বন্ধু তুমি আইবারে বলে । ashraf udas । bangla new song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 เม.ย. 2018
  • song : bondhu tumi aybare bole
    album : mala badal
    singer : ashraf udas
    lyric & tune : hasan motiur rahman
    label : chenasur
    copyright : chenasur
    #বন্ধুতুমিআইবারেবলে
    #BondhuTumiAybareBole
    #ashrafUdas
    #banglaNewFolksong
    #FolkSong
    @VideoSong
  • บันเทิง

ความคิดเห็น • 1.8K

  • @nasimahmedimran5917
    @nasimahmedimran5917 2 ปีที่แล้ว +120

    এই গান টা আমি পাগলের মত খুজেছিলাম..সেই ছোট বেলায় আমার দাদা টেপ এ এই গান টা শুনতো আর বলতো...এই গানটার সাথে অনেক সৃতি জড়িয়ে আছে..২০ বছর পর শুনলাম।

    • @user-wb2cv8pf4w
      @user-wb2cv8pf4w 11 หลายเดือนก่อน

    • @nrcaptain2435
      @nrcaptain2435 6 หลายเดือนก่อน +1

      Hmmmmm ঠিক কথা বলছেন ভাই
      ❤❤❤❤❤❤

    • @jasimahmed6469
      @jasimahmed6469 6 หลายเดือนก่อน +1

      হুম

  • @humayunahmed1631
    @humayunahmed1631 3 ปีที่แล้ว +152

    এই গাণ টা ছোট বেলায় ক্যাসেটে যে কত বার শুনেছি তার কোন হিসাব নেই। যতই মডার্ন আর আধুনিক টাইপের গান রিলিজ হোক তবুও এই গাণ গুলো আসল স্রোতাদের মনে সারাজীবন জায়গা দখল করে থাকবে।

  • @selimahmmed381
    @selimahmmed381 ปีที่แล้ว +36

    এ গান গুলো শুনলে মনে পড়ে ২০০০ সনের কথা,তখন মোটামুটি বুঝি।আমার আব্বা একটি টেপরেকটার কিনেছিলেন।তখন বানিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা ক ও বাংলাদেশ বেতার ঢাকা খ থেকে এ সব গান শুনতাম।অনুরোধের গানের আসরে এ সব কালজয়ী গান গুলো বেশি করে অনুরোধ আসতো সবনময়।গ্রামের বাড়িতে শীতে সময়ও কাপতে কাপতে রাত ১০ টা পর পুরোনো দিনের গান শুনতাম।আজ এখন সে ই সোনালী সময়ের কথা মনে পড়ছে।মিস করছি সেই সময়টা আজীবন।

  • @uzzaltangailexpress1569
    @uzzaltangailexpress1569 2 ปีที่แล้ว +33

    ৯০ দশকের সবচেয়ে জনপ্রিয় গান।
    গান রিলিজের সময় আমি প্রাইমারির ছাত্র।
    তখনকার সময় গ্রামের বিয়ে, মুসলমানি সহ যাবতীয় অনুষ্ঠানে মাইকে যেনো এই গানটি সহ পুরো এলবাম এর গান গুলো ছিলো প্রধান আকর্ষণ।

    • @SMmylove-tr4lq
      @SMmylove-tr4lq 16 วันที่ผ่านมา

      আমিও প্রাইমারির ছাত্র ছিলাম

  • @ajmanhoque3108
    @ajmanhoque3108 5 หลายเดือนก่อน +33

    ২০ বছর আগে এই গানটা সবার মুখে মুখে শুনতাম,,অসাধারণ গান ২০২৪

  • @MixWorldbd
    @MixWorldbd 3 ปีที่แล้ว +106

    যেমন গীতিকার,তেমন সুরকার এবং গায়কী।সব কিছু মিলিয়ে অসাধারণ ❤❤❤❤❤

    • @prodipchandraray6987
      @prodipchandraray6987 2 ปีที่แล้ว

      অসাধারণ

    • @raheemaoman3112
      @raheemaoman3112 ปีที่แล้ว

      ধন্যবাদ গানটি গাওয়ার জন্য ভাইকে

  • @EducationalConversed1.0
    @EducationalConversed1.0 3 ปีที่แล้ว +60

    এই ধরনের গানের কথাগুলো মনে পরলে আমার কেন জানি কান্না আসে। চায়না থেকে অনেক দিন পরে গ্রামবাংলার গান শুনে দেশের প্রতি আবার প্রেমে পরে গেলাম।

  • @riponsarder7568
    @riponsarder7568 3 ปีที่แล้ว +92

    2020 থেকে কাদের পুরনো দিনের স্মৃতিতে ফিরে যেতে ইচ্ছা করে।

  • @user-xf2mg3go8n
    @user-xf2mg3go8n 2 ปีที่แล้ว +38

    এই গান গুলো সারাজীবন শুনলেও মন ভরবে না,,,,,মন চাবে শুনতেই থাকি,,,,,অমর হয়ে থাকুক সবার মাঝে এই গান গুলো,,,,,,🌷🌷🌷🌷

