Rocket কি Bkash এবং Nagad এর কাছে হেরে গেলো?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 288

  • @mdyabin4531
    @mdyabin4531 ปีที่แล้ว +102

    ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এ শুরুতে ব্যলেন্স চেক করলেই 2 টাকা কেটে নিতো,,এজন্য মাইর খাইছে,,,আমার টাকা আমি দেখবো তার পরেও টাকা দেবো কেন,,,,কিন্তু বিকাশ এ কোন টাকা কাটতো না,,তাই বিকাশ এগিয়ে ডাচ বাংলা পিছিয়ে যেটা আপনি উল্লেখ করেন নি,,,,ব্যক্তিগত মতামত

    • @niloykhan9271
      @niloykhan9271 ปีที่แล้ว +9

      আপনিতো ভাই জীবন্ত বুদ্ধিজীবি।😄😀😃😁

    • @yasirarefinxz
      @yasirarefinxz ปีที่แล้ว

      রকেটে ক্যাশআউট ফ্রী ছিলো এটিএম থেকে। বিকাশ এসে আমাদের বাশ টা মারসে।

    • @bdbanglapro123
      @bdbanglapro123 ปีที่แล้ว +5

      ভাই আপনার মনে আছে আমি তো ভাবছি শুধু আমার মনে আছে।

    • @faiaz1685
      @faiaz1685 ปีที่แล้ว +1

      Good point

    • @BCS-Connection
      @BCS-Connection ปีที่แล้ว +13

      এছাড়া রকেটে আপনার নাম্বারের শেষে একটা এক্সট্রা ডিজিট যুক্ত করতে হবে। এটা খুবই পেইনফুল। কারণ, যে টাকা পাঠাবে তাকে আবার ফোন করে জিজ্ঞাসা করতে হয়, শেষের ডিজিট কত?

  • @romyullislam5671
    @romyullislam5671 ปีที่แล้ว +23

    আমি যখন রকেট ব্যাবহার করতাম তখন রকেট এর খরচ কম ছিল। বলতে গেলে ফ্রি। কিন্তু হটাৎ বাংলাদেশ ব্যাংক কিছু ডিসিশন নেয় যেমন ব্যালেন্স চেকে টাকা কাটা, মিনিমাম ফি ক্যাশআউট এর ক্ষেত্রে। এইগুলাও অনেক ইফেক্ট ফেলেছে।

  • @towhidislam5871
    @towhidislam5871 ปีที่แล้ว +18

    বিকাশ থেকে রকেটে টাকা রাখাটা নিরাপদ মনে করি। কারণ,বিকাশে অজানা নাম্বার থেকে হ্যাকারের ফোন পেয়েছি কয়েকবার। কিন্তু রকেট থেকে এখনও এরকম কোন ফোন ফোন ও পরিস্থিতির মুখোমুখি হই নাই🙂। অচেনা নাম্বার থেকে কেউ ফোন দিয়াও রকেটের কথা কয় না খালি কয় আমার বিকাশ একাউন্টে নাকি সমস্যা হইছে🙂

  • @076torikul9
    @076torikul9 ปีที่แล้ว +21

    ডিবিবিএল ২০১৭ থেকে বৃত্তি দিচ্ছে, এখন বিএসসির ৩য় বর্ষ। আর রকেটের টাকা বুথ থেকে তুলতে খরচও লাগেনা তাই এখনও শুধু রকেট ব্যাবহার করছি।

    • @SunnahEdition
      @SunnahEdition 6 หลายเดือนก่อน

      বুথ থেকে ৯টাকা করে কেটেছে আমার মার্চের কথা

  • @dipcb05
    @dipcb05 ปีที่แล้ว +4

    ডাচবাংলার সার্ভিস দারুণ। খুশী আমি। রকেট আর ব্যাংকে সোয়াপ করা সোজা, তাই রকেটটা আমি এখন প্রেফার করি। ঝামেলা হয়ে যায় ওই এজেন্ট ইস্যু। নিজে টাকা তুলতে গেলে অনেক ঘোরা লাগে, বিকাশ দুই হাত হাটলেই পাওয়া যায়। এইটা একটা বড় ইস্যু।

