বাংলা একটা কথা আছেনা, "রথ দেখাও হলো কলা বেচাও হল" | এই ভিডিওটা পুরো আমার সেই রকম লাগলো! 'গিটার শেখা হল এবং সুন্দর একটা পরিবেশ, একটা সুন্দর দৃশ্য দেখা হল | তুমি যখন ভিডিওটা বানাচ্ছিলে পিছন থেকে বোধহয় বাচ্চারা খেলা করছিল তার আওয়াজ গুলো আসছিল , কিছু হালকা পাখির ডাক , পুরো এনভায়রনমেন্ট-এর একটা সুন্দর পরিবেশের একটা সুন্দর আওয়াজ আসছিল l তার সাথে তো অবশ্যই, এত সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর একটা দৃশ্য , গ্রাম ,তাল গাছ গুলো , খোলা মাঠ , মানে সব মিলিয়ে যেন! একটা খুব সাজানো-গোছানো রূপকথার একটা জায়গা মনে হচ্ছে , আর তারি মাঝখানে বসে যেন খেলায় খেলায় শিখে ফেলা হচ্ছে গিটার l এইরকম ভাবে ভিডিও দাদা আরো চাই, আরো চাই , আমার মনে হয় না এই ভাবে অন্য কেও ভিডিও বানায় l অসাধারণ লাগল দাদা! অসাধারণ!
আমি আসলে দাদা তোমার কথাগুলো শুনে যেমন মোটিভেটেড হই, তেমনি তোমার কথা বলার ভদ্রতা ও স্টাইল দেখে খুবই ভালো লাগে তার উপর তোমার শেখানোটাই অনেক আন্তরিক। যে জিনিসগুলো গ্রাহ্য করেনা অনেক প্রো গিটারিস্টরা , সেটাও তুমি খেয়াল রাখো। ভালোবাসা বাংলাদেশ থেকে 🇧🇩
দাদা ৬ মাস আগে আপনার এই ভিডিওটা অর্ধেক দেখছিলাম। আজকে আবার সম্পূর্ণ দেখলাম এবং গিটার কেনার একটা প্রস্তুতি নিয়েছি।আর কি বলবো আপনার এত সুন্দর সাবলীলভাবে উপস্থাপন যে কারো মন কেড়ে নিবে 🥰🥰।।
সত্যি দাদা তুমি খুব সহজ ভাবে গিটার বাজানোর পদ্ধতি তুলে ধরছো,কিন্তু একটা অনুরোধ গান শুনে যেনো বলেদিতে পারি যে গানটা ওই chords গুল বাজছে ,অন্তত ওই অবধি শেখানোর চেষ্টা করো,আসা করি 100 বছর পরেও কারোর না কারোর কাজে লাগবে।🙂🙂🙂 তুমি আমার অনলাইন 🤘 গুরু,যেদিন সামনা সামনি দেখা হবে সেই দিন অনলাইন টা মুছে দেবো।🙂🙂🙂
রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে এই রকমভাবেই শিক্ষাদানের স্বপ্ন দেখেছিলেন। তুমি প্রকৃতির মধ্যে এত সুন্দরভাবে বুঝিয়ে বললে...এককথায় অনবদ্য। একদম শুরুর শুরুটা কেউ বলে না। বলে নি কখনো। খুবই উপকারী একটা কনটেন্ট। আমি ডাউনলোড করে দু তিনবার করে শুনলাম। খুউউউউব ভালো থাকো বাবা। অনেএএএএক আদর তোমাকে।🌻
দাদা তোমার প্রতিটা কথা খুব গুরুত্ব পূর্ণ আমার খুব ভালো লাগে। আমিও একটা গিটার কিনেছি ।। আগে একটা গিটার ছিল কোনো কারণে আমি বিক্রি করে দিয়েছি । But 😢 ওর মায়ায় পড়ে গেছি তাই আবার নতুন করে সুরু করলাম । তোমার ভিডিও আমি ফার্স্ট বার অনেক কিছু জানলাম শিখলাম। আমার বাড়ী সোনারপুর Thank you Dada।
গিটার সম্পর্কে কিছুই জানিনা, কিন্তু শখ করে গিটার কিনেছি আর জানার জন্য তোমার ভিডিও টি প্রথম দেখছি, অনেক উপকৃত হলাম, আশাকরি বাজাতে পারব। আমি বাংলাদেশ থেকে দেখছি। তোমাকে অনেক ধন্যবাদ।
সত্যি বলতে আমি গিটার সম্মন্ধে কিছুই জানি না কিন্তু আপনার এই explain করার ক্ষমতা দেখে সত্যি মুগ্ধ হলাম। 🎸 কেনার ইচ্ছা আছে খুব শীঘ্রই কিনবো তবে শিখবো আপনার থেকেই😊।।
ভাইয়া আমি Bangladesh 🇧🇩থেকে আপনার ভিডিও টা দেখছি আপনার কথা গুলো শুনার পরে আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে আমি অনেক inspire হয়েছি আপনার কথা শুনে ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর করে বুঝানোর জন্য ❤️
দাদা কি বলব বলার ভাষা নাই আসলেই মন ছুঁয়ে গেছে। আমার গীটার বাজানো ও শিখতে ইচ্ছে আছে কিন্তু তেমন গুরুত্ব দেইনি আপনার ভিডিও টা দেখার পর মন থেকে ঠিক করে নিয়েছি যে আপনার মতো শিক্ষক থাকলে আমি ঠিকই আমার ইচ্ছে পূরণ করতে পারব ।পাশে থাইকেন সবসময়🥰🥰🥰🥰
