লেবু গাছে ফুল আনার ১০০% কার্যকর কৌশল | 100% effective strategies of flowering on lemon plant
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- লেবু গাছে ফুল আনার ১০০% কার্যকর কৌশল | 100% effective strategies of flowering on lemon plant
আমরা বাড়িতে যারা টবে বাগান করতে ভালবাসি তাদের প্রায় সবার সংগ্রহেই কয়েকটি লেবু গাছ থাকে । কিন্তু এই টবের লেবু গাছের অন্যতম প্রধান সমস্যা হল গাছে ফুল না আসা ।
আজকের ভিডিওতে লেবু গাছে ফুল আনার ১০০% কার্যকর এবং বহু প্রাচীন এক পদ্ধতি দেখানো হয়েছে । এই পদ্ধতি সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং কোনও ধরনের কেমিক্যাল,সার,হরমোন ইত্যাদির প্রয়োগ ছাড়াই প্রায় সব ধরনের লেবু গাছেই ফুল আনতে সক্ষম ।
মাত্র ১৫ দিনের মধ্যেই গাছে ফুল আনতে চাইলে ডিসেম্বর থেকে মার্চ মাসে লেবু গাছে করুন এই সামান্য পরিচর্যা । এবং রেজাল্ট নিজের চোখেই দেখুন ।
➖➖➖➖➖➖➖➖➖➖
Almost everyone of us who love to gardening at home has a few lemon plants in their collection.But one of the main problem potted lemon plants is that the tree does not give flower.
Today's video shows a 100% effective and very ancient method of bringing flowers in lemon plants. This method is completely scientific and is able to bring flowers to almost all types of lemon plants without the application of any chemicals, fertilizers, hormones etc.
If you want to bring flowers to the tree in just 15 days, do this little care in the lemon tree from December to March. And see the result with your own eyes. #agriculture #farming #garden #fruit #gardening #rooftopgarden #trending #ছাদবাগান #ছাদ_কৃষি
অত্যন্ত উপযোগী পরামর্শ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। 👍👍
ইন্ডিয়ান মুসম্বী গাছে কোন সময়ে ফুল আসে জানাবেন কারণ আমার ঐ গাছের বয়স প্রায় চার বৎসর কিন্তু কখনো ফুল ফল আসেনি তাই একমাস আগে যে পরিচর্যার কথা বললেন সেটা বুঝবার জন্য এই প্রশ্নটি রাখলাম। ধন্যবাদ।
ইন্ডিয়ান মুসম্বি গাছে ফুল আসে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এবং ফল পাড়া যায় নভেম্বরের দিকে।এই জাতটায় তিন থেকে চার বছর পর ফুল ফল আসা শুরু করে তবে অবশ্যই প্রতিবছর নিয়ম করে বর্ষার আগে এবং বর্ষার পরে খাবার দিতে হবে এবং গাছের পরিচর্যা করতে হবে। ভিডিওতে যেভাবে ফুল ধরানোর টেকনিক বলা আছে মুসম্বি গাছে এগুলো পুরোপুরি এপ্লাই করা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ
😅@@মডার্নএগ্রিকালচার গাছটি মাটিতে বসানো আছে, অক্টোবর মাসে গাছের গোড়ায় যথাযথ খাবার দিয়েছি। আর কি এখন খাবার দেবার প্রয়োজন আছে? Mop, Sop & Boron মাটিতে মিশিয়ে দেবো না স্প্রে করে দিতে হবে জানালে উপকৃত হবো। ধন্যবাদ।
@@lalturoy3115 খাবার দেয়া বন্ধ করে দেন। বকিগুলা স্প্রে করতে পারেন আবার গাছের গোড়া থেকে ১ মিটার দূরে গোল দাগ দিয়ে সেই বরাবর কুপিয়ে সেখানে মাটিতে মিশিয়ে পানি খুব অল্প করে দিতে পারেন
@@lalturoy3115 তবে গাছে যেহেতু ফুল আসছেনা তাই এগুলার সাথে ১ টা PGR স্প্রে করতে পারেন
