CDC ও Calcutta Club আয়োজিত তর্ক বিতর্ক '২২ | বর্তমান বাংলায় হিংসাহীন রাজনীতি অসম্ভব | নির্বাচিত অংশ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.8K

  • @bimanbaskey8571
    @bimanbaskey8571 2 ปีที่แล้ว +226

    শতরূপের বক্তব্যকে সমর্থন করে ধন্যবাদ জানাই।

  • @golamnabi9438
    @golamnabi9438 2 ปีที่แล้ว +57

    শতরূপ দা আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমরা আপনার সঙ্গে আছি দাদা।ভালো থাকবেন।

  • @raysarkar5429
    @raysarkar5429 2 ปีที่แล้ว +1127

    রাজনীতিগত ভাবে, এই মানুষটার সাথে আপনার যতই অমিল থাকুক, ওর বক্তব্য গুলো যদি আপনি বিবেক, বুদ্ধি ও যুক্তি দিয়ে বিচার করেন তবে আপনিও তার বক্তব্যের সঙ্গে সহমত হতে বাধ্য! এই মুহূর্তে বাংলার সেরা বক্তা শতরূপ ঘোষ

    • @turbasuroy7215
      @turbasuroy7215 2 ปีที่แล้ว +26

      Hm sundor bola. But cpim ke kach thaka satarup ghosh o dekheni
      34 yearser torrure

    • @asitkumarsarkar8428
      @asitkumarsarkar8428 2 ปีที่แล้ว +1

      খুউউউউব ভালো লাগছে শতরূপ কে ।। কোনো হেলিকপ্টারের প্রয়োজন নেই,, কোনো কেন্দ্রীয় নিরাপত্তার প্রয়োজন নেই।। শুধুমাত্র জণগণের ভালোবাসা এবং আশীর্বাদ সাথে নিয়ে তোমার রাজনৈতিক ময়দানে নামা।। সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষ হয়ে কথা বলা।। কোনো আত্ম অহংবোধ নেই।। এইসব কারনেই শতরূপ তুমি ব্যতিক্রম।। অন্যান্য রাজনৈতিক লীডার দের থেকে।।

    • @pulakmondal675
      @pulakmondal675 2 ปีที่แล้ว +12

      Absolutely

    • @abhisheksaha007
      @abhisheksaha007 2 ปีที่แล้ว +27

      @@turbasuroy7215 apnake sunechi 3rd degree deoa hoechilo

    • @tathagatasaha8455
      @tathagatasaha8455 2 ปีที่แล้ว +3

      Hmmm 3rd degree case taito torrure likheche ..

  • @anandasarkar9586
    @anandasarkar9586 2 ปีที่แล้ว +50

    শতরূপ দার কথার সাথে একমত... দাদা তোমার পাশে সবসময় আছি... সমাজের বাস্তব চিত্র পরিবর্তন করতে দাদার মতোই ব্যক্তির প্রয়োজন।।
    ভালো থেকো দাদা।।

  • @subrata6368
    @subrata6368 2 ปีที่แล้ว +141

    আমি এই বিতর্কটি 5 বার দেখেছি।সতরুপ,তুমি সেরা❤️

    • @rajatghosh1557
      @rajatghosh1557 2 ปีที่แล้ว +1

      শতরূপ

    • @knowledgehunter_
      @knowledgehunter_ 2 ปีที่แล้ว +4

      ৫ বার দেখলেও kindly নামটা ঠিক করে লিখুন। শতরূপ

    • @tapanchakraborty3575
      @tapanchakraborty3575 2 ปีที่แล้ว +2

      ঠিক বার বার দেখার মতো

    • @tusharkantidas994
      @tusharkantidas994 7 หลายเดือนก่อน

      m​@@tapanchakraborty3575

  • @sambuddhamukherjee1520
    @sambuddhamukherjee1520 2 ปีที่แล้ว +42

    কৌশিক সেনের গালে এই থাপ্পরটা খুব দরকার ছিল। ধন্যবাদ শতরুপদা

    • @durgaprasadganguly3540
      @durgaprasadganguly3540 8 หลายเดือนก่อน

      দালাল কৌশিক সেনের চিবিয়ে চিবিয়ে কথা বলা আর সত্যকে অস্বীকার করার সময়ে মুখমন্ডলের পরিবর্তন দেখার মতন।

  • @painsweatdedicationresult121
    @painsweatdedicationresult121 2 ปีที่แล้ว +108

    অসাধারণ.... শতরূপ তুমি অনন্য.... তুমিই বাংলার রাজনীতির ভবিষ্যৎ।
    কিন্তু ভয় একটাই তিনুরা যেভাবে গেঁড়ে বসছে তাতে বাংলার কপালে আর কত ভোগান্তি আছে কে জানে ??

  • @debolinaghosh7983
    @debolinaghosh7983 2 ปีที่แล้ว +87

    আমার যেটা ভীষণ মজা লাগে, কেউ যদি শতরূপ দার সাথে তর্কে না পারে, যুক্তিতে না পারে, অবধারিত ভাবে বলবেই -- ,"এই জন্যই ওদের আসন সংখ্যা এখন শূন্য "😁😁🤣🤣

  • @santumahato2760
    @santumahato2760 2 ปีที่แล้ว +149

    সতরুপ দা , তোমার শেষের কথাটা খুবই তাৎপর্যপূর্ণ ও সত্যিকথা ,যেখানে আদর্শ লোক নেই rolemodel হিসেবে , সেখানে কিভাবে আদর্শ সমাজ গড়ে উঠবে ।