  • @abdullahaque9033
    @abdullahaque9033 2 ปีที่แล้ว +13

    যত ই। কম্পিউটার আধুনিক যুগে থাকি।।। পুরানো দিনের মধুর স্মৃতি। স্বাদ গন্ধটা তুলনা হয় না 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🍇

  • @user-gz6rd6ry7x
    @user-gz6rd6ry7x 3 ปีที่แล้ว +60

    আমার সবচেয়ে পছন্দের গান ও পছন্দের শিল্পি যদিও আমি এই প্রজন্মের।গানগুলো বুকে নাড়া দেয়, ছোট বেলায় ফিরে যাই

  • @shoebahmedmalek5425
    @shoebahmedmalek5425 3 ปีที่แล้ว +39

    আহারে গানটা শুনে মনটা ভরে গেল,এখনকার কিসের শিল্পী এদের সাথে কারো তুলনা হয় না

  • @user-zk5ee7tp7v
    @user-zk5ee7tp7v 4 ปีที่แล้ว +161

    এইসব শিল্পী কোথায় হারিয়ে গেলো,
    আগেকার গান গুলোই ছিল গান,
    আগের গান গুলোর সাথে,
    এখন কার গান গুলো কখনোই মিলবেনা,
    গানটি খুব ভালো লাগলো,

    • @ChenaSur
      @ChenaSur  4 ปีที่แล้ว +8

      ধন্যবাদ। আপনারাই প্রকৃত গানের শ্রোতা।

    • @mdatikul6073
      @mdatikul6073 2 ปีที่แล้ว +2

      0

    • @mdriaz3563
      @mdriaz3563 2 ปีที่แล้ว +1

      2022 এ শুনলাম খুব ভালো লাগলো

    • @user-qm7mq8el5c
      @user-qm7mq8el5c 4 หลายเดือนก่อน

      😂❤❤

  • @mdrubelislam1428
    @mdrubelislam1428 5 ปีที่แล้ว +973

    আমার বাপ চাচা আগে এসব গান শুনতো, আর আমরা খুব বিরক্ত বোধ করতাম। কিন্তু সময়ের সাথে সাথে এখন আমার সবচেয়ে পছন্দের তালিকায় এইসব গান।

  • @engineermd.ashikurrahmanee3177
    @engineermd.ashikurrahmanee3177 2 ปีที่แล้ว +24

    স্মৃতিময় গান, চোখ বুজলে গ্রাম গঞ্জের ছোট বেলার সকল স্মৃতি মনে পরে যায়। কোথায় সেই দিন গুলো,যখন আমাদের কোন চিন্তাভাবনা ছিলনা,নিজেকে সর্বদা স্বাধীন মনে হইতো।

  • @makkamadinna6091
    @makkamadinna6091 ปีที่แล้ว +13

    হাসান মতিউর রহমান
    মতি ভাই
    আমার সবচেয়ে প্রিয় একজন গীতিকার সূরকারদের মধ্যে একজন ।
    মতি ভাই এর কম বেশি সব গান গুলি দেখি এবং শুনি আমার খুবই ভালো লাগে

  • @yeasintapader8783
    @yeasintapader8783 5 ปีที่แล้ว +132

    ওয়াও! মন ছুয়ে যায়। আগেও শুনেছি। বিদেশ এসে অনেক কিছু মিস করছি।গান টা শুনে গ্রামে ফিরে গেলাম।

    • @ahmefvcf7011
      @ahmefvcf7011 2 ปีที่แล้ว

      আমি সব সময় শুনি

    • @nmohammod9501
      @nmohammod9501 2 ปีที่แล้ว

      আমি,মাহেমাজে,সুনি

    • @nmohammod9501
      @nmohammod9501 2 ปีที่แล้ว

      মাজেমাজে,সুনি

    • @isratjahan6504
      @isratjahan6504 2 ปีที่แล้ว

      @@ahmefvcf7011 p.

    • @azidbay6035
      @azidbay6035 2 ปีที่แล้ว

      7

  • @towhidulislam4451
    @towhidulislam4451 4 ปีที่แล้ว +163

    কত দরদি গান।।আমাদের বাংলা গানের মত এত ভালো গান বিশ্বের আর কোথাও নাই।।এই গানের কথা গুলো মন কে ছুয়ে যায়।

  • @Amzad936
    @Amzad936 9 หลายเดือนก่อน +26

    এই গানটা ছোট বেলাই শুনলাম।বাট এই গানের অর্থ বা মানে টা বুঝতাম না।তবে ২০২৩ সালে এসে এই গানটা আবারও শুনলাম।তবে এই গান টা শুনারপর যখন এই গানের সব অর্থ বুঝতে পারলাম।ঠিক তখনি আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল,প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্ত গুলো। এই গানটা শুনলে কেন জানি চখে পানি ধরে রাখতে পারি নাহ।সো সর্বশেষে একটি কথায় বলবো,আল্লাহ তুমি আমার প্রিয় মানুষ টাকে ভালো রেখো,সে যেখানেই থাকুক না কেন।আমার এই কমেন্টে যদি কেউ লাইক করে, তাহলে সেই নোটিফিকেশন পেয়ে আমি আবারো গানটি শুনতে আসবো।