আমি একটা সাজেশন দিতে চাই যেটা আমার মনে হয় খুব দরকারী সেটা হলো শুরু থেকেই আমি গান বাজাতে শিখে যাবো বা plucking lead বাজাতে পারবো এই expectation না রেখে শেখা উচিত কারণ guitar practice এর জিনিস তাই আগে basics যেমন finger movements both hand movements এ ফোকাস দেওয়া উচিত
আপনার কথা গুলার সাথে আমার অনেক কিছুই মিলে গেছে আমি নতুন, গিটার কিভাবে ধরতে হয় সেটাও জানি না তবে গিটারের প্রতি আমার একটা অন্য রকম ভালো লাগা আছে সেই ভালো লাগা থেকেই গতকাল আমি একটা গিটার কিনেছি আমি পারবো কিনা জানি না তবে আপনার এই ভিডিও টা দেখার পর আমার শেখার ইচ্ছাটা আরো দ্বিগুণ বেড়ে গেছে আমি শিখতে চাই আশা করছি আপনার পরবর্তী ভিডিও থেকে আরো কিছু শিখতে পারবো ধন্যবাদ।
দাদা আমি মালয়েশিয়া তে থাকি অনেক শখ একটি গিটার কিনেছি শিখব বলে অনেক জায়গা থেকে অনেক ভিডিও দেখেছি কিন্তু কোন লাভ হয়নি মনে হচ্ছে তোমার ভিডিওগুলো এত সহজ এত সুন্দর যে আমার মনে হচ্ছে আমি একদিন শিখে যাব তাই তোমার সাথেই আছি তাই আমাদেরকে আরো নতুন নতুন ভিডিও দিও যেন আমরা সহজেই শিখতে পারি 🥰🥰💓💓🥰🥰
দাদা কি বলি বলার ভাষা নেই এত্তো সুন্দরভাবে যে ইউটিউব এ কেউ বোঝাবে ভাবার বাহিরে ছিলো । আমি অনেক গুকা ক্লাস দেখেছি অনেকের শেষে আমার ইচ্ছা হারিয়ে ফেলেছিলাম কিন্তু আপনার টা দেখি আমি এখন অনেক টা শিখে গেছি
আমার গিটার শেখার মূল উদ্দেশ্য নিজেকে সময়ে-অসময়ে গান শুনানো 😊 আফসোস, গ্রাম এলাকায় থাকি। কোনো টিচার নেই এদিকে। ফিজিক্যালি শিখতে হলে প্রতিদিন ২০০ টাকা গাড়িভাড়া খরচ করে শহরে যেতে হবে 😓 বাংলাদেশ থেকে বলছিলাম দাদা ❤
ভাই ভিডিও টা অনেক আগের , আমি ও গিটার কিনেছি অনেক দিন আগে আপনার হাতের গিটার টা আর আমার গিটার সেইম,আগে ও ভিডিও টা দেখেছি মন দিয়ে না আজ মন দিয়ে দেখলাম,আর আজ থেকে হবে আমার পথ চলা শুরু,,,আশা করছি আপনার সব গুলো লেচন শুনলে আমি নিজের মতো করে বাজাতে পারবো ,এইটাই অনেক কিছু আমার কাছে ❤
Bro, love from BD! Following you since my guitar journey! One request, after passing so many times found descending is not matching properly! There are other guitar guys playing with me having the same problem!Though we practiced with Metronome! Pls show some effective Descending exercise!!❤
হঠাৎ ইউটিউব এ ঢুকলাম ঢোকার সঙ্গে সঙ্গে আপনার এই ভিডিও টা সামনে আসলো। তারপর ভিডিওটা প্লে করলাম। কথার ধরন দেখে এবং গিটার বাজানো কতগুলো রুলস শুনে এবং গ্রাম্য পরিবেশ দেখে খুব ভালো লাগলো। এখন আমি চিন্তা করলাম আমি গিটার শিখবো। তাই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম। ভালোবাসা বেড়ে গেল আপনার প্রতি ❤️🇧🇩🇧🇩
Hi Sukanto da, good content❤️. I enjoyed the video throughout. I would like to add one point: For beginners, sometimes, the strings do not get properly pressed even if the fingers are kept at right angles, the reason is, the fingertips are still soft. As a result, the other strings are touched, and the sound is muted. To press the strings properly, our fingertips need to be hardened with calluses, which happens as we practise more and more.
Bhal ata point mention korisu Dada. Onek e oizonno koy guitar bozaite giye aangul e byatha hoi ase. Fret Board er logot string er attachment ta u tale aru ata byapar. Sorry, for my language. Actually, I'm from Guwahati. Amr Bangla ta oto ta valo noy. Atukhini buzi luwa. Tumar class gulo theke onek kisu moi zanibo parisu. Probably, this is the best guitar 🎸 channel in Bengali 🙏.
