মানুষ অনেক বড় বিপদে পড়ে গেছে যারা আগে পাসপোট বানাইছে তারা কারণ আইডি কাডের কোন কিছু ঠিক নাই বিশেষ করে রেমিটেন্স কমে যাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কছে বিশেষ আকুল আবেদন ওনি যেন এই বিষয় টা সহজ করে দে। নাহয় দেশে বেকার বেড়ে যাবে আইডি কাড গুলো যেন সহজে সংশোধন করতে পারে বা MRP পাসপোট টা যেন খোলা রাখে। ধন্যবাদ।
মহাপরিচালক সাহেব এসি রুমে বইসা বইসা মানুষের কথা চিন্তা করেন বিদেশগামীদের জন্য পাসপোর্ট রি ইস্যু করা সহজ করে দিন যা দিয়ে পাসপোর্ট করা হয়েছে তা দিয়ে রি ইস্যু করে দেন হাজার হাজার প্রবাসী এ সমস্যায় দেশে পড়ে আছে আর আপনারা আছেন আইন নিয়ে আইন করা হয় দেশের জনগণের সুবিধার জন্য সেই আইন যদি অসুবিধা হয় তাহলে সেই আইন প্রয়োজন নেই
প্রত্যেকটা জীবন্ত মানুষই তার স্বপরিচিতি বহন করে। পরিচয়পত্রের স্বত্ব হচ্ছে নিরাপত্তা। প্রতিটা মানুষের নিরাপত্তার অধিকার আছে। রাষ্ট্রের উচিত ব্যাক্তির প্রয়োজনীয় ডকুমেন্টকে গুরুত্ব দিয়ে ভুল হয়ে যাওয়া তথ্য সংশোধন করে দেয়া, বিষয়টা অত্তান্ত মানবিক এবং এর সমাধান যত দ্রুত করবেন, রাষ্ট্রের জন্য ততই মঙ্গল। প্রয়োজনে ডিএনএ কোড সংযোজন করতে পারেন। সেটা সর্বোচ্চ নিরাপত্তা বহন করবে। (অবশ্যই নাম,চেহারা, পেশা, শিক্ষা, মাতা-পিতা, ঠিকানা থাকবে কিন্তু এ গুলো মুখ্য বিষয় নয়। একজন মৃত ব্যাক্তিকে স্বতন্ত্র ভাবে সনাক্ত করতে এগুলো কোনো কাজে আসবে না) অতএব ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে, প্রধান নিরাপত্তা চিহ্ন হলো - ডিএনএ কোড, রেটিনা প্রিন্ট, ফিঙ্গার প্রিন্ট, রক্তের গ্ৰুপ, বয়স ও আরো এমন একক নিরাপত্তা বহন করে কোনো প্রতীক থাকলে সেগুলো এন্ট্রি করা। কোনো কিছুর দোহাই দিয়ে মানুষকে হয়রানি করা, নিজেদের বিষয়ের উপর অজ্ঞতা জাহির করার সমান। ধন্যবাদ।
আমি একজন ভুক্তভোগী। আইডি কার্ডের সাথে পাসপোর্টের একটু গরমিল। আট বছর সিঙ্গাপুর প্রবাস জীবন শেষ করে দেশে এসে আমার পাসপোর্ট রেনিউ করতে পারিনি। সে ক্ষেত্রে আমার বিদেশ গমন অনিশ্চিত। যেখানেই যাই লক্ষ টাকা ঘোষ দাবিদার। এখন আমি দেশে বসে থাকলে লক্ষ টাকা মাসে রেমিট্যান্স বাংলাদেশে আসবে না। আমার বাস্তব জীবন বিপন্ন। আইনের প্যাচে আমরা সাধারণ মানুষ। সত্যি এই দেশের প্রতি গৃণা ও ধিক্কার যনাই।
NID এবং পাসপোর্টে মিল নেই। তাই এখন পাসপোর্ট নবায়ন করা যাচ্ছেনা। এদিকে ছুটিও শেষ হয়ে এসেছে। এখন যদি কর্তৃপক্ষ কোনো বিকল্প নিয়ম চালু না করে।বিদেশে যাওয়া আর হবেনা।ফলে একটা পরিবার চরম অভাবে পরতে পারে।😭
আমরা ইউরোপের সব দেশের পাসপোর্ট সংশোধন চাই যে কোনোর কিছুর মূল্যে আমরা বাঁচতে চাই আমাদের ফ্যামিলি দের বাঁচাতে চাই এবং আমাদের দেশকে আরো রেমিটেন্স দিতে চাই🙏🙏😭
সত্যিই বলতে কেউ বিশ্বাস করবেন কিনা জানিনা, এই ভূল গুলো সম্পূর্ণ ইচ্ছাকৃত ও খামখেয়ালির ফল। এই ভূল গুলোর মাধ্যমে বেহিসাবি কিছু অর্থ এইসব অফিসার আর দালালদের পকেটে যায় 😖😖
অবশ্যই, এটা চিন্তা করলেই বুঝা যায়। সরাসরি সঠিক করে দিলে তাদের অবৈধ বাড়তি আয়টা আর থাকছে না। যেমন এখন থেকে অনলাইনে যে সকল আবেদন গুলো হবে সেখানে তারা ভুল করতে পারবে না। জমা টাকাটা সরাসরি রাজকোষে জমা হবে। এ কাজে নিয়োজিত থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় অফিসের কর্মীরা। আলাদা কোনো কর্মী দরকার নাই। এ জন্য ইচ্ছাকৃত জনগণকে ভোগান্তিতে ফেলে যেমন খুশি তেমন টাকা আমদানিতে ব্যাস্ত। আমাদের দেশে কয়টা মানুষ সঠিক শিক্ষায় শিক্ষিত? ইচ্ছা করে কেউ ভুল করে? ইচ্ছাকৃত হলে সংশোধনের আবেদন করতো না। যারা করে তাদের ২-৩ টা পরিচয় পত্র আছে /ছিল। নির্বাচন কমিশন খুব ভালো করেই সেটা জানে।
আল্লাহ সবাইকে হেদায়েত ও সাহায্য দান করুন।দেশের উন্নয়নমূলক কাজগুলো স্বপ্ন পূরণ হচ্ছে এখন দেশের নানা রকম অপরাধ অপকর্ম বন্ধ করতে হবে।অতীত বর্তমানকে নিধারিত করে আর বর্তমান ভবিষ্যকে নিধারিত করে।আমরা অতীতে ছিলাম শিক্ষিতভাবে সুন্দর দেখতে শুদ্ধভাবে ভদ্রভাবে করে মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে,টাকা ক্ষমতা,চাকরি,পদ আদায় করা অনিয়ম-দুর্নীতির ঘুষ,প্রতারণা করা,নাম বিক্রি করে চাঁদাবাজি অবৈধভাবে দখল,নেশা চুরি,ধোঁকাবাজি,নোংরা অসভ্য খারাপ জাতি আমরা।দেশ পেলাম ভালো মানুষগুলো পেলাম অমানুষ।দোষ খারাপদের না দোষ আমাদের আমরা অন্যায় করার সুযোগ দিয়ে থাকি তাই তারা সুযোগ পায়।আমরা ভয়ে জুলুমের অত্যাচারের জন্য প্রতিবাদ করি না। তাই তারা সুযোগ পেয়ে থাকে তা কাজে লাগায়। যে ক্ষমতায় আসুক না কেন সবাই টাকা পদ বড় চেয়ার,ও ক্ষমতা চাকরির জন্য পেরেশানিরে। দেশের ও সাধারণ জনগণের গরীব অসহায় দুঃখী, নিরীহ মানুষের কি হলো তা দেখার সময় নেই।দেশ সেবা পরে আগে নিজের স্বার্থ জন্য কাজ করে। মুখে বলি ডিজিটাল উন্নয়ন কথা বলি তাই অন্য দেশ থেকে পিছিয়ে।পূর্বপুরুষরা যদি ১৫০/২০০ বছরের পরিকল্পনায় অনুযায়ী কাজ করতো শৃঙ্খলা নিয়মকানুন কঠোরভাবে আইন করতো তাহলে দেশে কোন অপরাধ করতে সাহস পেতো না দেশ আরো এগিয়ে যেতো।আমরা শিক্ষা শিক্ষিত দেশ প্রেমিক হতে পারলাম না।আমরা শিক্ষায় শিক্ষিত রুপে অশিক্ষিত অসভ্য অমানুষ।সিসিটিভি,গোয়েন্দাদের আড়ালে,কত কিছু হয়।আসলে আমাদের অতীত ছিলো অনিয়ম-দুর্নীতির খারাপ তো আমরা কিভাবে ভালো হবো।কোন জবাবদিহিতা নাই চাকরি হারানো ভয় নাই তাই যা খুশি তা করতে পারে। দেশ বিদেশে সম্পদে পাহাড় করেছে বিলাসিতা ভাবে ছেলেমেয়েররা চলাফেরা করছে। স্বজনপ্রীতি করছে। কেউ দেখার নেই। যারা দেখবে তারা জড়িত থাকে নানা রকম অপকর্মের সাথে। যেই ক্ষমতায় আছে ছিলো বা আসবে তারা কেউ বাংলাদেশ কে ভালো করতে পারবে না কেননা আমরা জনগণ হলাম সবচেয়ে খারাপ তাই আল্লাহ আমাদেরকে এমন রাখছে। যদি আমাদের দেশের সকল সেক্টর সততা ভাবে দেশের জন্য ও দেশের অসহায় গরীব মানুষের কষ্ট বুঝে কাজ ও সেবা করতো তাহলে দেশে কোন অপরাধ,অনিয়ম-দুর্নীতির,নিয়ম কানুন নষ্ট হতো না বিশ্বাস রাখুন। সরকার জনগনের কষ্ট টাকা দিয়ে থাকে দেশ ও দেশের অসহায় মানুষে সেবা করতে। ৮০% অসাধু আগে নিজের সেবা পরে দেশের সেবা।