স্বাধীনতা,এই শব্দটি কীভাবে আমাদের হলো| Nirmalendu Goon| Samia Rahman Lisha - Gold medal winner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Hey guys,
    Here is the poem "স্বাধীনতা,এই শব্দটি কীভাবে আমাদের হলো" recited by me Samia Rahman Lisha .
    I have won 1st prize in Bijayful competition 2018(national level) by recite this poem🏅. Hope you like it..
    If you like this please do comment, share and not to forget to subscribe...❤❤❤
    -------------------------------------------------------------------------------
    Follow me on Facebook page :
    / samia-rahman-lisha-123...
    Follow me on Instagram :
    www.instagram....
    কবিতাঃস্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো
    কবিঃ নির্মলেন্দু গুণ
    আবৃত্তিঃ সামিয়া রহমান লিসা
    একটি কবিতা লেখা হবে
    তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
    লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে
    ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে: ‘কখন আসবে কবি?’
    এই শিশু পার্ক সেদিন ছিল না,
    এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না,
    এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না৷
    তা হলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি?
    তা হলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে
    ঢেকে দেয়া এই ঢাকার হদৃয় মাঠখানি?
    জানি, সেদিনের সব স্মৃতি, মুছে দিতে হয়েছে উদ্যত
    কালো হাত৷ তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ
    কবির বিরুদ্ধে কবি,
    মাঠের বিরুদ্ধে মাঠ,
    বিকেলের বিরুদ্ধে বিকেল,
    উদ্যানের বিরুদ্ধে উদ্যান,
    মার্চের বিরুদ্ধে মার্চ ... ৷
    হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি,
    শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি
    একদিন সব জানতে পারবে; আমি তোমাদের কথা ভেবে
    লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প৷
    সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর৷
    না পার্ক না ফুলের বাগান, - এসবের কিছুই ছিল না,
    শুধু একখন্ড অখন্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত
    ধু ধু মাঠ ছিল দূর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়৷
    আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল
    এই ধু ধু মাঠের সবুজে৷
    কপালে কব্জিতে লালসালু বেঁধে
    এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক,
    লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক,
    পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক৷
    হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত,
    নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানী, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে
    আর তোমাদের মত শিশু পাতা-কুড়ানীরা দল বেঁধে৷
    একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল
    প্রতীক্ষা মানুষের: "কখন আসবে কবি?’ "কখন আসবে কবি?’
    শত বছরের শত সংগ্রাম শেষে,
    রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
    অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন৷
    তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
    হদৃয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার
    সকল দুয়ার খোলা৷ কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী?
    গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি:
    ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
    এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’
    সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের৷
    #kobita #nirmolendu_goon #shadhinota

ความคิดเห็น • 948

  • @gajjalybhuiyan8948
    @gajjalybhuiyan8948 3 ปีที่แล้ว +83

    এতো মধুর কন্ঠ বাংলা ছাড়া আর কোন ভাষাতে পাওয়া যাবে না। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। এতো সুন্দর ভাবে কবিতাটি আবৃত্তি করার জন্য।

  • @nazninsultanasultana8676
    @nazninsultanasultana8676 3 ปีที่แล้ว +32

    আলহামদুলিল্লাহ। 17 টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মধ্যে একটি প্রতিযোগিতা হতে যাচ্ছে। তোমার কবিতা আবৃত্তি অনুসরণ করছি। উত্তীর্ণ হয়েছি। আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যার (লেফটেন্যান্ট কর্নেল জিএম সারোয়ার) আমার কবিতা অনেক পছন্দ করেন।।

  • @mithunmandal8311
    @mithunmandal8311 4 ปีที่แล้ว +114

    আপনার আবৃত্তি শোনার পর কবিতাটিকে আরও গভীরভাবে উপলব্ধি করলাম। সত্যিই আপনার আবৃত্তি অসাধারণ ।

  • @lovelydas4848
    @lovelydas4848 4 ปีที่แล้ว +29

    সামিয়া রহমান লিসা, অনেক বড় হও, কবিতার শিল্পী হবে। এটা আমার আশীর্বাদ।

  • @gajjalybhuiyan8948
    @gajjalybhuiyan8948 3 ปีที่แล้ว +20

    এই কবিতা আবৃত্তি শুনলে চোখে ভেসে উঠে ,কবিতার লাইন গুলি জীবিত হয়ে আমার চোখে ভেসে উঠে।

