Booster 4 Importer Bangladesh | Booster 4 Price BD 2024
ฝัง
- เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024
- ১. আমাদের ওয়েবসাইট থেকে: bikroypur.com/
২। TH-cam : / @bikroypur1
৩। WhatsApp থেকে : 01932249924
৪। imo থেকে : 01932249924
৫। সরাসরি কল করতে পারেন: 01932249924
কোথায় পাবেন বুস্টার ৪ | বুস্টার ৪ ব্যবহার করার সঠিক নিয়ম | পিজিআর বুস্টার ৪
পটল ও কাকরোল চাষী ভাইদের জন্য নিয়ে আসলাম বিশেষ সুখবর। কিভাবে পটল ও কাকরোল চাষ করলে ফলন পাবেন প্রায় দুই থকে তিন গুন হারে বেশি। চলে আসা যাক কিভবে সম্ভব ফলন প্রায় দুই থকে তিন গুন হারে বৃদ্ধি করা।
আপনাদের ব্যবহার করতে হবে বুস্টার ৪ পিজিআর। হ্যা বুস্টার ৪ মুলত একটি বিশেষ পিজিআর যা শুধুমাত্র ব্যবহার করতে হয় পটল ও কাকরোলের ক্ষেত্রে। তবে বুস্টার সকল ফসলেই ব্যবহার করা যায়।
বুস্টার ৪ ব্যবহার বিধি : বুস্টার ৪ মূলত ১ লিটার পানিতে ব্যবহার করতে হয় ৪ ফোঁটা অর্থাৎ ২ এমএল। তবে স্প্রে করার আগে আসলে কি করতে হবে। একটি বিশেষ বিষয় আপনাদের জানা থাকা খুবই জরুরী আর তা হচ্ছে মনে রাখবেন অন্যান্য গাছে একসাথে স্ত্রী ও পুরুষ ফুল ফোঁটে কিন্তু পটলের ক্ষেত্রে বিষয় ভিন্ন এখানে পটলের স্ত্রী গাছে স্ত্রী ফুল ও পুরুষ গাছে পুরুষ ফুল ফুঁটে থাকে।
ব্যবহারের মূল নিয়ম : অবশ্যই মনে রাখবেন একটি পুরুষ ফুল ভালো করে ১০০ গ্রামের এই বোতলে দিতে হবে। প্রশ্ন হচ্ছে কিভাবে দিবেন , হ্যা পুরুষ ফুলটিকে ভালো করে থেতলে বোতলের ভিতর দিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। পরবর্তীতে প্রতি ১ লিটার পানির জন্য ৪০ ফোঁটা বা ২ এমএল পরিমান মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। যদিও আমরা হয়তো জানি পটল চাষ করার সময় প্রায় ৩০ শতাংশ পুরুষ গাছ রোপন করতে হয়।
বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি: পটলের একটি পুরুষ ফুল নিয়ে ভালো করে থেতলে বোতলে দিয়ে ঝাঁকিয়ে নিন।
কখন ব্যবহার করবেন : অবশ্যই খুব সকালে স্প্রে করবেন। তাবে আশানুরুপ ভালো ফলাফল পাবেন ইনশাহআল্লাহ।
বুস্টার ৪ কোন কোন ফসলের জন্য প্রযোয্য : পটল ও কাকরোল গাছের জন্য।
কি কি সাইজের বোতল রয়েছে : ১০০ মিলি ও ২৫০ মিলি পরিমাণ।
কোথায় পাবেন : এটি একটি ভারতীয় মেডিসিন। তবে বাংলাদেশে অনেকেই বিভিন্ন মাধ্যমে নিয়ে আসে। আপনারা চাইলে কোম্পানি থেকে নিতে পাবেন।
বি:দ্র: চাহিদা ভালো থাকায় শোনা যাচ্ছে বাজারে নকল বের হয়েছে।