  • @sabuj49
    @sabuj49 ปีที่แล้ว +143

    ইভ্যালির কথা মনে আছে?? নগদের অবস্থাও সেইম হবে আর রকেট দারাজের মতো টিকে থাকবে।

    • @bd.samiul.9998
      @bd.samiul.9998 ปีที่แล้ว +11

      ভুল ধারণা 😅😅

    • @SaymunAhammadHamim
      @SaymunAhammadHamim ปีที่แล้ว

      ইভালি আর নগদ এক না

    • @abdur_rahim.007
      @abdur_rahim.007 ปีที่แล้ว +11

      ভাইয়া আপনি বোকার সর্গে বাস করতেছেন😂
      জাইগা জাইগা স্বপ্ন দেখা বাদ দেন🤓

    • @arafatrahmanzamimondol7605
      @arafatrahmanzamimondol7605 ปีที่แล้ว +1

      মনের কথাটাই বলে দিয়েছেন!

    • @miaavai3699
      @miaavai3699 ปีที่แล้ว

      ভাই একটু বুঝায় বলবেন দয়া করে।

  • @mst717
    @mst717 ปีที่แล้ว +5

    আরেকটা করণে রকেট পিছিয়ে পড়তে পারে, সেটা হলো এক্সট্রা নাম্বার।
    এক্সট্রা নাম্বার বলাটা একটা ঝামেলা।
    যেখানে একজন ব্যক্তির নাম্বার ফোনে সেভ করা থাকে। কেউ বললো আমার নাম্বারে টাকা পাঠিয়ে দেন, কথা শেষ।
    কিন্তু আলাদাভাবে এক্সট্রা নাম্িার বলাটা একটা বাড়তি ঝামেলা।
    পরবর্তীতে রকেট এক্সট্রা নাম্বারটা শিথিল করছে। কিন্তু সেটা অনেক দেরি হয়ে গেছে।

  • @abdullahmuhammadthaher
    @abdullahmuhammadthaher ปีที่แล้ว +7

    দিনশেষে রকেটই ভালো,
    তবে নতুন নতুন এস্পেরিএন্সনের ক্ষেত্রে বিকাশ বেশ কাজ করছে।
    নগদ হচ্ছে মাঝখানে ফালতু।

    • @TravelWithRafiq1
      @TravelWithRafiq1 ปีที่แล้ว

      এটিএম থেকে টাকা তোলা যায়। একেবারে কম খরচে। আমার অবশ্য একেবারে ফ্রি।

  • @Salmirislam
    @Salmirislam ปีที่แล้ว +20

    আপনার মুশন গ্রাফিক্স খুব হাই লেভেল , আমিও একজন ফ্রিলান্সার ফাইবারে কাজ করি , খুব ভালো লাগে আপনার মুশন এলিমেন্ট

  • @rhanik504
    @rhanik504 ปีที่แล้ว +4

    ভাই সরকারি সিম টেলিটক কেন পিছিয়ে পড়লো,গ্রামীণ ফোন সিম টপ ১ কেন,,টেলিটক কিভাবে উপড়ে উঠতে পারবে তা নিয়ে ভিডিও বানান