  • @kadarmohammed3666
    @kadarmohammed3666 2 ปีที่แล้ว +18

    আশরাফ উদাশ ও মুজিব পরদেশির গান এবং আরো অনেক শিল্পি আছে যাদের গান শুনলে হৃদয় ছুয়ে জায়

  • @arafatyeasin3127
    @arafatyeasin3127 4 ปีที่แล้ว +121

    2020 সালে এসেও এই গান টা শুনছি.?
    সত্যি পুরোনো দিনের কথা গুলো মনে পরে যায়

  • @shamimzahir5989
    @shamimzahir5989 5 ปีที่แล้ว +26

    ছোটবেলায় এইসব গান মানুষের মুখে মুখে শুনতাম।আসলেই গানগুলো হৃদয়ছোঁয়া।

  • @ronyahmed5737
    @ronyahmed5737 ปีที่แล้ว +19

    আমার বাবার মুখে গানটা শুনতাম কতোই না ভালো লাগতো। আজ আমার বাবা নেই তোবু গানটা শুনলে আমার বাবার কথা খুব মনে পরে।

    • @midulgamerff7892
      @midulgamerff7892 5 หลายเดือนก่อน +1

      আমার আব্বাকে নিয়ে বসে শুনতাসি,, আলহামদুলিল্লাহ,, আল্লাহ সবার বাবা কে ভালো রাখুক।

  • @badhon00
    @badhon00 2 ปีที่แล้ว +45

    সাধনা ছাড়া যে তোমাকে পেয়ে যাবে সে কখনো বুঝবে না প্রিয় তোমার মূল্য!🖤
    যে গেছে এবং যার গেছে - এই দুইজন ছাড়া পৃথিবীতে একটা পাতারও কিছু যায় আসেনা। 💔

  • @akhar9033
    @akhar9033 5 ปีที่แล้ว +145

    কিছু কিছু গান হৃদয় সাথে মিসে জায়,,

  • @sogirhossain1979
    @sogirhossain1979 4 ปีที่แล้ว +23

    বাংলা গানের ঐতিহ্য এই গানগুলো। আজকালকার ছেলেমেয়েরা এই গানগুলোর মজা বুঝবে না।

    • @shawon9900
      @shawon9900 2 ปีที่แล้ว

      আমি এই জেনারেশন এর ছেলে এগুলো গান ছাড়া ভালোই লাগে না আমার

    • @mdfaijul837
      @mdfaijul837 6 หลายเดือนก่อน

      আমিও

  • @user-pi7fd3td3o
    @user-pi7fd3td3o 3 ปีที่แล้ว +29

    মরমি গান❤️❤️ছোটবেলার কথা মনে পরে যায়❤️কতই না মজার ছিলো সোনালি সেই দিন গুলি😥😥😥পাষানে মাথা ভাংলেও আর ফিরে পাবনা😴😴😴😴😴😴

  • @md.billalhossainmondal8999
    @md.billalhossainmondal8999 3 ปีที่แล้ว +9

    লেঙ্গটাকাল হতে শুনে আসতেছি, তবুও মন ভরেনা, যতবার শুনি ততবারই মনে হয় নতুন শুনছি।

  • @user-ne8oq2cm8u
    @user-ne8oq2cm8u 3 ปีที่แล้ว +35

    কালের স্রোতে এখনও মধুর গানগুলো হারায়নি। আপনারা মিডিয়াতে সব পুরনো গানগুলো নিয়ে আসেন।

  • @sumaiyaakter2581
    @sumaiyaakter2581 ปีที่แล้ว +9

    গানটি আজ অনেক শুনলাম। মন ভরে গেল। গানের কোন তুলনা হয়না।১৭-০৪-২০২৩.❤❤❤❤❤❤❤

  • @mdal-amin1433
    @mdal-amin1433 10 หลายเดือนก่อน +7

    ছোট বেলা থেকেই এই গানটা অনেক পছন্দের গান ছিলো । এখন বড় হয়ে আরো বেশি বেশি শুনি অনেক ভালো লাগে গানটা শুনতে

  • @alaminpandit243
    @alaminpandit243 3 ปีที่แล้ว +11

    বেচে থাকুক গানগুলো আমাদের অন্তরে....!

  • @badrulislam8962
    @badrulislam8962 6 ปีที่แล้ว +170

    গানটির গিতীকার, এবং যিনি গানটি গেয়েছেন দুজনাকেই অসংখ্য ধন্যবাদ। আবুধাবি থেকে।

    • @mdjosim1685
      @mdjosim1685 5 ปีที่แล้ว +2

      Badrul Islam

    • @mdhanifa6049
      @mdhanifa6049 3 ปีที่แล้ว

      আশরাফ উদাস

    • @jahidulmc7323
      @jahidulmc7323 3 ปีที่แล้ว +2

      গীতিকাৰ হাচান মতিউৰ ৰহমান
      সুৰঃ আৰসাফ উদাস
      শিল্পীঃ আৰসাফ উদাস

    • @develooperprince
      @develooperprince 2 ปีที่แล้ว

      Gaan er Giti kar amar barir Porshi.. tar gramer bari amar barir sathei

  • @md.shafiqulislam5351
    @md.shafiqulislam5351 4 ปีที่แล้ว +15

    বন্ধু আসে নাই, চলে গেলে কেউ ফিরে আসে না।নিজেই সেই। ধন্যবাদ আশ্রাফ ভাই ও হাসান মতিউর রহমান সাহেব কে। এই গানটি আজ মনে করিয়ে দেয় ১৯৯৬সালে গান টির কেসেট বাহির হয়।

