Choncholo Mon (চঞ্চল মন) | Paban Das Baul (পবন দাস বাউল) | Dhaka International FolkFest 2015

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @dr.rahulmondal7451
    @dr.rahulmondal7451 2 ปีที่แล้ว +324

    একদিন প্রচুর নেশা করে তোমার এই গান শুনতে চাই। মনের উপর চাপাতে চাইনা আর কৃত্রিম পাথর। সেইদিন মনটা হাতে নিয়ে বেরিয়ে পড়বো নিরূদ্দেশে। কখনো হিমালয়ে কখনো আল্পসে ধাক্কা খাবো। আন্দামান এর কাছে ডুব মারবো আর আটলান্টিক কে গিয়ে ঠেলে উঠবো। জীবনের প্রথম স্বার্থপর প্রেমিকার ধারালো দাঁত দিয়ে হৃদয় কেটে দেখবো, অচিন পাখির বাসা কোথায়।

  • @nabilanabil2127
    @nabilanabil2127 2 ปีที่แล้ว +24

    আহা!কি শ্রুতিমধুর!
    আর আজকালকের পোলাপাইনগুলা কি যে ফাউল গান গায়!আর আজকালকের পোলাপাইনগুলা শুনে ও সেগুলা!
    রুচিবোধ কই নামসে আজ!

  • @musicloverspoint9928
    @musicloverspoint9928 3 ปีที่แล้ว +92

    বাংলাদেশের বর্তমান ইতিহাসে (বাংলাদেশ) তথা,ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট,একটি দারুন অনুষ্ঠান এশিয়া অঞ্চলে। আর সেখানে পবন দাস বউল মহাশয় গেয়েছেনও নিজেকে উজার করে।ধন্যবাদ আপনাকে এবং অন্যান্য অংশগ্রহনকারী শিল্পী সত্ত্বাদের।

    • @nandanmojumder
      @nandanmojumder 2 ปีที่แล้ว +4

      তবে বর্তমানে এই সুন্দর আয়োজন আর হচ্ছে না। দুঃখের বিষয়।

    • @musicloverspoint9928
      @musicloverspoint9928 2 ปีที่แล้ว +3

      @@nandanmojumder এটা সত্যিই বাঙ্গালী জাতীর জন্য দুঃখজনক।

    • @mdshien8083
      @mdshien8083 ปีที่แล้ว

      @@nandanmojumder. 🐆

    • @Taahmim
      @Taahmim ปีที่แล้ว

      পৃথিবীর একমাত্র ফোক ফেস্ট, পুরো পৃথিবী থেকে পারফর্মার আসতেন।
      কিন্তু ম্যাসিভ ইনভেস্ট এর এই ফেস্টিভ্যাল কতদিন আর একা চালাবে স্কয়ার গ্রুপ? শুধুমাত্র সিকিউরিটির বিষয় দেখে সেনাবাহিনী। বাকি টাকাটা সরকার দিলেই পারতো

  • @sawonhasnat7577
    @sawonhasnat7577 11 หลายเดือนก่อน +27

    যারা চান্দের দেশে যায় তারাই বুঝবে এই গানের মর্ম।
    আর এই গানটা যারা শোনে আমার মনে হয় সেই ব্যক্তি বর্গ দের সাথে বন্ধুত্ব করি❤

    • @spsarkarakash
      @spsarkarakash 8 หลายเดือนก่อน

      চলেন🥰

    • @humayunkabir86
      @humayunkabir86 6 หลายเดือนก่อน +1

      ওয়েলকাম

    • @adityaghosh-oc3ld
      @adityaghosh-oc3ld 5 หลายเดือนก่อน

      হা, খুব ভাল

    • @pantaenglish
      @pantaenglish 4 หลายเดือนก่อน

      দাদা,
      চলো একদিন গুরে আসি চান্দের দেশ থেকে,

    • @sawonhasnat7577
      @sawonhasnat7577 4 หลายเดือนก่อน +1

      @@pantaenglish চলো দাদু😊

  • @এপিটাফ_এর_লেখা
    @এপিটাফ_এর_লেখা ปีที่แล้ว +16

    It was late winter night of 2016 & I was there at Dhaka Army Stadium.. গুরু পবন দাস বাউল আর অর্ণবের এই কোলাবোরেশানটা আমার লাইফের অন্যতম সেরা মিউজিক্যাল এক্সপেরিয়েন্স.. দোতারা আর খঞ্জনীর সাথে এক্যুস্টিকের সুরে সেদিন রাতে এক অদ্ভূত মায়াজালের সৃষ্টি হয়েছিল!