সকল জায়গায় হচ্ছে বেশিরভাগ অনিয়ম-দুর্নীতির চুরি হচ্ছে নিয়মশৃঙ্খলা মতো কাজ করছে না।কেউ যদি কোন ছোট বড় অপরাধ করতে ভয় পায় তার জন্য,আমাদের কঠোর আইন করতে হবে আইনের প্রতি শ্রদ্ধা করতে হবে।টেকনিক্যাল আধুনিক ভাবে সব কিছু সকল জায়গায় সঠিকভাবে বিশ্লেষণ করে নতুন সিস্টেমের আওতায় আনতে হবে। গ্যাস বিদ্যুৎ পানি ওয়াসা সহ সকল উন্নয়নমূলক বড় ছোট কাজগুলো ১৫০/২০০ বছরের জন্য পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে টেকসই মানের করতে হবে তার জন্য সেনাবাহিনীর ইন্জিনিয়ার সাথে পরামর্শ করে কাজ করতে হবে। সেনাবাহিনী ও র্যাব সদস্য হলো জনগণের বন্ধু। নিরাপদ সড়ক,অলিগলি ও গ্রামীণ রাস্তা ঘাটে ১২লাইনের প্রশস্ত করতে হবে তাহলে দুর্ঘটনা কম হবে।আন্ডারপাস রাস্তা ও বাস ট্রেন নৌযান দখলমুক্ত অবস্থা ভালো করতে হবে আধুনিক শক্তিশালীভাবে।সাধারণ জনগণের যেন হয়রানি পেরেশানি ভোগান্তি না করতে হয়।সকল পরিবহন নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে চলতে হবে।খাদ্য শিক্ষা স্বাস্থ্য নামে যে অনিয়ম-দুর্নীতির হয়রানি পেরেশানি ভোগান্তি হয় তা বন্ধ করতে হবে।দেশে আধুনিক ভাবে শক্তিশালী টেকসই মানের সেবা ব্যবস্থা করতে হবে কেউ যেন চিকিৎসা করাতে বিদেশে না যায়।খাদ্য জন্য ভিক্ষা করতে না হয়।শিক্ষা করে যেন কেউ অমানুষ জানোয়ার অসভ্য না হয়।সবাই যেন শিক্ষায় শিক্ষিত হয় ও দেশে প্রেমিক হয়।সকল খারাপ মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। সব কিছু সঠিকভাবে নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে কাজ ও চলাফেরা করতে হবে। দেশ প্রেমিক হতে হবে।মাদকসহ যতো খারাপ কাজ হয় যেখানে অপরাধ অনিয়ম-দুর্নীতির অপকর্মে লিপ্ত জড়িত সেখানে প্রতিবাদ করতে হবে। কঠোরভাবে বিচার করতে হবে। পুটিমাছদের ধরে লোকদেখানো জন্য পরে যে লাউ সে কদু।রুইকাতলা বেঁচে যায় চোখের আড়ালে।সাময়িক বরখাস্ত,বদলি,তিন দল বিশিষ্ট কমিটি করতে করতে মূল হোতাদের আসল অপরাধীদের সিস্টেমের জন্য সিনিয়রদের জন্য ধরা যায় না তাই এইসব বন্ধ করতে হবে। র্যাব দিয়ে তদন্ত করা। এমপি,মন্ত্রিসহ সকল সরকারি বেসরকারি স্বায়িত্বশাসিত প্রশাসনের অফিসে কমকর্তা ও কলেজের ছাত্রদের ৪মাস সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলক দেশ প্রেমিক হতে হবে তারপর দেশ ও দেশের নিরীহ গরীব দুঃখী মানুষের কষ্ট বুঝে কাজ করতে হবে,,
আমি মনে করি মহামান্য পরিচালকের উচিত সবাইকে MRP থেকে NID তে যাওয়ার সুযোগ করে দিলে ভালো হয় যাদের MRP সবকিছু ঠিকঠাক আছে তাঁরাই NID তে অটো সংযোজন হতে পারে এবং MRP উনুযায়ী NID server অটো কারেকশন হয়ে যাবে that is Final and last সুযোগ সবার জন্য MRP এবং NID links automatically যে কোন একটি সঠিক থাকলেই Done and Lock for permanently এই ক্ষেত্রে যত গোঁজামিল আছে সব ঠিক হয়ে যাবে
একদম ইচ্ছে করে ভুল করে টাকা খাওয়ার জন্য । আমার পরিবারের সকলের হাতে লেখা জন্ম সনদে ভূল না থাকলেও অনলাইন জন্ম সনদে পদে পদে ভুল আর এই ভূল সংশধনের জন্য প্রত্তেকের ডিসি অফিস পর্যন্ত যেতে হচ্ছে । আর টাকা ও সময় নষ্টো হচ্ছে।
একদম ইচ্ছে করে ভুল করে টাকা খাওয়ার জন্য । আমার পরিবারের সকলের হাতে লেখা জন্ম সনদে ভূল না থাকলেও অনলাইন জন্ম সনদে পদে পদে ভুল আর এই ভূল সংশধনের জন্য প্রত্তেকের ডিসি অফিস পর্যন্ত যেতে হচ্ছে । আর টাকা ও সময় নষ্টো হচ্ছে।
@@abdulsalamabdulsalam5462 এখানে অটোপাশের কথা কেন বললেন? অটোপাশ তো এবার হয়েছে, যারা এখনো বিশ্ববিদ্যালয়েই ভর্তি হয়নি। বলতে পারতেন অযোগ্য অদক্ষ জনবল সুপারিশে সরাসরি নিয়োগের ফলে এ অবস্থা হয়েছে
আমার পাসপোর্টে শুধু শাকিল দেওয়া আমি আমার পাসপোর্ট গিভেন নেম বসাতে চাই,গিভেন নেম না থাকার কারণে আমার বিদেশে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এখন এটা সংশোধন ও করতে পারতেছিনা।
জারা চাকরি জিবি আছেন তাদেরকে ছাটাই করে ভাল পশিক্কন পাপ্ত লোক বসান তাহলেই ঠিক হবে এরা মোনে হয় অটো পাশ করা লোক তানাহলে কিভাবে ক য়ের জায়গায় ব আর বয়ের জায়গায় ম এসব বসায় সারে বলদ মারকা লোক বসাইছে টাকা খাইয়া নতুন করে ইন্টারভিউ জোগ্গ লোক বাছাই করা হোক
আমি পুলিশকে ঘুশ দিতে পারিনাই দেখে আমার সমস্ত পেপার আটকে রাখা হয়েছে এই বিচার কাকে দিমু বলবেন কেউ আমায়😥😥😥😥😭এই দেশের পুলিশ অনেক খারাপ ঘুশ খোর চোর ডাকাত কোনো বিচার নাই এদের😭😭💔🥺
আমার SSC সার্টিফিকেট দিয়ে পাসর্পোট করেছি কিন্তু কষ্ট হচ্ছে এই ভেবে যে কিছু গাধার বাচ্চা কর্মকর্তা টাইপিস্ট নিয়োগ দিয়েছে ছাগলের বাচ্চা কে,আর কি দেখে দেখে টাইপ করছে বাবার নাম ভূল, মায়ের নাম ভূল ।যখন আমি কম্প্লেন করলাম তারা বলেন পরে ঠিক করে নিতে পারবেন।আর এখন আমার কাছে দাবি করছে ২০/২৫ হাজার টাকা হলে ৭ দিনে ঠিক করে দিবে।এখন বিপদ আরো বাড়ছে সেটি হল চীফ জুডিসিয়াল এর মাধ্যমে স্বতায়িত করে নিতে হবে সব ডকুমেন্ট। আবার সেখানেও টাকা চায়।আসলে কি আমরা ডিজিটাল বাংলাদেশে বাস করি নাকি ডিজিটাল চু*ন খাওয়ার দেশে বসবাস করি বুঝলাম না। কি বলেন আপনারা ভূল কিছু কি বল্লাম।
অসাধারণ সংবাদ! গোটা অফিসের পয়সা খাবার বিরাট সুযোগ তৈরীর করে দেয়া হয়েছে।এই সুযোগে পাসপোর্ট অফিসের পাহারাদার পর্যন্ত কোটিপতি হয়েছে, আর তেনারা সংকট বলছেন?