  • @selimhossain7408
    @selimhossain7408 ปีที่แล้ว +1

    আমার মতে,রকেট পিছিয়ে গেছে সুন্দর ও সহজ একটি নামের কারনে, প্রথমত তাদের নাম ছিল ডাচ বাংলা মোবাইল ব্যাংকি, যা মানুষের বলতে অসুবিধা হত,অন্য দিকে বিকাশ খুব সহজে মানুষ নাম নিতে পারে।পরে যদি ও তারা নাম বদলে রকেট রাখছে যা বলা সহজ, কিন্তু তা অনেক দেরি হয়ে গেছে,এই সময়ের মধ্যে মানুষ বিকাশ ব্যবহারে অভ্যাস্ত হয়ে গেছে।
    মনিষী ক্যাভেন্ডিস বলেছেন,"একটি সুন্দর নাম এক গাধা সম্পেদের চেয়ে শেষ্ট বা শ্রেয়"।ডাচ বাংলা মোবাইল ব্যাংকি নাম না রেখে রকেট প্রথমে রাখলে হয়তো রকেট, বিকাশের চেয়ে জনপ্রিয় হত।আর তাদের লেনদেন বিকাশের চেয়ে বেশি হত,রকেট যেমন সাশ্রয়ী তেমনি অনেক নিরাপদ।

  • @oliurrahman2546
    @oliurrahman2546 ปีที่แล้ว +2

    Kamal Quadir vai, nsu te ese bolechilo, ami chilam-- bKash gonna be next giant org in Bangladesh he really dreamt it & finally it’s successful.

  • @t4jonthemove_344
    @t4jonthemove_344 ปีที่แล้ว +11

    Please a case study of Pran,RFL and Walton?!

  • @Hasibul_Hasan92
    @Hasibul_Hasan92 ปีที่แล้ว +2

    রকেট ব্যাবহার করি , আমার মতে সবদিক বিবেচনায় এইডাই বেস্ট । বিকাশও মাঝে মধ্যে ইউজ করি ।
    আর নগদ তো ব্যাবহারের যোগ্যই না

  • @arafatislamabir90
    @arafatislamabir90 ปีที่แล้ว +5

    Nafees vai BD er sob big company tader owner ar strategy nia 1 ta playlist koren. NOT A VIDEO , A PLAYLIST.

  • @mrjahidul74
    @mrjahidul74 ปีที่แล้ว +3

    বাংলাদেশের কিছু অসাধু ব্যাবসায়ী আছে যারা যারা খুব সহজেই বিকাশের মাধ্যমে চুরি করতে পারে।আর রকেটে এটা পারেনা।তাই রকেট এর এজেন্ট ও নিতে চায় না।

  • @REZHADES
    @REZHADES ปีที่แล้ว +2

    Rocket o game kheltese arek jaygay,gov based payment method gulo check kore dekhen,taholei idea paben

  • @MotivationDay212
    @MotivationDay212 ปีที่แล้ว +7

    রকেট পিছিয়ে পরার কারন,এই রকেটে ইঞ্জিন একটা ছিল😃😃আপডেট ভার্সন অর্থাৎ দ্বিতীয় ইঞ্জিনটা ছিল না।🙂

  • @adil_mahmud_
    @adil_mahmud_ ปีที่แล้ว +1

    Bhaiya, apnar kaache ekta request. Bangladesher stationery market, specially ball point kolomer market niye ekta vedio banan plz. Khub taratari lagbe plzz🙏🙏 amr request ta ektu rakhen plz.🙏

  • @mynulhossain1919
    @mynulhossain1919 ปีที่แล้ว +1

    Rocket, Bkash, Nagad সব ইউজ করি। সবচেয়ে Rokect বেস্ট।

  • @tanvirahmed3160
    @tanvirahmed3160 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও এই প্রথম দেখলাম। আমার কাছে মনে হলো শিক্ষামূলক কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আপনি অনেকটাই পিছিয়ে আছে। আপনার কথাগুলো এসব কন্টেন্টে যেখানে অনেক বেশি তথ্যমূলক হওয়া দরকার ছিল, সেখানে আড্ডামূলক হচ্ছিল। মূল পয়েন্ট বুঝতে অনেকটাই সময় লাগছিল। এক্ষেত্রে বিজনেস ইনসাইডার অনেকটাই এগিয়ে। আপনার জন্য শুভকামনা

    • @aminulislam1016
      @aminulislam1016 ปีที่แล้ว

      আড্ডার মধ্যেই যদি তথ্য জানিয়ে দিতে পারে তাহলে ক্ষতি কী!?