    • @kishorbhattacharjee9729
      @kishorbhattacharjee9729 2 ปีที่แล้ว

      বাংলায় হিংসা হীন রাজনীতি কবে ছিল আমার জানা নেই। স্বাধীনতা আন্দোলনে হিংসার

    • @rajatghosh1557
      @rajatghosh1557 2 ปีที่แล้ว

      শতরূপ

    • @kishorbhattacharjee9729
      @kishorbhattacharjee9729 2 ปีที่แล้ว

      বাংলায় হিংসা হীন রাজনীতি কবে ছিল আমার জানা নেই। হিংসা না থাকলে 1946 সালের "গ্রেট কোলকাতা কিলিং" হয় না। ঘটনাটা ঘটেছিল সুরাবর্দীর মদতে। যতদূর জানি তিনি রাজনীতিক ছিলেন। স্বাধীনতার পর খাদ্য আন্দোলন, ট্রামের টিকিটের 1 পয়সা মূল্য বৃদ্ধি করার বিরুদ্ধে আন্দোলন সব কটি আন্দোলনই ছিল হিংসায় পরিপূর্ণ। প্রকাশ্য রাস্তায় চলন্ত ট্রাম
      দাড় করিয়ে যাত্রী নামিয়ে আগুন দেওয়া হয়েছিল। কিন্তু এই দৃশ্য দেখে ভীত পলায়মান জনতার কাছে আলোচনার বিষয়বস্তু ছিল
      ক জন যাত্রী এর মধ্যে আটকা পরে পুড়ে মারা গেছে। কারো কাছে সংখ্যাটা 2 বা 3, কারো কাছে 50 বা 100। এগুলো গুজব। কিন্তু এর জন্যে পথ চলতি নিরীহ মানুষকে দোষ দেওয়ার মত আহাম্মক আমি নই। পরবর্তী সময়ে 1967 তে কংগ্রেস আমলে রবীন্দ্র সরোবর ষ্টেডিয়ামে
      আশোক কুমার নাইট চলাকালীন গণনারী ধর্ষণ হয়েছে। ধর্ষিত মৃতদেহ গুলো ঘটনার দু দিন পর ও লেকের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পরে ছিল। 1970 এ বর্ধমানে সাঁই বাড়ির গণ হত্যাকাণ্ড সংঘটিত হয় । মা কে নাকি ছেলেদের রক্তে মাখা ভাত খেতে বাধ্য করা হয় । "নাকি" শব্দটা ব্যবহার করলাম কারন আমি বঙ্গের একজন নিরীহ নাগরিক ও মনেপ্রাণে হিংসায় বিশ্বাসি নই বলে। কিন্তু 2016, 2019, 2021তে বাম কংগ্রেস জোট হওয়ার পর ও কিন্তু এই কিছুদিন আগেও দেখলাম যে এই দোষারোপ এর কোনো মীমাংসা হয় নি। বিকাশ ভট্টাচার্য সাঁই দের anti social বলে এই হত্যা কে ঘুরিয়ে সমর্থন করছেন। অপরদিকে কংগ্রেস নেতৃত্বও এই পাশবিক ঘটনায় সিপিআইএমের যোগের কথা জোরের সাথে আবার সকলকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তা ছাড়াও কংগ্রেস আমলে
      ও বামফ্রন্ট এর রাজত্ব কালে অসংখ্য গণ হত্যা হয়েছে। এখ্ন বকটুই কাণ্ডে হত্যা ও হত্যার বদলে হত্যা যদি রাজনৈতিক দল, মিডিয়া, মানবাধিকার কর্মী ও আপামর সাধারণ জনগণের কাছে নিন্দনীয় হয় তা হলে বরানগর
      গণ হত্যা, সাঁইবাড়ীর গণহত্যা, নেতাই গণহত্যা,
      নন্দীগ্রাম গণহত্যা, বিজন সেতুতে 17 জন আনন্দমার্গী সন্ন্যাসীকে পুড়িয়ে হত্যা ইত্যাদিকে এক ই পর্যায়ে রাখতে হবে। এইগুলোর নিন্দাকে পাত্তা না দেওয়ার জন্য ই আজো আমাদের হিংসা দেখতে হ্চ্ছে। সিপিআই এম থেকে বলা হয় কংগ্রেস আমলে আমাদের হাজার হাজার লোক খুন হয়েছে। আবার সিপিআই এম আমলে আমাদের হাজার হাজার সমর্থক খুঁ হয়েছে সেটাও নয়া বন্ধু কিন্তু সেই সময়ের শত্রু
      কংগ্রেসের মুখে শোনা যায় । অভিযোগ যে মিথ্যে নয় তা বোঝা যায় দুই পক্ষের ই অসংখ্য শহীদ বেদিতে শহিদ দের নাম, মৃত্যুর তারিখ ও হত্যার স্থানের উল্লেখ থেকে। তাহলে হিংসা, হত্যা ছাড়া রাজনীতি বাংলায় কখন ছিল তা 35 বছরের শতরূপের আজানা থাকার কথা নয়, থাকলে উল্লেখ করলে ভালো হত । বামফ্রন্টের শরিক দলগুলোর মধ্যেও হত্যাকাণ্ড ঘটত।(আরএসপি বনাম সিপিআইএম , ফরোয়ার্ড ব্লক বনাম সিপিআইএম)।
      1970 এ বর্ধমানে "রক্ত চাই" আবার 1978 এর পর থেকে কোলকাতায় "যুদ্ধ নয় শান্তি চাই" এই দুটি শ্লোগান শুনে আমার মত নিরীহ শিক্ষিত মনে কিছু প্রশ্ন জাগে বই কি। হয়তো অনেকের ই মনে সেই প্রতিক্রিয়া হয় । আসলে তখনও কোলকাতার বুকে কোনো medical college এ ট্রমা সেন্টার গড়ে উঠে নি। ফলে মানুষের ট্রমা মুক্তি ও হয় নি। ফল 2011 তে সিপিআই এমের নেতৃত্বে চলা বামফ্রন্ট সরকারের পতন, 2019 ও 2021এ নির্বাচনে ভরাডুবি।

  • @akashroy3976
    @akashroy3976 2 ปีที่แล้ว +9

    Satarup da tomar moto leader chai.
    Tumi egiye cholo comrade amra tomar pase achi

  • @bablusardar7157
    @bablusardar7157 2 ปีที่แล้ว +77

    তুমি যে কথাগুলো বললে বাস্তব সত্য ।তোমার বক্তব্য খুব সুন্দর লাগে । শতরূপ দা এগিয়ে যাও ।

  • @sharmishtadutta4530
    @sharmishtadutta4530 2 ปีที่แล้ว +2

    Asadharon satarup da.... Mon bhore gelo tomar kathay... Tomay janai lal selam.

