Exclusive Interview: Tollywood actor Anirban Bhattacharya slams Dilip Ghosh's 'rogrei debo' remark

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 1.4K

  • @suptidas7398
    @suptidas7398 3 ปีที่แล้ว +12

    "সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই "----
    আর জীবনের প্রতি মুহূর্তে যার চোখে চোখ রেখে মাথা উঁচু করে দাঁড়াতে হবে সে তো আমি --- আমার আত্মা। শুধু অভিনেতা নয়, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এটাই লক্ষ্য। নিজের কাছে মাথা নীচু হলে কোনও সম্পদ কোনও ক্ষমতা কোনও সম্মানের-ই কোনও অর্থ থাকেনা।
    Well said Man. ভাবনাটা হয়তো অনেকের মধ্যেই আছে। কিন্তু এতো সুন্দর করে সবাই express করতে পারেনা। আর এখানেই তুমি শিল্পী।

  • @debjanilayek7074
    @debjanilayek7074 3 ปีที่แล้ว +106

    অনির্বাণ কে আন্তরিক অভিনন্দন এত সুন্দর একটা ইন্টারভিউ এর জন্য। এমন অশান্ত সময়ে এইটুকুই আশার কথা যে কিছু মানুষের শিক্ষাবোধ এবং জীবনবোধ এখনো বাঁচার কথা বলে, ভালোবাসার কথা বলে। ... ঘৃণা ও ভালোবাসার লড়াই এ ভালোবাসার পক্ষে আছি সবসময়। ❤🙏🏼❤

  • @basu4139
    @basu4139 3 ปีที่แล้ว +47

    অসম্ভব সুন্দর। যেমন ইন্টারভিউ তেমন তার সংবেদনশীল প্রতিক্রিয়া। জবাব নেই। এই সুন্দর পরিবেশটা শুধু আঁকরে বাঁচতে চাই।

  • @a.w.y.mondal726
    @a.w.y.mondal726 3 ปีที่แล้ว +73

    ভাষা,ব্যক্তিত্ব, ভদ্রতা,নম্রতা,জ্ঞান সবেতেই অসাধারণ।❤️

  • @debashisghosh3269
    @debashisghosh3269 3 ปีที่แล้ว +33

    আমি মুগ্ধ। কন্ঠস্বর, ভাষা, বাচনভঙ্গি, কোনটা ছেড়ে কোনটার কথা বলব? সমস্ত ইন্টারভিউ তে শিক্ষার প্রকাশ। সব মিলিয়ে এক অসাধারণ ব্যক্তিত্ব। অনেক শুভেচ্ছা রইলো।

  • @subratabanerjee1135
    @subratabanerjee1135 3 ปีที่แล้ว +33

    অনির্বাণ, শ্বাসরুদ্ধ, বিষাক্তময় এই সামাজিক বাতাসের মাঝে, তোমার ব্ক্তব্য একটু প্রাণ ভরে
    নিশ্বাস নিতে শেখালো।
    তুমি অনুকরণযোগ্য। আমি সমৃদ্ধ হলাম।।
    গৌতম তোমাকেও ধন্যবাদ।।

  • @pritambiswas1000
    @pritambiswas1000 3 ปีที่แล้ว +20

    অসাধারণ একটি সাক্ষাৎকার। খুব ভালো লাগলো।
    অনির্বাণ ভট্টাচার্য ও ঋত্বিক চক্রবর্তী দু'জনেই আমার খুব পছন্দের অভিনেতা আর আমি মনে করি এনারা ভবিষ্যতে নিশ্চয়ই নিজেদের অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার অর্জন করে নেবেন আর পুরো ভারতবর্ষের মানুষের সামনে বাঙালির মুখ উজ্জ্বল করবেন।
    আজকের এই সাক্ষাৎকারটি দেখে আমার বারবারই মনে হচ্ছিল যে Indo-Pakistani controversial poet *"Saadat Hasan Manto"* যাকে নিয়ে *Nandita Das* *'Manto'* সিনেমাটি বানিয়েছেন, যেখানে মুখ্য চরিত্রে মানে Manto এর ভূমিকায় অভিনয় করেছেন *Nawazuddin Siddiqui* (উনিও খুব ভালো অভিনয় করেছেন) সেই ভূমিকাতে আমাদের অনির্বাণ দাকে কিন্তু বেশ মানাবে।
    এই সাক্ষাৎকারে উঠে আসা একটা অংশকে টেনে এনেই বলতে চাই যে, একজন শিল্পীর কাজের মধ্যে তার চিন্তাভাবনা, আদর্শের কিছুটা প্রতিফলন নিশ্চয়ই ঘটে তবুও আমি মনে করি যে একজন শিল্পীর শিল্পীসত্ত্বা ও তার ব্যাক্তিসত্ত্বাকে সবসময় মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলাটা অনুচিত। একটি মানুষের ভাবধারা (ideology) এর সাথে আপনার মিল নেই বলে তার সৃষ্ট শিল্পকলাকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে এই ধারণা/প্রবণতাটাও খুব বিপজ্জনক।
    আর একজন সিনেমাপ্রেমী বাঙালি হিসেবে বর্তমানে বাংলা সিনেমার করুণ অবস্থা দেখে মনটা নিশ্চিতভাবেই খারাপ হয় তারপর আবার এখন রাজনীতির জন্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই যে ভাঙ্গন তৈরী হয়েছে তা দেখে আরো বেশি আশাহত হয়েছি।
    আর সবশেষে গৌতম দাকে জানাই অনেক ধন্যবাদ, এতো সুন্দর একটা সাক্ষাৎকারের আয়োজন ও উপস্থাপনা করার জন্য। 🙏 ❤️

  • @biswadeepkundu4237
    @biswadeepkundu4237 3 ปีที่แล้ว +21

    এক প্ৰকৃত শিক্ষিত ব্যক্তিত্ব অনির্বান দার একটি মুগ্ধ ময় সাক্ষাৎকার দেখলাম । ধন্যবাদ গৌতম বাবু কে । অনির্বান দার প্রতিটি উত্তরই শিক্ষণীয় ।

  • @dr.saikat7199
    @dr.saikat7199 3 ปีที่แล้ว +266

    এরকম শিল্পীদের সত‍্যি আজ বড় প্রয়োজন ❤️
    অনেক শ্রদ্ধা ও ভালবাসা 🙏

  • @babliroy4693
    @babliroy4693 3 ปีที่แล้ว +23

    এইরকম একটা বাস্তব ইন্টারভিউ এর অপেক্ষায় ছিলাম । ধন্যবাদ আমার পছন্দের শিল্পীকে এবং অবশ্যই সাক্ষাৎকারটি যিনি নিয়েছেন তাকে। 🙏🙏🙏
    ইতিহাসে এইরকম সত্যিকারের শিল্পীরাই সমাজকে পথ দেখিয়েছে।
    তাই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটুক অরাজনৈতিক, মার্জিত, রুচিশীল ও নির্ভীক শিল্পীদের হাত ধরেই।

  • @soumyamitra7264
    @soumyamitra7264 3 ปีที่แล้ว +10

    One of the best interview in Indian socio-cultural platform.. The new era begins and people will realise the actual meaning of this after a long period of time.. Thanks Anirban Bhattacharya and his thinking.......