  • @জাদু__৩৩
    @জাদু__৩৩ 2 ปีที่แล้ว +51

    সাউন্ড মারাত্তক। অরিজিনাল থেকে এই লাইভ ভার্সনটা ই সুন্দর, আর এইটার এরেঞ্জমেন্ট করছে অর্ণব। গিটার+দোতারা+ঢোল অসাধারণ 🙏

    • @jamiulislam5089
      @jamiulislam5089 2 ปีที่แล้ว +1

      অরিজিনাল টায় পশ্চিমা ফিউসন আছে। স্যাম মাইলস এর করা। দুটো ই ভালো লাগে।

  • @shubhomaydas1946
    @shubhomaydas1946 4 ปีที่แล้ว +79

    বিশ্বের অন্যতম বাউল গায়কদের মধ্যে ইনি একজন

  • @Taahmim
    @Taahmim ปีที่แล้ว +13

    আধুনিক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র মিলে একদম প্রশান্তির সুর উঠেছে।
    যারা লাইভে ছিল তারা কতনা ভাগ্যবান আহা।
    স্বয়ং অর্নবের চোখে মুখে মুগ্ধতা ফুটে উটেছে।

    • @sarkarssrg2947
      @sarkarssrg2947 10 หลายเดือนก่อน

      সত্যিই!

    • @md.jahidulhassanalomgir7537
      @md.jahidulhassanalomgir7537 8 หลายเดือนก่อน +1

      আমিও ছিলাম ফেস্টিভ্যাল এ...❤

  • @ibrahim1hridoy
    @ibrahim1hridoy ปีที่แล้ว +25

    তুমি বায়না করেছিলে ভালোবাসতেই হবে, আমি ভালোবাসলাম!'সবকিছু উজাড় করে দেয়ার পর আমি যখন বায়না করলাম থেকে যাও ঠিক তখনই তুমি আকাশের মতো রং বদলালে, তুমি থাকলে না!'🖤🌸

    • @RAZMUKUL
      @RAZMUKUL ปีที่แล้ว +2

      amazing

  • @Moniruzzaman.
    @Moniruzzaman. 11 หลายเดือนก่อน +3

    আজকে প্রচুর নেশা করেছি, তোমার এ গানটা শুনেছি, গানটা শুনে মনে হয়েছে, নিজেকে প্রচুর ভালোবাসতে হবে, আমি শুধুই আমার , আমি যতই বিদেশি মানুষের সাথে মিশে থাকবো, তারা কেউ আমার বিপদের দিন থাকবে না। শুধু আনন্দের দিন থাকবে।

  • @md.jahidulhassanalomgir7537
    @md.jahidulhassanalomgir7537 8 หลายเดือนก่อน +6

    এই ফেস্টিভ্যাল এ আমিও ছিলাম। সরাসরি শোনার এবং দেখার সৌভাগ্য হয়েছিলো❤

  • @riyadahmed7990
    @riyadahmed7990 ปีที่แล้ว +3

    অপুর্ব চমৎকার অসাধারণ৷ দাদা নমস্কার৷ এই বানিতে আরও অনেক গুনি শিল্পী সুর দিয়েছেন কিন্তু আপনার কথা ও সুরের সাথে যেনো কারো সুর মিলেনা৷ অপুর্ব চমৎকার অসাধারণ যেমন আত্মার সাথে আত্মা মিশে গেছে ঐ মদিনায়৷