  • @santumahato2760
    @santumahato2760 2 ปีที่แล้ว +317

    ধীরে ধীরে তুমি আমার আদর্শ হয়ে উঠছো সতরুপ দা ,বর্তমানে তোমার মত রাজনৈতিক আদর্শবান মানুষ আমার কাছে আর কেও নেই এই বঙ্গে । Love You satarup da❤️

    • @rupachakraborty5911
      @rupachakraborty5911 2 ปีที่แล้ว +7

      শতরূপের পাশে আছি,

    • @rajatghosh1557
      @rajatghosh1557 2 ปีที่แล้ว +1

      শতরূপ

    • @tanushreechowdhury3065
      @tanushreechowdhury3065 2 ปีที่แล้ว +6

      We love him ❤

    • @arkadyutikarmakar801
      @arkadyutikarmakar801 2 ปีที่แล้ว +5

      সারাজীবন দলের জন্য আর এই লোকটার জন্য আছি।

    • @sayaklaha
      @sayaklaha 2 ปีที่แล้ว +3

      ' শ ' ।

  • @dipankarghosh6132
    @dipankarghosh6132 2 ปีที่แล้ว +25

    শতরূপ কে অনেক ধন্যবাদ, বাস্তব সত্য গুলো কে স্পষ্ট ভাবে তুলে ধরার জন্য।

  • @pradipkar2685
    @pradipkar2685 2 ปีที่แล้ว +380

    অসাধারণ শতরুপ, মিঃ সেনের গালে অদৃশ্য থাপ্পর আর মিঃ রায়কে তো জনগনের হাসি বুঝিয়ে দিল যে ওদের অবস্থা আজ কোথায় 🍁

    • @tutulbhattacharya7196
      @tutulbhattacharya7196 2 ปีที่แล้ว +11

      Akdom, Mr Sen k j chor ta Satarup dilemma,darun

    • @tanushreechowdhury3065
      @tanushreechowdhury3065 2 ปีที่แล้ว +6

      Exactly 💯

    • @bidhanmoi6099
      @bidhanmoi6099 2 ปีที่แล้ว

      @@tanushreechowdhury3065 t5al

    • @koushik_paul_official5966
      @koushik_paul_official5966 2 ปีที่แล้ว +1

      জনগণের হাসি বোঝা বড়ো দায়। এরা নিজেরা ঠিক কি চায় সেটাই জানে না। নাহলে বালিগুঞ্জে উপ- নির্বাচনের ফলাফল অন্যরকম হতো। এরা আজকে মি: রায়ের কথা শুনে হাসিতে ফেটে পড়ছে, ভোটের আগের ডিম- ভাত পিকনিক আর 500 টাকা পেয়ে এরাই তাদের কে ভোটে জেতায়।

    • @neelchakraborty8962
      @neelchakraborty8962 2 ปีที่แล้ว +1

      মিঃ সেন একটি ভাঁড় এ পরিনত হয়েছে, কত্তো চেষ্টা করে একটু বুদ্ধিজীবী সাজার, কিন্তু মুখ খুললেই অন্তঃসারশূন্য কথা গুলো হুড়মুড় করে বেড়িয়ে পড়ে।🤓🤓🤓😂😂😂😂

  • @baisalibhattacharyya6325
    @baisalibhattacharyya6325 2 ปีที่แล้ว +17

    সাবাশ শতরুপ, গর্ব হয় সবসময় তোমার জন্য

  • @tapanchakraborty3575
    @tapanchakraborty3575 2 ปีที่แล้ว +132

    শতরূপ আপনাকে সংগ্রামী অভিনন্দন, আপনার মূল্যবান বক্তব্যের প্রতি উপস্থিত সুধী জনের শতসপুরত সমর্থন এটাই প্রমাণ করে যে মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে কোনটা সাদা কোনটা কালো

    • @animeshmaji9501
      @animeshmaji9501 2 ปีที่แล้ว +2

      Satarup akjon darun bokta

    • @dilipdatta9811
      @dilipdatta9811 2 ปีที่แล้ว

      Big slaps to both 'Naka' Sen and Meki Prof. Roy

    • @sshldas
      @sshldas 2 ปีที่แล้ว +1

      Satarup bhai ke amar taraf theke agami diner jonne anek subheccha roilo. Anek asha roilo oder theke.