  • @nandinighosh4453
    @nandinighosh4453 3 ปีที่แล้ว +16

    Cannot remember someone this eloquent, intelligent, with complete clarity of thought, well read and an actor with so much respect for his craft. A serious craftsman and a true intellectual 👌

  • @subhajitmanna9236
    @subhajitmanna9236 3 ปีที่แล้ว +81

    অনির্বান বাবু সত্যি একজন নাগরিক এর মতো মত প্রকাশ করেছেন। এনাদের মতো মানুষের খুব প্রয়োজন। সত্যি আমরা ধন্য এমন মানুষ পেয়ে ।

  • @sahelihaque2945
    @sahelihaque2945 3 ปีที่แล้ว +440

    কি শুদ্ধ..কি সুন্দর ওঁর বাচনভঙ্গি । বাংলা ভাষা যেন আরো মধুর হয়ে ওঠে ওনার কন্ঠে ।

  • @SubhranilSaha
    @SubhranilSaha 3 ปีที่แล้ว +221

    সবার মন্তব্য গুলো পড়ে বোঝা গেলো ঘৃনা এখনও ভালোবাসা কে ছড়িয়ে যেতে পারেনি।❤️

    • @sumitschowdhury748
      @sumitschowdhury748 3 ปีที่แล้ว +1

      Agree

    • @pekhambanerjee
      @pekhambanerjee 3 ปีที่แล้ว +4

      Very well said ,long live our fraternity,long live our equality in diversity. Thank you for your strong comment .❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @ritwikroy1645
      @ritwikroy1645 3 ปีที่แล้ว +9

      যা বলেছেন!
      শ্রোতা হিসেবে মুগ্ধতা প্রকাশ করেছি।তাতেও গায়ে জ্বালা,কিছুজনের।আশ্চর্য!
      মতামত মিললেই আপনি দলের লোক।নয়ত,আপনাকে টার্গেট্ করা হ'বে,এই তো অবস্থা!

    • @parijayeedanceandculturala3698
      @parijayeedanceandculturala3698 3 ปีที่แล้ว

      খুব ভালো লাগলো

  • @riyabhattacharya831
    @riyabhattacharya831 3 ปีที่แล้ว +21

    কি সুন্দর, সরল এই কথাগুলো।এই চিন্তাধারা সমাজের পক্ষে কল্যাণকর।এই প্রথম দেখলাম সব রাজনৈতিক রং ছেড়ে একটা মানুষ ঠিকঠাক কথা বলছে।এই চিন্তাধারার আমি সমর্থক।এই চিন্তাধারা সমাজএর কিছু সংখ্যক মানুষ ভাবলে সমাজটাই অন্যরকম হতো।এত খুন এতো হিংসা দেখতে হতো না।
    অনির্বাণের জন্য রেসপেক্ট আমার🙏🏻🙏🏻❤️❤️

  • @pratyushasarmadhikari6231
    @pratyushasarmadhikari6231 3 ปีที่แล้ว +102

    আপনার অভিনয় দেখেই বোঝা যায় কতটা স্পষ্ট আপনার ব্যক্তিত্ব।প্রতিবার আপনার কথা শুনি আর নতুন কিছু শিখি।নতুন ভাবে পর্যবেক্ষণ করতে পারি।কাউকে ছোট না করেও আপনি কত অসাধারণ ভাবে শ্রেষ্ট হয়ে ওঠেন প্রতিবার।এটাই তো শিক্ষা।

    • @Dipak_cric18
      @Dipak_cric18 2 หลายเดือนก่อน

      এখন যে বদলে গেলো...

  • @krishanudebnath8814
    @krishanudebnath8814 3 ปีที่แล้ว +69

    অসাধারণভাবে সাধারণ একটা অরাজনৈতিক দর্শন। অনির্বান দার ভক্ত বরাবরই ছিলাম। গৌতম বাবুকেও অসংখ্য ধন্যবাদ এইসময়কার গতে বাধা রাজনীতির কচকচানির মাঝে এধরনের একটা episode করার জন্যে (intentionally বা unintentionally)
    🙏🙏
    Mind fresh করে দিল।

  • @labanibaine7530
    @labanibaine7530 3 ปีที่แล้ว +44

    একজন শিক্ষিত, রুচিশীল মানুষের পরিচয় তার কথায় ও আচরণে প্রকাশ পায়। এইজন্যই তোমায় এতটা ভালো লাগে দাদা❤️❤️

  • @ankitadey3200
    @ankitadey3200 3 ปีที่แล้ว +35

    This Man always hits differently with his words and perspective..
    পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে.. এটা ভেবে খুব ভালো লাগছে "I actually worship the right person".. আপনার চিন্তাধারা সত্যিই শ্রেষ্ঠতম.. খুব ভালো থাকুন স্যার..
    আশপাশের জঞ্জাল আপনার শিল্পী সত্ত্বা কে যেন ছুঁতে না পারে সেই প্রার্থনা করি..

  • @ritwikroy1645
    @ritwikroy1645 3 ปีที่แล้ว +206

    অন্তর থেকে বলি,
    অসম্ভব ঋদ্ধ একটা আলোচনা শুনলাম।কী যে ভালো!কতকিছু শেখার আছে!কেন্দ্রবিন্দু অবশ্যই নেভে না,এমন এক শাশ্বত আলোকবর্তিকা : 'অনির্বাণ'।
    গৌতম বাবু,আপনাকেও ধন্যবাদ।এমন এক মানুষকে মুখোমুখি বসিয়ে কথা বলানোর জন্য।সাম্প্রতিক কালের মধ্যে শোনা/দেখা অন্যতম শ্রেষ্ঠ একটা সাক্ষাৎকার।
    অন্তর যার সৎ,তার বাইরের প্রকাশটাও তো ব্যাপ্তিই।আগামী শাশ্বত ভালোবাসায় ভরিয়ে রাখুক 'অনির্বাণ'সহ আমাদের সক্কলকেই,চাওয়া'র বলতে এ'টুকুই।

    • @nalinavasengupta6942
      @nalinavasengupta6942 3 ปีที่แล้ว +5

      সত্যিই দুর্দান্ত আলোচনা হল I অনির্বাণ ফাঁকা কলসি নয়

    • @srijanibose5299
      @srijanibose5299 3 ปีที่แล้ว +1

      Sottti oshadharon..

