ইনফ্রারেড কুকারে মাসিক বিদ্যুৎ বিল জেনে নিন।। infrared cooker monthly electricity cost calculation.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 270

  • @RVBD
    @RVBD  2 ปีที่แล้ว +18

    আপনাদের ব্যক্তিগত মতামতকে আমরা সম্মান করি। তবে কোন মন্তব্য যদি কারো প্রতি ঘৃণা,অপমান বা আক্রমণাত্মক বা গালিগালাজ হয় সেটা আমরা সমর্থন করি না। আশা করি আপনারা ব্যক্তিগত আক্রমণ, বিদ্বেষমূলক বক্তব্য ও ভাষার ব্যবহারে অনেক সচেতন থাকবেন। আমাদের কন্টেন্ট এর কোন অংশ যদি আপনার কাছে ভুল মনেহয় তবে অনুগ্রহ করে শালীনতার সাথে আমাদের ভুল গুলি দেখিয়ে দেয়ার আহব্বান রইলো।
    অনুগ্রহ করে আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই রাখবেন
    m.th-cam.com/channels/uSbiTKtvFDE5FTvusGQlSw.html

    • @borsakhatun8585
      @borsakhatun8585 2 ปีที่แล้ว +1

      এটা নষ্ট হলে কি সেরে আনা যাবে

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      হ্যা যাবে।

    • @sidhratulmuntahar..6292
      @sidhratulmuntahar..6292 2 ปีที่แล้ว

      Kotokhon use kora jay..ak dine..?

    • @samanthaislam66
      @samanthaislam66 ปีที่แล้ว

      vai ata use korer niyom gula niye vedio diben plz

    • @gamingjisan2153
      @gamingjisan2153 ปีที่แล้ว +1

      @@sidhratulmuntahar..6292 জানি না 😆😆😆😆🧡

  • @rumaakter4882
    @rumaakter4882 2 ปีที่แล้ว +7

    খুবই ভালো ভাবে বুঝিয়ে দিয়েছেন। একবার সার্চ করে একটা ভিডিও দেখেই সব বুঝে গেলাম। আমি নতুন ব্যবহার করছি।প্রথম মাস।তাই বিল জানতে আসছিলাম। ধন্যবাদ ভাইয়া।

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +3

      ও আচ্ছা ঠিকাছে আপা।
      আশলে আমি প্রফেশনাল কোন ইউটিউবার নই। আমি অতি সাধারন একজন। আমি এমন বিশয় গুলি নিয়ে ভিডিও বানাই এবং এমন ভাবে বানাই যাতে সকল শ্রেনী পেশার বা জ্ঞানের দর্শক রা প্রত্যেকেই তাদের সকল প্রশ্ন এর উত্তর এই এক ভিডিওতে পেয়ে যায়।
      অনেক অনেক ধন্যবাদ আপা❤️❤️❤️

    • @excepstionalmonir3218
      @excepstionalmonir3218 ปีที่แล้ว +1

      চুলার লাইন কি মিটার থেকে নিতে হয়

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      @excepstionalmonir3218 2000 watt load nite parbe emon jayga theke nilei hobe

    • @sohelchowdhury8098
      @sohelchowdhury8098 ปีที่แล้ว

      যত কিছুই বলেন এটা ব্যাবহার করা আর একটা ১- ১.৫ টন এসি ব্যবহার করা সমান।

    • @rumaakter4882
      @rumaakter4882 ปีที่แล้ว

      @@sohelchowdhury8098 আপনি নিশ্চয়ই কোন বাড়ির মালিক। বাড়িওয়ালা।

  • @MdRajibRayhan-zc2bw
    @MdRajibRayhan-zc2bw 3 หลายเดือนก่อน +2

    আমার অনেক উপকার হয়েছে জেনেছি বুঝেছি ভাইয়া আপনাকে ধন্যবাদ

    • @RVBD
      @RVBD  3 หลายเดือนก่อน +1

      মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ

  • @arman143in
    @arman143in 2 ปีที่แล้ว +9

    ঠিক বলেছেন ভাতের জন্য লাকড়ি, তরকারির জন্য গেস্ আর দুধের জন্য ইলেকট্রিক চুলা । খুব সুন্দর সিসটম

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +11

      ভাই ভাতের জন্য রাইস কুকার, তরকারির জন্য এই ইনফ্রারেড চুলা, আর দুধ পানি গরম করার জন্য ইলেক্ট্রিক কেটলি।

    • @kashafathanif
      @kashafathanif 2 ปีที่แล้ว +1

      @@RVBD vai konta valo infared aki induction

    • @shantadhar2717
      @shantadhar2717 5 หลายเดือนก่อน

      Ei chulai dal ranna korle bill beshi ashe?

  • @nsgmalik8442
    @nsgmalik8442 ปีที่แล้ว +8

    6:10 is the answer

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      Thanks

  • @abdulawal9502
    @abdulawal9502 ปีที่แล้ว +2

    আপনার বিলের হিসাবটা একেবারে১০০%সঠিক দেখিয়েছেন।

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। ❤️❤️👌
      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন

  • @Md.Nayeem-wp4en
    @Md.Nayeem-wp4en 12 วันที่ผ่านมา +1

    Vai ami walton er new infrared chula kinsi
    Chula use korle ghorer light fal pare
    Kinto chulai full power dile light savabik e thake
    Emn hoy kno?

    • @RVBD
      @RVBD  7 วันที่ผ่านมา +1

      প্রব্লেম।

    • @Md.Nayeem-wp4en
      @Md.Nayeem-wp4en 6 วันที่ผ่านมา

      @RVBD chular problem ase nki

  • @mojidislam1592
    @mojidislam1592 ปีที่แล้ว +1

    Apnake onek dhonni bad vaiya.Ato valo vabe bujhanor jonno..Ami o kenaci.

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      👌👌❤️...
      চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে করে নিবেন❤️❤️

