শেষ অংশে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, অসাধারণ একটা নাটক। পরিচালক, প্রযোজক এবং অভিনেতাদের অসংখ্য ধন্যবাদ। খুব ভালো একটা বার্তা দিয়েছেন, নিঃস্বার্থ ভালোবাসার বার্তা।🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳+🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
আজি থেকে এক বছর আগে আমি এই ভিডিওটি দেখেছিলাম, তার পর আমি অনেক বার খুঁজেছি কিন্তু ভিডিওটি পাইনি। কারণ আমি ভিডিওটির নাম ভূলে গিয়েছিলাম। আজকে আবারো এই ভিডিওটি দেখতে পেয়ে আমার মন প্রাণ ভরে গেল। ভিডিওটির শেষ মুহূর্তের সময়ের দৃশ্যটা যখন প্রথম বার দেখেছিলাম, তখন আমি কান্না ধরে রাখতে পারি নি। আজকেও কান্না করলাম। এইরকম ভিডিও বানানোর জন্য পরিচালকে জানায় অনেক অনেক ধন্যবাদ। আমি ইন্ডিয়া থেকে বলছি, আল্লাহ যেই দিন আমাকে আপনাদের বাংলাদেশে নিয়ে যাবে তখন সবার আগে মোশাররফ করিম ভাইয়ের সাথে দেখা করবো। ইনশাআল্লাহ 🎉🎉🎉
চোখে পানি চলে এলো, কিছু জিনিস অসম্পূর্ণ থেকেই পূর্ণতা পায় ,কবিগুরু বলেছেন , ''অন্তরে অতৃপ্তি রবে , সাঙ্গ করি মনে হবে , শেষ হয়ে হইলো না শেষ '' শিক্ষাসফর নাটকটা খুবই ভালো লাগলো.. যদি এর Second episode আবার আসতো তো আরো ভালো লাগতো
lots of people asking why no happy ending , কিছু জিনিস অসম্পূর্ণ থেকেই পূর্ণতা পায় ,কবিগুরু বলেছেন , ''অন্তরে অতৃপ্তি রবে , সাঙ্গ করি মনে হবে , শেষ হয়ে হইলো না শেষ '' ...love from Kolkata
সবাই অভিনেতাদেরকেই বুঝে কিন্তু পর্দার আড়ালে যে মানুষটা তার কল্পনার ক্যানভাসে তার চিন্তা-ভাবনাটা ফুটিয়ে তুলে অভিনেতাদের হাতে ধরাইয়ে দেই সেটা কেউ দেখে না বা দেখার চেষ্টাও করে না।।।।।।।এতো সুন্দর ভালো নাটক তৈরি করার জন্য সকল কলাকৌশলীদের আমার পক্ষথেকে অনেক ধন্যবাদ আশা করি পরবর্তী তে ভিন্ন ধরনের নাকট দেখতে পাবো
এমন ঘটনা আমার সাথে হইছিলো,বিদেশ যাওয়ার জন্য কত মানুষের কাছে চাইছি,কিন্তু কেউ টাকা দেই নাই।আর এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম মানুষ বিদেশ যাচ্ছে।আলহামদুলিল্লাহ এখন আমি সোদি আরব আছি।
😢 ভাই আমি আপনাকে বুঝাতে পারবোনা আমারা ৬ ভাই বাকি ৫ ভাইদের কাছ থেকে এক ফোঁটা পানিও পাইনি বরন আমি সুদে টাকা নিয়ে সবার ফ্যামিলিকে দাওত দিয়ে খাওয়াতে হয় দুঃখের শেষ নাই ভাই আর কি বলবো 🥀🥀
আমরা যখনি বিপদে পড়ি ,, তখনি আশেপাশের মানুষ গুলোরে চিনতে পারা যায়,,,,,, ঠিক তখনই কিছু মানুষ উদারতার পরিচয় দেয়,,,, আর আমাদের তাদেৱ কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ,,,, অপেক্ষায় রইলাম কৃতজ্ঞতা প্রকাশের পর্বটি দেখার জন্য