  • @aranyakbhattacharjee7053
    @aranyakbhattacharjee7053 2 ปีที่แล้ว +15

    রাজনীতিগত ভাবে আমি তোমার সঙ্গে আলাদা মতের তবে তোমার প্রত্যেকটা কথা ঠিক পিনের মতো গায়ে ফোটে।.. অসাধারণ কথা, অসাধারণ চিন্তাধারা,অসাধারণ দৃষ্টিভঙ্গি। আমাদের দেশে দরকার তোমার মতো মানুষ ❤

  • @supriyomitra5211
    @supriyomitra5211 2 ปีที่แล้ว +95

    কাল‌ দেখেছি পুরোটা বরাবরের মত তোমার বক্তব্য খুবই স্পষ্ট ও যুক্তিপুর্ন ❤️❤️❤️❤️

  • @bitons-dialogue
    @bitons-dialogue 2 ปีที่แล้ว +19

    শতরূপ দার কথা যত শুনি ততই ওনার ভক্ত হয়ে যাই ।
    বাংলার মুখ্যমন্ত্রী হলে বাংলার যুব সমাজের এবং আপামর বাঙালির অনেক উন্নতি হবে ।
    যুব সমাজের অনুপ্রেরণা শতরূপ দা ।🙏❤️😊

    • @tanmoynandy1183
      @tanmoynandy1183 2 ปีที่แล้ว

      Dada holen 2024 er 16 th Prime Minister... Pls Dada ke Chief Minister Bole Dada ke Ar opoman korben na... sai Kobe thekhe apni Dada ke choto kore jacchen.. Dada r moto neta sotoke ekebarai asen....Dada Holen adhunik juger Netaji...

    • @bitons-dialogue
      @bitons-dialogue 2 ปีที่แล้ว +1

      @@tanmoynandy1183 দাদা, প্রধানমন্ত্রী হওয়ার জন্য আগে মুখ্যমন্ত্রী হওয়া দরকার ।
      এক লাফে মগডালে ওঠা যায় না ।
      ধাপে ধাপে উঠতে হয় ।

    • @tanmoynandy1183
      @tanmoynandy1183 2 ปีที่แล้ว

      @@bitons-dialogue Dr Manmohan Singh Atal Bihari Vajpayee Era ekabarai PM hoye chilen....R Dada enader thekhe onek boro leader.. Dada Yugavatar......Apnake request R Dada ke CM bole dadar opoman korben na..

  • @mondalani8102
    @mondalani8102 2 ปีที่แล้ว +74

    সবসময়ের মতো তুমিই সেরা দাদা । ❤️🙏

  • @mollahabbas2935
    @mollahabbas2935 2 ปีที่แล้ว +22

    শতরূপ দা সেরা স্পষ্ট যুক্তিবাদী বক্তা।

  • @pallabroy5635
    @pallabroy5635 2 ปีที่แล้ว +101

    Satarup correct you are, I am not communist nor any political person. But must say you analysed the situation correctly.

  • @deepaundebroy7586
    @deepaundebroy7586 2 ปีที่แล้ว +19

    আপনার বক্তব্যের স্পষ্টতা সবার মন ছুঁয়ে গেছে। আশা করি একদিন বাংলা "আবার শান্ত হবে" ..

    • @sm4317
      @sm4317 2 ปีที่แล้ว

      Konodin hbe na....Gunda,police diye govt gulo tike thake...ekhn paisa Pele sbai palti khay...

  • @ranabal2172
    @ranabal2172 2 ปีที่แล้ว +85

    কৌশিক কে দারুন দিয়েছেন ♥️

    • @tanushreechowdhury3065
      @tanushreechowdhury3065 2 ปีที่แล้ว +5

      Thik koushikdar mone hoy constipation problem eto Kuthekuthe kotha Bolen r simple kotha k ajotha complicated kore bolen

    • @rajatghosh1557
      @rajatghosh1557 2 ปีที่แล้ว

      নেকু সেন আর লুচ্চী মৌপিয়াকে মুখতোড়
      জবাব দিয়েছে ।

  • @rahulsaha6145
    @rahulsaha6145 2 ปีที่แล้ว +21

    অসাধারণ কথা গুলো শতরূপ দা।❤️❤️

  • @palashkumar2321
    @palashkumar2321 2 ปีที่แล้ว +110

    তোমার হাত ধরেই পরিবর্তন আসবে দাদা।❤️❤️❤️

    • @Ydyfuccucusf
      @Ydyfuccucusf 2 ปีที่แล้ว +4

      I know shatarup is a great person. But my vote will go to BJP.

    • @AnikMajumder92
      @AnikMajumder92 2 ปีที่แล้ว +4

      @@Ydyfuccucusf do not waste your vote. BJP will never come to power in this state.

    • @anuragchakraborty6494
      @anuragchakraborty6494 2 ปีที่แล้ว +3

      @@AnikMajumder92 bjp & tmc both are same. Near about same leaders & same Ideology

    • @Ydyfuccucusf
      @Ydyfuccucusf 2 ปีที่แล้ว

      @@AnikMajumder92 but i am politically fully aligned with right wing. I can't compromise with my ideology. And one day you will be wrong. And once BJP come to the power. Then it will be extremely difficult to remove them from power.

    • @Ydyfuccucusf
      @Ydyfuccucusf 2 ปีที่แล้ว

      BJP has the gut to solve those issue which no other party have

  • @supriyasaha9275
    @supriyasaha9275 2 ปีที่แล้ว +27

    আপনি একদম সঠিক কথা বলেছেন সতরুপ দা

    • @mahadebthakur61
      @mahadebthakur61 2 ปีที่แล้ว

      শতরূপ বানান ঠিক করে নাও। আমিও বানান অনেক সময় ঠিক লিখিনা।

  • @subhashreebanerjee5912
    @subhashreebanerjee5912 2 ปีที่แล้ว +68

    প্রতিটা কথা দারুন বলেছো তুমি...❤ অসাধারন শতরূপ দা...❤

  • @ajoybiswas6122
    @ajoybiswas6122 2 ปีที่แล้ว +10

    ডাঃ কুনাল বাবুকে অনেক ধন্যবাদ এধরনের একটা সুন্দর অনুষ্ঠান পরিচালনা করার জন্য।

  • @movieshifters
    @movieshifters 2 ปีที่แล้ว +65

    পাড়ার মোড়ে ছেলেদের যে উদাহরণ তা দিলো, তা 100% সঠিক। আজকে রাত করে বাড়ি ফিরছি একদম এরকম এ scene দেখলাম, অন্ধকার গলিতে।