  • @raihansazid8726
    @raihansazid8726 ปีที่แล้ว +11

    আপনার ভিডিও টা বেশ ইনফরমেটিভ ছিলো ভাইয়া।
    আমার বাসায় ২০১৩ সালে Kiam এর একটা ইন্ডাকশন চুলা কেনা হয়,যেটা প্রায় ৫ বছরের মত ইউজ করা হয়েছে।এ পর্যন্ত কোন প্রবলেম হয় নি।
    তবে সব রকমের পাত্রগুলো যাতে ইউজ করা যায় সেজন্য miyako ব্র‍্যান্ডের একটা ইনফ্রারেড কুকার কেনা হয়েছিলো ২০১৫ এর দিকে,তবে দুঃখের কথা হলো ৭,৮ মাস ব্যাবহারের পরেই হিটারের ঊপরের কাঁচে ফাটল ধরে যেটা পরবর্তীতে ফিজিকাল ড্যামেজ হিসেবে পরিনত হয়,,সার্ভিসিং ওয়ারেন্টি থাকা স্বত্তেও ফিজিক্যাল ড্যামেজ এর দোহাই দিয়ে পরে সার্ভিস টা পাই নাই।
    এই দিক বিবেচনা করলে আমি মনে করি ইন্ডাকশন চুলা ইউজ করাটাই বেটার,,কারন এখানে ব্যাবহারের সীমাবদ্ধতা থাকলেও প্রডাক্ট এর জীবন কাল অনেক বেশি থাকে।
    আমার বাসায় মেইনলি গ্যাসেই রান্না করা হয়,তবে গ্যাস সংকট যখন দেখা দেয়,তখন অনেক দিন যাবৎ ইন্ডাকশন চুলা ইউজ করা হয়।প্রার ১০ বছর হয়ে গেছে kiam ইন্ডাকশন চুলা টার😅😅।
    তবে ফিজিক্যাল কন্ডিশন অনেক ভালো রয়েছে।

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      সঠিক বলেছেন। কিন্তু সবাই তো আর ইন্ডাকশন চুলা সীমাবদ্ধতার কারনে চালাতে পারেনা। ইনফ্রারেড এ তাপের কারনেও অনেক সময় ফেটে যায়।
      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন প্লিজ।

    • @NoyanKhan-mo7qw
      @NoyanKhan-mo7qw ปีที่แล้ว +1

      ভাই কিয়াম এর টাইম কতো পযন্ত দেওয়া যায় একটু বলেন

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      এটাতো আপাতত মনে নাই

    • @mdhasnainhawlader2045
      @mdhasnainhawlader2045 9 หลายเดือนก่อน

      ভাই কিয়ামের মডেল কতো।

  • @thoyaburrahman4977
    @thoyaburrahman4977 2 ปีที่แล้ว +4

    ভাইয়া আপনার কিচেনে সবই আরএফএল এর প্রডাক্ট দেখে অনেক ভালো লাগলো।

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      অনেক অনেক ধন্যবাদ মুল্যবান মতামতের জন্য।
      ভাইয়া আমি ত গরিব মানুশ তাই সস্তার মধ্যে ভিশন আরেফেলের মাল গুলা ভালো সারভিস দেয় তাই এগুলাই ভরসা।
      আর ভাই বাজারে দামী ব্রান্ড এর অরিজিনাল প্রডাক্ট গুলা পাওয়া মুশকিল। সব ক্লোন মাল। তাই আরেফেল ই ভালো বলে কিনেছি সব। এই চুলা প্রেস্টিজ এর গুলা সবচেয়ে ভালো । কিন্তু অরিজিনাল প্রেস্টিজ তো পাবেন না!! তাই আরে ফেল এর উপরেই ভরসা😁🙏♥️

    • @thoyaburrahman4977
      @thoyaburrahman4977 2 ปีที่แล้ว +2

      দেখুন ভাইয়া আরএফএল আমাদের দেশীয় কোম্পানি। তাই আমাদের দেশের জনগণের চাহিদা এবং সাধ্যের কথা মাথায় রেখেই আরএফএল এর সব প্রডাক্ট তৈরী করা। আমার ঘরের ও প্রায় সব প্রডাক্ট ই আরএফএল এর। তাছাড়া আমার বর, মেঝো ভাইয়া এরা আরএফএল এর কর্মি। এরিয়া ম্যানেজার।

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ মুল্যবান মতামতের জন্য।😁🙏♥️

    • @mahbubhasan7100
      @mahbubhasan7100 ปีที่แล้ว

      কাফের কাদিয়ানীদের পণ্য।

  • @sanzidaakter7157
    @sanzidaakter7157 5 หลายเดือนก่อน +1

    এই মডেলের চুলাটাই আমি বিগত 2014 থেকে ব্যাবহার করছি ভিসন খুব ভালো। 2014 to 2024 আলহামদুলিল্লাহ

    • @RVBD
      @RVBD  5 หลายเดือนก่อน +2

      আপা, আমিও অনেক দিন ধরে ব্যাবহার করছি। আমি সন্তুষ্ট
      ধন্যবাদ #Vision

    • @MsJannatul-c2x
      @MsJannatul-c2x 4 หลายเดือนก่อน

      Apu kat mitare taka kemon asbe

    • @RVBD
      @RVBD  4 หลายเดือนก่อน

      @user-fl2nu2lj8v বিদ্যুৎ বিল কার্ড মিটারে হোক বা এমনিতে মিটারই হোক সব জায়গায় সমানই আসবে এটা নির্ভর করবে আপনার ইউনিটের উপরে ইউনিটের মূল্যের উপরে

  • @Nilakash-xg2hw
    @Nilakash-xg2hw 5 หลายเดือนก่อน +1

    Unique infared cooker 2 din age kinchi. Shudhu kalke use korchilm. Ajkei lock hoye geche. Touch kaj korteche na. Kmne thik korbo?? . plz reply

    • @RVBD
      @RVBD  5 หลายเดือนก่อน +1

      লক বাটনের উপরে চাপ দিয়ে ধরে রাখুন।
      আনলক হয়ে যাবে

  • @mehjabinbhuiyan5951
    @mehjabinbhuiyan5951 ปีที่แล้ว +1

    Vaiya Rice cooker a bill beshi ashe naki infrared cooker a?

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      rice কুকার একটা ফিক্সড ওয়াটের। যেমন ১২০০/১৫০০/২০০০.
      এটা একি ভাবে বিদ্যুৎ খেতে থাকে অন করলে।
      আর ইনফ্রারেড চুলা আপনি ২০০ থেকে ২০০০ ওয়াট পরজন্ত তরকারির অনুপাতে একেক সময় একেক ওয়াটে চালাতে হুয়। তাই রাইস কুকারে বিদ্যুৎ খরচ প্রতি মুহুর্তে ই পরিবর্তন হয়।

    • @mehjabinbhuiyan5951
      @mehjabinbhuiyan5951 ปีที่แล้ว +1

      @@RVBD Jdi electric bill er ktha chinta krte Jai thle Konta kinbo?

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      @mehjabinbhuiyan5951 রাইস কুকার ভাত রান্নার জন্য বেস্ট। আবার ইনফ্রারেড কুকার চুলা তরি তরকারি রান্নার জন্য বেস্ট।
      আপনার প্রয়োজন অনুজায়ী সিদ্ধান্ত নিন।

    • @mehjabinbhuiyan5951
      @mehjabinbhuiyan5951 ปีที่แล้ว +1

      @@RVBD proyojon na bill er jnne jante chai

    • @mehjabinbhuiyan5951
      @mehjabinbhuiyan5951 ปีที่แล้ว

      @@RVBD Konta kinbo suggest krbn? Bill Kontay kom asbe tulona mulok

  • @sukonnatumpa9962
    @sukonnatumpa9962 ปีที่แล้ว +2

    চুলা অফ করার পরে লাইন দেওয়া থাকলে কি কোনো বিদ্যুৎ খরচ হবে?