    • @Zapatos-fw9ew
      @Zapatos-fw9ew ปีที่แล้ว

      Sobar presentation same hobe na .etai savabik.
      Nahole content gulo sobar jodi ekoi rokom hoy.
      Tahole amrai booring hoye jabo.

  • @MdKhan-u2i1c
    @MdKhan-u2i1c ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম ভাই।
    ইনভেস্টার সম্পর্কে একটা ভিডিও দিলে ভালো হতো। কি ভাবে একজন ইনভেস্টার ইনভেস্ট করে।
    কি কি নিয়ম থাকে। কি ভাবে আমরাও ইনভেস্ট করতে পারি ছোট ব্যবসায়।

  • @Jahidul-Islam-Zoy
    @Jahidul-Islam-Zoy ปีที่แล้ว +7

    এক কথায়, সবার আগে যে জনপ্রিয়তা পেয়ে যায় তাকে আর থামানো যায় না। যেমন হারপিক, imo ইত্যাদি

    • @Fantasy_world0.0
      @Fantasy_world0.0 ปีที่แล้ว

      😂😂imo hahaha

    • @SihabPic
      @SihabPic 10 หลายเดือนก่อน +1

      মনের কথায় কইছেন ভাই 🎉

    • @SaymunAhammadHamim
      @SaymunAhammadHamim 10 หลายเดือนก่อน

      imo ami apne use korleo oneke kore

    • @rahimahmed000
      @rahimahmed000 8 หลายเดือนก่อน

      😂😂😂

  • @hkhasan1
    @hkhasan1 8 หลายเดือนก่อน

    Everyone should learn from you that "How to promote something without letting someone know"

  • @hayat-
    @hayat- ปีที่แล้ว +4

    2019 থেকে নগদ এর সাথে আছি, আমার কাছে সার্ভিস অনেক ভালো লাগসে। তাছাড়া নগদ এর UX অনেক ভালো

    • @MdSaboj-lf5hf
      @MdSaboj-lf5hf ปีที่แล้ว

      10 Tk send money 5tk charge 😅

    • @airdropbro69
      @airdropbro69 10 หลายเดือนก่อน

      নগদের UI/UX আমার কাছে প্রচুর বিরক্তিকর এর থেকে সদ্য মার্কেটে আসা উপায়ের UI/UX যথেষ্ট ভালো
      বিকাশ অনেক আগে থেকে এই সেক্টরে রয়েছে তাই তাদেরটা ভালো হবে স্বাভাবিক কিন্তু নগদেরও বছরখানেক হয়েছে এই আগের যুগের UI/UX পরিবর্তন করে নতুনভাবে ডিজাইন করা

  • @mdehsanur6675
    @mdehsanur6675 8 หลายเดือนก่อน

    Informative and Appreciatable

  • @mizanstalin
    @mizanstalin ปีที่แล้ว

    apnar 2cent podcast er theke ei type er single video gula beshi valo hoy.

  • @CapTrain_The_Boss
    @CapTrain_The_Boss ปีที่แล้ว +4

    বিরাট রিসার্চ করছেন ভাই🥴👍🏾
    থানকু ❣️

  • @abirabir2766
    @abirabir2766 ปีที่แล้ว +9

    রকেট এর এপ বিকাশ এর মতো এত আপডেট না

  • @MuhammadRaqiburRahman
    @MuhammadRaqiburRahman ปีที่แล้ว

    Oya alaikumussalaam oya rohmatollah...thanks...

  • @muhammadhabibullah4330
    @muhammadhabibullah4330 ปีที่แล้ว

    আপনার ভিডিওর ভাষা গুলো অনেক কঠিন।

  • @sheikhmohammadaleef6492
    @sheikhmohammadaleef6492 ปีที่แล้ว

    Assalamualaikum vaiya khanas ar marketing planing niha akta video chai ???