    • @tanusri1491
      @tanusri1491 3 ปีที่แล้ว +2

      ঋদ্ধ তো হলেন বুঝলাম কিন্তু কি বলতে চাইলেন বুঝতে পারলেন কি?যাই হোক এরা গান বেঁধেই তো GDP বাড়িয়ে দিল ।দেশের অর্থনৈতিক অবস্থাও দারুন জায়গায় পৌঁছে গেল।সব সমস্যার সমাধান হয়ে গেল।

    • @ritwikroy1645
      @ritwikroy1645 3 ปีที่แล้ว +7

      @@tanusri1491 একটা আলোচনায় বৃহৎ সমস্যা মিটবে না।মেটেওনি।
      একজন শ্রোতা হিসেবে মুগ্ধ হওয়া'র অবকাশ ছিল।যথেষ্ট জ্ঞান না থাকলে এত ভালো কথা বলা যায় না।দীর্ঘদিন পর এত সুন্দর বাংলায় কথা শুনে মুগ্ধ হয়েছি।বাংলা ভাষা'র সার্থকতা এখানেই।সব জায়গাতেই কী পেলাম/কী পেলাম না,এত ভাবি না।স্বতঃস্ফূর্ত কোনো ভালোলাগা না ভালোবেসে পারা যায় না।সে'টুকুই বলেছি।গভীর গভীরতর যে সমস্যারা জড় হয়ে ছড়িয়ে গিয়েছে মাটি'র বহু গহীনে,তাকে উপড়ে ফেলতে একা অনির্বাণেও কিছু হ'বে না।যুগে যুগে কালে কালে কয়েকশ' কোটি অনির্বাণকে জন্ম নিতে হ'বে।
      তবু,আশেপাশে সুন্দর আলোচনা-সমালোচনা হ'লে সেখান থেকেও ভালো কিছু'র রসদ পাওয়া যায় বৈকি!

    • @tanusri1491
      @tanusri1491 3 ปีที่แล้ว +1

      @@ritwikroy1645 আমি শুধু একা অনির্বানকে বলিনি ওদের যে দল টা গান বেঁধেছে তাদের সবাই কেই বলছি। আলোচনা তখনই ভালো লাগে যেখানে একটা স্বচ্ছ ধারণা থাকবে।বিশ্ব ইতিহাস থেকে হাঙ্গেরি কিউবা স্ট্যালিন এই সব ছাড়া ছাড়া তথ্য দিয়ে,পরিশীলিত ভাবে কথা সাজালে শুনে মনে হয় অসংক্ষিপ্ত উপস্থাপনা ।নিজেই তো নিজের মতামত নিয়ে বিভ্রান্ত ।যার নিজের কোন রাজনৈতিক অভিমুখ নেই,গা বাঁচিয়ে প্রতিষ্ঠান বিরোধিতা করেই আনন্দ পায়,এরকম কোটি কোটি অনির্বান দিয়েও সমাজের কোন উপকার হবে না সাময়িক মনোরঞ্জন ছাড়া।

  • @studentscorner9159
    @studentscorner9159 3 ปีที่แล้ว +97

    শুধু অভিনয় নয়,ওনার কথাবার্তাও মন জয় করে নেওয়ার মতো❤

  • @mallikachatterjee
    @mallikachatterjee 3 ปีที่แล้ว +10

    You said it so well.. You are reminding me a conversation between Sabyasachi nd one poet in the novel "Pather Dabi"... You are so very intelligent.. Thank you .. Thank you so much for this interview..

  • @me_rashel
    @me_rashel 3 ปีที่แล้ว +23

    সারাজীবন এভাবেই থাকুন ❤️, আমরা হয়ত এখন ততটা ভালবাসতে যানিনা যতটা কাউকে মিন দিয়ে ভালবাসা যাই তবে আপনাদের মত ব্যাক্তিরা আমাদের ভালবাসতে সিখিয়ে দেবে আশা করি |

  • @backlight6717
    @backlight6717 3 ปีที่แล้ว +19

    অসাধারণ সঞ্চালনা।প্রথমবার কোন সঞ্চালক কে ধন্যবাদ জানাই এতো সুন্দর করে সঞ্চালনা করার জন্য।
    এবং ঠিক যে যে প্রশ্ন সাধারণ মানুষ করতে চায়,কঠিন সরল সবটাই।ঠিক তাই তাই যদি এক সঞ্চালক প্রশ্ন করেন এবং তার সুস্থভাবে শোনেন।তবে তো ধন্যবাদ জানাতেই হবে।
    ভালোবাসা সম্মান দুজনকেই❤️❤️।

  • @somamukherjee9721
    @somamukherjee9721 3 ปีที่แล้ว +313

    He has the essence of our beloved Soumitra Chatterjee.

    • @kb7552
      @kb7552 3 ปีที่แล้ว +5

      Kon angle theke didi?

    • @arjanbanerjee227
      @arjanbanerjee227 3 ปีที่แล้ว +40

      Rightly said. Or rather the ideal torchbearer of Soumitra Chattopadhyay's legacy. Those sharp features, intelligent and handsome at the same time. Theatre background. Fearless. Man with a spine. I strongly feel that although Jishu Sengupta is an awesome actor, Anirban would be more suitable to play the young Soumitra Chattopadhyay in Abhijaan. Completely personal opinion though.

    • @somamukherjee9721
      @somamukherjee9721 3 ปีที่แล้ว +9

      Mine is also personal view. Others are welcome to differ.
      Yes Mr Banerjee I agree with your comment.

    • @tapankumarghosh9272
      @tapankumarghosh9272 3 ปีที่แล้ว +2

      @@arjanbanerjee227 excellent

    • @abhinabachatterjee4144
      @abhinabachatterjee4144 3 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂

  • @joydeepdas9201
    @joydeepdas9201 3 ปีที่แล้ว +23

    একটা ইন্টারভিউ থেকে কতো কিছু শেখা যায় একজন মানুষের কাছ থেকে, একজন অভিনেতা আর গায়কের চেয়েও অনির্বাণ একজন সুবক্তা, যার কথা যতবার শুনি, মুগ্ধ হতে হয়। অনেক অনেক ভালোবাসা আর শ্রদ্ধা ❤️

  • @samaptig6451
    @samaptig6451 3 ปีที่แล้ว +103

    Bollywood spineless but these 26 people done a great job.

