"ফেসবুক এনলাইটেনমেন্টের জায়গা, এই এনলাইটেনমেন্টের টোটালিটারিয়ান একটা রূপ আছে"-মাসরুর আরেফিন

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • কথাসাহিত্যিক, কবি ও অনুবাদক মাসরুর আরেফিনের জন্ম বরিশালের আমানতগঞ্জে, ৯ অক্টোবর ১৯৬৯ সালে। পড়াশোনা করেছেন বরিশাল ক্যাডেট কলেজ, ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে। বিভিন্ন সময়ে তার শিক্ষার বিষয় ছিল ইংরেজি সাহিত্য এবং মার্কেটিং ও ফিন্যান্স।
    মাসরুর আরেফিনের প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি: 'ঈশ্বরদী, মেয়র ও মিউলের গল্প' (২০০১); 'পৃথিবী এলোমেলো সকালবেলায়' (২০২০); 'পরিস্থিতি যেহেতু আগুন হয়ে আছে' (২০২১)। অনুবাদের বই দুটি: 'ফ্রানৎস কাফকা গল্পসমগ্র' (২০১৩) এবং 'হোমারের ইলিয়াড' (২০১৫)। উপন্যাস চারটি: 'আগস্ট আবছায়া' (২০১৯), 'আলথুসার' (২০২০), 'আন্ডারগ্রাউন্ড' (২০২১); 'আড়িয়াল খাঁ' (২০২২)। ২০২৩ সালে বের হয় ইকতিজা আহসানের নেওয়া মাসরুর আরেফিনের সাক্ষাৎকারের বই: 'মানবতাবাদী সাহিত্যের বিপক্ষে'। সামনে ফেব্রুয়ারিতে প্রকাশিত হতে যাচ্ছে তার নতুন উপন্যাস 'দূর বৃত্ত'।
    বর্তমানে তিনি সিটি ব্যাংকের এমডি ও সিইও হিসাবে দায়িত্ব পালন করছেন। সংসারে আছে স্ত্রী ফারহানা মাসরুর অনি এবং দুই মেয়ে মালাগা ও নিওবি এবং তিন বিড়াল মার্সেল প্রুস্ত, মাফিন প্রুস্ত ও মোকা প্রুস্ত।
    সাক্ষাৎকার নেওয়া হয়েছে ৫ অক্টোবর শনিবার, মাসরুর আরেফিনের অফিস কক্ষে। মোট তিন পর্বে প্রকাশিত সাক্ষাৎকারের প্রথম অংশ এটি।
    সাক্ষাৎকার গ্রহণ: ব্রাত্য রাইসু।

ความคิดเห็น • 20

  • @hypocritehippocampus5479
    @hypocritehippocampus5479 2 วันที่ผ่านมา +2

    সাহিত্য নিয়ে একটা চ্যানেলের প্রথমদিকের ভিডিও এর চেয়ে ভাল অতিথি হতে পারে না ❤❤

  • @md.nayeem3616
    @md.nayeem3616 วันที่ผ่านมา +1

    সাউন্ড কোয়ালিটির উপর নজর দিন। আরও লাউড হবে সাউন্ড। আর পুরা ভিডিও জুড়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লে করার তো দরকার নাই। ডিস্ট্র্যাক্ট করে।

  • @ttb-techtravelbook
    @ttb-techtravelbook 10 ชั่วโมงที่ผ่านมา

    ব্যাকগ্রাউন্ড টা রিমুভ করে আবার আপলোড দিলে ভালো হয়, এইরকম আলোচনায় ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে মনোযোগ দিয়ে শুনতে সমস্যা হয়। ধন্যবাদ।

  • @RiazAhmed-s4b
    @RiazAhmed-s4b 2 วันที่ผ่านมา +1

    I see some are talking about sound. But I found it very good from my phone.