MRP পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলাম। কোন পরিবর্তন করিনি। আমার সব কিছু সঠিক থাকার পরে mrp passport পাচ্ছি না। সিলেটে পাসপোর্ট অফিসে গিয়েছিলাম আর ঢাকা আগারগাঁও পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। কোন লাভ হয়নি বরং হয়রানি হয়েছি। সরকারের কাছে আমাদের জোরালো দাবী। আমাদেরকে বিদেশে যেতে দেয়ার অনুমতি দেওয়া হক। যেহেতু আমরা বিদেশ থেকে এসে পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলাম। আর সময় মত বিদেশে যেতে না পারলে, আমাদের অনেক বড় ক্ষতি হবে। এর দায় কে নেবে।
ভাই আমি কোন দেশে এখনো যাইনাই, আমার পাসপোর্টে সমস্যা হল আমার নাম ও বয়স আমার সাটিফিকেট ও আইডি কাডের সাথে মিল নাই, এখন আমি কি করতে পারি ভাই, আমি অর্নাসে পড়ি আইডি কাড হওয়ার আগে পাসপোর্ট বানাইছি।
এই রকম সমস্যা হাজার হাজার মানুষের তাঁর মধ্যে আমিও এক জন আমার পাসপোর্টের বয়সের সাথে আইডি কার্ডের বয়সের মিল নাই।দেশে ছুটিতে আসছিলাম তিন মাসের জন্য দুই মাস চলে গেছে দৌড়াতে দৌড়াতে পাসপোর্ট নবায়ন করতে পারতেছিনা।আমি এক জন শক্তিশালী দরবেশ চাইতেছি পাইতেছি না সিলেট জেলার মধ্যে যদি এরকম শক্তিশালী দরবেশ থাকেন আমাকে ইনবক্সে যোগাযোগ করবেন।
আমি মালেশিয়া হাই কমিশনের মাধ্যমে আমার পাসপোর্ট করতে দিয়ে ছিলাম, আজ ৬মাস হলো আমর পাসপোর্ট এখনো পর্যন্ত নাকি মালেশিয়া আসে নাই, অন লাইনে চেক দিলে বলে দেখায় বাংলাদেশে আছে, আমি নিজে তিন বার হাই কমিশনে গিয়েছি, উনাদের ব্যাবহার দেখে মনে হয় আমরা কোন মানুষের জাতের মধ্যে নয়,আমাদের কুকুর বেড়াল মনে করে এরা , গেইটের সামনে ২/৪ জন মালেশিয়া লোক আছে তাদের দিয়ে বাংলাদেশি লোকজন কে মারে তারা, আমার বিসার মেয়াদ শেষ এখন ২ মাস হয়,আমি এখন কাকে দোষ দেব,পাসপোর্টর জন্য আমার বিসা পেলাম না, তবে আসার কথা হলো আমরা আমার পাসপোট নাকি একজন দালান ৭দিনের মধ্যে দিতে পারবেন তবে তাকে ৫০০রিংগিত দিতে হবে, এই হল আমার সোনার বাংলাদেশ
৫ ম শ্রেনী পাশ লোকবল দিয়ে এইরকম গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করালে তার পরিনতি তো এমনটা হওয়ার ই কথা,,,,,,, সরকারের উচিত এসব গুরুত্বপূর্ণ দপ্তরে শিক্ষিত,প্রকৃত দেশপ্রেমিক নিয়োগ দেওয়া। প্রয়োজনে কঠিন স্পাই এজেন্ট এর তত্যাবধায়নে নির্বাচিত ব্যাক্তিদের নিয়োগ দেওয়া।
আমার SSC সার্টিফিকেট দিয়ে পাসর্পোট করেছি কিন্তু কষ্ট হচ্ছে এই ভেবে যে কিছু গাধার বাচ্চা কর্মকর্তা টাইপিস্ট নিয়োগ দিয়েছে ছাগলের বাচ্চা কে,আর কি দেখে দেখে টাইপ করছে বাবার নাম ভূল, মায়ের নাম ভূল ।যখন আমি কম্প্লেন করলাম তারা বলেন পরে ঠিক করে নিতে পারবেন।আর এখন আমার কাছে দাবি করছে ২০/২৫ হাজার টাকা হলে ৭ দিনে ঠিক করে দিবে।এখন বিপদ আরো বাড়ছে সেটি হল চীফ জুডিসিয়াল এর মাধ্যমে স্বতায়িত করে নিতে হবে সব ডকুমেন্ট। আবার সেখানেও টাকা চায়।আসলে কি আমরা ডিজিটাল বাংলাদেশে বাস করি নাকি ডিজিটাল চু*ন খাওয়ার দেশে বসবাস করি বুঝলাম না। কি বলেন আপনারা ভূল কিছু কি বল্লাম।
ভাই জান আমার বাসা রাজশাহী নওগাঁ,, মাদারচোদেরা,,, অশিক্ষিত মুর্খের দল,,,, গান্জা খেয়ে টাইপ করে,,,দিয়েছে রাজশাহী বিভাগ,, ঢাকা জেলা,,বরিশাল থানা,,এখন আমি সংশধন করতে গিয়েছি আমার পাসপোর্ট পেনডিং এ ফেলাই রাখছে,,১৫ দিনে বের হওয়ার কথা ৬ মাস হলো হাতে পাইলাম না,
পাসপোর্ট অধিদপ্তরের ও এ ডি র কাছে দৃষ্টি করছি আমাদের পাসপোর্ট সংশোধনের সুযোগ করে দিন। কিছু কিছু ভাল কাজের জন্য, কিছু মানুষের চোখে খারাপ হতে হয়।আল্লাহ আপনার ভাল করবে🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
আমি মাধ্যমিক পাস সনদপত্র ও জন্ম নিবন্ধন কাগজ দেওয়ার পরও,, তারা আমার ভোটার আইডি কার্ডের নাম ভুল করেছে,, কিন্তু পাসপোর্ট ঠিক আছে,,, কথা হচ্ছে জানে শুনে ভোটার আইডি কার্ডের নাম ভুল করার কারণ হচ্ছে অদক্ষ কিছু কর্মকর্তা-কর্মচারী নির্বাচন অফিসে নিয়োগ দেওয়ার ফলে,, আপনারা কি মনে করেন
কষ্ট করে আমার কথা গুলা একটু শুনবেন... আমি ওমান প্রবাসি.. আমার পাসপোর্ট এর মেয়াদ শেষ হওয়ার কারনে আমি দেশে এসে পাসপোর্ট রিনিউ এর জন্য চিন্তা করি.. পরে দেখি আমার আইড়ি কার্ড এর নাম এর সাথে পাসপোর্ট এর নামের একটু অমীল আছে.. পরে আমি আমার আইড়ি কার্ড এর নাম টা পাসপোর্ট এর মত করে চেঞ্জ করি.. যাতে কোন যামেলা না হয়... করার পর পাসপোর্ট রিনিউ করতে দি. ১৯-০১-২০২২ এ... তার পর থেকে আমি ৭ বার পাসপোর্ট অফিসে যাই এবং আজ ৫ মাস এর কাছাকাছি আমার পাসপোর্ট এখনো আসেনাই... কবে আসবে তাও জানিনা... এর মধ্যে আমার ওমান এর যে ভিসা ছিলো ওইটার মেয়াদ চলে গেছে... এখন একমাত্র পাসপোর্ট এর কারনে আমি আর ওমান ওই ভিসায় যেতে পারবো না... এটার দ্বায়ভার কে নিবে? আমি নতুন ভিসায় যেতে হলে আমার আবার ৩ লক্ষ টাকার মত লাগিবে। আর সবচেয়ে বড় কথা হলো আমার পাসপোর্ট কবে আসবে আদো আসবে কিনা সেটাও জানিনা... পাসপোর্ট না আসলে আমার জিবন শেষ কারন আমি একজন প্রবাসি... দুঃখের বিষয় আজ এগুলা দেখার কেউ নেই।।।।
এই গুলো মানুষ নিজে তৈরী করছে,তাদের নাম ঠিকানা সঠিকভাবে দেয়নি,তাই এখন সমস্যা পরছে,যেমন নাম জেরিন,লেখেছে ফ্যাশন করে নাম দিছে,জেরী,ঠিকানা পাবনা,লেখেছে ঢাকা,এলা বুঝো ঢেলা,😄😄😄
যেহেতু জন্মদিন নিবন্দন এর তথ্য এখন অনলাইনে সংরক্ষণ করে রাখা আছে সেহেতু NID & Birthday certificate উভয় টির যেকোনো একটি দিয়ে পাসপোর্ট করার সুযোগ থাকা উচিত. নয়তো এই জটিলতার কোনই অবসান নেই.আর তথ্য সংশোধন করলে বাহিরের দেশের বিমানবন্দরে মারাত্মক বিপদে পড়ার সম্ভভাবনা অনেক বেশী.
Jodi nid te problem take 20 er besi boyos taile sudu jonmo sonod dye pasport kra jabe na? jader certificate nai tara ki krbe? Jodi online jonmo sonod tar kno mullo na take taile r oi ta online krar dorkar ki
না ভিসা দিবে। কোনো সমস্যা হবে না। কারন আইডি কার্ড দিয়ে বিদেশ যাবে না। যাবে তো পাসপোর্ট দিয়ে তাই ভুল সংশোধন করতে দেয়া হোক এটাই ভালো। ভুল তো হতেই পারে সাভাবিক।
মানুষ অনেক বড় বিপদে পড়ে গেছে যারা আগে পাসপোট বানাইছে তারা কারণ আইডি কাডের কোন কিছু ঠিক নাই বিশেষ করে রেমিটেন্স কমে যাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কছে বিশেষ আকুল আবেদন ওনি যেন এই বিষয় টা সহজ করে দে। নাহয় দেশে বেকার বেড়ে যাবে আইডি কাড গুলো যেন সহজে সংশোধন করতে পারে বা MRP পাসপোট টা যেন খোলা রাখে। ধন্যবাদ।
সেটাই ভালো হবে আমিও আটকে গেছি এই জন্য
আমি আটকে আছি
ভাই MRP পাসপোর্ট কি বন্ধ?