  • @rhrobin2075
    @rhrobin2075 ปีที่แล้ว +4

    একদিন ২৪ স্কোর নিয়ে সোহাগ ভাইয়ের পুকুর পাড়ে বসেছিলাম।
    রাত ২টায় তখন আমরা সবাই জিমাইতেছি তখন আমার কলেজ টিচার নূর স্যার হুট কইরা এই গানটা ছাড়লো সেই তখন থেকেই যখন পট করি বা মন অনেক খারপ থাকে অথবা মধ্যে রাতে একা থাকি তখন গানটা শুনা হয়।
    গানটায় কেমন যেনো একটা ফিল পাই যা বিশ্লেষণ করতে পারবো না কখনো❤

  • @sobujahmednur2577
    @sobujahmednur2577 2 ปีที่แล้ว +6

    আহঃ কি শ্রুতিমধুর। পবন দাস বাউল স্পেশিয়ালি অর্নব দা অসাধারন। 🌻

  • @AbdullahAlMamun-rw4qk
    @AbdullahAlMamun-rw4qk ปีที่แล้ว +8

    এক দিন লাল পানি আর শুকনা খেতে খেতে গানটা শুনতে,, কষ্ট গুলা গুলা বাতাসে উরায়া দিতে চায় ওই মেঘ কালো আকাশে

  • @mahbubrahman8311
    @mahbubrahman8311 ปีที่แล้ว +2

    পবন দাস বাউলের এই পারফর্মেন্স লাইভ দেখেছিলাম। গানটা শুনলেই সেই সুখ- স্মৃতি মনে পরে যায়।
    আহা! মুগ্ধতা ছিল গানটায় ।❤

  • @emdadulislam8537
    @emdadulislam8537 ปีที่แล้ว +5

    গানের রিদ্যম এত কুল কিভাবে হয়! স্যালুট
    দ্যা গ্রেড বাউল পবন দাস 🫡🫡

  • @bijonbiswas1743
    @bijonbiswas1743 3 หลายเดือนก่อน +2

    মানুষ হারায়লে গানই আপন হয়।এ যেন অব্যক্ত অনুভব সুর হয়ে ঝরছে 😊☺️

  • @Amirhamza-rawlife5791
    @Amirhamza-rawlife5791 2 ปีที่แล้ว +17

    অমরত্ব লাভ করা কিছু গানের মধ্যে একটি ..🖤🍁

  • @humayunkabir86
    @humayunkabir86 2 หลายเดือนก่อน +3

    ভালবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভাল। বিয়ে হলে মানুষটা থাকে ভালবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়ত বা ভালবাসাটা থাকে,শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালবাসা এই দুয়ের মধ্যে ভালবাসাই হয়ত বেশি প্রিয়।❤

  • @bishwajitdebnath7890
    @bishwajitdebnath7890 3 ปีที่แล้ว +57

    চঞ্চল মন আমার শুনে না কথা ।।
    চঞ্চল মন আমার শুনে না কথা ।।
    ঘুরিয়া বেড়ায় ঐ আকাশেরই গায়,
    বিদেশীর সনে দিন কা্টাই বৃথা ।।
    শুন ওরে মন তোমারে বলি
    আনন্দ কহরে কালি কালি ।
    তোমারই স্বপন ভাঙিবে তখন
    বুঝিবে তখন তুমি চঞ্চতা ।
    বাধন ছাধন দিয়ে রাখা নাহি যায়
    মন তুমি হও স্থির ধরী তব পাই ।।
    তোমারও মন্দির ভিতর বাহির ।।
    চঞ্চল করিলে ভাবা দাঁড়াবে কোথা ।।
    চঞ্চল মন আমার শুনে না কথা ।।
    চঞ্চল মন আমার শুনে না কথা ।
    Writer(s): SAM MILLS, PABAN DAS BAUL, PAGLA BHABA

    • @kowtuksamadder4047
      @kowtuksamadder4047 ปีที่แล้ว

      🧡🧡

    • @sohagali1555
      @sohagali1555 ปีที่แล้ว

      দত্রংতু❤ত

    • @Lalonmia-d7s
      @Lalonmia-d7s 11 หลายเดือนก่อน

    • @VondoPagol
      @VondoPagol 6 หลายเดือนก่อน

      Mr... Pondit mosai...
      Tomaro moner
      Vitoro bahir..
      Not
      Modndir😏😏😏😏😏

  • @saddahmed7899
    @saddahmed7899 ปีที่แล้ว +12

    আধুনিক যতই প্রজন্ম আসুক এই গান তারা হারিয়ে যেতে দেবে নাহ!