qqqqqqq
খুব সুন্দর উপস্থাপন
ধন্যবাদ সাথে থাকুন
ভিডিওটি দেখে খুব ভালো লাগলো।
Thank you stay with us
ধন্যবাদ স্যার সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।
ধন্যবাদ
ভিডিও খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মেডাম
ভিডিওটা অনেক ভালো লাগলো খুব উপকারি কথা বলছো দারুন ভালো।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
অসাধারণ ❤️
ধন্যবাদ
খুব সুন্দর ধন্যবাদ |
অসংখ্য ধন্যবাদ
অনেক সুন্দর পরামর্শ, স্যার
অনেক অনেক ধন্যবাদ। সাথেই থাকুন।
good
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ
ধন্যবাদ
খুব ভালো ভিডিও।
অনেক অনেক ধন্যবাদ। সাথেই থাকুন।🌱🌱
ভালো লাগলো সাবস্ক্রাইব করে রাখলাম
ধন্যবাদ সাথে থাকুন
অসাধারণ
অনেক অনেক ধন্যবাদ। সাথেই থাকুন।❤️
ধন্যবাদ পরামর্শের জন্য। তবে আমি জৈব উপায়ে বাগান করায় বেশি আগ্রহী, সুতরাং জৈব উপায়ে বাগান করার বিষয়ে ভিডিও করলে ভালো হয়।
@@fatemaislam2878 That’s in my concern and will publish very soon. Thank you all the best
Excellent💖
Thank you very much. We are glad to have you with us
প্রত্যেকটা কমেন্টের উত্তর দিচ্ছেন তার জন্য ধন্যবাদ। আমার এক বৎসরের সাইট্রাস এর অনেক গাছ আছে আমি কি বুস্টার 2 দিতে পারবো। ভারত ওয়েস্ট বেঙ্গল।
এত কম বয়সী গাছে না দেয়া উচিৎ। এতে গাছ মারা যেতে পারে। কমপক্ষে ২-৩ বছর বয়স হলে দিতে কোন সমস্যা নাই
এখন গাছ গুলো প্রুনিং করে ঝোপালো আকার দেবার চেষ্টা করে।
আমার লেবুগাছ টবের মধ্যে আছে। টবে দেওয়ার নিয়মটা জানাবেন। কোন Brand এর বোরন দিব।
১ ।গাছের গোড়ায় কখনোও খাবার দিবেন না
২ । গোড়া থেকে দূরে টবের কিনার বরাবর ৪-৫ ইঞ্চি মাটি খুচিয়ে তার সাথে সার মিশিয়ে দিন
৩। এবার পানি দিয়ে ভালো মত ভিজিয়ে দিন যাতে সার গুলো গলে যায়।
৪। সরের পরিমাণ অবশই টিক রাখবেন
সিনজেনটা , অটো ক্রপ, ম্যাকডোনাল্ড এসব কোম্পানির নিতে পারেন বোরন
Vai 1 mash holo komolar gach lagaisi ekhn ki korbo kon sar dibo
water irrigation only
এখন কোন সার দিবেন না শুধু জৈব সার আর পানি দেন
ভাই আমার আনার গাছে আনার ঝড়ে যায়, কি স্প্রে করবো?আর বোরন ২/৩ গ্রাম স্প্রে করতে বলছেন,এই ক্ষেত্রে কত দিন পর পর দিতে পারবো?
একটা ছত্রাক নাশক দিবেন
সাথে বোরন সার
জিংক সার স্প্রে করবেন
সাথে জিপসাম স্প্রে করবেন
২০ দিন পর পর
ছাদ বাগানের লেবু গাছে অনেক ওয়াটার সাকার ডাল হয়েছে কাটতে ইচ্ছা করছেনা অনেক সুন্দর ডাল গুলা কি করব
@@sumaiya_akther04 সব গুলো দেখা মাত্র কেটে দিবেন নাহলে গাছের বৃদ্ধি কমে যাবে এবং ফুল ফল কমে যাবে
অনেক ধন্যবাদ আপনাকে
@@sumaiya_akther04 Thank you very much stay with us
Matite bosano gach.anek boro gach kinu kanker vorti hoye geche ki korle thik hobe?
আক্রান্ত ডাল কেটে সরিয়ে ফেলবেন। পাতা সুড়ঙ্গ করা পোকা থাকলে ডায়জিনন ২ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে। কপার জাতিয় ফাঙ্গিসাইড যেমন কপার ব্লু ১ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ৭ দিন পর পর স্প্রে কয়েকবার
১৫ দিন পর পর কি পটাশ সার ব্যবহার করা যাবে?