    • @pankajkumarkundu6894
      @pankajkumarkundu6894 2 ปีที่แล้ว +2

      একশত ভাগ সত্যি কথা। কোত্থেকে এদের এত পযসা আসে।

  • @priyoprememotions
    @priyoprememotions 2 ปีที่แล้ว +21

    Congratulations dada for 200k subscribers 👏👏👏👏👏 dada ami আপনার প্রত্যেক টা ভিডিও দেখি। কারণ আমার মনেহয় জীবনের প্রত্যেক টা মুহূর্তে আমি নতুন কিছু শিখছি। ভবিষ্যতে হয়তো আপনার ভাব ধারায় আমি উত্তীর্ণ হয়ে উঠবো। এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। প্রণাম দাদা।🙏🙏🙏🙏🙏

  • @teyashadey6985
    @teyashadey6985 2 ปีที่แล้ว +62

    খুব সুন্দর বলেছো শতরূপ দা ❤❤❤❤ প্রতিটা কথা দারুণ যুক্তি দিয়ে খুব খুব খুব ভালো বলেছো ❤❤❤❤ তুমি তো সবসময়ই খুব ভালো বলো শতরূপ দা ❤❤

  • @rajansaha9928
    @rajansaha9928 2 ปีที่แล้ว +23

    দাদা আপনি এগিয়ে চলুন ❣️
    আর আমি মনে করি শিক্ষিত মানুষ হলে তারা আপনাদের পাশে আগেও ছিল, এখনো আছে, আর পরেও থাকবে ❣️❣️❣️

  • @shankardey9261
    @shankardey9261 2 ปีที่แล้ว +221

    বুদ্ধি জীবি রা কতটা হাওয়াই চটি র আশির্বাদ পুষ্ট তার সেন মহাশয়ের বক্তব্য তে পরিস্কার।

    • @tanushreechowdhury3065
      @tanushreechowdhury3065 2 ปีที่แล้ว +1

      Aj Janet city center 2 gechilam obhijasn dekhte .. rupankar k dekhlam so called buddhijibi j Kaberle Suman r somoye mukhe kulup etechilo r kono social political issue Teo Sarab honni Eder k kno Dake kono programed e bhogobaanjane eto Kiser bhoy

    • @santumondal5501
      @santumondal5501 2 ปีที่แล้ว

      Juta kule Mara Uchit nimnojibider

    • @barunrauth2580
      @barunrauth2580 2 ปีที่แล้ว +1

      Darun

    • @gopalsaha5732
      @gopalsaha5732 2 ปีที่แล้ว +1

      বুদ্ধিজীবী নয়, বলুন কলঙ্কজীবী।আগে সারা দেশে বাঙলা বুদ্ধিজীবীদের সন্মান ছিলো। এদের মধ্যে কবি, সাহিত্যিক, অভিনেতা, অভিনেত্রী এবং বিভিন্ন ধরনের মানুষ ছিলেন। এদের অধিকাংশই আজ জীবিত নেই।এরা অধিকাংশ বামপন্থী ছিলেন। কিন্তু কেউ রাজনৈতিক দলের পিছনে ঘুরত না বা কোনো রাজনৈতিক দল এদের পেছনে দৌড়তো না।গত দশবছর এ বাংলার যে অধঃপতন হয়েছে, সেটা এই কলঙ্কজীবীরাই দেখিয়ে দেয়।

    • @tanushreechowdhury3065
      @tanushreechowdhury3065 2 ปีที่แล้ว

      O r paltabena

  • @tapatighosh5705
    @tapatighosh5705 2 ปีที่แล้ว +9

    অসাধারণ বলেছো, বাস্তব সত্যকে সামনে এনেছো!এগিয়ে যাও শতরূপ আমরা সবাই তোমার সাথে, অনেক অনেক আশীর্বাদ নিও!

  • @mathzoneforever1517
    @mathzoneforever1517 2 ปีที่แล้ว +27

    সতরূপ দা এর বক্তৃতা যেদিন থেকে শুনতে শুরু করি সেদিন থেকে আমি তার ফ্যান হয়ে গেছি

    • @rajatghosh1557
      @rajatghosh1557 2 ปีที่แล้ว

      শতরূপ

    • @goutamkumarbhunia2391
      @goutamkumarbhunia2391 2 ปีที่แล้ว +2

      শতৱুপ দা লাল সেলাম
      তুমি সেনবাবু ও রায় বাবুর মুখে ঝামা ঘসে
      দিয়েছ

    • @goutamkumarbhunia2391
      @goutamkumarbhunia2391 2 ปีที่แล้ว +1

      শতৱুপ দা লাল সেলাম
      তুমি সেনবাবু ও রায় বাবুর মুখে ঝামা ঘসে
      দিয়েছ

  • @hydaralikhan6628
    @hydaralikhan6628 2 ปีที่แล้ว +22

    অসাধারন শতরুপ দা....👍👍👍👍👍

  • @souravmondal1563
    @souravmondal1563 2 ปีที่แล้ว +16

    2 লক্ষ সাবস্ক্রাইবার এর জন্য শুভেচ্ছা দাদা... সেই 1 হাজার থেকে তোমার পাশে আছি.