  • @shakilhossen4931
    @shakilhossen4931 3 ปีที่แล้ว +10

    গানগুলো বেঁচে থাকবে মানুষের হৃদয়ে শত-শত বছর ধরে

  • @midwayenterprise2431
    @midwayenterprise2431 2 ปีที่แล้ว +9

    আশরাফ উদাস ভাইকে দেখেছি ১৯৮০ দশকে খুলনায় শেখ পাড়ায় আর খুলনার বিভিন্ন কলেজে নবীন বরন অনুষ্ঠানে । ঐ সময় ফোক গানের খুবই আকাল ছিল, যা ছিল চরম শুন্যতা,ঐ সময় তিনি মাঝে মধ্যে এই ফোক গানের ডালি নিয়ে আসতেন।

    • @mdridoy5740
      @mdridoy5740 ปีที่แล้ว

      Asraf udas to gaan suru korche 1986 sale..

  • @rzamanreallyniceplaserzama5407
    @rzamanreallyniceplaserzama5407 5 ปีที่แล้ว +93

    ছোটবেলায় বিয়ে বাড়ীতে এসব গান বাজানো হতো,, আর এখন হিন্দি গান বাজায়,,, এক কথায় অসাধারন।।

  • @user-hv1di1ej1x
    @user-hv1di1ej1x 5 ปีที่แล้ว +28

    আমি ছোট বেলায় শুনছি যত শুনি ততই ভালো লাগে।এখন মনে পরছে ছোট বেলার কথা"""""

    • @jahidolkhanjihad8856
      @jahidolkhanjihad8856 4 ปีที่แล้ว

      আমার বেশি মনে পরছে সেঅ ছোট বেলার কথা

    • @raheemaoman3112
      @raheemaoman3112 3 ปีที่แล้ว

      Good❤️❤️❤️

  • @mrrajib9950
    @mrrajib9950 3 ปีที่แล้ว +32

    আমি যখন ছোট ছিলাম, আমার মেজ কাকা রাতের বেলা প্রায় এটিসহ এই এলবামের সবগুলো গাইতো।
    হারিয়ে গেছে সেই সময়।

  • @user-tu5oc2kg5b
    @user-tu5oc2kg5b 4 ปีที่แล้ว +32

    আজ ১৬-০৮-২০২০ সাল, রোজ রবিবার আজিজিয়া বাজার থেকে গানটা শুনলাম

  • @aminulislam-hl5pt
    @aminulislam-hl5pt 5 ปีที่แล้ว +316

    আমি যখন তৃতীয় শ্রেনিতে পড়ি ১৯৯৬সাল। এই গানটাই প্রথমে হাইস্কুলে গাইছিলাম। আমাদের হেডস্যার ১ টাকা+ সহকারী স্যার ২ টাকা দিয়েছিল আমাকে। আমরা বন্দুরা সবাই মিলে ২৫ পয়সার চকলেট কিনে খাইছিলাম। তবে গানটা আমার অনেক প্রিয়।

    • @mdsaidulsaidul2872
      @mdsaidulsaidul2872 5 ปีที่แล้ว +3

      Fine

    • @hmabumucha5376
      @hmabumucha5376 5 ปีที่แล้ว +2

      wow

    • @mdabdussatter2469
      @mdabdussatter2469 5 ปีที่แล้ว +5

      আমিও তখন ১৯৯৬ সালে ক্লাশ থ্রীতে পড়তাম।

    • @aufauf6906
      @aufauf6906 5 ปีที่แล้ว +4

      মিনি চকলেট?

    • @sharifniceahmad.2592
      @sharifniceahmad.2592 5 ปีที่แล้ว +2

      আমিরল ইসলাম লিটন

  • @mdabulkalamazad5784
    @mdabulkalamazad5784 5 ปีที่แล้ว +93

    আমার অনেক প্রিয় একটি গান যা আমি নিজে গেয়েথাকি।সুখে এবং দুঃখে।

    • @kmabdullah8082
      @kmabdullah8082 5 ปีที่แล้ว +2

      Very interesting songs

    • @kalumia2729
      @kalumia2729 2 ปีที่แล้ว +1

      আমি সুমি গানটি খুব। আমার। জিবনের। সাতে মেচিং তাই। গুগুলে চা্রচ। দিয়ে সুনচি

    • @mdabulkalamazad5784
      @mdabulkalamazad5784 2 ปีที่แล้ว

      @@kmabdullah8082রাত্রে একা একা শুনলে আরো ভালো লাগে।

    • @mdabulkalamazad5784
      @mdabulkalamazad5784 2 ปีที่แล้ว

      @@kalumia2729 thank you very much... my dear brother.