  • @nabilmohammadislam8624
    @nabilmohammadislam8624 3 ปีที่แล้ว +12

    আপনার প্রতি অন্তর থেকে কৃতজ্ঞতা।
    আপনার আবৃত্তি শুনে ও দেখে চোখের পানি ফেলে আইসোলেশনের সময় কাটাচ্ছি।
    আপনার মতো নতুন প্রজন্ম খুব কম যারা বাংলা ও বাঙালির অস্তিত্ব রক্ষার সংগ্রামে নিবেদিত।
    ভালোবাসি স্রষ্টার কসম।

  • @_jonaki_akther_
    @_jonaki_akther_ 8 หลายเดือนก่อน +16

    আপুকে অনুসরণ করে এই কবিতা দিয়ে প্রথম হয়েছিলাম,,,আর কালকে আবার প্রতিযোগিতায় এই কবিতা টি দিবো জানি না কি হবে দোয়া করবেন সবাই ☺️

    • @sabinaakter3868
      @sabinaakter3868 3 หลายเดือนก่อน

      আমিও❤❤😊😊

  • @gmkader7620
    @gmkader7620 3 ปีที่แล้ว +57

    ২০২১সালের জাতীয় শোক দিবসে উপজেলায় আবৃত্তি প্রতিযোগিতায় এই কবিতাটি আবৃওি করে আমি ১ম স্থান অধিকার করেছি।আল্লাহ হামদ দুলি

    • @shaheenmahmud5311
      @shaheenmahmud5311 2 ปีที่แล้ว

      smm

    • @emranarahman4740
      @emranarahman4740 ปีที่แล้ว +2

      Ami o same kobita abriti kore technical school teke 1st hoyesi :ami apnar akjon fan love from sylhet 🥰🥰

  • @atashibhowmik8202
    @atashibhowmik8202 2 ปีที่แล้ว +8

    মন ভরে গেল। প্রার্থনা রইল যেমন তেজোদীপ্ত ও মনে প্রশান্তি এনে দিল তোমার আবৃত্তি, তেমনি মানবতা সম্পন্ন, অসাম্প্রদায়িক মানুষ হয়ে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের মতো সন্তানরা এগিয়ে এসো। তোমরাই তো আগামীর সুন্দর ভবিষ্যৎ। সুস্থ ও নিরাপদ থেকো। তোমার আবৃত্তি, মেধা বন্দোপাধ্যায় এর মতো। তুমি আমাদের দেশের গর্ব। *তেজ* কবিতাটি তোমার কন্ঠে শোনার অপেক্ষায় রইলাম। শুভ কামনা নিরন্তর।

  • @alonlifeveryverysadlife2124
    @alonlifeveryverysadlife2124 2 ปีที่แล้ว +25

    যেমন লেখনি ভাসা গুল ঠিক তেমনি রচনা করা হয়েছে+কন্ঠটাও ১০০./. মিল অসাধারন লেগেছে গায়ের পশম দাড়িয়ে গেছে বলার মূগ্ধতার জন্য
    =অসংখ্য ধন্যবাদ

  • @rahiatulrakhi4453
    @rahiatulrakhi4453 3 ปีที่แล้ว +28

    Assalamolaikum apu.amar nam Hridiva,ami ideal school and college er class 9 a pori,English version.ami tomar kobita abritti shune practice kore amar school a 2nd hoyechi.thanks a lot apu.Tomar karone aj ami eto valo korte perechi r eta amar first time chilo kono competition a nam diyechi r tomar eto shundor recitation er karone aj ami prize o peyechi.Really apu proud of you.Asha kori eta shune tomaro valo lagbe😊.All the best apu eivabei agay jao.Again thank youuu,have a good day❤

    • @nijhum1072
      @nijhum1072 3 ปีที่แล้ว +1

      Kon branch? College bhobone abritti korechile?

  • @shahjahanmanik801
    @shahjahanmanik801 2 ปีที่แล้ว +17

    কবি এবং কবিতার আবৃতিকারকের প্রতি অজস্র শ্রদ্ধা আর ভালবাসা রইলো। আবৃতি এতটা চমৎকার লাগছিল যাহা ভাষায় প্রকাশ করা যাবে না।
    আর যাঁকে উদ্দেশ্য করে এই কবিতা অর্থাৎ বাঙালি জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা।
    জয় বাংলা জয় বঙ্গবন্ধু ✌

  • @taj314
    @taj314 3 ปีที่แล้ว +49

    আজকের এই মহান বিজয়ের দিনে তোমার এই আবৃত্তি না শুনে কি থাকা যায়!!!