গিটার অনেকদিন কিনব কিনব করে কেনা আর হয় নি। বাজাতে পারব নাকি না তা নিয়ে অনেক হতাশায় ছিলাম। আজকে আপনার ফুল ভিডিও টা দেখে অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ এখন গিটার কিনে আনলাম। Odd Signature এর। অনেক সুন্দর বিস্তারিত ছিল আপনার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ❤️
আমি বাংলাদেশ থেকে বলছি। খুব সুন্দরভাবে শিখাও, তোমার শিখানোর ধরনটা একটু অন্যরকম। তোমার কথাগুলো তার চেয়েও বেশি সুন্দর তোমার উপদেশ গুলো আমার কাছে দারুন লাগলো। শিখতে চাই তোমার কাছে তুমি প্রতিনিয়ত ভিডিও দেবে আমরা সবাই দেখব এবং শিখবো। ধন্যবাদ তোমাকে
গত রাতে অনলাইন থেকে গিটার আনলাম। আজকে আপনার এই পুরো ভিডিও দেখলাম। দেখে মনে হলো, গিটার বাজানো খুব সহজ না, আবার এতটা কঠিন ও না। তবে ভিডিও দেখে যা বুজলাম, এটা শিখতে হলে ইচ্ছেশক্তি থাকতে হবে, চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। তাহলেই শিখা সম্ভব।
Bangladesh theke dekhsi......onkk gulo channel ar apps dekhe vabtesilam guitar sell kore dibo bt tnx apnadr video dekhe kisu ta parsi.........thanks a lot vhaiya
আমি এখনো গিটার কিনিনি, কিন্তু গিটারের প্রতি আমার মনের গভীরে কোথাও একটা আলাদা জায়গা আছে,আমি জানি আমি যদি একটু আধটু ও বাজাতে পারি,আমি ভীষণ মোটিভেট হব, ভালো থাকব আরো বেশি করে, আর অন্যকে আনন্দ দিতে পারব।খুব সহজ সুন্দর লাগলো পুরো ভিডিও টা, অনেক অনেক ধন্যবাদ
মাত্র দুই/তিন দিন হল তোমার চ্যানেল টা পেলাম।সত্যি অসাধারণ লাগছে তোমার শেখানোর স্টাইল। আমি ডিসেম্বর মাসে গিটার কিনেছি এখনো কিছু শিখতে পারিনি।এই তিন দিনে তোমার থেকে অনেক কিছু শিখলাম।এটা আমার ছেলের চ্যনেল।আমার খুব ইচ্ছে গিটার শেখার ঈশ্বরের ইচ্ছাতে তোমাকে খুজে পেলাম তুমি এভাবে পাশে থেকো।💙💙💙💙💙💙💙💙
দাদা আপনার ভিডিওটা দেখে অনেক বেশি motivation পেলাম কারন আমি ভেবে ছিলাম যে হয়তো আমি গিটার কখনোই শিখতে পারবো না, কিন্তু আপনি যে এত সহজ ভাবে সব কিছু বললেন যে আমার এখন মনে হচ্ছে আমিও পারবো...Thank You dada এতো সহজ ভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য..❤
Dada vai , biswas koro tomar video ta theke ami onek onek upokrito hoyechhi.... Thank you so much.😊👍👍👍 Amar onek diner echha chilo gitar bajano.But ami akdomi pari na.. So , thank you😊😊😊
৩০ মিনিট ধরে আপনার কথা গুলো শুনলাম একটুর জন্য ও skip করিনি । আপনার কথা গুলো অনেক ভালো লাগলো আর আপনার কন্ঠটা অনেক দারুন লাগছে । দোয়া করি আপনি ভালো থাকেন আর আমাদের এ রকম আরে ভিড়িও উপহার দিবেন। এগিয়ে যান ভাইয়া।
Ami ei comment ta Roman Font ei likhchhi. Kintu vasa Bangla. Perfectly bojhachchho. Amar boyes 56 years. Yamaha F310 kinechhi 1 yr holo. Tumi je rokom bolchho, amar khetre thik tai hochchhe. Follow korchhi. Sikhchhi. Amio Chakri kori. Gaan gai nijer moto kore. Ekta Guitar hole valo hoto, vebe eta kinechhi. Kintu samlate parchhi na. Mone hoy ebar samlate parbo. Carry on Brother. Sikhchhi.
Dada thank you very much Eirokm ekta music lesson deoer Joanno ,,ar ekta jinis sob theke important music premider jonne jeta ami prothom apnar mukhei sunlam je jokhoni music instrument play korte jabo seta jeno tuning korer porei play kori Karon ear training ta musicians ther besi omportant
প্রিয় দাদা উকেলিলি শিখবো বলে প্রথম তোমার চ্যানেল এর সাথে পরিচিত হয়েছিলাম অনেক কষ্ট করে নিজের জন্য ওটা আমি কিনেছিলাম একটা achievement বলতে পারো কিন্তু জন্য সময়3r ওভাবে আর নিজের মানসিক অবস্থার কারণে আমি সেটা করতে পারিনি আমার বাড়ির কাছাকাছি সেরকম কোনো শিক্ষক ও পাইনি । ছোটবেলাতে কি স্বপ্ন ছিল গিটার বাজাবার ওই যে তুমি বললে না নিজেকে খুশি দেওয়ার জন্য নিজেকে মানসিক শান্তি দেওয়ার জন্য গান বাজনা ভালোবাসা উচিত তাই এবারের সাহস করে একটা গিটার কিনে নিয়েছি (int-38c) এবার আশা করি আমি শিখবো যেরকমই পরিস্থিতি হোক আমার আমি নিজেকে কিছু দেওয়ার জন্য শিখবো। আর তোমার এই সুন্দর করে কথা বলার ধরন এবং শেখানোর ধরন আমাকে আরো আরো অনুপ্রাণিত করে।
বাংলাদেশ 🇧🇩থেকে বলছি দাদা। আপনার কথা বলার সৌন্দর্জের প্রেমে পরেগেলাম।অন্য দিকে কি বলবো চমৎকার ভাবে শিক্ষাদেয়ার কৌশল আপনার। আমি সাধারনত কোথাও কমেন্ট করিনা কারন তাদে যোগ্য মনেহয়না আর সময় নিয়ে তেমন কমেন্ট করি না😊 এগিয়ে যান আপনি পারবেন 🎉
Apnar video dekha klk gitar kena anlam😌vabselam ekdom e parbo nahh...ekhon apnar video dekha mone hoitese nah ame parbo😌try kore dera dera sekha felbo✨💖thq vhaiya😇
Sbe hs ta sesh holo i6ye a6e 3 months e sikhe nbo onk age diye save kre rkhe6ilm finally dkhte pr6i ❤️keep it up sir khub vlo explain kre6en onk doubt clear hye glo motivate o hlm...