যাবে
বোরন -পটাশ এগুলো কোন মাসে দিতে হবে? চাইনা কমলার গাছে পাতা ঝরে গেছে আমাদের গাছে, এখন কি দেওয়া যাবে?
ফুল আসার পর থেকে নিয়মিত দিবেন।
ভাই আমার ছাদে কাগজী লেবু গাছে প্রচুর লেবু ফুল,আর গুটি সেট হচ্ছে,এর মধ্যে কিছু কিছু গুটি ঝড়ে জাচ্ছে,এখন কিছুদিন আগে পটাশ,টি,এস,পি দিছি,এখন লেবুর গুটি জেন না ঝাড়ে কি করতে পারি?
পটাস সার ৫ গ্রাম
বোরন সার ১ চিমটি
টিএসপি ৫ গ্রাম
১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে ৫ দিন-৭ দিন পর পর।
আরো ভালো ফলাফল পেতে
মিরকুলান ১৫ ফোঁটা প্রতি লিটার পানিতে মিশিয়ে ২০ দিন পর পর স্প্রে
বোরন কিভাবে দিব।
খুব সহজ কাজ এটি। বছরে ২০ গ্রাম ২ বারে খাবার দেবার সময় মাটিতে রিং করে দিতে হবে। আর ফুল ফল আসার আগে ও পরে স্প্রে করার জন্য ২০ গ্রাম এর বাইরে ২ গ্রাম করে বোরন ১ লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন পর পর স্প্রে করবেন
মিরাকল কি সব গাছ এবং সবজি গাছে ব্যবহার করা জাবে
জী করা যাবে তবে মাত্রা ঠিক রাখবেন আর ২০ দিন পর পর স্প্রে করবেন
MOP, TSP এবং Boron রাসায়নিক ভাবে দেয়ার বদলে জৈব উপাদান দ্বারা চাহিদা মেটানো সম্ভব?
জাতীয় চাহিদা পূরণ অসম্ভভ কারণ উৎপাদন অনেক কমে যাবে যদিও পরিবেশ ও মাটি উর্বর হবে …তাই জৈব ও রাসায়নিক দুইটাই ব্যবহার করা যুক্তি সঙ্গত
@মডার্নএগ্রিকালচার ধন্যবাদ।
MOP, TSP আর Boron কোন কোন জৈব উপাদান দ্বারা প্রতিস্থাপন করা সম্ভব? কেবল পারিবারিক চাহিদা মেটানোর জন্য।
@@kamrulhassan7185 খুবই সুন্দর প্রশ্ন
@@kamrulhassan7185 #কলার খোসা, ছাই(পটাসিয়াম, ফসফরাস)
#ডিমের খোসা( কালসিয়াম+),
খইল, চা পাতা, কম্পোস্ট( নাইট্রোজেন সহ অন্যান্য উপাদান)
Flowers aasar aage 0:0:50 spray kora jabe...?????
ফুল আসার আগে নাট্রোজেন আছে এমন সার বাদে বাকি গুলা দিলে প্রবলেম হবেনা
বিশেষ করে পটাশ সার, বোরন সার দিতেই হবে স্প্রে করে
@@মডার্নএগ্রিকালচার SOP, Boron ar seaweed ek sange mix kore spray kora jabe...????
Ki porimane janaben bhaijaan.
স্প্রে করা যাবে কোন সমস্যা নাই
একটা গাছের জন্যে ১০ গ্রাম MOP,,,২ গ্রাম বোরন ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন অনেক ভালো ফল পাবেন
npk ৫গ্রাম, কিন্তু ড্রাম উনুজায়ী কত টুকু দিবো?
পটাশ, বোরন, টিএসপি দিতে গেলেই তো পানি দিতে হবে। সেক্ষেত্রে কষ্ট দেয়ার উদ্দেশ্য কি ব্যহত হবে না?