  • @AFRank-ck6xk
    @AFRank-ck6xk ปีที่แล้ว

    ভাই Paypal নিয়ে একটা ভিডিও বানান plz..🙏

  • @saikhulislam06
    @saikhulislam06 ปีที่แล้ว +1

    Ji vai aro chay erokom local case study

  • @mhmonirhossain3569
    @mhmonirhossain3569 ปีที่แล้ว +3

    ভাই, এখানে আপনার বোঝার ভুল আছে, ইচ্ছা ও আগ্রহ থাকলে রকেট বছর দুয়েকের মধ্যে বিকাশ ও নগদ কে ছাড়িয়ে যেতে পারবে। কিন্তু আফসোস, তাদের সেরকম কোনো উদ্যোগ ই নিচ্ছে না

  • @mdjabervi-xz9os
    @mdjabervi-xz9os 10 หลายเดือนก่อน +1

    ১৬/০১/২০২৪ এখন কি হবে (বিকাশ বয়কট) ব্রাক কম্পানি বয়কট।

  • @SaymunAhammadHamim
    @SaymunAhammadHamim ปีที่แล้ว

    Others MFS Transfer calu korle aro aro popular hoto aagei, jemon ekhon binimoy service calu korche

  • @dipankarsarkar7250
    @dipankarsarkar7250 ปีที่แล้ว

    বাংলাদেশে বাইকের মার্কেট শেয়ার নিয়ে একটা করতে পারেন।

  • @md.nabilrahman2426
    @md.nabilrahman2426 ปีที่แล้ว

    Thank you kabira bhai❤

  • @TravelWithRafiq1
    @TravelWithRafiq1 ปีที่แล้ว

    আরেকটা বিষয় হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান বা গ্রুপ অব কোম্পানি তাদের এমপ্লয়ি দের বেতন দেয় রকেটে এবং ডাচবাংলা ব্যাংক এ। আর স্যালারী এ্যাকাউন্ট থাকলে ক্যাশআউট ফ্রি।

  • @RakibMohaimin725
    @RakibMohaimin725 ปีที่แล้ว +1

    WE want to see much and more longer videos like 40m to an hour on this type of topic, how the industry is growing and more about how people are playing monopole in resent 5 to 8 years or anything that is happening in business world

  • @AlamZone7
    @AlamZone7 ปีที่แล้ว +1

    Bkash tk curi hoy Nogod er tk Atuo kash out hoy jay.... Ei rokom nojir onek ace But Rocket er ekta gotona dekan je khono ekar ek korte parce...so best Rocket

  • @MuhammadAshadulIslam
    @MuhammadAshadulIslam ปีที่แล้ว

    আসসালামুয়ালাইকুম। আশা করি ভালো আছেন বড় ভাই আপনার ভিডিও অনেক অনেক ভালো লাগে এবং আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখি। আমার ছোট্ট একটা রিকোয়েস্ট দয়া করে United Nations নিয়ে একটা ভিডিও বানান।

  • @mustafasajeeb852
    @mustafasajeeb852 ปีที่แล้ว

    ভাইয়া উপায় অ্যাপ নিয়ে একটা পর্ব করেন

  • @Chotoporda
    @Chotoporda ปีที่แล้ว

    প্রেজেন্টেশন ভালো লাগছে

  • @tanjim1448
    @tanjim1448 ปีที่แล้ว +1

    ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনার বিকাশ এবং রকেট এর দেখা উচিত। দিন শেষে রকেট এর ইনকাম বেশি। কারণ রকেট একটা বড় ইন্ডাস্ট্রিকে টার্গেট করেছে।

  • @farabiahmed7541
    @farabiahmed7541 ปีที่แล้ว

    DBBL er Nexus Banking niye ekta analysis dekhte chai. Nexus er potential and failure er reason.