    • @shreyasidas8543
      @shreyasidas8543 3 ปีที่แล้ว +5

      what a joke leftisra kito borborota upohar diye ge6e seta vule gelen naki bolte chan na etoi jodi oi 26 jon atel gulor spine soja thakto nijeder partyr vulgulo bolto evabe propaganda krto na apnader moto so called gulo to ar esb boje na

    • @shreyasidas8543
      @shreyasidas8543 3 ปีที่แล้ว +3

      ei 26 jon sob borborota k support jre ar apnio kren tai eder support kren

    • @manasmaji1898
      @manasmaji1898 3 ปีที่แล้ว +4

      কলকাতার মহিলাদের এতো লেলিন প্রীতি কেনো বুঝিনা।।
      এবার ভাইজান প্রীতি

    • @samaptig6451
      @samaptig6451 3 ปีที่แล้ว +5

      Onek gulo comments porlam amar comment r against a. Apnara sotti onai r protibad korle keno ekta rong ba dhormo poriye den. Jokhon Gujrat Riot hoyeche bideshe chilum BBC ek ekta footage dekhe chok jole vote geche r mone hoyeche
      Bagwa pahene Hindu
      Hara panene Musalman
      Mai kaun sa rang pahenu
      Jo baan jau insaan.

    • @samaptig6451
      @samaptig6451 3 ปีที่แล้ว +4

      Nijer college der kache matha nichu hoyeche. Aj je dui jon sokol k deshodrohi bolche tara amar matha ta bideshi colleague r samne nichu kore dilo. Era ki sotti desopremi. Sasok k prosno korata desodrohota noi oita fundamental rights.

  • @ankitbanik3540
    @ankitbanik3540 3 ปีที่แล้ว +23

    সমাজ কে শিল্পীরাই সঠিক বিষয় শেখায়। শিল্পীরাই সমাজ উত্তীর্ণের দূত। শিল্পীরা আজকে সঠিক সময়ে সকল কে শিখিয়ে চলেছে। অনির্বাণ ভট্টাচার্য কে অনেক অনেক ধন্যবাদ প্রতিবাদী গানটির মধ্যে দিয়ে অন্ধদের চোখে দৃষ্টি ফেরানোর জন্য। আপনার সাহস কে শ্রদ্ধা করি। এই ভাবে আপনি এবং আপনার সঙ্গীদের সাফল্য কামনা করি। পিছিয়ে না পড়ার আশা রাখি। ধন্যবাদ।

  • @SupriyoBanerjee
    @SupriyoBanerjee 3 ปีที่แล้ว +7

    সত্যি আপনার মত শিল্পী পেয়ে আমরা ধন্য 🙏🏻। সমাজ আরও সুস্থ হয়ে উঠবে এটাই কামনা করি।

  • @debiprasadchakraborty6973
    @debiprasadchakraborty6973 3 ปีที่แล้ว +15

    অনির্বাণবাবু , আপনার সমস্ত বক্তব্যগুলো মন দিয়ে শুনছিলাম । আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ । আপনি আপনার জায়গায় স্থির থাকুন । প্রতিটি মুহূর্তেই আপনি মানুষের ভালবাসা পাবেনই । ভাল থাকুন , সুস্থ থাকুন ।

  • @ShubhamMitra
    @ShubhamMitra 3 ปีที่แล้ว +5

    সত্যি অসাধারণ ❤️❤️এটাই আসল ইন্টারভিউ ❤️❤️সত্যি মন ছুঁয়ে গেলো.. এই জন্যই ইনি আমার খুব পছন্দের একজন মানুষ ❤️❤️❤️❤️❤️অনেক অনেক শ্রদ্ধা দাদা ❤️

  • @abhijitchakraborty8272
    @abhijitchakraborty8272 3 ปีที่แล้ว +10

    আমি এইভাবে কোন দিন এত অল্প বয়সে কাউকে পাইনি। পরিস্কার মানুষ, পরিস্কার ভাবে কথা বলেন। খুবই সমৃদ্ধ হলাম। মনের মধ্যে নতুন করে নতুন ভাবে ভালোবাসা বাসা বাঁধলো। ভালো থেকো অণির্বান।

  • @rajarraja3572
    @rajarraja3572 3 ปีที่แล้ว +29

    আমি এই অনির্বাণের ভক্ত যার প্রতিবাদী শব্দ গুলো মনের মধ্যে ঝড় তুলেছে ।।।

  • @prithisachakraborty2261
    @prithisachakraborty2261 3 ปีที่แล้ว +121

    Anirban Da is not only an excellent Actor , he also an good human

    • @kumarsaheb1138
      @kumarsaheb1138 3 ปีที่แล้ว +5

      সম্পূর্ন একমত...

    • @shreyasidas8543
      @shreyasidas8543 3 ปีที่แล้ว +3

      ei jonnoi to chinar dewa hello r award nirlojjer moto accept kre6e kina jekhne amdr jeet refuse jre6e obosso apnader mito atel gosthi esb bujbe na

    • @ashokbhattacharya5409
      @ashokbhattacharya5409 3 ปีที่แล้ว +16

      @@shreyasidas8543 বিজেপির হয়ে ভাড়ায় খাটছেন নাকি🤔🤔🤔

    • @CONOPsayanpanja
      @CONOPsayanpanja 3 ปีที่แล้ว +6

      @@ashokbhattacharya5409 ঠিক বলেছেন। কমেন্ট পিছু দুটাকা বরাদ্দ

    • @rts3181
      @rts3181 3 ปีที่แล้ว +7

      @@shreyasidas8543 IT cell 2 takar jnno ato ksto?ami 4 taka dbo.... Vlo hye ja ma....gobor poriskar kor

  • @purabisaha8807
    @purabisaha8807 3 ปีที่แล้ว +1

    আমি সাধারণত খুব একটা সিনেমা সিরিয়াল দেখি না তবে ওনার সিরিয়াল 'ভূমিকন্যা' দেখে আমার ওনার অভিনয় বেশ ভালো লেগেছিল । তারপর ওনার গান "কিছ্ছু চাইনি আমি...." শুনে আমি ওনার গানের ভক্ত একটু হয়েছিলাম, গানটা আমার এতো ভালো লেগেছিল (সুর, গানের কথা, গানের গলা সব মিলিয়ে) যে গানটা আমি সারাক্ষণ শুনতাম আর নিজের গলায় তোলার চেষ্টা করতাম। তবে সেইভাবে ওনার ভক্ত হওয়া আমার হয়ে ওঠেনি। তবে ওনার কথা শুনে, ওনার ভাবনাচিন্তা, বাচনভঙ্গি দেখে আমি পুনরায় ওনার ভক্ত হলাম(এই ভিডিও ছাড়াও আরো 2 টো ভিডিও আমি দেখেছি)। আর এরকম মানুষের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা হয়।
    উনি যেন ওনার লক্ষে ভালোভাভে পৌঁছোতে পারেন সেই শুভকামনা রইল।

