ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

বিদ্যালাভের জন্য দেবী সরস্বতীর পুজা করাটা কতটা যুক্তিযুক্ত?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.พ. 2023
  • দেবীর যদি বিদ্যা দান করার সত্যিই ক্ষমতা থাকত,তবে সমস্ত জ্ঞানের কেন্দ্র তো ভারতবর্ষই হত,কোপার্নিকাস,এরিষ্ট্যটল,নিউটন,পিথাগোরাস,সেক্সপীয়ার এরা তবে কিভাবে দেবী সরস্বতীকে উপাসনা না করেই এত বিদ্বাণ হয়ে গেলেন? আর প্রতি বছর দেবী সরস্বতীর ধূমধাম করে পুজা করেও সনাতনীদের প্রত্যেকেই শিক্ষার চরমতম শিখরে কেন যেতে পারেননি? আর দেবীর পুজা না করে কি মুসলমান,খ্রীষ্টান ইত্যাদি রিলিজিয়ানের মানুষেরা অশিক্ষিত হয়ে আছে?তবে কি দেবী সরস্বতীকে পুজার কোনও দরকার আছে? ? যারা সরস্বতীর আরাধনা করেন, তারা আসলেই বোকা, ওটা একটা মাটির মুর্তি মাত্র। ওর সামনে হাতজোড় করে প্রার্থনা করাটাই বোকামি।
    খুবই ভালো প্রশ্ন। আমাদের মনে প্রশ্ন জাগিয়ে তোলার মত প্রশ্ন। সত্যিই তো। দেবী সরস্বতীতো সনাতন ধর্মের দেবী, যদিও প্রাচীন ভারতবর্ষ এই দেবীর উপাসনা করেই উন্নতির চরমতম শিখরে পৌছেছিল, তথাপি এটা তো আমরা বলতে পারিনা যে ভারতবর্ষের বাইরের সভ্যতাগুলি দেবীর উপাসনা করেনি বলে তারা মুর্খ ছিল, তা তো নয়। এবং বর্তমানেও শুধু যে সনাতন ধর্মই বিদ্যাচর্চার শির্ষে,তা তো নয়। তবে আমরা দেবীকে কেন পুজা করব? যে দেবীর আমায় বিদ্যা দেওয়ার ক্ষমতা নেই,আমায় শিক্ষিত করার ক্ষমতা নেই, আমার কোনও উন্নতিই যে দেবী করতে পারেনা,তাকে আমি কেন পুজা করব?
    _____________________
    এই চ্যানেলের সব প্লে-লিষ্টের লিঙ্ক নীচে দেওয়া হল
    গীতামৃত • গীতামৃত
    শ্রীদুর্গাতত্ত্বম • শ্রীদুর্গাতত্ত্বম্
    শ্রীচণ্ডীপাঠ (বাংলায়) • শ্রীচন্ডীপাঠ(বাঙলায়)
    অপপ্রচারের অবসান • অপপ্রচারের জবাব
    মুর্তিপুজার খুঁটিনাটি • মুর্তিপুজার কারণ ও প্রমাণ
    পুজাপাঠ • পুজাপাঠ
    মহাদেব শিব তত্ত্ব • মহাদেব শিব তত্ত্ব
    ধর্ম ও রিলিজিয়ন • ধর্ম ও রিলিজিয়ন
    শ্রীকৃষ্ণ তত্ত্ব • শ্রীকৃষ্ণ তত্ত্ব
    ____________
    Follow Facebook Page / srisibaprosad
    Follow Facebook Profile / sibaprosad.m
    Follow me on Instagram / sri_sibaprosad
    ________________________
    নমস্কার , আমি আপনাদের সনাতন বন্ধু শ্রীশিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই চ্যানেলে আমি সনাতন হিন্দু ধর্ম সম্পর্কিত বিভিন্ন বিষয় ও গুরুত্বপূর্ণ অজানা তথ্য আমি সহজভাবে বাঙলা ভাষাতে আপনাদের কাছে উপস্থাপন করবার চেষ্টা করে থাকি ।
    Purohit Sri Sibaprosad Mukhopadhyay
    Keshab Sen St, Rabindra Nagar, Alipore, Nimta, Kolkata, West Bengal 700049
    বিভিন্ন পৌরাণিক কাহিনীর অন্তর্নিহিত তত্ত্ব,বিভিন্ন মন্ত্রের বঙ্গানুবাদ ও ব্যাখ্যা , বিভিন্ন প্রচলিত সংস্কার ও কুসংস্কার, বিধর্মীদের দ্বারা প্রচারিত বিভিন্ন অপপ্রচারের জবাব পেতে ,আর সর্বোপরি শ্রীমদ্ভগবদ্গীতা,উপনিষদ,মহাকাব্য,দর্শন,বেদাদি শাস্ত্রের বিষয়ে সহজভাবে জানার জন্য সঙ্গে থাকুন ।
    বর্তমানে অনেক সনাতনী ভাইবোনেরা নিজের ধর্ম সম্পর্কে না জানার কারণে হীনমন্যতায় ভোগে ও অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয় । আমার সমগ্র সনাতনী ভাইবোনেরা এই ভিডিওগুলির মাধ্যমে নিজের ধর্মকে,নিজের দেশকে ও নিজেকে জানতে পারলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে ।
    সবার আগে ভিডিওর নোটিফেকিশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেননা ।

ความคิดเห็น • 492

  • @50newtondas19
    @50newtondas19 6 หลายเดือนก่อน +12

    দাদা এতো সুন্দর যুক্তির মাধ্যমে বুঝান এজন্যই দাদাকে এতো ভালো লাগে।দাদাকে নমস্কার। জয় মাতা সরস্বতীর জয়।🙏🙏🙏🙏

  • @samarjitroy3258
    @samarjitroy3258 ปีที่แล้ว +37

    সনাতন হিন্দু ধর্মকে না বুঝেই আমরা বোকার মতো প্রশ্ন করি।অবশ্য প্রশ্ন করা তো সনাতন হিন্দু ধর্মেই সম্ভব।