  • @imranrdp
    @imranrdp ปีที่แล้ว +2

    Cellfin নিয়ে ভিডিও চাই

  • @E.M.KHAN1995
    @E.M.KHAN1995 10 หลายเดือนก่อน

    আমি রকেট ইউজ করি।বিকাশে একবার প্রতারকের খপ্পরে পড়ে বেশ কিছু টাকা হারিয়েছি।যদিও তারপর সাবধান হয়েছি।কিন্তু রকেটে কোন প্রতারক আজ পর্যন্ত ফোন দেয়নি।আমাদের T.K গ্রুপের হাজার হাজার শ্রমিকের বেতন রকেটের মাধ্যমে দেয়।কোটি কোটি টাকার লেনদেন হয় আমাদের কোম্পানি থেকেই।তারপর যেহেতু স্যালারি অ্যাকাউন্ট সেজন্য হাজারে ৯ টাকা কাটে।

  • @fahad.sharif
    @fahad.sharif ปีที่แล้ว +1

    Vai aro deeply describe korla vhalo hoi . Apni to always deeply describe koren aj ki holo

  • @salmansadi7850
    @salmansadi7850 ปีที่แล้ว

    Research ta bkash,nagad , rocket na hoye india pament service paytm, bharatpe, phonepe korle amra jante partam Indian ra mobile banking e ki service ditese r amra ki ditesi ...

  • @lifein007
    @lifein007 ปีที่แล้ว +6

    এক কথায় শাখা যার বেশি ইনকাম তার তত বেশি।

  • @munnaSalesmastery
    @munnaSalesmastery ปีที่แล้ว

    Courier niye case study den "stade fast"

  • @mishukx
    @mishukx ปีที่แล้ว

    দারুন লাগলো.... BRAVO

  • @benozirahmed21
    @benozirahmed21 9 หลายเดือนก่อน

    Rocket কোন MFS এর সাথে Compete করে না। তাদের Business strategy আলাদা। Still Rocket এর খরচ অন্য MFS থেকে বেশ কম ATM থেকে টাকা তুললে।

  • @1M420bd
    @1M420bd ปีที่แล้ว +5

    ফিলিস্তিনি নিয়ে ভিডিও চাই 🇵🇸

  • @JAYAD_HASAN
    @JAYAD_HASAN 10 หลายเดือนก่อน +1

    বয়কট বিকাশ এবং ব্রাক 🤬

  • @RakibulHasa
    @RakibulHasa ปีที่แล้ว

    Aro ai rokom video chai vai 🎉

  • @Emon2.0
    @Emon2.0 ปีที่แล้ว

    রকেট গ্রাহকের সুবিধা বিবেচনা করে না বললেই চলে। বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের বেতন বেশির ভাগ রকেটের মাধ্যমে দেওয়া হয়।আমি নারায়নগন্জে কাজ করি।এখানে আনু-মানিক কয়েক লাখ শ্রমিকের বেতন দেওয়া হয় মাসের ৭-১০ তারিখের মধ্যে কিন্তু সেখানে ATM বুথ আছে মাএ ৩-৪ টা। আর বেতনের দিন‌ লম্বা সিরিয়াল ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও টাকা উঠানো যায় না। পরে বাধ্য হয়ে বাইরের এজেন্ট থেকে হাজারে ৯.০০ টাকা খরচ করে টাকা উঠাতে হয়। যা আমাদের জন্য ভোগান্তিকর।
    অনেক বাজে অবস্থা

  • @সাম্প্রতিকবিশ্ব-জ৭ল

    রকেটের সাথে আছি ২০১৪ থেকে💙✊🙁

  • @fardinkabirtonay882
    @fardinkabirtonay882 ปีที่แล้ว +1

    Akta Business shuru korsilam profit er ordhek bkash Nia gese.

  • @Tech_Rakib
    @Tech_Rakib ปีที่แล้ว +1

    Need this type video more....🎉❤

  • @mdmintu8347
    @mdmintu8347 ปีที่แล้ว

    ভাই" বাংলাদেশে পঁচা সাবানের ব্যাপারে যদি কিছু বলতেন...