Musaraf sir you are realy a great artist i am a big fan from indian🤗 bless you sir ,balo thakben sustho thakben and amn sundor natok korben and society ke balo balo masage dia jaben😊 satti anek balo kag korchen apni khub anondo hoy apnar natok guli dekhe anek kicu sikha jay upolabdi hoy
এই নাটকে গল্পটা যেমন ভাল ছিল, মোশাররফ করিম এর অভিনয়টাও সেইরকম ভাল ছিল। আমি কয়েকবার দেখেছি। তবে নাটকের শেষাংশে মোশাররফ করিম এর আমেরিকা যাওয়ার কোন সংবাদ দিয়ে শেষ হলে আরও ভাল হত। এই রকম মানসম্পন্ন নাটকের সংখ্যা কিন্ত ইদানীং কম দেখা যায়।
মোসারফ করিমের চরিএ টা অনেক সুন্দর হয়েছে.এই রকম মানুষ যদি আমাদের সমাজে থাকতো, তাহলে আমাদের সমাজটা অনেক সুন্দর হতো.দোয়া করি আল্লাহ যেন সবার মন এরকম উদার করে দেন আমিন আমিন আমিন.
চমৎকার বলেছেন , আমার তো মনেহয় এমন নিঃস্বার্থ -কল্যাণকামী - সহৃদয় মনের অধিকারী মানুষের অভাব নেই আমাদের আশেপাশে, কিন্তু সমস্যা হচ্ছে kind; kindly,obliging টাইপ মানুষ গুলোর প্রধান উপাদানটা যে একেবারেই জিরো অবস্থায় অবস্থান করে....এই টাইপ মানুষগুলো পয়সা/পয়সা করে জীবনের ব্যাখ্যাকে অর্থ-অধিপতি দিয়ে বিবেচনা করে না অর্থাৎ তারা আসলেই যে অসমর্থ তা আজকের সমাজের দিকে দৃষ্টি ফেরালেই বোঝা যায় তাহারা চাইলেও "আহা " শব্দটা শুধুমাত্র উচ্চারণ করতে পারে। ...ধন্যবাদ @kawsar hamid8
ভাই বাস্তবতাটাই বুঝিয়েছে! সামান্য ইডেনের মেয়েই তো এরকম মূর্খ লোককে বিয়ে করবেনা, তার ওপর সে স্কলারশিপ পেয়ে বাইরে পড়তে যাচ্ছে! আর মোশারফ ভাই এরকম নাটক করে জন্যই অমর হয়ে থাকবেন!
অনেক নাটক দেখেছি কিন্তু মন্তব্য করিনি-- কিন্তু এই নাটকে মন্তব্য না করে পারলাম না, একেবারে মন থেকেই। খুবই সুন্দর নাটক, মন ছুঁয়ে যায় কিন্তু নাটকটা অপূর্ণ। পুরো মনটা ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ্ দ্বিতীয় পর্বে------
ভাই প্লীজ নাটকটির পার্ট ২ বানাইয়েন। না বানালে মনে আফসোস থেকেই যাবে। মরেও শান্তি পাবো না। ❤😔❤ কিছু কিছু বিষয় মনকে ছুয়ে যায় এটা সেই রকম একটা সৃষ্টি। আর মোশারফ করিম ভাই তো বস অতুলনীয় যার তুলনা শুধু সে নিজেই।। অনুরোধ রইলো পার্ট ২
আমার বাড়িও নোয়াখালী মাইজদী, মাশাআল্লাহ নোয়াখালীর ভাষায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই নাটকের মধ্যে। ধন্যবাদ পরিচালক কে এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য