  • @Apurba93m
    @Apurba93m 3 ปีที่แล้ว +57

    "শেষ পর্যন্ত ভালোবাসা কে জয়ী করুন"
    কি দারুন আবেদন।

  • @subhrajitdas5459
    @subhrajitdas5459 3 ปีที่แล้ว +2

    অসংখ্য ধন্যবাদ গৌতম স্যার এই ইন্টারভিউ টা করার জন্য ❤️❤️

  • @chandranichowdhury5563
    @chandranichowdhury5563 3 ปีที่แล้ว +34

    এই রকম রুচিশীল ব্যক্তিত্বের বক্তব্য শুনে শুধুই গর্ববোধ হয় যে আমিও বাঙালী 🙏

  • @sorifuddin.1999
    @sorifuddin.1999 3 ปีที่แล้ว +26

    এইরকম রুচিশীল চিন্তাধারার জনস্রোত বয়ে যাক শহর থেকে গ্রাম মফস্বলে! অনেক অনেক শ্রদ্ধান্বিত ভালোবাসা #অনির্বাণ ❤️❤️🤗

  • @danaguha
    @danaguha 3 ปีที่แล้ว +5

    An in-depth intelligent discussion. Totally in awe of this actor's analysis skills, presentation, expression and objectivity. A smart, intelligent, cool, unafraid person.

  • @bidishasen1971
    @bidishasen1971 3 ปีที่แล้ว +2

    Ki shundor kotha bolen...Anirban you are so different from your colleagues,keep it up......khub bhalo ekta interview shunlam...dhonnobad Sangbad Protidin

  • @sbartnxt
    @sbartnxt 3 ปีที่แล้ว +16

    A big thanks to Pratidin for arranging the interview.. Anirban is really going to be a legend . It was really great to laern from his thoughts

  • @rupamukherjee8728
    @rupamukherjee8728 3 ปีที่แล้ว +15

    আজ থেকে অনির্বাণের গুনমুগ্ধ ভক্ত হয়ে উঠলাম। কী অসাধারন ব‍্যক্তিত্ব ! এত সুন্দর বাচনভ‌ঙ্গী যে প্রতিটি শব্দ হৃদয়কে স্পর্শ করে।খুব ভালো থাকো অনির্বাণ ,এই প্রার্থনা করি।

  • @surjitmukherjee1886
    @surjitmukherjee1886 3 ปีที่แล้ว +104

    "উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি "
    ভালবাসার জয় হোক।

  • @somabose9651
    @somabose9651 3 ปีที่แล้ว +10

    মন ভরে গেলো ।। ভীষণ ভালো লাগলো দুজনের কথোপকথন ।। Anirban is a great person

  • @moumitamukherjee3625
    @moumitamukherjee3625 3 ปีที่แล้ว +5

    darun ... jini interview ti niyechen uni khub bhalo srota ebong proshno gulo prochondo sochho ebong jukti shongoto... thank you

  • @sankarsanyal4432
    @sankarsanyal4432 3 ปีที่แล้ว +7

    "দেবী সর্পমস্তা" দেখে অনির্বাণের ফ্যান হয়েছিলাম ৷ আজও আছি ৷ খুব ভাল একজন অভিনেতা ৷ আজ আর এক পরিণত অনির্বাণকে আবিষ্কার করলাম ৷

  • @suvankar88
    @suvankar88 3 ปีที่แล้ว +3

    আমরা যারা অনির্বাণ দা'র সমসাময়িক, একই দশকে জন্মেছি, একই সময়ে বড় হয়ে উঠেছি বা কাজ করছি, আমাদের কাছে অনির্বাণ দা'র চিন্তাধারা, মতাদর্শ খুব আশাপ্রদ একটি জায়গা। অভিনেতা হিসেবে ওঁর সাফল্যকে সরিয়ে রেখে শুধুমাত্র একজন শিক্ষিত, সচেতন ব্যক্তি হিসেবেই ওঁকে দেখলে, শুনলে মনে হয়, আমরা যারা আমাদের প্রজন্ম নিয়ে কেবলই নেই-নেই করে চলেছি, তাদের মধ্যে অন্তত এরকম একজন আছেন যিনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কথা বলতে পারেন নিজের কেরিয়ারকে safeguard না করে, এবং সর্বোপরি, বাংলা ভাষাটা নির্ভুল, সুন্দর করে বলতে পারেন।

  • @urboshidear556
    @urboshidear556 3 ปีที่แล้ว +2

    যেরকম সত্যান্বেশী , তেমনি ড্রাকুলা স্যারের সোম আর তেমনি সুন্দর পরিবেশন নিজেদের মতে নিজেদের গান .......
    ..Uff ! দারুণ দাদা ।। এরকম আরো চাই

  • @anirbansur4174
    @anirbansur4174 3 ปีที่แล้ว +4

    এত সুচিন্তিত মতামত, বক্তব্য ইদানিং কানে বড় একটা আর আসেনা; ধন্যবাদ এত সুন্দর স্বপ্নের প্রত্যাশার ছায়াচিত্র আঁকার জন্য।

  • @pvsamorgan9803
    @pvsamorgan9803 3 ปีที่แล้ว +1

    অনেকদিন পর এত ভালো আর এত গুরুত্বপূর্ণ কথা শুনলাম । Hats off অনির্বাণ!

  • @lavishachowdhury3802
    @lavishachowdhury3802 3 ปีที่แล้ว +15

    কি অসাধারণ ব্যক্তিত্ব দেখি আর অবাক হই...কথা গুলো খুবই সুন্দর ভাবে বলে ❤️

  • @syamalsengupta8350
    @syamalsengupta8350 3 ปีที่แล้ว +43

    In my opinion there is no actor now in India who can match Anirban with his look, acting skill, singing (winner of filmfare, Bangladesh journalist and BFJ awards), knowledge, wisdom and intellect. I got the answer to my question - after Uttam Kumar and Soumitra who?

    • @shreyasidas8543
      @shreyasidas8543 3 ปีที่แล้ว

      ei atel jemn borborotar pristhoposhok tuio temni j ta proman krli

    • @nrityamorphosis58
      @nrityamorphosis58 3 ปีที่แล้ว +6

      @@shreyasidas8543 Madam ekai dayitto niye galagali diye cholechen sorbotro.... Very good keep it up...

