MTB Visa Signature Credit Card || ফিচার বিচারে সেরা ক্রেডিট কার্ড

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • MTB Visa Signature Credit Card || ফিচার বিচারে সেরা ক্রেডিট কার্ড
    Features: www.mutualtrus...
    সুবিধাঃ
    ১) ইন্টারন্যাশনাল ট্রাভেল এর ক্ষেত্রে কপ্লিমেন্টারি পিক এন্ড ড্রপ সার্ভিস
    ২) ৪/৫ স্টার রেস্টুরেন্টগুলোতে BOGO অফার
    ৩) Good EMI Coverage. মোটামুটি সুপরিচিত সব ইলেক্ট্রনিক শপেই EMI করা যায়।
    ৪) Good Customer Service. যেকোন সমস্যার জন্য মেইল করে দ্রুত রেস্পন্স পেয়েছি।
    ৫) পারচেজ এর বিপরীতে রিওয়ার্ড পয়েন্ট আর্ন করার সুবিধা । MTB Signature এ প্রতি ৫০ টাকায় ২ রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায় । এবং রিওয়ার্ড পয়েন্ট থেকে রিওয়ার্ড ভাউচার, গিফট কার্ড এবং ক্রেডিট কার্ডের বিল দেয়া সম্ভব। রিওয়ার্ড ভাউচারের ক্ষেত্রে কনভার্সান রেট ১/২ । অর্থাৎ ১০০০০ রিওয়ার্ড পয়েন্ট এর বিপরীতে ৫০০০ টাকার রিওয়ার্ড ভাউচার পাওয়া যাবে সিলেক্টেড কিছু মার্চেন্ট থেকে কেনাকাটা করলে। আর গিফট কার্ড যেকোন জায়গায় কেনাকাটায় ইউজ করা যাবে । কনভার্সান রেট ১/২.৫। অর্থাৎ ৫০০০ রিওয়ার্ড পয়েন্ট দিয়ে ২০০০ টাকার গিফট কার্ড পাওয়া যাবে ।
    ৬) ১৫ ট্রাঞ্জেকশনে ২য় বছর থেকে কার্ড চার্জ ওয়েভ হয়
    ৭) Largest Domestic Lounge Network in Bangladesh. ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর এবং HSIA তে MTB Air Lounge আছে ।এটা আনলিমিটেড টাইম ১ জন গেস্ট সহ ফ্রী ব্যবহার করা যাবে। ঢাকা ও সৈয়দপুরে MTB ছাড়া কোন ব্যাঙ্গকেরই লাউঞ্জ নেই । সবচেয়ে বেশি সংখ্যক ডোমেস্টিক লাউঞ্জ (৫ টি) বর্তমানে MTB এর।
    ৮ ) লাউঞ্জ কি ব্যবহার করে গ্লোবাল লাউঞ্জ ১০ বার ফ্রী ব্যবহার করা যায় এক ক্যালেন্ডার ইয়ারে।
    ৯) বিকাশ এডমানি ফ্রী। এটা ইকমার্স হিসেবে কাউন্ট হবে। তবে এক্ষেত্রে কোন রিওয়ার্ড পয়েন্ট পাবেন না।
    অসুবিধাঃ
    ১) ইকমার্স গেটওয়ে ফোন করে ওপেন করা লাগে । এক্ষেত্রে আপনি সর্বোচ্চ ১ ক্যালেন্ডার ইয়ারের জন্য ওপেন রাখতে পারবেন ।পরের বছরে আবার ফোন করে চালু করা লাগবে। আর ট্রাঞ্জেকশন কত হতে পারে এবং কয়টা ইকমার্স লেনদেন হতে পারে এটা বলে দিতে হয় ।
    আপডেটঃ বর্তমানে এসব লিমিটেশন নেই । ইকমার্স গেটওয়ে বাই ডিফল্ট অন থাকে এবং আপনি চাইলে আপনার পুরো ক্রেডিট কার্ড লিমিটও এক ট্রাঞ্জেকশনে করতে পারবেন । সো, ট্রানজেকশনের কোন ব্যারিয়ার বা লিমিট নেই।
    ২) EMI মার্চেন্ট সিটি ব্যাংকের তুলনায় কম।

ความคิดเห็น • 76