    • @ahmefvcf7011
      @ahmefvcf7011 2 ปีที่แล้ว

      আপনি টিক আমার মতো

  • @mdjohirulislam5039
    @mdjohirulislam5039 7 หลายเดือนก่อน +2

    যুগের পরিবর্তনে হারিয়ে গেছে এমন গান.. হারিয়ে গেছে আশরাফ উদাস নামক শিল্পী 😢 আহা কি মায়া ভরা কন্ঠ.. বয়সটা যখন ১০ কিংবা ১১ তখন শুনতাম তখন গানের মানে বুঝতাম না.. এখন এই গান শুনলে মনে পড়ে সেই ছোট বেলার কথা.. মনে পড়ে গ্রাম বাংলার কথা.. কতোই না মধুর ছিলো সেই ছোট বেলা
    ৩/০১/২০২৪

  • @shakerahmed4913
    @shakerahmed4913 ปีที่แล้ว +5

    হাসান মতি ভাইয়ের যতটা গান শুনি সব গুলো হৃদয় নাড়িয়ে দেয়।অসাধারণ লেখনী শক্তি মতি ভাইয়ের।

  • @MasudBinRana
    @MasudBinRana 4 ปีที่แล้ว +119

    ছোট বেলায় শুনেছি। আজ ২৪ বছর পর আবার শুনলাম। কি মধুর সুর, শুধু শুনতেই ইচ্ছে করে। আপনি শুনছেন তো?

    • @kmdelwarhossain2130
      @kmdelwarhossain2130 4 ปีที่แล้ว +2

      হারানো দিন ফিরে পেলাম। বাংলার অসংখ্য বাউল গানের অসাধারন মেধাবী গীতিকার ও সুরকার বেচে থাকবে চিরকাল বাংলার গণমানুষের হৃদয়ের মনিকোঠায়।

    • @ronimolla8745
      @ronimolla8745 4 ปีที่แล้ว +1

      @@kmdelwarhossain2130 c,💕😪🇧🇬

    • @shohelarman3814
      @shohelarman3814 3 ปีที่แล้ว +1

      Yes

    • @rubelrana8223
      @rubelrana8223 3 ปีที่แล้ว +1

      Awesome

    • @anandadebnath4035
      @anandadebnath4035 3 ปีที่แล้ว +1

      @@kmdelwarhossain2130 eesssi

  • @nurulhoque2514
    @nurulhoque2514 5 ปีที่แล้ว +13

    মনের মাঝে দোলা দিয়ে যায় এমন গান, অনেক ভাল বাসা রইলো দুজনের জন্য।

  • @user-ie8mm4qi6x
    @user-ie8mm4qi6x 4 ปีที่แล้ว +9

    গ্রামে তখন ক্যাসেট প্লেয়ার খুব কম ছিল হাতে গোনা কয়েকটা, এদিক-সেদিক গানগুলো বাজতো সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, গ্রাম বাংলার সহজ-সরল ভাষায় নির্মিত এই গানগুলো চির অমর হয়ে থাকবে।

    • @user-vy9hc2hr1u
      @user-vy9hc2hr1u 7 หลายเดือนก่อน +1

      Aj purana sithi moneporegelo

  • @junedchy4265
    @junedchy4265 3 ปีที่แล้ว +6

    আহ!এই গান আমার প্রিয়দের মধ্যেই প্রিয়,
    শোনতেছি সিলেট কানাইঘাট বীরদল থেকে
    (28-07-2021 01:10pm)

  • @saifulislamkhanhridoy8436
    @saifulislamkhanhridoy8436 3 ปีที่แล้ว +6

    ৯০ দশক থেকেই শুনে আসছি আজও শুনি......
    love From South Africa 💞

  • @jahirulislam7702
    @jahirulislam7702 10 หลายเดือนก่อน +3

    শৈশবের স্মৃতি মনে পড়ে গেল❤বাপ চাচার গাইতো❤অসাধারণ গান যুগে যুগ বেচেঁ থাকবে❤🎉🎉🎉❤❤❤

  • @DicoveryUK
    @DicoveryUK 2 ปีที่แล้ว +8

    খুব মিস করছি সেই পুরোনো স্মৃতি গুলো কে,,

  • @steganography1168
    @steganography1168 ปีที่แล้ว +5

    এই পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন এই গান আমার হৃদয়ে জুড়ে থাকবে🌴

  • @sudipdas3560
    @sudipdas3560 ปีที่แล้ว +6

    মুজিব পরদেশী ইব্রাহীম আংকেল সুবিরন্দী দাদা আশরাফ উদাস ভাই এছাক সরকার বিচ্ছেদ এর কলি এই গুনি শিল্পীর গান গুলো সারাজীবন শুনবো

  • @mdyeasin4323
    @mdyeasin4323 3 ปีที่แล้ว +35

    26-01-2021 শীতের রাতে বসে বসে গানটা খুব মজা করে শুনলাম....!! বাংলাদেশ তুমি কতো ধন্য 🇧🇩🇧🇩

  • @brightshahofficial5907
    @brightshahofficial5907 3 ปีที่แล้ว +2

    লেংটা সময় আইস্ক্রিম ওয়ালার পিছনে দৌড়াতে দৌড়াতে এই গান শুনেছিলাম আজ সেসব কথা মনে পরছে। আসলে কিছু কিছু গানের মৃত্যু হইনা বেচে থাকে মানুষের অন্তঃস্থলে