আটকে আছি আমিও।যেভাবে আছে সেভাবে রিনু করেও দেয়না।আবার কারেকশন ও করে দেয় না।অথচ ৫৪ হাজারে রোহিঙ্গা বাংলা পাসপোর্টে সৌদি গিয়ে ধরা খাইছে।
পাসপোর্ট এর বরাবর করে এনআইডি সংশোধন করার জন্য একবার সুযোগ দেওয়া উচিত সরকারকে
আসলে আমাদের দেশের আরেক নাম ভোগান্তী
মহাপরিচালক সাহেব এসি রুমে বইসা বইসা মানুষের কথা চিন্তা করেন বিদেশগামীদের জন্য পাসপোর্ট রি ইস্যু করা সহজ করে দিন যা দিয়ে পাসপোর্ট করা হয়েছে তা দিয়ে রি ইস্যু করে দেন হাজার হাজার প্রবাসী এ সমস্যায় দেশে পড়ে আছে আর আপনারা আছেন আইন নিয়ে আইন করা হয় দেশের জনগণের সুবিধার জন্য সেই আইন যদি অসুবিধা হয় তাহলে সেই আইন প্রয়োজন নেই
Right
Right
Right
আপনার কথা ঠিক
Right bro 🥰🥰🥰🥰🥰
বর্তমানে শুধু পাসপোর্ট অফিস নয় গোটা বাংলাদেশের সকল প্রসাসনিক কার্যক্রমই অবৈধ।
ধন্যবাদ
রাইট কথা
Right ❤
right
পাসপোর্ট সংশোধন করার জন্য সুযোগ দেওয়া হোক,, যারা আমার সাথে একমত কোমেন্ট করে সবাই কে জানাই দেন
উপযুক্ত প্রমাণের ভিত্তিতে সংশোধন করতে দিলে হাজারো মানুষ উপকৃত হবে। এতে করে পাসপোর্ট এর মান ও থেকে ঠিক থাকবে। তাই যত দ্রুত সম্ভব সবার জন্য চালু করা হোক
তাতে দালালদের আয় রোজগার থাকবে না আর সাথে থাকবে না খবরদারি
Right
@@nupurersobdho3349 সেইটাই হওয়া উচিত
Right
প্রত্যেকটা জীবন্ত মানুষই তার স্বপরিচিতি বহন করে। পরিচয়পত্রের স্বত্ব হচ্ছে নিরাপত্তা। প্রতিটা মানুষের নিরাপত্তার অধিকার আছে। রাষ্ট্রের উচিত ব্যাক্তির প্রয়োজনীয় ডকুমেন্টকে গুরুত্ব দিয়ে ভুল হয়ে যাওয়া তথ্য সংশোধন করে দেয়া, বিষয়টা অত্তান্ত মানবিক এবং এর সমাধান যত দ্রুত করবেন, রাষ্ট্রের জন্য ততই মঙ্গল। প্রয়োজনে ডিএনএ কোড সংযোজন করতে পারেন। সেটা সর্বোচ্চ নিরাপত্তা বহন করবে।
(অবশ্যই নাম,চেহারা, পেশা, শিক্ষা, মাতা-পিতা, ঠিকানা থাকবে কিন্তু এ গুলো মুখ্য বিষয় নয়। একজন মৃত ব্যাক্তিকে স্বতন্ত্র ভাবে সনাক্ত করতে এগুলো কোনো কাজে আসবে না) অতএব ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে, প্রধান নিরাপত্তা চিহ্ন হলো - ডিএনএ কোড, রেটিনা প্রিন্ট, ফিঙ্গার প্রিন্ট, রক্তের গ্ৰুপ, বয়স ও আরো এমন একক নিরাপত্তা বহন করে কোনো প্রতীক থাকলে সেগুলো এন্ট্রি করা।
কোনো কিছুর দোহাই দিয়ে মানুষকে হয়রানি করা, নিজেদের বিষয়ের উপর অজ্ঞতা জাহির করার সমান। ধন্যবাদ।
দেশে পাসপোর্ট সংশোধন জন্য সুযোগ দিতে হবে হাজার হাজার মানুষ এটা জন্য খুব বিপদে পড়ে আছে
আমি নিজেও ভোগান্তিতে আছি
আমি ও একমত
সহমত ভাই আমার পাসপোর্ট অনেক বড় সমস্যা
Thik bolecen.
আমিও ভাই বিপদে পড়ে আছি
রেমিট্যান্স যোদ্ধাদের একটা সুযোগ দেয়ার দরকার। যাতে করে তাঁদের বিভিন্ন কাগজপত্র ঠিক করতে পারে।
আমি একজন ভুক্তভোগী। আইডি কার্ডের সাথে পাসপোর্টের একটু গরমিল। আট বছর সিঙ্গাপুর প্রবাস জীবন শেষ করে দেশে এসে আমার পাসপোর্ট রেনিউ করতে পারিনি। সে ক্ষেত্রে আমার বিদেশ গমন অনিশ্চিত। যেখানেই যাই লক্ষ টাকা ঘোষ দাবিদার। এখন আমি দেশে বসে থাকলে লক্ষ টাকা মাসে রেমিট্যান্স বাংলাদেশে আসবে না। আমার বাস্তব জীবন বিপন্ন। আইনের প্যাচে আমরা সাধারণ মানুষ। সত্যি এই দেশের প্রতি গৃণা ও ধিক্কার যনাই।
ভাই আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার আইডি কার্ড ঠিক করতে হবে🥰 এইরকম সমস্যা আমারও হয়ছিলো
@@sifatmahammud8864আপনি কি করছিলেন পরে, আমার ও একই সমস্যা ভাই
NID এবং পাসপোর্টে মিল নেই। তাই এখন পাসপোর্ট নবায়ন করা যাচ্ছেনা। এদিকে ছুটিও শেষ হয়ে এসেছে। এখন যদি কর্তৃপক্ষ কোনো বিকল্প নিয়ম চালু না করে।বিদেশে যাওয়া আর হবেনা।ফলে একটা পরিবার চরম অভাবে পরতে পারে।😭
আফসোস আমরা পাকিস্তান থেকে দেশ স্বাধীন করতে পারল কিন্তু বাংলাদেশের অদক্ষ জনবল থেকে দেশ বাঁচাতে পারলাম না 🙏 এই ভোগান্তি টা যুগ যুগ ধরে চলছে???
R parbo bole mone o hy na bhai
Khub dukkho jnok😭
আমরা ইউরোপের সব দেশের পাসপোর্ট সংশোধন চাই যে কোনোর কিছুর মূল্যে আমরা বাঁচতে চাই আমাদের ফ্যামিলি দের বাঁচাতে চাই এবং আমাদের দেশকে আরো রেমিটেন্স দিতে চাই🙏🙏😭
X
,,
Kv......llllll,,,,,
V
যেই জায়গায় ঘুশের জন্য পাসপোর্ট দেয়না পুলিশ কিভাবে বিদেশ যামু কন ভাই😭
উপযুক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে সকল পাসপোর্ট সংশোধন করার সুযোগ থাকা দরকার,এতে পাসপোর্টের মান ও ঠিক থাকবে
right
🌺সফল তো সেই ব্যক্তি যে আল্লাহর ভয়ে নিজেকে🌺 শুধরে নিয়েছে ❤️
- সূরা শামস । আয়াত : ০৯
আমার কোন সমস্যা নাই তার পরেও আমার
পাসপোর্ট 9 মাস হইছে এখনও আসেনি
আল্লাহর গজব পড়বে পাসপোর্ট অধিদপ্তর এর উপর
Hasinar opor gojob porba
পাসপোর্ট অফিসে গজব পরলে আপনার পাসপোর্ট পাবেন কিভাবে? 😀😀
Hasita thamate parchina
@@juelrana645 qqqqqqqqqqqqqqq, ,..