  • @fahimislam8474
    @fahimislam8474 ปีที่แล้ว

    e taka কিভাবে কাজ করবে??
    Video দিয়েন
    তখন কি paypal আসবে??

  • @Memoreble_story
    @Memoreble_story ปีที่แล้ว

    Ji Vai r o chai

  • @tushar2474
    @tushar2474 ปีที่แล้ว

    Rocket er service list er sobar theke best. With most secured mobile banking system.

  • @user-vo7sv5np5f
    @user-vo7sv5np5f 9 หลายเดือนก่อน

    Can you do a video on these for probashi bangladeshi

  • @jihadrahman6208
    @jihadrahman6208 ปีที่แล้ว

    Wonderful video , good quality, good content & love you Nafees Salim Vaiya ❤️❤️❤️

  • @niloydatta10
    @niloydatta10 9 หลายเดือนก่อน

    bhaiya ,I want to learn how to do a case study

  • @milmsjb
    @milmsjb ปีที่แล้ว

    bhai sami bac k korbe kobe

  • @mdtomalb-1056
    @mdtomalb-1056 ปีที่แล้ว

    vai clothing brand nie ekta video chai

  • @siju73
    @siju73 ปีที่แล้ว

    অনেক কোম্পানি রকেট বেতন দেয়। বিকাশে না।বেতন সম্পুর্ণ টাকা উঠে বিনামূল্যে।

  • @msdipu8695
    @msdipu8695 ปีที่แล้ว

    bharatpe app ki asbe Bangladesh e?
    🪛🐥

  • @hmseamhussain5685
    @hmseamhussain5685 10 หลายเดือนก่อน

    #Boycottbrack
    #boycottbkash

  • @mdjahidhasan290
    @mdjahidhasan290 10 หลายเดือนก่อน

    আমি বিকাশের থেকে DBBL কেই এগিয়ে রাখবো।❤❤

  • @shahin36thjul24
    @shahin36thjul24 ปีที่แล้ว +13

    mfs to mfs Transfer অনেক আগে থেকেই থাকলে সব mfs ভালো পজিশনে থাকতো

  • @elhansaad...
    @elhansaad... ปีที่แล้ว

    Khub beshi beshi dekhte cai. Vaiya god father strategy niye video t ar banalen na

  • @sajeebkhan1722
    @sajeebkhan1722 ปีที่แล้ว +2

    Rocket is best and safety

  • @MStudio-fb2qp
    @MStudio-fb2qp ปีที่แล้ว

    উপায় নিয়ে ভিডিও চাই এটা ভবিষ্যতে মার্কেট ডমিনেট করতে পারবে নাকি রকেট এর মতো ব্যাকডেটেড হয়ে যাবে

  • @aminulislam1016
    @aminulislam1016 ปีที่แล้ว +1

    Rocket is for smart people 😎

  • @mdmahafuz9730
    @mdmahafuz9730 ปีที่แล้ว

    ভাই trusted wallet এবং my wallet কি এক

  • @Shohan.Shishir
    @Shohan.Shishir ปีที่แล้ว +1

    ক্যাশ আউট খরচ ৫ টাকা করে দিক, ১ মাসেই টপে

  • @mdjashim7631
    @mdjashim7631 ปีที่แล้ว +1

    আমার কাছে নিরাপদ বিকাশ,রকেট এবং সেলফিন।

  • @hridoyislam7034
    @hridoyislam7034 ปีที่แล้ว

    আমার বিকাশ ঠেকাই কে?
    বিকাশই শেরা❤

  • @mdjahidhasan290
    @mdjahidhasan290 10 หลายเดือนก่อน

    DBBL এ এটিএম থেকে টাকা তুলতে কোন টাকা কাটেনা, আমার কাছে অনেক ভালো লাগে DBBL. যদি DBBL তাদের এজেন্ট দোকান গুলো বাড়িয়ে দেয় আরও তাহলে বিকাশ এর দিন শেষ হয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ আমাদের বাজারে DBBL এর এজেন্ট দোকান আছে। আর ঢাকা তে তো অভাব নাই। তাই আমার অনেক ভালো লাগে DBBL.