    • @tawhidislam8231
      @tawhidislam8231 หลายเดือนก่อน

      #কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এস সি পাশ করা একজন নওমুসলিমকে জিজ্ঞেস করা হয়েছিল: "আপনি কি দেখে মুসলিম হলেন?"
      তিনি জবাবে বললেন: "হিন্দুদের যারা পূজনীয় ব্যক্তি, তাদের আদর্শ যদি পৃথিবীর সর্বত্র বাস্তবায়ন করা হত তাহলে আজ সমাজের অবস্থা কি দাঁড়াত তা দেখে আমি মুসলমান হয়েছি"।
      'প্রতি হিন্দু যদি আজ শ্রীকৃষ্ণের চরিত্র ধারণ করে যুবতী মেয়েদের কাপড় নিয়ে গাছে উঠে বসে থাকে তাহলে সমাজের অবস্থা কি দাড়াত তা দেখেই আমি মুসলমান হয়েছি'।
      হিন্দু ধর্মের দেবতাদের কথাগুলা কাগজেকলমে লেখাও লজ্জাশকর। যেমন এই বিংশশতাব্দীতেও শীবের লিঙ্গের পূজার ন্যায়ও দৃষ্টান্ত পাওয়া যায়।মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন একসাথে লিঙ্গের উপর ভক্তি করে, এটা খুবই লজ্জা লাগে। এগুলা কি কোনো ধর্মীয় কাজ হতে পারে?
      আমি এসব দেখতে পারব না বলেই মুসলমান হয়েছি।
      আপনি দ্রৌপদীর কথা চিন্তা করুন: একজন মহিলাকে পাঁচ ভাই স্ত্রীর দাবী করে। আবার সেটাকে হিন্দু ধর্মের লোকেরা তাদের জন্য খুব গৌরবের কাজ মনে করে।এটা নিয়ে তারা খুব গর্ববোধ করে। এসব ভেবে আমি আর হিন্দু ধর্মে থাকতে পারিনি।
      আমি চিন্তা করেছি যে কোথায় হিন্দুদের ভগবান দেবতাদের লীলা আর কোথায় মুসলমানদের নবী রাসুল গণের চরিত্র। আমি এসব চিন্তা ভাবনা করে আর হিন্দু থাকতে পারিনি।
      ইসলামের দৃষ্টিতে সত্যিকারের পূণ্যবান ব্যক্তি হচ্ছেন যারা দ্বীনের কথা বলে, আল্লাহর কালাম যারা প্রচার করে। দ্বীন সম্পর্কে তাদের জ্ঞান যথেষ্ট। তাদের চলাফেরা, পোষাক, পাক পবিত্রতা থাকা তাদের ধর্মীয় আদেশ এবং তারা কেউ সংসার ত্যাগী নন।
      ইসলামে কাউকে সংসার ত্যাগী হতে বলে না।আমি সম্পুর্ণ কোরআন স্টাডি করেছি,এমন কোনো তথ্য আজও পাইনি।
      অন্যদিকে আপনি হিন্দু সাধুদের অবস্থা দেখুন।হিন্দু ধর্মের বেশিরভাগ সাধুদের ধর্মীয়জ্ঞান নেই।অশিক্ষিত, গেরুয়া বসন পরিধানকারী, চিমটাধারী সংসারত্যাগী, ল্যাংটা, শ্মশানে বসবাসকারী। যাদের সঙ্গে কিছু বিধবা নারী কদুর বস হাতে নিয়ে শ্মশানে একত্রে বসবাস করে। কলকাতার কালী মন্দিরের চেহারা তো আরো ভয়ঙ্কর। সেখানের সাধুরা মেয়েদের ন্যায় মাথায় লম্বা চুল রাখে আর সমস্ত শরীরে ছাই মেখে উলঙ্গ হয়ে পড়ে থাকে।সকল হিন্দুরা এসে তাদের কাছ থেকে আর্শীবাদ নিতে আসে।
      এসব আমার কাছে পছন্দ হয়নি,বরং এটা সম্পুর্ণ একটা কুসংস্কার, ভ্রান্ত,পথভ্রষ্ট হওয়ার একটা সহজ মাধ্যম। এগুলা দেখে ইসলাম গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ
      তথ্যসূত্রঃ- সত্যের ডাক
      পৃষ্ঠা নং-৬৪
      হিন্দু দাদারা যারা ভুলের মাধ্যমে পড়ে আছেন,আশাকরি আপনারাও এসব কুসংস্কার পরিত্যাগ করে ইসলামের ছায়াতলে আসবেন।আপনাদের অগ্রীম স্বাগতম।
      মুফতি আনওয়ারুল ইসলাম ইজহারী

    • @tawhidislam8231
      @tawhidislam8231 หลายเดือนก่อน

      তাহলে এসব বলেই কি লাভ না বলেই কি লাভ,ব্যপরটা যে বেহুদা তাইতো প্রমান হলো,দরকার কি পূজা করার ডাকার হুদাই,যেই লাউ সেই কদু,

  • @suryaduley583
    @suryaduley583 ปีที่แล้ว +24

    সত্যি তো এই ব্যাপার টা তো ভেবে দেখিনি । আপনার ভিডিও খুবই ভালো লাগে স্যার । এরকম সঠিক যুক্তি দিয়ে বোঝানোর ক্ষমতা খুব কম মানুষেরই থাকে ।

  • @shyamalkumar4767
    @shyamalkumar4767 ปีที่แล้ว +35

    আমি কখনো বিদ্যার জন্য বা পরীক্ষা পাশের জন্য সরস্বতী পূজা করি না । আমি দেবীর পূজা করি যেন কুপথে না যাই, খারাপ ছেলেগুলি যেন আমার পাশে ঘুরঘুর না করে ।

  • @bibashpahari4187
    @bibashpahari4187 ปีที่แล้ว +10

    আমরা নিজেরাই নিজেদের চিনতে পারিনি তাই মাতা স্বরসতী দেবীকে চেষ্টা করে বৃথা সময় অপচয় করছি।
    আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জয় শ্রীকৃষ্ণ।

    • @c2khaker604
      @c2khaker604 ปีที่แล้ว

      আপনি বলেন দেবি শৃঙ্খলা শিখায় যে নিজে উশৃঙ্খল তে বেঠার সাথে আকাম করে এবং নিজের পিতার সাথেও লুইচ্চামি করে সে শিখাবে শৃঙ্খলা। তার নিজেরই তো জ্ঞান নাই নূন্যতম জ্ঞান থাকলে মানুষ এইসব করে সে কি জ্ঞান দিবে জ্ঞান এর দেবি হবে।আট যারা বলে হিন্দু ধর্ম সনাতন গিতার মূল কপি যা হাতে লেখা তা দেখান তা তো পারবেন না প্রমান ছাড়া খোড়া যুক্তি দিয়ে নিজেদের বড় করার নাম হিন্দু ধর্ম। এখন বলবেন প্রিন্ট এর যুগে গিতা যাদের মুখস্থ ছিল তারা লিখেছে তাহলে এটা চরম মিথ্যা কারণ গিতা মুখস্ত কারি পাগল আগেও ছিল না এখন ও নাই।সত সাহস থাকলে আমার সাথে ডিবেট কর দেখাই দিব গিতা, রামায়ণ, পুরান মনুসংহিতা সব ব্রাহ্মণ্য সমাজের পাপাচারে উৎপন্ন নতুন মাল