Got mine 2day..yahooooooo itsa 2 months wait...no dalal no 3rd party....hm.m
ধন্যবাদ ভাই আপনার চ্যালেনকে এই ভিডিও দেওয়ার জন্য।।
সত্যিই বলতে কেউ বিশ্বাস করবেন কিনা জানিনা, এই ভূল গুলো সম্পূর্ণ ইচ্ছাকৃত ও খামখেয়ালির ফল। এই ভূল গুলোর মাধ্যমে বেহিসাবি কিছু অর্থ এইসব অফিসার আর দালালদের পকেটে যায় 😖😖
Right
অবশ্যই, এটা চিন্তা করলেই বুঝা যায়। সরাসরি সঠিক করে দিলে তাদের অবৈধ বাড়তি আয়টা আর থাকছে না। যেমন এখন থেকে অনলাইনে যে সকল আবেদন গুলো হবে সেখানে তারা ভুল করতে পারবে না। জমা টাকাটা সরাসরি রাজকোষে জমা হবে। এ কাজে নিয়োজিত থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় অফিসের কর্মীরা। আলাদা কোনো কর্মী দরকার নাই। এ জন্য ইচ্ছাকৃত জনগণকে ভোগান্তিতে ফেলে যেমন খুশি তেমন টাকা আমদানিতে ব্যাস্ত। আমাদের দেশে কয়টা মানুষ সঠিক শিক্ষায় শিক্ষিত? ইচ্ছা করে কেউ ভুল করে? ইচ্ছাকৃত হলে সংশোধনের আবেদন করতো না। যারা করে তাদের ২-৩ টা পরিচয় পত্র আছে /ছিল। নির্বাচন কমিশন খুব ভালো করেই সেটা জানে।
@@humanbrain5707 আপনার পরিচয় পত্র কয়টা? ভুক্তভোগী হলে তখন ঠিকই বুঝতেন😖
@@yasinrubel625 ভাই, বাংলা বুঝেন ? কি লিখলাম আর, কি রিপ্লাই করলেন ?
আমার কোনো পরিচয় পত্র নাই। বেঁচে গেছি।
রাইট
আল্লাহ সবাইকে হেদায়েত ও সাহায্য দান করুন।দেশের উন্নয়নমূলক কাজগুলো স্বপ্ন পূরণ হচ্ছে এখন দেশের নানা রকম অপরাধ অপকর্ম বন্ধ করতে হবে।অতীত বর্তমানকে নিধারিত করে আর বর্তমান ভবিষ্যকে নিধারিত করে।আমরা অতীতে ছিলাম শিক্ষিতভাবে সুন্দর দেখতে শুদ্ধভাবে ভদ্রভাবে করে মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে,টাকা ক্ষমতা,চাকরি,পদ আদায় করা অনিয়ম-দুর্নীতির ঘুষ,প্রতারণা করা,নাম বিক্রি করে চাঁদাবাজি অবৈধভাবে দখল,নেশা চুরি,ধোঁকাবাজি,নোংরা অসভ্য খারাপ জাতি আমরা।দেশ পেলাম ভালো মানুষগুলো পেলাম অমানুষ।দোষ খারাপদের না দোষ আমাদের আমরা অন্যায় করার সুযোগ দিয়ে থাকি তাই তারা সুযোগ পায়।আমরা ভয়ে জুলুমের অত্যাচারের জন্য প্রতিবাদ করি না। তাই তারা সুযোগ পেয়ে থাকে তা কাজে লাগায়। যে ক্ষমতায় আসুক না কেন সবাই টাকা পদ বড় চেয়ার,ও ক্ষমতা চাকরির জন্য পেরেশানিরে। দেশের ও সাধারণ জনগণের গরীব অসহায় দুঃখী, নিরীহ মানুষের কি হলো তা দেখার সময় নেই।দেশ সেবা পরে আগে নিজের স্বার্থ জন্য কাজ করে। মুখে বলি ডিজিটাল উন্নয়ন কথা বলি তাই অন্য দেশ থেকে পিছিয়ে।পূর্বপুরুষরা যদি ১৫০/২০০ বছরের পরিকল্পনায় অনুযায়ী কাজ করতো শৃঙ্খলা নিয়মকানুন কঠোরভাবে আইন করতো তাহলে দেশে কোন অপরাধ করতে সাহস পেতো না দেশ আরো এগিয়ে যেতো।আমরা শিক্ষা শিক্ষিত দেশ প্রেমিক হতে পারলাম না।আমরা শিক্ষায় শিক্ষিত রুপে অশিক্ষিত অসভ্য অমানুষ।সিসিটিভি,গোয়েন্দাদের আড়ালে,কত কিছু হয়।আসলে আমাদের অতীত ছিলো অনিয়ম-দুর্নীতির খারাপ তো আমরা কিভাবে ভালো হবো।কোন জবাবদিহিতা নাই চাকরি হারানো ভয় নাই তাই যা খুশি তা করতে পারে। দেশ বিদেশে সম্পদে পাহাড় করেছে বিলাসিতা ভাবে ছেলেমেয়েররা চলাফেরা করছে। স্বজনপ্রীতি করছে। কেউ দেখার নেই। যারা দেখবে তারা জড়িত থাকে নানা রকম অপকর্মের সাথে। যেই ক্ষমতায় আছে ছিলো বা আসবে তারা কেউ বাংলাদেশ কে ভালো করতে পারবে না কেননা আমরা জনগণ হলাম সবচেয়ে খারাপ তাই আল্লাহ আমাদেরকে এমন রাখছে।
যদি আমাদের দেশের সকল সেক্টর সততা ভাবে দেশের জন্য ও দেশের অসহায় গরীব মানুষের কষ্ট বুঝে কাজ ও সেবা করতো তাহলে দেশে কোন অপরাধ,অনিয়ম-দুর্নীতির,নিয়ম কানুন নষ্ট হতো না বিশ্বাস রাখুন। সরকার জনগনের কষ্ট টাকা দিয়ে থাকে দেশ ও দেশের অসহায় মানুষে সেবা করতে। ৮০% অসাধু আগে নিজের সেবা পরে দেশের সেবা।সকল জায়গায় হচ্ছে বেশিরভাগ অনিয়ম-দুর্নীতির চুরি হচ্ছে নিয়মশৃঙ্খলা মতো কাজ করছে না।কেউ যদি কোন ছোট বড় অপরাধ করতে ভয় পায় তার জন্য,আমাদের কঠোর আইন করতে হবে আইনের প্রতি শ্রদ্ধা করতে হবে।টেকনিক্যাল আধুনিক ভাবে সব কিছু সকল জায়গায় সঠিকভাবে বিশ্লেষণ করে নতুন সিস্টেমের আওতায় আনতে হবে।
গ্যাস বিদ্যুৎ পানি ওয়াসা সহ সকল উন্নয়নমূলক বড় ছোট কাজগুলো ১৫০/২০০ বছরের জন্য পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে টেকসই মানের করতে হবে তার জন্য সেনাবাহিনীর ইন্জিনিয়ার সাথে পরামর্শ করে কাজ করতে হবে। সেনাবাহিনী ও র্যাব সদস্য হলো জনগণের বন্ধু।
নিরাপদ সড়ক,অলিগলি ও গ্রামীণ রাস্তা ঘাটে ১২লাইনের প্রশস্ত করতে হবে তাহলে দুর্ঘটনা কম হবে।আন্ডারপাস রাস্তা ও বাস ট্রেন নৌযান দখলমুক্ত অবস্থা ভালো করতে হবে আধুনিক শক্তিশালীভাবে।সাধারণ জনগণের যেন হয়রানি পেরেশানি ভোগান্তি না করতে হয়।সকল পরিবহন নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে চলতে হবে।খাদ্য শিক্ষা স্বাস্থ্য নামে যে অনিয়ম-দুর্নীতির হয়রানি পেরেশানি ভোগান্তি হয় তা বন্ধ করতে হবে।দেশে আধুনিক ভাবে শক্তিশালী টেকসই মানের সেবা ব্যবস্থা করতে হবে কেউ যেন চিকিৎসা করাতে বিদেশে না যায়।খাদ্য জন্য ভিক্ষা করতে না হয়।শিক্ষা করে যেন কেউ অমানুষ জানোয়ার অসভ্য না হয়।সবাই যেন শিক্ষায় শিক্ষিত হয় ও দেশে প্রেমিক হয়।সকল খারাপ মন-মানসিকতা পরিবর্তন করতে হবে।
সব কিছু সঠিকভাবে নিয়ম-কানুন শৃঙ্খলা ভাবে কাজ ও চলাফেরা করতে হবে। দেশ প্রেমিক হতে হবে।মাদকসহ যতো খারাপ কাজ হয় যেখানে অপরাধ অনিয়ম-দুর্নীতির অপকর্মে লিপ্ত জড়িত সেখানে প্রতিবাদ করতে হবে। কঠোরভাবে বিচার করতে হবে।
পুটিমাছদের ধরে লোকদেখানো জন্য পরে যে লাউ সে কদু।রুইকাতলা বেঁচে যায় চোখের আড়ালে।সাময়িক বরখাস্ত,বদলি,তিন দল বিশিষ্ট কমিটি করতে করতে মূল হোতাদের আসল অপরাধীদের সিস্টেমের জন্য সিনিয়রদের জন্য ধরা যায় না তাই এইসব বন্ধ করতে হবে। র্যাব দিয়ে তদন্ত করা।
এমপি,মন্ত্রিসহ সকল সরকারি বেসরকারি স্বায়িত্বশাসিত প্রশাসনের অফিসে কমকর্তা ও কলেজের ছাত্রদের ৪মাস সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলক দেশ প্রেমিক হতে হবে তারপর দেশ ও দেশের নিরীহ গরীব দুঃখী মানুষের কষ্ট বুঝে কাজ করতে হবে,,
ধন্যবাদ এটা নিয়ে নিউজ করার জন্য
হাজার হাজার মানুষ ভোগান্তিতে আছে।
এটাই বাংলাদেশ,
সরকারি সব সেক্টরে এমন অবস্থা
আল্লাহর গজব পড়বে পাসপোর্ট অধিদপ্তর এর লোকদের উপর যারা মানুষ কে কষ্ট দিচ্ছে।
মনের কথা বলেছেন ভাই আপনার দোয়া আল্লা কবুল করুক আমিন। আমি অনেক ভুক্তভোগী
@Aikhe aktar আমিন বললে নিজের উপরেয় গজব পড়বে😅😅😅
আমি মনে করি মহামান্য পরিচালকের উচিত সবাইকে MRP থেকে NID তে যাওয়ার সুযোগ করে দিলে ভালো হয় যাদের MRP সবকিছু ঠিকঠাক আছে তাঁরাই NID তে অটো সংযোজন হতে পারে এবং MRP উনুযায়ী NID server অটো কারেকশন হয়ে যাবে that is Final and last সুযোগ সবার জন্য MRP এবং NID links automatically যে কোন একটি সঠিক থাকলেই Done and Lock for permanently এই ক্ষেত্রে যত গোঁজামিল আছে সব ঠিক হয়ে যাবে
পাসপোর্ট অফিসে দালাল ছাড়া কাজ করা অনেক সমস্যা হয়।
শক্ত প্রমাণ পত্র দেখাতে পারলে সংশোধন করার পথ খোলা উচিত।অনেক শিক্ষার্থী আইডি এবং পাসপোর্ট মিল না থাকায় বিপাকে পড়ে আছে।
Right
Amr passport r nid mil nai ekon nid diye amr sob Certificate
ভুল আপনারা করছেন কিন্তু ভোগান্তিতে আমরা সাধারন জনগন আছি। যেহেতু নামের সমস্যা আপনারা এটা সংশোধন করে দেন।
Right bhai.. Bangladesh a kuno kicu e Thik na. Bhul ora korba ar amra morvo rastay
একদম ইচ্ছে করে ভুল করে টাকা খাওয়ার জন্য ।
আমার পরিবারের সকলের হাতে লেখা জন্ম সনদে ভূল না থাকলেও অনলাইন জন্ম সনদে পদে পদে ভুল আর এই ভূল সংশধনের জন্য প্রত্তেকের ডিসি অফিস পর্যন্ত যেতে হচ্ছে । আর টাকা ও সময় নষ্টো হচ্ছে।
Right
R8
জনগণের ভোগান্তি, আর দালালদের পকেট ভাড়ি করার সুযোগ দিচ্ছে পাসপোর্ট অধিদপ্তর
ধন্যবাদ সময় টিভি
আমার কথা হচ্ছে স্ট্রং ইভিডেন্স থাকলে অবশ্যই চেঞ্জ করার অপশন রাখতে হবে..