  • @MrinalKantiRoy
    @MrinalKantiRoy 3 ปีที่แล้ว +66

    প্রতিটি উচ্চারণে শরীর শিউরে ওঠে। কী দুর্দান্ত আবৃত্তি!

    • @nijamuddin2529
      @nijamuddin2529 8 หลายเดือนก่อน

      এটা টিউন এর কারণে

    • @NasrinJahanShatu
      @NasrinJahanShatu 7 หลายเดือนก่อน

      হে অনেক সুন্দর হয়েছে❤❤

  • @kkpstv8045
    @kkpstv8045 4 ปีที่แล้ว +6

    যে কন্ঠে ঘুমিয়ে যায় পৃথিবীর সমস্ত কোলাহল,
    সে আমার প্রেম - আমার বেঁচে থাকা।
    সত্যিই আমি মুগ্ধ হলাম ...

  • @jahid9515
    @jahid9515 3 ปีที่แล้ว +2

    আমি নিসা। পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় থাকি।ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আবৃত্তি সম্পর্কে ধারণা আছে এবং আবৃত্তি করাও হয়।কবি নির্মলেন্দু গুণ এর স্বাধীনতা কবিতা আমার বরাবর এর মতই পছন্দের একটি কবিতা। হঠাৎ একদিন তোমার আবৃত্তি করা স্বাধীনতা কবিতা শুনে বলতে পারো তোমার অনেক বড় ফ্যান হয়ে যাই।মোটামুটি তোমার সব কবিতাই শোনা হয়েছে। এখন ও তোমার আবৃত্তি করা স্বাধীনতা কবিতা বার বার শোনা হয়।
    Best of luck apu❤️

  • @yasinahmad8673
    @yasinahmad8673 3 ปีที่แล้ว +15

    একজন কবিতা প্রেমি হিসেবে ১০০/৯৫ পাওয়ার যোগ্য.....
    💚💚💚👍

  • @abulazadalmamun5476
    @abulazadalmamun5476 6 หลายเดือนก่อน +26

    এই কবিতা টা কলকে আমি উপজেলা পর্যায়ে আবৃত্তি করবো সবাই আমার জন্য দোয়া করবেন 😊😊😊

    • @SaymaAtika-cu4ov
      @SaymaAtika-cu4ov 6 หลายเดือนก่อน +2

      Amio

    • @Mahanavoice
      @Mahanavoice 5 หลายเดือนก่อน +2

      same to

    • @mainulhassan2539
      @mainulhassan2539 5 หลายเดือนก่อน +3

      same to you 😊😊 inshallah😊😊

    • @SaymaAtika-cu4ov
      @SaymaAtika-cu4ov 5 หลายเดือนก่อน +3

      Kalke amio jabo upojelay, doa korien

    • @ruksanaakter626
      @ruksanaakter626 5 หลายเดือนก่อน +1

      same😊

  • @Mehedi-Hasan-Live
    @Mehedi-Hasan-Live 5 ปีที่แล้ว +54

    কবিতা শুনে যে কারো প্রেমে পড়া যায়,,,কারো কবিতা যে কাউকে ভালবাসতে বাধ্য করতে পারে সেটা তোমাকে শুনার আগে কখনই অনুভব করি নি,,,ভালবাসি তোমাকে!

    • @beatboxpro3651
      @beatboxpro3651 4 ปีที่แล้ว +1

      ও তাই

    • @ayontalukderjeet
      @ayontalukderjeet 4 ปีที่แล้ว +3

      ছেকা খেয়ে বেকা হয়ে বসে আছো তো তাই এরকম বলছ.....!
      কোনোদিন বাঁশ ঠিকমতো পরলে এসব চুলকানি বেরিয়ে যাবে....!

    • @fauziaferdous4995
      @fauziaferdous4995 3 ปีที่แล้ว

      @@ayontalukderjeet What means it?