  • @mdimranhossin-k2i
    @mdimranhossin-k2i ปีที่แล้ว +2

    কি লিখব জানি না অসাধারণ একটি গান এই গানটা হাজার বছর মানুষের হৃদয় জুড়ে থাকবে

  • @mmteach-bd
    @mmteach-bd 6 หลายเดือนก่อน

    তোমাকে কাছে পেলে হয়তো এরকম গান শোনা হতো না প্রিয়। আজ তোমাকে খুবই মনে পড়ার কারণে আবারও গানটা শুনলাম। ভালো থেকো প্রিয়।

  • @sajalchakraborti6620
    @sajalchakraborti6620 2 ปีที่แล้ว +6

    যতই শুনছি ততই মধুর লাগতেছে❤️🥀
    শোন ওরে মন তোমারে বলি🍁🍁

  • @shaheenalam3838
    @shaheenalam3838 ปีที่แล้ว +6

    এ গান অনেকেই গেয়েছে কিন্তু কেউ উনার মতো গাইতে পারে নাই❤

  • @giasahmed671
    @giasahmed671 ปีที่แล้ว +1

    ওহ্...গুরু!নেশা লাগিয়ে দাও তুমি।কি গাও তুমি?তোমার গান ছেড়ে হেড ফোন লাগিয়ে চোখ বন্ধ করে কোথায় যেন হারিয়ে যাই।।বন্ধ হলে হতাশ হয়ে যাই!!এত ছোট কেন গান!!

  • @shahariarshoukhin3419
    @shahariarshoukhin3419 3 หลายเดือนก่อน

    2015 both of us was there ইলমা ❤!
    It's 2024... Still i can feel the vive, the excitement and romanticism!
    Stay blessed dear. 💜
    একদিন তুমি রিপ্লাই করবে। (HOPE)

  • @assahed2282
    @assahed2282 2 ปีที่แล้ว +24

    কখনো হারাবে না এই গান ❤️

  • @PS.Master-f9o
    @PS.Master-f9o ปีที่แล้ว +6

    ২০২৩ এ প্রথম শুনি। একটানা ৭ দিন শুনছি তারপরও শুনতে ইচ্ছে করে

  • @piashmd2752
    @piashmd2752 2 ปีที่แล้ว +9

    আহ কি মাধূর্যতা শিল্পীর চরনে সালাম জানাই। 🙏❤

  • @Brokenheart.617
    @Brokenheart.617 ปีที่แล้ว +1

    আহা ঝিম ঝিম মাথা গভীর রাতে গান শুনা আর অতীতে হারিয়ে যাওয়া অন্য রকম মজা 💖💖❤️❤️

  • @sasDkary
    @sasDkary ปีที่แล้ว

    Ena ke sonar por ami Metallica, Pink floyd, Bhumi .. sob bhulegechhi.. kothay jeno hariye gechhi. janmo sarthok monehocchhe. onek valobasa roilo sob performer r aaojok der jonno.💓💓🙏

  • @md.mominulislam9248
    @md.mominulislam9248 ปีที่แล้ว +1

    যখনই শুনি, একের অধিকবার শুনি। একবার শুনলে দ্বিতীয় বার শুনার জন্য ছটফট করি।

  • @nushratloreen6499
    @nushratloreen6499 4 ปีที่แล้ว +19

    পবন দাশ বাউল....
    ফুটপাত থেকে ফ্রান্স....অভিনন্দন!

    • @jamiulislam5089
      @jamiulislam5089 4 ปีที่แล้ว +1

      স্যাম মিলস এর সাহচর্যে এসেছিলেন।

    • @pityonawhim3418
      @pityonawhim3418 3 ปีที่แล้ว

      what have you meant ?