দাদা তোমার ভিডিও টা খুব ভালো লেগেছে আমি একদমই বাজাতে পারি না কিন্তু যেই যেই ভাবে দেখলে আমি বাজালাম সুন্দর একটা সাউন্ড দিচ্ছে এবং বাজছে
আমি নতুন আমার গিটার কেনার অনেক শখ কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারছিনা 😢 দাদা আপনি যদি এটার একটু রিপ্লাই দিতেন তাহলে অনেক ভালো হতো❤😊😊
Fs100c
Ami o ❤❤❤
Amio
Sam
গিটার না থাকা সত্ত্বেও শিখতে আসা আমি🥲
Same brother 😂
@@SayemKhan-i4e 🥹🥹❤️🩹
আমিও ভাইয়া 😂
@@AlexNafis-z7g 🥹❤️🩹
same bro
বাংলা একটা কথা আছেনা, "রথ দেখাও হলো কলা বেচাও হল" | এই ভিডিওটা পুরো আমার সেই রকম লাগলো! 'গিটার শেখা হল এবং সুন্দর একটা পরিবেশ, একটা সুন্দর দৃশ্য দেখা হল | তুমি যখন ভিডিওটা বানাচ্ছিলে পিছন থেকে বোধহয় বাচ্চারা খেলা করছিল তার আওয়াজ গুলো আসছিল , কিছু হালকা পাখির ডাক , পুরো এনভায়রনমেন্ট-এর একটা সুন্দর পরিবেশের একটা সুন্দর আওয়াজ আসছিল l তার সাথে তো অবশ্যই, এত সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর একটা দৃশ্য , গ্রাম ,তাল গাছ গুলো , খোলা মাঠ , মানে সব মিলিয়ে যেন! একটা খুব সাজানো-গোছানো রূপকথার একটা জায়গা মনে হচ্ছে , আর তারি মাঝখানে বসে যেন খেলায় খেলায় শিখে ফেলা হচ্ছে গিটার l এইরকম ভাবে ভিডিও দাদা আরো চাই, আরো চাই , আমার মনে হয় না এই ভাবে অন্য কেও ভিডিও বানায় l অসাধারণ লাগল দাদা! অসাধারণ!
একদম আমার মনের কথা টা বলেছেন!
But dada piece ta kub bese
🥰🥰🥰
রাইট
❤❤
গিটার কিনি নাই তবুও এই ভিডিওটা দেখতেছি! গিটারকে ভালোবাসি!
আপনার ভিডিওটা দেখে ভালোবাসা আরো বেড়ে গেলো🖤
Dhonnobad 😊
আমি আপনার মতোই গিটার না কিনেই দেখছি অনেক ভালো লাগে দাদার ভিডিও গুলো❤❤
same
আপনার কথা বলার ধরণ আপনার শিখার ধরণটাই আলাদা। আনেক আনেক ভালো লেগেছে।
আমি আসলে দাদা তোমার কথাগুলো শুনে যেমন মোটিভেটেড হই, তেমনি তোমার কথা বলার ভদ্রতা ও স্টাইল দেখে খুবই ভালো লাগে
তার উপর তোমার শেখানোটাই অনেক আন্তরিক। যে জিনিসগুলো গ্রাহ্য করেনা অনেক প্রো গিটারিস্টরা , সেটাও তুমি খেয়াল রাখো।
ভালোবাসা বাংলাদেশ থেকে 🇧🇩
Dhonnobad 😊
শুধু গিটার নয় কথা বলার ধরণ এবং ভিডিও খুবই natural . অনেক ভালোবাসা ।
Dhonnobad
Vaiya 3k modda kon guiter vlo hba 😢@@MSAcademy
দাদা ৬ মাস আগে আপনার এই ভিডিওটা অর্ধেক দেখছিলাম। আজকে আবার সম্পূর্ণ দেখলাম এবং গিটার কেনার একটা প্রস্তুতি নিয়েছি।আর কি বলবো আপনার এত সুন্দর সাবলীলভাবে উপস্থাপন যে কারো মন কেড়ে নিবে 🥰🥰।।
ভাই আমার গিটার নাই এখন আগামীকাল নেবো.....তাও আপনার ভিডিও টা দেখলাম.....আপনার শেখানোর ধরণ এবং বলার ধরণ দু- টোই খুব খুব সুন্দর....
সম্ভবত এই প্রথম কোনো ইউটিউব ভিডিও না টেনে দেখছি!🤝
অসাধারণ শিক্ষক আপনি! ❤️
Dhonnobad 🥰
সত্যি দাদা তুমি খুব সহজ ভাবে গিটার বাজানোর পদ্ধতি তুলে ধরছো,কিন্তু একটা অনুরোধ গান শুনে যেনো বলেদিতে পারি যে গানটা ওই chords গুল বাজছে ,অন্তত ওই অবধি শেখানোর চেষ্টা করো,আসা করি 100 বছর পরেও কারোর না কারোর কাজে লাগবে।🙂🙂🙂 তুমি আমার অনলাইন 🤘 গুরু,যেদিন সামনা সামনি দেখা হবে সেই দিন অনলাইন টা মুছে দেবো।🙂🙂🙂
এত সুন্দর ভাবে এক্সপ্লেইন করে প্রতিটা ছোট ছোট বিষয় গুলো এত সহজভাবে এই প্রথম ভাবে শিখলাম। 😍😍😍 ধন্যবাদ দাদা।
Dhonnobad 😊
রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে এই রকমভাবেই শিক্ষাদানের স্বপ্ন দেখেছিলেন। তুমি প্রকৃতির মধ্যে এত সুন্দরভাবে বুঝিয়ে বললে...এককথায় অনবদ্য। একদম শুরুর শুরুটা কেউ বলে না। বলে নি কখনো। খুবই উপকারী একটা কনটেন্ট। আমি ডাউনলোড করে দু তিনবার করে শুনলাম। খুউউউউব ভালো থাকো বাবা। অনেএএএএক আদর তোমাকে।🌻
আশীর্বাদ করবেন , আপনাদের দেখানো পথেই এগোতে যেন পারি 🙏🏼
দাদা তোমার প্রতিটা কথা খুব গুরুত্ব পূর্ণ আমার খুব ভালো লাগে। আমিও একটা গিটার কিনেছি ।। আগে একটা গিটার ছিল কোনো কারণে আমি বিক্রি করে দিয়েছি । But 😢 ওর মায়ায় পড়ে গেছি তাই আবার নতুন করে সুরু করলাম । তোমার ভিডিও আমি ফার্স্ট বার অনেক কিছু জানলাম শিখলাম। আমার বাড়ী সোনারপুর Thank you Dada।
গিটার সম্পর্কে কিছুই জানিনা, কিন্তু শখ করে গিটার কিনেছি আর জানার জন্য তোমার ভিডিও টি প্রথম দেখছি, অনেক উপকৃত হলাম, আশাকরি বাজাতে পারব।
আমি বাংলাদেশ থেকে দেখছি।
তোমাকে অনেক ধন্যবাদ।
আপনি একজন প্রকৃত শিক্ষক ❣️❣️❣️
আমার চোখে আপনি অনলাইন গীটার শিক্ষার সেরা শিক্ষক 😊
Same
But dada piece ta kub bese
Akdom
Vaiya tik bolsen♥️
@@bdallbangla6222b.mm.b..bmm
সত্যি বলতে আমি গিটার সম্মন্ধে কিছুই জানি না কিন্তু আপনার এই explain করার ক্ষমতা দেখে সত্যি মুগ্ধ হলাম। 🎸 কেনার ইচ্ছা আছে খুব শীঘ্রই কিনবো তবে শিখবো আপনার থেকেই😊।।
Dhonnobad 😊
Amio same ai 1-2 month er moddhei hoito kinbo
@@arixfunভাই কিনসেন?