এটাই তো প্রকৃত প্রেম একজনকে ভালবাসে ভেসে তাকে বিবাহ করি তাতে কি লাভ বরং ক্ষতি হবে কারণ সেটা করো যে ভবিষ্যৎ গড়ার জন্য কিছু চাই সেটা করার দরকার। জীবনের লক্ষ্য থাকলে সব সম্ভব। আহা!মনে ডাক্কা দিয়ে গেলো
শেষ অংশে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, অসাধারণ একটা নাটক। পরিচালক, প্রযোজক এবং অভিনেতাদের অসংখ্য ধন্যবাদ। খুব ভালো একটা বার্তা দিয়েছেন, নিঃস্বার্থ ভালোবাসার বার্তা।🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳+🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
নাটকটা অনেকবার দেখেছি,
যতবার দেখেছি ভেতরটা ততবারই নাড়া দিয়েছে খুব,
নিম্ন- মধ্যবিত্তদের সকল যোগ্যতা টাকার কাছে হেরে যায়, অসংখ্য ধন্যবাদ পরিচালককে
শিক্ষা সফর ২ চাই। সেটার মধ্যে তাদের মিল দেখালে ভালো হবে। আমার সাথে কে কে একমত আছেন
100%akmot
@@enjoyeverymoment8089 সহমত
সহমত
Akmot
@@معينشاه-ت5خ হ
আজি থেকে এক বছর আগে আমি এই ভিডিওটি দেখেছিলাম, তার পর আমি অনেক বার খুঁজেছি কিন্তু ভিডিওটি পাইনি। কারণ আমি ভিডিওটির নাম ভূলে গিয়েছিলাম। আজকে আবারো এই ভিডিওটি দেখতে পেয়ে আমার মন প্রাণ ভরে গেল।
ভিডিওটির শেষ মুহূর্তের সময়ের দৃশ্যটা যখন প্রথম বার দেখেছিলাম, তখন আমি কান্না ধরে রাখতে পারি নি। আজকেও কান্না করলাম। এইরকম ভিডিও বানানোর জন্য পরিচালকে জানায় অনেক অনেক ধন্যবাদ। আমি ইন্ডিয়া থেকে বলছি, আল্লাহ যেই দিন আমাকে আপনাদের বাংলাদেশে নিয়ে যাবে তখন সবার আগে মোশাররফ করিম ভাইয়ের সাথে দেখা করবো। ইনশাআল্লাহ 🎉🎉🎉
Mukut guru
চোখে পানি চলে এলো,
কিছু জিনিস অসম্পূর্ণ থেকেই পূর্ণতা পায় ,কবিগুরু বলেছেন ,
''অন্তরে অতৃপ্তি রবে ,
সাঙ্গ করি মনে হবে ,
শেষ হয়ে হইলো না শেষ ''
শিক্ষাসফর নাটকটা খুবই ভালো লাগলো.. যদি এর Second episode আবার আসতো তো আরো ভালো লাগতো
lots of people asking why no happy ending ,
কিছু জিনিস অসম্পূর্ণ থেকেই পূর্ণতা পায় ,কবিগুরু বলেছেন ,
''অন্তরে অতৃপ্তি রবে ,
সাঙ্গ করি মনে হবে ,
শেষ হয়ে হইলো না শেষ '' ...love from Kolkata
"Boro pran, boro batha,......"
hmm
ধন্যবাদ ❤️❤️❤️
সবাই অভিনেতাদেরকেই বুঝে কিন্তু পর্দার আড়ালে যে মানুষটা তার কল্পনার ক্যানভাসে তার চিন্তা-ভাবনাটা ফুটিয়ে তুলে অভিনেতাদের হাতে ধরাইয়ে দেই সেটা কেউ দেখে না বা দেখার চেষ্টাও করে না।।।।।।।এতো সুন্দর ভালো নাটক তৈরি করার জন্য সকল কলাকৌশলীদের আমার পক্ষথেকে অনেক ধন্যবাদ আশা করি পরবর্তী তে ভিন্ন ধরনের নাকট দেখতে পাবো
আর মোশারফ করিম একজন দুর্দান্ত কিনবিদন্তি.. সে জানে প্রতিটা character কিভাবে শেড দিতে হয়.. অসম্ভব ভালো অভিনেতা...