    • @rts3181
      @rts3181 3 ปีที่แล้ว +6

      @@shreyasidas8543 barite bolo je tmke abr cls 1 e vorti krte.....matha ta gobor e vore ache

    • @baghazukhov152
      @baghazukhov152 3 ปีที่แล้ว

      Dulquer Salman, Fahad Faasil, Anirban Bhattacharya, Ritwick Chakrobarty

  • @undefinedjicko9056
    @undefinedjicko9056 3 ปีที่แล้ว +43

    এই ব্যক্তির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দিনদিন বেড়েই চলেছে আমার। ❤️❤️❤️

  • @subhashray1829
    @subhashray1829 3 ปีที่แล้ว +14

    অনির্বাণ ভট্টাচার্য কে ধন্যবাদ। আমার ব্যক্তিগত ধারণার এই রকম স্পষ্ট জোরালো প্রকাশের জন্য।

  • @mdanwaransari4110
    @mdanwaransari4110 3 ปีที่แล้ว +29

    শিক্ষিত, মার্জিত,সুরুচিশীল,সুচিন্তাধারী,অমায়িক একজন ব্যক্তিত্ব 😍😍😘😘😘😘😘

  • @srinathkoley7003
    @srinathkoley7003 3 ปีที่แล้ว

    U r great..আমার প্রথম দেখা আপনার ছবি 'উমা' অসাধারণ! তারপর থেকে আমি ও আমার পরিবার আপনার ফ্যান | আপনার এই সংবাদ প্রসারণ অনুষ্ঠানটিতে একটা নতুন মানুষকে দেখলাম| সম্পূর্ণ আলাদা, রুচিমার্জিত, সুন্দর বক্তা, গুছিয়ে বলার মতো এক সাহসী ব্যাক্তি....কিন্তু একটাই প্রশ্ন...আমরা কী আমাদের সেই সুন্দর বাংলাকে ফিরে পাবো না..? আমরা প্রবাসী! আমরা আগে যে সম্মান পেতাম আজ আমাদের এখানে সেই সম্মান নেই..যে বাঙালীর গর্ব নিয়ে এখানে এসেছিলাম, ধীরে ধীরে সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে..অনুগ্রপূর্বক..কিছু করে দেখান! আপনারাই পারেন সমাজের পরিবর্তন করতে...ধন্যাবাদ 🙏🙏🙏

  • @labanighosh9985
    @labanighosh9985 3 ปีที่แล้ว +6

    অসাধরন একটা আলোচনা.. সত্যিই রিদ্ধ হলাম

  • @madhuritaghose3584
    @madhuritaghose3584 3 ปีที่แล้ว +5

    A thinking artist! Intelligent, knowledgeable, farsighted, clearheaded, non controversial, wants a better society. Which I am sure every middle class wants.
    His song expresses a need that exists in society. Comparing or comments from politicians is degrading aam janata and their needs and values.

  • @shubhambhattacharya5214
    @shubhambhattacharya5214 3 ปีที่แล้ว +6

    সত্যি কথাগুলো খুব সুন্দর, এমন একজন রুচিশীল মানুষের কথা শুনে ভালো লাগলো love you Anirban da ❤❤❤❤❤ স্পষ্টবাদী অভিনেতার আজ খুব দরকার

  • @jasminesinharay3776
    @jasminesinharay3776 3 ปีที่แล้ว +18

    কি অসাধারণ কথা বলেছেন আপনি অনির্বাণ, লড়াই সত্যিই ঘৃণা ও ভালোবাসার...... ভালোবাসা জয়ী হোক।

  • @AyeshaMo
    @AyeshaMo 3 ปีที่แล้ว +132

    সংবাদ প্রতিদিনের সাক্ষাৎকার গুলো ভালো লাগে.. তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিলেই ভালো হবে,খুবই বিরক্তিকর।

    • @sayanchanda9576
      @sayanchanda9576 3 ปีที่แล้ว +6

      একদম ঠিক বলেছেন ।

    • @canvas8249
      @canvas8249 3 ปีที่แล้ว

      Audio Copyright bananor jnno dawa hy

  • @abhijitpoddar7438
    @abhijitpoddar7438 3 ปีที่แล้ว +52

    That's why I like this guy...so intelligent ❤️

  • @preronaghosh3654
    @preronaghosh3654 3 ปีที่แล้ว +433

    কি শিক্ষিত ব্যক্তিত্ব! দেখে-শুনে ভক্তি আসে। 🙌

    • @arkamaiti5019
      @arkamaiti5019 3 ปีที่แล้ว +4

      @Paramjit Banerjee r ki aste pare ?

    • @RaihanJD100
      @RaihanJD100 3 ปีที่แล้ว +1

      @Paramjit Banerjee 😂😂😂🤣🤣🤣🤣

    • @saqifali2874
      @saqifali2874 3 ปีที่แล้ว +8

      Ha jei lok ble 1956 a stalinist der against a revolution hcche s koto boro buddhijibi vloi bjha jcche

    • @subhadipghosh4018
      @subhadipghosh4018 3 ปีที่แล้ว +2

      ওই বালের খোকা ওই সিনেমা টা কেনো করেছিলো কে জানে। আরো ভালো সিনেমা যেগুলো করে সেইরকম প্যাটার্ন ফলো করা উচিত

    • @kuntakchattopadhyay9487
      @kuntakchattopadhyay9487 3 ปีที่แล้ว +2

      Bhakti kore labh nei bhalobasha dorkar

  • @bharatibhattacharya3561
    @bharatibhattacharya3561 ปีที่แล้ว +1

    Please anirban don't go for any political party Please Please ..I am quite old ..I have a deep respect for u ...many actors are going after rajneeti...I am a writer in Bengali.. so have a great feeling for bangla bhasha..stay like this ...
    Lots of best wishes and blessings bhalo o amoni theko..

  • @mdataurrahman2056
    @mdataurrahman2056 3 ปีที่แล้ว +12

    বিশ মানবতার জয় হোক ! মানুষের জয় হোক !
    ভালোবাসার জয় হোক ! আমি বিশ্বাস করি
    ভালোবাসায় জিতবে ।এক সুন্দর বিশ্ব ,এক
    সুন্দর দেশ ,এক সুন্দর সমাজ গড়ে উঠবে ।
    যা সব মানুষ , সব শিশুর বাসযোগ্য !!