Use Spray
মালটা গাছে কি হরমোন বাড়ানোর জন্য কোনো ঔষধ বা ফুল কলি জাতীয় ঔষধ গাছের গোড়ায় দেওয়া যাবে একটু জানতে চাই
গাছে যদি ন্যাচারালি পর্যাপ্ত ফুল আসে তাহলে হরমোন দিতে হবে না। আর যদি ফুল না আসে অথবা কম আসে তাহলে PGR হরমোন স্প্রে করবেন
স্যার আমার একটি লেবু গাছ অনেক বড় হয়েছে। প্রতি মাসে ফুল। কিন্তু কম।৩/৪ সাইজের লেবু ধরে।
এই গাছের জন্য আমাকে কি কি করতে হবে? ধন্যবাদ স্যার।
আগে গাছকে গোলাকার ঝোপালো সেপ দিবেন ডাল কেটে
পটাস সার বছরে ৩০০ গ্রাম
টিএসপি ৩০০ গ্রাম
জিংক ২০ গ্রাম
বোরন ২০ গ্রাম
বারে বারে দিবেন আর সেঁচ দিবেন
ওয়াটার সাকার কেটে দিবেন নইলে ফুল ফল কম আসবে
গোবর সার ১০ কেজি
@@মডার্নএগ্রিকালচার ধন্যবাদ ধন্যবাদ জানাই স্যার।
@মডার্নএগ্রিকালচার ধন্যবাদ ধন্যবাদ জানাই স্যার।
🌟🌟
লেবু গাছে ফুল আসে কোন মাসে ভাই
বারোমাসি হলে সারাবছর ই ফুল আসবে আর নরমালি জানুয়ারি ফেব্রুয়ারী তে আসবে
যে সমস্ত লেবু জাতীয় গাছ ১২ মাস ফুল ফল আসে,সেগুলাকে কিভাবে পানি কম দিবো?পানি কম দিলেতো ফুল ঝড়ে যাবে?এই ক্ষেত্রে কি করনীয়?
অসাধারণ প্রশ্ন করেছেন অনেক ধন্যবাদ।
এক্ষেত্রে গাছে যখন ফুল, ছোট ফল, বড় ফল সবই থাকবে তখন সকল খাবার দিতে থাকবেন।।
আর যখন ফুল থাকবে না আসবে আসবে মনে হচ্ছে তখন ইউরিয়া, খইল, শিং কুচি এগুলা বন্ধ রাখবেন,, তবে গাছে ফুল চলে আসলে আবার সকল খাবার দিন ১০ দিন পর পর
@@মডার্নএগ্রিকালচার ১২ মাসি সিডলেস লেবু গাছে একাধারে ফুল,ছোট ফল,মাঝারি ফল,আবার পরিপক্ক ফল থাকে,তাই খাবার নিয়মিত ই দিতে হবে মনে হচ্ছে
যদি ফুলের পরিমাণ কমে যায় তাহলে ফুল আসার আগে নাইট্রোজেন জাতীয় সার কিছুদিন বন্ধ রেখে বাকি সব দিবেন আর ফুল ঠিকমতো আসলে সবই দিন। গাছের রেসপন্স অনুযায়ী।
১২ মাসি গাছের পানি কমানো যাবেনা কোন ভাবেই
জৈব সার বলেন
ঠিক আছে
আমার লেবু গাছের পাতা ঝরে যাবার পর কোনো ফুল আসে নি কেবল নতুন পাতা আসতে শুরু করেছে!কি করবো৷ এখন?
বয়স কত গাছের
@মডার্নএগ্রিকালচার প্রায় ৩ বছর। বীজ থেকে চারা।
কোন মাসে কি করব,, তাই উল্লেখ করলে ভাল হত।
আচ্ছা পরবর্তীতে সেভাবে করব।সুন্দর মতামতের জন্য অশেষ ধন্যবাদ।
ফুল আসে জানুয়ারি, ফেব্রুয়ারিতে এর ১ মাস আগে নভেম্বর বা ডিসেম্বর মাসে এগুলা করতে হবে
@@মডার্নএগ্রিকালচার জাম গাছেও কি এরকম করতে হবে??