    • @joydeepbhowmik8068
      @joydeepbhowmik8068 2 ปีที่แล้ว +1

      France jaoa tai ki tar boro orjon? Gaan noi? Consumer herd mentality

    • @hemontakumar315
      @hemontakumar315 2 ปีที่แล้ว

      উনি এখন মন খুলে গায়,,,,,,,,,,❤️

  • @sahariyarshajib2951
    @sahariyarshajib2951 6 หลายเดือนก่อน

    ইনোস্টোমেন্ট এবং সাউন্ড কোয়ালিটি সব মিলিয়ে অস্থির আর প্রবন দাস উজাড় করে গায়ছিলেন

  • @mamunahmedsohell
    @mamunahmedsohell ปีที่แล้ว +8

    ২০২৩ এ এসেও যারা শুনতেছেন তাদের রুচির প্রতি সম্মান জানাই 💖

  • @rahidnishan1833
    @rahidnishan1833 4 ปีที่แล้ว +59

    If you're listening to this song .., I salute you my friend..You're a true Legend among the crowd

  • @mdafzalhossain2122
    @mdafzalhossain2122 ปีที่แล้ว +2

    মাটিতে থেকে গুরু তোমার গান শুনে হবে না,, আকাশে উড়ার জিনিস খেয়ে তোমার গান শুনে নিজের দু:খ গুলোকে উড়াতে চাই গুরু,,,,

    • @RAZMUKUL
      @RAZMUKUL ปีที่แล้ว

      sohomot

  • @kadirpatowary598
    @kadirpatowary598 2 ปีที่แล้ว +3

    অসাধারণ। সারাদিন ভালো করে দেওয়ার মতো।

  • @prakashsarkar3315
    @prakashsarkar3315 11 หลายเดือนก่อน

    अगर तुम मुझे मिल जाते तो मैं ये खूबसूरत गाना नहीं सुनता, मैंने एक याद छोड़ी है... सदियों से, जब भी लोग इस गाने को सुनने आते हैं, अगर लाइक देता है और मेरे पास नोटिफिकेशन आता है, और मैं इसे सुनूंगा गाना फिर से सुनो, तुम्हारे बारे में सोचते हुए,❤

  • @piashmd2752
    @piashmd2752 2 ปีที่แล้ว +10

    আহ কি দারুণ গেয়েছেন ❤❤

  • @Anything.7488
    @Anything.7488 ปีที่แล้ว

    2020 te first Shona r ekhono shune choleci.. Paban Das Baul is an authentic singer❤❤❤

  • @khanrony6695
    @khanrony6695 ปีที่แล้ว +3

    আসলেই মন কথা শোনে না।বেহায়া মন টা বার বার কেন জানি ঘুরে ফিরে মস্তিষ্কে তারে নিয়ে আসে।