  • @susmitabiswas7211
    @susmitabiswas7211 2 ปีที่แล้ว +16

    শতরূপের সাথে ১০০% সহমত ।

  • @subhasgiri1177
    @subhasgiri1177 2 ปีที่แล้ว +36

    এই রকম অনুষ্ঠান আরো দরকার ।খুব ভালো

  • @alimuddinmolla9791
    @alimuddinmolla9791 2 ปีที่แล้ว +3

    লাল সেলাম শতরুপ দাএরকম বক্তব্য দেওয়ার জন্য

  • @riyachoudhury3444
    @riyachoudhury3444 2 ปีที่แล้ว +59

    হাজার মেসেজের মিলে চোখে পড়বে নাকি এই লেখাটা কাল বলেছিলাম আজও বলছি কাল হয়তো দেখোনি
    জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো খুব ভালো থাকো তুমি থাকলে আরও অনেক গুলো মানুষ ভালো থাকবে তোমার দিকে তাকিয়ে অনেক স্বপ্ন সাজিয়ে রেখেছে মানুষ তুমি সেই গুলোর হাল ধরবে বলে ☺ আরও একবার শুভ জন্মদিন

  • @maitrayeebarh4099
    @maitrayeebarh4099 2 ปีที่แล้ว +2

    আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনি অনেক মানুষের প্রতিনিধি স্বরূপ...যাদের মনের কথা অত্যন্ত পরিপাট্য ও বিস্তারিত তথ্য সহযোগে নির্ভিক ভাবে আপনি উপস্থাপন করার ক্ষমতা রাখেন। আপনার নির্ভিক ছেদহীন বাকপটুত্ব অক্ষত থাকুক

  • @atoz7478
    @atoz7478 2 ปีที่แล้ว +163

    আপনার মনের জোর কে কুর্নিশ জানায়।বামপন্থা আপনাকে এই সত্যি বলার ক্ষমতা প্রদান করে।

  • @debolinabiswas2994
    @debolinabiswas2994 2 ปีที่แล้ว +8

    খাঁটি সত্যি কথা বলেছে satarup da....

  • @ramkrishnamondal3615
    @ramkrishnamondal3615 2 ปีที่แล้ว +96

    কৌশিক সেন ও গোরুর রচনা বললেন।

    • @asitkumarsarkar8428
      @asitkumarsarkar8428 2 ปีที่แล้ว +7

      ঠিক ধরেছেন

    • @rajatghosh1557
      @rajatghosh1557 2 ปีที่แล้ว +2

      @@asitkumarsarkar8428 আপনিও ভালো
      সহমত করেছেন কমরেড ।

    • @asitkumarsarkar8428
      @asitkumarsarkar8428 2 ปีที่แล้ว +1

      @@rajatghosh1557 ♥️♥️♥️♥️♥️✊

    • @asitkumarsarkar8428
      @asitkumarsarkar8428 2 ปีที่แล้ว +2

      @@rajatghosh1557 আজকাল আর কথা হয় না

    • @rajatghosh1557
      @rajatghosh1557 2 ปีที่แล้ว

      @@asitkumarsarkar8428 কথা না হওয়ার
      কি আছে । যত যত বাম জাগবে - তত তত কথা হবে ।

  • @fakirchandhalder5884
    @fakirchandhalder5884 2 ปีที่แล้ว +6

    খুব ভালো লাগলো আলোচনা টা ।এই রকম আরো অনেক কিছু জানতে চাই।
    ধন্যবাদ বাটানগর পশ্চিমবঙ্গ ।

  • @uttamchakraborty5997
    @uttamchakraborty5997 2 ปีที่แล้ว +46

    রাজনৈতিক মত এক না হলেও, শতরূপ দার বক্তব্য ভীষন ভালো লাগে।

    • @avronaskar7216
      @avronaskar7216 2 ปีที่แล้ว

      Satarup da ekjon valo bokta, nissondehe, tobe saradeshe Kono Hindu bhai-bon morle tweet thake na, molla morle sathe sathe dukkho o hoy tweet'o hoy BJP chara onnya sob partir, tai Sobbai ke bollam, Saradeshe sorbotro BJP chhara goti nei...

  • @itachisales
    @itachisales 2 ปีที่แล้ว +16

    ভালো মানুষ হওয়ার দরকার নেই, রাজনীতিবিদরা atleast তোমার মতো একটু পড়াশোনা করুক, প্লীজ!

  • @pareshray6379
    @pareshray6379 2 ปีที่แล้ว +22

    বেশ ভালো লাগলো।শতরূপ ঘোষ খুব ভালো বলেছেন।

  • @sahanawazmondal9603
    @sahanawazmondal9603 2 ปีที่แล้ว +2

    শতরুপ দা আপনি আমাদের মনের কথা মানুযের কাছে পৌছে দিতেছো আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা ।

  • @RajuMajhi-tc9tx
    @RajuMajhi-tc9tx 2 ปีที่แล้ว +18

    শতরূপ দার যুক্তিপূর্ণ বক্তব্য,
    অনবদ্য।

  • @deepakroy9961
    @deepakroy9961 2 ปีที่แล้ว +2

    I have heard this debate speech of Comrade Satarup Ghosh which is so bold and dynamic.

  • @bijoydas7272
    @bijoydas7272 2 ปีที่แล้ว +16

    সাবাস শতরূপ, চালিয়ে যাও

  • @biswajitdey5376
    @biswajitdey5376 2 ปีที่แล้ว +3

    শতরুপ দা তুমি অনবদ্য। আমার কাছেও ভুল ভুল-ই, অন্যায় অন্যায়-ই, সে যেই করুক না কেন....
    লাল সেলাম 🚩

  • @piyasasau2433
    @piyasasau2433 2 ปีที่แล้ว +13

    গতকাল দেখেছি, অপেক্ষা করছিলাম আপনি কখন আপলোড করবেন ভিডিও টা.... বরাবরের মত আপনি দারুণ বলেছেন। আপনার বক্তব্য বেশ কয়েকবার repeatedly শুনেছি।