জাম গাছে বছরে একবার ফল আসে তাই ছাদে জাম গাছ লাগালে এটা করলে অনেক ভালো ফল পাবেন আশা করি
হা করা যাবে
Mop কখন কোন মাসে দেবো ইন্ডিয়া
নভেম্বর মাস থেকে শুরু করবেন বিশেষ করে আপনার গাছে যখন ফুল আসে তার এক মাস আগ থেকে অথবা দেড় মাস আগ থেকে দশ দিন পর পর অল্প করে দিবেন । গাছের গোড়ায় ও দিতে পারেন আবার স্প্রেও করতে পারেন।
@মডার্নএগ্রিকালচার ধন্যবাদ
Thank you stay with us
এটা কোন মাসে করতে হবে?😊
অক্টোবর নভেম্বরে করবেন ফল নামানোর পর নতুন করে ফুল ও পাতা আসার আগেই করে দিবেন
আমি একটি লেবু গাছ টবে লাগিয়েছি, ১.৫ ফিট সাইজের নার্সারী থেকে কিনেছি লাগানো প্রায় ২৩ দিন হতে চল্লো কিন্তু একটুও বড়ো হয়নি কেনো বড়ো হয়নি জানাবেন প্লিজ।
৩৫ দিন অপেক্ষা করেন । যদি গাছ শুকিয়ে না যায় তাহলে ভয়ের কিছু নেই। আর লাগানোর সময় গাছের গোড়ার মাটি সহ লাগাতে হয় .হালকা পানি গাছের গোড়ায় আর কিছু পানি স্প্রে করে দিবেন। এখন কোনো সার দিবেন না। গাছকে হালকা রোদ দিবেন বেশী না। তিব্র রোদে গাছ মারা যাবে
আসসালামু আলাইকুম, ভাই লাউ গাছ এবং টমেটো গাছে ফুল ফল থাকলে কি কি খাবার দিতে হয় জানালে উপকৃত হই
বোরন. জিংক. টিএসপি. এম ও পি. ফ্লোরা pgr
@@মডার্নএগ্রিকালচার ধন্যবাদ
ওকে
বোরন দুই ধরনের,একটা গাছের গোড়ায় আরেকটা স্প্রে করে দেওয়ার,কোনটা কি পরিমানে দিতে হবে?
মাটিতে ১০-১৫ গ্রামের বেশি দিবেন না বছরে বিষক্রিয়া হবে। তবে ফুল ফুল ফল আসলে ২ -৩ গ্রাম করে ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করেন এটা ওই১০-১৫ গ্রামের বাইরে
@@মডার্নএগ্রিকালচার আমি গাছে বরণ স্প্রে করার পর গাছের পাতা সব মরে যাচ্ছে ও নষ্ট হয়ে যাচ্ছে এবং ঝড়ে যাচ্ছে।
কী গাছ? বয়স কত?
কোন মাসে বোরন স্প্রে করেছেন?
কত মাত্রায় পানিতে মিশিয়েছেন জানাবেন আমাকে।
আপাতত গাছের গোড়ায় পানি দেন পর্যাপ্ত এবং পটাশ সার স্প্রে করেন ৫ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে। আর গাছ কড়া রোদে রাখবেন না ১ সপ্তাহ হলকা রোদে রাখেন
@@মডার্নএগ্রিকালচার লাউ গাছ, বড়ই গাছ, ডালিম গাছ, সাজনা গাছ।
আমি ১ লিটার পানিতে ২ গ্রাম ইস্পাহানি বোরন সার ব্যবহার করে স্প্রে করেছিলাম।
এমন হবার কথা না অন্য কারণ থাকতে পরে।এখানে মেসেজ করেন
facebook.com/profile.php?id=61552192749221&mibextid=LQQJ4d&mibextid=LQQJ4d
নাইট্রোজেন কোন কোন জৈব উপাদানে থাকে?
সকল খইল, হাড়ের গুড়া, শিং কুচি, সকল কম্পোস্ট সার এগুলাতে নাইট্রোজেন থাকে।
৩০০ পিস লেবু চারা নেবো ...কোথায় পাবো জানালে উপকৃত হতো
আপনার লোকেশন জানান
বালুরঘাট
বাংলাদেশের মধ্যে হলে সম্ভব হবে
লেবু গাছ বিশ দিন পানিতে থাকলে ও মরেনা।
সঠিক
আমার গাছটাকে কাটিং করেছিলাম,এখন কোনো পাতা আসছে না
গাছের বয়স কত? কোন মাসে কাটিং করেছেন?