  • @MrShofikul-ye3uv
    @MrShofikul-ye3uv ปีที่แล้ว +4

    আগামী একশো বছর পরেও মানুষ এই গানটা প্রিয় হয়ে থাকবে

  • @ujjolmia6812
    @ujjolmia6812 4 ปีที่แล้ว +8

    ছোট বেলার কথা মনে পরে গেল,,গানটা এখনও আমার সম্পুর্ণ মুখস্ত।

  • @kohinooralam241
    @kohinooralam241 4 ปีที่แล้ว +7

    ছোটবেলায় দেখতাম মামি খালারা দরজা লাগিয়ে সব গান শুনতে আর কান্না করত

  • @md.raselshek7204
    @md.raselshek7204 2 ปีที่แล้ว +5

    বাংলার পুরনো গানের কথা ও সুর ভাষা বোঝা যায়, এই সব গান গুলো সবার একবার হলেও শুনা উচিৎ। ♥️♥️

  • @abdullahaque9033
    @abdullahaque9033 3 ปีที่แล้ว +109

    2020 থেকে কাদের পুরনো দিনের স্মৃতিতে ফিরে যেতে ইচ্ছা করে।। ❤❤🌷🌹🌹😂😂😂😂😂😂😂😂😂😂

    • @drridoy7762
      @drridoy7762 3 ปีที่แล้ว +1

      ⌚👓🏡

    • @nihaakhter4055
      @nihaakhter4055 3 ปีที่แล้ว

      আমার

    • @arifarman2314
      @arifarman2314 2 ปีที่แล้ว +1

      আমার 2021 সালে😥😥😍😍😍

    • @rejaulkarim7622
      @rejaulkarim7622 2 ปีที่แล้ว

      থেকে

    • @rejaulkarim7622
      @rejaulkarim7622 2 ปีที่แล้ว

      খুব সুনদর চমৎকার অসাধারণ গান কন্ঠ সুর ধন্যবাদ জানাই আশরাফ উদাস ও হাচানমোতি ভাই কে আমি সোদি আরোব

  • @malaykumardas6463
    @malaykumardas6463 6 ปีที่แล้ว +45

    আরসাফ উদাস সা‌হে‌বের ক‌ন্ঠে অসাধারণ গান‌টি শু‌নে খুব ভা‌লো লাগলো।উনার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ক‌রি।

  • @MdKamal-xb8eb
    @MdKamal-xb8eb 5 ปีที่แล้ว +7

    মাটি ও মানুষের গান, গানের কথা ও সুরে যেন মাটির স্পশ্ লেগে আছে, এক কথায় অসাধারন

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 4 ปีที่แล้ว +4

    এই গান শুনে অন্তর জুড়ায় আমার অনেক ভালো লাগে এই গানটা আমি প্রায় সময় শুনি যখন একা থাকি তখনই গানটা শুনে আমার ভালো লাগে

  • @JahangirAlom-lw1hb
    @JahangirAlom-lw1hb ปีที่แล้ว +2

    এই গাণ টা ছোট বেলায় ক্যাসেটে যে কত বার শুনেছি তার কোন হিসাব নেই। যতই মডার্ন আর আধুনিক টাইপের গান রিলিজ হোক তবুও এই গাণ গুলো আসল স্রোতাদের মনে সারাজীবন জায়গা দখল করে থাকবে।
    16

  • @mdmainuddinkodu1238
    @mdmainuddinkodu1238 5 ปีที่แล้ว +5

    আসলেই গানটা অসাধারন,শুনলে মনটা শিতল হয়ে যায়

  • @banglafunnyandnews157
    @banglafunnyandnews157 3 ปีที่แล้ว +4

    Hasan স্যারের গান শুনলে মন টা ভরে যায়।

  • @armanaksh8479
    @armanaksh8479 3 ปีที่แล้ว +7

    এই গানটা আমার বাবা এখনো গায়
    যখন দহ্মিনা বাতাস বয়❤❤❤
    আমরা সবাই শুনি

  • @nihaakhter4055
    @nihaakhter4055 3 ปีที่แล้ว +4

    হঠাৎ করেই এই গান টার কথা মনে পড়ে গেলো। আমরা ফুফুর মুখে আগে এই গান টা শুনতাম ভালোই লাগতো 😪😪😪 কতো বছর হয়ে গেছে গানটার ২০২১ সালে ও শুনি

  • @user-dm1qw2dk6f
    @user-dm1qw2dk6f 5 ปีที่แล้ว +11

    আমি ও কথা দিয়ে রাখতে পারিনি।এটাই জিবনে সবচেয়ে বড় কষ্ট।

  • @niranjanbarman3875
    @niranjanbarman3875 ปีที่แล้ว +5

    কত শুনলাম তবু মন ভরে না চোখে জল চলে আসে

  • @Techpial
    @Techpial 9 หลายเดือนก่อน +2

    ১৯৯৭ সালে যখন প্রথম শ্রেনীতে পড়ি তখন চাচাতো কাকার ক্যাসেটে গানটি প্রথম শোনা।প্রতিদিন রাতের বেলা কাকা গানটি বাজাতো।খুব পছন্দের গান আমার।বহুদিনপর আবার শুনলাম।।

  • @salmankabirsiddique5099
    @salmankabirsiddique5099 4 ปีที่แล้ว +39

    বন্ধু তুমি সুখে থাকবা বলে,
    আমি প্রবাসেতে আইলাম চলে,
    বন্ধু আমার কষ্ট তুমি বুজলানারে ।

    • @ahadmia9290
      @ahadmia9290 4 ปีที่แล้ว +1

      Vai small but informative..