  • @gopalroy922
    @gopalroy922 ปีที่แล้ว +5

    আপনি যা আলোচনা করলেন তা যথেষ্ট উন্নত ও সঠিক...কিন্তু হয়ত আরো কিছু বলার আছে...বিদ্যা দুই প্রকার...১)পরা বিদ্যা ২) অপরা বিদ্যা...!! সাধারণত মানুষ অপরা বিদ্যা অর্থাৎ অর্থ উপার্জন কারী তথা নিজ ও পারিবারিক সুখ সুবিধা লাভার্থে অর্জন করতে আগ্রহী...যেমন স্কুল কলেজের প্রচলিত পড়াশুনা ও ডিগ্রি প্রাপ্তি..!! কিন্তু ইহার দ্বারা মানব জীবনের প্রকৃত কল্যাণ তথা জীবের মুক্তি যা কিনা প্রতিটি জীবের একমাত্র লক্ষ্য তাহা সাধিত হয় না...বরং আরো দুঃখময় বন্ধন কারী হয়...!! ইহাই সনাতন ধর্মের সাবধান বাণী..!! একমাত্র পড়া বিদ্যাই মানবের জীবন সার্থক করে তুলতে পারে...যথা বেদ বেদান্ত উপনিষদ গীতা ভাগবত ও আরো বহু বহু মহা চৈতন্য জাগরণের ও ভগবদ উপলব্দ্ধির শাস্ত্র কেবল মাত্র বিদ্যার দেবীর কৃপা লাভ করেই অনুশীলন করা সম্ভব... এবং সেই দেবীর কৃপাই সত্যিকারের জ্ঞানী হওয়ার আশীর্বাদ সরূপ...!! মা সরসস্বতীর উপাসনা প্রকৃত পক্ষে জ্ঞানী হওয়ার উপাসনা...এবং ওখানেই তার চরম সার্থকতা মানব জীবনের জন্য। হরি ওম তৎ সৎ ।

  • @aparnachowdhury6652
    @aparnachowdhury6652 11 หลายเดือนก่อน +3

    অসাধারণ বক্তব্য। একটিও বারতি কথা না বলে কত সুন্দর পরিচ্ছন্ন যথার্থ মূল্যবান কথাতে বুঝিয়ে দিতে আপনি ই পারেন।তাই ভীষন ভালো লাগে আপনার এই ভালো ভালো বিষয় গুলি নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা।
    অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য।🙏🙏🙏

  • @arijitbhayna
    @arijitbhayna ปีที่แล้ว +15

    খুব সুন্দর ভাবে বিধর্মীদের বুঝিয়েছেন যে সনাতন ধর্ম কোনো সাধারণ ধর্ম নয় এটাকে বুঝতে সত্যিই জ্ঞানের প্রয়োজন আছে।

    • @sushilpathak3035
      @sushilpathak3035 5 หลายเดือนก่อน

      As a Sanatani can you explain the meaning of E=mC^2 ?

  • @ramprosadmandol
    @ramprosadmandol 5 หลายเดือนก่อน +3

    পুঁথিগত বিদ্যা আমার নেই ভুল হলে ক্ষমা করে দিও আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি তোমরা যেভাবে মানুষকে আলোর পথে নিয়ে যাচ্ছ তোমাদের ধন্যবাদ অন্ধকারে আমিও ছিলাম তোমাদের কল্যাণমূলক কাজের জন্য তোমার মা-বাবাকে শত কোটি প্রণাম জয় হিন্দ

  • @TheHelpingGuy01
    @TheHelpingGuy01 ปีที่แล้ว +23

    অনেক সুন্দর করে উত্তর দিয়েছেন দাদা। মন ভরে গেল।💞 আশা করি সবাই বুঝতে পারবে।
    অনেক অনেক ধন্যবাদ দাদা।💞💞

    • @raheemaoman3112
      @raheemaoman3112 ปีที่แล้ว +1

      আললাহকে বালোবাসী

  • @kanansutradhar4431
    @kanansutradhar4431 5 หลายเดือนก่อน +3

    । আপনার ভাষনে এত জ্ঞানের কথা ও গভীরতা দেখে অবাক হয়ে গেলাম ভাই। আঘাত করেছে বলেই তো এত মৃল্যবান কথা গুলো শুনলাম এবং আনেক কিছ জানলাম।খুব সমৃদ্ধ হলাম ভাই।ভগবান সবার মঙ্গল করুন ।

  • @LinkonMajumder-jt2nz
    @LinkonMajumder-jt2nz 6 วันที่ผ่านมา

    খুব সুন্দর উপস্থাপন। যারা প্রশ্ন করেছে ,তাদের প্রশ্ন অমূলক নয়।দেবী সরস্বতী বন্দনা মাধ্যমে ভক্তি, শ্রদ্ধা,জ্ঞান ও বিবেক দিয়ে বিদ্যাকে অর্জন করা হয়,পক্ষান্তরে, আসুরিক ভাব নিয়ে বিদ্যা অর্জন করা,যার মধ্যে ভক্তি,শ্রদ্ধা থাকে না।

  • @somaadhikary1021
    @somaadhikary1021 ปีที่แล้ว +8

    খুবই সুন্দর উপস্থাপনা।
    অসংখ্য ধন্যবাদ আপনাকে।
    আরো এরকম ভিডিও চাই।
    হরেকৃষ্ণ ❤️🙏

  • @mmbikrampur1897
    @mmbikrampur1897 ปีที่แล้ว +7

    খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ,সরল ভাষায় সুন্দর বক্তব্য।

  • @titandebnath7322
    @titandebnath7322 ปีที่แล้ว +11

    জয়গুরু 🙏🥰🌹
    জয় মা বীণাপাণি 🙏🥰🌹
    জয় মা সরস্বতী 🙏🥰🌹

  • @matiyarrahamansksk4368
    @matiyarrahamansksk4368 ปีที่แล้ว +5

    খুবই সুন্দর ভাবে বুঝিয়েছেন দাদা
    ভিডিও টি ভালো লাগলো,
    ধন্যবাদ জানাই,

  • @xgydlkjvgxbhfcg8730
    @xgydlkjvgxbhfcg8730 ปีที่แล้ว +9

    আপনার আলোচনা খুব ভালো লাগলো। ধন্যবাদ

  • @rajsarkerrajsarker7833
    @rajsarkerrajsarker7833 ปีที่แล้ว +5

    কে কে মহাদেব কে ভালোবাসেন?🙏🙏❤️

  • @babai_mazumder
    @babai_mazumder ปีที่แล้ว +5

    নমস্কার ঠাকুরমশাই।
    আপনার উপস্থাপনা অসাধারণ সুন্দর লাগলো। আমার একটা প্রশ্ন ছিলো-- শ্রী গণেশ কে "ক্ষেত্রপাল" বলা হয় । এর অর্থ( ক্ষেত্রপাল ) কি ?
    যদি আপনি এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন তবে আমি সহ সকল সনাতনী বন্ধু জ্ঞান সমৃদ্ধ হবেন

  • @chandanhom3480
    @chandanhom3480 10 หลายเดือนก่อน +3

    আপনার উপস্থাপনা বিশেষভাবে গ্রহণযোগ্য।
    চন্দন হোম
    আদালত পাড়া, টাঙ্গাইল,
    বাংলাদেশ।

  • @maladas5880
    @maladas5880 หลายเดือนก่อน

    অসাধারণ দাদা অনেক ভালো লাগলো এগিয়ে যান ঈশ্বর সবার সহায় হোক।

  • @the_soldier_of_shiva
    @the_soldier_of_shiva 8 หลายเดือนก่อน +2

    অসাধারণ!এত সুন্দর বিশ্লেষণ আগে শুনিনাই।❤

  • @kattar_Hindu_0005
    @kattar_Hindu_0005 ปีที่แล้ว +6

    স্যার শ্রীহরি স্ত্রতম টা রুদ্র স্রতম এর মতন ভেঙে ভেঙে শিখিয়ে দিন 🙏

  • @kaberibanerjee3814
    @kaberibanerjee3814 9 หลายเดือนก่อน +1

    aapni hindu religion ke scientifically explain korchen....jeta khub e proyojon....aasole hindu dhormo too khub e scientific...onek dhnyobad 🙏