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +2

      না।

  • @mdrajjk4692
    @mdrajjk4692 2 ปีที่แล้ว +1

    Thank you very much brother

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      অকে ব্রাদার❤️

  • @mdkukonkhan9893
    @mdkukonkhan9893 10 หลายเดือนก่อน +2

    Koto keji poriman ranna kora jabe

    • @RVBD
      @RVBD  10 หลายเดือนก่อน +1

      ৫-৬ কেজী

  • @shohagdorin8300
    @shohagdorin8300 ปีที่แล้ว +4

    ভাইয়া আমি Miyako infrared cooker Dp 999 চুলা কিনছি তবে রান্না করার সময় আমি ১৮০০ ওয়াট দিয়া বসাই চার মিনিট পরেই চুলার কয়েলের আলো কমে যায় তাপও কমে যায় আবার কিছুক্ষণ পর আবার বেড়ে যায়। আবার কমে আবার বাড়ে হাপডউন করে। দোকানদারকে বলেছি উনি বলেন কোনো সমস্যা নাই এইটার সিস্টেম এমনই হিট হওয়ার পর অটোমেটিক কমবে আবার বাড়বে। রান্না করতে অনেক সময় লাগে। আপনি বলবেন এটার কি সমস্যা

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      এটাই সঠিক সিস্টেম যা বিদ্যুৎ সশস্ত্র এর জন্য অটো টেম্পারেচার কন্ট্রোলার দিয়ে পরিচালিত।
      আপিনার চুলার উপরে কাচের তাপমাত্রা যখন কম্বে তখন এটা বারবে আবার কাচের তাপমাত্রা যখন মেক্সিমাম লেভেলে চলে যাবে তখন হিটারের আলো কম্ববে। এতে করে কম বিদ্যুৎ খাবে।
      ধন্যবাদ

    • @brothernazmulhossain1767
      @brothernazmulhossain1767 ปีที่แล้ว +1

      bhai ami o miyako infrared 999 kinsi ajk apni use kortasen kmn service dicche akto janaben

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      আমার টা ভিশন এর ভাই।

    • @anansmomvlog555
      @anansmomvlog555 ปีที่แล้ว

      ভাইয়া আমিও একটা কিনেছি সেম সমস্যা, টাইম লাগে আমার মা বলে রাইস কুকারে ভালো ছিল এটা অনেক টাইম লাগে বিদ্যুৎ বেশি খাবে, এখন মনে স্থির করতে পারছিনা ফেরত দিয়ে আসবো নাকি রাখবো,

  • @jonee1405
    @jonee1405 ปีที่แล้ว +1

    Walton Wir-Ks20 order korlam dekhi kemon hoi

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      মোটামুটি খারাপ না

  • @priyankaroy-mt4sh
    @priyankaroy-mt4sh 2 ปีที่แล้ว +2

    vai infarad chulay ki sb patil use kra jaba

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      হ্যা দিদি, সব পাতিল এ ই রান্না হয়।

    • @priyankaroy-mt4sh
      @priyankaroy-mt4sh 2 ปีที่แล้ว +1

      tnx vai.1 masa bil kmn asa

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +2

      দিদি এটি নিয়ে আমার চ্যানেলে অন্য একটি ভিডিও রয়েছে নিচের লিংকে ক্লিক করে সেই ভিডিওটি দেখুন
      th-cam.com/video/yUP2981baKc/w-d-xo.html

    • @priyankaroy-mt4sh
      @priyankaroy-mt4sh 2 ปีที่แล้ว +1

      vai infarad valo naki induction valo.r apni koto tka diya kincn

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      আসলে দুটো চলাই ভালো।
      ইনফারেট চুলাতে যেকোনো পাতিল বসাতে পারবেন কারণ সেটিতে উৎপন্ন তাপের মাধ্যমে রান্না হয়।
      আর ইন্ডাকশন কুকার এ তাপের মাধ্যমে রান্না হয় না সেখানে নির্দিষ্ট পাতিল ব্যবহার করতে হয়।
      সেখানে একটি ম্যাগনেটিক ফাংশন এর মাধ্যমে রান্নাটি হয়।
      ইন্ডাকশন কুকার এর অতি দ্রুত হয়ে যায় এবং দ্রুত রান্না হয়।
      কিন্তু ইনফারেট কুকার তুলনামূলক একটু দেরিতে হয়।
      আবার ইনফারেট কুকার এর সুবিধা হচ্ছে সেখানে সব পাতিল ব্যবহার করতে পারবেন।
      ভিডিওতে দেখানো আমার এই ইনফারেট কুকার এর মূল্য তিন হাজার টাকা নিয়েছিল।
      আর ইন্ডাকশন কুকার এর দাম এর থেকে অনেক বেশি।

  • @9-10scienceofnmss8
    @9-10scienceofnmss8 2 ปีที่แล้ว +10

    এই চুলায় কি রুটির জন্য আটা মারা আর রুটি সেকা যায়? আর মাছ কিংবা অন্য কোনো কিছু ভাজি করা যায়? করা গেলে কোন পাত্রে করতে হবে। দয়া করে একটু জানাবেন।

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +4

      এই চুলা কিনে আনার পরে একটি ভিডিও করেছিল। সেখানে বিস্তারিত সকল তথ্য দেয়া আছে।
      আশা করি ভিডিওটা দেখে নিবেন
      th-cam.com/video/ftiiWjvASRo/w-d-xo.html

  • @MdArifulIslam-ju4rb
    @MdArifulIslam-ju4rb 2 ปีที่แล้ว +15

    এইটা ভালো না। আমি নিয়ে ভুল করছি বিদ্যুৎ বিল বেশি আসে। কেউ ভুলেও নিবেন না।

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +4

      আপনি ৮০০-১৪০০ এর মধ্যেই রান্না করুন। বিল অনেক কম আসবে।

    • @nuralamrokon7435
      @nuralamrokon7435 2 ปีที่แล้ว +2

      ধন্যবাদ ভাই

    • @doctorlover5556
      @doctorlover5556 ปีที่แล้ว

      কেমন আসে বিল বলেন

    • @NbsDistribution-zn4em
      @NbsDistribution-zn4em ปีที่แล้ว +2

      কেউ নিয়েন না এইসব চুলা আমার ২ বেলায় রান্না করে বিল আসে ৬ ইউনিট

  • @antherajahanmim7619
    @antherajahanmim7619 ปีที่แล้ว +7

    Mayako একদিন ব্যবহার করছি মাএ পড়ে অটো হিট হয়ে যায়😢 আবার ডিসপ্লে তে ও সব কাপতে থাকে।😭😭😭 দোকানে দিছি তারা ঠিক করেছে বলে চুলার ভিতর নাকি তেলাপোকা ডুকছে