@@MH-10 Ha kine niachi
Same to you
ভাইয়া আমি Bangladesh 🇧🇩থেকে আপনার ভিডিও টা দেখছি আপনার কথা গুলো শুনার পরে আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে আমি অনেক inspire হয়েছি আপনার কথা শুনে ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর করে বুঝানোর জন্য ❤️
Skip na kore...puro dekhlam darunn laglo......khub sundor vabe bojhalen👌
দাদা কি বলব বলার ভাষা নাই আসলেই মন ছুঁয়ে গেছে। আমার গীটার বাজানো ও শিখতে ইচ্ছে আছে কিন্তু তেমন গুরুত্ব দেইনি আপনার ভিডিও টা দেখার পর মন থেকে ঠিক করে নিয়েছি যে আপনার মতো শিক্ষক থাকলে আমি ঠিকই আমার ইচ্ছে পূরণ করতে পারব ।পাশে থাইকেন সবসময়🥰🥰🥰🥰
Dhonnobad 😊
🌸আপনি অনেক ভালো কাজ করছেন।🌸ধন্যবাদ 🌸
Dhonnobad 😊
আমি একটা সাজেশন দিতে চাই যেটা আমার মনে হয় খুব দরকারী সেটা হলো শুরু থেকেই আমি গান বাজাতে শিখে যাবো বা plucking lead বাজাতে পারবো এই expectation না রেখে শেখা উচিত কারণ guitar practice এর জিনিস তাই আগে basics যেমন finger movements both hand movements এ ফোকাস দেওয়া উচিত
আপনার কথা গুলার সাথে আমার অনেক কিছুই মিলে গেছে আমি নতুন, গিটার কিভাবে ধরতে হয় সেটাও জানি না তবে গিটারের প্রতি আমার একটা অন্য রকম ভালো লাগা আছে সেই ভালো লাগা থেকেই গতকাল আমি একটা গিটার কিনেছি আমি পারবো কিনা জানি না তবে আপনার এই ভিডিও টা দেখার পর আমার শেখার ইচ্ছাটা আরো দ্বিগুণ বেড়ে গেছে আমি শিখতে চাই আশা করছি আপনার পরবর্তী ভিডিও থেকে আরো কিছু শিখতে পারবো ধন্যবাদ।
Dhonnobad 😊
এই প্রথম আমি কারো ভিডিও এত মনযোগ সহকারে শুনলাম 😊
ধন্যবাদ এত সুন্দর ভিডিওটার জন্য❤
Dhonnobad 🥰
দাদা আমরা ব্যস্ততার মাঝেও আপনার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখে যেন গিটার শিখতে পারি
আপনি এভাবেই আমাদের পাশে থাকেন।
(Music come from heart), You are the best example of this sentence Dada💙
Love from Bangladesh 🇧🇩
Thank you
দাদা সত্যি কথা গুলো খুবই ভালো লাগলো, অনেক মোটিভেট হলাম,❤️
অনেক নতুন জিনিস জানতে পারলাম 😊
Thank you so much 💕🥰
Welcome
ভাইয়া অনেক সুন্দর করে বুঝিয়ে দিতেছেন,,খুব ভালো লাগলো ইন শাহ আল্লাহ, যখন কিনব, আপনাকে ফ্লো করব, আপনার থেকেই শিখব ❤❤❤❤
সত্যি আপনার জন্য আবার নতুন করে শুরু করছি, এখন যতটুকু বাজাতে পারছি তাতেই মনের মধ্যে একটা অদ্ভুত খুশী অনুভব করি, আপনাকে অনেক ধন্যবাদ 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🥰🥰
ওরা কারা,যারা আমার মতো গিটার না থাকা সত্ত্বেও পুরো ভিডিও দেখছে
Ami
Ami vai
অনেক অনেক ধন্যবাদ স্যার, গিটার বাজানোর জন্য আমাদের মনকে কিভাবে তৈরি করা যাবে তা জানা গেল আপনার কাছ থেকে। অনেক অনেক ধন্যবাদ।
Dhonnobad 😊
@@MSAcademydada ami tomar big fan plz support korben and apnar jonno onek dua roilo baya😊😊😊😊😊
দাদা আমি মালয়েশিয়া তে থাকি অনেক শখ একটি গিটার কিনেছি শিখব বলে অনেক জায়গা থেকে অনেক ভিডিও দেখেছি কিন্তু কোন লাভ হয়নি মনে হচ্ছে তোমার ভিডিওগুলো এত সহজ এত সুন্দর যে আমার মনে হচ্ছে আমি একদিন শিখে যাব তাই তোমার সাথেই আছি তাই আমাদেরকে আরো নতুন নতুন ভিডিও দিও যেন আমরা সহজেই শিখতে পারি
🥰🥰💓💓🥰🥰
Ekdom😊
দাদা কি বলি বলার ভাষা নেই এত্তো সুন্দরভাবে যে ইউটিউব এ কেউ বোঝাবে ভাবার বাহিরে ছিলো । আমি অনেক গুকা ক্লাস দেখেছি অনেকের শেষে আমার ইচ্ছা হারিয়ে ফেলেছিলাম কিন্তু আপনার টা দেখি আমি এখন অনেক টা শিখে গেছি
Dhonnobad 😊
দাদা তুমি চম্পাহাটি New TH-camr দের নতুন inspiration. Love you দাদা।
Thank you 😊
আমার গিটার শেখার মূল উদ্দেশ্য নিজেকে সময়ে-অসময়ে গান শুনানো 😊
আফসোস, গ্রাম এলাকায় থাকি। কোনো টিচার নেই এদিকে। ফিজিক্যালি শিখতে হলে প্রতিদিন ২০০ টাকা গাড়িভাড়া খরচ করে শহরে যেতে হবে 😓
বাংলাদেশ থেকে বলছিলাম দাদা ❤
¶ Contact details for Online class :
• facebook page- facebook.com/MUSICsukanta
•• Instagram-
instagram.com/music.sukanta
∆ Follow Our website : www.musicsukanta.in
Watching it for the sixth time just for the last song.. Loved It!!!!