  • @ayeshaakter5472
    @ayeshaakter5472 3 หลายเดือนก่อน +1

    যত দেবী সৃষ্টি হয়েছে সব মানুষ বানিয়েছে। আল্লাহ্ একজন তাই পৃথিবী সুন্দর চলছে । যেমন এক ঘরে দুই ভাই এ দুই ভাই এর দুই মত । কারো সাথে কোন মিল নেই।

    • @pronobbiswas124
      @pronobbiswas124 ชั่วโมงที่ผ่านมา

      @@ayeshaakter5472 😂😂😂😂😂
      পাগল কোথাকার

  • @abegerjanala
    @abegerjanala ปีที่แล้ว +1

    আপনার মতাদর্শ-এর সাথে সহমত পোষণ করছি। সত্যি কথা বলতে,আলোচ্য বিষয়টি নিয়ে একটা যথার্থ আলোচনা প্রচন্ড প্রয়োজন ছিল।অনেকের অনেক ভুল ধারণার সমাপ্তি ঘটবে আশা করি এর মাধ্যমে।
    অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই গম্ভীর আলোচনাটাকে সহজ এবং সুন্দর ভাষা দিয়ে উপস্থাপন করার জন্য।

  • @ratnadityadutta5895
    @ratnadityadutta5895 ปีที่แล้ว +2

    গ্রীস দেশে দেবী সরস্বতী কে এথানা বলে পুজো করা হয় জাপানি সরস্বতী অত্যন্ত জনপ্রিয় তার নাম বিন তেন । আর বৌদ্ধ ধর্মে সরস্বতী মঞ্জুশ্রী নামে পূজিত হন।
    জৈন ধর্মে স্বরস্বতীর নাম শ্রুত।

  • @bimalpaul4596
    @bimalpaul4596 ปีที่แล้ว +2

    Another question that normally Muslims ask is, "Hinduism says, God exists everywhere, so God exists in human faeces and urine also ? "
    To answer this we should know, God exists no where but in our faith or mind. If a bowl contains water, we can draw a line on the flat water surface . If the bowl contains no water , we cannot draw the line. Here, water is the faith and bowl is our mind . That drawn line is the God . In fact, God is an abstract subject to realise, an cosmic energy. No existence phisically in materialistic form. Effect of energy proves its presence . If we keep faeces and urine in our mind , that is if we concentrate on faeces and urine, God exists there also. Creator and creations are no difference. But, for a Muslim with Islamic mind set this is very hard to grasp.

  • @user-hr1zn7yl8k
    @user-hr1zn7yl8k ปีที่แล้ว +5

    ভাই সবকিছু দেয়ার মালিক উপরওয়ালা, যিনি সকল কিছু কে সৃষ্টি করেছেন

    • @thinkingoo125
      @thinkingoo125 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/YZzzdRULPwQ/w-d-xo.htmlsi=AuxBN1NhNTq1Qz_J

    • @soumyajitguhathakurta7878
      @soumyajitguhathakurta7878 6 หลายเดือนก่อน

      Tini ma sarswati

  • @sandipmaity7373
    @sandipmaity7373 ปีที่แล้ว +3

    বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ 🙏🏻🙏🏻

  • @akashpathikmukherjee9503
    @akashpathikmukherjee9503 ปีที่แล้ว +4

    অসংখ্য ধন্যবাদ ও নমস্কার 🙏👍

  • @shibendradas771
    @shibendradas771 ปีที่แล้ว +1

    Sivaprasad is really a good teacher and Hindus need to know their religion.Religion is important in the society and for the individuals,

  • @user-mm7ij2tf5t
    @user-mm7ij2tf5t ปีที่แล้ว +6

    ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন,,, "যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত,,,",,,,,,, সনাতন ধর্ম রক্ষার্থে ঈশ্বর আমাদের মধ্য দিয়েই আবির্ভূত হবেন,,,, সনাতনী সৈনিক হিসেবে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন,,,, 🙏🏻

    • @c2khaker604
      @c2khaker604 ปีที่แล้ว +1

      পরের টা বলেন পরিত্রানম সাধুনাম
      অথাৎ সাধুদের ভন্ডামি গুলো কে বাচাতে এ রকম খোড়া যুক্তি বাজ সৈনিক যুগে যুগে সম্ভাবনা যাগায়।লাভ নেই যুগে যুগে এ রকম বহু ফেরাউন নমরুদর মতো সাধুরা এ ধর্ম বাচাতে চেয়ে ছিল সম্ভনা জাগিয়ে তারা ও হেরে গেছে ইসলাম এর কাছে তোমরা ও হারবে।আপনি বলেন দেবি শৃঙ্খলা শিখায় যে নিজে উশৃঙ্খল তেরো বেঠার সাথে আকাম করে এবং নিজের পিতার সাথেও লুইচ্চামি করে সে শিখাবে শৃঙ্খলা। তার নিজেরই তো জ্ঞান নাই নূন্যতম জ্ঞান থাকলে মানুষ এইসব করে সে কি জ্ঞান দিবে জ্ঞান এর দেবি হবে।আট যারা বলে হিন্দু ধর্ম সনাতন গিতার মূল কপি যা হাতে লেখা তা দেখান তা তো পারবেন না প্রমান ছাড়া খোড়া যুক্তি দিয়ে নিজেদের বড় করার নাম হিন্দু ধর্ম। এখন বলবেন প্রিন্ট এর যুগে গিতা যাদের মুখস্থ ছিল তারা লিখেছে তাহলে এটা চরম মিথ্যা কারণ গিতা মুখস্ত কারি পাগল আগেও ছিল না এখন ও নাই।সত সাহস থাকলে আমার সাথে ডিবেট কর দেখাই দিব গিতা, রামায়ণ, পুরান মনুসংহিতা সব ব্রাহ্মণ্য সমাজের পাপাচারে উৎপন্ন নতুন মাল।

    • @nuhunali2281
      @nuhunali2281 ปีที่แล้ว

      Vogoman ase biye korbe ar sex korben tai na ki

    • @thinkingoo125
      @thinkingoo125 7 หลายเดือนก่อน

      ​@@nuhunali2281th-cam.com/video/YZzzdRULPwQ/w-d-xo.htmlsi=AuxBN1NhNTq1Qz_J

    • @soumyajitguhathakurta7878
      @soumyajitguhathakurta7878 6 หลายเดือนก่อน

      ​@@nuhunali2281seta toder allha kore 72 besha k niye 😂😂

  • @suryaduley583
    @suryaduley583 ปีที่แล้ว +3

    আমি ভগবান শ্রী কৃষ্ণের পূজা করতে চাই । কিভাবে ঘোরায়া পদ্ধতিতে এটা করবো এই ব্যাপারে একটা ভিডিও দিলে খুবই উপকার হয় স্যার ।