  • @pritdas
    @pritdas ปีที่แล้ว +4

    যখনই তোমার এই কবিতা পাঠখানি শুনি আমার চোখে পানি চলে আসে, হৃদয় ছুঁয়ে যায় আমার সত্যি অসম্ভব ভালো হয়েছে ❤❤

  • @boniyeamin686
    @boniyeamin686 4 ปีที่แล้ว +25

    ভালো লাগলো💝 স্বাধীনতা তো আমাদেরই💞এগিয়ে চলো ভালো কিছু করার উদ্দ্যেশে,স্বাধীনতা সবাইকে দিতে😍

  • @Ferdous57316
    @Ferdous57316 4 ปีที่แล้ว +9

    নির্মল গুন আমার প্রিয় একজন কবি,,,,
    হুলিয়া কবিতাটা খুবই ভালো লাগে।।
    আপনার আবৃত্তিও অনেক সুন্দর হয়েছে।

  • @readussaleheen6414
    @readussaleheen6414 4 ปีที่แล้ว +37

    Body Language, Voice, Recitation.....After all, Outstanding❤

  • @md.moniruzzamandulal1793
    @md.moniruzzamandulal1793 3 ปีที่แล้ว +24

    স্পষ্ট বাচন ও ভঙ্গি চমৎকার উপস্থাপনা। এগিয়ে যাও।

  • @abirrahman1360
    @abirrahman1360 5 ปีที่แล้ว +5

    আমার জীবনে শোনা শ্রেষ্ঠ আবৃত্তি...😍
    অসাধারণ! অসাধারণ! অসাধারণ!
    💘💘💘💘💘💘💘💘💘💘💘

  • @ripasaha7838
    @ripasaha7838 3 ปีที่แล้ว +8

    কবিতাটি নতুন করে অনুভব করলাম।অসাধারণ আবৃত্তি করেছেন।

  • @kalyanarnab8187
    @kalyanarnab8187 2 ปีที่แล้ว +4

    অসাধারণ আবৃত্তি। এতো সুন্দর কন্ঠ স্রষ্টার অপার দান । ভালবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

  • @Kobitabrikho
    @Kobitabrikho 3 ปีที่แล้ว +22

    বাপ্রে, এতো সুন্দর! ধন্যবাদ আপুমনি। ভালোবাসা নেবেন।

  • @abidasultana6835
    @abidasultana6835 4 ปีที่แล้ว +7

    এমন এক কন্ঠের বড় অভাব ছিল বাংলায়। এগিয়ে যান, অনেক দোয়া।

  • @noyonhossendhrubo
    @noyonhossendhrubo ปีที่แล้ว +5

    হৃদয় জুড়ানো আবৃত্তি।
    অসাধারণ!

  • @mohammodsohag2381
    @mohammodsohag2381 5 ปีที่แล้ว +4

    কবিতা ভালোবাসি, কবিতা আবৃতি ভালোবাসি, আবৃতি শুনতে ভালোবাসি, আবৃতি করতে ভালোবাসি।
    আপনার কন্ঠ খুব ভালো লেগেছে। পাশে আছি।

  • @queen6584
    @queen6584 4 ปีที่แล้ว +13

    এত সুন্দর গলার স্বর আমি কোনদিন শুনিনি। সত্যি খুব সুন্দর হয়েছে।

  • @051mithunkumardas8
    @051mithunkumardas8 4 ปีที่แล้ว +6

    প্রিয় কবির কবিতা তোমার মুখে খুব সার্থকতা পেয়েছে।দারুণ এগিয়ে যাও।

  • @lilistiktokid.728
    @lilistiktokid.728 4 ปีที่แล้ว +245

    যদি তোমার মতো আমার একটা বোন থাকতো, তাহলে খুব ভালো হতো। কিন্তু যানো, তোমার মতো আমার একটা বোন আছে, সে তার অনেক গুলো রচিত কবিতার বই বানিয়েছে।