Thank you
খুবই সুন্দরভাবে বুঝিয়েছো দাদা অনেক ভালোবাসা এবং এভাবেই এগিয়ে যাও❤❤
ভাই ভিডিও টা অনেক আগের , আমি ও গিটার কিনেছি অনেক দিন আগে আপনার হাতের গিটার টা আর আমার গিটার সেইম,আগে ও ভিডিও টা দেখেছি মন দিয়ে না আজ মন দিয়ে দেখলাম,আর আজ থেকে হবে আমার পথ চলা শুরু,,,আশা করছি আপনার সব গুলো লেচন শুনলে আমি নিজের মতো করে বাজাতে পারবো ,এইটাই অনেক কিছু আমার কাছে ❤
Love u very much boss
অনেক ভালো লাগলো, দু একটা টেকনিক আমাকে অনেক টা চেইঞ্জ করে দিয়েছে।
বাংলাদেশ থেকে ভালোবাসা
You're so good at explaining and teaching guitar
Thank you 😊
29:37 i became a fan after hearing u sing that was very beautiful not only ur voice and the song but the guitar melody was extremely soothing❤
Bro, love from BD! Following you since my guitar journey!
One request, after passing so many times found descending is not matching properly! There are other guitar guys playing with me having the same problem!Though we practiced with Metronome!
Pls show some effective Descending exercise!!❤
Ok
হঠাৎ ইউটিউব এ ঢুকলাম ঢোকার সঙ্গে সঙ্গে আপনার এই ভিডিও টা সামনে আসলো। তারপর ভিডিওটা প্লে করলাম। কথার ধরন দেখে এবং গিটার বাজানো কতগুলো রুলস শুনে এবং গ্রাম্য পরিবেশ দেখে খুব ভালো লাগলো। এখন আমি চিন্তা করলাম আমি গিটার শিখবো। তাই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম। ভালোবাসা বেড়ে গেল আপনার প্রতি ❤️🇧🇩🇧🇩
Dhonnobad 🥰
আপনার লেসন দেখে গিটার শিখতে আগ্রহী হলাম। ধন্যবাদ ও ভালোবাসা রইল বাংলাদেশ থেকে।
Dhonnobad 🥰
ভাই আসলে আমার কাছে গিটার নাই কিন্তুু কথা গুলো সুনে আগ্রহ জাগলো গিটার সেখার❤️
Dhonnobad 😊
I love guitar❤️😊 🎸
😊
Hi Sukanto da, good content❤️. I enjoyed the video throughout. I would like to add one point: For beginners, sometimes, the strings do not get properly pressed even if the fingers are kept at right angles, the reason is, the fingertips are still soft. As a result, the other strings are touched, and the sound is muted. To press the strings properly, our fingertips need to be hardened with calluses, which happens as we practise more and more.
Thank you
Hii. Sukanto da amro chite mon acche bt kichu problem r jonno hocchena bt I try. Otherwise tmr chikano system ta amr khub bhalo laglo ❤ nysss😊
Bhal ata point mention korisu Dada. Onek e oizonno koy guitar bozaite giye aangul e byatha hoi ase. Fret Board er logot string er attachment ta u tale aru ata byapar. Sorry, for my language. Actually, I'm from Guwahati. Amr Bangla ta oto ta valo noy. Atukhini buzi luwa. Tumar class gulo theke onek kisu moi zanibo parisu. Probably, this is the best guitar 🎸 channel in Bengali 🙏.
Guiter kinar onak din hoyegache, akon o akta vhalo video khuja pacchilam na , ajk pelam , thank you for making this video, it helped me a lot ❤
Dear I don't know bengali. But i wish that you start giving lessons in hindi so that you can capture large viewers
he has started to do so too. check out his last few videos
Great lines.. really motivated.. after watching your video the interest and hunger of learning keep on increasing.. thank you sir..
Thank you dada ❤️
Ami apnar video dekhe guitar bajano shikbo. Khub bhalo laglo dekhte video ta. Thanks for creating the video and sharing with us. 😊
গিটার অনেকদিন কিনব কিনব করে কেনা আর হয় নি। বাজাতে পারব নাকি না তা নিয়ে অনেক হতাশায় ছিলাম। আজকে আপনার ফুল ভিডিও টা দেখে অনেক ভালো লাগলো।
আলহামদুলিল্লাহ এখন গিটার কিনে আনলাম।
Odd Signature এর। অনেক সুন্দর বিস্তারিত ছিল আপনার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ❤️
Dhonnobad 🥰
Guitar naii tao shikte aschi 🙃💔
Uss vai uss
গীটার বাজানো বলতে আমি অন্যকিছু বুঝি
Ki bogan?
