulahad4709 2 ปีที่แล้ว

    আমি বাংলাদেশ এর স্বাধীন নাগরিক _ আমার হাঁটার ফুতপাতে কেন দোকান থাকবে? এর পরে আমি দোকানের মালামাল গুলোর উপর মাড়িয়ে হাটবো_
    আমার হাটার জায়গার উপর তুমি দোকান দিলে, তোমার দোকানের উপর আমি হাটবো!
    আমি হাঁটার অধিকার চাই।

  • @mdmahmud1186
    @mdmahmud1186 2 ปีที่แล้ว

    এগিয়ে চলো ঢাকা কলেজ

  • @SetuTv
    @SetuTv 2 ปีที่แล้ว

    দুঃখ জনক

  • @MariaAlif_
    @MariaAlif_ 2 ปีที่แล้ว +2

    দেখা যাচ্ছে আইন শৃংখলা বাহিনী মনে হয় লাশ দেখার অপেক্ষায় আছে।

  • @ggtv6269
    @ggtv6269 2 ปีที่แล้ว

    পাশে আছি ছাএ ভাই

  • @mdbashedislam8533
    @mdbashedislam8533 2 ปีที่แล้ว

    কি শুরু হইছে রমজান মাসে?

  • @mrahmanmd
    @mrahmanmd 2 ปีที่แล้ว

    In a society Injustice anywhere is a threat to justice everywhere in the society

  • @sindabad7
    @sindabad7 2 ปีที่แล้ว +1

    Sob market bondo kore deo , sob market sorie deo
    College university area te kiser market

  • @bsart1365
    @bsart1365 2 ปีที่แล้ว +1

    নিউমার্কেট বন্ধ করে দিতে হবে।

  • @akjilani8609
    @akjilani8609 2 ปีที่แล้ว +2

    ৫০০ টাকার মাল ৪০০০ হাজার চেয়ে বসে থাকে আপনি দাম না বললে বাঝে ব্যবহার করবে

  • @chypabitra
    @chypabitra 2 ปีที่แล้ว +1

    ব্যবসায়ীরাও এদেশে লোভী। অন্যদিকে শিক্ষার্থী নামধারীও কিছু সুবিধাভোগী আছে।

  • @lipyakhter7943
    @lipyakhter7943 2 ปีที่แล้ว

    আমার মনে হয় যারা এই হামলা করছে তারা শিক্ষার্থীরা হতে পারে না তারা আওয়ামী লীগের হেলমেট বাহিনী এরা হলো আওয়ামী লীগের হেলমেট বাহিনীরা শিক্ষার্থীরা হতে পারে না

  • @sohaghossain8886
    @sohaghossain8886 2 ปีที่แล้ว

    আহ্ আমাদের বাংলাদেশের চ্যানেলগুলো একটা মসলাযুক্ত খবর পেয়ে গেছে অনেকদিন পর। সাংবাদিক ভাইয়েরা বার বার বার বার বার বার টেলিকাস্ট করেন। যাতে আপনাদের চ্যানেলগুলোর টিআরপি রেটিং বেড়ে যায়।

  • @md.farhan3944
    @md.farhan3944 2 ปีที่แล้ว +1

    এখানে পুলিশ দায়িত্ব গ্রহণ ভালোভাবে করলে ভালোভাবে ফায়ার করলে তখন দোষ হবে সরকারের ছাত্র-ছাত্রীদে চাঁদার জন্য এরকম করতেছো

  • @shakibhasan2512
    @shakibhasan2512 2 ปีที่แล้ว

    মাশাআল্লাহ

  • @musicstation2486
    @musicstation2486 2 ปีที่แล้ว +2

    রমজান মাসে শিক্ষিত মানুষের কাছ থেকে এগুলা আশা করা যায় না

    • @riyaakter1136
      @riyaakter1136 2 ปีที่แล้ว +1

      আপনার গায়ে হাত তুললে আপনি কি চুপ করে থাকবেন???

    • @musicstation2486
      @musicstation2486 2 ปีที่แล้ว

      @@riyaakter1136 একজনতো চুপ থাকতে হবে। না হলে মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য কোথায়??

  • @abdulawal3532
    @abdulawal3532 2 ปีที่แล้ว +1

    ব্যবসায়ীরা এত্ত ক্ষমতা কোথায় পেল?
    ছাত্রদের গায়ে হাত দেয় 😡😡।

  • @tourist518
    @tourist518 2 ปีที่แล้ว

    আমরা নিজেদের কখন শোধরাব জানিনা। উচ্চশিক্ষার সাথে উশৃংখলার কি সম্পর্ক? খোঁজ নিলে হয়তো জানা যাবে বিদ্রোহকারীর অনেকের পরিবার এখনো ঋণের বোঝা বইছে। আর শিক্ষিত সন্তান রাজপথে ক্রিকেট খেলছে।

  • @SMZ88
    @SMZ88 2 ปีที่แล้ว +2

    ব্যবসায়ীদের ব্যবহার কেমন তা যারা কিছু কিনতে যায় তারাই বলতে পারে, তারা কাস্টমারের সাথে যা তা ব্যবহার করে।
    যেটা দেখার কেউ নেই।

    • @mdsahnaj776
      @mdsahnaj776 2 ปีที่แล้ว

      ank kharap babohar kore ora kichu kinta gale

  • @misesbabita9627
    @misesbabita9627 2 ปีที่แล้ว

    ঢাকা কলেজের শিক্ষার্থী দোকানিদের কাছ থেকে জোরপূর্বক জামা প্যান্ট নিয়ে নেয় কিন্তু কোনো টাকা দেয় না। এমন ঘঠনা প্রায় ঘটে থাকে।

  • @wellisall4845
    @wellisall4845 2 ปีที่แล้ว

    বুঝতে পারলাম না এখানে বেবসায়ির ছেলে ও ঢাকা কলেজে পড়ালেখা করে আবার ঢাকা কলেজের শিক্ষার্থীর চাচা মামা ভাইরা ও বেবসায়ি সুতরাং এত রাগ এত মারামারি করার কারন কি বুঝতে পারলাম না এটা কি দুই দেশের মানুষের মধ্যে ঝগড়া লেগেছে

  • @omarfaruk5861
    @omarfaruk5861 2 ปีที่แล้ว +1

    এখনও সংঘর্ষ চলছে" তারমানে পুলিশের চাঁদাবাজি সম্ভবত বন্ধ হয়ে যাবে এইভয়ে এখনও সংঘর্ষ চলছে।

  • @অচেনামানুষ-ধ৩ড
    @অচেনামানুষ-ধ৩ড 2 ปีที่แล้ว +1

    ঢাকা কলেজের সব গুলা ইয়াবাখোর এদেরকে আইনি ব্যবস্থায় নেওয়া হোক

  • @changeworld3500
    @changeworld3500 2 ปีที่แล้ว

    ব্যবসায়ীদের উচিত সবগুলোকে ধোলাইখালে নিয়ে চ্যাংধোলাই দেওয়া

  • @sumonsorker9694
    @sumonsorker9694 2 ปีที่แล้ว

    খুবই দুঃখজনক বিষয়

  • @rubelshaik6334
    @rubelshaik6334 2 ปีที่แล้ว

    আমি শুনেছি ঢাকা কলেজের একটি মহল নিউ মার্কেট থেকে কেনাকাটা করে টাকা পয়সা দেয় না

  • @jasmitadevroy2775
    @jasmitadevroy2775 2 ปีที่แล้ว

    Very sad😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