বৈশাখী টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন আরও অনেক নাটক দেখতে সাথেই থাকুন।
@@boishakhitvbd এই নাটকটির ২য় পর্ব কি বের করা যায় না? আপনাদের কাছে বিনীত অনুরোধ রইলো।
@@m.rriday125সহমত
একটা মানুষ কিভাবে পারে এতো অভিনয় করতে মোশাররফ ভাই আপনি সত্যি লিজেন্ড
চোখে আপনা থেকেই কান্না চলে এসেছে শেষ দৃশ্যে।।।। এমন নাটক কেন হয় না
আপনার মতামতের জন্য ধন্যবাদ বৈশাখীর সাথে থাকুন।
এমন ঘটনা আমার সাথে হইছিলো,বিদেশ যাওয়ার জন্য কত মানুষের কাছে চাইছি,কিন্তু কেউ টাকা দেই নাই।আর এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম মানুষ বিদেশ যাচ্ছে।আলহামদুলিল্লাহ এখন আমি সোদি আরব আছি।
আপনার জন্য শুভকামনা
আপনার দোয়া ও শুভকামনা রইলো 🥰🥰
😢 ভাই আমি আপনাকে বুঝাতে পারবোনা আমারা ৬ ভাই বাকি ৫ ভাইদের কাছ থেকে এক ফোঁটা পানিও পাইনি বরন আমি সুদে টাকা নিয়ে সবার ফ্যামিলিকে দাওত দিয়ে খাওয়াতে হয় দুঃখের শেষ নাই ভাই আর কি বলবো 🥀🥀
আহা।দুঃখজনক।
Ekhon ki obostha achen bai@@mdbalal4683
সত্যই ভাষা নাই মোসারফ স্যার
আপনি আসলেই লিজেন্ড..
কিন্তু আপনে এই অভিনয় গুলি দিয়ে হাজার দর্ষকে কাদায়ছেন😭.
বিষেষ করে আমি বেশী কাচছি 🥰🥰😭
শিক্ষা শফরের আত্মত্যাগ।মশারফ করিম মহাশয়কে সেলাম, প্রনাম ও আন্তরিক ভালোবাসা।
বাংলা নাটকের তুলনা হয়না তাই আমরা সকল প্রবাসীরা আছি সব সময়,,কাতার থেকে 🇧🇩👍
ভাই আমি কাতার যেতে চাই আমার জন্য কি করনীয়
গল্প,চরিত্রায়ন,আর শেষটায় গানের দরদভরা আবেগী সুর এক কথায় অসাধারণ.........
ধন্যবাদ, আপনার মতামতের জন্য।
আমরা যখনি বিপদে পড়ি ,, তখনি আশেপাশের মানুষ গুলোরে চিনতে পারা যায়,,,,,, ঠিক তখনই কিছু মানুষ উদারতার পরিচয় দেয়,,,, আর আমাদের তাদেৱ কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ,,,, অপেক্ষায় রইলাম কৃতজ্ঞতা প্রকাশের পর্বটি দেখার জন্য
মোশাররফ করিম বরাবরই ভালো অভিনেতা,আমাদের সবার উচিত,ভালো কাজকে উতসাহীতো করা,
Nine
Amino tai boli
G bai
G bai
খুবই সুন্দর নাটক।
Love from India❤️
এই নাটকটা দেখে যতটা না এসেছি তার চেয়ে বেশি কেদেছি,,, অসাধারণ ভালো লেগেছে 👌👌👌
মোশাররফ করিম একজন অভিনেতা যাকে যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে।
Musaraf sir you are realy a great artist i am a big fan from indian🤗 bless you sir ,balo thakben sustho thakben and amn sundor natok korben and society ke balo balo masage dia jaben😊 satti anek balo kag korchen apni khub anondo hoy apnar natok guli dekhe anek kicu sikha jay upolabdi hoy
একাধিক বার দেখেছি............