😂😂amio
আমি বাংলাদেশ থেকে বলছি। খুব সুন্দরভাবে শিখাও, তোমার শিখানোর ধরনটা একটু অন্যরকম। তোমার কথাগুলো তার চেয়েও বেশি সুন্দর তোমার উপদেশ গুলো আমার কাছে দারুন লাগলো। শিখতে চাই তোমার কাছে তুমি প্রতিনিয়ত ভিডিও দেবে আমরা সবাই দেখব এবং শিখবো। ধন্যবাদ তোমাকে
Dada aapnake anek anek dhanyabad eto sundor kore bojhabar jonno...,ami ekjon beginner bolte paren.....r aajkal kajer chape ektu depression e bhugchi tai ektu guitar sekhar chesta korchi......aapnar kotha gulo sobsomoy mone rakhbo.....abaro aanake dhonnobad...,r ami obbossoi aapnake follow korbo.....
Welcome 😊
Comments না জানিয়ে পারলাম না, পুরো ভিডিও টা দেখলাম। সত্যই খুব ভালো লাগলো।
Dhonnobad 🥰
যেনো আপনি আমার সমস্যা গুলো তুলে ধরলেন🙂
ভালো লাগলো অনেক আপনার ভিডিও❤️❤️
গত রাতে অনলাইন থেকে গিটার আনলাম। আজকে আপনার এই পুরো ভিডিও দেখলাম।
দেখে মনে হলো, গিটার বাজানো খুব সহজ না, আবার এতটা কঠিন ও না। তবে ভিডিও দেখে যা বুজলাম, এটা শিখতে হলে ইচ্ছেশক্তি থাকতে হবে, চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। তাহলেই শিখা সম্ভব।
ভাই আপনার কথাগুলো অমায়িক কথা।।শেখার ইচ্ছে টা আরো দ্বিগুন বেড়ে গেলো
Dhonnobad 🥰
Bangladesh theke dekhsi......onkk gulo channel ar apps dekhe vabtesilam guitar sell kore dibo bt tnx apnadr video dekhe kisu ta parsi.........thanks a lot vhaiya
Onek valobasa roilo apnar jonno 🥰
আমি এখনো গিটার কিনিনি, কিন্তু গিটারের প্রতি আমার মনের গভীরে কোথাও একটা আলাদা জায়গা আছে,আমি জানি আমি যদি একটু আধটু ও বাজাতে পারি,আমি ভীষণ মোটিভেট হব, ভালো থাকব আরো বেশি করে, আর অন্যকে আনন্দ দিতে পারব।খুব সহজ সুন্দর লাগলো পুরো ভিডিও টা, অনেক অনেক ধন্যবাদ
ভাইয়া গিটার নেই।কিন্তু, শিখার ইচ্ছা টা অনেক...আজকে আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখলাম।ভিডিও টির জন্য অনেক ধন্যবাদ
🥰
Mind-blowing Dada aaj first time daklam ato smooth babe guiter class you tube a r o onk video daklam but tumar moto dakhei ni you are best teacher ❤️
Thank you 😊
মাত্র দুই/তিন দিন হল তোমার চ্যানেল টা পেলাম।সত্যি অসাধারণ লাগছে তোমার শেখানোর স্টাইল। আমি ডিসেম্বর মাসে গিটার কিনেছি এখনো কিছু শিখতে পারিনি।এই তিন দিনে তোমার থেকে অনেক কিছু শিখলাম।এটা আমার ছেলের চ্যনেল।আমার খুব ইচ্ছে গিটার শেখার ঈশ্বরের ইচ্ছাতে তোমাকে খুজে পেলাম তুমি এভাবে পাশে থেকো।💙💙💙💙💙💙💙💙
Dhonnobad 😊
ভাইয়া আপনি তো কামাল করে দিলেন এত সহজভাবে বুঝে দিলেন যে সবগুলো মাথায় ঢুকে গেল ❤️❤️❤️
এত ভালোভাবে কেউ শেখাতে পারে, ভাবা যায় না। keep it up bro ❤
Ki osadharon motivated kotha bollen dada.. Amar natun guitar last 5 yrs bakso bondi, shekhao hoyni...
Apnar mato teacher er wait korchilo hoyto... 😊😊
Dhonnobad 🥰
হঠাৎ তোমার ভিডিওটা দেখলাম। আমার 60 বছর বয়স। তোমার সুন্দর কথাগুলো শুনে আমার গিটার শিখতে ইচ্ছে করছে। এই বয়সে কি সম্ভব?
অবশ্যই
দাদা আপনার ভিডিওটা দেখে অনেক বেশি motivation পেলাম কারন আমি ভেবে ছিলাম যে হয়তো আমি গিটার কখনোই শিখতে পারবো না, কিন্তু আপনি যে এত সহজ ভাবে সব কিছু বললেন যে আমার এখন মনে হচ্ছে আমিও পারবো...Thank You dada এতো সহজ ভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য..❤
Dhonnobad 😊
Dada vai , biswas koro tomar video ta theke ami onek onek upokrito hoyechhi....
Thank you so much.😊👍👍👍
Amar onek diner echha chilo gitar bajano.But ami akdomi pari na..