  • @dipankarbala1419
    @dipankarbala1419 2 ปีที่แล้ว +5

    চঞ্চল মন আমার শোনে না কথা
    চঞ্চল মন আমার শোনে না কথা
    চঞ্চল মন আমার শোনে না কথা
    চঞ্চল মন আমার শোনে না কথা
    ঘুরিয়া বেড়ায় ওই আকাশেরই গাঁয়
    বিদেশীর সনে দিন কাটায় বৃথা
    ঘুরিয়া বেড়ায় ওই আকাশেরই গাঁয়
    বিদেশীর সনে দিন কাটায় বৃথা
    চঞ্চল মন আমার শোনে না কথা
    চঞ্চল মন আমার শোনে না কথা
    শোনো ওরে মন, তোমারে বলি
    আনন্দে কহ রে কালী কালী
    শোনো ওরে মন, তোমারে বলি
    আনন্দে কহ রে কালী কালী
    তোমার স্বপন ভাঙিবে তখন
    তোমার স্বপন ভাঙিবে তখন
    বুঝিবে তখন তুমি চঞ্চলতা
    চঞ্চল মন আমার শোনে না কথা
    চঞ্চল মন আমার শোনে না কথা
    চঞ্চল মন আমার শোনে না কথা
    বাঁধন-ছাদন দিয়ে রাখা নাহি যায়
    মন তুমি হও স্থির, ধরি তব পায়
    বাঁধন-ছাদন দিয়ে রাখা নাহি যায়
    মন তুমি হও স্থির, ধরি তব পায়
    তোমারই মন্দির ভিতর-বাহির
    তোমারই মন্দির ভিতর-বাহির
    চঞ্চল করিলে ভবা দাঁড়াবে কোথা
    চঞ্চল করিলে ভবা দাঁড়াবে কোথা
    চঞ্চল মন আমার শোনে না কথা
    চঞ্চল মন আমার শোনে না কথা
    ঘুরিয়া বেড়ায় ওই আকাশেরই গাঁয়
    ঘুরিয়া বেড়ায় ওই আকাশেরই গাঁয়
    বিদেশীর সনে দিন কাটায় বৃথা
    চঞ্চল মন আমার শোনে না কথা
    চঞ্চল মন আমার শোনে না কথা
    চঞ্চল মন আমার শোনে না কথা
    শোনো ওরে মন, তোমারে বলি
    আনন্দে কহ রে কালী কালী
    শোনো ওরে মন, তোমারে বলি
    আনন্দে কহ রে কালী কালী
    তোমার স্বপন ভাঙিবে তখন
    তোমার স্বপন ভাঙিবে তখন
    বুঝিবে তখন তুমি চঞ্চলতা
    বুঝিবে তখন তুমি চঞ্চলতা
    মন আমার শোনে না কথা
    চঞ্চল মন আমার শোনে না কথা
    চঞ্চল মন আমার শোনে না কথা
    চঞ্চল মন আমার শোনে না কথা
    চঞ্চল মন আমার শোনে না কথা

  • @ajoyroy5211
    @ajoyroy5211 2 ปีที่แล้ว +7

    অবিরাম ভালোবাসা দাদু ❤️❤️

  • @porag397
    @porag397 ปีที่แล้ว +1

    কতোবার শুনেছি আমি নিজেও জানিনা, অগণিত 😍

  • @aslamhabib1000
    @aslamhabib1000 3 หลายเดือนก่อน +1

    কমেন্ট টা রেখে গেলাম যুগ যুগ পর আবারও আসবো🙂❤️

  • @তনময়আহমেদ-ছ৩ধ
    @তনময়আহমেদ-ছ৩ধ ปีที่แล้ว +4

    জয় ভবা। ভবা পাগলার জয় হোক। 🙏🙏

  • @RayhanKhan-qt8lr
    @RayhanKhan-qt8lr 10 หลายเดือนก่อน

    লিরিক্স গুলোকে কেনো জানি ভালোবেসে ফেলেছি....❤🤗

  • @ahasanhabib8275
    @ahasanhabib8275 ปีที่แล้ว +1

    দাদার এই অসাধারণ লাইভ কনসার্টে আমিও ছিলাম এক মুগ্ধ শ্রোতা ❤🤟

  • @hossianbothtiar6853
    @hossianbothtiar6853 3 ปีที่แล้ว +7

    উনি অনেক বড়ো একটা শিল্পী
    আমার ভালো লাগে তার গান
    ♥️🇧🇩

  • @shamimkaptai6184
    @shamimkaptai6184 3 ปีที่แล้ว +4

    গুরু তোমায় কত দেখেছি ফ্যান্টাসিতে।।

  • @sumanhazra59
    @sumanhazra59 2 ปีที่แล้ว +6

    গানটি শুনে প্রাণ জুড়িয়ে গেল।

  • @redyellow143
    @redyellow143 ปีที่แล้ว

    ২০০৪ সাল আমি নবম শ্রেনীর ছাত্র, প্রথম এই গানের সাথে পরিচয় ❤️ তখন থেকে প্রবন দাস ভক্ত হয়ে গেলাম❤️

  • @sazzadrahman979
    @sazzadrahman979 7 หลายเดือนก่อน +1

    প্রচুর শুনি তবুও বারবার শুনতে ইচ্ছে করে।

  • @mdmaruf2665
    @mdmaruf2665 2 ปีที่แล้ว +2

    গানটার মাজে অন্য রকম একটা মায়া আছে

  • @alvebd-ni3fz
    @alvebd-ni3fz 2 หลายเดือนก่อน

    তোমারে পেয়ে গেলে এত সুন্দর গান শোনা হয়তনা মিমি।
    জানিনা তুমি কোনসে দূর অজানায়!!!