সহমত ভাই, খুব সমস্যায় আছি আমার পাসপোর্ট নিয়ে।
আমার শুধু নামটা চেঞ্জ করতে হবে
ভাই রে অামি যে কি যন্ত্রণায় অাছি
Shafekislam
পাসপোর্টের জমাই নিচ্ছে না
সাংবাদিক ভাইকে বলছি আমাদের সিংগাইরে আসেন দয়া করে। এখানে ভূমি অফিসে অনেক অনিয়ম।
মুল সমস্যা হলো পাসপোর্ট বিভাগের উদাসীনতা
একদম ইচ্ছে করে ভুল করে টাকা খাওয়ার জন্য ।
আমার পরিবারের সকলের হাতে লেখা জন্ম সনদে ভূল না থাকলেও অনলাইন জন্ম সনদে পদে পদে ভুল আর এই ভূল সংশধনের জন্য প্রত্তেকের ডিসি অফিস পর্যন্ত যেতে হচ্ছে । আর টাকা ও সময় নষ্টো হচ্ছে।
Right
@@Tc16256 KK
এমনে করেই আপনারা যে দেশের উন্নয়ন করছেন আরে বাপরে সালাম আপনাদের।
তারমানে বোঝেন আপনারা আগে কতো ভুল করে রাখছেন।আমারও আইডি কার্ডে ভুল।নাম ঠিকানা সবই ভুল।
অদক্ষ আর অটো পাস করে এসে সরকারি গুরুত্বপূর্ণ জায়গায় এদের কে বসানো হয়েছে ।
নকসা
ঠিক বলেছেন
@@abdulsalamabdulsalam5462 এখানে অটোপাশের কথা কেন বললেন? অটোপাশ তো এবার হয়েছে, যারা এখনো বিশ্ববিদ্যালয়েই ভর্তি হয়নি। বলতে পারতেন অযোগ্য অদক্ষ জনবল সুপারিশে সরাসরি নিয়োগের ফলে এ অবস্থা হয়েছে
@abdul apnar gan dekhe mone bosce apni nijei auto pass🤣🤣
আমার পাসপোর্টে শুধু শাকিল দেওয়া আমি আমার পাসপোর্ট গিভেন নেম বসাতে চাই,গিভেন নেম না থাকার কারণে আমার বিদেশে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এখন এটা সংশোধন ও করতে পারতেছিনা।
এস এস সি'র রেজিস্ট্রেশন কার্ড দিয়েই সকল সংশোধন করা উচিৎ । কেননা শিক্ষা সনদ অসংশোধনযোগ্য। এতে সংশোধন হয় শুধু নামের আকার একারের।
পাসপোর্ট বানাতে সকল কার্যক্রম। সহজ করে দেয়া হোক।যাতে করে মানুষের আর করতে না হয়
বাংলাদেশের বড়ো ভোগান্তির জায়গা।
পাসপোর্ট সরকারী ফি 5750 টাকা 12300 টাকা কেন নিয়ে ছে এই দুর্নীতির কোনো বিচার নাই
"মাসুদ" ভালো হয়ে যাও। 😎😎😎😎
জারা চাকরি জিবি আছেন তাদেরকে ছাটাই করে ভাল পশিক্কন পাপ্ত লোক বসান তাহলেই ঠিক হবে এরা মোনে হয় অটো পাশ করা লোক তানাহলে কিভাবে ক য়ের জায়গায় ব আর বয়ের জায়গায় ম এসব বসায় সারে বলদ মারকা লোক বসাইছে টাকা খাইয়া নতুন করে ইন্টারভিউ জোগ্গ লোক বাছাই করা হোক
মাসুদ vlo hobena ভাই
আমি পুলিশকে ঘুশ দিতে পারিনাই দেখে আমার সমস্ত পেপার আটকে রাখা হয়েছে এই বিচার কাকে দিমু বলবেন কেউ আমায়😥😥😥😥😭এই দেশের পুলিশ অনেক খারাপ ঘুশ খোর চোর ডাকাত কোনো বিচার নাই এদের😭😭💔🥺
এসব ভূলের বেশির ভাগ জন্য দায়ী তথ্য হালনাগাদ যারা করে তারা।আমার সব কিছু ঠিক ভাবে দিয়েও তাদের মনগড়া ভূলের জন্য ভোক্তভোগী
মাননীয় সরকার মাননীয় রাষ্ট্রপতি আমাদেরকে একটু সুযোগ দেন আমাদের পাসপোর্ট ভুল গুলো সংশোধন করার জন্য
সরকার কি এগুলো দেখে না লক্ষ মানুষ এখন ভোগান্তিতে আছে
একজন অনার্স পাশ করা নন টেকনিকাল লোক নিয়োগ দিলে যা হয়
এসব কর্ম ডিপ্লোমা ইন্জিনিয়ারদের দেওয়া হক
আপনার কি মনে হয় এরা কম শিক্ষিত ! এরাও একই রকম। যাকেই নিয়োগ দেন না কেন ঘুষ খাবেই
অনেক অনেক খুশি হয়েছি।
তাহলে আমি সার্টিফিকেট এবং আইডি কার্ড এর সাথে মিলিয়ে পাসপোর্ট এর বয়স সংশোধন করতে পারবো।
পুলিশ ভেরিফিকেশন করতে আসলে সব কাগজ দেওয়ার পরও টাকা খায় এবং রিপোর্ট দিতে দেরি করে কিন্তু দালালের হাতে দিলি দেরি করে না
আমাদের দেশের 95% মানুষের তথ্যের কোন না কোন ভাবে ভুল আছে। এইটা অবসই সংঘসদুন করা উচিৎ !
100%
আগে Passport অফিস এর corruption নিয়া রিপোর্ট করেন।।
আমার SSC সার্টিফিকেট দিয়ে পাসর্পোট করেছি কিন্তু কষ্ট হচ্ছে এই ভেবে যে কিছু গাধার বাচ্চা কর্মকর্তা টাইপিস্ট নিয়োগ দিয়েছে ছাগলের বাচ্চা কে,আর কি দেখে দেখে টাইপ করছে বাবার নাম ভূল, মায়ের নাম ভূল ।যখন আমি কম্প্লেন করলাম তারা বলেন পরে ঠিক করে নিতে পারবেন।আর এখন আমার কাছে দাবি করছে ২০/২৫ হাজার টাকা হলে ৭ দিনে ঠিক করে দিবে।এখন বিপদ আরো বাড়ছে সেটি হল চীফ জুডিসিয়াল এর মাধ্যমে স্বতায়িত করে নিতে হবে সব ডকুমেন্ট। আবার সেখানেও টাকা চায়।আসলে কি আমরা ডিজিটাল বাংলাদেশে বাস করি নাকি ডিজিটাল চু*ন খাওয়ার দেশে বসবাস করি বুঝলাম না। কি বলেন আপনারা ভূল কিছু কি বল্লাম।
Taka kawar jonjo korse.