    • @abusayeed4971
      @abusayeed4971 3 ปีที่แล้ว +2

      বুঝতে পারবে না তাদের মন বলে কিছু নাই

    • @SS.SAKIB583
      @SS.SAKIB583 3 ปีที่แล้ว +2

      ধন্যবাদ

  • @somoyerkotha4015
    @somoyerkotha4015 2 ปีที่แล้ว +4

    গানের ভাষাগুলো শুনে কলিজা যেন ছিড়ে যায়।।

  • @sabbirrhaman6790
    @sabbirrhaman6790 5 ปีที่แล้ว +6

    আমি অনেক ছোট বেলায় শুনেছি,এখনো মাঝে মাঝে শুনি খুব ভাল লাগে

  • @GAANADDABINODON
    @GAANADDABINODON 3 ปีที่แล้ว +2

    অসাধারণ একটি গান। আশরাফ উদাসের এই গানটি আমার খুবই প্রিয় গান

  • @sumaiyaakter2581
    @sumaiyaakter2581 ปีที่แล้ว +6

    রাত ১ টা বাজে কিন্তু ঘুমাতে ইচ্ছে করে না বার বার শুনতেছি।

    • @ALAMINALAMINJOB-lv5mo
      @ALAMINALAMINJOB-lv5mo 8 หลายเดือนก่อน

      আপনার ফোন নাম্বার টা দেয়া যাবে

    • @Skyxshine
      @Skyxshine 3 หลายเดือนก่อน

      Shami bidesh naki

  • @50banglatv
    @50banglatv 4 ปีที่แล้ว +3

    দোহারের পদ্মার দৃশ্য কল্পনায় চোখে ভেসে উঠে এই গানে

  • @rsmediabd3335
    @rsmediabd3335 2 ปีที่แล้ว +4

    বাংলা গানের ঐতিহ্য, কত মধুর ছিলো তখনকার গানের কথাগুলো মন জুড়িয়ে আসে। ৭/৭/২০২২ তারিখে কমেন্ট করে গেলাম,

  • @motaharhossen5452
    @motaharhossen5452 2 ปีที่แล้ว +2

    কতবার যে গানটি শুনেছি তার হিসাব নাই, যতবারই শুনেছি ততবারই মুগ্ধ হয়েছি অসাধারণ লেখনী অসাধারণ গায়কী।

  • @mdismailhossain2744
    @mdismailhossain2744 3 ปีที่แล้ว +2

    আমার সোনার বাংলাদেশ কত যে মজার দেশ তা এই দুর পরদেশে না আসলে হয়তো এতো ভালোভাবে উপলব্ধি করতে পারতামনা, এই গানগুলো শুনলে, প্রিয় মাতৃভূমির প্রতি আকর্ষন বহুগুণ বেড়ে যায়,,

  • @badhanrishi9248
    @badhanrishi9248 3 ปีที่แล้ว +4

    আগের গানের মাঝে অনেক আভেগ আছে,,,, এখন কার গানে কোন আভেগ নাই ,,,,

  • @golamfaruk7524
    @golamfaruk7524 3 ปีที่แล้ว +6

    ছোট বেলা শুনেছি।
    এখনো শুনতে ভালো লাগে।

  • @mahatabislammohasin8545
    @mahatabislammohasin8545 ปีที่แล้ว +1

    প্রায় ২০ বছর পর গানটি শুনছি আমরা দুজনে।
    ২০ বছর আগের নিজেকে ভাবছি,
    মনে হচ্ছে সময় কত দ্রুত চলে যায়.....
    আশরাফ উদাস ভাইকে মহান আল্লাহ সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক।

  • @jamalsheikh4506
    @jamalsheikh4506 3 หลายเดือนก่อน +2

    ২০২৪ এ কমেন্ট করে গেলাম, খুব ভালো ছিল আগের সময় গুলো

  • @sekhkabir2075
    @sekhkabir2075 6 ปีที่แล้ว +71

    হাসান মতিউর স্যার কে হাজারো সালাম.

    • @hafsjsg2883
      @hafsjsg2883 5 ปีที่แล้ว

      sekh kabir ৃীটওসতকআশ

    • @user-vr8zi5qv7t
      @user-vr8zi5qv7t 5 ปีที่แล้ว

      sekh kabir হাসান সাহেব গান আমার খুব ভালো লাগে

  • @user-us9gn5ci3v
    @user-us9gn5ci3v 5 ปีที่แล้ว +7

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 বাংলা গান সোনার মাজা টাই আলাদা

  • @skkafayetkhan3149
    @skkafayetkhan3149 2 ปีที่แล้ว +2

    পুরাতন গানগুলো সত্যি অসাধারণ। তাছাড়া আশরাফ উদাসের গান অনেক দারুণ।

  • @mujahidkhandakar1837
    @mujahidkhandakar1837 8 หลายเดือนก่อน +1

    ছোট বেলায় টেপ রেকর্ডারে এসব গান শুনছি।
    বড় মামা,ছোট মামা শুনতো।
    গান গুলা দারুণ এখনো 🤗❤️

  • @tufazzalhussainsumon4306
    @tufazzalhussainsumon4306 5 ปีที่แล้ว +5

    অসম্ভব প্রিয় একটা গান, আমার মন খারাপের সময় শুনি...........