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      হতে পারে

  • @AbdurRahmanKhan-w9b
    @AbdurRahmanKhan-w9b ปีที่แล้ว +3

    আমি নতুন নিয়েছি ভিশন ইনফারেড চুলা, আমার দৈনিক সকাল- বিকাল মিলে ৩ ঘন্টা রান্না হয়। বিদ্যুৎ খরচ দেখলাম ৫ ইউনিট তাহলে তো ১৫০০ টাকা আসবে। লাভ হল কি ভাইজান।।

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +3

      গ্যাস এর ১২ কেজী এখন ১৮০০-২০০০ টাকা। সেই তুলনায় অনেক ই লাভ। আবার আপনি তাপমাত্রা একটু কমিয়ে রান্না করলে বিদ্যুৎ বিল আরো কম আসবে।

    • @jasijasi6364
      @jasijasi6364 ปีที่แล้ว +2

      তাপ কমলে তো রান্না দেরিতে হয় তখন কি করবো

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +2

      @jasijasi6364 সেটা তো গ্যাসের ক্ষেত্রেও একি। কম তাপে রান্না আস্তে হবে। বেশী তাপে দ্রুত হবে।
      কমতা পেয়ে যেমন কম গ্যাস যায় একইভাবে কম কাপে কম বিদ্যুৎ যাবে।

  • @digiexpress5724
    @digiexpress5724 2 ปีที่แล้ว +2

    apni to vai true RFL Lover 🙃

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +4

      ভাই লাভার হিসেবে কিনিনি। আশলে পকেটের টাকা বিবেচনা করে একটা একটা করে মাল কিন্সি। পরে দেখি সব কিছুই rfl এর। আর ভাই বাজারে মিয়াকো বা প্রেস্টিজ এসব নামে যেগুলা পাওয়া যায় তার ৯৫% ই দুইনাম্বার প্রডাক্ট। কারন অরিজিনাল মাল বাংলাদেশে খুবি কম চলে। তা ব্যাবসায়ীরাও আনেনা। ব্যাবসায়ীরা ভালো লাভের জন্য ২ নাম্বার মাল ই বেশী বেচে। কিন্তু ভিশনের বা আরেফেল এর মাল কিনলে যদিও সেটা উন্নত মানের নয় তবে দাম অনুজায়ী ব্রান্ডের ই বলা চলে আর ওয়ারেন্টি টাও ভালো। এজন্য ভাই ভিশন কিন্সি। তবে এর অর্থ এই নয় আমি আরেফেল লাভার। কি করবো ভাই? ব্রান্ডের অরিজিনাল মাল বাজারে না পেলে এগুলা ছাড়া উপায় ও তো তেমন একটা নাই🙏🙏☺️🤷‍♂️

    • @digiexpress5724
      @digiexpress5724 2 ปีที่แล้ว +1

      @@RVBD ❤

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      🙏♥️। অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন প্লিজ ভাইয়া 🙏

  • @saberamom2705
    @saberamom2705 ปีที่แล้ว +2

    Vaiya AI chulay vat ranna kora jayna?

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +2

      আপু, ভাত রান্নার জন্য রাইস কুকার ই সবচেয়ে ভালো। তবে এই চুলাতে আপনি সব কিছুই রান্না করতে পারেন।
      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন প্লিজ।

  • @mashudkarim6610
    @mashudkarim6610 ปีที่แล้ว +1

    Ai chulay aluminium hari bebohar kora jabe?

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      হ্যা আপনি সকল ধরনের ধরনের হাঁড়ি ব্যবহার করতে পারবেন

  • @mahbubrahman2073
    @mahbubrahman2073 ปีที่แล้ว +2

    ইন্ডাকশন চুলা এবং ইনফ্রারেড চুলা দুই চুলার বিলের পার্থক্য কেমন এইটা একটু বুঝায়ে বলতে পারবেন?

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      ইন্ডাক্সন এ কিছুটা কম। ইনফ্রারেড এ কিছুটা বেশী। তবে তুলনামূলক বেশী ব্যাবধান নেউ

  • @masumrana4438
    @masumrana4438 ปีที่แล้ว

    Vai ami aita chala te giya khob pblm e porte amar scket just nosto hoi jai. Akhon kon doroner socket laga le valo hobe plz janaben.

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว

      Copper er valo maner 30 amphere socket use korben

  • @md.nazmulislammilky8080
    @md.nazmulislammilky8080 2 ปีที่แล้ว +4

    Did you check the bill cutting in the prepaid meter what amount take per hour?

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +3

      Dear nazrul vai, First You should Ensure What is the price For 1Kw electricity. Basically electricity price not equal in all area of bangladesh. So firs you should know it from your local office. Then you can calculate.
      THANKS a lot for your great comment.
      🙏👇♥️

  • @piyalhasan5688
    @piyalhasan5688 ปีที่แล้ว

    Bhai koto kilo Miter used kora jabe Vision Infared stove???

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      বুঝিনি ভাই। আবার প্রশ্ন করুন।

    • @piyalhasan5688
      @piyalhasan5688 ปีที่แล้ว +1

      Miter koto kilo wt hote hobe

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      যে কোন মিটারেই চলবে

  • @akhiaklima2570
    @akhiaklima2570 ปีที่แล้ว +1

    ভাইয়া আমি একটি ভিশনের ইনফারেট কুকার কিনেছি কিছুদিন আগে। রান্নাও করেছি কিছুদিন অনেক ভালো, তবে বাসা চেঞ্জ করে নতুন বাসায় উঠার পরে এই চুলাই লাইন দেয়ার পর কিছুক্ষণ পরেই মিটার অফ হয়ে যাচ্ছে সে ক্ষেত্রে করনীয় কি?

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +2

      আপু ওয়ারেন্টি থাকলে দয়া করে হেল্প লাইনে যোগাযোগ করে সারভিস করিয়ে নিন।

    • @safayetahmed3436
      @safayetahmed3436 ปีที่แล้ว +1

      ভিতরের ফ্যান চলে কিনা দেখুন

    • @akhiaklima2570
      @akhiaklima2570 ปีที่แล้ว +1

      @@safayetahmed3436 জি ফ্যান চলে

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +2

      সারকিটে কোন প্রব্লেম থাকতে পারে। ভালো একজন চুলা বিশেষজ্ঞ দেখান🥴👌❤️

    • @excepstionalmonir3218
      @excepstionalmonir3218 ปีที่แล้ว +1

      মিটারের লাইন ছাড়া কি চালানো যায় না একটু জানাবেন

  • @mdsuhartho8914
    @mdsuhartho8914 2 ปีที่แล้ว +4

    ইনফ্রারেড না নন-ইনফ্রারেড কোন চুলাটা বেশি ভালো হবে ?বিদ্যুৎ বিল কোনটাতে কম আসবে জানাবেন প্লিজ।