লাস্ট কবে গাছে খাবার দিয়েছেন?
গাছ পর্যাপ্ত আলো পাচ্ছে কি?
এটাও একটা কারণ আলো না পেলে পাতা ফুল আসেনা
Eto kitnashok use kora ki thik?
Organic fertilizer niye kichu bollen na
অনেক অনেক সুন্দর প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
শুধু অর্গানিক পদ্ধতি নিয়ে একটি ভিডিও থাকবে এর পর।
কীটনাশক ব্যবহার করলে সমস্যা নেই তবে আসল বিষয় হলো সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে এবং সঠিক পদ্ধতিতে। যাতে উপকারী পোকামাকড় নষ্ট না হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট না হয়।
N.p.k20 20মাটিতে দেব।
গাছকে দ্রুত খাবার দেয়ার সবচেয়ে দারুণ উপায় এটি
Kon time a flower asbe
জানুয়ারি ফেব্রুয়ারী মাসেই আসবে
তবে বারমাসি গাছে বছরে ২-৩ বার ফুল ফল আসবে
ভাই জে গাছে ফুল আছে
ভাই ফুল আলা গাছে কি পানি দিবো না
বারমাসি গাছে এসব করার দরকার হবেনা। শুধু নিয়মিত খাবার পটাস, টিএসপি. বোরন. জৈব সার দিবেন আর কীটনাশক+ ছত্রাকনাশক দিবেন
@@মডার্নএগ্রিকালচার ওকে ভাই আমি আপনার সাতে আছি
Done
ফুল আসার পর গাছে নিয়মিত পানি দিবেন
আমার ডালিম গাছের ফুল ঝড়ে যায় কেন?
২ বছরের একটা গাছের জন্য বছরে
TSP 200 gm
MoP 250 gm
Urea 200 gm
Zinc 15 gm
Boron 20 gm
গোবর সার ১০ কেজি দেন
২ বারে এই সার দিবেন বছরে।
ফুল আসার আগে বোরন আর পটাস সার স্প্রে করবেন। গাছে পানি দিবেন নিয়মিত
ইউরিয়া সার অথবা সরিষার খোল দিলে কোন সমস্যা হবে এখন জানাবেন প্লিজ
ফুল আসার আগে ১ মাস বা ২ মাস থেকে কখনোই নাইট্রোজেন জাতীয় খাবার যেমন ইউরিয়া , সকল খইল, শিং কুচি এগুলা দিবেন না , নইলে নতুন পাতা চলে আসবে খুবই সাবধান।
@@মডার্নএগ্রিকালচারঅনেক অনেক ধন্যবাদ আপনাকে
Thank you stay with us
গাছের বয়স কত হলে ফল নেওয়া উচিত ?
গাছ লাগানোর পরে প্রথমে গাছটাকে শেপ দিতে হবে ঝোপালো তারপর ফুল ফল নিবেন। ২ য় বছর থেকে ফুল ফল নেয়া ভালো এতে প্রথম বছরে ফুল ভেঙ্গে দিবেন
ফ্লোরা দেয়া যাবে না
যাবে
তবে মীরকুলান ভালো কাজ করে ফলে
ধন্যবাদ
ধন্যবাদ
অসাধারণ
অনেক অনেক ধন্যবাদ। সাথেই থাকুন।❤️🌟
বোরন দুই ধরনের,একটা গাছের গোড়ায় আরেকটা স্প্রে করে দেওয়ার,কোনটা কি পরিমানে দিতে হবে?
১টা গাছে ১ বছরে বোরন সার ১০ গ্রাম দিতে পারবেন।
এটা ভাগ করে কয়েক বারে দিতে পারেন ২-৩ গ্রাম করে স্প্রে করেন বা গোড়ায় দেন সমস্যা নেই
গাছের বয়স ৫ বছরের বেশি হলে ১৫ গ্রাম দেন বছরে
Mop ki sprey nki gorai dibo
স্প্রে করেন কিছুটা
গোড়ায় দেন কিছুটা
Kon time a proning korte habe
ফল হারভেস্ট করার পরেই প্রুনিং করে ছত্রাকনাশক+ কীটনাশক দিয়ে স্প্রে করে দিবেন
সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রুনিং করে দিতে হবে নতুনপাতা গজানোর আগে