  • @vipirp6977
    @vipirp6977 3 ปีที่แล้ว +88

    বিশ বছর আগে শুনেছি আমার বড় আপা কে যখন নায়ুর আনতে গিয়েছিলাম নৌকা করে। আমার বড় ভাই নৌকায় টেপ লাগায় আর এই সেই গান বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বানদিলাম নদী কুলে ।সত্যি নদীতে নৌকা ঠিক চলে কিন্তু এই গান আর চলে না।আমি যতবার শুনি ততবার এই গানের প্রেমে পড়ি এই গান অমর হয়ে থাকুক সবার মাঝে

    • @mediaplatform4892
      @mediaplatform4892 2 ปีที่แล้ว +2

      এখনকার ছেলেমেয়েরা এসব গানকে ক্ষ্যাৎ বলে, কিন্তু এই গানের মর্ম তারা বুঝবে না।

    • @humjalhossain3485
      @humjalhossain3485 2 ปีที่แล้ว

      আপনাদের বাসাটা কই??

    • @biplopvibiplopvi5805
      @biplopvibiplopvi5805 2 ปีที่แล้ว

      Hmmm💕💕💕

    • @hossain182alman6
      @hossain182alman6 2 ปีที่แล้ว

      আপনার স্মৃতি এই মেসেজের মাধ্যমে অমর হয়ে থাকবে।

    • @likhonahmed580
      @likhonahmed580 2 ปีที่แล้ว

      সেরা!

  • @rubelsheikh6024
    @rubelsheikh6024 14 วันที่ผ่านมา +1

    আহ্ কি সুন্দর গান গেয়ে ছিল এই শিল্পীরা গানের মাঝে অর্থ ছিল। আর এখন কার শিল্পীরা কি গান গায় তা সে নিজেও জানে না । আমি এ যুগের মানুষ হয়ে ও সেই যুগের গান শুনি কত ভালো লাগে গানগুলা কি চমৎকার গান কলিজা গেঁথে যায়।

  • @siyammusic1747
    @siyammusic1747 2 ปีที่แล้ว +1

    আমাদের বাংলা গানের মত এত ভালো গান বিশ্বের আর কোথাও নাই।

  • @mdraton6528
    @mdraton6528 ปีที่แล้ว +3

    ৩০ বছর আগে যেমন কন্ঠ ছিল এখনো তেমন।

  • @ImranHussain-ht7kr
    @ImranHussain-ht7kr 5 ปีที่แล้ว +10

    আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা এই গান গাইতেন ভাসির শুর দিয়ে । সুনতাম

    • @929bashir
      @929bashir 3 ปีที่แล้ว

      প্রাণটা আবারও জুড়িয়ে গেল ।

  • @mitoncb1231
    @mitoncb1231 3 ปีที่แล้ว +8

    অসাধারন গান প্রাইমারি স্কুলে যখন পরতাম তখন শুনতাম এখনকার গান শুনলে মেজাজ খারাপ হয়ে যায়

    • @abukawsar7706
      @abukawsar7706 3 ปีที่แล้ว

      সঠিক কথা বলছেন ভাই

    • @hannankobiraz8625
      @hannankobiraz8625 3 ปีที่แล้ว

      @@abukawsar7706 qq1q1q

  • @shahidullah6431
    @shahidullah6431 2 ปีที่แล้ว +2

    কি গানরে ভাই। এইসব গান শুনলে সেই দূরন্ত শৈশবের কথা মনে পড়ে যায়। সেই দিনকি আর ফিরে আসবে??

  • @mdbahar829
    @mdbahar829 5 ปีที่แล้ว +12

    আমার ছোট বেলার গান শুনে ভালো লাগলো

  • @JohirulIslam-zp1ou
    @JohirulIslam-zp1ou 5 ปีที่แล้ว +3

    অসাধারণ সৃষ্টি গান শুনলে মন ছুঁয়ে যায়,,,ছোট বেলা থেকেই আজ অবধি শুনছি,,,,,

  • @anowarhossin4903
    @anowarhossin4903 4 ปีที่แล้ว +5

    এই গানটি আমার আশরাফ উদাস স্যারের কন্ঠে সরাসরি শোনার সৌভাগ্য হয়েছিলো একটি স্টেজ প্রোগ্রামে।

  • @ibrahimakashasif8468
    @ibrahimakashasif8468 2 ปีที่แล้ว +6

    আমার চাচাতো বুনের বিয়েতে,এই গান বর্যাত্রীরা মাইক বাজিয়ে আসছিলো, তখন আমি অনেক ছোট?