  • @shimantosarker5662
    @shimantosarker5662 วันที่ผ่านมา

    শুভকামনা রইল।

  • @Mursalinmahfuz
    @Mursalinmahfuz วันที่ผ่านมา

    সাউন্ড ভালো হয়নি। স্ট্রেরিও না করে মনো করে উপস্থাপন করলে ভালো হতো। বেজ সাউন্ড বা লো ফ্রিকোয়েন্সী বেশি বুস্ট করা হয়েছে, যেটার প্রয়োজন ছিলনা। প্রয়োজনে আমি পরামর্শ দিতে পারি।

  • @hafizurrahmanarafat608
    @hafizurrahmanarafat608 2 วันที่ผ่านมา

    আপনাদের দুইজনেরই ফ্যান আমি। এখনও মাসরুর আরেফিনের 'আন্ডারগ্রাউন্ড' পড়ছি। তার লেখা আর কথা বলা দুইটাই অনবদ্য। তবে ব্যাগ্রাউন্ড মিউজিক না থাকলে বেটার হত।

  • @muhammadjahidkabir7389
    @muhammadjahidkabir7389 2 วันที่ผ่านมา +1

    এই ব্যতিক্রম লেখক নিয়ে যেকোন আয়োজন আগ্রহ নিয়ে দেখি, কিন্তু সাউন্ডের কারণে সামান্য অসস্তি হল। তবে ধন্যবাদ অনেকদিন পর পছন্দের লেখককে সামনে আনার জন্যে।

  • @yeasinreza3879
    @yeasinreza3879 วันที่ผ่านมา

    ব্যাকগ্রাউন্ড স্কোর দেয়ার দরকার ছিলোনা।

  • @Nasib923
    @Nasib923 2 วันที่ผ่านมา +1

    Very poor sound quality. You just ruined an outstanding interview.

  • @SAlam-qk2nh
    @SAlam-qk2nh 2 วันที่ผ่านมา +1

    পরবর্তি পর্বে পিয়ানো মিউজিক বাদ দিতে পারেন। 😢

  • @shadhinahmedmac5840
    @shadhinahmedmac5840 16 ชั่วโมงที่ผ่านมา

    সাউন্ডে তো কোনো প্রবলেম পেলাম না। স্বাভাবিকভাবেই দেখলাম, শুনলাম, কমেন্টে এসে দেখলাম সাউন্ড বিষয় নিয়া কথা হচ্ছে।

  • @joinal-abedin
    @joinal-abedin 2 วันที่ผ่านมา +1

    সাউন্ড স্লো।ব্যাকগ্রাউন্ড সাউণ্ড একটু মনোযোগ নষ্ট করে।

  • @austrikaarzu5552
    @austrikaarzu5552 3 วันที่ผ่านมา +1

    আমি কেন যেন সাউন্ড ভালো পেলাম না

    • @Shahitya
      @Shahitya  2 วันที่ผ่านมา

      অন্য ডিভাইসে দেখবেন কি?

  • @yellowrosecine
    @yellowrosecine 2 วันที่ผ่านมา

    এত লো ফ্রিকুয়েন্সি কোত্থেকে আসলো !!!

  • @BijoyKumarPAUL
    @BijoyKumarPAUL 2 วันที่ผ่านมา

    আশা করি পরবর্তী উপন্যাস খুব তাড়াতাড়ি
    বই আকারে বের হবে।
    আগামী বই মেলায় কি নতুন কোনো
    উপন্যাস বের হবে?

  • @brazenbull36
    @brazenbull36 2 วันที่ผ่านมา +1

    horrible sound

  • @AhsanHabib-ig2wn
    @AhsanHabib-ig2wn 2 วันที่ผ่านมา

    মাশরুর আরেফিনের কারণেই মনে হয় কাফকা পড়া হয়ে উঠেছিল। ব‌্যাকগ্রাউন্ড মিউজিক সাক্ষাতকারে? এটা কোন ধরণের সৌন্ধর্যবোধ! প্রচন্ড বিরক্তিকর।