  • @MuhammadAshadulIslam
    @MuhammadAshadulIslam ปีที่แล้ว

    United nations কিভাবে হয়েছে। কিভাবে তা পরিচালনা করা হয়

  • @naeemsarker1590
    @naeemsarker1590 ปีที่แล้ว

    টেলিটকে বসুন্ধরা গ্রুপের ইনভেস্টমেন্ট করা নিয়ে একটা কথা উঠেছিলো,এটা নিয়ে ভিডিও চাই ভাই

  • @rafiulpavel4029
    @rafiulpavel4029 ปีที่แล้ว

    বাংলাদেশ থেকে কোনো পণ্যের পেটেন্ট করবো কিভাবে? যদি বলেন খুব উপকার হয়

  • @alshahoriar.hossain
    @alshahoriar.hossain ปีที่แล้ว

    নাফিজ ভাই আপনি রকেট এর মার্কেট শেয়ার এর একটা নিশ পার্ট আছে যেটা আপনি বলেন নাই, রকেট গভর্নমেন্ট এর অনেক চার্জ নেওয়ার দায়িত্ব নিয়েছে, তার থেকেও বড় কথা ঢাকার অনেক স্কুল-কলেজ এর বেতন নেওয়ার জন্য রকেট ব্যাবহার করতে অনেকটা বাধ্য, আমার তো মনে হয় মানুষ এর এই একটা negative feeling ও কাজ করে, যে তাদের কে কিছু ব্যাবহার করতে বাধ্য করছে।

  • @MahirHasnat-pi8ef
    @MahirHasnat-pi8ef ปีที่แล้ว

    ভাই আমি আপনার একজন রেগুলার ভিউয়ার। আপনি যদি BlackRock কোম্পানি সম্পর্কে একটু গভীর ধারণা দেন তাহলে অনেক কিছু জানতে পারবো। রিকোয়েস্ট রইলো।

  • @atefazizenan3684
    @atefazizenan3684 ปีที่แล้ว

    Yes want more videos

  • @Yamin-m131
    @Yamin-m131 9 หลายเดือนก่อน

    ভাই কোন একাউন্ট ভালো হবে?

  • @SakilKhan-ct3bd
    @SakilKhan-ct3bd ปีที่แล้ว

    I love you Bangladesh ❤

  • @ahshariar4174
    @ahshariar4174 ปีที่แล้ว

    Vai ke bolse rocket pichiye porse. I personally recommend rocket.

  • @mehrajhossain2813
    @mehrajhossain2813 ปีที่แล้ว

    অনলাইন ট্রাভেল এজেন্সি(OTA) নিয়ে ভিডিও চাই।

  • @Tanvirhasan-kj8wp
    @Tanvirhasan-kj8wp ปีที่แล้ว

    রকেটে তো সব স্যালারি একাউন্ট টাকার পরিমান হিসাব করলে ওরা মাসের শুরুতেই যেই পরিমান লেনদেন করে সেটা😯😯😯

  • @GufranMohammadSami-hk9fv
    @GufranMohammadSami-hk9fv ปีที่แล้ว

    vai rokomari niya video chai

  • @homeworkvlogd
    @homeworkvlogd ปีที่แล้ว

    Rocet harabe na. Rr tader 1000 koti tkr business ache small business korar somoy koy

  • @akram.hossen957
    @akram.hossen957 11 หลายเดือนก่อน

    Nafees Bhai 2026 money transfer in Bangladesh
    app will appear. Make a video about it called Batman Pay.💙🙂

  • @nurislamsojib4683
    @nurislamsojib4683 ปีที่แล้ว

    ভাই, নগদ/বিকাশে যে ই-মানি সেটা কি পণ্য হিসেবে ধরা যাবে? আর যদি না হয় কেনো সেটা জানাইলে ভালো হত