  • @tawhidislam8231
    @tawhidislam8231 หลายเดือนก่อน

    #কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এস সি পাশ করা একজন নওমুসলিমকে জিজ্ঞেস করা হয়েছিল: "আপনি কি দেখে মুসলিম হলেন?"
    তিনি জবাবে বললেন: "হিন্দুদের যারা পূজনীয় ব্যক্তি, তাদের আদর্শ যদি পৃথিবীর সর্বত্র বাস্তবায়ন করা হত তাহলে আজ সমাজের অবস্থা কি দাঁড়াত তা দেখে আমি মুসলমান হয়েছি"।
    'প্রতি হিন্দু যদি আজ শ্রীকৃষ্ণের চরিত্র ধারণ করে যুবতী মেয়েদের কাপড় নিয়ে গাছে উঠে বসে থাকে তাহলে সমাজের অবস্থা কি দাড়াত তা দেখেই আমি মুসলমান হয়েছি'।
    হিন্দু ধর্মের দেবতাদের কথাগুলা কাগজেকলমে লেখাও লজ্জাশকর। যেমন এই বিংশশতাব্দীতেও শীবের লিঙ্গের পূজার ন্যায়ও দৃষ্টান্ত পাওয়া যায়।মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন একসাথে লিঙ্গের উপর ভক্তি করে, এটা খুবই লজ্জা লাগে। এগুলা কি কোনো ধর্মীয় কাজ হতে পারে?
    আমি এসব দেখতে পারব না বলেই মুসলমান হয়েছি।
    আপনি দ্রৌপদীর কথা চিন্তা করুন: একজন মহিলাকে পাঁচ ভাই স্ত্রীর দাবী করে। আবার সেটাকে হিন্দু ধর্মের লোকেরা তাদের জন্য খুব গৌরবের কাজ মনে করে।এটা নিয়ে তারা খুব গর্ববোধ করে। এসব ভেবে আমি আর হিন্দু ধর্মে থাকতে পারিনি।
    আমি চিন্তা করেছি যে কোথায় হিন্দুদের ভগবান দেবতাদের লীলা আর কোথায় মুসলমানদের নবী রাসুল গণের চরিত্র। আমি এসব চিন্তা ভাবনা করে আর হিন্দু থাকতে পারিনি।
    ইসলামের দৃষ্টিতে সত্যিকারের পূণ্যবান ব্যক্তি হচ্ছেন যারা দ্বীনের কথা বলে, আল্লাহর কালাম যারা প্রচার করে। দ্বীন সম্পর্কে তাদের জ্ঞান যথেষ্ট। তাদের চলাফেরা, পোষাক, পাক পবিত্রতা থাকা তাদের ধর্মীয় আদেশ এবং তারা কেউ সংসার ত্যাগী নন।
    ইসলামে কাউকে সংসার ত্যাগী হতে বলে না।আমি সম্পুর্ণ কোরআন স্টাডি করেছি,এমন কোনো তথ্য আজও পাইনি।
    অন্যদিকে আপনি হিন্দু সাধুদের অবস্থা দেখুন।হিন্দু ধর্মের বেশিরভাগ সাধুদের ধর্মীয়জ্ঞান নেই।অশিক্ষিত, গেরুয়া বসন পরিধানকারী, চিমটাধারী সংসারত্যাগী, ল্যাংটা, শ্মশানে বসবাসকারী। যাদের সঙ্গে কিছু বিধবা নারী কদুর বস হাতে নিয়ে শ্মশানে একত্রে বসবাস করে। কলকাতার কালী মন্দিরের চেহারা তো আরো ভয়ঙ্কর। সেখানের সাধুরা মেয়েদের ন্যায় মাথায় লম্বা চুল রাখে আর সমস্ত শরীরে ছাই মেখে উলঙ্গ হয়ে পড়ে থাকে।সকল হিন্দুরা এসে তাদের কাছ থেকে আর্শীবাদ নিতে আসে।
    এসব আমার কাছে পছন্দ হয়নি,বরং এটা সম্পুর্ণ একটা কুসংস্কার, ভ্রান্ত,পথভ্রষ্ট হওয়ার একটা সহজ মাধ্যম। এগুলা দেখে ইসলাম গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ
    তথ্যসূত্রঃ- সত্যের ডাক
    পৃষ্ঠা নং-৬৪
    হিন্দু দাদারা যারা ভুলের মাধ্যমে পড়ে আছেন,আশাকরি আপনারাও এসব কুসংস্কার পরিত্যাগ করে ইসলামের ছায়াতলে আসবেন।আপনাদের অগ্রীম স্বাগতম।
    মুফতি আনওয়ারুল ইসলাম ইজহারী

  • @SwaponKumarBarman
    @SwaponKumarBarman หลายเดือนก่อน

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জয় শ্রীকৃষ্ণ।

  • @mamonibairagi8304
    @mamonibairagi8304 5 หลายเดือนก่อน

    যারা মা সরস্বতীর নামে নিন্দা করেন , আমি যেনো দেখছি মা শ্য়ং আপনার মদ্ধ মা প্রবেশ করে দুষ্কৃতীদের কথার প্রতিবাদ করছেন জয় মা সরস্বতী 🙏🙏🙏

  • @baruntorofder8414
    @baruntorofder8414 ปีที่แล้ว +2

    Your videos teach us many things

  • @haripadadas6758
    @haripadadas6758 ปีที่แล้ว +3

    Very beautiful video

  • @minatipatra1710
    @minatipatra1710 6 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏
    সনাতন ধর্মের জয় হোক ।

  • @sumitanandy3077
    @sumitanandy3077 ปีที่แล้ว +2

    Khub sundar pratibedan 🙏

  • @mitalibelieve9770
    @mitalibelieve9770 หลายเดือนก่อน

    খুব সুন্দর ।

  • @soumabha.07
    @soumabha.07 ปีที่แล้ว +3

    Osadharon dada ❤️

  • @silabandyopadhyay1454
    @silabandyopadhyay1454 9 หลายเดือนก่อน +2

    No adjectives to appreciate you ! God bless you!