নাটকটির ২য় পার্ট দেখার অপেক্ষায় রইলাম, খুব ভাল লাগল নাটকটি ।
গল্পটা খূব ভাল। পরিচালক কে ধন্যবাদ। এরকম দক্ষ অভিনেতা অভিনেত্রী থাকলে তো আর কথাই নাই।
ধন্যবাদ। নাট্যকারের পক্ষ থেকে।
নাটকের অভিনয়টা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ জানাই নাটকের পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীকে
অসম্ভব সুন্দর একটা নাটক, সব পরিচালক কেন শেষে এমন গল্প লেখে
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
নাটকের ২ খণ্ডাংশের জন্য অপেক্ষায় রইলাম।হিরোইন ৪ বছর পর আমেরিকার থেকে সোজা মজিদ সাহেবের বাসায় চলে যাবে সেই আশায় ব্যক্ত করলাম
নাটকের ২ খন্ডা ং জন্য
সহমত
@@mdmijanahamed910 আমি মনে করে ছিলাম এই ২ খন্ড আসবে। বাট আসলো না
সহ মত
২য় খন্ড দেখতে চাই ভাই
বাস্তবতা অনেক কঠিন আপু, অনেক সুন্দর লাগলো।আপনাদের অভিনয় অসাধারন লাগলো।শুভ কামনা রইলো সবার জন্য।
খুব ভালো লাগল। বাংলাদেশের নাটকের সত্যিই তুলনা হয়না।
অনেক সুন্দর নাটক, শিক্ষিত মেয়ের হৃদয়হীন মন, অশিক্ষিত ছেলের বড় মনের কাছে পরাজিত। হায় শিক্ষা!
Oshadharon concept..ki darun etodin keno dekhlama na..
নাটকটা অনেক সুন্দর।আর মিউজিকগুলো সত্যিই অসাধারণ।পরিচালককে অনেক ধন্যবাদ এত সুন্দর নাটক করার জন্য।
nice natok
)
)
শেষটা এমন হলে ভাল হতো যে, অপর্না চার বছর পর আমরিকা থেকে এসে সোজা চলে যাবে মোশাররফের গ্রামে।
নাটক টার পার্ট ২ এর জন্য অপেক্ষায় রইলাম।
you are right ,,, আমি ও আপনার সাথে একমত,,,
hmm balo hobe khuve
ঠিক ভাই
Ekdom
Right
এই নাটকে গল্পটা যেমন ভাল ছিল, মোশাররফ করিম এর অভিনয়টাও সেইরকম ভাল ছিল। আমি কয়েকবার দেখেছি। তবে নাটকের শেষাংশে মোশাররফ করিম এর আমেরিকা যাওয়ার কোন সংবাদ দিয়ে শেষ হলে আরও ভাল হত। এই রকম মানসম্পন্ন নাটকের সংখ্যা কিন্ত ইদানীং কম দেখা যায়।
২০২৪ সালে কে কে দেখছেন
যদিও পুরো নাটকটা ভালো ছিল। তবে শেষটা মন ছুয়ে গেছে।
সেসের ফিনিসিং টার হৃদয়ে কি জানি ছুয়ে গেল উফফফফ ২ পাট চাই
নাটক কিনতু শেষ হয়নি তাই নাটকটি শেষ করার জন্য ২য় পার্টের প্রয়োজন মনে করছি
পরিচালকরা অপূর্ণতা রেখে দেয়
মেয়েটা খুবই স্বার্থপর,,,তার এমন আচরণ আমার চোখ ভিজেগেল।খুব সুন্দর নোয়াখালীর ভাষাটি।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। সব সময় বৈশাখীর নাটকের সাথেই থাকুন।
নাটকের দিতীয় পাট দেন প্লিজ প্লিজ প্লিজ
নাটকের শেষটা এরকম হবে ভাবতে পারিনি খুবই হৃদয় বিদারক। তাইতো কমেন্ট না করে থাকতে পারলাম না।
নাম হলো ইউসুফ সারাক্ষণ থাকবে চুপ, ভাল্লাগছে কথা টা😁😁
মোসারফ করিমের চরিএ টা অনেক সুন্দর হয়েছে.এই রকম মানুষ যদি আমাদের সমাজে থাকতো, তাহলে আমাদের সমাজটা অনেক সুন্দর হতো.দোয়া করি আল্লাহ যেন সবার মন এরকম উদার করে দেন আমিন আমিন আমিন.