So , thank you😊😊😊
আমার কাছে গিটার নেই ভাবছি কিনবো। আপনার ভিডিও টা দেখে অনেক কিছু জানতে পারলাম❤ Thank you 🌸
দাদা বাংলাদেশ থেকে দেখছি🔥 তোমার সব গুলা কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে ❤️ বিক্রি করে দিয়েছিলাম, আবার কিনে ১ বছর পর আবার এলাম, এইবার আর পাগলামো না❤😅
৩০ মিনিট ধরে আপনার কথা গুলো শুনলাম একটুর জন্য ও skip করিনি । আপনার কথা গুলো অনেক ভালো লাগলো আর আপনার কন্ঠটা অনেক দারুন লাগছে । দোয়া করি আপনি ভালো থাকেন আর আমাদের এ রকম আরে ভিড়িও উপহার দিবেন। এগিয়ে যান ভাইয়া।
Dhonnobad 🥰
🥰🥰🥰@@MSAcademy
খুব ভালো লাগল দাদা আপনার কথাগুলো যেগুলো মনে রাখা দরকার❤❤❤
ধন্যবাদ 😊
আমার কাছে গিটার নেই কিন্তু ডেটার বাজানো শেখার খুব ইচ্ছা,
তাই আপনার ভিডিওটা পুরো দেখলাম
Ami ei comment ta Roman Font ei likhchhi. Kintu vasa Bangla.
Perfectly bojhachchho. Amar boyes 56 years. Yamaha F310 kinechhi 1 yr holo. Tumi je rokom bolchho, amar khetre thik tai hochchhe. Follow korchhi. Sikhchhi. Amio Chakri kori. Gaan gai nijer moto kore. Ekta Guitar hole valo hoto, vebe eta kinechhi. Kintu samlate parchhi na. Mone hoy ebar samlate parbo.
Carry on Brother. Sikhchhi.
Dhonnobad 😊
খুব ভালো লাগছে, এত ভিউ সাবস্ক্রাইবার দেখে।। যখন তোমার শুরুর দিক তখন থেকে তোমার ভিডিও দেখি।
Dhonnobad 😊
Please suggest some features or brands of the guitar for us to buy. Your teaching method is nice. Thaks.
দাদা অসাধারণ লাগলো আপনার মতো এমন করে কেউ বোঝায় না সত্যি বলছি,, এমন ভিডিও ইউটিউব এ এই প্রথম দেখছি এতো সুন্দর করে বোঝাতে 🥰🥰🥰🥰
Dhonnobad 😊
@@MSAcademy welcome dada
Very very thnku bro apne bohut bohut acchese explain kiya ..❤❤❤ love u..
Dada thank you very much
Eirokm ekta music lesson deoer Joanno ,,ar ekta jinis sob theke important music premider jonne jeta ami prothom apnar mukhei sunlam je jokhoni music instrument play korte jabo seta jeno tuning korer porei play kori Karon ear training ta musicians ther besi omportant
No skip...puro video ta delhlam dada...khub khub valo laglo...
thank you so much 🥰
First time sune khub valo laglo❤❤
Prothom dekhlam and sunlam ekhono kichu sikhini parbo kina bughte parchilamna but ami parbo thank u for your motivated lesson
Welcome 🙂
আহা দাদা তুমি তো মন / হৃদয় ছুঁয়ে গিয়েছো ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Dhonnobad 🥰
Dada tomar bolar dhoron ta darun ee sundor❤❤
Dhonnobad 🥰
প্রিয় দাদা উকেলিলি শিখবো বলে প্রথম তোমার চ্যানেল এর সাথে পরিচিত হয়েছিলাম অনেক কষ্ট করে নিজের জন্য ওটা আমি কিনেছিলাম একটা achievement বলতে পারো কিন্তু জন্য সময়3r ওভাবে আর নিজের মানসিক অবস্থার কারণে আমি সেটা করতে পারিনি আমার বাড়ির কাছাকাছি সেরকম কোনো শিক্ষক ও পাইনি ।
ছোটবেলাতে কি স্বপ্ন ছিল গিটার বাজাবার ওই যে তুমি বললে না নিজেকে খুশি দেওয়ার জন্য নিজেকে মানসিক শান্তি দেওয়ার জন্য গান বাজনা ভালোবাসা উচিত তাই এবারের সাহস করে একটা গিটার কিনে নিয়েছি (int-38c) এবার আশা করি আমি শিখবো যেরকমই পরিস্থিতি হোক আমার আমি নিজেকে কিছু দেওয়ার জন্য শিখবো।
আর তোমার এই সুন্দর করে কথা বলার ধরন এবং শেখানোর ধরন আমাকে আরো আরো অনুপ্রাণিত করে।
আমি বাংলাদেশ থেকে ...আপনার লেসন আমি দেখি ভালো লাগে আপনার Information ...
Dhonnobad 😊
বাংলাদেশ 🇧🇩থেকে বলছি দাদা।
আপনার কথা বলার সৌন্দর্জের প্রেমে পরেগেলাম।অন্য দিকে কি বলবো চমৎকার ভাবে শিক্ষাদেয়ার কৌশল আপনার।
আমি সাধারনত কোথাও কমেন্ট করিনা কারন তাদে যোগ্য মনেহয়না আর সময় নিয়ে তেমন কমেন্ট করি না😊
এগিয়ে যান আপনি পারবেন 🎉
Dhonnobad 🥰
Apnar video dekha klk gitar kena anlam😌vabselam ekdom e parbo nahh...ekhon apnar video dekha mone hoitese nah ame parbo😌try kore dera dera sekha felbo✨💖thq vhaiya😇
স্যার, আপনার ভিডিও দেখে খুব খুশি হলাম, আমি আমার প্রথম গিটার কিনেছি।
Thank you sir আমার এই ভিডিওটি খুব প্রয়োজন ছিল😊😊😊
Dhonnobad 🥰
Dada apunar kotha gulo shune really motivate holam 🙏.
Dhonnobad 🥰
aayee hayee tomar guitar ta dekhe crush kheye gelam ♥
Dhonnobad 🥰
Sbe hs ta sesh holo i6ye a6e 3 months e sikhe nbo onk age diye save kre rkhe6ilm finally dkhte pr6i ❤️keep it up sir khub vlo explain kre6en onk doubt clear hye glo motivate o hlm...
Dhonnobad 😊
Sure ami kichu jani nah ajj e guitar niya aschi and tomar video ta puro dekh lam khup vlo e laglo 😊❤
Dhonnobad 😊