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      চুলা হয় ২ প্রকার। ইনফ্রারেড এবং ইন্ডাকশন।
      দুটাই ভালো।

  • @mdmahamudullahislam6644
    @mdmahamudullahislam6644 2 ปีที่แล้ว +2

    Vai ae cholai ki roty vaja jabe

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      হ্যা যাবে। রুটির তাওয়া এটার উপরে বসিয়ে তারপরে সেটার উপরে রুটি ভাজবেন। অথবা এটার সাথে যে ss steel এর একটা পাট দেয় সেটার উপরেও রুটি ভাজতে পারেন।

  • @MdHujayfa-l9f
    @MdHujayfa-l9f 11 หลายเดือนก่อน +1

    রান্নার সাদ কেমন হয়

    • @RVBD
      @RVBD  11 หลายเดือนก่อน +1

      গ্যাসে যেমন তেমন ই।

  • @MdAshraf-m2y
    @MdAshraf-m2y 5 วันที่ผ่านมา +1

    কোনটা ভালো ভাই ইন্ডাক্সন না ইনফারেট

    • @RVBD
      @RVBD  5 วันที่ผ่านมา +1

      এই বিষয়টি নিয়ে আরেকটি নতুন ভিডিও করেছিলাম যা গতকাল আমার চ্যানেলে পাবলিস্ট হয়েছে। নিচের লিংক থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আশা করি চুলা কেনার জন্য এই ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে আসবে এবং অবশ্যই যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দিবেন
      th-cam.com/video/8sqaw03kl2U/w-d-xo.html

  • @ayatulentearba383
    @ayatulentearba383 2 ปีที่แล้ว +2

    prepaid meter a kmn bill asbe plz bolen ami notun songshar shuro korbo ami current er chula ta use korte cachi..jodi aktu bolten amr help hoto onk...amr basa keranighunj dhaka

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      আপু, সবার আগে দেখতে হবে আপনার এলাকায় প্রতি ইউনিট বিদ্যুৎ এর মুল্য কত, এবং প্রতিদিন কতক্ষন সময় নিয়ে রান্না করবেন। তাহলেই বের করা যাবে রান্নায় মাসে আপনার কত বিল আসবে।

  • @sanjidasultana8979
    @sanjidasultana8979 2 ปีที่แล้ว +2

    Ai culata ki ekn o pawa jabe

    • @sanjidasultana8979
      @sanjidasultana8979 2 ปีที่แล้ว +1

      সেইম ২ তা চুলা কি দেওয়া যাবে আর দাম কত

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      আমি দোকানে খোজ নিয়ে জানাতে পারবো আপু। কারন আমার এখন এটার দোকানের স্টক আর প্রাইস জানা নেই। তবে আপনি আপনার নিকটতম vision rfl এর দোকানেও খোজ নিয়ে দেখতে পারেন।

  • @soniaakhter1386
    @soniaakhter1386 2 ปีที่แล้ว +3

    ভাইয়া আমি কিছুদিন হলো vision- C11 infrared চুলা নিয়েছি। 1600/1800 watt দিয়ে Start করি। 2 মিনিট খুব ভালোভাবে লাল গনগনে হয়ে জ্বলে কিছুটা কালচে হয়ে যায় & কালচে ভাবটাই stay করে। আমার মনে হচ্ছে heat ও comparatively কম দিচ্ছে। আমার প্রশ্ন, এটা কি স্বাভাবিক, নাকি সব চুলাই এভাবে ১ম এ বেশী লাল হয়ে then কমে যায় লাল ভাব?

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +2

      হিট যত বেশী দিবেন ভেতরের কয়েল তত লাল থাকবে।
      হিট যত কম্বে কয়েলের লালচে ভাব কমে যাবে। কালচে হয়ে যাবে।
      যদি তাপ একেবারেই কমে যায় তবে চুলায় সমস্যা থাকতে পারে।

    • @soniaakhter1386
      @soniaakhter1386 ปีที่แล้ว +1

      @@RVBD volume কমালে সাথে সাথে কালচে হবে এটা তো স্বাভাবিক সেটা বুঝি, কিন্তু 1600 দিয়ে যদি চুলা জালানো শুরু করি, কিছুক্ষণ পর কেন কালো হবে। আমি show room a গিয়ে জানতে চাইলাম এমন হওয়ার কারন? তারা বললো, থার্মোস্টার নিজে নিজে heat control করে তাই সব চুলাতেই এভাবে কালচে ভাব থাকে। বিষয়টির সাথে আমি একমত হতে পারছি না, তাই আপনাকে একটু disturb করলাম 😶

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      আমার তুলা কিন্তু সেটা হয় না।
      16 শ দিয়ে শুরু করলেও প্রথমে যেই তাপ থাকে পরবর্তীতে সেইম তাপ এবং আলো থাকে

    • @soniaakhter1386
      @soniaakhter1386 ปีที่แล้ว

      @@RVBD আচ্ছা। thank you

    • @jannatzahid7750
      @jannatzahid7750 ปีที่แล้ว

      @@RVBD র

  • @Lamia-sm2xn
    @Lamia-sm2xn 2 ปีที่แล้ว +6

    ভাইয়া এই প্রোডাক্টের প্রাইজ কত??????

  • @রাইতেআইসোকথাআছে
    @রাইতেআইসোকথাআছে ปีที่แล้ว +1

    আপনার রিকুয়েস্ট এ সাই স্টাফ করে দিলাম আমার একটা কমেন্ট রেখে গেলাম আমার দোকানের জন্য আমি চা বিক্রি করব সকাল আটটা থেকে রাতের দশটা পর্যন্ত
    তবে কত টাকা বিল আসতে পারে মাসে প্লিজ একটু জানাবেন উপকৃত হব আর একসাথে দুইটা কেটলি বসানো যাবে কিনা সেটাও একটু বলবেন

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว

      ডাবল কেটলি বসানোর আলাদা চুলা পাওয়া যাচ্ছে। সেগুলা ক্রয় করে নিতে পারেন। ৪০০-৬০০ তে চালাবেন।

  • @mahiuddinmohin5295
    @mahiuddinmohin5295 ปีที่แล้ว +3

    আমার একটা চা দোকান আছে। গ্যাসের যে দাম বিরক্ত হয়ে একটা কেরিবিয়ান বার্নার নিয়ে নিলাম। ১৭ দিন ইউজ করছি এখন দেখা যাক বিল কত আসে।

  • @Travel.and1More
    @Travel.and1More ปีที่แล้ว +3

    induction cooker best.