kawsar hamid amin
Md.Jakir
amin
চমৎকার বলেছেন , আমার তো মনেহয় এমন নিঃস্বার্থ -কল্যাণকামী - সহৃদয় মনের অধিকারী মানুষের অভাব নেই আমাদের আশেপাশে, কিন্তু সমস্যা হচ্ছে kind; kindly,obliging টাইপ মানুষ গুলোর প্রধান উপাদানটা যে একেবারেই জিরো অবস্থায় অবস্থান করে....এই টাইপ মানুষগুলো পয়সা/পয়সা করে জীবনের ব্যাখ্যাকে অর্থ-অধিপতি দিয়ে বিবেচনা করে না অর্থাৎ তারা আসলেই যে অসমর্থ তা আজকের সমাজের দিকে দৃষ্টি ফেরালেই বোঝা যায় তাহারা চাইলেও "আহা " শব্দটা শুধুমাত্র উচ্চারণ করতে পারে। ...ধন্যবাদ @kawsar hamid8
kawsar hamid ;"$99&🦄
2016 to 2020 it’s been 4 years almost
Waiting for the part 2
সব ভাষায় মোশাররফ ভাই সেরা😍
শেষ মুহূর্তে চোখে পানি চলে আসলো,,
আমাদের বাংলাদেশের নাটক আসলেই কথা বলে❤️❤️❤️❤️
এই নাটকটি প্রায় ২০ বারের বেশী দেখেছি, যতবার দেখেছি ততবার এই নাটকের ২য় খন্ডের অভাব অনুভব করছি
সহমত
আজকে দেখলাম।আসলেই ভাই ২য় পারট টা দরকার ছিল
আমার মতো আরো কে কে এই ভিডিওটির Part-2 চান, সবাই একটা করে লাইক দিন!
ভাই বাস্তবতাটাই বুঝিয়েছে! সামান্য ইডেনের মেয়েই তো এরকম মূর্খ লোককে বিয়ে করবেনা, তার ওপর সে স্কলারশিপ পেয়ে বাইরে পড়তে যাচ্ছে! আর মোশারফ ভাই এরকম নাটক করে জন্যই অমর হয়ে থাকবেন!
তুমি চেটের বাল তোমার কমেন্ট এ লাইক দিলে ২ ও পার্ট দিবে😝
কষ্ট লাগল নাটক টা দেখে ।
অসাধারণ অভিনয় ।
অনেক অর্থবহ নাটক এটি- আসলেই সব হারাদের জন্য জীবন যুদ্ধ টা অনেক কঠিন।
অনেক নাটক দেখেছি কিন্তু মন্তব্য করিনি-- কিন্তু এই নাটকে মন্তব্য না করে পারলাম না, একেবারে মন থেকেই।
খুবই সুন্দর নাটক, মন ছুঁয়ে যায় কিন্তু নাটকটা অপূর্ণ। পুরো মনটা ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ্ দ্বিতীয় পর্বে------
বৈশাখী টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।
অনেক বার দেখেছি এই নাটক টি, মোশাররফ করিম পুরাই একটা আবেগের নাম। ❤❤❤❤❤
নাটকের সফলতা হলো শেষ হয়েও শেষ হয়না
মোশারফ করিম।।।।সুপার।।।
শেষ সময় আবেগ ধরে রাখতে পারলাম না....বাংলা নাটক মনের কথা বলে
ভাই প্লীজ নাটকটির পার্ট ২ বানাইয়েন। না বানালে মনে আফসোস থেকেই যাবে। মরেও শান্তি পাবো না। ❤😔❤ কিছু কিছু বিষয় মনকে ছুয়ে যায় এটা সেই রকম একটা সৃষ্টি।
আর মোশারফ করিম ভাই তো বস অতুলনীয় যার তুলনা শুধু সে নিজেই।। অনুরোধ রইলো পার্ট ২
নাটকটা অনেক অনেক ভালো লেগেছে। বাংলা নাটকের রাজা মোশারফ করিম ভাই বরাবরের মতোই অসাধারন অভিনয় করেছেন।👍👍👍
এখানেও মেয়েদের স্বার্থপরতা আর ছেলেদের উদারতা প্রকাশ পেলো...