    • @limnmia2629
      @limnmia2629 3 ปีที่แล้ว +17

      অনুপ্রেরণা দিন সেও একদিন এর থেকে ভালো কিছু হবে

    • @mdevan2176
      @mdevan2176 3 ปีที่แล้ว +5

      @@limnmia2629 ❣️❤️❣️

    • @sakhawatsenglishcare4092
      @sakhawatsenglishcare4092 3 ปีที่แล้ว +2

      দদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদ

    • @sakhawatsenglishcare4092
      @sakhawatsenglishcare4092 3 ปีที่แล้ว +1

      দদদদদদদধদদদদদদদদদদদদদদদদদদ

    • @blacktuneltd.1818
      @blacktuneltd.1818 2 ปีที่แล้ว +2

      খুব সুন্দর কন্ঠ

  • @mdfahimfarhad2519
    @mdfahimfarhad2519 3 ปีที่แล้ว +3

    কবিতাটা শুনার পর সব কিছু চোখে ভাসছে।এক কথায় অসাধারন।

  • @ujjal101
    @ujjal101 2 ปีที่แล้ว +3

    শব্দ বারুদ আর অগ্নিঝরা কন্ঠ! অসাধারণ। এমন হোক আমাদের পরবর্তীরা।

  • @গানেরপাখি-প৬ঝ
    @গানেরপাখি-প৬ঝ 5 ปีที่แล้ว +5

    অসাধারণ সামিয়া রহমান লিসা, তোমাকে সামনা সামনি দেখার অনেক সখ, জানি না কবে সে আশা পুরন হবে, তোমার প্রেমে পড়ে গেছি আমি, তোমার সৌন্দর্য আর গুনে,
    তোমায় দেখার আশা আমার মনে বেধে রেখেছি।

  • @zuborazmahmud9085
    @zuborazmahmud9085 2 ปีที่แล้ว +1

    আপু আপনার আবৃত্তির প্রেমে পড়ে গেলাম। আমার অভিব্যক্তি ভাষায় প্রকাশ করার মত না, সত্যিই অসাধারণ।

  • @tamimamujib274
    @tamimamujib274 ปีที่แล้ว +3

    আবারও আপনার এই কবিতা আবৃত্তি দেখে শিক্ষা নিয়ে কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় এই কবিতাটা আবৃত্তি করেছি। আবারও অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে✨❤️

  • @akashahmed9767
    @akashahmed9767 4 ปีที่แล้ว +3

    কবিতা শুনে আমার শরীর কাটা দিয়েছে...সত্যি অনেক সুন্দর

  • @md.showrav6004
    @md.showrav6004 5 ปีที่แล้ว +6

    সামিয়া, আপনি যেমন সৌন্দর্যময় 😍😍😍!!!তার চেয়ে অসম্ভব সুন্দর আপনার কণ্ঠীরব 😊😊😊😍।

  • @dayanmiah1495
    @dayanmiah1495 ปีที่แล้ว +2

    অসাধারণ আবেগের মথিত উচ্চারণ মনকে ছুঁয়ে গেছে।
    ধন্যবাদ আপু আমাদেরকে এত ভালো ভালো কবিতা আবৃতি শুনানোর জন্য।❤️❤️❤️❤️❤️💖💖💖💖

  • @nazmaakter6393
    @nazmaakter6393 4 ปีที่แล้ว +6

    আপু আজও বললাম, আমি ভুলতে পারি না তোমার আবৃত্তি. I like u..May allah bless u

  • @KhairulIslam-uo4fv
    @KhairulIslam-uo4fv 2 ปีที่แล้ว +7

    গতকাল ছিল মহান সেই দিন, সেই বজ্র কন্ঠ , সেই জয় বাংলা , সেই তর্জনী , আমাদের গৌরব, আমাদের অহংকার।

  • @sutonbiswas8683
    @sutonbiswas8683 4 ปีที่แล้ว +6

    আপু আপনার কবিতা বলার স্টাইল টা অসাধারণ।।।।আবৃতি টা খুব সুন্দর লাগলো।।।।

  • @tahseentabassum8920
    @tahseentabassum8920 2 ปีที่แล้ว +2

    আপু আমার মনে হয় তুমি বাংলাদেশের সবচেয়ে ভালো আবৃত্তি কর। আমিও আবৃত্তি করি। রাজবাড়ী জেলা থেকে তোমার এক ভক্ত বলছি। ৪র্থ শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম।

  • @sharifulislam332
    @sharifulislam332 4 ปีที่แล้ว +3

    আমার দেখা সবচেয়ে ভাল কিছু।।সাহসিকতার অভাব নাই তোমার।।এগিয়ে যাও তুমি।।আল্লাহ তোমার সাথে আছে

  • @shaylasultana2370
    @shaylasultana2370 2 ปีที่แล้ว +3

    আবৃত কবিতার মধ্যেই বাংলা ভাষার প্রকৃত আনন্দ উপলব্ধি করা যায় ।যা তোমার কন্ঠে আছে।!

  • @mdasmaulhusna7976
    @mdasmaulhusna7976 2 ปีที่แล้ว +4

    অসাধারণ প্রানবন্ত একটা কবিতা আবৃত্তি শোনলাম😍😍

  • @moksedali5273
    @moksedali5273 ปีที่แล้ว +2

    অসাধারণ কবিতা আবৃত্তি অসাধারণ কবিতা আবৃতি আমি তোমার কবিতা শুনে মুগ্ধ লামিয়া ইসলাম মাইশা।❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sarderafrah9750
    @sarderafrah9750 5 ปีที่แล้ว +8

    মন ছুঁয়ে গেল!! সতিই অসাধারণ আবৃত্তি করো লিসা!