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      👌👌

  • @KINGSLAYER-vn7mv
    @KINGSLAYER-vn7mv 2 ปีที่แล้ว +2

    Unlock 🔓 kore kivabe ?
    amr tah Lock korle unlock korte hole switch off kore abr on korte hoy

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +3

      লক বুতামে টাচ দিয়ে ধরে রাখলেই আনলক হয়ে যায়।

  • @saheraakter7238
    @saheraakter7238 2 ปีที่แล้ว +6

    আমার 600 আসে।3 জন মেমবার।রান্না এক্টু দেরিতেই হয় গ্যাসের তুলনায়।কাচ ভেংগে যায় 3 মাস এই 🌂😪।1000 টাকায় ঠিক করিয়েছি

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +3

      মূল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।

    • @mojidislam1592
      @mojidislam1592 ปีที่แล้ว +1

      Apu thank you apner comment er jonno.Ami o kinci toba gass ei tara tari hoy.

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +3

      এটায় ও তারাতারি হয়। কিন্তু আপিনাকে তলা প্লেন, মানে মাত্রের তলা গ্লাসের সাথে যাতে মিশে যায় এমন পাত্র দিলে দ্রুত ই কাজ করে।
      গ্যাসের তুলনায় একেবারে যে দেরী হয় তেমন নয়।

    • @banglaeater098
      @banglaeater098 ปีที่แล้ว +1

      Ki kon? Hay hay😵‍💫

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      🥴🥴👌

  • @NuhashAmp
    @NuhashAmp 2 ปีที่แล้ว +2

    ভাইয়া, ২ কিলো ওয়াটের মিটারে কি এই চুলা লোড নিবে?

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      Nibe

    • @rashmakhatun5445
      @rashmakhatun5445 10 หลายเดือนก่อน +1

      না।কমপক্ষে তিন কিলো লাগবে।২ কিলো তে ৬০০/৭০০ ওয়াটে রান্না করলে সমস্যা নেই।ভুক্তভোগী।

  • @khairulimran8148
    @khairulimran8148 2 ปีที่แล้ว +1

    Infared chulay ki sb dhoroner Patil use kra jay

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      জি। ইনফ্রারেড চুলায় সব পাত্র ই ব্যাবোহার করা যায়।
      কিন্তু ইন্ডাক্সন চুলায় শুধু স্টীলের পাত্র ই ব্যাবোহার করতে হবে।
      অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমাদের পাশেই থাকবেন।

  • @abdulmomin2209
    @abdulmomin2209 ปีที่แล้ว +1

    ভাই এই চুল আমার আছে। চুলা অন করলে ফুল হিট হয়।কিছুক্ষণ পর হিট লো হয়ে যায়।কি করব জানালে উপকৃত হব।

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      এটা পাওয়ার সেভিং মোড করা আছে

  • @shahinkhan-hm4cj
    @shahinkhan-hm4cj หลายเดือนก่อน +1

    আমি একটা চুলা একটা টিভি ২ টা ফ্যান৪ টা লাইট ১ ফ্রিজ বিল আসে ১৩০০ টাকা

    • @RVBD
      @RVBD  หลายเดือนก่อน +1

      এত টাকা বিল আসার কথা না

  • @popydas4203
    @popydas4203 4 หลายเดือนก่อน +4

    আমি একমাস ব্যবহার করেছি বিল আসছে ২৩৮৬ টাকা

    • @RVBD
      @RVBD  4 หลายเดือนก่อน +2

      আপনার চুলাটিতে নিশ্চয়ই কোন না কোন প্রবলেম রয়েছে

  • @user-qj9dv1ll1s
    @user-qj9dv1ll1s 11 หลายเดือนก่อน +1

    ভাইজান মাসে কতো টাকা বিল আসবে?

    • @RVBD
      @RVBD  11 หลายเดือนก่อน +1

      ভাই এটা নির্ভর করবে আপনার ব্যবহার এর উপর।
      তুলা কখনোই আপনি একই তাপমাত্রা বা একই ওয়ার্ডের রান্না করবেন না।
      রান্না করতে গেলে প্রতিমুহূর্তেই চুলার তাপমাত্রা এবং ওয়ার্ড পরিবর্তন করতে হয়।
      যেহেতু এটি পরিবর্তনশীল এবং একেকজনের রান্নার সময় একেক রকম সবকিছু মিলিয়ে এটার সঠিক হিসাব কেউ আপনাকে দিতে পারবে না।
      প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা করে রান্না করলে ঘরে ৩০০ টাকা থেকে ৫০০ মতো বিল আসতে পারে।

  • @ashokbiswas4024
    @ashokbiswas4024 2 ปีที่แล้ว +2

    ভাই প্রাইজ কতো,আর সুবিধা কিতা

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      বিস্তারিত দেখতে বা জানার ইচ্ছা থাকলে দাদা এই ভিডিওটা দেখতে পারেন।
      th-cam.com/video/ftiiWjvASRo/w-d-xo.html

  • @kashafathanif
    @kashafathanif 2 ปีที่แล้ว +1

    sob hari ki use kora jai infared e

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      ইনফ্রারেড কুকারে সকল ধরনের হাড়ি ব্যবহার করা যায়।

  • @gontobbohin2.0
    @gontobbohin2.0 หลายเดือนก่อน +1

    ভিশন ভিগো এই চুলা গুলিতে অনেক বিদ্যুত বিল আসে

    • @RVBD
      @RVBD  หลายเดือนก่อน +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ

  • @jalyakongi1831
    @jalyakongi1831 ปีที่แล้ว +1

    👍

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      Many many thanks. Please subscribe our channel

  • @MdminhajBangladesh
    @MdminhajBangladesh 2 ปีที่แล้ว +1

    ভাইয়া আমার চুলার ওয়াট ৩৫০০।এটা অন করলে বিদ্যুৎ আপ ডাওন করে।আমার মিটার ২কিলো। তো এটা কিভাবে চালাব একটু বলবেন

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      আপনার চুলার মডেল নাম্বার কত? জানাবেন। আর আপনার মিটার ২ কিলো এটা কি? জিনিশটা বুঝলাম না। মিটার ২কিলো তা বিস্তারিত আমাকে বলুন। তারপরে আমি আপনাকে সমাধান দেয়ার চেস্টা করবো।
      অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবে

    • @MdminhajBangladesh
      @MdminhajBangladesh 2 ปีที่แล้ว +1

      @@RVBD কারেন্ট মিটার ২কিলো

    • @MdminhajBangladesh
      @MdminhajBangladesh 2 ปีที่แล้ว +1

      মডেল নামবার। sk-3570

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      চুলাটা কোন কোম্পানির?? সেটা বলুন।
      বিদ্যুৎ এর মিটার ২ কিলো এটা কিভাবে সম্ভব? এটা ঘরে নুন্যতম ৩-৫ কিলো লোড তো এম্নিতেই থাকে। যদি সত্যিই ২ কিলো হয় তোবে মিটারের লোড ক্যাপাসিটি বাড়াতে হবে।