  • @swiyadutta3948
    @swiyadutta3948 3 ปีที่แล้ว +2

    Background music টা বড্ড বিরক্তিকর, অনির্বাণ ভট্টাচার্য এবং সাংবাদিক মহাশয় কে নমস্কার এবং শুভেচ্ছা এত ভালো interview এর জন্য, বিশেষ ভালোবাসা অনির্বাণ কে নিরপেক্ষ ভাবে সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দেবার জন্য

  • @aishwaryachakraborty3055
    @aishwaryachakraborty3055 3 ปีที่แล้ว +18

    অসাধারণ ব্যাক্তিত্ব
    কথা শুনলেই ভক্তি আসে শ্রদ্ধা আসে 😊

  • @theconfusedmohalla3749
    @theconfusedmohalla3749 3 ปีที่แล้ว +8

    1st reactions ❤️❤️❤️ big fan sir . Dream to meet you ❤️❤️🙏

  • @skmdasif6377
    @skmdasif6377 3 ปีที่แล้ว +18

    অনেক কিছু শিখলাম। এই ভাবেই সমাজে ভালো জিনিস ছড়িয়ে দিন। খুব দরকার আজকের দিনে আপনার মতো মানুষদের।

  • @aritrachanda480
    @aritrachanda480 3 ปีที่แล้ว +2

    This will remain as a best inverview for a very long time of any bengali sensitive citizen of the world..
    Gautam sir, Thank you

  • @jayantamojumdar208
    @jayantamojumdar208 3 ปีที่แล้ว +10

    শুধু একটা কথাই বলতে ইচ্ছে করছে -- বাঃ , অনির্বাণ ,,,,,,, "
    আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

  • @SADDAMHOSSAIN-qj8dn
    @SADDAMHOSSAIN-qj8dn 3 ปีที่แล้ว +25

    আগে থেকেই favorite ছিলেন, আজকের পর আরো আরো মুগ্ধ হয়ে গেলাম অনির্বাণ দা এর... ❤️❤️❤️❤️

  • @kalpanadas2336
    @kalpanadas2336 3 ปีที่แล้ว +58

    তোমার অনেক গুনের পরিচয় পেয়েছি আগে। এই সাক্ষাতকারের মধ্যে দিয়ে দেখলাম তুমি খুব ভালো বিশ্লেষক। কঠিন বিষয়কে সহজ ভাবে বোঝাতে পারো। এমনই থেকো। পাল্টে যেওনা।

  • @annesha24
    @annesha24 3 ปีที่แล้ว

    ufff preme pore gechi go Anirban ...kichu mone korona......tomar personality, tomar chintadhara, tomar gola, abhinoy to achhei......uffff......sanghatik magnetic......darun laglo tomar porishkar niropekkho o dhidhahin sahosi alochona dekhe......bhalo theko.....❤️💕💞

  • @adi4456
    @adi4456 3 ปีที่แล้ว +12

    অনির্বাণ এর জন্য অনেক শ্রদ্ধা ও ভালোবাসা 🌼
    Background music ta na thakle aro bhalo hoto

  • @nadirabckv
    @nadirabckv 3 ปีที่แล้ว +6

    he is one of his kind..u prove every time dat our luv fr u is never enuf..we need persons lyk u more more n more

  • @sany-channel
    @sany-channel 3 ปีที่แล้ว +14

    Excellent ! it is a jingle to the ear when I listen to educated Bengali. Dilip ghosh not even high school pass , comparable to Modi only !

  • @mohammadmannan3137
    @mohammadmannan3137 3 ปีที่แล้ว +66

    এই নতুনরাই আগামীর বঙ্গ। এদের জন্য শুভকামনা। এই দলে ঐশী-দীপ্সিতরাও আছে।

    • @greyowl5656
      @greyowl5656 3 ปีที่แล้ว +2

      Anirban to sposto kore bollen uni kono dole non.

    • @geekyr4455
      @geekyr4455 3 ปีที่แล้ว +2

      অনির্বান এর 'কথা শুনে বোঝা যায ওর - চিন্তাধারা অনেক উন্নত ৷ যাকে কোন হেরো ধান্ধাবাজ নেতারা influence করতে পারবে না ৷ ঐশী কিংবা দীপ্তি সাদের কথা শুনে বোঝা যায অনেক প্রশ্নের সোজাসুজি
      . উত্তর না দিযে ধুর্ত নেতাদের মত এড়িয়ে যায় শুধুমাত্র দলের জন্য।

    • @geekyr4455
      @geekyr4455 3 ปีที่แล้ว

      তফাটা এখানে।

    • @geekyr4455
      @geekyr4455 3 ปีที่แล้ว

      . তফাৎ

    • @sanjibkumardas6367
      @sanjibkumardas6367 3 ปีที่แล้ว +1

      হুঁ।
      ঐসি, দীপ্সিতার মতই যারা এ দেশকে টুকরো করতে চায় , সেই সব জেহাদী দেশদ্রোহী রা সবই এই লোকটির মতই সব একই দলভুক্ত।

  • @moushakhiray5019
    @moushakhiray5019 3 ปีที่แล้ว +9

    Somehow bengal society today has chosen some horrific role models.
    What excellent views of Anirban.
    Many thanks.

  • @babaibanti7037
    @babaibanti7037 3 ปีที่แล้ว +5

    অনেক ভালোবাসা শ্রদ্ধা আপনাকে। হিংসায় মোড়া মূর্খ BJPএর ফ্যাসিস্ট রাজ নেতার পতন হোক। ভালোবাসা জয়ী হোক।

  • @satyajitmalakar1856
    @satyajitmalakar1856 3 ปีที่แล้ว +10

    যত দেখি ততই মুগ্ধ হই অনেক ভালোবাসা অনির্বাণ বাবু ❤️🙏

  • @sarbanibasu3265
    @sarbanibasu3265 3 ปีที่แล้ว +2

    কি অসাধারণ সুন্দর কথা বলতে পারেন আপনি। অনেক শুভেচছা জানাই আপনার আগামী দিনগুলির জন্য। ভালো থাকবেন।

  • @mitamukherjee7473
    @mitamukherjee7473 3 ปีที่แล้ว +10

    কি অসাধারন বুদ্ধিমত্তা.. প্রতিটি রাজনৈতিক প্রশ্নের উত্তর দিলেন, কোনোরকম রাজনৈতিক কথা বার্তার ধার না ঘেঁষেই।

  • @nilanjanaadhikari8149
    @nilanjanaadhikari8149 3 ปีที่แล้ว +23

    তোমার কথা শুনতে ভালো লাগে.... সময়ের কন্ঠস্বর, দৃপ্ত, ঋজু বিশ্বাস আর পাঁচ জনের চেয়ে স্বতন্ত্র করে তুলেছে তোমায়। আরও আশাবাদী হতে ইচ্ছে করে।...