  • @anirbandas9409
    @anirbandas9409 2 ปีที่แล้ว

    কি দারুণ উদাত্ত, সুরেলা কন্ঠ!! মুগ্ধ হয়ে শুনলাম। ওপার বাংলা না হলে একবার দেখা করতুম।।

  • @nabanitadey424
    @nabanitadey424 3 ปีที่แล้ว +6

    খুব ভালো লাগলো , প্রিয় কবির অসাধারন লেখনী, কিন্তু তোমার আবৃত্তি আমার মন ছুঁয়ে গেলো , থেমোনা বন্ধু - আবৃত্তি কে জীবনের সঙ্গী করে রেখো- ভালো থাকবে , ভালো থেকো ।

    • @rocomarymax8398
      @rocomarymax8398 2 ปีที่แล้ว

      খুব উপকৃত হোলাম আাপু❤️❤️❤️

  • @masumview3844
    @masumview3844 3 ปีที่แล้ว +4

    তোমার প্রতিটা শ্রুতিমধুর আবৃত্তি প্রশংসার দাবিদার।নিরন্তর দোয়া ও শুভকামনা

  • @rabeabinteneamoth8723
    @rabeabinteneamoth8723 3 ปีที่แล้ว +8

    আপনার আবৃতি শুনে খুব ভাল লাগল আপু,অসাধারণ!!! ❤️❤️❤️❤️

  • @ShamimaMahabubOishe-dz8kl
    @ShamimaMahabubOishe-dz8kl ปีที่แล้ว +1

    আপু তোমার কবিতা আবৃত্তি আমার খুব ভালো লাগে❤ তোমার আবৃত্তি ছাড়া কারো আবৃত্তি ভালোই লাগে না। তোমার ভিডিওগুলো দেখে আমি আবৃত্তি শিখি। আর অনেকবার কবিতা আবৃত্তিতে অংশগ্রহণও করেছি এবং উপজেলা পর্যায়ে প্রথমও হয়েছি😊thank you sooooo muchhhhh apu 😘🥰 তোমার এত সুন্দর কবিতা আবৃত্তির ভিডিওগুলো ছাড়ার জন্য। আপু plz plzzzzz নিচের কবিতাগুলো একটু আবৃত্তি করিও🥺।তাহলে আমি খুব উপকৃত হবো😇😊👇👇
    ১.শহীদ স্মরণে
    ২.বনলতা সেন
    ৩.কবর
    ৪.মেঘনায় ঢল

  • @The_Little_Heart
    @The_Little_Heart 4 ปีที่แล้ว +5

    যেমন সুন্দর আপনাকে দেখিতে
    তেমন ভালো লাগিল আপনার voice শুনিতে😘🌹

  • @tamimamujib274
    @tamimamujib274 ปีที่แล้ว +2

    অত্যন্ত সুন্দর✨! আপনার এই আবৃত্তি দেখে শিক্ষা নিয়ে আজ আমি কলেজে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছি। এটা আমার জীবনের প্রথম কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ। আমার জীবনের প্রথম কবিতা আবৃত্তি শিখেছি আপনার আবৃত্তি দেখে। এর মাধ্যমে আমার কবিতার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। আমি আপনার কাছে কৃতজ্ঞ, আপু❤️

  • @muhtasimlabib9850
    @muhtasimlabib9850 2 ปีที่แล้ว +4

    অসাধারণ হয়েছে আপু। অনেক আবেগ এবং অন্তর থেকে আবৃত্তি করেছেন আপনি।অভিনন্দন অফুরান🥰

  • @shaluk6696
    @shaluk6696 2 ปีที่แล้ว +2

    তুমি আমার অনেক ছোট তবুও তোমাকে শ্রদ্ধা জানাচ্ছি। এই কন্ঠস্বরের যত্ন কোরো। ❤️❤️

  • @anitadatta1303
    @anitadatta1303 4 ปีที่แล้ว +7

    অসাধারণ আবেগ মথিত উচ্চারণ মনকে ছুঁয়ে গেছে । ধন্যবাদ মা আমার !

    • @anitadatta1303
      @anitadatta1303 4 ปีที่แล้ว +2

      Many good wishes from heart !