  • @parvezmosharaf3782
    @parvezmosharaf3782 4 ปีที่แล้ว +9

    অসাধারণ ভাবের একটি গান 🌸

  • @rahatafnan6298
    @rahatafnan6298 3 ปีที่แล้ว +7

    pobon dash baul, his profecy...along with raw psycadelic tone and tune... Aha!! Sadhu, Sadhu

  • @munnanath4166
    @munnanath4166 2 ปีที่แล้ว +4

    আহ পবন দা❤️❤️আপনি মানেই ঘোর লাগা মাদকতা❤️❤️

  • @sahab234
    @sahab234 8 วันที่ผ่านมา

    প্রচুর নেশা করেও তোমায় খুঁজে বেড়াই, চঞ্চল ও মন আমার শুনে না কথা😢

  • @abirhossain3243
    @abirhossain3243 2 ปีที่แล้ว

    Akhon joto baul ase tader modhe now he is the king of bengali song

  • @RiazHasanKutti
    @RiazHasanKutti ปีที่แล้ว +2

    ❤❤❤ অসাধারণ ❤❤❤

  • @MDNazmulHosain-n7b
    @MDNazmulHosain-n7b 8 หลายเดือนก่อน

    আজ অনেকদিন পর এসে আবার গানটি শুনলাম😮😮😮

  • @alponakhatun3949
    @alponakhatun3949 ปีที่แล้ว +1

    লাল পানি সাথে আর ধোঁয়ায় উড়ায়ে দিলাম তোমার ভালোবাসা😎😎😎

  • @SanzitRay-fc9jd
    @SanzitRay-fc9jd ปีที่แล้ว +3

    গানটা শুনে আমার ওই দিন গুলির কথা মনে হলো😢😢

  • @vibrioshuvro3959
    @vibrioshuvro3959 ปีที่แล้ว

    এজন্যই কোক স্টুডিও বাংলা অর্নবের।🎉

  • @MasumVlogEntertainment-bf3zm
    @MasumVlogEntertainment-bf3zm 6 หลายเดือนก่อน +1

    জয় ভবা 🙏🙏🙏

  • @mdjakir-n7l
    @mdjakir-n7l 3 หลายเดือนก่อน

    Apnar kichu gaan amay nesha dhoriye dey... ❤❤

  • @joybiswas3116
    @joybiswas3116 ปีที่แล้ว

    Uff Onno akta level 🥰

  • @itzsayed1883
    @itzsayed1883 2 ปีที่แล้ว +1

    Mon chuye jaya akta gan😍🍁

  • @SARKAR-ROMAN
    @SARKAR-ROMAN 7 หลายเดือนก่อน

    আহা!কি শ্রুতিমধুর.......

  • @hmabadulhoqueshishir6748
    @hmabadulhoqueshishir6748 ปีที่แล้ว

    গানটা শুনে ফিরে যেতে মন চায় সেই সব দিনে।

  • @sayedahmad772
    @sayedahmad772 6 หลายเดือนก่อน +1

    কত কিছু লিখতে ইচ্ছা করে। লিখি। আবার মুছে ফেলি।
    ফের লিখি আবার মুছি।
    বলতে ইচ্ছে হয় কিন্তু বলা হয় না।
    মনে হয় - কি দরকার?!