  • @tapashghosh7459
    @tapashghosh7459 3 ปีที่แล้ว +71

    অনির্বান খুব ভাল লাগছে তোমার কথা । অনেক শুভেচ্ছা ।

  • @দীপ্র
    @দীপ্র 3 ปีที่แล้ว +11

    অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যখন উনি গাইছিলেন তখন নেপথ্য বাজনাটা না বাজলে ভালো হত।

  • @debaratikumar2729
    @debaratikumar2729 3 ปีที่แล้ว +13

    অসংখ্য ধন্যবাদ সংবাদ প্রতিদিন কে। এত মূল্যবান বক্তব্য টি সংগ্রহ করার জন্য। অনির্বাণ আপনি সত্যই একজন সৎ মনের মানুষ। আজ আপনি আমার কাছে শুধু অভিনেতা নন, মানুষ হিসেবেও প্রিয়।

  • @cherrykitchen50
    @cherrykitchen50 3 ปีที่แล้ว +28

    অনির্বাণ দার মতো জ্ঞানী মানুষ এই সমাজের জন্যে খুব দরকার ।

    • @palashmaiti3178
      @palashmaiti3178 3 ปีที่แล้ว +1

      uni kotoboro scientist je unake gani bolchen

    • @GoodSamaritanGoodSamaritan
      @GoodSamaritanGoodSamaritan 3 ปีที่แล้ว +1

      @@palashmaiti3178 চল ফোট, গরুদের জন্যে এসব নয়...

  • @sanghamitraguha1980
    @sanghamitraguha1980 3 ปีที่แล้ว +55

    অনির্বাণ, তুমি সার্থকনামা। তোমার সব ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছা সবসময় তোমার সাথে আছে আর থাকবেও। তুমি শুধু এমনই সৎ থেকো চিরদিন❤

  • @mdfirojuddin2137
    @mdfirojuddin2137 3 ปีที่แล้ว +1

    Khub valo ek ta interview👌🏻❤️

  • @joyeetapal
    @joyeetapal 3 ปีที่แล้ว +20

    অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা ❤️

  • @arahaman412
    @arahaman412 3 ปีที่แล้ว +40

    অনির্বাণের মত সৎ মানুষ এবং এত ভালো অভিনেতা আর একটিও নেই। খুব শিক্ষিত এবং পরিমার্জিত এক নিখাদ ভদ্রলোক।

  • @samiransarkar3712
    @samiransarkar3712 3 ปีที่แล้ว +17

    দিলীপ ঘোষ মশায় তাহলে নিশ্চয়ই এক ঝুড়ি অভিনেতা বা অভিনেত্রী কে রগড়ে দলে ঢুকিয়েছেন । 😂😂😂

    • @thepatrioticindian8471
      @thepatrioticindian8471 3 ปีที่แล้ว +3

      তোর মাকেও রগড়ে ঢোকাবে, বুঝলি কামপন্থী।

    • @debasishgayen2951
      @debasishgayen2951 3 ปีที่แล้ว +6

      @@thepatrioticindian8471 chi dada er modhye MA keo dhukie dilen. Akdom korben na eta

    • @thepatrioticindian8471
      @thepatrioticindian8471 3 ปีที่แล้ว +1

      @@debasishgayen2951 অভিনেতা আর অভিনেত্রী রাও কারোর না কারোর ছেলে/মেয়ে বা বাবা/মা।
      তাহলে এই Samiran Sarkar নামক কুলাঙ্গার টাকে বলুন যেনো কারোর অপমান না করে।

    • @GoodSamaritanGoodSamaritan
      @GoodSamaritanGoodSamaritan 3 ปีที่แล้ว +6

      @@thepatrioticindian8471 ওরে ল্যাওড়া, এটা তোর দিলিপ বাবাই বলেছিল...

    • @piyalidas5580
      @piyalidas5580 3 ปีที่แล้ว +2

      @@thepatrioticindian8471 eki bhasha apnar? Chhi dada karo maa baba k ebhabe bolte hoy? Apnar maa baba janen ki j apni onannyoder maa o baba sombonddhe erokom kharap kotha bolchhen? Jante parle kintu onara khubi dukkho paben, I'm sure.

  • @arunsanyal4591
    @arunsanyal4591 3 ปีที่แล้ว +1

    Anek anek din par Anirbaner katha gulo sune mone holo prakito shikshito Bangali akhono kichu banglai tike ache.
    Thank you Anirban ❤️

  • @GuruPaaji
    @GuruPaaji 3 ปีที่แล้ว +4

    Game Starts from here 13:13
    সমাজতন্ত্র কখনোই গণতান্ত্রিক দেশে চলতে পারেনা। দিলীপ ঘোষের ও freedom of expression থাকা উচিত তবেই তো আমরা গণতান্ত্রিক।
    আমাদের প্রত্যেকেরই নিজস্ব ভাবধারার সমান অধিকার আছে। খুব সুন্দর ব্যাখ্যা অনির্বাণ বাবুর🙏

  • @learnthinkchange
    @learnthinkchange 3 ปีที่แล้ว

    Thank you সংবাদ প্রতিদিন সাক্ষাৎকার টি নেওয়ার জন্য! অসাধারণ আমরা ওনার ভক্ত হয়ে পড়েছি

  • @fearlesshindu9916
    @fearlesshindu9916 3 ปีที่แล้ว +20

    এমন অরাজনৈতিক, বুদ্ধিদীপ্ত , ঋদ্ধ আলোচনা, মনকে ছুড়ে গেছে ৷ ভাল থাকুন গৌতমবাবু ও অর্নিবানবাবু ৷

    • @saqifali2874
      @saqifali2874 3 ปีที่แล้ว +2

      Ha jei lok ble 1956 a stalinist der against a revolution hcche s koto boro buddhijibi vloi bjha jcche

    • @GoodSamaritanGoodSamaritan
      @GoodSamaritanGoodSamaritan 3 ปีที่แล้ว

      @@saqifali2874 চালচোর না কি হে?

    • @saqifali2874
      @saqifali2874 3 ปีที่แล้ว

      @@GoodSamaritanGoodSamaritan Vlo blecho dada kintu ami kno party kri na....Sudhu fact gulo bllm

    • @GoodSamaritanGoodSamaritan
      @GoodSamaritanGoodSamaritan 3 ปีที่แล้ว

      @@saqifali2874 অনির্বাণ কি কখনও নিজেকে বুদ্ধিজীবী বলে দাবি করেছেন?

  • @Soumen.Maity.
    @Soumen.Maity. 3 ปีที่แล้ว

    আমার দেখা প্রথম ভালো ইন্টারভিউ ❤
    হয়তো আরও মানুষ ভালো ইন্টারভিউ দিয়েছেন।
    সাংবাদিক ও অমায়িক। ❤