  • @manjusreebhowmik9401
    @manjusreebhowmik9401 6 หลายเดือนก่อน +1

    খুব ভাল উপস্থাপনা ।ভাল থাকবেন ।

  • @riyansheikh2238
    @riyansheikh2238 หลายเดือนก่อน +2

    সরন করো সৃষ্টি কর্তা কে আল্লাহ সৃষ্টি কে নয়
    আল্লাহ সর্ব শেষ্ঠ শক্তি মান আল্লাহুআকবার

  • @mugdhomugdho1763
    @mugdhomugdho1763 ปีที่แล้ว +73

    হিন্দু ধর্মই শান্তির ধর্ম❤️ পৃথিবীর বুকে প্রাচীন ধর্ম

    • @majumder.821
      @majumder.821 ปีที่แล้ว +9

      পৃথিবীতে প্রাচীন ধর্ম ইসলাম ধর্ম। প্রথম মানব আদম আঃ হাঃ ছিলেন প্রথম নবী।

    • @xgydlkjvgxbhfcg8730
      @xgydlkjvgxbhfcg8730 ปีที่แล้ว +5

      @@majumder.821 ঠিক ১৪০০ বছর হয়েছে আরকি

    • @mugdhomugdho1763
      @mugdhomugdho1763 ปีที่แล้ว +5

      একটা কথা বলি ভাই মাটির নিচে পড়ে থাকা কত হাজারো হিন্দু দেব দেবীর কুষ্টি পাথরের মূর্তি পাওয়া যায় ওগুলো যতটা পুরানো ততটা অন্য ধর্ম ও না। আরেকটু জানা প্রয়োজন আপনার ভাই তবে ধন্যবাদ রিপ্লে করার জন্য।

    • @kishandebnath1701
      @kishandebnath1701 ปีที่แล้ว +3

      ​@@majumder.821 Nice Joke 🤣🤣

    • @kishandebnath1701
      @kishandebnath1701 ปีที่แล้ว

      ​@@mugdhomugdho1763 Apni ki Bolte chan ektu Clearly bolte parben

  • @amarjibon6573
    @amarjibon6573 ปีที่แล้ว +3

    আপনার চরণে প্রণাম জানাই, সনাতন ধর্ম কে প্রমাণ করার জন্য

  • @sushilpathak3035
    @sushilpathak3035 5 หลายเดือนก่อน

    You are a very good one who are diverting people from reality, a good Bengali teacher who can create new fields to provide different explanations of same things as the religious need on perfect time. What about Scientific explanation?

  • @chandanthedestructor
    @chandanthedestructor ปีที่แล้ว +1

    শাস্ত্র মতে অন্ত্যেষ্টি ক্রিয়া (স্নান, পূজন, দাহ, দাহের পর নিয়মাবলী) সম্মন্ধে একটি ব্যাখ্যা সহ উপস্থাপনা করলে খুব উপকার হয়। কোনটি ঠিক কোনটি ভুল অনেক মত

  • @muktapaul9376
    @muktapaul9376 ปีที่แล้ว

    Thanks for your nice বিশ্লেষণ। Joy ma sharosati

  • @pradipmallick4097
    @pradipmallick4097 ปีที่แล้ว +2

    Khub valo dada thank you

  • @mugdhomugdho1763
    @mugdhomugdho1763 ปีที่แล้ว +13

    জয় শ্রী রামকৃষ্ণ❤️জয় মা স্বরসতী❤️

    • @debasisbhattacharyya842
      @debasisbhattacharyya842 ปีที่แล้ว +2

      বানান ভুল লিখেছেন!
      সরস্বতী

    • @jobrulislam5610
      @jobrulislam5610 ปีที่แล้ว

      মুসলমানদের মতো কেউ আছে কি কুরআনের কোনো কিছু মুখস্থ বলতে পারতে

    • @khaledbinnoor5406
      @khaledbinnoor5406 ปีที่แล้ว

      আল্লাহ, ঈশ্বর বা সরস্বতী কে নিজের মাঝে প্রকাশ বা অনুভব করাই মূখ্য। রিচুয়াল পরের বিষয়। Persist that being. Not only education but will get every success.

  • @shakilkhalil4407
    @shakilkhalil4407 5 หลายเดือนก่อน +1

    The menstrual cycle is the Sarosoti Davi in female body.

  • @rajanmohandas4757
    @rajanmohandas4757 7 วันที่ผ่านมา

    sundor bisletion

  • @PRO_166
    @PRO_166 5 หลายเดือนก่อน

    প্রত্যেক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা কে পুজো করা উচিত সরস্বতী পুজো নয় শিক্ষা আমাদের দান করেন শিক্ষক-শিক্ষিকা এবং মাতা পিতা প্রত্যেক ইস্কুলে এনাদের মূর্তি রেখে পুজো করা দরকার সেটা সব যাত্রী এবং সব ধর্মেরই
    জয় সনাতনী

  • @hhhbbb428
    @hhhbbb428 ปีที่แล้ว +3

    Are vai ebar সতিদাহ প্রথা নিয়া ভিডিও দেন

  • @anupgayen8656
    @anupgayen8656 5 หลายเดือนก่อน

    ❤দাদা খুব ভালো বলেছেন এই ভাবেই বলতে থাকুন ❤

  • @ramprosadmandol
    @ramprosadmandol 6 หลายเดือนก่อน +1

    কথাগুলো ভালো লাগলো এইভাবেই চালিয়ে যাও

  • @MDSULTANALI-ps3ib
    @MDSULTANALI-ps3ib 5 หลายเดือนก่อน +2

    সকল প্রশংসা আল্লাহ তায়ালার।সব কিছুর মালিক আল্লাহ।চাইলে আল্লাহর কাছে চাওয়া উচিত। আল্লাহর কোন অংশীদার নাই । লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন

  • @nazrulislam-ex9wt
    @nazrulislam-ex9wt 5 หลายเดือนก่อน

    " বলো আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি,তাঁকেও কেউ জন্ম দেননি, তাঁর সমতুল্য কেহ নাই। ( আল কুরআন, সুরা এখলাস) আসুন আমরা সবাই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করি, এবং দোজখের কঠিন আগুন থেকে নিজেকে রক্ষা করি। আমীন।

  • @LATAGURI-SILIGURI
    @LATAGURI-SILIGURI 5 หลายเดือนก่อน

    আমি এক জন এক্স মুসলিম। আমাদের মুসলিম ভাই রা কয়টা আর শিক্ষিত হচ্ছে। সব কটা মাদ্রাসা চাপ হয়ে ঘুরে বারেচ্ছে😂😂😂😂😂😂😂

  • @sarojkumarsen3756
    @sarojkumarsen3756 9 หลายเดือนก่อน +1

    A_LOT_OF_THANKS_TO_..

  • @uttampalsai529
    @uttampalsai529 หลายเดือนก่อน

    Khub bhalo lagche

  • @SreeBikash-zu6bh
    @SreeBikash-zu6bh 2 หลายเดือนก่อน

    দাদা জাকির নায়েক ইউটিউবে ভিডিও ছাড়ে সেগুলো মুসলিমরা দেখে বলে কোন ধর্মের কেউ তার সাথে পারেনা এর জবাব দিতে হবে দাদা। মুসলিমরা সবসময় আমাদের এসব কথা নিয়ে ঝামেলা করে

  • @retrobasket718
    @retrobasket718 ปีที่แล้ว +1

    দাদা, এমন অনেক লেখা লেখি আছে যা অশালীন। সেগুলি কোনোভাবেই সত্ বা জ্ঞানের আধার নয় তাহলে সেগুলি কি দেবীর স্বরূপের মধ্যে পড়ে?

  • @alamgirkabir979
    @alamgirkabir979 ปีที่แล้ว +3

    শত কোটি প্রনাম

  • @pinkpasa2634
    @pinkpasa2634 5 หลายเดือนก่อน

    ইউটিউবের আবিষ্কর্তা তিন বিজ্ঞানীর মধ্যে সরস্বতীর পুজো কোনজন কেছিল?