  • @sarifulkhan2174
    @sarifulkhan2174 2 ปีที่แล้ว +3

    অসাধারণ শতরূপ দা। উদাহরণ একদম বাস্তব, প্রতিটি পাড়ায় এরকম ছেলের দল আছে। 👌👌👌

  • @krishnachakraborty8632
    @krishnachakraborty8632 2 ปีที่แล้ว +9

    শতরূপের কথা খুব যুক্তি সঙ্গত। খুব সুন্দর বলেছেন।

  • @sujaybiswas4478
    @sujaybiswas4478 2 ปีที่แล้ว +3

    শতরূপকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি । দিন দিন ওর বক্তব্যের যুক্তি যেভাবে ধারালো তীক্ষ্ম হয়ে উঠছে না জানি আগামী দিনে ওর কাছে কেউ ভিড়তে পারে কি না !👌👌👏👏👏👏

  • @chowdharymostakmorsed241
    @chowdharymostakmorsed241 2 ปีที่แล้ว +59

    সেন কি TMC আমলের কোনো খারাপ কিছু দেখতে পেল না? নাকি সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে , চটিজীবি?

  • @devyanisardar8188
    @devyanisardar8188 2 ปีที่แล้ว +2

    সেরা সেরা শতরুপ দা.... অসাধারণ বলেছেন।।। চালিয়ে যাও , we are coming ❤️❤️

  • @mohiuddinmistry5119
    @mohiuddinmistry5119 2 ปีที่แล้ว +15

    খুব সুন্দর বলেছো... শতরুপ দা..Love you ♥️

  • @himanshumitra9287
    @himanshumitra9287 2 ปีที่แล้ว +9

    Satarup you are excellent speaker, salute

  • @babaimondal1022
    @babaimondal1022 2 ปีที่แล้ว +38

    শতরূপ দা জিন্দাবাদ

  • @harisadhanroy9858
    @harisadhanroy9858 2 ปีที่แล้ว +2

    অসাধারণ শতরূপ দা, মুখে ঝামা ঘষে দিয়েছো।

  • @BigGyangpt
    @BigGyangpt 2 ปีที่แล้ว +8

    খুব ভালো বক্তা শতরুপ দা , দারুন লাগে যখন ই শুনি।

  • @surajitgain9876
    @surajitgain9876 2 ปีที่แล้ว +1

    শতরূপদা অসাধারন।তুমি রাজনীতির উর্ধ্বে উঠে আজ পশ্চিম বাংলার সমস্ত যুবসমাজের কণ্ঠস্বর

  • @asifahammed6637
    @asifahammed6637 2 ปีที่แล้ว +30

    একটি লাইন ও বাদ দেওয়ার মতো নয়
    অসম্ভব সুন্দর

  • @nandinidasray
    @nandinidasray 2 ปีที่แล้ว +2

    Satarup, tumi amader future. Lal salam tomake. Natun suryodaya -r opekhhai roilam.

  • @dinabandhubiswas2258
    @dinabandhubiswas2258 2 ปีที่แล้ว +40

    গায়ের চাম কত মোটা এবং অসংবেদনশীল হলে একটা কৌশিক সেন হতে পারে ? ছিঃ !!

    • @biswajitdasgupta708
      @biswajitdasgupta708 2 ปีที่แล้ว +2

      Spineless Creature aykta .....😏😏😏

    • @RSarkar-zm1vb
      @RSarkar-zm1vb ปีที่แล้ว

      Oo ashole world's best choti chata nd worst person forever

  • @devilznik5595
    @devilznik5595 2 ปีที่แล้ว +3

    Shatarup Da is absolutely right and saying ground reality ..No one has guts to accept this fact .. Every locality has such group of youths mentioned by Shatarup Da.

  • @biswarupmandal2228
    @biswarupmandal2228 2 ปีที่แล้ว +14

    সতরূপ দার বক্তব্যে 'দাদা প্রথমে একজন মানুষ, তারপর একজন রাজনীতিবিদ ।'
    আর বাকিরা তো ভাত-কাপড়েই আটকে আছে ।
    চালিয়ে যাও দাদা । আর কিছু না হোক-
    কিছু মানুষ তোমাকে দেখে সততাকে জীবনের মূলধন ভাবতে শুরু করছে ।।

  • @nemaikumarmondal1396
    @nemaikumarmondal1396 2 ปีที่แล้ว +39

    শতরূপ ঘোষ রাজনৈতিকভাবে যাইহোক বাস্তবমুখী বলিষ্ঠ বক্তা হিসেবে অতুলনীয় 🙏

  • @mousumigangopadhyay6565
    @mousumigangopadhyay6565 2 ปีที่แล้ว +19

    খুব সুন্দর ভাবে বলেছো শতরূপ। তোমার মত ছেলেদের জন্য ই তো আমরা এখনও আশার আলো দেখি।

  • @avikbasu4546
    @avikbasu4546 2 ปีที่แล้ว +6

    অসাধারণ বক্তব্য পেশ কমরেড শতরুপ। লাল সেলাম।(কৌশিক বাবুর অবস্থান এই মুহূর্তে ধরি মাছ না ছুঁই পানি। পড়াশুনাটা উনি একা করেন নি! অতএব সবাইকে গুলিয়ে দেওয়ার অপচেষ্টা বন্ধ করূন)।।