@@engrsaifchoudhury7715 তথ্য হাল নাগাদ যারা করে তারা বেশির ভাগই বানানে ভুল লিখছে! দেশে যোগ্য মেধাবী লোকের অভাব,
আমরা পাসপোর্ট সংশোধন চাই আমরা যদি বাংলাদেশে নাগরিক হয়ে থাকি তাহলে অতি তাড়াতাড়ি পাসপোর্ট এর সংশোধন চাই
সংশোধন করলে পাসপোর্টের মান ভালো হবে। দেশ উন্নত হবে। খারাপ কি?
Best of luck Bangladesh lady
ভুল করে জাতীয় পরিচয় পত্র এবং পাসপোর্ট আর ভুক্তভোগী জনসাধারণ!!!😠
উপযুক্ত প্রমান দিতে পারলে, এর সমাধান করার সুযোগ দেওয়া দরকার,,, একবারের জন্য হলেও দেওয়া দরকার!!! তা না হলে অনেক অসহায় মানুষ বিপদে পড়বে,,,
NID card diye passport correction er sojok din,,,,,plz,,,
NID card and SSC Certificate অনুযায়ী পাসপোর্ট মিল চাই
I agree with you
পাসর্পোট সংশোধন বাংলাদেশের মানুষের বেলায় কষ্ট, কিন্তু রোহিঙ্গাদের বেলায় সহজ।এই হচ্ছে আমাদের দেশের ডিজিটাল সিস্টেম 😁
মনের কথা কইছেন ভাই।
Right 😊😊
অসাধারণ সংবাদ! গোটা অফিসের পয়সা খাবার বিরাট সুযোগ তৈরীর করে দেয়া হয়েছে।এই সুযোগে পাসপোর্ট অফিসের পাহারাদার পর্যন্ত কোটিপতি হয়েছে, আর তেনারা সংকট বলছেন?
সমস্যা না দালালের মাধ্যমে সবকিছু হয় দালালের মাধ্যমে টাকা দিলে নাম ফিঙ্গার চেঞ্জ করা যায় পর্যন্ত বদলে যায়
Right
MRP থেকে ই পাসপোর্ট করার একটি সুযোগ দেওয়া হোক
পাশাপাশি সব কিছু সহজ করে দেয়া হোক
হুম
ভোটার আইডি কার্ডের সাথে বয়স ও নাম মিল নেই আমি কি সংসোধন করতে পাড়বো ?
বা যে পাসপোর্ট আছে এটা রিনিও করতে পাড়বো ?
জন্ম নিবন্ধন দিয়ে এমারপি করতে পারবেন।
MRP পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলাম। কোন পরিবর্তন করিনি। আমার সব কিছু সঠিক থাকার পরে mrp passport পাচ্ছি না। সিলেটে পাসপোর্ট অফিসে গিয়েছিলাম আর ঢাকা আগারগাঁও পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। কোন লাভ হয়নি বরং হয়রানি হয়েছি। সরকারের কাছে আমাদের জোরালো দাবী। আমাদেরকে বিদেশে যেতে দেয়ার অনুমতি দেওয়া হক। যেহেতু আমরা বিদেশ থেকে এসে পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলাম। আর সময় মত বিদেশে যেতে না পারলে, আমাদের অনেক বড় ক্ষতি হবে। এর দায় কে নেবে।
আজ যাব পাসপোর্ট করতে ইনশাআল্লাহ! ☝️
ভুল সংশোধনের সুযোগ দেওয়া হোক!!
মাদারীপুর পাসপোর্ট অফিসে একটু ঘুরে যাবেন 🙂
NID সংশোধন সহজ করেন না হয় সাধারণ মানুষ বিপদে পড়বে।
সরকারকে এটার জন্য কঠোরভাবে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি
আমার মনে হয় যারা পাসপোর্ট করার পর এখনো কোন দেশে যায়নি তাদের পাসপোর্ট গুলো সংশোধন করলে সমস্যা হবে না।
সঠিক বলছেন,,আমি একমত আঁচি
ভাই আমি কোন দেশে এখনো যাইনাই, আমার পাসপোর্টে সমস্যা হল আমার নাম ও বয়স আমার সাটিফিকেট ও আইডি কাডের সাথে মিল নাই, এখন আমি কি করতে পারি ভাই, আমি অর্নাসে পড়ি আইডি কাড হওয়ার আগে পাসপোর্ট বানাইছি।
@@johirulislam4129 . যারাা বিদেশে গেছে তারা কি সংশোধোন করতে পারবে??
এই রকম সমস্যা হাজার হাজার মানুষের তাঁর মধ্যে আমিও এক জন আমার পাসপোর্টের বয়সের সাথে আইডি কার্ডের বয়সের মিল নাই।দেশে ছুটিতে আসছিলাম তিন মাসের জন্য দুই মাস চলে গেছে দৌড়াতে দৌড়াতে পাসপোর্ট নবায়ন করতে পারতেছিনা।আমি এক জন শক্তিশালী দরবেশ চাইতেছি পাইতেছি না সিলেট জেলার মধ্যে যদি এরকম শক্তিশালী দরবেশ থাকেন আমাকে ইনবক্সে যোগাযোগ করবেন।
আমার আইডি কার্ডের জন্ম তারিখ আর পাসপোর্ট জন্মতারিখ একনয়,, সরকারি লোকেরা গাঁজাখোরি কাজ করে,,ভুক্তভোগি হচ্চি আমরা,,
same problem
আমি মালেশিয়া হাই কমিশনের মাধ্যমে আমার পাসপোর্ট করতে দিয়ে ছিলাম, আজ ৬মাস হলো আমর পাসপোর্ট এখনো পর্যন্ত নাকি মালেশিয়া আসে নাই, অন লাইনে চেক দিলে বলে দেখায় বাংলাদেশে আছে, আমি নিজে তিন বার হাই কমিশনে গিয়েছি, উনাদের ব্যাবহার দেখে মনে হয় আমরা কোন মানুষের জাতের মধ্যে নয়,আমাদের কুকুর বেড়াল মনে করে এরা , গেইটের সামনে ২/৪ জন মালেশিয়া লোক আছে তাদের দিয়ে বাংলাদেশি লোকজন কে মারে তারা, আমার বিসার মেয়াদ শেষ এখন ২ মাস হয়,আমি এখন কাকে দোষ দেব,পাসপোর্টর জন্য আমার বিসা পেলাম না, তবে আসার কথা হলো আমরা আমার পাসপোট নাকি একজন দালান ৭দিনের মধ্যে দিতে পারবেন তবে তাকে ৫০০রিংগিত দিতে হবে, এই হল আমার সোনার বাংলাদেশ
৫ ম শ্রেনী পাশ লোকবল দিয়ে এইরকম গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করালে তার পরিনতি তো এমনটা হওয়ার ই কথা,,,,,,,
সরকারের উচিত এসব গুরুত্বপূর্ণ দপ্তরে শিক্ষিত,প্রকৃত দেশপ্রেমিক নিয়োগ দেওয়া।
প্রয়োজনে কঠিন স্পাই এজেন্ট এর তত্যাবধায়নে নির্বাচিত ব্যাক্তিদের নিয়োগ দেওয়া।
আমার SSC সার্টিফিকেট দিয়ে পাসর্পোট করেছি কিন্তু কষ্ট হচ্ছে এই ভেবে যে কিছু গাধার বাচ্চা কর্মকর্তা টাইপিস্ট নিয়োগ দিয়েছে ছাগলের বাচ্চা কে,আর কি দেখে দেখে টাইপ করছে বাবার নাম ভূল, মায়ের নাম ভূল ।যখন আমি কম্প্লেন করলাম তারা বলেন পরে ঠিক করে নিতে পারবেন।আর এখন আমার কাছে দাবি করছে ২০/২৫ হাজার টাকা হলে ৭ দিনে ঠিক করে দিবে।এখন বিপদ আরো বাড়ছে সেটি হল চীফ জুডিসিয়াল এর মাধ্যমে স্বতায়িত করে নিতে হবে সব ডকুমেন্ট। আবার সেখানেও টাকা চায়।আসলে কি আমরা ডিজিটাল বাংলাদেশে বাস করি নাকি ডিজিটাল চু*ন খাওয়ার দেশে বসবাস করি বুঝলাম না। কি বলেন আপনারা ভূল কিছু কি বল্লাম।
100%rghit,,,,,sotto,,,
ভাই জান আমার বাসা রাজশাহী নওগাঁ,, মাদারচোদেরা,,, অশিক্ষিত মুর্খের দল,,,, গান্জা খেয়ে টাইপ করে,,,দিয়েছে রাজশাহী বিভাগ,, ঢাকা জেলা,,বরিশাল থানা,,এখন আমি সংশধন করতে গিয়েছি আমার পাসপোর্ট পেনডিং এ ফেলাই রাখছে,,১৫ দিনে বের হওয়ার কথা ৬ মাস হলো হাতে পাইলাম না,
পেটে ভাত নাই ডিজিটাল করে দেশের আরো বারোটা বাজাইছে।যেখানেই যাও টাকা দাও নয়তো মরে যাও।আমরা কি বলছিলাম রোহিঙ্গা দেশে জায়গা দিয়ে আমাদের মেরে ফেলতে?
where did you get this information they are unqualified!