    • @MdminhajBangladesh
      @MdminhajBangladesh 2 ปีที่แล้ว

      @@RVBD sokany কম্পানি

  • @mdmahamudullahislam6644
    @mdmahamudullahislam6644 2 ปีที่แล้ว +1

    Infared cookare ki pesar kokar use kora jabe

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      হ্যা। খুবি ভালোভাবেই রান্না হয় প্রেসার কুকারে

    • @mdmahamudullahislam6644
      @mdmahamudullahislam6644 2 ปีที่แล้ว +1

      Pesar kokare rannar jnn cholar hit koto dibo vai

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      নরমাল রান্নার জন্য ৮০০-১৬০০ হলেই হয়।
      প্রেসার কুকারেও পরিস্থিতি বুঝে একি তাম্পাত্রা দিবেন। যখন যেটুকু লাগে। আন্দাজ অনুযায়ী

    • @mdmahamudullahislam6644
      @mdmahamudullahislam6644 2 ปีที่แล้ว +1

      Vai ata niye akta vidio apload dan plz.tnks vaiya

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      কোনটা নিয়ে??? বিস্তারিত ভাবে বলেন।

  • @ns_production1
    @ns_production1 2 ปีที่แล้ว +1

    এটা কত ওয়াটের একটু জানাবেন ভাই?

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +2

      আমার টা ২০০০ ওয়াটের

  • @MdHujayfa-l9f
    @MdHujayfa-l9f 11 หลายเดือนก่อน +1

    আমার ইনডাকসন চুলায় সাদ কম হয়😊

    • @RVBD
      @RVBD  11 หลายเดือนก่อน +2

      এইটা কোন কথা??
      আপনার হাতের রান্নাই পচা 😆।
      মসলার সংমিশ্রণের পরিমাপ ভালো করে শিখে নিন।
      তবে হ্যাঁ আপনি যদি লাকরির চুলার কথা বলতেন সে ক্ষেত্রে কথাটা মানতে পারতাম।
      কারণ লাকরির চুলার যেই টেস্ট সেটা অন্য কোন চুলায় হবে না।
      তবে ইনফারেট অথবা ইন্ডাকশন চুলাতে সেইম একেবারে গ্যাসের মতই স্বাদ হবে।

  • @rebekajahan1596
    @rebekajahan1596 2 ปีที่แล้ว +1

    Amar ei model er glass ta venge geche.Ei model er used cooker keu sell korle kindly janaben

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      আপা, কস্ট হলেও নতুন একটা কিনে নেন। পুরান টা ঠিক করাতে যত টাকা লাগবে তার সাথে অল্প যোগ করে নতুন ই পাওয়া যাবে৷ ধন্যবাদ আপু।

  • @sidhratulmuntahar..6292
    @sidhratulmuntahar..6292 2 ปีที่แล้ว +1

    Kotokhon use kora jay...?

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      Unlimited time....

    • @sidhratulmuntahar..6292
      @sidhratulmuntahar..6292 2 ปีที่แล้ว +1

      @@RVBD ak sathe koy ghonta use korbo..?

    • @sidhratulmuntahar..6292
      @sidhratulmuntahar..6292 2 ปีที่แล้ว +1

      @@RVBD gorom hoiya jay to pura cooker..

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      জতক্ষন না রান্না হবে ততক্ষণ

  • @Shawntalukdar
    @Shawntalukdar 2 ปีที่แล้ว +2

    Vaiya Ami jodi ata dia 200 dia ca AR docan calai, 8 ghonta Kore.. Tahole koto khoroj hobe..

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +2

      প্রতি ঘন্টায় ২০০ ওয়াট। ৫ ঘন্টায় ১ কিলোওয়াট। ১ কিলোওয়াট বিদ্যুৎ এর দাম ৫-৭ টাকা সরবোচ্চ।

    • @Shawntalukdar
      @Shawntalukdar 2 ปีที่แล้ว +1

      @@RVBD reply debar Jonny thanks..
      Tar mane 1 din a 20-25 takar besi ase na 🙂🙂

    • @Shawntalukdar
      @Shawntalukdar 2 ปีที่แล้ว

      Reply AR Jonny subscribe Kore dilam 😍

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +2

      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন প্লিজ।

    • @Shawntalukdar
      @Shawntalukdar 2 ปีที่แล้ว +1

      Korci to

  • @মনজিল-ট৮স
    @মনজিল-ট৮স 2 ปีที่แล้ว +6

    আমি ব্যবহার করতেছি মাসে বিলাসে 4 থেকে 500 টাকা

  • @nusratzahan3834
    @nusratzahan3834 ปีที่แล้ว +1

    ভাই ইন্ডাকশ আর ইনফ্রারেড চুলার মধ্যে বিলের কমবেশি কতটা?

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      দুটাতেই সেইম।

    • @sujonahmed5116
      @sujonahmed5116 ปีที่แล้ว

      40-50% electricity bill kom ase induction system a

  • @NurulIslam-rs6hz
    @NurulIslam-rs6hz 2 ปีที่แล้ว +2

    কারেন্টের চুলার সর্ম নিম্ন দাম কত?

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +2

      ভাই, ২৫০০ টাকা থেকে শুরু হয়ে উপরে ১০০০০ টাকা+ ও আছে।

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      please subscribe my channel brother ♥️

  • @nasimabegum4801
    @nasimabegum4801 ปีที่แล้ว

    দাম কত?
    0:48

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว

      আমি যখন কিনেছিলাম তখন মুল্য ছিল ৩০০০ টাকা। এখন ৩৫০০-৪০০০ টাকার মত হবে

  • @nazmanila5969
    @nazmanila5969 10 หลายเดือนก่อน +1

    ভাইয়া আমিও এই চুলা কিনেছি কিন্তু বাড়িওয়ালা বলছে এই চুলা ব্যবহার করতে পারবনা কারণ ওনার মিটার দুই কিলোর। এখন কি করব।

    • @RVBD
      @RVBD  10 หลายเดือนก่อน +1

      পারবেন

    • @nazmanila5969
      @nazmanila5969 10 หลายเดือนก่อน +1

      @@RVBD মিটার যে মাঝে মাঝে বন্ধ হয়ে যায়।

    • @RVBD
      @RVBD  10 หลายเดือนก่อน

      @nazmanila5969 এটা হতে পারে সিস্টেমের ত্রুটি

  • @NbsDistribution-zn4em
    @NbsDistribution-zn4em ปีที่แล้ว +1

    এইটা ভালো না অতিরিক্ত বিল আসে।২ বেলা রান্নায় আমার বিল আসে ৬ ইউনিট যার মূল্য৷ ৬×৩০=১৮০ যার দাম ১৪৪০