  • @mdprinchossen108
    @mdprinchossen108 2 ปีที่แล้ว +1

    গানটা জতো বার শুনি মন চাই আরো শুনি
    গানটি কেনো এতো ভালো জানিনা

  • @mobassiralnafi9843
    @mobassiralnafi9843 ปีที่แล้ว

    ভাই যারা এইসব গান শুনে নাই তারা মনে হয় জীবন থেকে অনেক কিছু পায় নি

  • @shahimtiaztopu5298
    @shahimtiaztopu5298 2 หลายเดือนก่อน

    বিক্রম,অনিক ভাই,ইমরান,মহিউদ্দিন, তমাল,রাব্বি আমি, সবগুলা ব্রিজ এ বসে গান টা শুনতাম আর কি ভবঘুরে 😐

  • @Shimul012
    @Shimul012 4 ปีที่แล้ว +5

    Just wowwww 😍

  • @Mrraju-os8sp
    @Mrraju-os8sp ปีที่แล้ว

    দাদার কন্ঠে লাইভে গানটা সুনেছিলাম🎧🎶🌸

  • @MRX-xk9en
    @MRX-xk9en 8 หลายเดือนก่อน

    যোগ(+), বিয়োগ (--)ও গুন(×) করে লাভ কী(?)। যদি ভাগ(÷) করেই ভালো থাকা যাই!💯💯

  • @ArnabDutta-n3y
    @ArnabDutta-n3y 5 หลายเดือนก่อน

    সত্যি শোনে না কথা!!!!

  • @robinahmed8669
    @robinahmed8669 2 ปีที่แล้ว +4

    Legend respect everyone ❤️

  • @shakilahamed1234
    @shakilahamed1234 3 หลายเดือนก่อน +1

    Masterpiece

  • @coverbd6537
    @coverbd6537 2 ปีที่แล้ว +1

    একটা গান এত সুন্দর হয় কেমনে!

  • @MominulIslam-v1u
    @MominulIslam-v1u ปีที่แล้ว

    একদিন সব শেষ হয়ে যাবে কিন্তু মনের দুরন্তপনার শেষ হবেনা

  • @md.jahidulhaque6537
    @md.jahidulhaque6537 4 ปีที่แล้ว +6

    Thanks for the voice.

  • @mosrequlalammichael4649
    @mosrequlalammichael4649 ปีที่แล้ว

    গানটা যখন নিরিবিলি শোনা হয়
    তখন গানটার একদম ভেতরে ডুবে যাই

  • @muhammadtt6654
    @muhammadtt6654 5 หลายเดือนก่อน

    2006 তে প্রথম সুনি.... আর এখন এর মর্ম বুঝতে পারিনি....

  • @sha.shooooohhhh_
    @sha.shooooohhhh_ 4 ปีที่แล้ว +5

    অসাধারণ!

  • @kamalbadyakar2761
    @kamalbadyakar2761 4 ปีที่แล้ว +6

    Oh...guru,choncholo Mon amar sone na kotha..

  • @moazzembhuiyan4926
    @moazzembhuiyan4926 ปีที่แล้ว +4

    2024 সালেও শুনছি

  • @kalchokra
    @kalchokra หลายเดือนก่อน

    শোন ওরে মন তোমারে বলি😢😢😢

  • @tamadas2417
    @tamadas2417 2 ปีที่แล้ว +4

    ভালো লাগার একটা গান❤
    ২২/২/২২

  • @Shila-b9t
    @Shila-b9t หลายเดือนก่อน

    ❤❤❤ জয়গুরু জয়গুরু

  • @wildcard4698
    @wildcard4698 3 ปีที่แล้ว +2

    thanks arnob❣️

  • @MRINALMOHAGAN
    @MRINALMOHAGAN ปีที่แล้ว

    মাঝে মধ্যেই হারিয়ে যাই এই গানের সাথে

  • @Saidur-gs5qm
    @Saidur-gs5qm 8 หลายเดือนก่อน

    প্রতি দিন শুনি অনেক ভালো লাগে।

  • @sharminvlog8
    @sharminvlog8 3 ปีที่แล้ว +3

    সবচেয়ে বেশিবার শুনা বাউল গান।

  • @AdvocateSumonDebOfficial
    @AdvocateSumonDebOfficial 3 ปีที่แล้ว +3

    জয়গুরু 🖐️💝💙🧡💚