  • @anujbaransarkar4442
    @anujbaransarkar4442 2 ปีที่แล้ว +32

    শতরুপের বক্তব্য 100 ঠিক, এবং অসাধারণ,

  • @animadutta7569
    @animadutta7569 2 ปีที่แล้ว +2

    শতরূপ তোমার জন্য থাকলো আমার অনেক অনেক আশীর্বাদ

  • @riyachoudhury3444
    @riyachoudhury3444 2 ปีที่แล้ว +35

    শতরূপ দা ❤❤

  • @Satyki
    @Satyki 2 ปีที่แล้ว +2

    ,পুরোটাই শুনলাম । শতরূপ অতুলনীয় ।

  • @sayanhalder9656
    @sayanhalder9656 2 ปีที่แล้ว +8

    অসাধারণ দাদা, প্রত্যেকটি লাইন যুক্তিসম্পন্ন ❤️❤️

  • @surajitghosh1844
    @surajitghosh1844 ปีที่แล้ว +1

    আমি একজন তৃণমূল কর্মী।। কিন্তু আমি বলতে বাধ্য হোচ্ছি শতরূপ দা আপনি একজন অসাধারণ বক্তা।।

  • @bongogappo38
    @bongogappo38 2 ปีที่แล้ว +39

    এমন চর্চাবাদ আসরের প্রয়োজন বর্তমান সমাজ সংস্কারে

  • @kanthalavijit1991
    @kanthalavijit1991 2 ปีที่แล้ว +3

    শতরূপ দা যখন কথা বলে তখন আমি মুগ্ধ হয়ে শুনি। অনবদ্য।

  • @youtubemix497
    @youtubemix497 2 ปีที่แล้ว +41

    সমস্যা একটা জায়গায়
    এই বাংলা রত্ন চেনেনা

  • @antarasur4361
    @antarasur4361 2 ปีที่แล้ว +1

    The best speaker...undoubtedly Satarup Ghosh....Always logical, informative , fact based kotha bolen..

  • @tapasmukherjeo683
    @tapasmukherjeo683 2 ปีที่แล้ว +3

    অপূর্ব শতরূপ ।
    Just mesmerized by your arguments added with the sublime Humour ।।
    The crowd is also to be appreciated to come out of the shackles n voting overhemly supporting the motion that the Violence is the rule of the present and totally encircled the present day rulers ।।

  • @animeshbhandari3703
    @animeshbhandari3703 2 ปีที่แล้ว +2

    Absolutely logical explanation. Salute you Satarupda. I have different opinion from the political perspective but I must say lalselam....I am your big fan

  • @suvamghosh7746
    @suvamghosh7746 2 ปีที่แล้ว +18

    Belated Happy Birthday Dada 🎂🚩

  • @teyashadey6985
    @teyashadey6985 2 ปีที่แล้ว +2

    Shatarup da 200k hoe geche❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰 congratulations shatarup da ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ onek onek onek valobasa ❤🥰❤🥰🥰❤🥰 evabei aro aro manush er kache tomar kotha gulo pouche jak...etai chai..❤🥰🥰❤ 200 k hoe geche please ekdin TH-cam live e eso please..sei kobe theke request korchi

  • @saibalc13
    @saibalc13 2 ปีที่แล้ว +39

    শুভ জন্মদিনের অনেক অনেক শুভকামনা শতরূপ। তোমার জীবনে এই দিনটা অনেক অনেক বছর ধরে আসুক প্রার্থনা রইল 🎂🍨💓

    • @biswanathdas5790
      @biswanathdas5790 2 ปีที่แล้ว

      Dr Kunal should say some lines about Sougata Roy for his narada connection

  • @alokedutta3939
    @alokedutta3939 2 ปีที่แล้ว +2

    সৌগতবাবুর উক্তি " কোলকাতা ক্লাবের সদস‍্যরা যে এতটা তৃণমূল বিরোধী এটা জানা ছিল না" এটাও ভরা সভায় সভ‍্যদের এক প্রকার থেট/ হুমকি। শতরূপ ভাই অসাধারণ, এগিয়ে চলো👍👍🇮🇳🇮🇳

  • @amitasarkar675
    @amitasarkar675 2 ปีที่แล้ว +3

    শতরূপ তুমি দারুণ বললে, সেন মহাশয় আর রায় মহাশয় মুখের ওপর জবাব পেয়ে কেমন যেন দিশাহারা হয়ে গেলেন। খুব ভালো লাগলো, তুমি ভালো থেকো। সংগ্রামী অভিনন্দন জানাই তোমাকে।✊❤️✊❤️✊❤️

  • @abdulwahabdorji1265
    @abdulwahabdorji1265 2 ปีที่แล้ว +2

    শতকোটি ধন্যবাদ শতরুপদা।

  • @tanay5398
    @tanay5398 2 ปีที่แล้ว +7

    24 : 53 এই সময়টাতে দর্শকদের প্রতিক্রিয়া টা সবচেয়ে অসাধারণ ছিল। 24: 53 হলো আলোচনার সবচেয়ে মূল্যবান মুহূর্ত।

  • @ramendramukherjee1364
    @ramendramukherjee1364 2 ปีที่แล้ว +1

    শতরূপ,তুমি ও তোমার মতো আর ও কজন ই বাংলার ভবিষ্যত ।এগিয়ে যাও।জয় নিশ্চিত।

  • @subhashreebanerjee5912
    @subhashreebanerjee5912 2 ปีที่แล้ว +6

    Congratulations Shatarup da 200 k subscribers complete...❤tomar 200 k complete hoyeche bole vison vison khusi ami...❤ Bolchi shatarup da ebar ekdin live e eso please...

  • @toofanilife9053
    @toofanilife9053 2 ปีที่แล้ว +2

    Red salute Shatarup Da।.A leader like like is very rare to find.You are incomparable Leader. Salute to you

  • @nmgodhulitv6935
    @nmgodhulitv6935 2 ปีที่แล้ว +15

    শতরূপের শেষের কথা গুলো তাৎপর্যপূর্ণ!

  • @samareshmallick880
    @samareshmallick880 2 ปีที่แล้ว +21

    সৌগত বাবুর বক্তব্য শুনে শুধু হাঁসি ছাড়া আর কিছুই পাচ্ছেনা। সাতুরুপ দা no1।