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      এটা হাস্যকর ব্যাপার।🤪

    • @AbdullahAlMamun-fg7mq
      @AbdullahAlMamun-fg7mq 11 หลายเดือนก่อน

      আপনার ১৪৪০৳ হিসাব অনুযায়ী প্রতি ইউনিটের দাম পড়ে ৮ টাকা। আর যেহেতু ৬ ইউনিট বিদ্যুৎ তাই ১০০০ওয়াট করে চালালে রেগুলার আপনার চুলা ৬ ঘন্টা চলে।
      এখন আপনি সিলিন্ডারের হিসাব যদি করেন তাহলে ১২ কেজি গ্যাস ১২০ ঘন্টা জ্বলে। তাহলে ১২০/৬ =২০ দিন। আপনি ১২ কেজিতে ২০ দিন রান্না করতে পারবেন। এবার লাভ লস আপনি হিসাব করেন।

  • @NasirUddin-ze2gw
    @NasirUddin-ze2gw 2 ปีที่แล้ว +1

    ভাত রান্না করার সময় ভাতের মার পরলে কোন সমস্যা হবে কিনা

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      মূল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
      ভাত রান্না করার সময় বা তরকারি রান্না করার সময় যদি মার পড়ে তাহলে কোন সমস্যা নেই।
      তবে ভাত রান্না করার জন্য রাইস কুকার সবচেয়ে বেস্ট।
      এটা দিয়ে তরি-তরকারি রান্না বা গ্রিল গ্রিল করা ইত্যাদি খুব ভালো কাজ করে
      তবে আপনি চাইলে ভাত টাত সবকিছু রান্তে পারবেন

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว

      অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমার পাশেই থাকবেন ভাই

  • @rumi563
    @rumi563 2 ปีที่แล้ว +2

    এই চুলা কিনেছি তবে ব্যবহার করার পর বিদ্যুৎ বিল অনেক বেশি আসে।

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +2

      আমি তো এই ভিডিওতে বলেছি ই, কত ওয়াটে চালালে কত টাকা বিদ্যুৎ বিল আসবে। আশলে এটা নিরভর করে আপনি কতক্ষন এবং কত পাওয়ারে চালাচ্ছেন।

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন।

    • @nargisakter7641
      @nargisakter7641 2 ปีที่แล้ว +2

      Bikri korben??

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +2

      আপা, বাজারে ভুরি ভুরি আছে। অনুগ্রহ করে একটা কিনে নেন।

    • @jannatjisan7293
      @jannatjisan7293 ปีที่แล้ว +1

      কত টাকা বিল আসে আপনার

  • @janyjany4368
    @janyjany4368 2 ปีที่แล้ว +1

    সবচেয়ে ভালো মানের ইনফ্রারেড চুলা কোনটি?

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      fisher & packle, orijinal prestige, panasonic er gula....
      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।

    • @ruksana.kanta98
      @ruksana.kanta98 2 ปีที่แล้ว +1

      @@RVBD আসসালামু আলাইকুম ভাইয়া prestige এর ইনফ্রারেড চুলার দাম কতো?

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว

      অরিজিনাল প্রেস্টিজ কুব কম দোকানে ই পাবেন। বাজারে জেগুলা পাবেন সবগুলা ই দুই নাম্বার।
      তবে অরিজিনাল হলে ৬-৭+ হাজার লাগবে।

  • @NurulIslam-rs6hz
    @NurulIslam-rs6hz 2 ปีที่แล้ว +3

    এই চুলার দাম কত?

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      ২৫/২৬ শ থেকে শুরু করে ৫-৬-৭+ হাজারে বিভিন্ন মডেলে বিভিন্ন কোম্পানির চুলার রয়েছে।😁♥️

  • @alauddinalauddin7554
    @alauddinalauddin7554 ปีที่แล้ว +2

    পানিতে দরলে শরট করবেনি

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      না

  • @harunorrashid7298
    @harunorrashid7298 2 ปีที่แล้ว +1

    আমি তো ২০০ বা ১০০০ বা ২০০০ দিলে ও ৩০ মিনিটে ১ ইউনিট হয়,জোর কম বেশি তে ইউনিটে কোন প্রভাব পরে না

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      নিশ্চয়ই আপনার চুলায় কোন প্রব্লেম রয়েছে।

  • @kawsarahmed2899
    @kawsarahmed2899 2 ปีที่แล้ว +1

    আমার ও এই চুলা আছে। তবে কম্পানি অন্য। বেচতে চাই দের মাস হলো কিনছি।

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      আমি তো ভাই চুলা ক্রয় বিক্রয় করিনা।

    • @rfnetwork5822
      @rfnetwork5822 2 ปีที่แล้ว +1

      লল

  • @muntakim.data.scientist
    @muntakim.data.scientist 2 ปีที่แล้ว +2

    1kwt*1H=1unit

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว

      1000 unit=1Kwt

  • @jasimprodhan5339
    @jasimprodhan5339 ปีที่แล้ว +1

    কত টাকা ঘণ্টায় বিদ্যুৎ পড়বে এর সঠিক নিয়মে চালায় জানে না খালি ফালতু বকবক করে

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      কেউ ১ ঘন্টা চালায়
      আবার কেউ ১০ ঘন্টা চালায়। এখানে আবার প্রত্যেকে একেক ওয়াটে বা তাপমাত্রায় চালায়।
      তাই একেক জনের বিল একেক আসবে। ফিক্সড কোন বিল নেই।

  • @mdatoarhosenatoar1056
    @mdatoarhosenatoar1056 2 ปีที่แล้ว +1

    কত টাকা দাম ভাই

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      3000-3500 Tk only...

    • @MuntahaMitu.....45550
      @MuntahaMitu.....45550 ปีที่แล้ว +1

      Ekn 3990tk

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +2

      আমি ২৮৫০ টাকা দিয়া কিন্সিলাম😄।
      এখনো ভালো সারভিস দিচ্ছে

  • @salehahmed9085
    @salehahmed9085 ปีที่แล้ว +1

    বিল দিতে দিতে জানের কাজ শেষ হবে

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই

  • @Shawntalukdar
    @Shawntalukdar 2 ปีที่แล้ว +2

    200

    • @RVBD
      @RVBD  2 ปีที่แล้ว +1

      ♥️

  • @jasimprodhan5339
    @jasimprodhan5339 ปีที่แล้ว +1

    খালি ফাউ বকবক করার ইউটিউবার

    • @RVBD
      @RVBD  ปีที่แล้ว +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
      মুল্য ব্যাপার হচ্ছে প্রত্যেকের বোঝা বা জানার মান দন্ড সমান নয়।
      আমাদের ভিডিওটা যাতে প্রত্যেক শ্রেনী পেশার মানুশ বুঝতে পারে তাই একি বিশয় ভিন্ন ভাবে বার বার উপস্থাপনা কর লাগে বলে মনে করি।
      মনে দুক্ষ পেলে ক্ষমাপ্রার্থী ভাই👌❤️