  • @SunnySunny-hz8ze
    @SunnySunny-hz8ze ปีที่แล้ว

    What statues worshiped by Babylonians, Pharos of ancient Egypt, ancient Greeks , ancient Romans etc

  • @unique_banking
    @unique_banking 5 หลายเดือนก่อน

    Dada xxxx bed puran ba Kon religion book e Durga sorosoti lokkhii Kumari pujar Kotha Bola hoyece let us know with reference

  • @neenabiswas4816
    @neenabiswas4816 ปีที่แล้ว

    Khuub khuub sundor bisleson anek kichhu jante parchhi

  • @diliphalder1560
    @diliphalder1560 9 หลายเดือนก่อน

    দাদা আপনার সনাতন ধমেʼর আলোচনা গুল আমি খুব মনযোগ সহকারে দেখি এবং আমার খুব ভাল লাগে ---ॐ卐 জয় সনাতন

  • @UshaSinha-gg9cm
    @UshaSinha-gg9cm 10 หลายเดือนก่อน

    যে পুস্তক কলম খাতাকে সনমান না করে
    তাদের মা কৃপা করে না । খুব ভালো লাগছে । জয় সনাতন জয় সনাতন ।

  • @royulo1969
    @royulo1969 2 หลายเดือนก่อน

    অসাধারন

  • @user-by4xk9ts9b
    @user-by4xk9ts9b 2 หลายเดือนก่อน

    কর্ম কে প্রাধান্য দিয়েছেন । দেবীর পূজা করেও ফেল হবে কারন প ড়াশুনা করো নি । দেবীর মাধ‍্যমে ন য় বরং কর্মের মাধ‍্যমে এগিয়ে যাবে । এই জন‍্য দেবীর পূজা করা বাধ‍্যতামূলক না । আপনি করলে করেন না করলে না করেন ।

  • @sujanrajbongshi8541
    @sujanrajbongshi8541 ปีที่แล้ว +2

    just wow 🥰

  • @mdkhokon4812
    @mdkhokon4812 ปีที่แล้ว +2

    ভাই তাহলে যাঁরা পূজা করে না তাঁরা কি ভালো রেজাল্ট করেনা???

    • @chhandamandal6798
      @chhandamandal6798 ปีที่แล้ว +2

      এতক্ষণ কি শুনলেন দাদা ?

    • @suryapratap4631
      @suryapratap4631 5 หลายเดือนก่อน

      এজন্যই বলে মুস্লিম হওয়া আর মানুষ হওয়ার মধ্যে পার্থক্য আছে।

    • @mdkhokon4812
      @mdkhokon4812 5 หลายเดือนก่อน

      @@suryapratap4631
      দাদা, কথায় আছে চোরের মায়ের বড় গলা।
      মানুষ হয়ে গবাদিপশু এবং বিভিন্ন জীব জানোয়ারের উপাসনা করো আবার বড় বড় কথা বলো হ্যাঁ। মুসলিমরা তোমাদের মতো সস্তা ভগবানের উপাসনা করে না বুঝতে পারেছো?

  • @rahatullask3092
    @rahatullask3092 ปีที่แล้ว +4

    কে স্বরসতী ? কোথাকার স্বরসতী? 😆😆😆😆
    বিদ্যা, ইলম, বুদ্ধি ইত্যাদি সব কিছুর মালিক স্বয়ং আল্লাহু তায়ালা।

    • @Saitan_hunter
      @Saitan_hunter ปีที่แล้ว +1

      তোরা মুসলমানরা নিজের মাযহাব বাদ দিয়ে অন্য ধর্মের বেশি চর্চা করিস চর্চা কারা করে জানিস যাদের নিজেদের মাযহাবের প্রতি ঈমান থাকে না তোরা তোদের আল্লাহ কে নিয়ে পড়ে থাক আমরা আমাদের ধর্মকে মানি এতে কটুক্তি করার কি আছে এই যে দাঁত বের করে হাসছিস ওই দাঁত ভেঙে পড়ে যাবে একদিন নিজের চরকায় তেল দে,
      আল্লাহ ছেলে না মেয়ে আগে বলতো🤭

    • @rahatullask3092
      @rahatullask3092 ปีที่แล้ว

      @@Saitan_hunter “তোমাদের ধর্ম তোমাদের জন্য এবং আমার ধর্ম আমাদের জন্য"।
      দেবী সরস্বতী শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের জন্য মুসলিমদের জন্য নয়।
      “আল্লাহতায়ালা এক ও অদ্বিতীয়। আল্লাহ কারও মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেন নাই। তার সমতুল্য কেউ নাই"। আল্লাহ ছেলে নন এবং মেয়েও নন। আল্লাহ আল্লাহ র মতো। তাই আল্লাহ ছেলে না মেয়ে এইরকম প্রশ্ন করা অপ্রাসঙ্গিক। আমার প্রশ্ন:- 1. মিস্টার সাহিল হসপিতালে ছেলে সন্তান প্রসব করেছে না মেয়ে? 2. একটি জলন্ত প্রদীপ কোন দিকে মুখ করে থাকে?

    • @Saitan_hunter
      @Saitan_hunter ปีที่แล้ว

      @@rahatullask3092 হুজুরদের স্বপ্নে নাকি আল্লাহ দেখা দিয়েছে, যার প্রতি ঈমান রাখে সকল মুমিন আল্লাহ ছেলে না মেয়ে সেটাই জানা নেই মোহাম্মদের হাদিসে আল্লাহ সম্পর্কে অনেক কিছু বিবৃত আছে আল্লাহ ছেলে না মেয়ে এ বিষয়ে কোনো উল্লেখ নেই,

    • @rahatullask3092
      @rahatullask3092 ปีที่แล้ว

      @@Saitan_hunter আল্লাহতায়ালার সমগ্র সৃষ্টি জগতের কোনো কিছুর মতো নন, সমস্ত সৃষ্টির মালিক তিনিই আল্লাহ। একজন শিক্ষিত ব্যক্তির কাছে এইরকম প্রশ্ন সোভা পায় না। আমি যদি প্রশ্ন করি ভগবান কৃষ্ণ সয়তান না অক্ষম দেবতা? তুমি উত্তর কি দিবে বলো।

    • @SriSibaprosad
      @SriSibaprosad  ปีที่แล้ว

      কমেণ্ট করার জন্য অনেক ধন্যবাদ

  • @nilmonibarman9709
    @nilmonibarman9709 ปีที่แล้ว +3

    Joi sri krishna

  • @GsyYdyd-me3dl
    @GsyYdyd-me3dl 5 หลายเดือนก่อน

    Pujar Name Vandami Ar Katidin Colbe?