ঠিকই বলেছেন
🤣🤣🤣🤣🤣
thik
মেয়েরা কখনো ভালোবাসতে জানে না ।
মাইয়াটা সুন্দরি না হইলে পোলার উদারতা তহন গায়েব হইয়া যাইতো। মাইয়া শিক্ষিত সুন্দরি তাই তার লোভে এতো মহান উদারতা দেখানো হইছে, এটাই বাস্তবতা
শিক্ষা সফর ২ য় পার্ট চাই,,,
মোশাররফ করিম ভাইয়ের অভিনয় সত্যি অসাধারণ,,,
৫ বছর আগের নাটক দেখলাম ২০২২ এ এমন নাটক কিভাবে মিস করছি নিজেই জানিনা।
____এমন নাটক এখন খুঁজে ও পাওয়া যায় না।🖤🖤
বৈশাখী টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন আরও অনেক নাটক দেখতে সাথেই থাকুন।
Not interested to talk about
Emotions !!
Talking about Mosharaf Karims
Excellent Performance !!
It’s Amazing !!
অসাধারণ, আসলেই একমাত্র মোশাররফ করিম এর দ্বারা তেই সম্ভব এই অভীনয় করা।
অসাধারন এক কথাই কোনু তুলনা নেই
বাস্তব জীবনে এমন মানুষ কমই হয়।নাটক নাটকই থেকে যায়। কিন্ত নাটকটা অসাম।
বৈশাখী টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।
yah sure
ধন্যবাদ। নাট্যকারের পক্ষ থেকে।
9
বাংলাদেশের শ্রেষ্ঠ অভিনেতা মোশাররফ করিম ❤
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। বৈশাখীর সাথেই থাকুন।
অবশ্যই
সত্যি অসাধারণ,, 2 পর্ব চাই,,প্লিজ
এত বছর পর আজকে আবার দেখলাম,, দুইজন পছন্দের অভিনেতা এবং অভিনেত্রী ❤❤
ভালোবাসা মানে মনের মানুষকে ভালো রাখা
Ohh super.. Tnx a lot boss
সত্যি অসাধারণ খুব সুন্দর অভিনয় করেছেন মোশাররফ করিম
আমার বাড়িও নোয়াখালী মাইজদী, মাশাআল্লাহ নোয়াখালীর ভাষায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই নাটকের মধ্যে। ধন্যবাদ পরিচালক কে এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য
ধন্যবাদ, বৈশাখী টিভির সাথেই থাকুন।
আসলে চোখে পানি এসে গেলো
আমি ভাষাই বুজাতে পারবোনা
পরে কি হবে যদি জানতাম তা হলে ভাল লাগতো
নাট্যকার পলাশ মাহবুবের palash Mahbub পক্ষ থেকে ধন্যবাদ।
মোশারফ করিম একজন অসাধারণ অভিনেতা।
আপনার মতামতের জন্য ধন্যবাদ। বৈশাখীর সাথেই থাকুন।
ভাই হুলু লুলু যাইবেন্নি 😂😂🤣🤣🤣
এটাই তো প্রকৃত প্রেম
একজনকে ভালবাসে ভেসে
তাকে বিবাহ করি তাতে কি লাভ
বরং ক্ষতি হবে কারণ
সেটা করো যে ভবিষ্যৎ গড়ার জন্য
কিছু চাই সেটা করার দরকার।
জীবনের লক্ষ্য থাকলে সব সম্ভব। আহা!মনে ডাক্কা দিয়ে গেলো
খুব সুন্দর লাগলো,পার্ট ২ দেখতে চাই।
Jst 2 words,,,,,, awesome saala 😍 😍😍 😍
ak kothay osadaron💘💘🔫
joss,,,val lagce...tk jekhane manush sekhane...