আর কত ভোগান্তির স্বীকার হব আমরা সাধারণ জনগন
আমার বাবার পাসপোর্ট ৬ মাস আটকে রাখার পর গত ৬ দিন আগে দালাল রে দিয়া ছুটাইছে।এখন আবার লোকাল পাসপোর্ট অফিসের রাস্তায় আটকে আছে😂🤣🤣
Koto tk laglo vi
পাসপোর্ট অধিদপ্তরের ও এ ডি র কাছে দৃষ্টি করছি আমাদের পাসপোর্ট সংশোধনের সুযোগ করে দিন। কিছু কিছু ভাল কাজের জন্য, কিছু মানুষের চোখে খারাপ হতে হয়।আল্লাহ আপনার ভাল করবে🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
আমার হলো বাবলু, কিন্তু আমার আইডি কার্ডের মধ্যে নাম হলো বালবুলো🤣🤣🤣
তাহলে এখন কি হবে 😆😆😆
বালবুলো হবে 😂😂😂
Nice name
Name abdul halim,pita abdul hakim. Kintu Passport a abdul halim,pita abdul halim
😆😆😆😆
আমি মাধ্যমিক পাস সনদপত্র ও জন্ম নিবন্ধন কাগজ দেওয়ার পরও,, তারা আমার ভোটার আইডি কার্ডের নাম ভুল করেছে,, কিন্তু পাসপোর্ট ঠিক আছে,,, কথা হচ্ছে জানে শুনে ভোটার আইডি কার্ডের নাম ভুল করার কারণ হচ্ছে অদক্ষ কিছু কর্মকর্তা-কর্মচারী নির্বাচন অফিসে নিয়োগ দেওয়ার ফলে,, আপনারা কি মনে করেন
জন্ম নিবন্ধন দিয়ে কাজ হওয়া দরকার
ভোটের কাডে বেহাল অবস্তা। সাটিফিকেট দেখে ভোটের কাড সংসধন করছে না
কিছুদিনের জন্য হলেও এইসব ঠিক করার সু্যোগ দেওয়া উচিত।
ই পাসপোর্ট জটিলতা নিরসন এর দাবিতে আরো একটি মানববন্ধন চাই
এমন সমস্যায় হাজার হাজার মানুষ ভুকতে আছে। যেমন আমি
👍
Right
সমাধান করা যাবে ১০০% শিউর
অনেক রোহিঙ্গা আর ভারতীয় নাগরিক বাংলাদেশের পাসপোর্ট নিয়া নিছে ওদের যাচাই বাছাই করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক?
এই সমস্যা টি কিন্তু আগে ছিলো না এখন কি হলো বুজিনা কত মানুষ অনেক কষ্ট করে অনেক কিছু মিলিয়ে নেয় তাঁর পরেও এত ভুল দরলে কি বাভে হয় যা হয় আমাদের বাংলাদেশে
ন্যাশনাল আইডি কার্ড এর হয়রানি নিয়ে, একটি প্রতিবেদন করলে, অনেক মানুষ উপকার পাবেন।
পাসপোর্ট অফিসে সব সম্ভব করা হোক।
পাসপোর্ট ভুল সংশোধনের সুযোগকরে দেওয়া হোক
ভারতীয় বর্ডার খুলে দেওয়া হোক। ডাক্তার দেখানো ইমারজেন্সি 😭😭😭
Morar jonno jaw abl deshe ki dc ovab porche
@@hridoysarkar4358 bal tui na jaina kotha kos kn??? Hala rr puu Bangladesh aa sob doctor dakhaici but halara ruug ee dhora para naa.
@@hridoysarkar4358 😅
ভোটার কার্ডের কথা বলে NID করে , তা এখন মানদন্ড -- একটি কমিটি করে কিছু একটা করেন 😢😢
আমার এনআইডি কার্ডের সাথে পাসপোর্ট এর কোন মিল নেই তাই অনেক বিপাকে পড়েছি সরকার কে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।
Amio emon jamelay porchi
সব চাইতে বড় সমস্যা হলো, আইডি কার্ড সংশোধন, নির্বাচন অফিস, যত দ্রুত ন্যাশনাল আইডি কার্ড সংশোধন করে দিবে তত দ্রুত মানুষ ই পাসপোর্ট পাবেন।
কষ্ট করে আমার কথা গুলা একটু শুনবেন...
আমি ওমান প্রবাসি.. আমার পাসপোর্ট এর মেয়াদ শেষ হওয়ার কারনে আমি দেশে এসে পাসপোর্ট রিনিউ এর জন্য চিন্তা করি.. পরে দেখি আমার আইড়ি কার্ড এর নাম এর সাথে পাসপোর্ট এর নামের একটু অমীল আছে.. পরে আমি আমার আইড়ি কার্ড এর নাম টা পাসপোর্ট এর মত করে চেঞ্জ করি.. যাতে কোন যামেলা না হয়... করার পর পাসপোর্ট রিনিউ করতে দি. ১৯-০১-২০২২ এ... তার পর থেকে আমি ৭ বার পাসপোর্ট অফিসে যাই এবং আজ ৫ মাস এর কাছাকাছি আমার পাসপোর্ট এখনো আসেনাই... কবে আসবে তাও জানিনা... এর মধ্যে আমার ওমান এর যে ভিসা ছিলো ওইটার মেয়াদ চলে গেছে... এখন একমাত্র পাসপোর্ট এর কারনে আমি আর ওমান ওই ভিসায় যেতে পারবো না... এটার দ্বায়ভার কে নিবে? আমি নতুন ভিসায় যেতে হলে আমার আবার ৩ লক্ষ টাকার মত লাগিবে।
আর সবচেয়ে বড় কথা হলো আমার পাসপোর্ট কবে আসবে আদো আসবে কিনা সেটাও জানিনা... পাসপোর্ট না আসলে আমার জিবন শেষ কারন আমি একজন প্রবাসি... দুঃখের বিষয় আজ এগুলা দেখার কেউ নেই।।।।
😭😭😭
এমন ভোগান্তি দেশের প্রত্যেকটা জেলায়, এগুলো নিয়ে সাধারণ মানুষের এত ভোগান্তি যা ভাষায় প্রকাশ করার মতো না?
এই জন্য শিক্ষিত লোকজন দেশ এ থেকে চলে যায়।
Right
একবার পাসপোর্ট করতে পারলে এমন দেশে আর সহজে ফিরব না ইনশাআল্লাহ।
এন আইডি বলেন আর পাসপোর্ট বলেন সবখানেই একই হয়রানির চিত্র লক্ষ্য করছি
বাংলাদেশে যাদের এন আইডি ভুল আছে তাদেরকে
পুনরায় ভোটার আইডি করার ব্যবস্থা করা উচিত।
amr id card er namer sathe passport er name boyos mil nai eta niye khub chintay achi
এই গুলো মানুষ নিজে তৈরী করছে,তাদের নাম ঠিকানা সঠিকভাবে দেয়নি,তাই এখন সমস্যা পরছে,যেমন নাম জেরিন,লেখেছে ফ্যাশন করে নাম দিছে,জেরী,ঠিকানা পাবনা,লেখেছে ঢাকা,এলা বুঝো ঢেলা,😄😄😄
বাংলাদেশে কোন কাজটা সঠিক ভাবে করে?
কোঠা আর ঘুষ এমনই হওয়ার কথা
Thanks for report
যেহেতু জন্মদিন নিবন্দন এর তথ্য এখন অনলাইনে সংরক্ষণ করে রাখা আছে সেহেতু NID & Birthday certificate উভয় টির যেকোনো একটি দিয়ে পাসপোর্ট করার সুযোগ থাকা উচিত. নয়তো এই জটিলতার কোনই অবসান নেই.আর তথ্য সংশোধন করলে বাহিরের দেশের বিমানবন্দরে মারাত্মক বিপদে পড়ার সম্ভভাবনা অনেক বেশী.
bangladeshe ssc sonod di ki boyas tik kora jabe???
@@sajedaakter6761 বয়স প্রমানের উপাত্ব হিসাবে সহায়ক ভূমিকা পালন করবে
Jodi nid te problem take 20 er besi boyos taile sudu jonmo sonod dye pasport kra jabe na? jader certificate nai tara ki krbe? Jodi online jonmo sonod tar kno mullo na take taile r oi ta online krar dorkar ki
ধন্যবাদ ভাই
না ভিসা দিবে। কোনো সমস্যা হবে না। কারন আইডি কার্ড দিয়ে বিদেশ যাবে না। যাবে তো পাসপোর্ট দিয়ে তাই ভুল সংশোধন করতে দেয়া হোক এটাই ভালো। ভুল তো হতেই পারে সাভাবিক।
টিক ভাই
নয় দিনের পাসপোর্ট পাইতে ১বৎসর লাগে, তবুও মাদ্যম নিজে জমা দেওয়া যায়না।
আমার নাম সোহাগ কিন্তু আইডিতে সোহাগী 🥴😋😛🥱