  • @user-fu2so1qc6p
    @user-fu2so1qc6p 5 หลายเดือนก่อน

    খুবই খুবই খুবই যুক্তি পূর্ণ তথ্য

  • @bijoydey3347
    @bijoydey3347 5 หลายเดือนก่อน

    হরে কৃষ্ণ আর্শীবাদ করি আপনাকে

  • @joybiswas8015
    @joybiswas8015 11 หลายเดือนก่อน

    আপনার সুন্দর ব্যাখ্যা অতুলনীয়

    • @SriSibaprosad
      @SriSibaprosad  11 หลายเดือนก่อน

      অনেক ধন্যবাদ

  • @diptidas1181
    @diptidas1181 2 หลายเดือนก่อน

    ভালো ❤

  • @user-uy5lj5dh8g
    @user-uy5lj5dh8g 5 หลายเดือนก่อน

    একদম ঠিক বলেছেন ❤❤❤❤❤

  • @suchismitajgd1215
    @suchismitajgd1215 ปีที่แล้ว +1

    Sorossoti pujo ekta tradition. Er sate schooler onek smriti joriye thake. Sobai nijer creativity dekhanor sujog pay. Ata bondho howa kokhonoi uchit noy. Its our emotion.

  • @KHAIRULISLAMOFFICIAL01
    @KHAIRULISLAMOFFICIAL01 ปีที่แล้ว +1

    মন গড়া বক্তব্য দিলেন।

    • @chhandamandal6798
      @chhandamandal6798 ปีที่แล้ว +3

      বাঙলা ভাষার তো একেবারে সর্বনাশ করে ছেড়েছেন। "বক্তব্য দিলেন " আবার কি কথা ? বক্তব্য রাখলেন _ বলুন ।

    • @soumyajitguhathakurta7878
      @soumyajitguhathakurta7878 6 หลายเดือนก่อน

      Mongora kothatoder quran bole ek numbere cheating baz boi

    • @suryapratap4631
      @suryapratap4631 5 หลายเดือนก่อน

      মনগড়া কোরানের থেকে ভালো বক্তব্য রেখেছেন উনি🙏

  • @suryaduley583
    @suryaduley583 ปีที่แล้ว +2

    1st view ✨🤞🏻

  • @mojargolpo01
    @mojargolpo01 ปีที่แล้ว +2

    তা হলে মুর্তির দরকার কি এমনি এমনি বল্লেই তো হলো।

    • @soumyajitguhathakurta7878
      @soumyajitguhathakurta7878 6 หลายเดือนก่อน

      Khude pele khabar khawar ki proyojon Mone Mone khawarer kolpona korlae holo

  • @ahemedrafi5965
    @ahemedrafi5965 ปีที่แล้ว +1

    আমি মুসলিম।
    আপনি প্রমান করুন একমাত্র হিন্দু ধর্ম সত্য আমি তাহলে হিন্দু ধর্ম গ্রহণ করবো

    • @SriSibaprosad
      @SriSibaprosad  ปีที่แล้ว +1

      কমেণ্ট করার জন্য অনেক ধন্যবাদ

    • @user-gn9ux7uq9u
      @user-gn9ux7uq9u 9 หลายเดือนก่อน

      আমরা কোন সন্ত্রাসী দের আমাদের দলে আনব না।

    • @soumyajitguhathakurta7878
      @soumyajitguhathakurta7878 6 หลายเดือนก่อน

      Dhormo grontho gulo pora suru kor taholae bujhe jabi hi du dhormo sotti kina ex muslimder channel dek

    • @user-go7jg6du3e
      @user-go7jg6du3e 5 หลายเดือนก่อน

      Hindu bole kono dhormo nei choti dhormo 😂😂😂😂

    • @soumyajitguhathakurta7878
      @soumyajitguhathakurta7878 5 หลายเดือนก่อน

      @@user-go7jg6du3e bhul bolli hinduo hoche dhormo r chuslam manae Odhormo 🤣🤣🤣🤣🤣

  • @pradeepchatterjee8397
    @pradeepchatterjee8397 5 หลายเดือนก่อน

    Good explanation. Jai Ma.

  • @mukulhussain5099
    @mukulhussain5099 ปีที่แล้ว +1

    প্রশান্ত রায় ভালোকরেই আমাদেরকে জানিয়েছেন সরস্বতী কে ছিলেন

    • @thinkingoo125
      @thinkingoo125 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/YZzzdRULPwQ/w-d-xo.htmlsi=AuxBN1NhNTq1Qz_J

  • @mdgiasuddin2610
    @mdgiasuddin2610 5 หลายเดือนก่อน

    বড় ভাই আপনি ঠিক বলেছেন

  • @dipankardas7661
    @dipankardas7661 ปีที่แล้ว +1

    Radhe Radhe

  • @user-wb4lb4rv3w
    @user-wb4lb4rv3w 10 หลายเดือนก่อน

    Apni kothai valo jukti dite paren 🙂
    Valo lage apnar video gulo & onek kichu shekha jai💙

  • @banamalighosh4419
    @banamalighosh4419 ปีที่แล้ว

    Asadharon bujhiechen Dada

  • @goutamgangopadhyay4338
    @goutamgangopadhyay4338 5 หลายเดือนก่อน

    বা বা পুরো সহমত ! মূর্তি যেনো একটা গুপ্তধনের নকশা বা ম্যাপ যেটা বলে আমাদের কি ভাবনায় কি করতে হবে যাতে অভিলাষিত বস্তু আমাদের মানসচেতনায় তীক্ষ্ণ বোধ বুদ্ধি রূপে জাগ্রত থাকে ! 👌👍❤🌹🌷

  • @khaledbinnoor5406
    @khaledbinnoor5406 ปีที่แล้ว +4

    আল্লাহ, ঈশ্বর বা সরস্বতী কে নিজের মাঝে প্রকাশ বা অনুভব করাই মূখ্য।

    • @krishnenduchattopadhyay7825
      @krishnenduchattopadhyay7825 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে।
      আমাদের অনেক সংশয়, অনেক ভ্রান্ত ধারণা, অনেক অযথা তর্কের অবসান হবে আশা করি এই ভিডিও টার মাধ্যমে যাহা আপনি আমাদের সামনে উপস্থাপনা করলেন।
      আপনার বিশ্লেষণ ক্ষমতা ও অসাধারণ।

    • @fitforwit9629
      @fitforwit9629 ปีที่แล้ว

      Sala tui akta bal.

    • @_Shubham_K
      @_Shubham_K 7 หลายเดือนก่อน

      আল্লাহের সাথে ঈশ্বরকে এক করবেন না।
      আল্লাহ তো ওই Rapist, Pedophilic, Genocider Muhammad এবং তার কল্পনা মাত্র এবং কোরানে তো স্পষ্ট লেখা আছে যে আল্লাহ অমুসলিমদের ঘৃণা করে, অমুসলিমদের বিরুদ্ধে হত্যা করার কথা, ধর্ষণ করার কথা লেখা আছে।
      কিন্তু ঈশ্বর, মানুষের মধ্যে ভেদাভেদ করে না।

    • @thinkingoo125
      @thinkingoo125 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/YZzzdRULPwQ/w-d-xo.htmlsi=AuxBN1NhNTq1Qz_J

  • @HemuChowdhury-md2gm
    @HemuChowdhury-md2gm 7 หลายเดือนก่อน

    অনেক অনেক ধন্যবাদ।

  • @bibekanandamandal1839
    @bibekanandamandal1839 ปีที่แล้ว

    Many many thanks