  • @kabihasannashid
    @kabihasannashid 2 ปีที่แล้ว +1

    আ‌মি আপনার ক‌বিতা শু‌নে আপনার ক‌ণ্ঠের প্রেমে প‌ড়ে‌ছি! অসাধারণ আবৃ‌ত্তি প্রিয় লিসা!

  • @MDFahim-ob4xd
    @MDFahim-ob4xd 2 ปีที่แล้ว +2

    আবৃতিটা এতটাই সুন্দর হয়েছে যে আমি ভাষা খুজে পাচ্ছি না কিভাবে প্রশংসা করবো❤️❤️❤️❤️❤️

  • @amzadhossain5990
    @amzadhossain5990 5 ปีที่แล้ว +12

    শ্রদ্ধা পূর্ণ ভালবাসা ❤️এগিয়ে যান।

  • @samiya803
    @samiya803 ปีที่แล้ว

    প্রতিটা লাইনে প্রতিবার গা শিউরে উঠেছে... চোখের কনায় বিন্দু পানিও জমে ছিল... 🥺

  • @snipermahmud5402
    @snipermahmud5402 3 ปีที่แล้ว +5

    এত সুন্দর আবৃত্তি আগে কখনও শুনি নি...
    ভালোবাসা নিও আপু❤️❤️

  • @holyomassage9317
    @holyomassage9317 2 ปีที่แล้ว +2

    অসাধারণ সুন্দর লাগতেছে আপনার কণ্ঠ। স্বাধীনতা মাস উপলক্ষে শুনতে আসলাম।

  • @ronypopy9984
    @ronypopy9984 4 ปีที่แล้ว +4

    তুমি দেখতে যেমন সুন্দর ,,,,,তোমার আবৃত্তি ও তেমন সুন্দর,,,,,

  • @diptobabu8852
    @diptobabu8852 2 ปีที่แล้ว +2

    I have achieved 1st prize many time by reciting the poem .You are my inspiration .Thanks a lot.!!!!!

  • @SweetyBarishal
    @SweetyBarishal 3 ปีที่แล้ว +5

    অসাধারণ সুন্দর আবৃত্তি।

  • @lovelydas4848
    @lovelydas4848 4 ปีที่แล้ว +4

    খুব সুন্দর/ ভালো কবিতা আবৃত্তি করো তুমি 👍👍👍👍👌👌👌👌🤝🤝🤝🤝

  • @NilBangla
    @NilBangla 3 ปีที่แล้ว +6

    সত্যিই আপনার আবৃত্তি অসাধারণ

  • @abdullahsharif8703
    @abdullahsharif8703 2 ปีที่แล้ว +5

    আপনি ভাল আবৃত্তি করেন, শুভ কামনা আপনার জন্য।

  • @yousufjamil2031
    @yousufjamil2031 5 ปีที่แล้ว +7

    সত্যিই খুব সুন্দর। বারবার শুনলাম। ভালোবেসে ফেললাম আপনার আবৃত্তি। আপনার ফ্যান হয়ে গেলাম আপু। লাভ ইউ।

  • @KobitarMela-
    @KobitarMela- หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ খুবই সুন্দর কবিতা আবৃত্তি শুনলাম।মন ভরে গেল। আবার আসবো তোমার কবিতা শুনতে বারে বারে আসবো।

  • @alhelal4265
    @alhelal4265 4 ปีที่แล้ว +6

    অাপনার কবিতা অাবৃত্তি করে অামার ছেলে বিজয় ফুল উৎসবে খুলনা বিভাগে ১ম হয়েছে। অাপনাকে অনেক অনেক ধন্যবাদ। কুষ্টিয়া থেকে।

  • @muftinurullah2744
    @muftinurullah2744 7 หลายเดือนก่อน +2

    চমৎকার আবৃত্তি, এগিয়ে যাও

  • @SAli-xz6fl
    @SAli-xz6fl 2 ปีที่แล้ว +4

    আবৃত্তিটা অনেক ভালো হয়েছে। All the best!

  • @সানজিদাআক্তার-গ১ঘ

    আপু আপনার কথা গুলো আমার মন কেড়ে নিয়েছে। অসম্ভ সুন্দর হইচে। আপনি একদিন অনেক বড় এবং সুপরিচিত মানুষ হবেন। এই দোয়া রইলো

  • @anjumtasnuva3674
    @anjumtasnuva3674 2 ปีที่แล้ว +3

    I am a big fan of you. I read in class 5 .I really appreciate by you..I gonna compete right now...So,I am listening to you..