MD. FARUK
পর্ব দেখার অপেক্ষায় রইলাম,, মিল না দিলে কষ্ট থেকে যাবে মনে
সত্যি অসাধারণ নাটক অনেক ভালো লাগ লো আলহামদুলিল্লাহ
Tar por ki holo ?🤔🤔🤔 Bangladeshi natok gulo darunnnnn.........🇮🇳👌👌
Good script, good acting, good finishing..........in a word superb.
এক কথায় দারুণ হইছে
ধন্যবাদ, বৈশাখী টিভির সাথেই থাকুন।
অনেক দিন পর একটা সুন্দর নাটক দেখলাম, সবার অভিনয় দারুন হয়েছে, মোশাররফ করিম দুর্দান্ত অভিনয় করেছে, পরিচালনাও চমতকার হয়েছে।
একজন জীবন্ত কিংবদন্তি মোশাররফ করিম বস ❤
নাটকটি ২বার দেখলাম ভালো লেগেছে
২য় পর্ব বের হলে ভাল হবে
good
17 বার দেখলাম
সৎ পথে উপার্জন করুন।যদি পারেন কারো উপকার করুন।কিন্তু কারো ক্ষতি করবেন না।
অাপনি যদি কাউকে ঠকান তাহলে অাপনি নিজেই ঠকে গেলেন।১০০%%%%
একমত
Tik
লাস্টে এই গানটা দিয়ে নাটোকটা মানটা আরো বারিয়ে দিলো।মনটা খারাব হয়ে গেল।নাইকাটা হাতটা ধরে যদি বলতো আমার জন্য অপেখ্খা কর তাহলেই হতো।
তোর হাউয়া
কিরে মামা
ভাই এটাই তো মেয়েদের বাস্তবতা....
অসাধারণ পরের পর্ব দিবেন, সেখানে মোশাররফ যেনো তার ভালোবাসা ফিরে পায়
Kichu bolar nei really a great drama . From Kolkata
শিক্ষা সফর দিত্বীয় পাট চাই 2020 এ কুরবানীর ঈদে।
শেষের দুই মিনিট হৃদয়ে দাগ কেটে গেল।
২০২০ এ কারা কারা দেখছেন???
আর পার্ট ২ চাই
I see this natok.
Ami
ame
yes
Yes
আসলেই ২য় পাট টা দেখানো দরকার। অনেক সুন্দর নাটক
শেষের দৃশ্যটা মন নাড়িয়ে দেয়।
আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। বৈশাখী টিভির সাথেই থাকুন।
মনে দাগ দেওয়ার মত কাহিনি, চোখে পানি চলে আসে
পরিচালকের কাছে, শিক্ষা সফরের নাটকের ২য় দেখানোর জন্য বলতে চি।
একমত
2পার্ট করা চাই
Right
Akmot 🙏🙏🙏🙏🙏🙏🙏
right
দ্বিতীয় অংশের জন্য অপেক্ষায় থাকলাম...
ভারত থেকে । দ্বিতীয়বার দেখলাম । অসাধারণ ।
দারুন মোসারফ করি Thr real hero🙏IAm India
অনেক ভাল লাগল ।