বিদায় শব্দটার মধ্যে মুহুর্তেই সামনে ফুটে ওঠে হৃদয়ের ব্যাকুলতা, মনের আকুতি। আনমনা হ'য় সহজেই।বুকের ভেতরটা কেমন জানি ধস করে ওঠে, যেমন করে প্রিয়জন বিয়োগের বেলায় ঘটে। খুব ভালোবাসার জন হলে তা হয় আরো বিষাদময়।যদিও সকল বিদায় একই রকম নয়। কিছু বিদায় চিরজীবনের জন্য। কিছু আবার ক্ষনিকের বিদায়। দুটোই কমবশী দুঃখজনক।একঝাঁক নক্ষত্রের একদিন ধুমকেতুর মতো আবির্ভাব হয়েছিল। তারা আজ চোখের অন্তরালে অনেক দূরে চলে যাবে। জানি এভাবে আর দেখা হবেনা।নক্ষত্র পতন হয় আমরা জানি। যে তারার আলো আজ আমরা দেখছি সেটা অনেক আগের আলো। আর এই রকমই সকল নক্ষত্রকে আমরা আজ দুরে সরে যেতে দেখবো।এটাই প্রকৃতির নিয়ম। এক প্রস্থান নেবে তবেই নতুনের আগমন ঘটবে।যাদেরকে নিয়ে এত উল্লাস, আনন্দ, দুঃখ, বেদনার মাঝেও ভালো ছিলাম। তাদেরকে আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সময়ের শাসন মেনে বিদায় জানাতে হচ্ছে।তাদেরকে আমরা সেইভাবে একই অঙ্গনে আর দেখবো না। হয়তো কোনো একদিন কোনো চৌরাস্তার মোড়ে ব্যাস্ততার মাঝে মোলাকাত হবে।বেশী কথা আর হবেনা। ক্ষনিকের মুহুর্তে যা হয় সেটাই। হঠাৎ করেই আপন কাজে ব্যস্ত হয়ে হারিয়ে যাবো, তখন পূর্বের কথা স্মরণ করে একটু বিষন্নতা আসবে এটা সত্যিতবুও একটা কথা বলবো তোমরা যেখানেই থাকো ভালো থাকো। যেখানেই যাও না কেন তোমাদের সুগন্ধি সারা বাগান ভরিয়ে তুলবে - এ আমাদের দৃঢ় বিশ্বাস।এই আস্থা মনের গভীরে পোষন করে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে বক্তব্যে ইতি টানছি।
বিদায় শব্দটার মধ্যে মুহুর্তেই সামনে ফুটে ওঠে হৃদয়ের ব্যাকুলতা, মনের আকুতি। আনমনা হ'য় সহজেই।বুকের ভেতরটা কেমন জানি ধস করে ওঠে, যেমন করে প্রিয়জন বিয়োগের বেলায় ঘটে। খুব ভালোবাসার জন হলে তা হয় আরো বিষাদময়।যদিও সকল বিদায় একই রকম নয়। কিছু বিদায় চিরজীবনের জন্য। কিছু আবার ক্ষনিকের বিদায়। দুটোই কমবশী দুঃখজনক।একঝাঁক নক্ষত্রের একদিন ধুমকেতুর মতো আবির্ভাব হয়েছিল। তারা আজ চোখের অন্তরালে অনেক দূরে চলে যাবে। জানি এভাবে আর দেখা হবেনা।নক্ষত্র পতন হয় আমরা জানি। যে তারার আলো আজ আমরা দেখছি সেটা অনেক আগের আলো। আর এই রকমই সকল নক্ষত্রকে আমরা আজ দুরে সরে যেতে দেখবো।এটাই প্রকৃতির নিয়ম। এক প্রস্থান নেবে তবেই নতুনের আগমন ঘটবে।যাদেরকে নিয়ে এত উল্লাস, আনন্দ, দুঃখ, বেদনার মাঝেও ভালো ছিলাম। তাদেরকে আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সময়ের শাসন মেনে বিদায় জানাতে হচ্ছে।তাদেরকে আমরা সেইভাবে একই অঙ্গনে আর দেখবো না। হয়তো কোনো একদিন কোনো চৌরাস্তার মোড়ে ব্যাস্ততার মাঝে মোলাকাত হবে।বেশী কথা আর হবেনা। ক্ষনিকের মুহুর্তে যা হয় সেটাই। হঠাৎ করেই আপন কাজে ব্যস্ত হয়ে হারিয়ে যাবো, তখন পূর্বের কথা স্মরণ করে একটু বিষন্নতা আসবে এটা সত্যিতবুও একটা কথা বলবো তোমরা যেখানেই থাকো ভালো থাকো। যেখানেই যাও না কেন তোমাদের সুগন্ধি সারা বাগান ভরিয়ে তুলবে - এ আমাদের দৃঢ় বিশ্বাস।এই আস্থা মনের গভীরে পোষন করে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে বক্তব্যে ইতি টানছি।
কপি কেন হয় না বুঝতে পারলাম না
@@rrrrrr649 kono browser a gea desktop mood koren , tarpor copy korte parben
এই বক্তব্য স্যারের বিদায় অনুষ্ঠানে দিয়ে আমি প্রথম হয়ে ছি
❤
কপি কেন হয় না? বুঝতে পারলাম না
মাশাআল্লাহ ❤❤❤❤
ভিডিওটি দেখে খুব ভালো লাগলো।
খুব ভাল লাগলো। তাছাড়া আপনার গ্রন্থনাও ভালো ❤️
মাশাআল্লাহ খুব সুন্দর
Sotti osadaron😢😢😢
Mashallah sir
সত্যি বলতে অসাধারণ হয়েছে ভাইয়া🥰
Mashallah khub sondor hoyeche sir ami h.s. student samne amar exam apnara amar jonno Dua korben 🤲🤲
Mon chuye gelo sir
অসাধারণ ❤❤😢😢😢
Khub sundor
Mon chuye galo sir☺️
অসাধারণ ❤
Khub valo,,,,,,
সত্যি অসাধারণ ❤
Thank you😊❤❤❤🎉
So wonderful speech
Ami apnar big fan
বিদায় হজ সম্পর্কে দিন
সত্যিই অসাধারন❤
Aj amader biddy holo
Thank you😊😊
খুব সুন্দর
মারশাআল্লাহ
So nice😢😢😢😢😢😢😢😢
❤❤❤❤❤❤
Ar English ta hole valo hoto
SO NICE UNCLE
❤❤❤
😢😢😢😢😢😢😢😢😢
Assalamu vaiya ai bokthober pdf file pawya jabe
খুব ভল
Farewell er English version ta din...
Yes vai
😂😂😂😂😂😂😂😂
Thank you bhaia.
But, please don't put musiç. It's Haram.
😢
Hi
😭😭😭
🥺🥺🥺🥺
এগুলি পিডিএফ ফাইল পাওয়া যাবে না
প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ
ল😢😢😢😢😢😢
আমাকে একটু হেল্প করবেন
কি হেল্প ❤❤❤
😂😂😂😂
not so good
😂😂😂
😂😂😂