  • @saikatarefeen
    @saikatarefeen 4 ปีที่แล้ว +4

    দারুণ! এরকম আবৃত্তিকণ্ঠ আমাদের খুব একটা নেই।

  • @নবদয়নবদয়
    @নবদয়নবদয় 4 ปีที่แล้ว +5

    এই কবিতা আমার খুব প্রিয় অনেক সুন্দর হয়েছে

  • @sanjinahabib4377
    @sanjinahabib4377 4 ปีที่แล้ว +5

    আপনার কন্ঠে কবিতাটি অসাধারণ হয়েছে আপু❤

  • @AnnanaIslam2010
    @AnnanaIslam2010 7 หลายเดือนก่อน +1

    ❤❤অনেক ভালোবাসা তোমার জন্য আপু আজ আমি এই কবিতা আবৃত্তি দিতে যাচ্ছি সবাই দোয়া করবেন ❤

  • @MdRipon-cg2iy
    @MdRipon-cg2iy 2 ปีที่แล้ว +4

    মাসাললাহ খুব ভালো লাগলো । আপনাকে ধন্যবাদ

  • @salimshak880
    @salimshak880 ปีที่แล้ว

    অসাধারণ অসাধারণ অসাধারণ মধুর কন্ঠ শুনে মনটা ভরে গিয়েছে। তোমার জন্য দোয়া ও শুভকামনা রইল

  • @keshobbahadur5871
    @keshobbahadur5871 3 ปีที่แล้ว +5

    তোমার প্রতিভা দেখে আমি মুগ্ধ❤️❤️

  • @Firoz500
    @Firoz500 4 ปีที่แล้ว +2

    মুগ্ধ হলাম। আপনার সমৃদ্ধি কামনা করি।❤❤❤❤

  • @liarahman4367
    @liarahman4367 5 ปีที่แล้ว +16

    প্রতিদিন কয়েকবার করে শুনি। লাভ ইওর ভয়েস!! 😘

  • @taposhdey873
    @taposhdey873 2 ปีที่แล้ว +1

    ধন্যবাদ আপনার আবৃত্তি শুনে আমি এই কবিতাটি বলে বিদ্যালয়ে প্রথম হয়েছি

  • @asmaakter8517
    @asmaakter8517 3 ปีที่แล้ว +3

    অনেক সুন্দর গলা✌️😍😍😍 প্রত্যাকদিন শুনি এ-ই কবিতা

  • @sumaiyasumi1298
    @sumaiyasumi1298 4 ปีที่แล้ว +2

    Tumar recite kora sob kobitar moddhe eta best karon etate ami 1 st prize peyaci

  • @sabilahasan1428
    @sabilahasan1428 5 ปีที่แล้ว +17

    I've heared many recitation,but You are the best lisa api..😍😍😍
    You are my inspiration 😊❤

  • @shuvonsharma5582
    @shuvonsharma5582 2 ปีที่แล้ว +1

    বোন আপনার আবৃতিটা অনেক ভালো লাগলো। ধন্যবাদ

  • @sukantabarman5139
    @sukantabarman5139 4 ปีที่แล้ว +7

    সত্যি খুব সুন্দর আপনার কবিতা পাঠ 🌹🌹

  • @N.Zaman18
    @N.Zaman18 2 ปีที่แล้ว +2

    গায়ে কাটা দেয় তোমার আবৃত্তি শুনলে❤️❤️

  • @samsungtab8655
    @samsungtab8655 4 ปีที่แล้ว +3

    আহা,অপূর্ব।কি সুন্দর আবৃত্তি।

  • @JAHIDHASAN-bw8yr
    @JAHIDHASAN-bw8yr 4 ปีที่แล้ว +6

    আমি মো:জাহিদ হাসান।আমার বাড়ি নড়াইল।
    আমি এই কবিতাটি আবৃতি করে ৭ টি দলেন মধ্য ১ম স্থান হয়ে ছিলাম।

  • @ptimes
    @ptimes 3 ปีที่แล้ว +3

    বাহ্, অসাধারণ আবৃত্তি 🥰 শুভকামনা আপু ❤️

  • @sabekunnaharsmrity8684
    @sabekunnaharsmrity8684 4 ปีที่แล้ว +1

    Osadaron apu khub sundor. Amr onk favourite kobita..sadinota sobdoti amader kokono ata onner odin a jete deoa jabe na..r ai kobitagulo sei prerona